এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আচ্ছা | 2600:387:2:813::ad | ০৬ মে ২০২৪ ০৫:০১523427
  • আচ্ছা আপনারা একটু বলুন তো রেসিডেন্ট চাড্ডীনিদুটো রাজ্যপাল নিয়ে বা সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে একেবারে চুপ কেন?
  • &/ | 151.141.85.8 | ০৬ মে ২০২৪ ০৪:৫৭523426
  • যুদ্ধে পরিবেশের যে প্রচন্ড ক্ষতি হয় সেসব মেপেজুপে দেখানো কঠিন, ফান্ডিং দেবে কারা?
  • aranya | 2601:84:4600:5410:588:5ba7:4555:c040 | ০৬ মে ২০২৪ ০৪:৪৭523425
  • পুরনো ভাট পড়ছিলেম। যদুবাবু ভোটে দাঁড়ালে আমিও হুলিয়ে সমর্থন করব। কোন বাম দলের হয়ে দাঁড়াবেন কি? অবিশ্যি নতুন দলও তৈরী করা যায় 
  • অরিন | 202.36.179.109 | ০৬ মে ২০২৪ ০৪:৪৪523424
  • "ওদিকে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সাম্প্রতিককালে মিডিয়া দেখি কীরকম যেন 'হরির নামে বাহু তুলে হরি হরি বলো রে' টাইপের খবর দিচ্ছে। দেখছি বলছে এই যুগ নাকি উষ্ণযুগ স্বাভাবিকভাবেই, সেই আইস এজ শেষ হবার পর থেকেই ধীরলয়ে ক্রমোষ্ণযুগ চালু হয়ে হয়ে এখন এত বেড়ে গেছে।"
     
    বাজে প্রোপাগান্ডা।
    মানে, ফসিল ফুয়েল আর তৎসংক্রান্ত কোমপানীদের লাইন হচ্ছে যা হয়েছে, এখন আর কিছু করার নেই। 
    এবং সেইমত মিডিয়া, আপনি যেরকম লিখছেন।
     
    শুধু দুটো যুদ্ধ থেকে কি ভয়ঙ্কর পরিমাণ greenhouse gas emission হচ্ছে ভাবলে অবাক হতে হয়, কিন্তু মাপযোক করার যো নেই ।
     
    আমি অন্তত কোথাও ipcc কে এই নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা করতে দেখিনি (আমার ভুল হতে পারে, কেউ দেখিয়ে দিলে কৃতজ্ঞ হব)। 
    কাজেই সমস্যার সূত্র গভীরে। 
  • &/ | 151.141.85.8 | ০৬ মে ২০২৪ ০৪:৩১523422
  • ওদিকে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সাম্প্রতিককালে মিডিয়া দেখি কীরকম যেন 'হরির নামে বাহু তুলে হরি হরি বলো রে' টাইপের খবর দিচ্ছে। দেখছি বলছে এই যুগ নাকি উষ্ণযুগ স্বাভাবিকভাবেই, সেই আইস এজ শেষ হবার পর থেকেই ধীরলয়ে ক্রমোষ্ণযুগ চালু হয়ে হয়ে এখন এত বেড়ে গেছে। যেন এত গাছ কাটা, এইভাবে ইঁটের কংক্রীটের জঙ্গল বানানো, পুকুর দিঘি নাশ করা ---এইসব যেন কিছুই না। এত ফসিল ফুয়েল পোড়ানো, নদীদূষণ ....
  • অরিন | 202.36.179.109 | ০৬ মে ২০২৪ ০৪:২১523421
  • @&/, "চিন আর বাদুড় যদি না থাকে, তাহলে..."
    এবারে হয়ত বাদুড় নয় শুয়োর, মানে যদি কোনভাবে পাখী, ধরুণ গৃহপালিত মুরগী বা হাঁস বা অন্য পাখী থেকে শুয়োরের মধ্যে সংক্রমিত হয়ে মানুষের সংক্রমণের পরিস্থিতি তৈরী হয় ... ১৯৯৮ এ হংকং ফ্লু হয়ত মনে আছে, হয়ত নেই। যাকগে, আপাতত মহামারীর আশঙ্কা এখনই কেউ হয়ত করছে না, তবে খবরের দিকে চোখ রাখুন।
     
    @যদুবাবু, সত্যি কথা, কোভিড এখনো যথেষ্ট উদ্বেগের কারণ, এরপর এর ওপরে বার্ড ফ্লু জুটলে আর দেখতে হবে না। 
  • &/ | 151.141.85.8 | ০৬ মে ২০২৪ ০৪:১২523420
  • কিজানি। আজকাল মনে হয় দুনিয়াটা নাট্যশালা। নানা ভূমিকায় অভিনয় করে চলে যাচ্ছে সব। কী যে সিরিয়াস কী যে জোক কী যে সাজানো আর কী যে মজানো কিছুই বুঝতে পারি না।
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৪:০০523419
  • এটা কি আপনার সিরিয়াস প্রশ্ন? না রেটরিক্যাল? আইদার ওয়ে, আমার কাছে উত্তর নেই, তবুও। 
  • &/ | 151.141.85.8 | ০৬ মে ২০২৪ ০৩:৪১523418
  • ভোটের আগে আগে এই যে মীনাক্ষী, দীপ্সিতা প্রমুখেরা এত জায়্গায় বক্তৃতা ইত্যাদি দেন, প্রচারে যান, খবর দেখে মনে হয় বিশাল জনপ্রিয়তা, শুধু নির্বাচনটুকুর অপেক্ষা, এঁরাই আসছেন। ভোটে সেসব প্রতিফলিত হয় না কেন? আর ভোটের পরেই বা সব শুনশান হয়ে যায় কেন? আর তো এঁদের খবর আসে না? মিডিয়ার ব্যাপার? খবরগুলো দেয় না? মানে মাঝের সময় এঁদের অ্যাক্টিভিটির খবরগুলো মিডিয়া দেয় না?
  • &/ | 151.141.85.8 | ০৬ মে ২০২৪ ০৩:৩৪523417
  • চিন আর বাদুড় যদি না থাকে, তাহলে...
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৩:১৩523416
  • ওরেব্বাবা, আমি খবরটা কিছুতেই পড়ব না। আতঙ্ক কী আর যুক্তি মানে? আতঙ্ক মানেই ইরর‍্যাশনাল। আমি আর ঐ লকডাউনের দিনগুলোয় ফিরতে চাই না। আরেকবার হলে আর সত্যিই বাঁচব না। 

    ওদিকে মাঝে দেখলাম, বিরোধীপক্ষও অ্যান্টি-ভ্যাক্স ক্যাম্পেইনের পালে হাওয়া দিচ্ছে, একটু হতাশ লাগলো। যদিও এই নিয়ে তক্কো করার টেনাসিটি আর নেই। যে যা বলছে বলুক বলে কাটিয়ে দেওয়া মনস্থ করেছি। 
  • অরিন | 119.224.61.73 | ০৬ মে ২০২৪ ০০:৫৪523415
  • গত মাসের h5n1 flu strain পাখী থেকে গরুর মধ্যে প্রথম দেখা গেল। এখনই হয়ত আতঙ্কিত হবার মত কিছু হয়নি, তবুও ঘরপোড়া গরুর গল্পটা মনে রাখা যেতে পারে। একটাই ব্যাপার, এ জিনিস যদি মানুষের মধ্যে ছড়াতে শুরু করে, আর দেখতে হবে না।
     
    https://theconversation.com/bird-flu-in-cattle-what-are-the-concerns-surrounding-the-newly-emerging-bovine-h5n1-influenza-virus-227858
  • দীপ | 2402:3a80:a09:af67:0:21:1897:ba01 | ০৫ মে ২০২৪ ২৩:৩৪523414
  • আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন।
  • Rimel Sarker | ০৫ মে ২০২৪ ১৬:৪৬523411
  • ওপার বাংলায় চাড্ডী,এপার বাংলায় হাড্ডি দুটোই গরুর ঔরসজাত।
  • অরিন | 119.224.61.73 | ০৫ মে ২০২৪ ১২:০৮523410
  •  "ওঁর অন্যতম সহকর্মী জ্যাক গুড আবার আমাদের ভার্জিনিয়া টেকের ফ্যাকাল্টি ছিলেন। জ্যাক গুডের বই গুড থিংকিং এ.."
     
    @যদুবাবু, জ্যাক গুড, অ্যালান টুরিং, bletchley park boffins, :-), জ্যাক গুড শোনা যায় যে গাড়ীতে করে ঘুরে বেড়াতেন তার নম্বরপ্লেট ছিল IJG007, :-)
     
    লিখুন ওঁকে নিয়ে।
    আপনার কলমে অসাধারণ এক লেখা হবে!
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মে ২০২৪ ১১:২০523409
  • যদুবাবু ভোটে দাঁড়ালে দেওয়াল লিখন টা লিখে দেব একদম কথা দিচ্ছি। আর দেওয়াল লিখন না ই লিখলে, ফ্লেক্স টাঙাবো।
  • সমরেশ মুখার্জী | ০৫ মে ২০২৪ ০৯:৩৪523408
  • @ যদুবাবু,

    “কিন্তু তাহলে কর্পোরেশন (বা যারা রেকর্ড রাখে) তাদের ডেটাবেসে কোন তারিখ থাকে? দুটোই? না প্রথমটা?”

    Spl Marriage Act 1954 অনুযায়ী ম‍্যারেজ রেজিস্ট্রেশন হলে তা থাকে এলাকার সাব রেজিস্টারের দপ্তরে। সেটির সুতো রাজ‍্যের ডিস্ট্রিক্ট / চিফ রেজিস্টারের দপ্তর হয়ে বাঁধা থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া অফিসে। তবে কেবল Hindu Marriage Act 1955 অনুযায়ী হিন্দু‌মতে বিয়ে হলে তার রেকর্ড কীভাবে, কোন দপ্তরে থাকে কে জানে। এইটা একটু গোলমেলে লাগছে আমার। 

    জন্ম - বিবাহ (অথবা লিভ টুগেদার) - মৃত্যু এই তিনটি জীবনের গুরুত্বপূর্ণ পর্ব।

    পবতে দেখছি জন্ম ও মৃত্যুর রেকর্ড রাখার দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ বিভাগের। তা নথিভুক্ত হয় সংশ্লিষ্ট এলাকার নগরপালিকা, পঞ্চায়েত দপ্তরের মাধ‍্যমে।


     
    পবতে দেখছি বিবাহের নথি থাকে আইন দপ্তরের অধীনস্থ রেজিস্টার জেনারেল অফ ম‍্যারেজ দপ্তরে। তথ‍্য সংগৃহীত হয় সংশ্লিষ্ট সাব / রেজিস্টার মারফৎ।

    একটু পাশকথা - আমাদের ছেনু  হাওড়া‌য় মাতৃ সেবা নিকেতন নার্সিং‌হোমে হয়েছিল। তার অতি ভদ্র ইনচার্জ কাম অতি যোগ‍্য MRCOG ডিগ্ৰি‌ধারী ডাক্তার‌বাবু নাম লেখাতে গিয়ে আমাদের বিয়ের কোনো প্রমাণ‌ই দেখতে চান নি। অবশ‍্য ওনার বাবাও ছিলেন নামকরা গাইনি। বৌমণি‌র ঠাকুর্দাও ছিলেন ওদের এলাকায় এক দেবতূল‍্য গাইনি। দুজনের মধ‍্যে ভালো পরিচিতি ছিল। বৌমণির মা ফোনে সেই রেফারেন্স দিতেই উনি সানন্দে বৌমণি‌র কেসটা নিয়ে‌ছিলেন। কোনো অচেনা দম্পতি এলে উনি কী করতেন জিজ্ঞাসা করা হয়নি। 

    ডাক্তার‌বাবু ছিলেন মা কালীর ভক্ত। চেম্বারে বড়ো মা কালীর ছবি ছিল। বলতেন প্রতিটি জটিল সিজার কেসে দু দুটো জীবন বাঁচানোর দায়িত্ব মাথায় থাকে। তাই মাকে স্মরণ করে ওটিতে ঢুকি। বৌমণির কেসে‌ও একটু কমপ্লিকেশন ছিল বলে সিজারের দিন ভোরে গাড়ি নিয়ে দক্ষিণে‌শ্বর গেছি‌লেন মায়ের পুজো দিতে। সেই ডাক্তার‌বাবু বছর দশেক আগে চলে গেছেন অনন্ত লোকে। তাঁর প্রসঙ্গ এলে বৌমণি আজ‌ও কপালে হাত ছুঁ‌ইয়ে নমস্কার করে।
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০৯:০৩523406
  • অবশ্যই লিখবো। টুরিং আমার অন্যতম প্রিয় বৈজ্ঞানিক। 
     
    ওঁর অন্যতম সহকর্মী জ্যাক গুড আবার আমাদের ভার্জিনিয়া টেকের ফ্যাকাল্টি ছিলেন। জ্যাক গুডের বই গুড থিংকিং এর একটি কপি আমার কাছে আছে, ওঁর সই করা। আমাদের এখনকার চেয়ারকে উপহার দিয়েছিলেন, এবং তিনি আমাকে। প্রাইজড পজেশন যাকে বলে। এই গুড আর টুরিং এর একটি এমপিরিক্যাল বেইজ এস্টিমেটর নিয়ে আমার পোস্টডকের কাজ। 
     
    সমস্যা এই যে এদের নিয়ে এত এত লেখার আছে যে একটা লেখায় কুলোবে না। সে হোক। একদিন সময় করে লিখবোই। 
  • kk | 172.58.241.244 | ০৫ মে ২০২৪ ০৮:০৮523405
  • 'ইমিটেশন গেম' আমার অত্যন্ত প্রিয় একটা সিনেমা।
  • &/ | 107.77.232.202 | ০৫ মে ২০২৪ ০৭:৫০523404
  • টুরিং কে নিয়ে একবার লিখবেন প্লীজ যদুবাবু  । কাল ইমিটেশন গেম দেখলাম 
  • যদুবাবু | ০৫ মে ২০২৪ ০৭:৩০523403
  • রক্ষে করো মর্মপীড়! 
  • &/ | 107.77.232.202 | ০৫ মে ২০২৪ ০৬:৫৪523402
  • দীন না দীন না ,ধনী দুনিয়া দেখাবেন। :)
  • :|: | 174.251.161.93 | ০৫ মে ২০২৪ ০৬:৩০523401
  • "তবে, ফিরিতে কিছু হবে না।" 
    ইইইশ! ফিরি কিছু না পেলে গানফান সহ সাপোট এবং ভোট দোবো ক্যানো? অই তো দক্ষিণে ওনাদের ওখানে বলেছে -- এবার কম পয়সা দিচ্ছে ভোট দুবো না। খালি হাতে ভোট আবার কি? 
    আমাদের ভোটের আগে কিছু দিতে হবে না। মর্মপীড়ের দয়ায় জিতে এলে একটু দীনদুনিয়া দেখিয়ে দেবেন না হয়! 
  • dc | 2402:e280:2141:1e8:c890:db1:da7:e4e5 | ০৫ মে ২০২৪ ০৫:৪৯523400
  • এঃ ভোটে দাঁড়ানোর আমারও খুব ইচ্ছে। আর জিতলে প্রথমেই একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলবো। আগে এক হাজার কোটি টাকা সরিয়ে ফেলবো, তারপর অন্য কথা। তারপর মন দিয়ে জনগনের সেবা করবো, যাতে পরের বার আবার জিতি আর আবার এক হাজার কোটি। 
  • অরিন | 119.224.61.73 | ০৫ মে ২০২৪ ০৪:৫৫523399
  • " এমনই এক গভীর সঙ্কটের মুখোমুখি আমরা। একই আশঙ্কা শোনা যাচ্ছে গোটা দেশ জুড়ে। সাধারণ মানুষ, যাঁরা নিজেদের প্রতি দিনের জীবনযাপনের অভিজ্ঞতায় বুঝতে পারছেন নরেন্দ্র মোদীর এবং ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সঙ্কল্পপত্র ভাঁওতা ছাড়া আর কিছু নয়। তাঁরাও কী ভাবে ভেসে চলেছেন এক গোয়েবলসীয় প্রচারের স্রোতে। "
     
     
    বিচিত্র দেশ ভারতবর্ষ! 
  • &/ | 107.77.232.202 | ০৫ মে ২০২৪ ০৪:৫৩523398
  • এক ইয়ং কাপল ২২ সালের আগস্টে রেজিস্ট্রি করে, আচার অনুষ্ঠানের বিয়ে করতে করতে ২৩ সালের ডিসেম্বর ।এত দেরি বলে রূপশ্রীর টাকাটা আর পেল না। তবে নিজেদের কষ্টার্জিত টাকা আর শুভানুধ্যায়ীদের সাহায্যে ব্যাপারটা ভালোভাবেই হয়ে গেছে সব মিলিয়ে । শুভমস্তু।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত