এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পটলডাঙার প্রেমিকেরা

    Ovizeet Bow-Shoe
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ovizeet Bow-Shoe | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩২728510
  • পটলডাঙার প্রেমিকেরা

    চ্যাটুজ্জেদের রোয়াকে আমি একা একা বসে একটা কাকের পালক দিয়ে কান খোঁচাচ্ছি।আজ ১৪ই ফেব্রয়ারী।প্রেমের দিন।আমার জন্য আলাদা বলতে কিস্যু নয় যদিও।আমি পটলডাঙার প্যালারাম।দুবেলা শিঙিমাছের ঝোল খাই,তাই শরীরটাও ওইরকম।বড়জোর অশরীরী জুটতে পারে বরাতে থাকলে।ক্যাবলাটা ২বছর হলো প্রেম করছে ঢাকুরিয়ার ওদিকে।সামনের মাসে বিয়ে শুনলাম।এমনকি কাঠ বাঙাল হাবুলটাও একটা প্রেমিকা জুটিয়েছে মাস তিনেক হল।এখন খালি চিংড়ী মাছের তারিফ করে দ্যাখা হলেই,মেয়েটা এদেশি। ইসস প্রেমে বাঙালটারও কি হাল করেছে।আমি আর টেনিদাই বটবৃক্ষের মত শুধু দাঁড়িয়ে আছি।এসব ভাবছি,হটাৎ দেখি টেনিদা ড্রেনেরপাইপ মারকা একটা জিন্স পড়ে বেশ সাহেবিকেত মেরে আসছে।এসেই একটা পিঠে কিল দিয়ে বলল কিরে পেলুকুমার কোথাও আজ যাচ্ছিসনা?কিলটা অনেক কষ্টে হজম করে বললাম,"হেহে কোথায় আর যামু।"
    টেনিদা বলল,ওই বজ্জাত হাবুলের মত করে কথা বলবিনা।ব্যাটা বিশ্বাসঘাতক।ভিক্টোরিয়ায় সেদিন একটা মেয়েকে নিয়ে গেছলো,আইসস্ক্রীম খাচ্ছিল।আমাকে দেখে এমন ভাব করল যেন চেনেই না।মেয়েটা না থাকলে ওর মত বোকচন্দরকে এক চড়ে...
    আমি জুড়ে দিলাম চন্দরনগরে পাঠিয়ে দিতে।টেনিদা খুশি হল,একটা বিরাশী সিক্কার চাপড় মারতে গেল পিঠে,আমি সরে যেতে মিস করে গ্যালো।বেগুনপোড়ার মত মুখ করে বলল ক্যাবলাটাও তো প্রেম নিয়েই আছে।ছ্যা ছ্যা।
    ওর তো বিয়ে সামনের মাসেই,আমি জানালাম।টেনিদা মুখটা গাজরের হালুয়ার মত খুশি খুশি মুখ করে বলল,বাহ!,একটা ভাল খ্যাটন পাওয়া যাবে।কি বলিস!
    তা তুমি এত সেজেগুজে কোথায় চললে টেনিদা?
    টেনিদা একটু অপ্রস্তুত হয়ে পড়ল বলে মন হলো।বলল,এই একটা নেমন্তন্ন আছে রে।আমার এক বন্ধু কেলটু একটা রেস্তোরাঁ খুলেছে গড়িয়াহাটায়।আজ পার্টি দিচ্ছে।আমাকে ডেকেছে।হেহে।আমাকে ছাড়া ওর আবার চলেনা।আমি নাকি খুব লাকি।
    তাহলে তো বেশ ভালই খাওয়া দাওয়া হবে আমি বললাম।
    হ্যা সে তো বটেই,হাজারো পদ।সব কন্টিনেন্টাল। আবার একটু মুষড়ে অন্যমনস্ক হয়ে পড়ল টেনিদা।
    আমাকে তো বলতে পারতে,আমিও যেতাম।এখন কি রেডি হয়ে আসব নাকি,বাড়ি থেকে একছুট্টে।টেনিদা প্রতিবাদি কাকের মত ফ্যাচ ফ্যাচ করে হাত দুখানা শূন্যে তুলে বলল,না না,তুই ব্যাটা শিঙমাছের ঝোল খাস,ওটা কন্টিনেন্টাল রেস্তোরায় পাওয়া যাবে না।হেহে।।
    নাহ দেরী হয়ে যাচ্ছে রে,এবার আসি।মুখটাকে লাফিং বুদ্ধের মত করে টেনিদা বললো,ওই সব কুরুবকগুলোর মত প্রেম ফ্রেমে যাস না।তুই হলি গিয়ে টেনি মুখুজ্জের ১নম্বর সাগরেদ।তার মান রাখার দায়িত্ব তো তোরই।বলেই তিরিং করে শিকারি বাজপাখির মত একটা ট্যাক্সির পিছনে দৌর লাগাল।
    আমিও কি আর করি,বাড়ির পথে পা বাড়ালাম,কারণ মামাতো দিদি এসেছে বাড়িতে,মাংসের কিমার গন্ধ ভেসে আসছে ম ম করে।দুপুরে ভারী খাওয়া দাওয়ার পর,কচ্ছপের মত বিছানার দিকে এগোচ্ছি একটু ভাতঘুমের আশায়।দাদা বাদ সাধল।বলল পিনকিকে একটু বাড়ি ছেড়ে আয়।শুনেই আমার গায়ে জ্বর এলো,ফিনকি দিয়ে আগুন ছুটলো শরীরে।না বলার উপায় নেই দাদাকে,নইলে ওর ডাক্তারির সব পরীক্ষা আমার উপরেই চালাবে।তাই অগত্যা যেতেই হল।টাক্সি থেকে নেমে ভাড়া নিয়ে টাক্সিওলাকে একটু হ্যানত্যান গ্যান দিচ্ছি।হটাৎ দেখি টেনিদা।সাথে একটা রোগা হাড় গিলগিলে মেয়ে।আমার থেকেও রোগা।Boneসর্বস্ব মেয়েটা আমার দুরসম্পর্কের বোন হলেও আশ্চর্য হব না।এটা কি দেখছি!!!
    টেনিদার হাতে একটা লাভ শেপড বেলুন!!
    একি!!ভুল নয়তো চোখের!!
    আমাদের পটলডাঙার গর্ব একটা মেয়ের সাথে প্রেমিক অবতারে।তাও আবার নিজের ট্যাঁকের কড়ি খরচা করে কন্টিনেন্টাল খাওয়াচ্ছে।ঠিক নিতে পারলাম না।মেনে নেওয়াটা আমার মত সুস্থসবল মানুষের পক্ষে সম্ভবও নয়।
    চিৎকার করলাম,
    "টেনিদা এটা তুমি পারলে.....!!!!"
    হটাৎ চোখে অন্ধকার নেমে এল।বোধ হয় গ্যান হারালাম।কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখি ট্যাক্সিওয়ালার মুখটা একটা মিষ্টি
    মেয়ের মত হয়ে গেল।
    কি হয়েছে আপনার?হটাত চিৎকার করে সেন্সলেস হয়ে পড়েছিলেন আপনি।ঠিক লাগছে তো এখন?আসুন,আমার হাতটা ধরুন।ইসস গালে তো নোংরা লাগিয়েছেন।এই নিন রুমালটা দিয়ে মুছে নিন।
    বুকের কাছটা চিন চিন করে উঠছে,কে এই ঝালমুড়ির মত মোলায়ম সুন্দরী! কে এই চিকেন কাটলেটের মত মখমলে আওয়াজের মালকিন।পিলেটা তরাক তরাক করে লাফাতে লেগেছে।এই বুঝি শিঙিমাছের মত শরীরটা ঠেলে বেরিয়ে এলো।তবে এই কি সেই? টেনিদার পথেই কি আমিও পা বাড়ালাম তবে...প্যালাদেরও কি ভ্যালেন্টাইন থাকে?চিৎকার করে আবার লুটিয়ে পড়লাম,"ডি লা গ্র‍্যান্ডি মেফিস্টোফিলিস"।গ্যান হারানোর আগে শুনতে পেলাম কে বলে উঠলো ইয়াক ইয়াক! সম্ভবতঃ গুরুজন হিসাবে টেনিদা আমার প্রেমে সম্মতি জানালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন