এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাগী রোব্বার 

    Anuradha Kunda লেখকের গ্রাহক হোন
    ২০ সেপ্টেম্বর ২০২০ | ৯৩০ বার পঠিত
  • রাগী রবিবার। মেজাজ খারাপ ।

    ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম গ্লো অ্যান্ড লাভলি। হোক। আমি এইসব নিয়ে মাথা ঘামাব না। থিসিস লিখলেও যার চোখে যে সুন্দর তাইই থাকবে। যে পয়সা দিয়ে কিনে মেখে শান্তি পাবে পাক।

    পদবি থাক বা না থাক, জাতপাতের চোরা অভিমান, উগ্র প্রকাশ সব থাকবে। হাসো।

    আমার এক সহপাঠী, ধরা যাক তার নাম গরিমা। পদবি মুখার্জি।

    সে মাসে তিনজন করে বয়ফ্রেন্ড পাল্টাত তাদের ঘাড় ভেঙে খাওয়া ও ফিল্ম দেখার জন্য এবং সগর্বে বলত এদের কাউকেই সে বিয়ে করবে না। বিয়ে করবে বাপ মায়ের দেখে দেওয়া পাল্টি ঘরের ছেলে। তবে তাকে ইঞ্জিনিয়র হইতেই হইবে। এবার হবু বরের পদবি কী হবে সে নিয়েও তার নিদান ছিল। গরিমা ভবিষ্যতে ব্যানার্জি নয় চ্যাটার্জি নয় গাঙ্গুলি হবে। নামের পাশে বসিয়ে বসিয়ে দেখত। গরিমা ব্যানার্জি বা চ্যাটার্জি। গাঙ্গুলি চলবে। বাকি সব ছ্যা। বাকি সব নাকচ। স্যান্যাল, লাহিড়িও চলবে না। সব বাজে তার মতে। তা তার পাল্টি ঘর, ইঞ্জিনিয়র বর সব জুটেছে। জামাকাপড় পাল্টানোর' বেগে পাল্টানো প্রেমিককুল তাকে কোনোপ্রকার দোষারোপ করে নি। হয়ত তারাও একই পথের পথিক। সবাই টাইম পাস করেছে। সে তার মত ভালো আছে। থাক। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে চেঁচালে তার কিছু আসবে যাবে না।

    আমার পাঁচ বছরের রুমমেট কুলীন ব্রাহ্মণকন্যা সগর্বে বলতেন যে যাদের কনসার্ভ করার মত কিছু থাকে তারা তো কনসারভেটিভ হবেই। হস্টেলে না গেলে উজবুগ থেকে যেতাম।

    তাদের প্রতি করুণা ছাড়া কিছু হয়নি অত অল্প বয়সেও। তাদের মঙ্গল হোক।

    ওদিকে আমার ছাত্র বর্ণ হিন্দু থেকে খ্রিস্টান হল। তারপর ওবিসি। কেমন করে জানি না।

    এতসব নিয়ে ভাবব না আর। মেধা মেধাই। তা গায়ের রঙ দেখেও বোঝা যায় না। পদবি দিয়েও বোঝা যায় না। আর চাকরি? মাগো! মেধার সঙ্গে চাকরির যোগ হল গিয়ে পঞ্চাশ শতাংশ। বাকিটা বুঝে নিতে হবে। সে যে বর্ণেই হোক না কেন। মুখস্ত বিদ্যেধর মেধাবী দেখে দেখে হেজে গেলাম।

    কৌলীন্যপ্রথা কোথায় নেই? ক্রিকেট মাঠ থেকে শুরু করে পাড়ার ঘাট। একনাথ সোলকার কেমন ক্রিকেটার ছিলেন তার চেয়ে বড় হয়ে উঠত যে তিনি মাঠের মালির ছেলে।

    কাজেই মহালয়া না মহিষাসুরমর্দিনী এই নিয়ে চাপান উতোর, শুভ না অশুভ এই নিয়ে বাগ বিতণ্ডা ভালো লাগে না। এই শহরে একা একটি মেয়ে ফ্ল্যাট ভাড়া পায় না। একা মেয়ে কোথাও' থাকতে গেলে ধরেই নেওয়া হয় তার সঙ্গে রঙিন হওয়া খুব সহজ হবে আর সে যদি সহজলভ্য না হয় তাহলে সবথেকে সহজ তাকে বদনাম করে দাও! মেয়েদের অনেককেই এখনো পালিয়ে বাঁচতে হয়। চোখে দেখা। কেউ আসে না সাহায্য করতে।

    নামজাদা ইন্টেলেকচুয়ালকেও এর ব্যতিক্রম হতে দেখি নি। অনেক প্রতিষ্ঠিত নারীকে দেখেছি দ্বিচারিতা করে নতুনকে হেয় করতে। "জানো? ও না...! " সামনে কিন্তু গাল টিপে চুমু দেবে।সত্যি বলছি। ঘেন্না ধরে গেছে।

    একটি ধর্ষণ হলে দর্শকরা এবং ধর্ষকরা কেউই জাতপাত দেখবে না। হক্কল মেয়েই নারীদেহ।

    জ্যোতি সিং= আসিফা= তাপসী মালিক= বানতলার মেয়েরা= সব ধর্ষিত মেয়ে ।

    আর হাসপাতালে রক্ত লাগলে হিঁদুর রক্ত না মুসলমানের রক্ত, বর্ণ হিন্দু রক্ত না দলিত রক্ত , এইসব দেখা হয় বুঝি?

    মন মেজাজ সত্যি ভালো নেই। উচ্চ মেধা, মধ্য মেধা, নিম্ন মেধা মানতে পারি। আর কিছু না।

    যাঁরা শুভ মহালয়া জানালেন, তাঁদের প্রীতি জানাই। অত'ঠিক ভুল ধরতে ভালো লাগছে না।আসল জায়গাগুলোতেই তো গলদ।একটু মৌখিক বা ভার্চুয়াল ভুলভ্রান্তি ধরি না। তর্পণকে শুভ ভাবলে ভাবাই যায় ।মৎসমুখীতে মাছের মুড়ো যদি খাওয়া যায় তো তর্পণ শুভ হতেই পারে।

    আর কোনোদিন ব্রাহ্মণ পুরোহিত ডেকে পুজো করি না।মানে ঠাকুমা অবধি ওটা চলেছে।তারপর বাদ। যাঁরা প্রতিবাদ প্রতিরোধে আছেন , তাঁরাও বলুন। আপনারা পুরোহিত ডাকেন?বসে থাকেন কখন এসে পুজো করে যাবেন? যদি থাকেন, তবে প্রতিবাদ করবেন না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৮97445
  • এই লেখাটার প্রায় বর্ণে বর্ণে একমত বলা যায়! 

  • Guruchandali | 136.228.209.53 | ২২ সেপ্টেম্বর ২০২০ ২০:৩২97514
  • যাঁরা খেরোর খাতায় নতুন লেখালিখি করছেন, গুরুচণ্ডা৯-র টেকনিকাল ফীচারগুলো তাঁদের কাছে ব্যাখ্যা করার জন্য আগামী শনিবার ভারতীয় সময় রাত ৮-১০টা আমরা একটা ওয়েবিনার করছি গুগল মীট-এ। ইচ্ছে আছে আগামী কয়েক সপ্তাহ জুড়ে প্রতি শনিবার ঐ নির্দিষ্ট সময়ে ওয়েবিনার করার। আপনাদের কী কী অসুবিধে হচ্ছে লিখতে বা একটা সামাজিক মাধ্যম হিসেবে গুরুচণ্ডালির পূর্ণ স্দ্ব্যবহার করতে, সেটাও আমরা নোট করব, যাতে এটাকে আরও উন্নত করা যায়, প্রযুক্তিগতভাবে। সম্ভব হলে থাকবেন। শনিবার রাত আটটায় নিচের লিংকে ক্লিক করেই মীটিং এ জয়েন করা যাবে। 


     https://meet.google.com/ydz-ekww-see

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন