এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • g | 141.101.98.9 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৪431580
  • আইওয়াতে যে ভালো টার্ন আউট হয় নি, সেটা কে বার্ণির বিরুদ্ধে ইউজ করা হচ্ছে, ব্রো দেড় যুক্তি হলো, ৩৩% বেশি ভোট দিয়েছে আন্ডার থার্টি।
  • S | 162.158.106.101 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৩431579
  • ডেম এস্টাব্লিশমেন্ট স্পষ্টতই চাইছে বাইডেন ক্যান্ডিডেট হোক। ব্লুমবার্গের ফান্ডটাকে ইউজ করছে বার্ণীর ক্যাম্পেইনের বিরুদ্ধে। বার্ণীর পরিবর্তে বাইডেনকে ক্যান্ডিডেট করানোর জন্যই ব্লুমবার্গ মাঠে নেমেছে মনে হচ্ছে। সেটা যে এইমুহুর্তে খুবেকটা কাজ করছে, তা তো মনে হচ্ছে না। ব্ল্যাক ভোটারদের মধ্যে বাইডেন জনপ্রিয়। কিন্তু বার্ণীর অ্যাপিলটা খুব ওয়াইড আর ওপেন। লোকটার কথা দুবার শুনলেই বোঝা যায় যে তিনি জেনুইন এবং রিয়েল ইস্যুগুলো নিয়ে কথা বলতে ভালোবাসেন। যেটা বেশিরভাগ আম্রিগান পলিটিশিয়ানরাই অ্যাভয়েড করে যায়। ফলে ব্ল্যাক ভোটারদের মধ্যেও হি উইল বি পপুলার। স্পেশালি অন্যদিকে যেখানে ট্রাম্প।

    আগেই বলেছি ব্ল্যাক ভোটারদের মধ্যে বাইডেন জনপ্রিয়। তাহলে বাইডেন নমিনেশান পাবে কি করে? যেসব স্টেটে ডেমরা কোনোদিনও জিতবে না সেই সাউথ স্টেটগুলোতে বাইডেন জিততে পারে। ক্যারোলাইনাজ, জর্জিয়া, টেক্সাস এইগুলোতে। বাইডেনের নমিনেশানের সমস্যা হলঃ তার মানে ডেম উইল হ্যাভ আ ক্যান্ডিডেট হু ইজ আনপপুলার ইন সুইঙ্গ স্টেটস। অ্যান্ড পপুলার ইন স্টেটস যেগুলো শিওর ট্রাম্প পাবে।

    উদাহরণঃ এই অলরেডি ভোটিং চলছে নেভাডাতে। সমস্ত পোলিং দেখাচ্ছে যে সেখানে বার্ণী ইজ ওয়ে মোর পপুলার দ্যান অল আদার ক্যান্ডিডেটস। এর পর লিজ ওয়ারেণ সড়ে গিয়ে বার্নীকে এন্ডর্স করলে পার্টির যে কি পরিমাণ লাভ হবে সেটা তিনিও জানেন না। আমার ধারণা বাইডেন আল্টিমেটলি নেভাডা প্রাইমারিতে সেকেন্ডও হবেনা। তার মানে হি ইজ নট ভেরি পপুলার অ্যামঙ্গ নেভাডা ডেম। এখন নেভাডা ইজ আ সুইঙ্গ স্টেট। এই স্টেট জেতার একটাই উপায় আছে ডেমদের। প্রচুর ভোটার টার্ণাউট। বাইডেণ ক্যান্ডিডেট হলে সেটা হওয়ার সম্ভাবনা কম।

    একটা খুব গুরুত্বপূর্ন এবং সমস্যার ডেটা পয়েন্ট হল আইওয়াতে নাকি প্রাইমারিতে ২০১৬র থেকে বেশি টার্ণাউট হয়নি। ২০০৮ বা ২০১২তে বেশি ছিল।
  • S | 108.162.246.244 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৪431578
  • সারা দুনিয়াতেই নেটিভিজম আর অ্যান্টাই ইমিগ্রেশান এই মুহুর্তে লোকজন বেশ চেটেপুটে খাচ্ছে। এইসব কথা লোকজন আগে হালকা চালেই বলতো। কোলকাতাটা ননবেঙ্গলিতে ভরে গেল টাইপের। বা বুশের আমলেও শোনা যেত যে এত লোক মেক্সিকো থেকে আসছে, এদেরকে ফেরত পাঠাতে হবে ইত্যাদি। কিন্তু সেসব নিয়ে যে সিরিয়াস পলিটিক্স-্পলিসি হতে পারে, সেই ধারণাটা ছিলনা।

    আমার মনে হয় এটা মিডিয়ার তৈরী। ফাইনান্সিয়াল ক্রাইসিসের পরে যখন ক্যাপিটালিজমের জোড় বোঝা হয়ে গেল এবং দেখা গেল ক্যাপিটালিজমের সবথেকে বড় পুজারিরাও হাত পেতে সরকারি প্রসাদ নিচ্ছে (গরীব লোকের ক্ষেত্রে যেগুলোকে ফ্রিবিজ বলে গাল দেয়), তখন থেকেই পুরো আলোচনাটা অন্যদিকে ঘোরানোর জন্য ইমিগ্রেশানের পিছনে পড়েছে বিগ ক্যাপিটাল স্পন্সর্ড মিডিয়া।
  • b | 162.158.159.89 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৬431577
  • আরে না না।
    ১৮২৬ এ আসাম (ব্রহ্মপুত্র ভ্যালি) ব্রিটিশ ইন্ডিয়াতে আসে, অফিশিয়ালি।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৮431576
  • না একলহমা একটা চমৎকার নিক। প্লীজ বদলাবেন না সহসচলের দিব্বি।
  • S | 162.158.107.84 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৮431575
  • মহারাষ্ট্রে ব্যাপারটা আমার সেরকম মনে হয়নি। অন্তত বম্বেতে বা জেনারালি মারাঠিরা অতটা উগ্র জাত নয়। যেকারণে রাজ ঠাকরের পলিটিক্স চললো না। উদ্ভবকেও সফট হতে হচ্ছে। মুম্বাই মারাত্মক কসমোপলিটান। দুয়েকটা লোকেশান ছাড়া মারাঠিদের খুঁজেই পাওয়া যায়্না। সেটা ক্রমশঃ পুরো মহারাষ্ট্রেই ছড়িয়েছে। এমনিতেও ক্যাপিটাল সবই অন্যদের হাতে। ফলে মহারাষ্ট্রে সেরকম হওয়া মুশকিল আছে। মহারাষ্ট্র থেকে লোক সড়লে যে সেখানকার অর্থনীতির ক্ষতি হবে সেটা ওখানকার লোকেরা বোঝে।
  • S | 162.158.107.84 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১২431574
  • গুজরাতে ২০০২ তেও এইধরনের দাবী ওঠে। গুজরাত ইজ ফর গুজরাতিজ। তখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে সবথেকে বেশি ইমিগ্রেশান, এমিগ্রেশান হয়েছে গুজরাত থেকেই। সেইকালে বোধয় ডিসকোর্সের অবস্থা একটু বেটার ছিল, তাই সবাই চুপচাপ হয়ে যেত। এখন তো জোড় যার, মুলুক তার। তা যে দুটো গুজরাতিকে দিল্লি পাঠিয়েছে, তাদেরকে ফেরত নিয়ে নিলে আমিও ভেবে দেখবো।

    এখন ট্রাম্পের সাপোর্টাররা আম্রিগায় যেটা বলে সেটা ব্যাঙ্গালোরের লোকেরা আগেই বলতো। অন্য জায়্গার লোকেরা এসে আমাদের চাকরি (আইটি তে) নিয়ে নিল। বেশ একটা চাপা ক্ষোভ ছিল। বক্তব্য ছিল যে তোমরা না এলে এইসব চাকরি আমাদের লোকেরাই করতো। আর নর্থ ইন্ডিয়ানরা আসার পর ক্রাইম বেড়ে গেছে, বা নর্থ ইন্ডিয়ানদের জন্য ক্রাইম বেড়ে গেছে টাইপের বক্তব্য আগেও ছিল।
  • g | 162.158.154.30 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১০431573
  • ১৫২৬ ও বলতে পারে বা ১১৭৬ ।
  • g | 162.158.154.30 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৫431572
  • এগ্রিড।
    ফ্লোরেন্সএ একটা চার্চ এ লেখা আছে, দুয়োমোর ঠিক পেছনে, ওখানে নাকি দান্তে র জন্ম, নাকি ওর মেয়ের জন্ম এগজ্যাক্টলি ভুলে গেছি, একদম ছোট একটা চ্যাপেল। এবার আমি বহুত নেকা সি টাইপের হয়ে ওখানে এতো ক্ষণ ওখানে বসে ছিলাম, যে মাইরি ট্রেন মিস হয়ে গেলো, এবং অল্প দূরে নেয়ামত ডেভিড দেখার বেশি সময় পাওয়া গেল না। তাইতে ক্লিয়ারলি সঙ্গিনী অফেন্ডেড হয়েছিলেন, আমি অবশ্য অসভ্যতামি টি ঐতিহাসিক বলে তেমন রাগ করি নি :-) এবং ছোট হু: জিনিসটা র সঙ্গে রেনেসাঁ` আমলের একটা ধারণা জড়িয়ে আছে শোনা গেছিলো, যে তখন নাকি ধারণা প্রবল হয়, যে ইন্টেলেকচুয়াল পুরুষ এর ইন্সট্রুমেন্ট ছোট হবে, তো আমি অনৈতিহাসিক ভাবে এটা যে কতদিন আগে ফ্রয়েড এর আগে থেকেই জানি সেটা আর গলা উঁচু করে বলিনি , অচেনার একটা আনন্দ থাকা ভালো এই যুক্তি তে ;-)

  • b | 141.101.98.9 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৩431571
  • ১৮২৬ বলে নি এটাই ভাগ্য।
  • PM | 162.158.7.130 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৮431570


  • "কেন্দ্রের কমিটির সুপারিশে অধিকার হারাবেন আসামের বিপুল অংশের মানুষ

    এতে স্পষ্ট হচ্ছে, ১৯৫১ সালের পরে ও ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যে আসামে এসে বসবাসকারী ও তাদের উত্তরাধিকারীরা ভূমিপুত্র নন। তারা আসামে বসবাস করলেও তাদের জমি, চাকরি, রাজনৈতিক, ভাষিক সমস্ত অধিকার কেড়ে নেওয়া হতে পারে।

    ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে রাজ্যের ভূমিপুত্রের সংজ্ঞা নির্ধারণ করা হোক। ভূমিপুত্রদের জন্য জমি, ভাষা, প্রশাসনিক, রাজনৈতিক সংরক্ষণ করতে হবে। চাকরিতে ভূমিপুত্রদের ৮০ শতাংশ সংরক্ষণ থাকতে হবে। বিধানসভার দুই তৃতীয়াংশ আসন ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ থাকতে হবে। ভূমিপুত্রদের জন্য রাজ্য বিধানসভায় উচ্চসদন গঠন করতে হবে। এছাড়া আসামে ইনার লাইন পারমিট (আইএলপি) চালু করতে হবে।"

    এগুলো সত্যি হলে তো বিরাট চাপ :(

    এরপর মহারাষ্ট্র , গুজরাট ও এটাই করবে . ওদের মাল সারা ভারতে বেচতে পারবে কিন্তু অন্য্ রাজ্যের লোক ওখানে কাজ কারাতে পারবে না .
  • | 162.158.158.180 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬431569
  • একলহমা ,নিক টা বদলান প্লিজ। ওকালহোমা হয়ে যাচ্ছে মাইরি, টাইপ করতে গেলে।
    মনের কথা বলেছেন। হয়তো অনেকেই এক মত্ হবেন। এখানে। অনেকেই আছেন এই আড্ডায় আর ইন্টারেস্ট পান না, তারা থাকলে আপনার আরও ভালো লাগতো।

    আমি একটা সত্যের সঙ্গে আপাতত রিকনসাইলড, আমি সম্পূর্ণ বাল, সমস্ত অর্থে, এবং উত্তরণ সম্ভাবনাহীন, অন্নচিন্তা কে দোষ দেই না, ঘটে বাংলা মাল নেই। কখনোই দরিদ্র বা সুযোগহীন ছিলাম না, উল্টে অতি সুযোগ পেয়েছি পাবলিক সেক্টর এর আমলের সস্তা রিজনবলি হাই কোয়ালিটি র শিক্ষার সুযোগ পেয়েছি। কিন্তু কিসু করতে পারিনি, এটা ও টা পড়ে একটু চেষ্টা করি ইন্টারেষ্টিম কিসু পেতে, বেশির ভাগ সময়েই পাই না। সেটা সময়াভাব না।

    বাই দা oye, এভরিওয়ান,
    আমিজানি না এটা ক্লিয়ার কিনা, আজ আমি অরিন/অটোজ দের সঙ্গে সুদূই ওমা ড্যাকো আমি দুই পাতা পড়সি, বলার জইন্য, ঝগড়া বাধাতে লম্বা লম্বা পোস্ট করি নি , শুধু মোদ্দা ছিল, কন্টেক্স্ট কে বাদ দিয়ে জীবানানন্দ পড়া ঝাড় , e শুধু ভাষাৰ এমনকি কল্পনার ইমারত না। আলোচনা ঘোরানোর কোন উদ্দেশ্য ছিল না, তাইলে এক ই বিষহয়ে বীরের মতো টাইপো সহ ঢিলে প্যান্টে বাঙ্গালীর দুর্দিন সম সংকট অনুমানে কয়েক ঘণ্টা ব্যয় করতাম না :-)))

  • সিএস | 162.158.119.46 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৫431568
  • লিখব বলেছি, কখন লিখব বলিনি । ঃ-)

    একোর মত না হলেও, এটা মনে করি, যে মডার্নিস্টদের সম্বন্ধে বলতে গেলে, এদেশ হোক বা ওদেশ, দান্তেকে এড়িয়ে যাওয়া মুশকিল; বিনা কারণে, এনারা দান্তেকে রেফার করেননি। পাঁচশো-ছশো বছরের আগে হলেও দান্তের সাথে এনারা যুগসখ্যতা খুঁজে পেয়েছিলেন হয়ত, জীবনান্দের প্রবন্ধে তো দান্তের প্রসঙ্গ আছে, মহাভারতের সাথেই।
  • Anjan Banerjee | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪১431567
  • #সোনালী #গল্প

    অঞ্জন বন্দ্যোপাধ্যায়
    ******************

    অনেক অলিগলি পেরিয়ে টালির চালার ঘরটায় পৌঁছন যায়। ঘরটার দুপাশে লেদের কারখানা। সকাল থেকে মাঝরাত পর্যন্ত ঘর্ঘর আওয়াজ। এখানেই এখন শ্যামলী থাকে— শ্যামলী সরকার। অভীক সরকারের বিধবা স্ত্রী। অভীক মার্ডার হয়েছে প্রায় তিনবছর আগে। নাইট ডিউটি ছিল । ফ্যাকট্রির পেছন দিকে গোডাউনের পাশের জায়গাটায় মুখ থুবড়ে পড়ে ছিল। মাথার পেছনে ভারি কিছু দিয়ে মারা হয়েছিল। গোডাউন থেকে নিয়মিত যন্ত্রপাতি লোপাটের রহস্য ধরে ফেলেছিল অভীক। খুব সম্ভবত সেই জন্যই তাকে প্রাণ দিতে হল। যথাযথ সাক্ষ্য প্রমাণের অভাবে সন্দেহভাজন অভিযুক্তদের ছুঁতে পারেনি কেউ। সাক্ষীদেরই বা দোষ কি ? তাদেরও তো প্রাণের মায়া আছে। শ্যামলী তার পরেও হাল ছাড়েনি। দুটো ছোট ছোট ছেলেমেয়েকে আগলে রেখে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছে বছরখানেক।সুবিচারের আশায় ছুটে বেড়িয়েছে এ প্রান্ত থেকে সে প্রান্ত। গয়নাগাঁটি বিক্রি করে অবিবেচক উকিলের নিরন্তর চাহিদা মিটিয়েছে। সম্পূর্ণ একাকী লড়াই চালিয়ে গেছে। এর মধ্যে হুমকি আসতে শুরু করল। কি শ্বশুর বাড়ি, কি বাপের বাড়ি কোন দিক থেকেই কোন সাহায্য নেই। সাহায্য করবে কি তারা সব ভয়ে কেঁচো হয়ে আছে। শত্রুপক্ষ থেকে হুমকির মাত্রা বাড়তে থাকল মামলা তুলে নেওয়ার জন্য। মোবাইলে হুমকি, রাস্তায় চলতে চলতে হুমকি অজানা অচেনা লোকের। বুকের রক্ত চলকে ওঠে ভয়ে। শ্যামলী তখনও পিছু হটেনি। পণ ছিল, এর শেষ দেখে তবে ছাড়বে। কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা— যাদের ছেলে খুন হয়েছে তারাই চাপ দিতে লাগল মামলা তুলে নেওয়ার জন্য। স্বয়ং শ্বশুরমশাই বললেন,
    ‘ কি আর হবে ওসব করে । মিছিমিছি শত্রু বাড়ানো.... যে গেছে সে তো গেছেই .... এখন আমরা যদি কটা দিন শান্তিতে বাঁচতে পারি.... ছেড়ে দাও বউমা এসব কারবার।’
    তারা সবসময়ে শত্রুভয়ে কুঁকড়ে থাকত। একটা দু:স্বপ্নের মধ্যে বেঁচে থাকত অষ্টপ্রহর । সেই আতঙ্ক থেকে পরিত্রাণ পাবার জন্য , মানে, অপরাধিদের কাছে নিজেদের বশ্যতা প্রমাণ করার জন্যই বোধহয় দু দুটো বাচ্চা সমেত শ্যামলীকে তার শ্শুরবাডির লোকেরা একদিন বাড়ি থেকে রাস্তায় বের করে দিল। শ্যামলীর মামলা চালাবার আর কোন রাস্তা তো রইলই না উপরন্তু আশ্রয়হীন হয়ে গেল। বাপের বাড়ির লোকেরাও মুখ ফিরিয়ে নিল হাত ধুয়ে ফেলার ভঙ্গীতে। ভয়ের তাড়ায়— এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
    হিমাংশুর সঙ্গে শ্যামলীর যোগাযোগ হল একটু অদ্ভুতভাবে। শ্যামলী ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছিল । হলদিয়া থেকে শেষ ট্রেনে হিমাংশু এসে হাওড়ায় নামল সেদিন। বছর দুই আগের ঘটনা।
    নেমে দেখল একজন মহিলা আর দুটো বাচ্চা একজন আর পি এফ-এর খপ্পরে পড়েছে। নানাভাবে জেরা করে জেরবার এবং উত্যক্ত করছে মহিলাকে। বাচ্চা দুটোর করুণ এবং ভয়পীড়িত শুকনো মুখের দিকে তাকিয়ে তার নিজের ছোটবেলা এবং ভাইবোন দুটোর কথা মনে পড়ল। সে এগিয়ে গিয়ে আর পি এফ-এর বন্দুকধারীকে বলল, ‘ কি হয়েছে সাহেব , কি ব্যাপার ? ‘ রেলপুলিশটি হিমাংশুর উপস্থিতিকে কোন গুরুত্বই দিল না। লোকটি বাঙালী। সে শ্যামলীকে তাড়া দিতে লাগল—
    ‘ এ-ই ওঠ ওঠ... তাড়াতাড়ি... চল চল... নক্সা করো না মেলা ‘। হিমাংশু বুঝতে পারল পুলিশটা শ্যামলীদের আর পি এফ অফিসে নিয়ে ফেলতে চাইছে। তারপর নানারকম কেস খাইয়ে দলাই মলাই করার সুবিধে হবে। হিমাংশুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কড়া গলায় বলল, ‘ আপনার কি চাই এখানে বলুনতো....যান যান নিজের কাজে যান.... আমাকে আমার কাজ করতে দিন... ‘
    হিমাংশু পুলিশটার একদম কাছ ঘেঁসে এল। কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ‘ তুমি তো ভাই একাই আছ .... কত লাগবে ? ‘
    — ‘ আ: , কি যে বিরক্ত করেন না আপনারা.... কাজের সময়... আসুন এ ধারে আসুন... ‘
    হাজার টাকা থেকে দরাদরি শুরু হয়ে শেষ পর্যন্ত সাতশো টাকায় রফা হল।
  • অর্জুন | 162.158.118.235 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪০431566
  • জীবনানন্দকে নিয়ে আলোচনা গুলো ভাল লাগছে। কিন্তু জীবনানন্দ নিয়ে সবাই বড্ড সেরিব্রেল হতে চায়। সমালোচকদের মধ্যে এ নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে। 

  • g | 162.158.155.115 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৫431565
  • সি এস তুমি লিখবে বলাতে খুব ই খুশি হোলাম, লিখে ফেল্লে আরো ই খুশি হবো ঃ-))) যা ল্যাদ বাবা। কন্টেম্পোরারি কে অ্যাড্রেস করাই না, শ্বাশ্বত কিসু কে পাত্তা না দেওয় বা যে কোনো স্যান্কটিটি কে সাবভার্ট করাটাও , ইরেভারেন্স এর চর্চাও আধুনিকতার একটা কাজ।

    তোবে তোমার একটু উম্বের্তো ইকো গোছের রোগ আছে মাইরি, কেউ পোস্ট মডার্নিজম এর কোথা বোল্লেই উনি দান্তে তে পোস্ট মডার্নিস্ট ট্রেইট দেখতে পেতেন, অন লিটেরেচার এর সেই প্রবন্ধটার নাম টা আর এখন মোনে নেই।

    তবে দান্তে এক্দোম গুছিয়ে একটু বোলো, বাঙ্গালি ন্যাশনালিস্ট পজিশন থেকে জীবনানন্দ পড়া জায়েজ হোলেও আর যাই হোক ইনসুলার পজিশন থেকে শব্দ সৌকর্যে ভেসে গিয়ে জীবনানন্দ পড়া মুশকিল। ভদ্রলোক ইঙ্গ্রেজি সাহিত্য , ইউরোপ নিয়ে ভাব্তেন, আর মোনে মোনে হয়্তো বুব আর সুধীন দত্ত আর সঞ্জয় ভট্টাচার্য্য দের কোলকেতে দের সঙ্গে একেবারেই লিম্যা ট্র‌্যাডিশনের পূর্বসূরী দের মতো (মনে মনে) তর্জা করতেন। আমি ভূমেন্দ্র বাবু একতু অয়্ভয়েড কোরি, পার্সোনাল ডিটেল বেশি আছে বোলে, কিন্তু সাইকো অ্যানালিসিসে হোয়্তো ও ছাড়া গোতি নেই। আমার একটা বেম্মো কুন্ঠা আছে মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে আগ্রহো প্রকাশে, তবে তাতে যে অ্যানালিসিসে সোর্স সরিয়ে রাখার ভুল হোয় বুঝি। যাই হোক তুমি শুধু লিখবে না বোলে, লিখেই ফেলো। দেখো তার পরে অন্য রা সকলেই দু পয়হা দেবে।
  • অপু | 172.69.134.188 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৪431564
  • এল সিএম দার দেওয়া কবিতার টই টা ব্রাউজ করলাম। পরে সময় নিয়ে পড়বো।
  • একলহমা | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩০431563
  • @ সি এস
    সে তো চমৎকার কথা! হয়ে যাক না!
  • সিএস | 162.158.118.39 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৪431562
  • খ লিখেছে দেখলাম, আধুনিক সাহিত্যের মূল অবস্থানটাই হলো, কনটেম্পোরারিকে অ্যাড্রেস করা, এই নিয়ে দু'টো কথা লেখা যায়। মানে দান্তেকে টেনে এনে আর কি । ঃ-)
  • একলহমা | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৬431561
  • @গ
    অনেক কথা বুঝতে পারিনা। সবচেয়ে ভালভাবে যেটা বুঝি, বেশীর ভাগ কথা আর কোনদিন-ই বোঝা হবে না। সময় সামর্থ্য দুটোই অন্নচিন্তায়, অন্য অন্য চিন্তায় খেয়ে গেছে। এখন একরোখা কোনও বেঁটে লোকে যেমন (নিজস্ব অভিজ্ঞতা থেকে, এর আর মার নেই) ভিড়ের পিছন থেকে কখনো এর-ওর বগলের তলা দিয়ে কখনো এর কাঁধ ওর কাঁধ খামচে লাফিয়ে উঠে ভিড়ের মধ্যিখানের আকর্ষণটিকে দেখার জন্য অন্যের অজস্র অসুবিধা ঘটিয়ে নিজের আকাঙ্ক্ষার ট্যান্টালাসীয় প্রচেষ্টা চালিয়ে যায়, সেইভাবে আমার ঘোঁতঘোঁতে মাথাটা ঢুকিয়ে দিই। তারপরও যে আপনাদের সকলের পরিশ্রমে জারিয়ে তোলা সোনালী তরলের একটু স্বাদ আর অঢেল ঘ্রাণ পাই, সেটা আপনাদের আড্ডাবাজীতেই আনন্দ পাওয়ার অপার আহ্লাদী প্রয়াস আর প্রশ্রয়ের জন্য। আপনাদের জন্যই প্রিয় কবির সাথে দিনটা কাটল দারুণভাবে। ভালবাসা জানবেন।
  • g | 162.158.159.49 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৫431560
  • ওরে আকাকে কেউ এক ভালো কপি গৌতম ভদ্র দে। কিছু পাতা ছিড়ে গেছে মনে হয়।

    এই মাইরি, আমি কলকাতা থেকে প্রকাশিত উর্দু মিলস এন্ড বুন গোছের কিছু উপন্যাসের বিরাট সম্ভারের উপরে বেশ কিছু ভালো রেফারেন্স পেয়েছি। পড়ে যদি উদ্ধার কিসু হয় জানাবো। আমার ধারণা ঊনবিংশ শতকের আরবান উর্দু, আওয়াধ এর পতন, আর পরে প্রোগ্রেসিভ রিয়ালিজম এর আমলের উর্দুর মাঝে যে কিশ-উর্দু তার সম্পর্কে কম আলোচনা হয়েছে, ।,
  • অপু | 162.158.22.75 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:১০431559
  • যা শালা!! ইন্স্যুরেন্স সমস্যা টা রিয়েল। এ মাসেই রিনিয়্যু করতে হবে।

    বোধি দা,তুমি "টোটাল লোক" মাইরি !! :)))
  • সিএস | 162.158.118.245 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৮431558
  • এইসব 'বিপথগামিনীদের' লেখাগুলো অনেক ক্ষেত্রেই পুরুষেরা লিখত। একটা বড় উদাহরণ হল, মানদা দেবীর 'শিক্ষিতা পতিতার আত্মচরিত'। এক পুরুষের লেখা, মেয়েরা বেশী পড়াশোনা করে সমজে বেরোলে কী ক্ষতি হতে পারে সেই ব্যাপারে সাবধান করার জন্য। সত্যি আত্মজীবনী কিনা সন্দেহ থাকে এইসব লেখার।
  • অপু | 162.158.22.75 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৭431557
  • বোঝো !!! :)))))

    "এক ই অঙ্গে এত রূপ!!" :))
  • aka | 108.162.238.232 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৬431556
  • ১৮৮০ সনে রচিত এই বই দাদা ও দিদিরা বাঙ্গালী বারাঙ্গনাদের প্রকাশিত রচনার মধ্যে প্রথম কথাসাহিত্য। এ শুধু নিছক প্রেম কাহিনী বা মৃদুভাষী অশ্লীল সাহিত্য (softcore pornography) নয়, হিন্দু সমাজের চিরকালীন অনুসৃত পাপপুণ্যের হিসেব নিকেশও বলা যায়। পড়ে দেখুন, চণ্ডীদাসের আদিরসাত্মক ধারা, বিদ্যাসুন্দরের কাব্যশৈলী অনুসরণে লিখিত এক মরালিটি টেল, দাম মাত্র ২৭৫ টাকা।
  • অপু | 162.158.22.75 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৫431555
  • খুব সম্ভবত: প্রতিভা বসুর আত্মজীবনী তে পড়েছিলাম জীবনানন্দ নাকি একবার ওনাকে জিগিয়েছিলেন
    " আচ্ছা উপন্যাস লিখলে কি বেশী টাকা পাওয়া যায়?"

    ওই লাইন টা পড়ে খুব কষ্ট হয়েছিল
  • হনু/খ/গ/জি | 162.158.166.160 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০431554
  • আমি তোর বড়ো জ্যাঠামশাই রে বাঁদর ছেলে - হনু /খ/গ/জি
  • g | 162.158.166.160 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৮431553
  • হ্যাঁ` তবে বরাবর ই , জীবদ্দশা সহ, জীবনানন্দ কে বরাবরই ট্রাম শুধু না, গাড়ীর ইনসিওরেন্স এর সঙ্গে কম্পিট করতে হয়েছে :-) তিনি এমনি এমনি পারসিকিউশান ম্যানিয়ায় ভোগেন নি বা তার ইন্টেলেক্ট এর কারণেই মিসান্থ্রপ হয়েছেন :-)))) ওঁকে দেখলে নিজেদের জীবনের বা সময়ের ইন্টেলেকচুয়াল ক্রাইসিস কে (একেবারে নেই তা না) হাস্যকর লাগে।

    :-)))))
  • aka | 162.158.187.12 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৭431552
  • আমার কাছে একটি বই আছে, বেশ কদিন আগে কিনেছিলাম অনেক কবিতা আছে, কিছু গদ্যও আছে।

    বটতলা প্রকাশনার “কামিনী কলন্ক“ নবীনকালী দেবীর রচিত। পড়ে দেখতে পারেন ঠকবেন না।

    চেনা লোকের, জানা পদ্যতো দাদাভাই ও দিদিমণিরা অনেক পড়লেন, পড়ে দেখুন এক বিপথগামিনীর কথন, মাত্র ২৭৫ টাকা।
  • b | 162.158.159.77 | ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৪431551
  • নানা, জীবনানন্দের তো এটা ছিলই। ঐ সময়ের অন্য বড় কবি, যেমন বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ (বু ব কি বড়ো কবি? হবেন হয়তো), এনারা সবাই অধ্যাপক + কবি। এটা এক্কেবারে ভেঙে যাচ্ছে কৃত্তিবাস গোষ্ঠীর লোকজন কবিতা লেখা শুরু করার পরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত