এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 14.139.221.129 | ০১ জুন ২০২০ ১৪:৫০446916
  • এস এম, আপনার কি মনে হয় আমি ডিডিটি ও জানিনা ঃঃ(
    আমার চার ফোঁটা চোখের জল ফেলে ডুবে মরা উচিত মনে হয়

    যাহোক, এবার ড্রাগ ছেড়ে ডিডিটি তে এসেছেন।

    তা, আবার ফিরে এল কেন, সে বিষয়ে আপনি কী জানেন বলুনতো? এখন সেই ডিডিটি ছড়িয়েই কমিয়ে দেওয়া হচ্ছেনা বা হচ্ছে কিনা বলুন তো। যে যে দেশ এলিমিনেট করল, কীকরে করল বলুন তো?
    ডিডিটি দিয়ে কেন কমে বলুনতো?
    ডিডিটি কে IRS কেন বলে বলুনতো?
    এর সংগে মশার কোন প্রপার্টি জড়িত বলুনতো?

    একদম রেলিভান্ট প্রশ্ন কিন্তু।

    ভ্যাকসিন নিয়ে তো জানতেনই না রোল আউট হয়ে গেছে। RTSS কী, কীভাবে কাজ করে, ট্রায়ালগুলোর কী রেজাল্ট, সেগুলোও জানেন না। আর কী কী ট্রায়ালে কোন কোন স্টেজে আছে তাও জানেন না। আমার কনসার্ন কোন জায়গায় তাও জানেন না।
    অথচ জেনে বসে আছেন, ম্যালেরিয়ার ভ্যাকসিন নেই। ভ্যাকসিন নিয়ে কাজ হয়না। ড্রাগ নিয়েও হয়না।

    খুবই মিষ্টি ব্যাপারস্যাপার।
  • এবড়োখেবড়ো | ০১ জুন ২০২০ ১৪:৫০446915
  • অসংখ্য চিহ্ন, খুব স্পষ্টভাবে জানিয়ে রাখি এবড়োখেবড়ো টিবি ও অনাহারে মৃত্যুর কথা বলেছিল, ম্যালেরিয়া সম্পর্কে কিছুই বলে নাই

    এবারে আপনারা আলোচনা চালিয়ে যান।

  • !@#$%^&* | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৪:৪৬446914
  • 151.236.23.107 | ০১ জুন ২০২০ ১৪:১৬ - বামফ্রন্ট খুব খ্রাপ সে তো সবাই জানে। শুধুশুধু কপি পেস্ট করেন কেন?
  • S | 2405:8100:8000:5ca1::51c:88c1 | ০১ জুন ২০২০ ১৪:৪৩446913
  • হ্যাঁ ঘন্টাখানেকের জন্য। হোয়াইট হাউসের বাইরে নাকি তখন অনেক লোক জড় হয়ে গেছিল। টুইট করেই তো এখন আমেরিকার সরকার চলছে। যেমন ৩০শে মে থেকে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টে এখনও অবধি ৫০+ টুইট, রিটুইট করেছে। তার মধ্যে একটা জাস্ট "ফেক নিউজ", আগে পিছে আর কিছু নেই।
  • !@#$%^& | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৪:৩১446912
  • ট্রাম্প তো গর্তে বসেই টুইট করছে পড়লাম। মাটির নীচে বাঙ্কারে ঢুকেছে নাকি?
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১৪:২০446911
  • আপনার কথায় বিস্তর ফ্যালাসি।নিজেই যখন বলেছেন ভ্যাকসিন নিয়ে আশাবাদী নন।আমার দাবী ছিল একটি কার্যকরী ভ্যাকসিন ও যুগান্তকারী নতুন ঔষধ।

    আর মস্কুইটো বর্ন দিজিজ যখন,তখন স্প্রে করে,ড্রেনেজ সিস্টেম উন্নত করে,জলদি ঔষধ দিয়ে,র্যাদিকাল কিওর মেডিসিন এর প্রয়োগ করে   সংক্রমণ কমিয়ে দেওয়া যায়।

