এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 78.236.153.102 | ১২ জুন ২০১০ ০২:৫৭448042
  • যাক cpm তাহলে আন্দোলন করার একটা বিষয় পেল, এই নিয়ে বেশ কয়েক দিন জোর আন্দোলন চলবে------
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=128725

  • pinaki | 67.210.179.5 | ১২ জুন ২০১০ ০৩:৪২448043
  • গুরুদাসবাবু বল্লেন :

    http://www.anandabazar.com/12raj1.htm

    অনামিকার বক্তব্য মোতাবেক কে বলছেন সেটা না দেখে কি বলছেন সেটা দেখছি শুধু। ;-)
    বক্তব্যের শেষ প্যারাটা ইম্পর্ট্যান্ট। বঙ্গের অধিকাংশ নেতা আর কেন্দ্রে ইয়েচুরির মত নেতারা - এদের না তাড়ালে সিপিএমের কিছুই হওয়ার নয়। এরা প্রাসঙ্গিক থাকার একমাত্র উপায় হিসেবে যেটা দেখতে পায় সেটা হল কংগ্রেসকে তেল দিয়ে ফেবারে রাখা। এদের মত লোকজন বহুদিন হল বামপন্থাটাকে মধ্যবিত্তের ড্রয়িংরুম বিলাসে পরিণত করেছে।
  • TR | 59.164.191.14 | ১২ জুন ২০১০ ০৮:৩৭448045
  • এই থ্রেঅদ্‌তর মনে কি? অমি কিচুই বুজে্‌হ্‌ত পর্লম ন।
  • SC | 67.186.56.191 | ১২ জুন ২০১০ ০৯:১২448046
  • কংগ্রেসের সাথে একঘরে থাকবো, না গোঁসা করে আলাদা থাকব, এটাতে অনেকরকমের গণিত আছে। কংগ্রেসের সাথে থাকার কারণের মধ্যে একটা বড় কারণ বিজেপিকে আটকানো। পকাবুরাও আশা করি মানবেন যে সেই সময়ে দাঁড়িয়ে সেটা একটা ঠিক চাল ছিলো।

    দুনম্বর প্রশ্ন হচ্ছে সিপিয়েম কিভাবে আর্থিক নীতিকে বদলানোর চেষ্টা করবে। এট বেস্ট, সিপিয়েম একটা বড় আঞ্চলিক দল। তারা যদি কংগ্রেস বিজেপি থেকে সমদূরত্ব রাখে, তাহলে জাতীয় রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।অবরং সিপিয়েমের পক্ষে সবচেয়ে সুবিধেজনক হচ্ছে যদি কংগ্রেস সরকারের চাবি তাদের হাতে থাকে।অতাহলে তারা কিছুটা হলেও আর্থিক নীতির ক্ষেত্রে বক্তব্য রাখতে পারবে। তৃতীয় ফ্রন্টই এর বাইরে একমাত্র সম্ভাবনা, কিন্তু সেটা একটা সুবিধাবাদী জোট, বেশী কিছু আশা না করাই ভালো।

    এক্ষেত্রে কেন্দ্রের আর্থিক নীতির জন্য চাপে যদি কেউ পড়েন, সেটা মমতা। গুরুদাস ঠিকই বলছেন, কিন্তু মুশকিল হচ্ছে রাজ্যের সিপিএম নেতৃত্বকে দেখে মনে হচ্ছে হারার আগেই হেরে গেছেন। এদের দিয়ে বিশেষ লাভ হবে না। কোনোরকম শেষ মুহূর্তের লড়াইও চোখে পড়ছে না।

    তবে শেষ কদিন, এই জয়দেব থেকে মৈনাক হয়ে গুরুদাস, আত্মসমালোচনার ঢল দেখে মনে হচ্ছে তাওয়ায় রুটি পাল্টানোর কায়দাটা কাজে দিচ্ছে। আগে তো শুনতে পেতাম, আমরা ২৩৫,ওরা ৩০, হটাৎ শুনতে পাচ্ছি যে না, অনেক গলদ আছে, পার্টিতে নাকি বেনোজল ঢুকেছে।অওষুধ কাজে দিচ্ছে।

    এবার একটা ব্যক্তিগত র‌্যান্ট। গুরুদাসবাবু তো ঘাটাল থেকে জিতেছেন। কেশপুরের গ্রামে মোটোরসাইকেলবাহিনীর তত্বাবধানে হওয়া ভোটে জিতে পার্লামেন্ট গেছেন। তখন ওনার মতো একজন সংবেদনশীল নেতার মনে হয়নি এখানকার রাজনৈতিক চেতনায় বদল দরকার। জনতার কাছে হুড়কো খেয়ে এখন খেয়াল পড়ল!

  • aka | 24.42.203.194 | ১২ জুন ২০১০ ০৯:২৬448047
  • আরে হারলে এমন কত শোনা যায়। আগামী ভোটে জেতার পরেই এরাই পার্টির সম্পদ হয়ে যাবে, যেমতি তপন-সুকুর। আরে মশাই এতই যদি বোঝেন তো এতদিন চুপ করে কি তামাশা দেখছিলেন? শুনেছি তো নাকি পার্টির অভ্যন্তরে সবই ""লোকতান্ত্রিক"" প্রক্রিয়ায় হয়।
  • pinaki | 67.210.179.5 | ১২ জুন ২০১০ ০৯:৩৫448048
  • ঐজন্য শুরুতে বলে নিয়েছি যে বক্তাকে না দেখে কেবল বক্তব্যকে দেখেছি। ;-)

    তবে প্রাসঙ্গিক থাকার জন্য যেটা মূল দরকার - সেটা হল সাধারণ মানুষের দাবীদাওয়া নিয়ে আন্দোলন। সেটা থাকলে তারপরে ঐ কংগ্রেসের সাথে দূরত্ব রাখবো, নাকি কৌশলগত কারণে কাছাকাছি থাকবো - এইসব কথাগুলোর মানে হয়। আর আন্দোলনটা বাদ দিয়ে শুধু কংগ্রেসের সাথে গা ঘষাকে সলিউশন ভাবলে দলটার দক্ষিণায়নটা আরও তাড়াতাড়ি হয়।
  • Manish | 117.241.228.207 | ১২ জুন ২০১০ ১০:০৮448049
  • Mmu

    আমি খুব খুশী হবো মনীশদা বলে ডাকলে।
    আর আপনার কথা যানিনা কে গুরুত্ব দেয় না। আমি তো খুব মন দিয়ে পড়ি।
  • Samik | 122.162.75.63 | ১২ জুন ২০১০ ১০:১০448050
  • আম্মো :-)
  • Manish | 117.241.228.207 | ১২ জুন ২০১০ ১০:১১448052
  • Mmu
    এই টইতে ভাটাতে খুব ভালো লাগে। প্রাত্যহিক জীবনে এত ঝামেলা, টইয়ের সব সুতোগুলোর মাধ্যমে কিছুটা হাল্কা হওয়া যায়।
  • Mmu | 78.236.153.102 | ১২ জুন ২০১০ ১৬:০৮448053
  • Manish দা (এখন থেকে শুরু করলাম) ধন্যবাদ আপনাকে। জেনে খুব ভালো লাগলো যে আপনি আমার লেখা পড়েন। আসলে আমি বলেছি কেউ কেউ, সবাই নয়। যতটা পারি লেখার চেস্টা করি। আর আগেও আমি বলেছি অত বুঝি না, অত জানি না। যখন আপনারা কোনো আলোচনা করেন কোনো বড় ব্যপার নিয়ে আমি শুধুই পড়ি। কোনো মন্তব্য করি না। কিন্তু আমারও তো কিছু বলার থাকে অনেক সময় ।
    পূন:- ধন্যবাদ আপনাকে।
  • Mmu | 78.236.153.102 | ১২ জুন ২০১০ ১৬:১১448054
  • ধন্যবাদ samik কেও ।

  • Abhyu | 80.221.18.28 | ১২ জুন ২০১০ ১৬:১৯448055
  • আরে শুধু শমীকই বা কেন, আমিও পড়ি। লিখি না সে আলাদা কথা। ইন ফ্যাক্ট, সরব নীরব অনেক লোকে পড়ে।
  • Mmu | 78.236.153.102 | ১২ জুন ২০১০ ২০:৪১448056
  • Abhyu, যদি আপনি আমার লেখা পড়েন তো অপনাকেও ধন্যবাদ এবং সবাইকে।
  • Arpan | 122.252.231.10 | ১২ জুন ২০১০ ২০:৫৯448057
  • ম্মুম্মু, আরে সবাই সবার লেখা পড়ে। ল্যাদ কাটলে কখনো সখনো মতামত জানায়।

    পাতা উল্টে দেখুন এইবার ইলেকশনের রেজাল্ট বেরোবার পরে অনেকে আপনাকে খুঁজছিল। জেনু খুঁজছিল। :-)
  • SC | 67.186.56.191 | ১৩ জুন ২০১০ ০৮:৫৩448058
  • দূর, সুতোটা ম্যাড়মেড়ে হয়ে গেচে। কোথায় সব্বাই একটু তেড়ে ঝগড়া করবে,তা না ধন্যবাদ ইত্যাদি...
    :ড
    অক্কুটের পি ডব্লু বি র কমরেডদের দেখে কিছু শিখুন।

    আচ্ছা, এই ভোপাল নিয়ে ঘটনার পরে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। যদ্দুর জানি, এবং সার্চ করলে বেশ কিছু সাইটেও এই তথ্যটা পাচ্ছি, যে নচরে প্রস্তাবিত কেমিকাল হাবে নাকি ডাও কেমিকাল কোম্পানি জড়িত।
    ডাও কে এদেশে কেমিকাল হাব গড়তে দেওয়ার ব্যাপারে, বা ব্যবসা করতে দেওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষের মতামত জানার অপেক্ষায় রইলাম।

  • aka | 24.42.203.194 | ১৩ জুন ২০১০ ০৯:০৩448059
  • আমি পক্ষে, ডাও কেমিক্যালসকে কোন বিজনেস করতে দিতেই আপত্তি নেই।
  • aka | 24.42.203.194 | ১৩ জুন ২০১০ ১০:২৭448060
  • কেন? তাও জানতে চেয়েছেন। রুচিকা মামলার রায় কি হয়েছে? দেড় বছরের কারাদণ্ড। আসল সমস্যা আমাদের সিস্টেমে। সেটার বদল দরকার। নইলে আজ ডাও করেছে কাল খাও খাও করবে। রুট কজ বোঝা জরুরী।
  • kallol | 115.184.0.229 | ১৩ জুন ২০১০ ১১:১৩448061
  • জেসিকা লালের বেলায় মনু শর্মার যাবজ্জীবন হয়েছে।
  • kallol | 115.184.0.229 | ১৩ জুন ২০১০ ১১:১৮448063
  • আকা - এই সিস্টেম বদলের ধুয়োটা কেমন ইয়ে মতন লাগে। মানে, ভগবান যবে চাইবেন তবেই হবে গোছের। এই সিস্টেমটা খুব চমৎকার, এমন নয়। কিন্তু চাইলে এই সিস্টেমেই অনেক কিছু করা যায়। এর থেকে ভালো সিস্টেম এখনও পর্যন্ত জম্মো নেয় নি। তাই সিস্টেম পাল্টানোর চেয়ে বরং এই সিস্টেমটাকে কিভাবে দক্ষতার সাথে ব্যবহার করা যায়, সেটা ভাবলেই কিছু কাজ হয়।
  • . | 59.93.212.125 | ১৩ জুন ২০১০ ১২:২৪448064
  • টইয়ের পাতা-আ-আ-আ .....

    ফিরে আয় ফিরে আয়
  • . | 59.93.212.125 | ১৩ জুন ২০১০ ১২:২৫448065
  • যাক, এসেছে।
  • d | 115.117.247.1 | ১৩ জুন ২০১০ ১২:৪২448066
  • কল্লোলদা, আকা তো সিস্টেমের গলদের রুট কজ খুঁজে তার সমাধানের কথা বলেছে। মানে চলতি সিস্টেমেরই। তুলে ছুঁড়ে ফেলে নতুন বসাতে তো বলে নি। এক্ষেত্রে নিয়মকানুন অত্যন্ত কড়া করে ও সেই নিয়ম ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করে ডাওকে ব্যবসা করতে দিতে বলেছে আকা (অন্তত আমি তাই বুঝলাম)।

  • d | 115.117.247.1 | ১৩ জুন ২০১০ ১২:৪৪448067
  • আমি শ্যামলকে খুব মিস করছি অনেকদিন ধরে। :(
  • kallol | 115.184.9.240 | ১৩ জুন ২০১০ ১২:৫১448068
  • দম - আকা খুব স্পষ্ট করে লিখেছে - ""আসল সমস্যা আমাদের সিস্টেমে। সেটার বদল দরকার।""
    এই সিস্টেম বদলের ধুয়ো তুলেই আমরা অনর্থক হানাহানি করেছি, অন্যেরা সমস্যার সমাধানের চিন্তা না করেই সমস্যা বাড়িয়ে গেছে - কি না? সিস্টেম বদল না হলে কিচ্ছুটি হবার নয়।
    এখন ভাবার সময় এসেছে - যেটা তুই বললি - এই সিস্টেমটাকে কিভাবে আরও দক্ষ করে তোলা যায় বা এই সিস্টেমটাকে কিভাব আরও দক্ষতার সাথে ব্যবহার করা যায়।
  • ranjan roy | 122.168.170.215 | ১৩ জুন ২০১০ ১৪:৪৬448069
  • সিস্টেম বদলানো নিয়ে দু'পয়সা:

    ক'দিন আগে LCM এর ডাকে সাড়া দিয়ে কংগ্রেসের সদর্থক দিক নিয়ে কিছু লিখেছিলাম।
    ( এর মানে আদৌ নয় যে আমি সমর্থক। এরকম ভাবলে খেলবো না।)
    আজকে সামূহিক ক্যাল খাবার ভয় সঙ্কেÄও বলছি--- রাইট টু ইন্‌ফর্মেশন, রাইট টু ফুড, রাইট টু এমপ্লয়মেন্ট ইত্যাদি এই সিস্টেমের মধ্যে কিছু করার সম্ভাবনা দেখাচ্ছে।
    বলতেই পারেন--- দূর, দূর! অমন সব ভাল ভাল কথা মহাভারতে-রামায়ণেও আছে, তাতে কি? মোজেস এর সময় থেকেই অমন অনেক thou sha'nt kill ইত্যাদি অনেক কিছু ফরমান জারি হয়েছে। তাতে জনগণের বাল হয়েছে।
    আমি বলব-- একটু ভাবুন।সমস্ত নতুন জিনিসই নিয়মিত হয়ে আমাদের কালচারের স্বাভাবিক অঙ্গ হতে একটু সময় নেয়। বিদ্যেসাগর মশাইয়ের বিধবাবিবাহ,বহুবিবাহবিরোধী আন্দোলন ভাবুন। রামমোহনের সতীদাহবিরোধী ইয়ে--। যদিও আজকাল একটা দুটো হচ্ছে-- কিন্তু আজ ওগুলো ক্রাইম বলেই ধরা হয়।
    আর এগুলো সোনু-মনু করছে এই জন্যে নয় যে ওরা খুব ভাল, প্রগতিশীল লোক। করছে সামগ্রিক সামাজিক আন্দোলনের চাপে। আস্তে আস্তে পার্লামেন্টে নারীদের রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। হিন্দু সম্পত্তির আইন পরিবর্তিত হয়ে মেয়েদের অধিকার স্বীকৃত হচ্ছে।
    সোশ্যাল অডিটের স্বীকৃতি গাঁয়ে জনসাধারণের প্রভাবশালী লোকদের মোড়লীতে অংকুশ লাগাচ্ছে। দরকারের তুলনায় খুবই কম। তবু শুরু হয়েছে। এ নিয়ে জন-আন্দোলন যত বেশি হবে তত ডেমোক্র্যাসি মজবুত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের জেলে পোরা যায়, কেউ ভেবেছিল?

  • aka | 24.42.203.194 | ১৩ জুন ২০১০ ১৭:৩৮448070
  • কল্লোল-দা, দ যা বলেছে আমি অক্ষরে অক্ষরে তাই বলতে চেয়েছিলাম। মেইনলি জুডিশিয়ারি সিস্টেমকে আরও মজবুত করার কথা বলছিলাম।
  • SC | 128.237.237.104 | ১৭ জুন ২০১০ ০১:৫৬448071
  • কিন্তু কোনো মজবুত সিস্টেম কি ডাও কে ততক্ষণ অবধি ব্যবসা করতে দেবে, যতক্ষণ না তারা ক্লিনাপের দায়িত্ব পালন না করে?
    সিস্টেম মজবুত হয়েছে কিনা, তার প্রধান পরীক্ষাই হবে এটা। ডাও ভালো ছেলের মতো নিজের আলমারি গুখিয়ে রাখলে সে ব্যাবসা করুক না, তাতে কোনো আপত্তি নেই।
  • o d | 61.12.12.83 | ১৭ জুন ২০১০ ১২:৫৮448075
  • পেলে বলেছেন ২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতবে। তৃণমূল নাকি মামলা করবে ভাবছে। সিপিএম গোষ্ঠ পালের জায়গায় পেলের মূর্তি বসানোর তোড়জোড় শুরু করে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন