এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অবসন্ন প্রহরে প্রার্থনা

    Aryaman Roy লেখকের গ্রাহক হোন
    ০৫ নভেম্বর ২০২৩ | ২৬৭ বার পঠিত
  • অনেক সময় রাত তিনটের আগমন হয় সরোদের ঝংকারে। মন এগিয়ে চলে দূরে, অন্ধ রাতের মধ্যে কি যেনো খোঁজে; দেহ থাকে অলস, কেদারা আঁকড়ে। অনেক শ্বেতপাথরের ধাপ, অনেক ঝলমলে দিঘী ভর্তি জল, শিউলির স্নিগ্ধতা উন্মুক্ত হয়ে পড়ে; তাদের ঘিরে থাকে গান, সুরের এক বিস্ময়কর সরণী স্থাপিত হতে থাকে, ভোরের লম্বা প্রতীক্ষায়। এ যেনো অন্যরকম এক জীবনের স্বাদ, শিল্পের অনুরণন। কারা এই জগতের অধীশ্বর? কিভাবে দিনের অসার মুহূর্তে, অবসরের ক্লান্তিময় লহমায় তাকে খুঁজে পাবো? প্রত্যেকটা সুর কিভাবে গান হয়ে যাবে? শব্দ শব্দের মোড়ক ত্যাগ করে, স্বপ্নে-জীবনে মিশে একাকার একটা কিছু সৃষ্টি করবে? অনেক রঙ, অনেক মাত্রা যেনো মিশে যাবে একসাথে কারোর খেয়ালের বশে, কিন্তু অবশ করবে না; বরং প্রাণ দেবে, দেবে কাজের স্পৃহা ও বাঁচার মনোবল; ছাড়িয়ে নিয়ে যাবে আমাদের রোজের এই নেতিবাচক বুহ্য থেকে, যেখানে শুধু বিলাপ, শুধু দোষের উপর দোষ খাড়া করা রোজ, যেখানে রোজ পতন ও অবহেলা; চোখ হয়ে আজ সে দৃষ্টি দেবে এই অন্ধকারে, একটু আলো হয়ে আজ সে জন্মাবে। 
     
    আমি তারই কিছু পরে বারান্দায় বেরিয়ে যখন নতুন অভ্যাগত ভোর'কে গ্রহণ করব শরীরের মধ্যে দিয়ে, তখন সে দেবে তাকত। আজ লম্বা হয়ে দাঁড়াতে দেবে সে তোমার সামনে একটানা। আর বিছানায় মিশে যাবো না তারপর, চাদরে নয়, ওষুধে নয়, নয় আর কোনো নেশার আচ্ছন্নতায়। প্রকৃতি শুধু আর কোনো ভুলে যাওয়া মুছে যাওয়া সকল ঝাপসা ছবি হয়ে রয়ে যাবেনা পথের ধারে, তাকে মেরে ফেলবো না প্রতিনিয়ত, অন্ধকারের, ঘুপচির প্ররোচনায়।
     
    সে থাকবে আমার সাথে, সে জানাবে আজ সকল'কে, যে অন্যরকম দিন ও আসে, অন্য রকম পঠন ও সম্ভব। আজ ক্লাসে শুধু ছুটি, আমি আজ আনন্দের মাস্টার তোমাদের নিয়ে চলবো সেই সব স্থানে যেখানে তবু ঘটে অরুণের কিরণমালার সাথে মোলাকাত, যেখানে নেওয়া চলে সবুজ প্রাণের নিশ্বাস, বুক ভরে; যেখানে মিলেছে এসে তোমার আমার ভালোলাগার স্পর্ধা, আর সেই স্পর্ধা প্রকাশের দুর্লভ ভাষা। আমরা আজ সেই ভাষাতেই ক্লাস করবো, ছুড়ে ফেলবো জঞ্জাল পাঠ্য পুস্তক সব একপাশে; তাদের একপেশে নিরন্ততার অবসান ঘটবে আজ। আজ শুধুই আমরা দেখো, শুধুই আমরা, তোমার সাথে, তোমাদের সাথে, সকাল ভাগ করে নেবো; সকলেই যারা বিদ্যমান, কাঁপছি উত্তেজনায়, কাঁপছি নতুনের অপেক্ষায় আমরা, তোমরা, সবাই সমবেত যারা আজ ঐ গাছের তলায়, সবাই। ছায়ায় ছায়ায় বেশ কাটবে আমাদের, এসো বসো, চলো গল্প বলি কোনো; নিজের চরম অবিশ্বাস ও লজ্জাবোধ কাটিয়ে কোনো গল্প। দিন ভেসে চলুক সেই গল্পের প্রবাহে, আর দিনের শেষে, ক্লান্তিতে, ঘুমের প্রহরায় আমরা আবার মিলব আচম্বিতে, কোনো দূরে পথে শোনা সুর হয়ে যাবো শুধু আরেকবার। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kanan Roy | ০৬ নভেম্বর ২০২৩ ১১:১৭525611
  • 'কারা এই জগতের অধিস্বর?'- 'অধিস্বর' বানানে লেখক কি বোঝাতে চেয়েছেন?  অধীশ্বর? ' কিন্তু অবস করবে না'-লেখক কি ’অবশ’ করবে না বোঝাতে চেয়েছেন? 
     
    'নিজের চরম অবিশ্বাস ও লজ্জাবোধ কাটিয়ে কোনো গল্প' - 'অবিশ্বাস' কাটানো বেশ কঠিন কিন্ত। ’আপনার কবিতা আমার ভাল লাগে’ জাতীয় নির্দোষ, ব্যক্তিগত মেসেজও কেউ পাবলিক শেয়ার দিলে অন্য প্রান্তে ভয় হতেই পারে যে ইনি যে কোন গোপনীয়তা ভাঙ্গতে পারেন। এবং সেই সাথে প্রয়োজেন ’এ্যাবিউজিভ’ও হতে পারেন। ভদ্রলোক বা ভদ্রমহিলারা ’আমি মানুষ খুন করে এসেছি’ জাতীয় ব্যক্তিগত মেসেজও সাধারণত: বাইরে প্রকাশ করেন না- সেই সিদ্ধান্ত সঠিক বা ভুল যেটাই হোক না কেন!

    (অ)শুভ সকাল?! :)
  • Kanan Roy | ০৬ নভেম্বর ২০২৩ ১১:১৮525612
  • প্রয়োজনে ...
  • Aryaman Roy | ০৬ নভেম্বর ২০২৩ ২২:১২525650
  • লেখার ত্রুটিগুলি সামনে নিয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ। তবে আপনার কথায় মনে হলো, অসতর্ক ভাবে এই ভুল, যেনো আবার অর্থের অন্য এক মাত্রা তুলে ধরেছে হয়তো বা, যেটা বেশ সুন্দর লাগলো আমার।
    আর আপনার সাথে আমি একমত। অবিশ্বাসের বন্ধন কাটানো সত্যিই বড় কঠিন আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষত সংযোগ স্থাপনে। তাই আজ সে শুধু প্রার্থনার আঙিনায়...
  • Kanan Roy | ০৬ নভেম্বর ২০২৩ ২২:৫৬525653
  • হ্যাঁ, ’অধিস্বর’-ও ভুলে একটি নতুন শব্দ তৈরি করলে মন্দ নয়। 
  • Kanan Roy | ০৭ নভেম্বর ২০২৩ ০৯:০৫525666
  • তবে শব্দ নতুন হোক আর পুরণো হোক, ভুল বা ঠিক...সৌজন্য, একে অন্যের প্রাইভেসিকে শ্রদ্ধা করা, অন্যের উপর মর‌্যাল পুলিশিং না করার সবক দিয়ে সেটাই সারা দিন করা, লেলির ছদ্মবেশে চূড়ান্ততম ডান ব্যুলিং করা মানুষদের কখনোই আস্থায় নেয়া যায় না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন