এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অসৈরণ

    sosen
    অন্যান্য | ২৬ অক্টোবর ২০১৪ | ৪১৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 134.168.59.127 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:৪৩654340
  • আগের পোস্টে মায়াকে দায়ী করলাম না বলে মায়ার আধিক্যকে দায়ী করলাম বলাটাই ঠিক হবে।

    তবে এসবই ব্যক্তিগত মতামত। আশাকরি , সোসেন দুঃখ পাবে না।
  • achintyarup | 125.187.36.62 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:৫২654341
  • সে সব তোমাদের পছন্দ আর ভাল লাগার ব্যাপার। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, কিছু গল্পে মায়া থাকল, কিছু গল্পে মায়াহীন কষকষে বাস্তব, কিছুতে দুইই মিলেমিশে রইল-- এ রকম তো হতেই পারে। এবং তাদের প্রতিটিই সার্থক গল্পও হতে পারে। আপাত-আবেগহীন শুকনো প্যাটার্নে লেখাও তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিতে পারে। আমার নিজের কিন্তু দুইয়ের মিলমিশওয়ালা লেখাই পড়তে বেশি ভাল্লাগে। শুধু মায়া আছে, আর কিছু নেই, তেমন লেখা বেশিক্ষণ টানতে পারি না। আবার মায়াহীন অথবা, বলা ভাল, প্রায় মায়াহীন ভাল লেখা, যা ভেতরে চাবুকের দাগ বসিয়ে দিতে পারে-- সে আমার পড়তে কষ্ট হয়। আমি খুব একটা ভাল পাঠক নই সে দিক থেকে।
  • achintyarup | 125.187.36.62 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:৫৭654342
  • আরেকটা বিষয় হল কম বলে, বা প্রায় না বলে অনেক বেশি বলা। সেটা ব্যক্তিগত ভাবে আমার ভাল লাগে। আর অমনি লিখতে খুব বেশি লোক পারে না। এই মেয়েটা পারে
  • sosen | 50.128.208.34 | ৩০ আগস্ট ২০১৫ ২০:৫০654343
  • প্রথমে সবাইকে ধন্যবাদ।পড়ার জন্য, লেখার জন্য, মতামতের জন্য। দুঃখের কোনো প্রশ্নই নাই। বরং লেখা ছেঁড়াখোড়া হলে, কাটাকাটি হলে ভালো লাগে। নিজের কাছে তো নিজের সব লেখাই সন্তানসম। তাও, আমি নিজের লেখাও ছিঁড়েখুড়ে দেখতে ভালোবাসি।

    চিন্টুবাবু একটা দামী কথা বলেছেন, আন্ডারস্টেটেড লেখা--- এবং ছোটাইদি আর একটা দামী কথা বলেছেন, আবেগের সেই তীক্ষ্ণ চরিত্র, যা আমার লেখায় সাধারণত থাকে, যা আমাকে অনেক সময় লেখার পরে অস্বস্তিতে ফেলে, তা এই গদ্যে মায়ার আধিক্যে ঈষৎ ভোঁতা। দুটো-ই ঠিক, আর আমার দিক দিয়ে এর একটা কৈফিয়ৎ আছে, বা বলা যায় নিজের সীমাবদ্ধতার একটা বিশ্লেষণ আছে।

    আমার লেখা, অধিকাংশ ক্ষেত্রেই হয় আত্মজীবনীমূলক, অথবা কবিতা। যেগুলি আগে এতোদিন লিখেছি-বা বলা ভালো যেগুলি না লিখে থাকতে পারিনি, রিলিজের জন্য লিখেছি, হাই স্ট্রাং একটা অবস্থা থেকে মুক্তির জন্য লিখেছি। তাতে যে আবেগগুলো আসে, সেগুলো আমি ভিতর থেকে চিনি, ঐ মানুষটা আমি, অর্থাৎ বাইরের আমি ও ভিতরের আমি এই দুটো মিলেমিশে যায়, এবং আদ্যন্ত সৎ থাকতে গেলে ভিতরের অন্ধকার,পুঁজরক্ত ঠিক সেইভাবেই গলগল করে বেরিয়ে আসতে থাকে যেভাবে চোখ খুলে আলোর স্পর্শটুকুও আসে। এই সহাবস্থান আমার নিজস্ব, চেনা, এবং সেইকারণেই তীক্ষ্ণ ও নির্মম অনেক সময়-নিজের উপর মানুষ সর্বদাই নির্মম।

    বিপরীতে, আমার গল্প লেখার চেষ্টা। এখনো অবধি কল্পনার লেখা লেখার ক্ষমতা আমার হয়নি। চেষ্টা করেও এমনকি আধা মনগড়া চরিত্রও তৈরি করতে পারিনি, কারণ , জাস্ট পারিনা। তো দুয়েকটি যা আমার গল্প লেখার চেষ্টা তার চরিত্র, কথোপকথন ভাষাভঙ্গি প্রত্যেকটিই আমার দেখা, সত্যিকারের মানুষদের কথা। এইখানে এসে পড়ে আমার সীমাবদ্ধতা, লেখক হিসাবে। দিশার মাকে আমি রোজ দেখি, দিশাকেও দেখি, বুনুকেও দেখি, প্রসন্নতার মাকেও আমি চিনি। কিন্তু এই দেখাটা বাইরের। আমি জানিনা রোজদিন ডোমেস্টিক্যালি অ্যাবিউজড হতে কিরকম লাগে, আমি জানি না, জেনেও যে , এক ব্যক্তি হয়তো তার নিজের মেয়ের পক্ষে বিপজ্জনক, তাকে নিজের বাড়িতে স্থান দিতে, তার সঙ্গেই ঘনিষ্ঠ হতে ঠিক কিরকম লাগে। আমি জানিনা এদের অন্তঃস্থ আবেগের চরিত্র। হ্যাঁ আমি এদের জায়্গায় নিজেকে বসিয়ে ভাবতে পারি, কিন্তু তা তীক্ষ্ণ হলেও সৎ হবে না। কারণ , এই যে সব পরিবার, এই যে সব মানুষের কথা আমি লিখতে চাই, বহু বছর ধরে যাদের খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি, তারা আমার মতো করে ভাবে না।অনেকসময় দেখি, তারা ভাবেই না। তারা বয়ে চলে। এই না ভাবাটা এই মানুষগুলোকে resilient করে রাখে, এদের জীবনে ঐ মায়াটুকু আছে বলে নির্মমতা এদের দমাতে পারে না। এরা সবসময়ে আশাবাদী, ক্ষমাশীল, কতোটা যে ক্ষমাশীল ভাবা যায় না। আমার অবাক লাগে। কিন্তু এইটা লেখক হিসেবে এখনো আমার ব্যর্থতা, যে নিশ্চয়ই, নিশ্চয়ই ওদের মধ্যে কোথাও সেই কান্নাটা আছে, যেটা আমি ছুঁতে পারছি না-ছুঁতে ছুঁতেও।

    কিন্তু তাও আমি নিজেকে ওদের জায়গায় বসাতে চাইনা। ওদের ছুঁতে চাই, আদ্যন্ত সৎ থেকে। সেটা যতোক্ষণ না পারি, আমার আধলেখা গল্পেরা পড়ে থাকে, কিম্বা এই গল্পের মতো-I continue to cut everyone some slack। বুনুকেও। পালিয়ে আসা প্রসন্নতার মাকেও। ওদের সাদাকালো যেহেতু আমি এখনো delinieate করতে পারিনি। যেহেতু বাইরে থেকে দেখা, তাই এই লেখা আন্ডারস্টেটেড-কিছুটা অক্ষমতার বশে, কিছুটা মায়ায়।

    এই হোলো গল্পলেখক হিসাবে আমার দুর্বলতার গল্প, কিন্তু আমি চেষ্টা করছি। চেষ্টা করে যেতে চাই, হ্যাঁ ঐ নির্মমতাকেও নিয়ে আসতে চাই, যেমন ছোটাইদি বললেন। শুধুই সুখপাঠ্য কিছু গল্প লিখতে চাইনা। কারণ ওদের কথা আর কেউ বলবে কিনা জানিনা। তাই। নিজেকে কিছুটা দায়বদ্ধ মনে হয়।

    নিজের লেখায় সব্বোচাইতে বড়ো কমেন করবার জন্য গুরুকুল আমাকে মাপ করবেন নিশ্চয়!
  • Du | 107.79.230.34 | ৩০ আগস্ট ২০১৫ ২১:০৫654344
  • I continue to cut everyone some slack --উঠে দাঁড়াই হাতের ওপর হাত চলে আসে।
  • ranjan roy | 132.162.248.208 | ৩০ আগস্ট ২০১৫ ২২:৫৮654345
  • একটা ঘোরের মধ্যে আছি যেন।
    বিশেষ করে শেষ লাইনট কয়টি, আন্ডারস্টেটমেন্টই বটে!
    কবিতা লিখতে পারে বলেই এমন কাটা কাটা লাইন ও শব্দের ংযম।
  • kumu | 132.161.13.43 | ৩১ আগস্ট ২০১৫ ০৭:১৬654346
  • চিন্টু বাবু আমার কথাটা বলে দিল।কিন্তু তাও আমি একটু লিখব।আগে পুরোটা আরেকবার পড়ি।
  • rabaahuta | 161.191.175.196 | ১৯ অক্টোবর ২০১৬ ২১:৪৭654347
  • এইটাও তুললাম। লোকজন পড়বে।
  • kumu | 69.178.63.141 | ২০ অক্টোবর ২০১৬ ১৬:৩৩654348
  • অদ্ভুত,অসাধারণ,অনির্বচনীয় লেখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন