এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৬০৯৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ১৭ জানুয়ারি ২০১৬ ০৭:৫৬669712
  • কারখানার বিরোধিতা করা তো অবশ্যই ভুল - ভাল ক্ষতিপূরণ পাওয়াটাই আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত ছিল
  • a | 213.219.201.58 | ১৭ জানুয়ারি ২০১৬ ১৮:১৮669713
  • কারখানার বিরোধিতা করটাইতো মূল উদ্দেশ্য ছিল স্যার। নইলে ক্ষতিপূরণ নিয়ে নেগো তো করাই যেত। আর তা হয়েওছিল। ভুলে গেলেন রাজভবনে মিটিং?
  • মমতা | 186.10.104.240 | ১৭ জানুয়ারি ২০১৬ ২১:১১669714
  • আমি কখনো কারখানার বিরোধিতা করিনি, ওই অতিরিক্ত ৪০০ একর নেবার বিরোধিতা করেছি মাত্র :D
  • শ্রী সদা | 132.171.117.170 | ১৭ জানুয়ারি ২০১৬ ২২:০৩669715
  • শুধু ভুল স্বীকার করে কী হবে, ব্যাগড়াবাবুদের উচিত ঐ কংক্রিট ঢালা জমিতে লাঙ্গল টেনে দিয়ে আসা আর রাজ্যের সামগ্রিক লুম্পেনাইজেশনের ও অফিসিয়ালি দায় স্বীকার করা।
  • ? | 116.77.177.45 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৯:১০669716
  • তারা তো সব বিদেশ বসে আছেন। সম্বৎসর শীতে দেশে খেতে বা বইমালা তে এসে ধন্য করে যান।
  • d | 144.159.168.72 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:০১669717
  • ব্যক্তিগত ঈর্ষা ও তৎজনিত আক্রোশের স্কোর সেটলিঙের জন্য সিঙুর ব্যবহার করাটা যদিও বেশ পুরানো অভ্যেস, তবে ঘৃন্যই । কেউ সাইট বানিয়ে চালাতে পারলেন না, জমাতে পারলেন না, তিনিরা সব মাঝে মাঝেই সিঙুর ব্যবহার করবেন। করবেনই। কি আর করা!!
    :-))

    এরা থাকুক।

    কিন্তু সদা তুই তখন সমর্থন করেছিলি না? নাকি আমি গুলাচ্ছি?
  • dd | 116.51.29.89 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:১৬669718
  • সিঙুর ফল টক।
  • Arpan | 74.233.173.198 | ১৮ জানুয়ারি ২০১৬ ১১:৩৬669722
  • * তিনি ও নিরুপমবাউ
  • Arpan | 74.233.173.203 | ১৮ জানুয়ারি ২০১৬ ১১:৩৬669720
  • কারখানা হওয়া উচিতই ছিল। কিন্তু এত বড় প্রোজেক্ট করতে গেলে শুরুতে স্টেকহোল্ডার অ্যানালিসিস করে মাঠে না নামলে যা হয় তাই হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রী মেনেই নিচ্ছি আপন স্বার্থসিদ্ধি পূরণের জন্য লোক খেপিয়েছিলেন। কিন্তু সিপিয়েমের সেই প্রবাদপ্রতিম সংগঠন, কৃষকসভা, ছাত্র ও যুবক সংগঠন এরা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেল কেন? বুদ্ধবাউ ঘুরে দাঁড়াতে চাইলে আগে স্বীকার করার সৎসাহস দেখান যে পুরো দলটাই হয় ঐসময় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অথবা প্রশাসনের মাথা হিসেবে ও নিরুপমবাউ পুরো দলকে সাইডলাইনে ঠেলে দিয়েছিলেন।
  • Vlad the Impaler | 125.112.74.130 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:০৫669723
  • "বস্তুত, এই তাড়াহুড়োই সে দিন ধরাতে চেয়েছিলেন জ্যোতি বসু। জমির মালিকদের গোড়ার দিকের বিক্ষোভের আঁচ দলীয় সংগঠন কেন পেল না, সেই প্রশ্ন তুলে জ্যোতিবাবু বলেছিলেন, ‘‘আমাদের কৃষকসভা কি ঘুমোচ্ছিল?’’ এখন দলে সে দিনের তা়ড়াহুড়োর ভুল মানছেন বুদ্ধবাবুও। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘সিঙ্গুরে বেশি তাড়াতাড়ি করে ফেলেছিলাম। ফ্রন্ট আবার ক্ষমতায় এলে সিঙ্গুর তো বটেই, সর্বত্রই সতর্ক হয়ে এগোবে। সিঙ্গুরে শিল্পও হবে।’’"

    http://www.anandabazar.com/state/left-to-rally-in-singur-on-saturday-1.285576
  • Vlad the Impaler | 125.112.74.130 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:০৭669724
  • "কতটা জমি ছাড়তে হবে সিঙ্গুরে টাটাকে ফেরাতে হলে? বড়জোর ১০০ একর। কারণ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর জমি ফেরত চাওয়ার আবেদন জমা দিতে বলা হয়েছিল সিঙ্গুরের কৃষকদের। সব মিলিয়ে যে পরিমাণ জমি ফেরানোর আবেদন জমা পড়েছিল, তা ১০০ একরেরও অনেক কম। মুখ বাঁচানোর তাগিদে কুড়িয়ে বাড়িয়ে প্রায় ১০০ একরের মতো জমি ফেরানোরই কাগজপত্র তৈরি করেছিল সরকার। কিন্তু ১০০ একরের অনেক বেশি জমিই তো এক সময় কৃষকদের ফিরিয়ে দিয়ে সমঝোতায় পৌঁছতে চেয়েছিল বামফ্রন্ট সরকার। তা সত্ত্বেও সমঝোতা হয়নি কেন সে দিন? বৃহত্তর রাজনৈতিক লাভের কথা ভেবে কি ভেস্তে দেওয়া হয়েছিল রফাসূত্র?"

    -- প্রসঙ্গ সেই রাজভবনের মিটিং।

    http://www.anandabazar.com/state/knot-of-politics-suffocates-singur-now-sings-off-the-beat-everywhere-dgtl-1.287631
  • Arpan | 116.216.149.214 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:১৮669725
  • আরেকটা কথা।

    নন্দীগ্রাম কাণ্ড না হলে সিঙ্গুর নিয়ে জনসমর্থন বুদ্ধবাউর দিকেই থাকত। ঐ যে সময় সিঙ্গুর এপিসোড ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে।
  • | 213.132.214.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:২০669726
  • আমরা কী ভাবছি?

    আমরা কি ভাবছি? ..
  • Vlad the Impaler | 117.167.108.184 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:৩৬669727
  • ১২ঃ১৮ ক। তবে হয়তো কিছুটা সাইক্লিক এফেক্টও ছিলো।
  • d | 144.159.168.72 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৩:০১669728
  • 12:18 হ্যাঁ

    আর রাজভবনের সেই মিটিঙের সময় কোথায় একটা আমরা আলোচনা করছিলাম যে ক্ষতিপূরণ কী রকম হতে পরে, হলে ঠিক্কই আছে ইত্যাদি। সেটা কি ভাটে?
    আমি অ্যাকচুয়ালি আবাপ'র লিঙ্ক দেবর জন্য সেই অংশটাই খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম না।
  • এই রে | 192.69.246.234 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৩:৩২669729
  • অপ্পন আবার পাগলকে সাঁকো নাড়াবার ডাক দিয়েছে।
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:১৯669731
  • নন্দীগ্রাম ভারতের ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ভীষণ গর্ববোধ করি নন্দীগ্রাম কে সমর্থন করেছিলাম বলে।
    কয়েকটা আলবাল বুজিও যদি সাপোর্ট করে থাকে, তো আমি কি করতে পারি। সে তো দাদা কেজরিবল কেও সমর্থন করেছিলাম, তখন
    কি কে কে দিল্লিতে ওকে ভোট দিয়েছে, তারা ভালো লোক না খারাপ লোক, তার লিস্ট বানিয়ে সাপোর্ট করব নাকি।
    সিঙ্গুরে যে ঘটনাটা ঘটেছে, ওটা নন্দীগ্রামের বাই প্রোডাক্ট।

    কারখানা তো হওয়াই উচিত, যে কোনো কারখানায়। কিন্তু কারখানা করছি অজুহাতে যা নয় তাই করব, পুলিশ আর চটি পুলিশ এনে মানুষ মারব, তাপসী মালিক এর মত কান্ড ঘটাব, তার পরে কেউ কিছু বললেই, "এই আমার কারখানার প্লান বিগড়ে দিল" বলে চিল্লাব, তা তো হয় না। চন্দ্রিল মনেহয় এই সম্পর্কে সবচেয়ে সুন্দর দু লাইন লিখেছিল:
    তারা হাতুড়ি কাস্তে,
    শিল্প হচ্ছে, আস্তে।

    ওই শিল্প হচ্ছে, আস্তের যুক্তি মানা গেল না। এটা অনেকটা এইরকম যুক্তি হলো, বিজেপি যদি বলে একটা মন্দির গড়তে চেয়েছিলাম, ব্যাগ্রাবাদিরা করতে দিল না। মন্দির গড়া তো ভালো ব্যাপার, মন্দির গড়তে চাইলে সব সময়েই সমর্থন আছে। কিন্তু দাদা, এইটা চেপে যাচ্ছেন কেন, যে মন্দির তা গড়ার জন্য একটা মসজিদ ভান্গ্চিলেন। ঐরকম যারা, শিল্প করতে দিলি না তো, বলে হা রে রে রে করছেন, তারা একটা ব্যাপার mention করতে ভুলে যাচ্ছেন, তাপসী মালিক এর মৃতদেহর উপরে দাঁড়িয়ে শিল্প করতে চাইছিলেন। তাই বাধা দেওয়া হয়েছিল। আবার ঐভাবে মানুষ মারলে আবার বাধা দেওয়া হবে।
  • quark | 24.139.199.12 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫669733
  • বাধা তো দিলেন। গত পাঁচ বছরে তাপসী মালিকের হত্যাকারী শাস্তি পেল?
  • PT | 213.110.246.25 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:১৯669734
  • সেটা আমার কাছে কারখানা হওয়ার চাইতেও জরুরী ও অবশ্যকরণীয় বিষয় ছিল।
  • | 213.132.214.83 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৩669735
  • ১২ঃ১৮ ঃ ১০০% ঠিক।

    আর সেই সময় বুদ্ধ বহু চেষ্টা করেছিলেন। বহু খরচ করে কারখানা পাহারা দিয়ে। কিন্তু ও ই আমাদের পোড়া কপাল ঃ((
  • ঊমেশ | 118.171.128.168 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩২669736
  • দুদিন আগেই আমার মেয়ের সাথে জ্যাক রিপার নিয়ে কথা হচ্ছিল। মেয়ের আফসোস এরকম একটা রহস্য আর কোনো দিন মীমাংসা হবে না। মেয়ে নাকি সেই সময় থাকলে জ্যাক রিপার কে ঠিক ধরে ফেলতো। (হোমস পড়ার সু/কু ফল)

    আমি বললাম কিছু রহস্য সমাধান না হলেই ভালো লাগে। রহস্য টা আছে বলেই আজো তুই-আর-আমি আলোচনা করছি।

    এটা এই জন্যে বললাম যে তাপসী মালিক রহস্য টা সমাধান না হলেই ভালো লাগবে, অনেকেরই। এই যে মাঝে মাঝে রহস্য টা কথা হয়। বেশ ভালো-ই লাগে। মাইরি বলছি।
  • Bratin | 11.39.137.106 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৬:১১669737
  • বোঝো!!!
  • PM | 233.223.155.159 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৭:০০669738
  • মোদ্দা কথা হলো, আজ যদি একটা ক্যানসারের দুর্ধর্ষ ওষুধ বেরোয় , সেটাকে বেচার জন্যেও মার্কেটিং প্ল্যান দরকার। দুর্দান্ত ওষুধ, লক্ষ মানুষের জীবন বাঁচাবে বলে বাজারে তা এমনি এমনি বিক্রি হবে না।

    বুদ্ধ- নিরুপম জুটি ভেবেছিলো, সিঙ্গুর
    প্রোডাক্টটা এতো ভালো--এটা বেচার জন্য পরিশ্রম না করলেও চলবে বিশেষতঃ যখন ২০০৬ ফল চোখের সামনে উজ্বল। ঐ সময়টা অন্য জায়গায় দেওয়া যাক জেমন শালবনী বা গভীর সমুদ্র অন্দর। এখানেই কবর খোঁড়া হয়েছিলো। চন্দ্রবাবু নাইডুর পতনের থেকে শিক্ষা নেওয়া উচিত ছিলো।

    পঃবঃ এর মতো রাজ্যে এরকম উধ্যোগ নেবার আগে রিতিমোতো ওয়ার গেম করার কথা। সরকার একটা স্টেপ নিলে বিরোধীদের সম্ভব্য স্টেপ কি কি হতে পরে , তার কাউন্টার কিভাবে করা হবে এসব ভাবা হবে না?

    তবে এটাও ঠিক আর ক বছর পরে সিঙ্গুরের আন্দোলনকারী/সমর্থন্কারিদের দের দিকে মানুষ থুতু ফেলতেও ঘেন্না পাবে।
  • | 213.99.211.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৭:১৩669739
  • PM একটু কল করো। একটু দরকার আছে।
  • শ্রী সদা | 113.16.71.15 | ১৮ জানুয়ারি ২০১৬ ২২:১৫669740
  • দমুদি, ঠিকঠাক প্ল্যানিং না করে গায়ের জোরে জমি নিতে গিয়ে তৎকালীন সরকার মাখিয়েছে এটা আমি প্রথম থেকেই বলে আসছি। ঐভাবে স্টেকহোল্ডারদের অন্ধকারে রেখে জমি অধিগ্রহণ কখনোই সমর্থন করি না। কিন্তু টাটার কারখানাটা হওয়ার দরকার ছিল এটা মানি। ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে নেগোশিয়েট করা যেত, রাদার চাষীদের স্বার্থে যতটা সম্ভব টাইট নেগোশিয়ে্শন করাই উচিত ছিল। কিন্তু ব্যাগড়াবিদ আর শখের অ্যাক্টিভিস্টদের তো অ্যাজেন্ডা অন্য। সরকারী বামদের উপর এতদিনের খার - তার স্কোর সেটল করতে হবে, নিজেদের অবাস্তব কান্ডজ্ঞানহীন রাজনৈতিক বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে হবে, রাজ্যটা লং টার্মে জিজিতে গেল তাতে তাঁদের কী ঃ) এদিকে বিপ্লব করতে গিয়ে যে এই চোর-চিটিংবাজদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দিয়ে এলেন সেটা এখন স্বীকার করার মুখ নেই - বরং এখন আন্দোলন করতে গিয়ে ক্যাল খেলে - একি, এসব তো সিলেবাসে ছিলনা টাইপের ন্যাকামো।
    ঐ সময়ের কথা পষ্টো মনে আছে। চারিদিকে কবি সাহিত্যিক চিত্রকর লিটিল ম্যাগ করিয়ে সবাই টপাটপ গাড়ি কারখানা বিশেষজ্ঞ আর জমি অধিগ্রহণ বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে। এই আজন্ম পেছনপাকা সবজান্তা জাতির জন্যে মূলোরাই ঠিক আছে।
  • aranya | 154.160.226.94 | ১৮ জানুয়ারি ২০১৬ ২২:২২669741
  • 'জোর করে জমি নেওয়া হয়েছে, সিপিএম-এর ক্যাডার আর পুলিশ অনিচ্ছুক-দের মারধর করেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে' - আগের একটা পোস্টে লিখেছিলাম, এই অভিযোগগুলোর কথা।

    এজন্য মানুষ সিপিএম-কেও ঘেন্না করেছে এক দিন। আশা করি সিপিএম এর মেম্বার/সমর্থকরা সিঙ্গুর, নন্দীগ্রামে অত্যাচারের কথা স্বীকার করেন।

    পিএম-এর পোস্টে ঘেন্না শব্দ-টা দেখে মনে হল
  • pi | 192.66.26.68 | ০৬ মে ২০১৬ ০৮:০১669742
  • তুলে দিলাম।
  • aka | 34.96.82.109 | ০৬ মে ২০১৬ ০৮:০৩669744
  • সিঙ্গুর হলেই ভালো হত, দিদি পুরো হাওয়াই চটি ছুঁড়ে মেরেছে। নজরদারির দিকে এত নজর ছিল, যে এসব ছোটখাটো বিষয় স্লিপ করে গিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন