বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2]     এই পাতায় আছে1--30


           বিষয় : সাহিত্য প্রসঙ্গে বি
          বিভাগ : অন্যান্য
          শুরু করেছেন :oraphe
          IP Address : 340123.99.121223.133 (*)          Date:09 Oct 2018 -- 03:18 PM
Name:  oraphe          

IP Address : 340123.99.121223.133 (*)          Date:09 Oct 2018 -- 03:19 PM

@ দ,
নাপভি পড়লাম। লেখক অল্পবিস্তর ছড়িয়েছেন, মানে যে প্রেমিস নিয়ে শুরু করেচিলেন, অতটা বহরে আঁটাতে পারেন নি। সবাই কি কুর্রতুলয়েন হায়্দার হয়? কখনো ভাষা খাপ খায় নি। কি্ছু কিছু জায়গাতে (অতীশের সাথে রিনপোচের তর্ক) তাড়াহুড়োর ছাপ পষ্ট। কিন্তু তা সত্ত্বেও, বেশ ভালো প্রচেষ্টা।

লেখক হোমিওপ্যাথি ডোজে ন্যাশনালিস্টিক ও অ্যান্টি কং, তা ঠিক আছে।


Name:  Ekak          

IP Address : 670112.200.672323.115 (*)          Date:09 Oct 2018 -- 06:27 PM

ঐতিহাসিক উপন্যাস লিখতে গেলে বিপুল রিসর্চ দরকার। রীতিমত টীম গেম।

বাঙ্গলা সাহিত্যে, লেখকের ব্যক্তিগত ইতিহাস চেতনা শেষ কথা। রিসার্চ থাকলেও ব্যক্তিগত উদ্যোগে যেটুকু।


Name:  Ishan          

IP Address : 2390012.189.892312.13 (*)          Date:10 Oct 2018 -- 03:25 AM

ঐতিহাসিক উপন্যাস লেখা বহুত বহুত কঠিন। মানে, এই 'সেই সময়' এর মতো সময়কালের কথা বলছিনা, যদিও সেটাও কঠিন, আরও একটু পুরোনো দিনের কথা হলে খুবই কঠিন। মানে ধরুন, শাহজাহানের সময়ের কথা বলছি। বা আরও আগের। বড় বড় তথ্য টথ্য খুঁটে বার করা যায়, ভারতীয় ইতিহাস পড়ার সুবাদে তার অনেকটা আমরা এমনিই জানি। কিন্তু উপন্যাস তো ঠিক, 'জাহানারা ছিলেন শাহজাহানের অনুগত, দারার বন্ধু' , আর 'রোশনারা ছিলেন উচ্ছৃঙ্খল কিন্তু ওদিকে আবার গোঁড়া আওরঙ্গজেবের বন্ধু' -- এই জাতীয় মোটা তথ্যের উপর চলেনা। অনেক ছোটোচোটো জিনিস লাগে। ধউন দিল্লির এক কোনে এক কবি আছে, আপনার উপন্যাসে সে সকালে উঠে সূর্যোদয় দেখে প্রাতরাশ করে কবিতা লিখবে। স্রেফ এইটুকুর জন্যই কত জানতে হবে দেখুন।
১। সকালে উঠে দিল্লির লোকেরা দাঁত মাজতেন কিনা। মাজলে কি দিয়ে মাজতেন। সেই জিনিস কি বাড়িতেই মজুত থাকত? কুলকুচি কোথায় করতেন? জল কিভাবে পেতেন?
২। হাগামোতা কোথায় করতেন? বাড়ির ভিতরে না বাইরে? সিস্টেমটা কী ছিল?
৩। প্রাতরাশে কী খেতেন? সেসব কি উনুন জ্বালিয়ে সকালে বানানো হত?
৪। উনুন কিভাবে জ্বালানো হত? চকমকি?
৫। ধূমপান কখন করতেন? আদৌ করতেন কী? তামাক কি তখন পাওয়া যেত?
(এই শেষ দুটো প্রশ্ন নিয়ে সত্যজিৎ রায় বিস্তর খাটাখাটনি করেছিলেন, যদিও তাঁর সময়কালটা আরো একটু পরে ছিল)।

এ তো গেল তথ্য। এবার নৈতিকতা। কবিতা লেখাকে কী চোখে দেখা হত? বাড়িতে বৌ থাকত নিশ্চয়ই। সে কি সকালে উঠে কবিতা লেখার জন্য মুখ ঝামটা দিত? আরও বড় প্রশ্ন, বৌ থাকত না বৌ রা? বহুবিবাহে কোনো মানা ছিলনা আমরা সবাই জানি, কিন্তু সামাজিক প্রথাটা কী ছিল সাধারণ মানুষের? একাধিক বিয়ে? তারা কি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত? বৌ পেটানো কি চালু প্রথা ছিল? কবিদের বাড়িতে কি চাকর বাকর থাকত? নারী এবং চাকর-বাকরদের ঠিক কতটা মানুষ মনে করা হত? কবিরাই বা ঠিক কতটা মনুষ্যপদবাচ্য ছিলেন? মানুষ বলতেই বা ঠিক কি বোঝা হত? বাড়ির বাইরে কুকুর চিল্লালে তরোয়াল বার করে এক কোপ মেরে কেটে ফেলা, বা চাকরকে বেঁধে চাবুক মারা কি মানবিক ব্যাপার ছিল?

এইগুলো কিছুই না জেনে যদি আপনি উপন্যাস লিখতে যান, হেবি মুশকিল। ধরুন, আপনি লিখলেনঃ কবি সকালে উঠে সূর্যের দিকে তাকিয়ে বললেন, ওহো প্রকৃতির কী রুপ। বেগমজান তখনও ওঠেননি। একটু পরে উনুন জ্বেলে তাওয়ায় তৈরি হবে গরম রুটি আর আলু টিকিয়া। কাবাবের মেহফিলে ডুবে কবি রচবেন, তাঁর আজকের পংক্তিগুলি।

ঠিক এই ভাবেই লিখবেন, এমন না অবশ্যই। একটু ভাষা টাষা দিয়ে লিখলেন। খুব চান্স আছে, আপনি আগাগোড়া ভুল লিখলেন। বেগম হয়তো একাধিক থাকত। তারা রাত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। ওইটাকেই প্রেম বলা হত। ফলে দেরিতে উঠত। কবি বেগমদের হাত থেকে রেহাই পেতে কবিতা লিখতেন। উনুন জ্বেলে মোটেই তাওয়ায় কিছু রান্না হতনা। আলু টিকিয়াও খাওয়া হতনা। আলু আর তামাক তদ্দিনে চলে আসার কথা, কিন্তু লোকে খেত কিনা কে জানে। কবি হয়তো সকালে উঠে মুর্গি জবাই করতেন নিজের হাতে। রক্ত দেখে তাঁর ভাব আসত। মানে যেটা বলতে চাইছি, যে। মুর্গি কাটা এবং রক্তের ছিটে হয়তো খুব শৈল্পিক ব্যাপার ছিল।

এই পুরো নৈতিক এবং জাগতিক কাঠামোটাকে জানা বোঝা ধরা চাট্টি খানি কথা নয়। বাংলা ওইতিহাসিক উপন্যাসে (ইনক্লুডিং বহুখ্যাত শরদিন্দু), এই চেষ্টাটাই দেখতে পাইনা। একটিই ব্যতিক্রম, শাহজাদা দারাশুকো। সেটা কতটা সঠিক, সে বলার বিদ্যে আমার নেই, কিন্তু চেষ্টাটা আছে, পরিষ্কার বোঝা যায়।


Name:  Ishan          

IP Address : 2390012.189.892312.13 (*)          Date:10 Oct 2018 -- 03:25 AM

ওহো এটা নাপভি সম্পর্কে বলিনি। এমনিই বললাম। আমি পড়িনি বইটা।


Name:  একক          

IP Address : 3445.224.9002312.54 (*)          Date:10 Oct 2018 -- 03:54 AM

না , সেই অর্থে শরদিন্দু রিসার্চ করা লেখা বলা যায়না । ভূগোল খাদ্যাভ্যাস এসব নিয়ে রিসার্চ থাকতে পারে । নতুন মানুষগুলোর ব্যবহার -সংস্কার-সমাজবিন্যাস এসব নিয়ে ইন ডেপথ নন ।

Name:  প্রশ্ন          

IP Address : 458912.75.561223.98 (*)          Date:10 Oct 2018 -- 04:35 AM

নাপভি কি বস্তু কেউ একটু জানাবেন?


Name:  Tim          

IP Address : 013412.126.562323.237 (*)          Date:10 Oct 2018 -- 04:44 AM

নাস্তিক পন্ডিতের ভিটা নামের একটি উপন্যাস।


Name:  lcm          

IP Address : 9006712.229.0112.212 (*)          Date:10 Oct 2018 -- 05:19 AM

এটা কি সুনির্মল বসু-র ছেলে প্রিতম বসু-র লেখা, ওনার লেখা একটা বই রয়েছে আমার কাছে - পাঁচমুড়ার... (পুরো নামটা মনে পড়ছে না), বইটা পড়িনি এখনও।


Name:  Atoz          

IP Address : 125612.141.5689.8 (*)          Date:10 Oct 2018 -- 05:40 AM

"নাস্তিক পন্ডিতের ভিটা" উপন্যাসের লেখক হলেন সন্মাত্রানন্দ।


Name:  dc          

IP Address : 232312.174.232312.129 (*)          Date:10 Oct 2018 -- 06:16 AM

"বেগম হয়তো একাধিক থাকত। তারা রাত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত"

লারা জোন্স নাম দিয়ে একটা অ্যাডাল্ট কমিক্স বা পানু কমিক্স সিরিজ আছে। সেটার কথা মনে পড়লো।


Name:  Atoz          

IP Address : 125612.141.5689.8 (*)          Date:10 Oct 2018 -- 07:00 AM

লোথারের বিধবা কাকীমারা সবাই ছেঁকে ধরেছিল ওঁকে (সমাজের প্রথা অনুসারে সেই নাকি নিয়ম, ভাসুরপোকে বিয়ে করবেন তেনারা), ম্যান্ড্রেক সম্মোহনী কায়্দায় লোথারকে বের করে আনে। পরে জাহাজে করে ওরা সরে যেতে থাকে, ডেকে দাঁড়িয়ে লোথার একমুখ হাসি হেসে কাকীমাদের বিদায়ী হাত নাড়ে, পাশে কার্মা। ঃ-)
চিন্তা করুন এই বস্তু এমনি কমিক্সেই দিয়ে দিয়েছিল। ঃ-)


Name:  dc          

IP Address : 232312.174.232312.129 (*)          Date:10 Oct 2018 -- 07:52 AM

জাদুকর ম্যানড্রেক! ছোটেবেলার সেই সব কমিক্স ঃ)


Name:  Atoz          

IP Address : 125612.141.5689.8 (*)          Date:10 Oct 2018 -- 07:56 AM

ওখানেও জাদু-কলেজ ছিল। তিনশো সত্তর না কত বছর বয়সের এক জাদুকর ছিলেন, তাঁকে দেখতে সাধারণ প্রৌঢ়ের মতন। তাই ম্যান্ড্রেকের মাতামহ নিজের কন্যার সঙ্গে তাঁর বিবাহ দিয়ে দিলেন। কারণ তিনি ভেবেছিলেন তাঁর কন্যার জন্য একটু বয়স্ক লোকই ভালো হবে। ঃ-)


Name:  dc          

IP Address : 232312.174.232312.129 (*)          Date:10 Oct 2018 -- 08:10 AM

উনি ম্যান্ড্রেকের বাবা, জাদুকর থেরন। ওনার তিন ছেলেমেয়ে ছিল, তিনজনেই জাদু বিদ্যা শিখতে শুরু করেছিল। তবে ম্যানড্রেকের মতো এক্সপার্ট অন্য দুজন হতে পারেনি, ওর ভাইটা তো একেবারেই বখে গেছিল, বোনটাও খুব সুবিধের ছিলনা। তবে থেরনের এক শিষ্য ম্যান্ড্রেকের সমান পারদর্শী ছিল, সে বোধায় ম্যানড্রেকের দুয়েকটা কোর্সের শিক্ষকও ছিল। পরে সেও অসৎ পথে চলে যায়, তার নাম হয় কোবরা। আর কোবরার সহকারীর নাম ছিল উড (Udd)।


Name:  dd          

IP Address : 90045.207.1256.129 (*)          Date:10 Oct 2018 -- 08:45 AM

আপনেদের তো কাউকেই পসন্দো হয় না। অনুপম রায়, লেখক শংকর ইঃ ইঃ।

কিন্তু শংকর ছিলেন পাইওনীয়র - রিসার্চ করে বাংলায় উপন্যাস লিখবার জন্য। খ্যাল রাখুন - রূপতাপস (স্কাল্পচার), নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরী (এনটোমোলজি), চৌরংগী (হোটেল) , সম্রাট ও সুন্দরী (বাংলা নাট্য জগৎ ইন ১৯ শতক)। এইসব।

ওনার আগে এরকম কেউ করেছেন ?


Name:  অভি          

IP Address : 7845.11.9006712.84 (*)          Date:10 Oct 2018 -- 08:53 AM

মিনিমাম পড়াশোনাও না করে ঐতিহাসিক উপন্যাস লেখার একটা চল উঠেছিল বাংলায় একসময়। সেটাকে ঘনাদা তস্য তস্য বইয়ে খুবসে খিল্লি করেছিলেন প্রেমেন্দ্র মিত্র।


Name:  hu          

IP Address : 3478.58.89.187 (*)          Date:10 Oct 2018 -- 09:48 AM

শাওন চরিত্রটা যদি আত্মজৈবনিক হয় তাহলে লেখককে নিয়ে বেশ আগ্রহ জেগেছে নাপভি পড়ে। বাকি উপন্যাসটা ভালো, তবে দুবার মনে হয় পড়ব না।


Name:  I          

IP Address : 7845.15.674512.224 (*)          Date:10 Oct 2018 -- 10:23 AM

বরিশালের যোগেন মণ্ডল পড়ে দেখতে পারেন। খুব পুরনো ইতিহাস নয় যদিও।


Name:  সিকি          

IP Address : 894512.168.0145.123 (*)          Date:10 Oct 2018 -- 10:31 AM

লেখকের সাথে আলাপ হয়েছে, সামান্য গল্পগাছাও হয়েছে বইটা নিয়ে, ফেসবুকের কল্যাণে। বইমেলায় গেলে দেখাও হয়ে যেতে পারে।


Name:  দ          

IP Address : 453412.159.896712.72 (*)          Date:10 Oct 2018 -- 12:02 PM

এই টইটা প্রচন্ড মজার (বাদে ইশানের পোস্ট। ঐটে সিরিয়াস)


Name:  dc          

IP Address : 232312.174.232312.129 (*)          Date:10 Oct 2018 -- 12:05 PM

আমিও তো কয়েকটা সিরিয়াস পোস্ট করলাম! দেখতে পেলেন না ঃ(


Name:  de          

IP Address : 4512.139.9001212.175 (*)          Date:10 Oct 2018 -- 12:42 PM

শংকরের এই লেখাগুলোর প্রত্যেকটা গবেষণা ধর্মী আর পড়তে খুবই ভালো লাগে - পড়াশোনা করে লেখাটা খুবই জরুরী - শরদিন্দু তে ঠিক এই ব্যাপারটা পাই না -

মামু কবিদের বেগমদের নিয়ে পড়াশুনো করে একটা বই লিখুক - নাম দেবো বেগমবাহার!


Name:  Myelinating oligodendrocyte          

IP Address : 891212.185.5678.71 (*)          Date:10 Oct 2018 -- 12:46 PM

নাপভি আমিও পড়ছি - ভাষাটা সবসময় ভালো লাগছে না, এবং কনটেক্সট সুইচিংটাও একটু বেশি। তবে অন্য রকম।

স্লাইট দেশপ্রেমিক লেখক তো বটেই - জেএনইউ প্রসঙ্গ এসেছে নাম না করে। অবশ্য উকিলগুলোর কানহাইয়ার ওপর হামলাটাও পছন্দ হয়নি ভদ্রলোকের।


Name:  বি এর হয়ে          

IP Address : 2345.110.783412.125 (*)          Date:11 Oct 2018 -- 06:14 PM

name: b mail: country:

IP Address : 562312.20.2389.164 (*) Date:11 Oct 2018 -- 03:31 PM

মিশি শরণ বলে এক ভদ্রমহিলার লেখা পড়ছি। উনি হিউয়েন সাং (উঅনঅঙ্গ) এর যাত্রাপথ, চিন থেকে ভারতে, পুরোটা ধরে ঘুরে বেরিয়েছেন। হসিঙ্গ থে ওন্ক'স হদো।


Name:  খ          

IP Address : 2345.110.783412.125 (*)          Date:11 Oct 2018 -- 06:19 PM

name: b mail: country:

IP Address : 562312.20.2389.164 (*) Date:11 Oct 2018 -- 03:31 PM

মিশি শরণ বলে এক ভদ্রমহিলার লেখা পড়ছি। উনি হিউয়েন সাং (Zuanzang) এর যাত্রাপথ, চিন থেকে ভারতে, পুরোটা ধরে ঘুরে বেরিয়েছেন। Chasing the Monk's Shadow


Name:  একক          

IP Address : 3445.224.9002312.56 (*)          Date:11 Oct 2018 -- 09:44 PM

বরিশালের যোগেন মন্ডল পড়েছি । ভালই । ওই রিসেন্ট হিস্ট্রির পার্ট বলেই হিসেবে ধরিনি । এবাদে , পড়াশোনা করে লেখা অবস্যই ।


Name:  সৈকত          

IP Address : 340112.99.675612.98 (*)          Date:12 Oct 2018 -- 04:46 PM

উৎসাহীরা এই বইটা পড়ে দেখতে পারেন, নাপভি আর অতীশের পরিপ্রেক্ষিতে। অতীশ দীপংকরের জীবন ও ক্লেখা নিয়ে আর তিব্বতে বৌদ্ধধর্ম নিয়ে। অলকা চট্টোপাধ্যায়ের বড় কাজ এবং জটিলও মনে হয়। পড়া হলে, এখানে জানালে ভাল হয় । ঃ-)

https://tinyurl.com/yctwy2fx
Name:  সৈকত          

IP Address : 340112.99.675612.98 (*)          Date:12 Oct 2018 -- 04:47 PM

* লেখা
Name:  b          

IP Address : 562312.20.2389.164 (*)          Date:15 Oct 2018 -- 10:13 AM

অলকা চট্ট্যোর এই বইটা নাপভি-র রেফারেন্স লিস্টে আছে। আবার দেখছি অলকা, সম্ভবতঃ পেটরোগা বাঙালীদের জন্যে, অতীশকে নিয়ে বই লিখেছেন, নবপত্র থেকে প্রকশিত হয়েছে ১৯৯৭ সালে। কলকাতা গেলে জোগাড় করতে হবে।


Name:  b          

IP Address : 562312.20.2389.164 (*)          Date:15 Oct 2018 -- 10:23 AM

তবে নাপভিঃ এই নামকরণটা প্রথম বিভূতি বন্দ্যোর ছোটোগল্প থেকে, অতীশকে নিয়েই। এই কথাটা সন্মাত্রানন্দ কোথাও লেখেন নি।

এই সুতোর পাতাগুলি [1] [2]     এই পাতায় আছে1--30