    কয়েজ দশক আগে,ভারতেই ব্যাপক হারে  ডি ডি টি স্প্রে করেই ম্যালেরিয়া ব্যাপক কমিয়ে দেওয়া গেছিলো। বই পড়লেই জানতে পারবেন।বিরাট ব্যাপার নয়।আবার ফিরে এসেছে।

    একটি খুব কার্যকরী ভ্যাকসিন থাকলে,এই ঝামেলা থাকে না।

  • চুনী কোটাল | 151.236.23.107 | ০১ জুন ২০২০ ১৪:১৬446910
  • যাঁরা শ্রেণিবৈষম্যকে ঘৃণা করেন ,  যাঁরা জাতিবৈষম্যের প্রতিকার চান, যাঁরা 'বর্ণবৈষম্য নিপাত যাক' ধ্বনি তোলেন।  

    ''দলিত , পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর জন্য বামেদের কুম্ভীরাশ্রু যদি এক জায়গায় জমা করা যেত তাহলে সম্ভবত ভূগর্ভস্থ জলের অপ্রতুলতার সমস্যা অনেকটাই প্রশমিত হত ।

    চিন্তনে ও মননে মার্ক্সবাদপুষ্ট জাতি-বর্ণ বিদ্বেষের অবাধ সংরক্ষণ থাকলে বিস্মৃতি ঘটে বই কি। তাই একটু মনে করিয়ে দিতে চাই বাম আমলের কিছু কথা :

    ১) ১৬ অগাস্ট ১৯৯২ সাল তারিখে লোধাশবর আদিবাসী গোষ্ঠীর প্রথম স্নাতক চুনী কোটাল লাগাতার জাতিবিদ্বেষের  শিকার  হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন । কারণটা প্রধানত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিভাগের ডাকসাইটে বামপন্থী অধ্যাপক ফাল্গুনী চক্রবর্তী তাঁকে ক্লাসে, সেমিনারে ‘অপরাধপ্রবণ জনগোষ্ঠীর’ সদস্য বলে ক্রমাগত অপদস্থ করছিলেন । প্রতিকার চেয়ে উপাচার্যের কাছেও দরবার করেছিলেন চুনী কোটাল । খুব স্বাভাবিক কারণেই  লাভ কিছুই হয় নি । বর্তিকা পত্রিকায় প্রকাশিত ‘আত্মকথা: আমার কথা’ প্রবন্ধে ১৯৯০-এর জুন মাসে মানসিকভাবে বিধ্বস্ত চুনী কোটাল লিখলেন তাঁর বঞ্চনাময় জীবনের আখ্যান: “কোন লগ্নে কোন তিথিতে যে এই মাটির পৃথিবীতে এসেছিলাম জানি না। নিশ্চয়ই সেই মুহূর্ত ভাল ছিল না। আর কিসের প্রয়োজনে যে আমাদের মত ছেলেমেয়েরা আসে তার উত্তর খুঁজে পাইনা।”

    ২) পশ্চিমবঙ্গ সরকার Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act ১৯৮৯ অনুসারে ফাল্গুনী চক্রবর্তীকে কিন্তু শাস্তি দেওয়া হয়নি , বরং ১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস.এস. গঙ্গোপাধ্যায় তাঁর রিপোর্টে জানান যে অধ্যাপকের ব্যবহার নাকি এমন কিছু অপমানজনক ছিল না যা চুনী কোটালকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে। দূর্জনেরা বলেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায় নাকি তদন্তই করেননি , যে রিপোর্ট বাম প্রভাবিত WEBCUTA ওনাকে দিতেন , উনি সেটাকেই মার্ক্সের বাক্য ভেবে নিতেন ।

    ৩) ১৪ই নভেম্বর ২০০০ সাল তারিখে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় যে হুগলি জেলার পড়শুরা অঞ্চলে এক তপশিলি স্কুলশিক্ষকের স্ত্রী শুভমা শীট কালী মন্দিরের ঘট স্পর্শ করায় মন্দির শুদ্ধিকরণের জন্য পূজো ইত্যাদির খরচ বাবদ ৮০০০ টাকা জরিমানা করা হয়েছিল । আর জরিমানার পরিমান আর নির্দেশ কার্যকর হয়েছিল সিপিআইএমের লোকাল কমিটি থেকে ।

    ৪) ১৯ নভেম্বর ২০০০ সাল তারিখে The Hindu পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বাঁকুড়া জেলার বিরভামপুর প্রাথমিক বিদ্যালয়ের ব্রাহ্মণ ছাত্ররা Integrated Child Development Scheme অর্ন্তগত মিড-ডে-মিল খেতে অস্বীকার করে কারণ তা ছোট জাতের মানুষের হাতের রান্না। অন্যান্য এলাকার অভিভাবকেরা জানান যে দরকার পড়লে তারা বাচ্চাদের স্কুলে পাঠাবেন না, কিন্তু নিচু জাতের ছেলেমেয়েদের পাশে বসে খাওয়া বা নিচু জাতের ছোঁয়া রান্না খাওয়াতে তাদের আপত্তি আছে। ঐ অভিভাবকদের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের একজন জেলা কমিটি সদস্য ।

    ৫) ১ নভেম্বর ২০০৪ সালে তারিখে আনন্দবাজার পত্রিকা অনুযায়ী এক ব্রাহ্মণ যুবক হাড়ি জাতির এক যুবতীকে প্রণয়-বিবাহ করলে তা সামাজিক স্বীকৃতি পায় না। তাঁরা রেললাইনে মাথা দিয়ে একসাথে আত্মহত্যা করেন। মৃত্যুর পর এদের মৃতদেহ সরাতেও কেউ আসেনি। ঐ ব্রাহ্মণ ছেলেটি DYFI এর সদস্য ছিল ।

    ৬) ২৯ মার্চ ২০০৭ সাল তারিখে Times of India-তে প্রকাশিত খবর অনুযায়ী মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ উজ্জ্বল বিশ্বাসের কাছে দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি দিতে আসেন DYFI-এর Zonal Secretary পার্থ চক্রবর্তী । ডাঃ বিশ্বাস সৌজন্যবশতঃ পার্থবাবুকে চা খেতে অনুরোধ করায় তিনি জানান যে তপশিলি জাতির ব্যক্তির সঙ্গে একসাথে চা খেতে তিনি প্রস্তুত নন।

    ৭) ২৪ এপ্রিল ২০০৭ তারিখে আজকাল দৈনিক পত্রিকায় খবর অনুযায়ী হুগলি জেলার প্রহ্লাদ রায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে B.Ed. বিভাগে লেকচারার পদে চাকরি পান। নিচু জাত বলে তাঁর সহকর্মীরা তাঁকে দিয়েই গঙ্গাজল আনিয়ে তাঁকে স্নান করান শুদ্ধিকরণের জন্য। তবুও তাঁকে টিচার্সরুমের চেয়ারে বসতে না দেওয়ায় তিনি গ্রন্থাগারে বসেই সময় কাটান। দলের প্রত্যক্ষ মদতে ঘটনাটি ঘটলেও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন যে অস্পৃশ্যতা দূরীকরণ সহজে সম্ভব নয়। ফলে এই ব্যাপারে কারুর বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া কার্যত অসম্ভব ।

    ৮) ১১ নভেম্বর ২০০৭ তারিখের The Statesman অনুযায়ী প্রতীচি ট্রাস্টের রিপোর্ট মোতাবেক আদিবাসী অধ্যুষিত মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়ায় অন্ত্যজ শ্রেণির বাচ্চাদের ক্লাসে বাধ্যতামূলকভাবে আলাদা বসতে হয়।

    ৯) ২রা মার্চ ২০১০ তারিখের Indian Express-এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিধানসভায় উচ্চবর্ণের সদস্য ১৯৭২-এ ৩৮% থেকে ১৯৯৬তে মার্ক্সবাদের আলোকে আলোকিত হওয়ার দরুন বেড়ে দাঁড়ায় ৫০%এরও বেশিতে ।

    ৩৪ বছরের বাম শাসনকালে এইভাবেই তথাকথিত ব্রাহ্মণবাদ -মার্ক্সবাদ -লেনিনবাদ একসাথে হাতে হাত মিলিয়ে চলেছিল সর্বহারার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ।

  • S | 2405:8100:8000:5ca1::54a:c3ce | ০১ জুন ২০২০ ১৪:১৬446909
  • ট্রাম্প মোটেও গর্তে ঢোকেনি। উল্টে টুইটারে হুন্কার ছেড়েছে "হোয়েন লুটিং স্টার্টস, শুটিং স্টার্টস"। এটি আসলে সিভিল রাইট মুভমেন্টের সময় মায়ামির একজন মেয়রের কুখ্যাত উক্তি। ট্রাম্প আরো জানিয়েছে যে মিলিটারিও নাকি ব্যবহার করা যেতে পারে। অন্য দেশ যখন পাওয়া যাচ্ছে না, তখন নিজের দেশেই যুদ্ধ শুরু করা যেতেই পারে। মারার জন্য ব্ল্যাক-্ল্যাটিনো-ইমিগ্র‌্যান্টরা তো রয়েইছে।
  • pi | 14.139.221.129 | ০১ জুন ২০২০ ১৪:০১446908
  • আর হ্যাঁ। যা টুল আছে তাই দিয়েই পৃথিবীর একটির পর একটি দেশ ম্যালেরিয়া এলিমিনেশন করে চলেছে। যার মধ্যে চিন আছে ( চিনের মেজর সমস্যা কিন্তু ভাইভ্যাক্স ছিল, এলিমিনেশন ফেজে), শ্রীলনকাও আছে। নেপাল ভুটান করতে চলেছে। বাংলাদেশের প্রগ্রেস বেশ ভাল। খালি প্রতিবেশীদের কথা বল্লাম। আরো কত দেশ করে ফেলেছে, গুগলে গেলেই পাবেন।
    চিন আর শ্রীলনকার ম্যালেরিয়া এলিমিনেশনের মূল কান্ডারিদের মুখ থেকে শোনা, আলোচনা করা, তাঁ্রা কী করে করলেন। তাই ভ্যাক্সিন ছাড়া, এক্সিস্টিং ড্রাগ আর আরো নানা খুব জরুরি স্ট্রাটেজি দিয়ে এলিমিনেশন করা,যায়, তা প্রমাণিত।
    ও, এলিমিনেশন মানে একটিও কেস না। তিন বছর ধরে। তবে হু সার্টিফিকেট দেয়। আর এটা ওরা ইভ্যালুয়েট করে।

    কোন ওষুধ, ভ্যাকসিন ছাড়াই করে ফেল্ল ( এটা তো আলাদাই কথা যে, ১০-১২ রকমের কার্যকরী ওষুধ আছে) ।নানা ভ্যাকসিন নিয়ে গুচ্ছ ট্রায়াল হয়েই চলেছে।

    আর হ্যাঁ, একটা ম্যালেরিয়া ভ্যাকসিন রোল আউট হয়ে গেছে।
    এস এম এর এত দুঃখ এই খবরে কমবে নাকি পুরোই ভুলভাল বকছেন জেনে বাড়বে?
    WHO welcomes the Government of Malawi’s launch of the world’s first malaria vaccine today in a landmark pilot programme. The country is the first of three in Africa in which the vaccine, known as RTS,S, will be made available to children up to 2 years of age; Ghana and Kenya will introduce the vaccine in the coming weeks.

    তবে আমি ভ্যাকসিন নিয়ে ব্যক্তিগতভাবে আশাবাদী নই, নানা সায়েন্টিফিক কারণেই।
    জেনেটিকালি মডিফায়েড মশা দিয়েও না।
    এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। ঠিকমত প্রিভেনশন নেওয়া গেলে এলিমিনেশনে অনেক দূর এগোন যায়।৷ অনেক স্ট্রাটেজি আছে।৷ এই উপূ বা থাইল্যান্ড কম্বোডিয়াদের মত জায়গায় কিছু অন্য্রকম ত্যাঁঁদোড় বেয়ারা আনোফিলিস মশার জন্য আলাদা কিছু সমস্যা আছে। ফরেস্ট মালেরিয়া,,আউটডোর বাইটিং একটা মেজর বটলনেক। তার জন্য লোকে আলাদা করে মাথা খুঁড়ে মরছে। ইত্যাদি।
  • S | 2405:8100:8000:5ca1::4f6:baba | ০১ জুন ২০২০ ১৩:৫৫446907
  • মিশিগানের ক্যাপিটলে কয়েকদিন আগে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিবাদ হয়। প্রতিবাদ যারা করেছিল, তাদের একটা ছবি দিলাম। এরা একেবারে ট্রাম্পের চরম ভক্ত।

  • S | 2405:8100:8000:5ca1::470:962b | ০১ জুন ২০২০ ১৩:৫০446906
  • আমেরিকাতেও একইরকম অবস্থা। কয়েকদিন আগেই এই মিনেসোটারই ক্যাপিটল (বিধানসভা) ঘিরে ফেলেছিল কোরোনা-লকডাউনের বিরোধীরা। তাদের অনেকরই সঙ্গে ছিল অ্যাসল্ট রাইফেল। সেই একই রাজ্যের মিনিয়াপলিসে একজন ব্ল্যাক-ল্যাটিনো সিএনেনের রিপোর্টারকে কোনও কারণ ছাড়াই অ্যারেস্ট করে পুলিশ। ক্যামেরার সামনেই, সিএনেনের ব্যাজ দেখানোর পরেও। তার শ্বেতাঙ্গ ক্যামেরাম্যান সঙ্গীকে অবশ্য পুলিশ কিছু বলেনি। কিছুদূর তার আরেক শেতাঙ্গ সঙ্গীও কাজ করছিলেন, তাকেও পুলিশ দুয়েক কথা বলেই ছেড়ে দেয়।

    এই তো অবস্থা।
  • dc | 27.62.43.115 | ০১ জুন ২০২০ ১৩:৪৫446905
  • S, কিছুটা বুঝেছি। ক্যাটেগোরিগুলো আলাদা কিনা জানতে চাইলে কাই স্কোয়ার লাগিয়ে দিন।
  • pi | 14.139.221.129 | ০১ জুন ২০২০ ১৩:৪৪446904
  • হুতো, একেবারেই এগুলোই হয়েছে। উনি ক্রমশই গোলপোস্ট সরিয়ে চলেছেন। ম্যালেরিয়ার ওষুধ নিয়ে গবেষণা হয়না থেকে আর্টেমেসিনিনের পরে কি র পর কম্বিনেশন ড্রাগসের পরে কি , তারপর গাদা নতুম পাইপলাইনের ড্রাগের লিস্ট দেবার পরে হল আর্টেমেসিনিন বাদ দিয়ে নতুন ওষুধ কী ব্যবহার হচ্ছে!

    এদিকে ACT তে আর্টেমেসিনিন ডেরিভেটিভ বাদে অন্য ড্রাগ যা থাকে সেগুলো আর্টেমেসিনিন গোত্রের ড্রাগই নয়, অন্য গোত্র, অন্যভাবে কাজ করে বলেই কম্বিনেশনে রাখা হয়। লুমেফেন্ট্রিন যে কেন আর্টেমেসিনিন গোত্রের থেকে আর্টেমেসিনিনের পরে আবিষ্কৃত আলাদা ড্রাগ হিসেবে দেখা হবেনা তাও উনিই জানেন। এগুলো একা একা আলাদা ব্যবহার করা হয়না, রেজিস্ট্যান্স আসার চান্স আছে বলে।৷ কোন ড্রাগ নিয়েই এখন আর মনোথেরাপির রিস্ক নেওয়া হয়না, ফ্যালসিপেরামের ক্ষেত্রে।

    একেবারে নতুন ক্লাস অব কম্পাউন্ডের লিস্টে কে কোথায় কদ্দুরে এগিয়েছে, সেও উনি কিছুতেই দেখবেন না। এতবার লিস্ট দেবার পরেও।

    এরকম হয়েই চলেছে। নিচে জাস্ট দুটো উদাঃ দিচ্ছি, যা ওই চার্টে নেই। গতমাসের খবর। অস্ট্রেলিয়ার গ্রুপ। এদের ফান্ডিংং টাও কেউ চাইলেই দেখতে পারেন, বিশাল গ্রুপ। এসবের পরে ম্যালেরিয়ার ড্রাগ নিয়ে কাজ হচ্ছেনা, তাতে ফান্ড নেই শুনলে অদ্ভুত লাগে! মানে, ম্যালেরিয়া এলিমিনেশন এখন কোন দেশ আলাদা করে না, হু ও অন্যান্য সংস্থা মিলে পুরো একসংগে ঠিক করেছে হবে, আর বহু দেশ তাতে সাইন করেছে। কমিট করেছে রিসার্চে আর প্রোগ্রামে ফান্ড দেবে। সেখানে একটা মূল আজেন্ডাই ড্রাগ আর ভ্যাক্সিন। এটা মানে এতটাই আক্টিভ ফিল্ড যে না লিখে পারলাম না।

    আমেরিকার মত দেশ, যাদের নিজেদের ম্যালেরিয়ার সমস্যা প্রায় নেই ( ওই নেভির লোক ছাড়া, আর নেভির লোকজনের জন্য প্রোফাইল্যাক্সিস আছে), সেখানে ম্যালেরিয়ার যথেষ্ট ভাল ফান্ডিং। ( এবং সেটা অনেক করে আদায় করা), সারা পৃথিবী জুড়ে রিসার্চের। তেমনি ইউরোপিয়ান ইউনিয়ন। গ্লোবাল ফান্ড প্রচুর ফান্ড করে। অন্যদিকে বিশাল গ্রুপ অস্ট্রেলিয়ায়। যাদের কাজ নিচেরটা।

    This is an exciting new class of antimalarial compounds that could fill a critical and widening gap in our efforts to control and eliminate malaria," Professor Cowman said.

    "In preclinical testing, the lead compound WM382 inhibited growth of the malaria parasite in the host and prevented transmission back to the mosquito. These results indicate that this class of compounds is very promising as a potent new treatment for malaria. We hope that drugs based on these compounds will soon progress to human phase I clinical trials."

    WM382 not only killed malaria parasites in the blood, it also killed parasites in the liver and prevented parasites in the blood being transmitted to mosquitoes, he said.

    আরেকটা বড় গ্রুপের কাজ, ইউপেন, ইউরোপের নানা গ্রুপ মিলিয়ে, কয়েক মাস আগের।
    The team discovered that, because the pantothenamide molecule closely resembles the essential vitamin B5, it is mistakenly taken in and metabolized by the parasite. This leads to the formation of molecular analogues, or antimetabolites, which decrease the parasite's production of acetyl-CoA, a compound critical for its survival.

    "The molecule has a mechanism of action that hasn't been used before," said Dechering. "This means that there's no resistance to the drug as yet, and it is effective against many forms of malaria. Because parasite resistance to malaria drugs is a major problem
  • !@#$%^&* | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৩:৩৯446903
  • ওদিকে আদালত বলেছে "...দুই বিচারপতির ওই ডিভিশন বেঞ্চ বলছে, বাড়ির বৌকে দিয়ে ঘরের কাজ করানোটা অস্বাভাবিক কিছু নয়। বড়রা চাইলে কখনও কখনও ছোটদের বকাবকিও করতে পারেন। আদালতের পর্যবেক্ষণ, 'কোনও পরিবারই এমন নেই যেখানে সদস্যদের মধ্যে ঝামেলা হয় না। বড়রা ছোটদের বকাবকি এমনকী হেনস্তা করলেও, সেটা খুব সাধারণ বিষয়।" (https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=28749)।
  • !@#$%^&* | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৩:৩৭446902
  • এখনকার পরিস্থিতিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছিনিয়ে খায়নি কেন গল্পটা আমার বারবার মনে পড়ছে, আগেও বোধয় কয়েকবারই ভাবছিলাম।
    আমেরিকায় একজন জর্জ ফ্লয়েডের জন্যে সারা দেশ উত্তাল, রাষ্ট্রপতি গর্তে ঢুকে বসে আছে। আর আমাদের দেশে লোকজন টুপটাপ মরে যাচ্ছে, অন্য লোকের কথা তো ছেড়েই দিলাম, যারা মরছে তারাও বোধয় মরার আগের মুহূর্তে ভবিতব্য বলে মেনে নিচ্ছে।

    জীবনটা যে মূলবান সেটা বিশ্বাস করার জন্যেও একটা লেভেলের সমষ্টিগত প্রিভিলেজের ধারনা দরকার।

    ভাইজাগের গ্যাস লিক এক্কেবারে ধামাচাপা পড়ে গেল। করোনার বাজারে লোকজন রাস্তাঘাটে মরে যাচ্ছে, পুলিশ রাস্তায় নাকে খত দেওয়াচ্ছে, ২০১৮'র তুতিকোরিন/থুত্থুকোডির গুলি চালানো মনে পড়লো।
  • | ০১ জুন ২০২০ ১৩:৩৪446901
  • কিন্তু অমিত, আমেরিকা কাছাখোলা হয়ে রেসিস্ট হলেও আম্রুরা রাস্তায় নেমেছে পুলিশের বিরুদ্ধে। এখানে পুলিশ প্রেগন্যান্ট মহিলাকে লকাপে পোরে আর বন্দুক নিয়ে তেড়ে যাওয়া লোকজে প্রণাম ঠোকে। সংস্কারি ভারতীয় আহা বাহা করে।
  • S | 2405:8100:8000:5ca1::668:d9 | ০১ জুন ২০২০ ১৩:২৩446899
  • সেদিন আমেরিকার স্টেট ডিপের মুখপাত্রীর হংকং নিয়ে চীনের কম্যু গভকে সমালোচনা করা এক টুইটের উত্তরে চীনের মুখপাত্রী টুইট করে সিম্পলি "আই কান্ট ব্রীদ" উত্তর দিয়েছে।
  • S | 2405:8100:8000:5ca1::549:c367 | ০১ জুন ২০২০ ১৩:১৮446898
  • dc: পপুলেশান একই, কিন্তু ক্যাটেগরাইজেশান আলাদা করে করা হয়েছিল। অ্যানোভা দিয়ে ঠিক হবেনা। শেষে একটা এফ বা কাই স্কোয়ার টেস্টই হবে। কিন্তু সেটা এখন ঠিক মনে পড়ছে না।
  • !@#$%^& | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৩:০৪446897
  • হিস্টোরিক ব্যাপারটা হলো? ১১.৩০য় ছিলো না?
  • Amit | 121.200.237.26 | ০১ জুন ২০২০ ১৩:০৩446896
  • ট্রাম্প এর টুইট গুলো এক্কেরে সলিড রাস্তার হাতকাটা দিলীপ মার্কা হচ্ছে কিন্তু. এই একটা কারণেই ট্রাম্পের কাছে থার্ড ওয়ার্ল্ডের কৃতজ্ঞ থাকা উচিত. এতকাল আমেরিকা যে একটা সুপিরিয়র হাবভাব দেখিয়ে চলতো, বেটার ডেমোক্রেসি, ম্যাচুরে ডেমোক্রেসি হেনো ত্যান ডায়লগ মেরে বেড়াতো, এখন রেসিস্ট পলিটিক্স একেবারে ওসব নকল মুখোশ খুলে তৃতীয় বিশ্বের এক গোত্রে এনে ফেলেছে. আর নকল নাটকের দরকার নেই. পুরোপুরি উন্মুক্ত, কাছাখোলা.
  • dc | 103.195.203.13 | ০১ জুন ২০২০ ১৩:০২446895
  • S, কিন্তু দুটো টি টেস্টকে কেন কম্পেয়ার করতে চাইছেন? যদি টেস্টগুলো আলাদাভাবে করে থাকেন তাহলে তো পপুলেশানও আলাদা। আর যদি একই পপুলেশান থেকে নেওয়া হয়ে থাকে তাহলে একবারে অ্যানোভা করে দিন।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১২:৫৭446894
  • গরীবের অন্য অস্ত্র আছে।ভ্যাকসিন।ম্যালেরিয়া বা টিবি বা ডেঙ্গির কার্যকরী ভ্যাকসিন এসে গেলে,ঔষধ এর সেরকম প্রয়োজন পড়বে না।

    মিজলস,পোলিও,জাপানিজ এন্সফেলাইটিস,হেপাটাইটিস বি,মেনিনজাইটিস,মাম্পস এগুলোর তো ভালো ও কার্যকরী ভ্যাকসিন বেরিয়েছে।তাই ঔষধ এর প্রয়োজনীয়তা কমছে।

    সেই জন্যই তো বলা। জায়ান্ট ফার্মারা এসব গরীব দেশের রোগের রিসার্চে বেশি ইনভেস্ট করতে চায় না।

  • S | 2405:8100:8000:5ca1::4f5:6c9b | ০১ জুন ২০২০ ১২:৪৮446893
  • এখানে অনেক আজেবাজে আলোচনা হচ্ছে দেখছি। যথারীতি।

    টিবির ভ্যাকসীন আছে, ম্যালেরিয়ারও ওষুধ আছে। কোরোনার কোনোটাই নেই।

    গরীব দেশের গরীব লোকজন টিবি-ম্যালেরিয়াতে মারা যায় ওষুধ না থাকার কারণে নয়। ওষুধের অ্যাকসেস না থাকার কারণে, প্রপার হেলথকেয়ার নেই বলে, মনুষ্যেতর জীবনযাপনের জন্য। বড়লোক দেশের বহুলোক কোরোনা আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে (সেখানেও গরীবদের সংখ্যাই বেশি, গরীব দেশেও তাই) কারণ প্রথমত অসুখটা বড্ড ছোঁয়াচে। তার উপরে ভ্যাকসীন নেই, ওষুধ নেই (স্টেবল জিনিয়াসের লাইজল ইনজেকশানকে বাদ দিলাম), এমনকি ঠিক কি করতে হবে সেটা নিয়েও অনেক কনফিউশান আছে।

    প্রফিট মেকিং সংস্থারা যে কোরোনার মতন নভেল প্রজেক্টেই আপাতত বেশি ইনভেস্ট করবে সেটাই স্বাভাবিক।
  • Tim | 2607:fcc8:ec45:b800:f918:279b:df7f:1cd9 | ০১ জুন ২০২০ ১২:৩৯446891
  • আর্বানা শ্যম্পেন ক্যাপাসেও কার্ফিউ। হেলিকপ্টার টহল দিচ্ছে।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১২:৩৮446890
  • ট্রাম্প সাপোর্টার বলে ফেটটি লাগিয়ে ঘুরলে,বিপদ কমবে?

    যদি না কমে,না বেরোনই ভালো।বন্দুক খুব খারাপ জিনিষ।কখন কি করে,কে জানে।

  • S | 2405:8100:8000:5ca1::244:b2ce | ০১ জুন ২০২০ ১২:৩৫446889
  • ডিসি, হ্যাঁ যেকোনও এফ-্টেস্ট ব্যবহার করা যেতে পারে বটে। তবে আমি ইকুয়াল ভ্যারিয়েন্স ধরে নিয়েই টি-টেস্টই করি। কারণ আমি দেখেছি ইকুয়াল ভ্যারিয়েন্স টি-টেস্ট আনইকুয়াল ব্যারিয়েন্স টি-টেস্টের তুলনায় কনজারভেটিভ রেজাল্ট দেয়।
  • S | 145.239.64.38 | ০১ জুন ২০২০ ১২:৩২446888
  • আমাকে এবারে মাস্ক কিনতেই হবে। নইলে স্টেটেন আইল্যান্ডের মতন অবস্থা হবে - মাস্ক না পড়া এক মহিলাকে লোকজন গাল দিয়ে দোকান থেকে বেড় করে দিয়েছে। পার্থক্য হল আমার এখানে কেউ গাল দেবেনা, আমার গায়ের রং দেখে সোজা বন্দুক চালিয়ে দেবে। তবে যা অবস্থা, তাতে মুখোশ পড়লেও বন্দুক চালিয়ে দেবে। লোকজন না করলেও পুলিশ তো আছেই।
  • lcm | 2600:1700:4540:5210:7056:c89f:ab0c:279b | ০১ জুন ২০২০ ১২:৩২446887
  • এটা কোভিড সংক্রান্ত নয়

    SAN FRANCISCO (KGO) -- Citywide curfews have been issued in various locations in the Bay Area after protests over the death of George Floyd turned violent and destructive. This includes San Francisco, San Jose, Santa Clara and Walnut Creek.

    https://abc7news.com/george-floyd-protest-san-francisco-curfew-rules-sf-details-jose-city/6223879/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত