এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পাবনাইয়া কথা

    Gautam Roy লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২০ | ১০৫৯ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • বাংলায় "শিয়াল মামা"র কদর তার দিমাগের জন্যে। বুদ্ধির দৌলতেই সে বাংলাভাষায় "ধুর্ত শেয়াল" নামক শব্দের সংযোজন ঘটিয়েছে। "বিড়াল" বা "বেড়ালে"র মতোই "শিয়াল" আর "শেয়াল" নিয়ে ঘটি-বাঙালের ঝগড়া বুঝি বা সৃষ্টির আদিযুগ থেকে। কিশোরগঞ্জের উপেন্দ্রকিশোরের দৌলতে শেয়ালের দিমাগের সঙ্গে পরিচয় বাঙালির শৈশবেই হয়। এই সুপার কম্পিউটারের যুগেও শৈশবে উপেন্দ্রকিশোরের শেয়াল আর কুমিরের গল্প পড়ে নি বা শোনে নি এমন বাঙালির সংখ্যা খুব কম আছে।

    এই শেয়ালের "বুদ্ধিমত্তা" বিষয়টি কিন্তু অঞ্চল ভেদে বাংলা ভাষার বৈচিত্রের মতোই বিচিত্রগামী। ময়মণসিংহের উপেন্দ্রকিশোর শেয়ালের ক্ষুরধার বুদ্ধির কথা বলে কিশোর চিত্তহরণ করলেও অবিভক্ত বাংলার লোকসাহিত্যের ধারাবাহিকতায় সর্বত্র শেয়ালের বুদ্ধিমত্তার বিষয় টিই উঠে আসে না।

    পাবনা জেলার আঞ্চলিক লোক সাহিত্যে শেয়ালের বোকামির নানা পরিচয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানকার টাকিগাড়া গাঁয়ের আছমত আলি সরদার শেয়ালের বোকামির একটা বেশ মজাদার স্থানীয় কাহিনি শুনিয়েছিলেন।

    ঘটনাটি এই রকম:

    গাঁয়ের এক গরিব মানুষ পেট চালায় ছাগলের দুধ বেচে। বাড়িতে তার দু পাঁচটা ছাগল আছে। গরিব গেরস্তটি রোজ রাতেই দেখে একটা করে ছাগল কম। বেচারি বেজায় চিন্তায় পড়ে গেল। কী হচ্ছে কিছু ঠাওর করে উঠতে পারে না। চারিদিকে ছাগল খুঁজে বেরায়। কিছু সুলুক সন্ধান করতে পারে না। একদিন হঠাৎ সে দেখে রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। সেই কুকুরটার গলায় মাটির হাঁড়ির গলাটা ঝুলছে (পাবনার আঞ্চলিক টানে "পাতিলের কাদা")! কুকুরটি বেশ অনুনয় বিনয় করে গেরস্তটিকে বলে; তুমি যদি আমার গলার থেকে কাদাটা (হাঁড়ির গলাটা)খুলে দাও, তাহলে তুমি যা বলবে, তাই ই করে দেব। দয়াপরবশ হয়ে গেরস্তটি কুকুরের গলা থেকে ভাঙা হাঁড়ির গলাটা খুলে দিল। তারপর সে মনের দুঃখে ছাগল হারানোর কথা সব বিস্তারিত ভাবে গপ্পো করলো। কুকুরের কাছে ব্যাপারটার একটা সুরাহা যাতে হয়, সেটা দেখবার জন্যে বিশেষ ভাবে অনুরোধ জানালো। কুকুরটিও উপকারীর সমস্যাটিকে এড়িয়ে গেল না।ভাবতে লাগলো কিভাবে গেরস্ত মানুষটির এই সমস্যার সমাধান করা যায়।

    নানা ভাবনা চিন্তা করে সে নিজে রাতের বেলা গেরস্তর বাড়ি পাহারা দেওয়ার কথা ভাবলো। যেমন ভাবা তেমন কাজ। কুকুরটি দেখলো প্রতি রাতে শেয়াল এসে একটি করে ছাগল নিয়ে যায়।
    সে তখন গেরস্ত কে সব কিছু খুলে বললো। গেরস্ত তাকে বিষয়টির সুরাহা করতে অনুরোধ জানালো। কুকুরটি গৃহস্তকে নিজে রাত পাহারা দিয়ে শেয়ালের সঙ্গেই সমস্যাটি নিয়ে আলোচনার পরামর্শ দিলো। তার সাথে সাথে যেখানে ছাগলগুলো রয়েছে তার পাশে একটি খড়ের গাদা (পাবনার ভাষায় "পালা") তৈরী করতে অনুরোধ করলো। কুকুরটি জানালো, ওই খড়ের গাদার তলায় সে লুকিয়ে থাকবে।

    সেই রাতে শেয়াল যখন ছাগল ধরতে এলো গেরস্ত মানুষটি তার সঙ্গে দেখা করে সানুনয়ে বললো, পন্ডিতমশাই আপনি প্রতি রাতে এভাবে আমার ছাগল নিয়ে যাবেন না। প্রতি সপ্তাহে আমি নিজেই আপনাকে একটি করে ছাগল দেবো। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে না পেরে শেয়াল এক কথায় গেরস্তের প্রস্তাবে রাজি হয়ে গেল।

    গেরস্ত মানুষটি তখন শেয়ালকে খড়ের গাদা দেখিয়ে অনুরোধ করলো, পন্ডিতমশাই, আপনাকে আমার দাদা, পরদাদার আমলের ওই খড়ের পালা ছুঁয়ে বিষয়টি শপথ করতে হবে। শেয়াল কিছু না বুঝে খড়ের পালের কাছে যেতেই কুকুরটি বেরিয়ে এসে কামড় দিয়ে মেরে ফেললো। এভাবে গেরস্তের সমস্যার সমাধান হলো।

    প্রত্নতত্ত্ববিদ কানিংহামের অনুমান ছিল, পৌন্ড্র নাম থেকেই "পাবনা" নামটি এসেছে। তিনি মনে করতেন, সংশ্লিষ্ট অঞ্চলে 'পোদ' জাতির মানুষের আধিক্য ছিল। আজকের মহাস্থানগড় ছিল তাদের রাজধানী। পুন্ড্রবর্ধন কে স্থানীয় কথ্যরীতিতে বলা হয় "পোবাবর্ধন"। তাঁর মতে, এভাবেই এসেছে 'পাবনা' নামটি।

    আবার পাবনা নামের সঙ্গে পবন ডাকাতের কিংবদন্তী ও জড়িয়ে রয়েছে। তবে পাবনা জেলার সবথেকে প্রাচীন ইতিহাসকার রাধারমণ সাহা এই 'পবন' ডাকাত থেকে পাবনা নামের উৎপত্তির বিষয়টি তাঁর "পাবনা জেলার ইতিহাস" গ্রন্থে (প্রথম খন্ড। প্রথম প্রকাশকাল ১৩৩০ বঙ্গাব্দ। পৃষ্ঠা-১৬) সরাসরি নাকচ করে দিয়েছিলেন।

    ফারসি শব্দ "পম্ বাহ" থেকে পাবনা নামের উৎপত্তি -- এমনটা অভিমত রয়েছে। তুলো এবং তুলোর আঁশ কে ফারসিতে বলে "পাম্ বাহ"।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৪ নভেম্বর ২০২০ ০৮:১২100171
  • শেয়াল লোককথার পর্যবেক্ষণ ভাল। জেলার নামকরণের ইতিহাস জেনে ভাল লাগলো 

  • ar | 96.230.106.154 | ১৫ নভেম্বর ২০২০ ০২:৫০100231
  • আরেক মতে অনেককাল আগে গঙ্গার পূর্বগামী তিনটি ধারা (শাখা) ছিলঃ নলিনী, হলাদিনী ও পাবনী। পাবনী নামক প্রবাহ থেকেই পাবনা নামের উৎপত্তি। কালক্রমে পাবনী নামক ধারাটি (মনে হয়) নলিনীর (পদ্মার) সাথে মিশে গেছে।

    [সূত্রঃ পাবনা জেলার ইতিহাস, রাধারমণ সাহা ও মৌলবি মোখতার আহমদ-সিদ্দিকী; প্রতি-সুত্রঃ রামায়ণ; বালকান্ড]

     

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন