এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.0.8 | ০৭ জুলাই ২০১৩ ১২:০৯612331
  • সাথী, গুণ্ডামি কারে বলে? সাথী, মস্তানি কারে বলে?
    তোমরা যে বলো দিবস-রজনী অপরাধী অপরাধী,
    সাথী অপরাধী কারে কয়? সে তো বাম বা ডানের নয়!
    সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুখের শ্বাস,
    লোকে তবে হায় কার ভরসায় করছে শহরে বাস!
    আমার চোখে তো সকলই সমান, মন্ত্রী হও বা পুলিশপ্রধান, চিটফাণ্ডের মালিক অথবা নামকরা কোনো শিল্পপতি, সকলই আমার মতো।
    মোরা সুযোগ পেলেই চুরি করি আর নিজেদেরই শুধু ঝুলি ভরি- নাই অনুতাপ, নাই মনে পাপ, না করি পরোয়া কোনো আইনের।
    খুন যে হাসিতে হাসিতে করি, প্রতিবাদী হেসে মিলায়ে যায়, হাসিয়া হাসিয়া চার্জশীট পড়ে বিচারক দেন কমিক রায়!
    আমার মতন সুখী কে আছে, আয় সাথী আয় আমার কাছে- সরকার যদি ক্ষমতায় থাকে গদিই তখন গদা ঘোরায়।
    প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা- একদিন নয় সরকারে ঢুকে সকলে মিলিয়া গাহিব মোরা ।।
  • pi | 81.191.205.180 | ০৭ জুলাই ২০১৩ ১২:১৮612332
  • ছড়াটা মন্দ নয় :D
  • pi | 81.191.205.180 | ০৭ জুলাই ২০১৩ ১২:১৯612333
  • আসলেতে ব্যাপক ঃ)
  • | 24.97.60.36 | ০৭ জুলাই ২০১৩ ১২:৫০612334
  • দারুণ! একেবারে মনের কথা
  • ranjan roy | 24.99.166.169 | ০৮ জুলাই ২০১৩ ২৩:১৮612335
  • অসা! অসা!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.146.252 | ০৮ জুলাই ২০১৩ ২৩:৪৮612336
  • একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু
    “চেয়ে দেখো” “চেয়ে দেখো” বলে যেন বিনু।
    চেয়ে দেখি, ঠোকাঠুকি কাস্তে ও ঘাসে,
    কলিকাতা ভরে গেছে যত বদমাশে।
    ইঁট পেটো টার্গেট বাড়িগুলো সোজা
    চলিতেছে ভাঙচুর জানালা দরজা।
    মিছিল চলেছে যত অজগর সাপ,
    পিঠে পুলিশের বাড়ি পড়ে ধুপ্‌ ধাপ্‌।
    দোকান বাজার সব গেল বুঝি উঠে,
    ছোটখাটো ব্যাপারীরা মরে মাথা কুটে।
    হাওড়ার ব্রিজ জুড়ে স্তব্ধ ট্র্যাফিক,
    হ্যারিসন্‌ রোড ভরা লোক থিক থিক!
    মনুমেণ্টের তলা ভরেছে, ব্রিগেড,
    কেউ কেউ বেশী রেড, কেউ কম রেড।
    আমাদের ইস্‌কুল যাওয়াও বারন,
    অঙ্ক শিকেয় তোলা, ভোলো ব্যাকরণ।
    ম্যাপগুলো দেয়ালেতে করে ছট্‌ফট্‌,
    পাখি যেন মারিতেছে পাখার ঝাপট।
    ঘণ্টা কেবলি দোলে ঢঙ্‌ ঢঙ্‌ বাজে—
    যত কেন বেলা হোক তবু থামে না-যে।
    লক্ষ লক্ষ লোক বলে, “থামো থামো”।
    রাজনীতি বলে করো এ কী পাগ্‌লামো।”
    কোনো নেতা শোনে না কো জেতার খেয়ালে—
    ক্ষমতার নেশা তার লেখা যে দেয়ালে।
    আমি মনে মনে ভাবি চিন্তা কোথায়,
    কলিকাতা যাক নাকো সোজা গোল্লায়।
    দিল্লি লাহোর হোক, যাক তেতে পুড়ে,
    জ্বলুক আগুণ গোটা শহরটা জুড়ে!
    কিম্বা সে যদি আজ আমেরিকা হয়
    তালিবান বোমারুরা আসবে বোধহয়।
    কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই
    দেখি, কলিকাতা আর কলিকাতা নেই॥
  • ranjan roy | 24.99.166.169 | ০৮ জুলাই ২০১৩ ২৩:৫২612337
  • ওরেন্না! কোন কথা হবে না! এমন "নৈরাজ্যবাদী" কবিতা?
  • siki | 132.177.144.50 | ০৯ জুলাই ২০১৩ ০৮:৪৫612338
  • নৈরাজ্যবাদী শবসাধনার কবিতা।

    নতুন কয়েনেজ? নৈশসা? গুরু কি অ্যাক্সেপ্ট করবে এটা?
  • Sibu | 183.60.205.153 | ০৯ জুলাই ২০১৩ ০৮:৫৪612339
  • দিদি বলেছেন কলকাতা লন্ডন হবে। কিন্তু প্রকল্প - কিংবা সে আজ যদি বিলেতেই ছোটে, বাদ্দিয়ে দিল? মনে হয় প্রকল্প মাওবাদী।
  • dd | 132.167.6.74 | ০৯ জুলাই ২০১৩ ০৯:১৩612341
  • নৈরশসা বেটার লাগছে।

    নৈরোর মধ্যে নীরোর আরাজকতা দিয়ে শুরু হয়ে একটা সুপাচ্য ভিটামিনের হাল্কা ছোঁয়া দিয়ে শেষ হচ্ছে।

    "হায় এই নৈরশাস জীবনের শাসন সন্ত্রাস।"
  • ranjan roy | 24.96.40.70 | ০৯ জুলাই ২০১৩ ১১:১৭612342
  • " আর বলিও না ডিডি, ব্যস্‌, ব্যস্‌, ব্যস্‌"।ঃ))
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.164.227 | ১০ জুলাই ২০১৩ ০০:০৫612343
  • ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো।
    এত কালো মেখেছি দু’হাতে
    এত কাল ধরে!
    কখনো নিজের করে দেশকে ভাবিনি।
    এখন মাঠের পাশে রাত্তিরে দাঁড়ালে
    ঘাসফুল হেসে হেসে ভোট চায়।
    এখন প্রতিবাদী মিছিল বেরোলে
    কাস্তেও চুপিসারে ভোট চায়।
    দিতে পারি,
    যে কোনও দলেই আমি ভোট দিতে পারি
    কিন্তু, কেন দেবো?
    বেচারা জনতার কথা একটিবার ভাবো।
    দেবো,
    কিন্তু এখনি দেবো না।
    তোমাদেরও হিসাব বুঝিয়ে দেবো।
    ভোটটি দেবো না, অপচয়ে।
  • ranjan roy | 24.99.112.182 | ১০ জুলাই ২০১৩ ০০:১১612344
  • ঘুরে দাঁড়ানোর প্রকল্পে আছি।
  • Anurodh | 81.252.196.173 | ১০ জুলাই ২০১৩ ০০:২১612345
  • প্রকল্প বাবুকে একটা প্রশ্ন আছে, আপনার এই প্যারোডি গুলো কোনো পাবলিক ফোরামে পাঠ করতে চাইলে আপনার অনুমতি পাওয়া যাবে কি?
    অবশ্যই লেখক হিসেবে আপনার নাম এবং guruchandali.com এ প্রকাশিত -একথা উল্লেখ থাকবে।
  • শিবাংশু | 127.201.164.42 | ১১ জুলাই ২০১৩ ১৬:১০612346
  • প্রচন্ড প্রকল্প,

    জয় হোক ....
  • | 24.96.185.244 | ১১ জুলাই ২০১৩ ১৭:১৫612347
  • আহা এই শেষেরটা বড্ড বড্ড ভাল।
  • nina | 78.34.162.175 | ১২ জুলাই ২০১৩ ০৭:৩১612348
  • ঃ-)))))
  • খোকা | 212.160.18.59 | ১৫ জুলাই ২০১৩ ১৪:৫১612349
  • দুহাত তুলে বলেছিলাম – ভিরিয়ে নাও
    আমায় তোমার সভাসদ করো
    আমারই লাইকে নিজের ফেসবুক পেজ ভরো
    কোলকাতাকে লণ্ডন বানাও
    দুহাত তুলে বলেছিলাম, তুমিই সেরা
    ভেবেছিলাম আগের রাজার থেকে ঠেকে শিখবে
    একটুখানি সেঁক পেলে তো গলতে পারে
    আইটির খাঁচা, খাঁচার গাড়ি, টাটার বুক।
    তুমি এমন গোঁসা করেছ, দিলে না শিল্প
    কৃষিও না -
    এখন পাবলিক ল্যাং মারলে আমায় দোষ দিও না।
    বলেছিলাম, গেড়ে থাকব
    চিরটা কাল দুকান কাটা হয়ে লেবড়ে থাকব –
    যতদিন না নীল চটির ফট ফট শব্দ
    রাইটার্সের করিডোর থেকে বিলীন হচ্ছে।
    বড়জোর আর বছর পাঁচেক – লোকেদের যে চামড়ার মুখ
    শোনা হয় না, শোনা হয় না
    কোন খোয়াবে ভাষণ দিচ্ছ
    ওরা আর তারা হয়েছে জব্দ।
    তুমি এমন গোঁয়ার রইলে, দিলে না শিল্প
    কৃষিও না –
    এবার ল্যাং মারবো, আমায় দোষ দিও না।
  • খোকা | 212.160.18.59 | ১৫ জুলাই ২০১৩ ১৫:০০612350
  • কে বলেছে এই বাংলা
    ভীষণ রকম রুক্ষ
    হাজার রকম নৈরাজ্য আর
    দিদির দেওয়া দুঃখ।

    কে বলেছে কিচ্ছুটি নেই
    যা কিছু সব নেবার
    নিজের মত গুছিয়ে নেওয়া
    রয়নি কিছু দেবার।

    কে বলেছে একটাও নেই
    নেতা সৎ চিন্তার
    নিজেই খাব, যা যা পাব
    যে কদিন আছি এন্তার

    কে বলেছে নেই পরিবেশ
    একলা মেয়ের চলার
    চিন্তা করে, যুক্তি দিয়ে
    বিধানসভায় বলার?

    যে বলেছে ঠিক বলেনি
    হয়তো আছে এসব
    বাঁচতে গেলে ফূর্তি মনে
    ভুলতে হবে সেসব

    গাইতে হবে রবির গান
    কিনতে হবে ছবি
    নেই চাকরি কি হয়েছে
    আমরা সবাই কবি

    আমরা বেষ্ট, আমরা সেরা
    গুজব সবই বাকি
    সত্যি এটাই দিদির ছায়ায়
    আমরা ভীষণ লাকি।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.85.171 | ১৭ জুলাই ২০১৩ ২১:৪৫612352
  • সবাই দেখছে যে রাণী আহাম্মক, তবুও
    সবাই হাততালি দিচ্ছে।
    সবাই চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!
    কারও মনে সংস্কার, কারও ভয়;
    কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
    কেউ-বা পরান্নভোজী, কেউ
    কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
    কেউ ভাবছে, রাণীর বাস্তববুদ্ধি সত্যিই অতীব সূক্ষ্ম , চোখে
    পড়ছে না যদিও, তবু আছে,
    অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।
    গল্পটা সবাই জানে।
    কিন্তু সেই গল্পের ভিতরে
    শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু
    আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
    স্তাবক ছিল না।
    একটি শিশুও ছিল।
    সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।
    নেমেছে গল্পের রাণী বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
    আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
    জমে উঠছে
    স্তাবকবৃন্দের ভিড়।
    কিন্তু সেই শিশুটিকে আমি
    ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।
    শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো
    পাহাড়ের গোপন গুহায়
    লুকিয়ে রেখেছে?
    নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
    ঘুমিয়ে পড়েছে
    কোনো দূর
    নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
    যাও, তাকে যেমন করেই হোক
    খুঁজে আনো।
    সে এসে একবার এই আহাম্মক রাণীর সামনে
    নির্ভয়ে দাঁড়াক।
    সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
    জিজ্ঞাসা করুক:
    রাণী, তোর আক্কেল কোথায়?
  • প্রকল্প ভট্টাচার্য | 132.174.49.45 | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৪612353
  • আমাদের ছোটো মুখে বড় বড় কথা।
    বৈশাখ মাসে দেখি তেনার ক্ষমতা।
    পার হ’ন মধুকবি অ্যাজ কবিগুরু,
    দাঁড়াও পথিকবর, এ তো সবে শুরু!
    চিট চিট করে জমে ফান্ডেতে টাকা,
    ফেরত দেওয়ার বেলা তহবিল ফাঁকা।
    ‘যা গেছে তা যাক’ চলো ধূমপান করি,
    উড়িয়ে পুড়িয়ে তাঁর কোষাগার ভরি।
    তার সাথে পার্ক স্ট্রীট, কামদুনি চলে,
    প্রতিবাদ যারা করে, মাওবাদী বলে।
    শিলাদিত্য বা মৌসুমী, যেই হ’ন,
    ‘সাজানো ঘটনা’, তিনি কম্পিত নন।
    সকালে বিকালে তিনি হাসান ভাষণে,
    চ্যালা বলে ‘বোমা মারো নির্দলজনে!’
    নিরানব্বই ভাগ কাজ হলো সারা,
    এক ভাগ হয়ে যাবে। কী এমন তাড়া!
    আষাঢ়ে বাদল নামে, তখনই যে ভোট,
    ত্রিশুলের আলো, তবু পথেতে হোঁচট!
    মুখে যাই বলি, ভয় খুবই তেনাকে,
    কার ঘাড়ে কটা মাথা, কার্টুন আঁকে!
    বেঙ্গল লীডস, আর লীডারের নাম-
    ‘চ্যোপ’! থাক, বলবোনা। চলি গো, প্রণাম!!
  • | 24.97.15.152 | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৫612354
  • :-)
  • Sibu | 84.125.59.177 | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩০612355
  • এইত্তো আমাদের ছোটো নদী এয়েছে।

    প্রকল্প যুজ্জুগ জ্জিও। ;-)
  • b | 135.20.82.164 | ১৯ জুলাই ২০১৩ ১১:০২612356
  • Date:17 Jul 2013 -- 09:45 PM
    ভালো লাগলো না। তবে চলুক, চলুক।
  • souvik | 132.169.219.135 | ১৯ জুলাই ২০১৩ ১২:১৯612357
  • এই টা বই হয়ে বেরোক কিনবো।।এ একেবারে অসাম শালা।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.137.238 | ২২ জুলাই ২০১৩ ১৯:৩০612358
  • শুনেছি যে কলিকালে অবতার কল্কি
    অবতরণের সাথে দেখাবেন ভেল্কি?
    এক ঘাটে জল খাবে বাঘে আর গরুতে?
    ফুটবে গোলাপ ফুল সাহারার মরুতে?
    কই রে?
    প্রলয় খুনের ত্রাসে কাঁপে সারা বিশ্ব,
    ভক্তের ভগবান আজও নন দৃশ্য!
    বেনামী বোমায়, নাতো সুনামীর ধাক্কায়
    মৃত্যুর দূত আজ চারদিকে পাক খায়
    ওই রে!
    কত নেতা এল, গেল, কত স্ক্যাম স্ক্যান্ডাল,
    কাদা ছোঁড়াছুঁড়ি, ফের প্রচারের প্যান্ডেল,
    অনশন, ভাঙ্গচুর, সংসদে সার্কাস,
    আমি যদি চুরি করি, তুই তবে মার খাস
    প্রায় রে,
    NRI তেনারা কি? এনাদের ই পরশে
    বিমান আকাশ থেকে অস্তর বরষে!
    সরকার এনাদেরই তেল দিতে ব্যস্ত
    (সকলেরই পেট চালাবারে লাগে ক্যাশ তো!)
    হায় রে!
    মুম্বাই এর ম্যাপ এঁদের মুখস্ত,
    তবু এরা পরে থাকে ভদ্র মুখোশ তো!
    গুলি গোলা খেলনাতে ভরে না কো মন টা,
    RDX-এ বাঁধে প্রলয়ের ঘন্টা!
    হামলা!!
    এখনো যে বেঁচে আছি, এটাই যথেষ্ট!
    কষ্ট অনেক হলো, ফাঁকি দিল কেষ্ট।
    কয়ামত! কয়ামত!! কেয়া বাত, ভাইরে,
    মানুষের মতো এত অমানুষ নাইরে!!
    সামলা!!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.161.186 | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৮612359
  • এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
    অন্ধকারের নানান বরণ, গেরুয়া, সবুজ, লাল ও।
    আকাশ ধোঁয়ায় কৃষ্ণবরণ, গাছের পাতা Nil;
    ডাঙ্গায় মরে রুই কাতলা, স্কুলে মিড-ডে মিল।
    সেই দেশেতে পুলিশ পালায়, পয়সাওলা দেখে;
    ছেলেরা খায় মাদক, যা তার হিরোর কাছে শেখে!
    মণ্ডা-মিঠাই মহার্ঘ, তাই ওষুধ লাগে ভালো;
    কালো টাকা সাদা দেখায়, সাদা জিনিস কালো!
    ছেলেরা সব খেলা ফেলে এফ বি স্ট্যাটাস পড়ে;
    মুখে লাগাম দিয়ে নেতা লোকের পিঠে চড়ে !
    তেরো বছর বয়স হলেই উড়তে থাকে ছেলে;
    বড়শি দিয়ে মানুষ গাঁথে কর্পোরেটে গেলে।

    মূল্যবৃদ্ধি তেড়ে এসে কামড় দিতে চায়;
    দুনম্বরীর দালালরা সব ছেলে ধরে খায়!
    পায়ে ছাতি দিয়ে লোকে নতুন ফ্যাশান বলে,
    ডাঙ্গায় চলে গরুর গাড়ি, আকাল যে পেট্রলে!

    মজার দেশের মজার কথা বলবো কত আর;
    আঙুল দিয়ে না দেখালেও, অর্থ পরিষ্কার।
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.156.104 | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৫612360
  • ভোটের দিনে সকালবেলা যেই পড়েছে মনে,
    চিরকালীন প্রতিবাদের বাঘ বেরুলো বনে।
    আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
    ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
    আমার ভয় হল তাই দারুণ, কারণ চোখদুটো কৌতুকে
    লাল, সবুজ বা গেরুয়া নয়, ভাসছিল নীল সুখে।
    বাঘের গতর ভারি মুখটি হাঁড়ি অভিযোগের পাহাড়,
    আমার ছোট্ট কিছু দাবী শুনে খোলে রূপের বাহার।
    ভোটের দিনে সকালবেলা যেই পড়েছে মনে,
    চিরকালীন প্রতিবাদের বাঘ বেরুলো বনে।
    আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললামঃ আয়
    ফেসবুকে আর টুইটারে বাঘ আটকে আছে, হায়!
  • প্রকল্প ভট্টাচার্য | 132.164.156.104 | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৭612361
  • এই তো জানু পেতে বসেছি, মাথা হেঁট
    মুখে কুলুপ আর বন্ধ হাত-
    ধ্বংস করে দাও আমাকে যদি চাও
    আমার সন্ততি স্বপ্নে থাক!
    কোথায় গেলো সেই সোনালি শৈশব
    কোথায় কুরে খায় গোপন ক্ষয়,
    চোখের সামনেই সমূহ পরাভব
    বিষায় ফুসফুস ধমনী শিরা!
    চেনা এ শহরের প্রান্তে প্রান্তরে
    ধূসর শকুনের অচেনা গান;
    পাথর করে দাও আমাকে নিশ্চল
    আমার সন্ততি স্বপ্নে থাক।
    নাকি এ শহরের পাপের বীজানুতে
    কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
    কাদের বর্বর জয়ের উল্লাসে
    মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
    নাকি এ রাজনীতি ছুরির ঝলসানি
    পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়,
    এবং মানুষের ভিতরে বাসা গড়ে
    রক্তলোভী শত পতঙ্গের?
    আমারই শহরেতে শিল্প, শিক্ষা ও
    জীর্ণ আজ নিরাপত্তা যে,
    ধ্বংস করে দাও আমাকে, নেতাগণ,
    আমার সন্ততি স্বপ্নে থাক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন