এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৬৩৪৯ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 125.99.230.220 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৫০677766
  • ঘড়িফুল
  • Lama | 213.99.211.18 | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:২৭677767
  • আমি বি ই পাশ
    দিতে এলে বাঁশ
    এক চড় মেরে
    ফেলে দেব লাশ
  • T | 24.100.134.82 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:১৭677768
  • অন্য টই ডোবাচ্ছি তাই...

    বাট, দাঁড়াও, লামাদার এই কবিতাটা আরেট্টু টানলে এমিনেমের স্টাইলে গেয়ে দেওয়া যাবে :)
  • san | 11.39.34.223 | ১৫ জানুয়ারি ২০১৬ ১২:২২677769
  • Yes , always.
  • apps | 11.39.38.134 | ২১ জানুয়ারি ২০১৬ ০১:৪০677770
  • সালা উত্তাপ কতো ভুলভাল তুই থার্মোমিটারে মাপলে :|
  • sosen | 177.96.117.45 | ২১ জানুয়ারি ২০১৬ ০২:৪৮677771
  • এইবার ঘুমিয়ে পড়লেই হয়।
  • dd | 116.51.24.107 | ২১ জানুয়ারি ২০১৬ ০৮:৪৪677772
  • এটা এক চেতাবনী।

    শুনুন, দীর্ঘদিন পর আপনেরাও বুরো হবেন, এবং পেশাদার মানে ডাগদার,উকিল বা পোলিটিশিয়ন না হলে একদিন তো রিটায়ার করবেনই। বাগরী ক্ষি আর চিরোকাল থাকে রে ফাগোল।

    তখন প্রচুর লিখতে পারবেন। আপনের ঘর তখন শুনশান। ক্ব্বচিৎ ফোন বাজলে শোনেন কোনো ব্যাংক আপনেকে সুলভে লোন বিককিরি করতে চায় - এ ছাড়া কিছু নেই। সময় বেড়ে যায়। খুব বেড়ে যায়। আপনেকে গিলে খায়।

    আপনি তখন প্রবন্ধ লিখবেন। ঠিক আছে? গল্প বা কবিতা নয়। কেনো না এখন আপনের অ্যাংস্ট চলে গেছে। জিভেও তেমন সোয়াদ নেই। প্লাস হাঁটুতে ব্যাথা করে। হাবসোলেদের নাম ও মনে নেই। কী নিয়ে করবেন সাহিত্য ফাহিত্য? ধুর ধুর।

    দেখবেন নস্টালজি ও চলছে না। কয়েক পর্ব লিখেই দেখবেন বাকীটা ভুলে গেছেন। কতো আর গুল মারবেন? অল্পো বয়সেই নস্টালজির বেস্ট সময়। সেটা আপনি পেরিয়ে এসেছেন। ওটা ইয়ংদের উপর ছেড়ে দ্যান।

    কিন্তু প্রবন্ধ লিখতে গিয়েও দেখবেন কুচুটে লোকেরা সেসব নিয়ে আগেই লিখে গ্যাছে। দু একটা বেশ আনুজুয়াল সবজেক্ট চুজ করে রাখুন। নইলে মুষ্কিল।

    পরে আরো লিখবো খন।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ২২:২৯677773
  • চাদ্দিকে পিলপিল করছে বিরক্তিকর লোকজন ঠাঁইঠাঁই করে মাথাগুলো ঠুকে দেওয়া দরকার
  • Abhyu | 106.32.177.222 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৫৫677774
  • পোষায় না মাইরি, যে যেখানে পারে বেনামে খার মিটিয়ে যায়।
  • apps | 11.39.39.54 | ০৪ মার্চ ২০১৬ ০৫:৩৬677776
  • ভোর ভয়োাঁ

    এই বাড়িতে এসে পুরনো জিনিস বাতিল করতে করতে অনেক কিছু মনে পড়ল. অনেক কিছু বাতিল করলাম, করছি, যা ঠিক ততটা বাতিলযোগ্য নয়. বিয়ের দিনের ঝকমকে লাল চটি, ঘাটশিলায় পরা বেগুনি নাইটি. তোমার মেরুন টি. আমাদের সিন্স্থেসায়জার. তখন আমাদের প্রেম ছিল. এ দাম্পত্যটা থাকবে না. খুব তীব্রভাবেই না রাখার পক্ষপাতী তাই থাকবে না. তুমি বহুগামী এটা বুঝতে বছর চারেক সময় লেগেছে. আর এই বহুগামিতার ভিড়ে জাস্ট একটা আইনি সম্পর্ক হয়ে থাকাটা যে বাতুলতা, এটা বুঝতে বছর দুই. আমার ইজাজত এর গানটা মনে পড়লেই একটা সন্ধে ভাসে. আমি তখন বাবার পয়সা নেবো না বলে কলেজ শেষে ছাত্র পড়াতুম. একবার তুমি উল্টোদিকের গাড়ি বারান্দায় এসে দাঁড়ালে. বড় বড় ফোটায় বৃষ্টি নামলো. একটাই ছাতা ছিল. তোমার কাছে. কালো ছাতা. ভিজতে ভিজতে খান্না থেকে শ্যামবাজার. বারিশ কে কুছ ভিগে ভিগে দিন রখখে হ্যায়. সেবার যাবার আগে বলে যাওয়া হয়নি. এবার বলে যেতে চাই. বলে, যেতে চাই. কতটুকুই বা বলা হয় এক ছাদের নিচে থাকতে থাকতে. এডোলেসেন্স-এর বিয়ের ইমেজ আর বাস্তবিক বৈবাহিক সম্পর্কে, নদীর উত্স ও মোহনা প্রমাণ ব্যবধান. যেমন ওই ভীষণভাবে মরে যেতে চাওয়া আর দিন কয়েক বাদে হাসপাতাল থেকে ফিরে আসার মধ্যে. আসলে কিন্তু দুটোই ফ্যান্টাসি আর দুটোই রিয়েলিটি. যেমন ধরো এই এক এক করে প্যাকিং বাক্স খোলা, একটা একটা রিং এ পর্দা ঝোলানো. সবুজের চারটে শেড দিয়ে আঁকা প্যাস্টেল ফিনিশ পর্দা. পতঝর কি উও শাখ অভি তক কাঁপ রহী হ্যায়. উও ভিজওয়া দো. ঠিক পনের বছর আগে, মার্চ মাসে, গভর্নমেন্ট কলেজের সামনে, একটা দুপুরবেলা আমাদের প্রথমবার দেখা হয়েছিল. কিন্তু এসব কার কাছে ফেরৎ চাইতে যাবো. মায়া যে সুধাও তো সে. যে ডাইনি বুড়ি সেই তো আসলে রাপুঞ্জেল. কিশোরীর কোমর অবধি লম্বা চুল. গালে হাত দিয়ে পুবের জানলার ধারে বসে. ছবিটা অনেকদিন তোমার বুকশেলফে ছিল. ছবিটা অনেকদিন হলো আমার বুকশেলফে ফিরে এসেছে. আর পয়সা দিয়ে কথা বলতে যেতে ভালো লাগে না. এক টেবিল থেকে অন্য টেবিল, এক আবছায়া থেকে অন্য আবছায়া. সবটাই যেন সঞ্চয়ন কিংবা হিরণ মিত্রর স্টেজ. নিপুণ ভাবে বানানো. সময় ফুরোলে কথাও শেষ হয়ে যাবে. ঝুট মুট কে শিকবে কুছ. ঝুট মুট কে ওয়াদে ভি সব ইয়াদ পড়া হ্যায়. কাউন্সিলার দের কিছুই বোঝাতে পারিনি. আদৌ বলতে পারিনি যে, সম্পর্ক থেকে সম্পর্কে আমি আসলে একটা নদী খুঁজে বেড়ালাম, যার জলে অ্যামনিওটিক ফ্লুইডের গন্ধ মিশে আছে
  • !! | 134.123.67.156 | ০৪ মার্চ ২০১৬ ১৯:৪৬677777
  • তাকে ভুলিতে চাই, কিন্তু পারি না যে
  • r2h | 161.191.175.19 | ০১ জুন ২০১৬ ২৩:৩৯677778
  • ধুলোয় ধুলোয় ট্রাফিক আলোয় নদীর ঘাটে সন্ধ্যে নামে
    পাখির চোখে কুটোয় পাতায় ভীষন ব্যস্ত ভাটির টানে
    সন্ধ্যে জুড়ে একটাই ভীড় এক রকমই চোখের ভঙ্গী
    সঙ্গী একটু টুকরো টাকরা ঘুমপাড়ানি বিস্মরণে

    শহর বাজার গঞ্জ জুড়ে নির্জনে ও ভীড়ের মধ্যে
    মিলের গেটে চায়ের দোকান শেষ হাতুড়ির বেজায় শব্দে
    মাঠের বাওয়াল কলের খেউড় রোলের দোকান জমজমাটি
    একলা যেসব নদীর কিনার সেসব ভালো সন্ধ্যে চেনে

    দুপুর থেকে উড়ান দিয়ে সন্ধ্যেবেলা হাঁসের পালক
    যেসব প্রান্তে মানুষ একটু শান্ত মতন, চক্ষে মায়া
    সন্ধ্যে মেখে বন্দরচিল এ মাস্তুলে সে মাস্তুলে
    গলির মোড়ে সাজিয়ে তুলছে নানান পশরা সন্ধ্যেবেলা

    ছায়ার শব্দে চটকা ভেঙে গুটিয়ে রাখছে মফস্বলী
    টাকার ধুলোয় মাটির টাকায় জমলো ছায়া ধানের গোলায়
    সন্ধ্যা বাজার চায়ের দোকান জমজমাটি টিভির খবর
    ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে - বিস্মরণে
  • dd | 116.51.31.26 | ০২ জুন ২০১৬ ০০:০৫677779
  • ফুরায় বেলা কুড়িয়ে ধুলো এই মানবের সাগরতীরে
    উদিক পানে সুর্য্যোদয় তো হেথায় নামে সন্ধ্যা ধীরে
    একজন তো খুব পালোয়ান আর অন্যজনটি ঝাঁটার কাঠি
    মাঠে ঘাটে আনাজ কাটে পেঁয়াজ বাটে
    শীতকালেতে শুখাতে দেয় শীতল পাটি

    তার মধ্যেই গোভুত আসে প্রভুত হাসে
    ভয়ের চোটে দাঁত কপাটি

    একটু কেসে,সবার শেষে
    লম্বা ছুটি
    বাকী জীবন ফাটাও ফুটি
  • TB | 118.171.130.189 | ০২ জুন ২০১৬ ০০:১১677780
  • রাজপুতদের জীবনে কি সর্বদাই সন্দ্যে?
  • avi | 125.187.34.161 | ০২ জুন ২০১৬ ০০:২৬677781
  • গদাই বলতে চেয়েছিল যেটি চাও সেটি আসলে বাইলার্বনেট অব সোডা, কিন্তু ওইটি বুঝলেই তো পাগল সারে। এই যে হাব্বারফ্লুয়াস ইনফ্যাচুফুয়েশন, আসলে এটাই হল অ্যাডভার্স এফেক্ট অব থান্তেবাকে।
  • Atoz | 161.141.85.8 | ০২ জুন ২০১৬ ০১:৩৯677782
  • বাইলার্বনেট কী? দু রকম লবণ? ঃ-)
  • avi | 125.187.34.161 | ০২ জুন ২০১৬ ০১:৪২677783
  • কিবোর্ডে ক আর ল পাশাপাশি তো। :-)
  • Atoz | 161.141.85.8 | ০২ জুন ২০১৬ ০১:৪৬677784
  • এসব কন্স্পি, হৃৎকমল লিখিয়ে নেবার কায়দা।ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ০২ জুন ২০১৬ ০১:৪৮677785
  • কিন্তু অভি, সেইদিন আপনার ঐ যে একটা জিনিস জানতে চাইলাম! সেই যে আকস্মিক মানসিক আঘাতে মানুষ নিজস্ব স্মৃতি অ্যাকসেস করতে না পেরে নিজেকে অন্য কোনো ব্যক্তি ভাবতে শুরু করতে পারে কিনা? ফিউগ না কী একটা নাম বললেন একজন!
  • sosen | 80.158.100.154 | ০২ জুন ২০১৬ ০২:০২677787
  • তিনদিনের ছুটি থেকে দুদিন ধরে ফিরছি তো ফিরছিই!
  • avi | 125.187.34.161 | ০২ জুন ২০১৬ ০২:০৫677788
  • হ্যাঁ হ্যাঁ, ওতে কি আরো প্রশ্ন ছিল? তাহলে নির্ঘাত মিস করে গেছি ভাটিয়ালির পাতায়। আঘাত মানে মানসিক আঘাত? সেক্ষেত্রে অবশ্য ওই সবগুলোই হতে পারে। স্মৃতি হারানো (ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া), অন্য লোক মনে হয়ে সম্পূর্ণ অন্য জীবন কিছুদিন কাটিয়ে আসা(ফিউগ) ইত্যাদি। সাধারণত অস্থায়ী হয় এগুলো। ওই ভর ট্রান্স নিয়ে টইটাতে এর কয়েকটা অংশ নিয়ে কথা হচ্ছিল মনে হয়। স্প্লিট পার্সনালিটি ইত্যাদি কয়েকটা বিষয়ও উঠেছিল।
  • avi | 125.187.34.161 | ০২ জুন ২০১৬ ০২:০৮677789
  • ধর্ষণের বিবর্তন নিয়ে লেখাটা পড়ছি রোজ ঘুমোতে যাওয়ার আগে একটু একটু করে। অসম্ভব ভালো লাগছে। প্রত্যাশা প্রচুর বেড়ে গেছে। শেষ অব্দি যাই ধীরে ধীরে।
  • sosen | 80.158.100.154 | ০২ জুন ২০১৬ ০৩:৪৫677790
  • অভি, ঐ লেখাটা শেষের দিকে তেমন গুছিয়ে উঠতে পারিনি, শেষ করে দিয়েছি। পরে অ্যানালিসিস পার্টটা ঠিকমতো যদি করতে পারি কখনও, দেখি
  • d | 144.159.168.72 | ০২ জুন ২০১৬ ১০:১২677791
  • আসলে 'ভাল' না হলে তো কেউ পাত্তা দেবে না; অথচ মানুষ চায় অন্য মানুষের অ্যাপ্রিসিয়েশান, অগত্যা চাদ্দিকে এত এত প্রিটেনশাস মানুষজন।
  • Ekak | 53.224.129.49 | ০২ জুন ২০১৬ ১১:৩২677792
  • খাটে এত পিপড়ে এলো কোদ্দিয়ে ধুর ধুর
  • dd | 116.51.26.78 | ০২ জুন ২০১৬ ১১:৩৯677793
  • তাও ভালো। একবার আইডিয়া করুন তো পিমড়ে না হয়ে ওগুনো খ্যাঁক শ্যাল হলে কী করতেন ?
  • sinfaut | 11.39.37.88 | ০২ জুন ২০১৬ ১১:৪৯677794
  • পাকদন্ডী ঢিসুম ঢিসুম।
  • dc | 132.164.102.154 | ০২ জুন ২০১৬ ১১:৫৮677795
  • এই যে যারা অ্যামনেসিয়ায় ভোগে তাদের ধরে ধরে প্রেজেন্টেশান দেখতে বসিয়ে দেয় না কেন? এর থেকে ভালো স্লিপ থেরাপি আর কিছু নেই।
  • avi | 233.191.49.20 | ০২ জুন ২০১৬ ১২:৩০677796
  • তুমি চলতে চলতে তাকালে উপরদিকে,
    উড়ন্ত কাক পটি করে দিল মুখে,
    তুমি রাগলে না, মুখ করলে না ফ্যাকাশে,
    শুধু ভাবো ভাগ্যিস গরুরা ওড়ে না আকাশে।
    (প্রচলিত)
  • apps | 11.39.36.77 | ০৩ জুন ২০১৬ ০২:০৮677798
  • শতখানেক বইয়ের সামনে শাল গায়ে দেওয়া গুরু দত্ত। গ্রুঃ কে গোলা দেখতে ছিল কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন