এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটি আবোল তাবোল লেখা

    শুভ
    অন্যান্য | ৩০ অক্টোবর ২০১৪ | ৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শুভ | 127.194.255.88 | ৩০ অক্টোবর ২০১৪ ১২:৫০654260
  • অক্টোবরের শেষ কোথায় ঠাণ্ডা হবে তা নয় হেব্বি গরম, ঘাম মুছব তা রুমাল টা তুলতে গিয়ে শুনি "ম্যাও", কি আপদ জঙ্গল মহল তো দিব্যি হাসছিল, তাকিয়ে দেখি রুমালটা বিড়াল হয়ে গেছে আর আমার দিকে তাকিয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। আমি বললাম কি মুস্কিল, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল, সঙ্গে সঙ্গে বেড়ালটা উত্তর দিল মুস্কিল আবার কি? ছিল মোমবাতি হয়ে গেল লালবাতি, এত হামেশাই হচ্ছে।
    আমি থতমত খেয়ে বললাম তা বটে, তবে তোমাকে কি বলে ডাকব, রুমাল না বেড়াল? বেড়ালটা উদাস হয়ে গিয়ে বলল রুমাল ও বলতে পার, বেড়ালও বলতে পার আবার ভিঞ্চিও বলতে পার, আমি অবাক হয়ে বললাম ভিঞ্চি কেন? বেড়ালটা ফ্যাকফ্যাক করে হেসে বলল এটাও জাননা এতো জলের মত সোজা, রুমালের ভি, বেড়ালের দন্ত্য ন আর চিটফান্ডের চি হয়ে গেল ভিঞ্চি। আমি অবশ্য কিছুই বুঝলাম না, কিন্ত যদি আবার ফ্যাক ফ্যাক করে হেসে ওঠে সেই ভয়ে হু হু করে গেলাম।
    তারপর বেড়ালটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে উঠল গরম লাগে তো লন্ডন গেলেই পার। আমি বললাম বললেই হল, লন্ডন যাওয়া সোজা নাকি? বেড়াল অবাক হয়ে বলল কেন ? কঠিন কি? কালীঘাট থেকে হেঁটে পনের মিনিট, সুইজারল্যান্ড যেতে গেলে বরং ট্রেনে চড়ে যেতে হয়। আমি চটে গিয়ে বললাম তবে যাওয়ার রাস্তাটা বলে দাও না, বেড়াল মাথা চুলকে বলল সেটা তো আমি জানি না ওটা গেছো দাদা জানে, আমি বললাম তো তাকে জিগ্যেস করলেই হয়, বেড়াল বিজ্ঞের মত মাথা নেড়ে বলল তাকে ধরা অত সোজা নয় তুমি হয়তো ভাবলে তিনি আলিমুদ্দিন স্ট্রীটে, গিয়ে শুনলে তিনি কালীঘাটে, তারপর তুমি যখন তাকে খুঁজতে খুঁজতে কালীঘাটে গেলে শুনলে তিনি মঞ্চে উঠে বিভূষণ নিচ্ছেন।
    আমি বললাম তাহলে তোমরা দেখা কর কিকরে? বেড়াল বলল সে ভারী কঠিন কাজ, সেজন্য কাফকা জানতে হয়, গ্রামসি জানতে হয়, ফুকো জানতে হয়, সিঙ্গুর জানতে হয়, ৩৪ বছর জানতে হয়, পশুখামার জানতে হয়......... আমি বললাম বললেই হয় সব জানতে হয়, সে বলল না না সব জানলে হবে না, যাদবপুর জানা চলবে না, কলরব জানা চলবে না, পার্কস্ট্রীট জানা চলবে না, কামদুনি জানা চলবে না.........
    আবার লিস্টি খুলে বসে দেখে আমি তাড়াতাড়ি থামিয়ে বললাম সে আবার কি?
    বেড়াল বলল দাঁড়াও দেখাচ্ছি, বলে কোথা থেকে কাগজ আর পেনসিল নিয়ে এসে একটা দাগ টেনে বলল এই ধর গেছো দাদা, আর একটা গোল্লা এঁকে বলল এই হল নবান্ন আর একটা দাগ টেনে বলল এই হল নিও-কমিউনিজম, বলে ভাবছে তো ভাবছেই, আমি বিরক্ত হয়ে ধমকে উঠলাম এসব কি যা তা বোঝাচ্ছ?
    বেড়ালটা চমকে উঠে ম্যাও ম্যাও করে পিঠটান দিল, আমিও ভাবছি এবার বাড়ি যাওয়া যাক, হঠাৎ দেখি একটা রামছাগল এসে দাড়ি নেড়ে বলছে আমায় নিয়ে কথা হচ্ছিল বুঝি? আমি তাড়াতাড়ি বললাম না না, রামছাগলটা কটমট করে তাকিয়ে বলল না বললেই হল, আমি শুনলাম ম্যাও ছিল এখানে, নিশ্চয় কুৎসা করছিল, হু হু বাওয়া আমাদের ব্রেন আছে।
    আমি বললাম সে আবার কিরকম?
    রামছাগলটা খুশী হয়ে বলল তবে শোন, আমি ব্যাকরণ সিং, ওরা বলে আমরা সব খাই ইট খাই, বালি খাই, সিন্ডিকেট খাই, এটা মোটেই ঠিক না, ওসব বিশ্বাস কর না, অবশ্য এমনিতেও বাংলার মানুষ ওসব বিশ্বাস করে না, এমনিতে আমরা খুব কম খাই। আমি বললাম তবে তো হয়েই গেল। ব্যাকরণ সিং বলল না না সবাই কি আর কম খায় , আমার মাসতুত ভাই একটু বেশী খেয়ে ফেলায় ৬ বছরের জন্য, বলে ব্যা ব্যা করে করুন সুরে কাঁদতে লাগল।
    আমি ভাবছি কিভাবে সান্ত্বনা দেব, হঠাৎ হো হো শব্দ শুনে দেখি একটা অদ্ভুত লোক পেট চেপে ধরে হো হো করে হাসছে, আমি লোকটার কাছে গিয়ে বললাম তুমি তো ভারী পাষণ্ড হে, ওর ভাই এর কি থেকে কি হয়ে গেল, আর তুমি হাসছ? লোকটা বলল না না সেজন্য নয়, একটা লোক সবকিছু নিয়ে দরাদরি করত, যেই না সে সারের দাম নিয়ে দরাদরি করতে গেছে অমনি পুলিশ তাকে ধরে ফাটকে পুরে দিয়েছে। আমি বললাম কি আপদ, এসব অসম্ভব ব্যাপার নিয়ে তুমি হাসছ? লোকটা বলল না না সব কি আর অসম্ভব একটা লোক সব কিছুর নাম দিত তার চ্যালাদের নাম দিত বিভূষণ, ডাকাতদের নাম দিত দামাল, কিন্ত যেই না সে খাল কেটে কুমির এনে তার নাম রেখেছে মৌলবাদ, অমনি সে কুমীরটা হাঁ করে তাকেই তাড়া করেছে।
    আমি অবাক হয়ে লোকটাকে জিগ্যেস করলাম তোমার নাম কি?
    লোকটা ভেবেচিন্তে বলল এখন আমার নাম হিজবিজবিজ
    আমি বললাম নামের আবার এখন তখন কি? লোকটা বলল সে তো আছেই, সকালবেলা হলে আমার নাম হত ভীষ্মলোচন শর্মা, বিকেলে আমার নাম ভয় পেও না আর রাত্তির হলেই আমার নাম একুশে আইন। আমি রেগে গিয়ে বললাম তুমি তো ভারী মিথ্যাবাদী হে, তোমার একটা কথাও আমি বিশ্বাস করিনা। ব্যাকরণ সিং এতক্ষণ আমাদের কথা শুনছিল, মিথ্যাবাদী শুনেই চটে গিয়ে বলল কে মিথ্যাবাদী? নিশ্চয় আমায় বলছ? আমি বলতে যাচ্ছিলাম না না কিন্ত তার আগেই সে সিং বাগিয়ে তেড়ে এসে আমায় দিল গুঁতিয়ে , আমি উল্টে পড়ে যেতেই ঘুম গেল ভেঙে, দেখি, আমি ঘুমের ঘোরে খাট থেকে পড়ে গেছি।
    মাথায় হাত বুলোতে বুলোতেই উঠে পড়লাম, আজ সুকুমার রায়কে নিয়েই কিছু লেখা যাক, জন্মদিন বলে কথা।।

    (কৃতজ্ঞতা স্বীকার - সুকুমার রায়......... বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিনে এক সামান্য অ-সাহিত্যিকের শ্রদ্ধাঞ্জলি)

    * আর হ্যাঁ, এই লেখার সব ঘটনাই কাল্পনিক, কোনও ব্যাক্তি বা ঘটনার সাথে মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়
  • জটাশঙ্কর ওঝা | 99.0.92.95 | ০২ নভেম্বর ২০১৪ ০২:৪৭654261
  • বঃ
  • jhiki | 149.194.228.39 | ০২ নভেম্বর ২০১৪ ১০:২৫654262
  • ভালো লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন