এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • Everyone is baying for blood 

    Sandipan Majumder লেখকের গ্রাহক হোন
    ১৫ আগস্ট ২০২৩ | ২৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে। অনেকেই সংবেদনশীলতার জায়গা থেকে নয়, অন্যভাবে এই ফাঁকে নিজেদের হিসেব মিটিয়ে নিতে চাইছেন। গতকাল যাদবপুরের চার নম্বর গেট দিয়ে বিজেপির লোকজন ঢুকে শ্লোগান দিয়েছে, ‘কম্যুনিস্টদের চামড়া, গুটিয়ে দেবো আমরা। এস এফ আইয়ের চামড়া, গুটিয়ে দেবো আমরা (আজকের টেলিগ্রাফ কাগজে আছে)। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, ‘যারা ছেলেটাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা সব মার্কসবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস। তারপরে ‘ওখানে কিছু আগমার্কা সি পি এম আছে’ ইত্যাদি। লক্ষ্যণীয় ওঁর এই রাজ্যে যাঁরা রাজনৈতিক শত্রু, সবাইকে এই ফাঁকে গেঁথে দিলেন তিনি। রাজ্য সরকারের অধীন একটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনার জন্য রাজ্য সরকারের আর কোনো দায়, অতঃপর থাকলো না। আমরা নতুন করে জানলাম, যত অনাসৃষ্টি, দায়ী হল কমিউনিস্টি।আর এর জন্য তদন্ত, বিচার – এসবের কোনো দরকারই হোলো না।

    যদি প্রত্যক্ষ হিসেব ধরি, এই ঘটনায় এখন পর্যন্ত যারা ধরা পড়েছে তারা কেউ এস এফ আই নয়, বরং তাদের বিরোধী স্বাধীন বাম। এস এফ আইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে , মেন হোস্টেলে এই স্বাধীন বামদের (এদের নাকি কালেকটিভ বলে ) দাপটে নাকি এস এফ আই ডানা মেলতে পারে না। হতে পারে। কিন্তু এস এফ আই কেও পালটা প্রশ্ন করতে ইচ্ছে করে, সামগ্রিক ভাবে যাদবপুরে শক্ত সংগঠন থাকা সত্ত্বেও তারা এতকাল র‍্যাগিং বিরোধী আন্দোলন সংগঠিত করতে পারেনি কেন ? কমিউনিস্ট হওয়ার মানে, বামপন্থী হওয়ার মানে হওয়া উচিত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ( যদিও গত শতাব্দীর ফলিত বামপন্থা কী এদেশে, কী বিদেশে ব্যক্তি বনাম শ্রেণী, এই দ্বন্দ্বকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বহু মানুষকে আধিপত্যবাদের শিকার বানিয়েছে সেকথা অস্বীকার করা যাবে না )। র‍্যাগিং্যের বিরুদ্ধে দাঁড়াতে গেলে ব্যক্তিমানুষের স্বতন্ত্র হওয়ার অধিকার, দলছুট হওয়ার অধিকারকে স্বীকার করতেই হবে এই শতাব্দীর বামপন্থাকে । বামপন্থার মধ্যে এই ধারাকে বিকশিত করতে গেলে রাগিংয়ের বিরুদ্ধে লড়াইও ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ের অংশ হয়ে উঠবে।বামপন্থাকেই এটা পারতে হবে । কারণ কেউ যেন ভেবে না বসেন দক্ষিণপন্থীরা দারুণ উদার কোনো সংস্কৃতির চর্চা করেন। বর্তমানে এদের মধ্যে লিবেরাল বুর্জোয়া খুঁজে পাওয়া শক্ত। অধিকাংশই অধঃপতিত দক্ষিণপন্থী যারা নিজেরাও আধিপত্যবাদী। আমাদের দেশের কেন্দ্র ও রাজ্যের শাসকদের দেখলেই এটা চট করে বোঝা যাবে।

    এই ফাঁকে শৃঙ্খলাপ্রতিষ্ঠার নামে স্বৈরাচারের পক্ষে, ছাত্র রাজনীতির ঘাটতির সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের পক্ষে, যুক্তি, তর্ক ও বিতর্কের বদলে প্রশ্নহীন আনুগত্যের পক্ষে যারা সওয়াল করছেন তাদের মতলবও সুবিধের নয়। এরাই যখন লকডাউনের সময় থালা বাজিয়ে করোনা তাড়িয়েছিলেন তখন যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশ প্রাণের মায়া ত্যাগ করে অভুক্ত মানুষদের জন্য মাসের পর মাস শ্রমজীবী ক্যান্টিন চালিয়েছিলেন। ভাবতে অবাক লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনের অধীন একটি বিশ্ববিদ্যালয়কে বলছেন "আতঙ্কপুর“। যাদবপুরে স্বপ্নদীপের মত ছেলেরা এর পর কি আর পড়তে আসার ভরসা পাবে? তাহলে যাবে কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটি ? পয়সা কোথায় পাবে ? যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে দুজনের ঘরবাড়ির তো দেখলাম হতদরিদ্র অবস্থা। এরাও অনেক স্বপ্ন নিয়েই এসেছিলো যাদবপুরে নিশ্চয় । তারপর অসুস্থ, দুষ্ট সংস্কৃতির বাহক হয়ে গেছে। এই সংস্কৃতির সঙ্গে রাজনীতি, প্রেম, যৌনতা – কোনোকিছুর সম্পর্ক নেই। সম্পর্ক আছে আগ্রাসী আধিপত্যবাদের। এই সংস্কৃতিকে যদি আমরা দূর করার চেষ্টা না করি, যদি সঠিক’ ইন্ট্রো’র মাধ্যমে আধিপত্যবাদবিরোধী, জেন্ডার সেন্সিটিভ সংস্কৃতিতে ইনিশিয়েশন না ঘটানো হয় ছাত্রছাত্রীদের তাহলে এই অলাতচক্র থেকে রেহাই নেই।

    প্রতিবাদী রাজনীতিকেও সহমর্মিতার পাঠ নিতে হয়। পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয় হার্ভার্ডেও প্রচুর প্রতিবাদী আন্দোলন হয়। শেষ যে বড় আন্দোলনটা সেখানে চলছে যেখানে সুপ্রিম কোর্টের রায়ে কৃষ্ণাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ (ওখানে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন) তুলে দেওয়ার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে। রাজনীতিহীনতার পক্ষে ওকালতি করে তাই কর্পোরেট, প্রাইভেট শিক্ষার পথ পরিষ্কার করা হচ্ছে কিনা সেটাও দেখা দরকার। যাদবপুরের মত বিশ্ববিদ্যালয়ের ফাণ্ড বন্ধ করা, কমিয়ে দেওয়ার কথা যারা বলছে তারা আসলে সরকারী শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে না তো? যাতে ভবিষ্যতের স্বপ্নদীপরা হোস্টেল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ মাড়ানোরও সুযোগ না পায়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন