এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাবিয়া সে যুগের, এ যুগের

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ২৫ নভেম্বর ২০২৩ | ৫১৮ বার পঠিত
  • ঔরঙ্গজেব-দিলরাস বানুর সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা কম। এক চিঠিতে তাঁকে দিলরাস বানু সম্পর্কে বলতে শোনা যায় যে উনি ছিলেন, ‘‘বড্ড একগুঁয়ে, কিন্তু শেষ দিন পর্যন্ত আমি তাঁকে ভালবেসেছি আর মনে আঘাত লাগে এমন কোন কাজ করিনি।’’ এসব কাঠ  কাঠ  কথা বললে আর গল্প জমে!
    ------ তাহলে?
    ------ কী?
    ------ গল্প জমবেই না?
    ------ জমবে।
    ------ জমবে?
    ------ আলবাত।
    ------ কী সে গল্প কী সে কথা?
    ------ বহু প্রাচীন সে কথা। পুরনো সে গল্প।
    ------ কী তা? কী কী তা?
    ------ বলছি।
    ------ বল।
    ------- রাবিয়ার কথা বলছি।
    ------- ঔরঙ্গজেব-দিলরাস বানুর গল্পে রাবিয়া আসছে কোথা থেকে?
    ------ ঔরঙ্গজেব দিলরাস বানুকে মৃত্যুপূর্ব উপাধি দেন রাবিয়া উদ দৌরানি বা এ যুগের রাবিয়া।
    ------ কেন দিলেন এই উপাধি?
    ------ দিলেন ইসলামি সাংস্কৃতিক মনের গভীর থেকে।
    ------ সে মনের গভীরে কী আছে?
    ------ আছে রাবিয়ার স্মৃতিমালা।
    ------ কে এই রাবিয়া?
    ------ ইরাকের বসরার রাবিয়া, অষ্টম শতকের সুফি সাধ্বী রাবিয়া আল আদাওয়িইয়া। সেই সাধ্বী নারী যাঁর মৃত্যু হয় না।
    ------ হয় না?
    ------ না।
    ------ সেই নারীর কথা বল।
    ------ বলছি সেই নারীর কথা।

    ইতিহাসকার রকিয়া এলারউই করনেল গত শতকের ষাটের দশকে মরক্কোর বড় হন। তিনি শহরের অন্য মেয়েদের থেকে হটকে রকমের ছিলেন। খুব পড়তেন, কম মিশতেন, আর মোটেই বিয়ের কথা ভাবা এঁচোড়ে পাকা মেয়েদের আদলে গড়ে উঠছিলেন না তিনি। অন্য মেয়েরা তাঁর নাম দিল রাবিয়া আল আদাওয়িইয়া অর্থাৎ এ মেয়ে যেন রাবিয়া, এ যুগের রাবিয়া ! এই নাম তাঁকে বয়ে বেড়াতে হল শৈশব থেকে কৈশোর, অনেকদিনই।যুগে যুগে রাবিয়া সংক্রান্ত ইসলামি সাংস্কৃতিক মনের গভীর স্মৃতি দেখা যাচ্ছে অচঞ্চল।

    এ রকমই এক কথা কি ঔরঙ্গজেব ভাবেন দিলরাস বানু বেগম সম্পর্কে? জানা যাচ্ছে দিলরাস ছিলেন ভক্তিমতি শিয়া আর ঔরঙ্গজেব সুন্নি। শাহাজাদা ঔরঙ্গজেবের দরবারে দুই সম্প্রদায়ের উলেমাদের মধ্যে বিতর্ক হতো আর তাতে অংশ নিচ্ছেন মহা পণ্ডিত জেব উন্নিসা। যিনি এক বিস্ময় প্রতিভা, মাত্র সাত বছরেই কোরান মুখস্ত করে ফেলেন, সেকি তাঁর মা দিলরাসের উৎসাহ আর গুঁতনি ছাড়াই? পরে বাদশাহ হয়ে ঔরঙ্গজেব, জেব উন্নিসার এই প্রকাশ্যে আসা বন্ধ করে দেন জানাচ্ছেন আরেক ইতিহাসকার ক্রিনিকি। দিলরাস বানু আর ঔরঙ্গজেবের চরিত্রগত কিছু মিলের কথা বলেছেন ইতিহাস কার মুনি লাল - দুজনেই দৃঢ়চেতা, ঈশ্বর ভক্ত, বাহ্যিক জগতের প্রতি তুলনামূলক নিরাসক্ত।

    ইতিহাসকার রকিয়া এলারউই করনেল আরও বললেন রাবিয়া আল আদাওয়িইয়া এক মিথই বটে, তিনি ইতিহাসের কোন সাধারণ চরিত্র নন।মধ্য যুগের ইতিহাস বলেও না তাঁর কথা। ইসলামিক বিশ্বের উল্লেখযোগ্য কোন জীবনী গ্রন্থে তাঁর ঠাঁই নেই। শুধু সন্তদের নিয়ে লেখা কিছু ধর্মগ্রন্থে বা সুফি তত্বের কাটখোট্টা বইতেই তাঁর উল্লেখ পাওয়া যায়। রাবিয়া নিয়ে বলবেনটাইবা কী রকিয়া ভাবছিলেন। রাবিয়া সংক্রান্ত মিথের এত পরস্পর বিরোধী ভাষ্য আছে যে গুলিয়ে যায় সব। একাদশ শতকের পারসিক সুফি আবু আব্দ আল–রাহমান আল-সুলামির রাবিয়া ভাষ্য মন কেড়েছিল ওনার।

    আল-সুলামির ভাষ্যে রাবিয়া নন নিছক প্রেমভাব তাড়িত সুফি। তিনি এক দৃঢ় চেতা আর স্বচ্ছ দৃষ্টির কঠোর তপস্যায় নিয়োজিত সাধ্বী আর আধ্যাত্মিক গুরুও বটে। কখনও যুক্তিবাদী, কখনওবা আতিন্দ্রিয়বাদী তাঁর অবস্থান।পুরুষ তাঁকে জ্ঞানের গভীরতা আর প্রজ্ঞার জন্য সম্মান করে, যাঁর পুরুষ মুরিদ-শিষ্যও আছে বটে। আল-সুলামির ভাষ্যের যৌক্তিক অধ্যয়ন করে ইতিহাসকার রাকিয়া আরও এক ধাপ এগোলেন। তিনি খুঁজে পাচ্ছেন রাবিয়ার জন্মের অন্তত একশ বছর আগের থেকেই আধ্যাত্মিক সিদ্ধির পথে এগিয়ে গিয়েছিলেন রাবিয়ার মতো অনেক নারীই। সিদ্ধান্ত করছেন রকিয়া, হজরত মুহম্মদের বোন ফাতিমা ছাড়া ইসলামের ইতিহাসে কোন নারীই রাবিয়ার মতো এরকম অমরত্বের দাবিদার নন।

    শাহাজাদা দারা শিকোহকে তাঁর বই সাফিনাত উল আয়ুলিয়াতে আধ্যাত্মিকতায় নারীর ভূমিকা উল্লেখ করতে দেখা গেছে। ঔরঙ্গজেবও দিলরাস বানু বেগমকে মৃত্যুপূর্ব উপাধি রাবিয়া উদ দৌরানি বা এ যুগের রাবিয়া দিয়ে, মননচর্চার সেই মোঘল ঐতিহ্যকেই স্মরণ করেছেন যার ধারাবাহিকতা হলেন দিলরাস বানু কন্যা শাহাজাদী জেব উন্নিসা । যদুনাথের ভাষায়   যিনি ছিলেন বাবার  মতোই  মেধাবী  আর  তদ্গত  চিত্ত । যিনি পরে বাবার বিরুদ্ধে গিয়ে বাকি জীবন জেলেই কাটালেন।

    তথ্য সূত্র:
    1. RABI’A FROM NARRATIVE TO MYTH:THE TROPICS OF IDENTITY OF A MUSLIM WOMAN SAINT by Rkia Elaroui Cornell
    2. Aurangzeb by Muni Lal
    3. Annie Krieger-Krynicki (2005).Captive Princess: Zebunissa, Daughter of Emperor Aurangzeb. Oxford University Press. Quotes from WiKipediaas the book is not available

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Aditi Dasgupta | ২৫ নভেম্বর ২০২৩ ২০:২৫526484
  • নতুন এক যাত্রা! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন