এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লিংগবর্ধন এর বিজ্ঞাপণ

    h
    অন্যান্য | ১৭ অক্টোবর ২০১২ | ৪০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.132.214.156 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩০575120
  • ঐ টই টা আর পোস্ট নিচ্ছে না। তাই এটা খুল্লাম।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৪575131
  • কি জ্বালা! কেউ তো লিংগ বাড়িয়ে স্যাটিসফেকশন চাইতেই পারে ঃ) সবার আনন্দ কি আর স্বপনকুমার পড়ে আসে?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৫575142
  • ঘরের বাহিরে শত্রু খাড়া
    ঘরের ভিতরে গরীব বাঁড়া
  • a x | 138.249.1.202 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৮575145
  • ফাকিং ফরেন নোটের তাড়া!
  • h | 213.132.214.156 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৮575144
  • সাবানের বিজ্ঞাপণে কেবলি মহিলা দের বাথটাব বা শাওয়ারের তলায় ছবি দেখালে, সেটা নিয়ে মহিলা সংগঠন রাই আপত্তি জানাতে পারেন। অনেকেই জানান। হ্যাঁ কমার্সের ব্যাপকতা আপত্তি ও প্রতিবাদ দুটৈ ঢেকে দেয়।

    তবে এক্ষেত্রে আলোচনা টা প্রোডাক্ট ভিত্তিক, কাগজ বা চ্যানেল ভিত্তিক নয়, তাতে আমি আপত্তি করিনি।

    আমরা কি এবার একটা কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স বানাবো? কোন কাগজের কোন ভ্যালুজ এর প্রতিনিধিত্ত্বের দাবী অনুযায়ী কোন বিজ্ঞাপণ ছাপা তে বাধা থাকা উচিত? ভালো বাসার বাধা?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৯575146
  • সাবানের বিজ্ঞাপনে একজন ধুমসো রোমশ লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, এটা কেউ খেত?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪০575148
  • ওহ, এটা চলে এসেছে আগেই!
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪০575147
  • ছিলাম চদু হলাম নদু হয়েই দেখি আজব বাঁড়া
    বুক পকেটে হিপ পকেটে ফাকিং ফরেন নোটের তাড়া
  • a x | 138.249.1.198 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪২575149
  • ছিলাম চদু, হলাম সাধু! নদু আবার কি!
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪৪575122
  • সরি, সাধু
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪৪575121
  • এটাও গণশক্তির পাতায় ভাল বিজ্ঞাপন হতে পারে

    এক পা স্বর্গে, এক পা নরকে, ঝোলা
    একটি কামান, দুটি কামানের গোলা
  • Ishan | 202.43.65.245 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪৬575123
  • ওই টই পোস্ট নেবেনা কেন। ভরপুর নিচ্ছে।
  • a x | 138.249.1.206 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৪৮575124
  • যাহ্‌ গণশক্তির জন্য একটা পুরো খাপে খাপ ছিল তো - দ্বন্দমূলক বস্তুবাদ এই মূলো, এই পাদ
  • Binary | 208.169.6.50 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৫২575125
  • কামান বল্লে ওভার এস্টিমেট করা হবে
  • h | 213.132.214.156 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৫৫575126
  • ইশানের কেন আপত্তিকর মনে হয়েছে ইশান বলতে পারবে। আমার বক্তব্য ছিল, গুরুচন্ডালি আলোচনায় তো আর কারো ব্যক্তিগত সমৃদ্ধি হয় না, তাই শুধু আমার বক্তব্য কেই আরোব্য উপন্যাস ইত্যাদি মনে হল কেন? ইশানের না, অবভিয়াসলি রঞজন দার, আর অরন্য র যদি অপচয় মনে হয় আলোচনা কে তাহলে ভাবলাম মনে করিয়ে দেই, গুরুচন্ডালি সম্পূর্ণ নন প্রফিট , অর্থাৎ পুরো আলোচনা টাই অপচয়। সংগঠক ও ইউজার দের দু পক্ষের ই। হাতের কাছে উদা হিসেবে বলা হয়েছে। নইলে অকারণে এই আলোচনায় হঠাৎ গুরুচন্ডালি পত্রিকা/সাইট ইত্যাদি আসবেই বা কেন।
    সমৃদ্ধি আর মুখোশ শব্দ দুটো কাছাকাছি ব্যবহার করেছিলাম একটা বিশেষ কারণে, অনেকেই বলেন, সম্ভবত অরন্য ও মাঝে মাঝে বলেন, উনি আলোচনায় সমৃদ্ধ হন, আরো অনেকেই বলেন। এটা কোট না, স্মৃতি থেকে বলছি। তো আমার মনে হয়েছে আমরা এত তর্ক করি, সকলেই তো না না ভাবে নিজেদের পুরোনো মতামত রি অ্যাফার্ম করি বেশির ভাগ সময়ে নতুন কিসু শিখি না, অতএব সমৃদ্ধ হই কথা টা বলা ঠিক না। আলোচনার মুখোসে আসলে আমরা নিজেদের বক্তব্য রি অ্যাফার্ম করছি মাত্র।
    রঞজ্নদার গণশক্তি র ভুল খুঁজে পাওয়া শেষ করতে পারছেন না, আমিও রঞজন্দার ভুল ধরা শেষ করতে পারছি না, অক্ষ ও গণশক্তি ও আমার ভুল ধরা শেষ করতে পারছে না ইত্যাদি, (মজা করে দেখতে গেলে) এই আলোচনা আলোচনার মুখোস মাত্র। কেউ ই তো কিসু শিখছি না, ব্রিংকম্যান শিপের খেলা করছি মাত্র। ইত্যাদি। যেটা নিয়ে ডিডি দা মাঝে মাঝে প্যাঁক দেয়, হ্যাঁ থামবেন না চালিয়ে যান, শেষ পোস্ট যেন আপনারি হয় ইত্যাদি। এই সব কথার কনটেক্স্টে বলা।
    খামোখা একটা নন প্রফিট এন্টর্প্রাইজ এবং অনন প্রহিট পার্টিসিপেশন কে অশ্রদ্ধা করা হবে কেন।
    ইত্যাদি। আমার সংগে কথা বলার কেউ যদি সময় বা বাইটের অপচয় বলে মনে করিয়ে দেন, আমি মনে করাতে বাধ্য হয়ে যাই, যে উনি এই অপচয় আরো বহুবার করেছেন এখানেই। এঙ্গেজ করতে ইচ্ছে না করলে ন করাই ভালো। কথাটা তো মূলতঃ আমার আর রঞ্জনদারি হছিলো। অরণ্য পার্টিসিপেট ক্রাতে তো আমি আপত্তি করিনি। এটা আপ্ত্তিকর লাগলে আমার আপত্তি একটু কমে যেত। ঃ-) নেভার মাইন্ড।
  • h | 213.132.214.156 | ১৭ অক্টোবর ২০১২ ০১:৫৭575127
  • নিচ্ছে না তো কি করবো রে বাবা।
  • প্পন | 190.215.52.184 | ১৭ অক্টোবর ২০১২ ০২:১৪575128
  • যন্ত্রের সাহায্য নাও। (হনুকে বললাম)
  • h | 213.132.214.155 | ১৭ অক্টোবর ২০১২ ০২:১৮575129
  • না নেওয়া যদি সমস্যা হয়, তাহলে সেটা বর্ধন যন্ত্রে যাবে না সংকোচন যন্ত্রে যাবে সেটা এতটাই কনটেক্সচুয়াল, যে আমি সত্যি ই গেলাম।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০২:১৯575130
  • দ্বন্দমূলক বস্তুবাদ নিয়ে খুব-ই সিম্পল অভিজ্ঞতা আমরা কার্যক্ষেত্রেই দেখছি, আর বিজ্ঞাপনের কি দরকার!

    সিপিএম থিসিস আর মমতা অ্যান্টিথিসিস, আর সিনথেসিস হচ্ছে পশ্চিমবংগের মানুষের গাঁ* মারা যাচ্ছে
  • aranya | 154.160.226.53 | ১৭ অক্টোবর ২০১২ ০২:৩৫575132
  • পুরন্দরের কাব্যের সেই লামাকে আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই যে যিনি পাহাড়ের টং-এ বসেছিলেন। তিনি বোধহয় এই যন্ত্র-টি ব্যবহার করেছিলেন :-) ।
  • ranjan roy | 24.97.247.172 | ১৭ অক্টোবর ২০১২ ০৪:২২575133
  • এইবার টইটা আমার পছন্দমতো জায়গায় এসেছে।ঃ)))
    আগে কি সব গম্ভীর গম্ভীর কথা হচ্ছিল।
    এর জন্যে সিদ্ধার্থ, অক্ষ, অপ্পন, বাইনারি, অরণ্য ও হনুকে ধন্যবাদ। সাতসক্কালে( ছত্তিসগড়ে চারটে মানে বেশ অন্ধকার!) টই খুলে এমন হ্যা-হ্যা-হ্যা করে হাসলাম যে পাশের ঘর থেকে গৃহকর্তা ছেলেটি ও তার পত্নী ভয় পেয়ে চোখ মুখ কুঁচকে উঠে এল। লেখা পড়ে এমন হেসেছি বলায় অবাক হয়ে আমার মাথার সুস্থতা নিয়ে সন্দেহের চোখে তাকালো। বৌটির বিড়বিড় করে শুতে যাওয়া দেখে ভয় হচ্ছে আগামী মাসে রায়পুরে এলে বোধহয় অন্য ডেরা খুঁজতে হবে।
    মাইরি! মনটা এমন হালকা হয়ে গেছে না! একেবারে পূজো-পূজো লাগছে। আজ সন্ধ্যেয় কোলকাতার প্লেনে চড়বো, কি আনন্দ!

    আর অক্ষ'র 1-48am এর পোস্ট সম্বন্ধেঃ
    পরবর্তী প্রজন্মের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। আমাদের সময় দ্ব-ব একেবারে স্যাক্রোস্যান্ক্ট ছিল। এর চেয়ে অনেক কম কিছু বলে ইউনিভার্সিটি চত্বরে ক্যাল খেতে খেতে বেঁচে গেছি।
    এবার যেন হনুর কথা একটু একটু বুঝতে পারছি।ঃ))))
  • তাতিন | 127.197.69.159 | ১৭ অক্টোবর ২০১২ ০৮:৫০575134
  • হরিচরণ সাহেব 'লিঙ্গ' শব্দের প্রথম অর্থ দিচ্ছেন ঃ 'জ্ঞানসাধন'

    তাইলে প্রবলেম মিটেই গ্যালো, মার্ক্সবাদ স্বয়ং-ই লিঙ্গবর্ধক যন্ত্র।
  • তাতিন | 127.197.69.159 | ১৭ অক্টোবর ২০১২ ০৯:০৮575135
  • রঞ্জনদা, আপনারা পাদকে 'গন্ধমূলক বস্তু বাদ' বলতেন না?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৭ অক্টোবর ২০১২ ০৯:৩২575136
  • দন্ডিত আসামীর খণ্ডিত গান
    গাণ্ডুর পণ্ডিতী মন্ডিত প্রাণ
    লণ্ডভণ্ড করে ব্যাণ্ডিট হাটে
    আণ্ডার গড়াগড়ি ডাণ্ডা ললাটে
  • কল্লোল | 111.63.132.36 | ১৭ অক্টোবর ২০১২ ১১:৫৯575137
  • আমাদের একটা ধান্দামূলক বস্তুবাদ চালু ছিলো।

    সব বলা-কওয়ার পর, দিনের শেষে গণশক্তি আর একটা খবরের কাগজ। লেখা থাকে বটে মুখপত্র, তবে যার মুখপত্র, সে দলটাও তো গণপার্টি হয়ে গেছে বলে ঘোষনা করেছে বলেই জানি। তাতে কি বিজ্ঞাপন যাবে না যাবে তাই নিয়ে এতো গোলযোগ কেন?
    পরিচালকেরা মনে করেছেন লিঙ্গবর্ধক বিজ্ঞাপন থাকতেই পারে, তো রেখেছেন। লিঙ্গবর্ধনের সাথে মার্কসবাদের বিরোধ আছে কি? মার্কসবাদ, অন্তরের অন্তস্থলে ভোগবাদ। তো ঠিকই আছে।
    রঞ্জনের আপত্তিটা কোথায়?
  • PT | 213.110.243.23 | ১৭ অক্টোবর ২০১২ ১২:২৮575138
  • শিশুদের "উচ্চতা-বর্ধক" এবং সম্পুর্ণ অবৈজ্ঞানিক কম্প্ল্যান বা হর্লিক্সের বিজ্ঞাপন কি গণশক্তির ছাপানো উচিৎ?
  • lcm | 34.4.162.218 | ১৭ অক্টোবর ২০১২ ১২:৩৪575139
  • যদি কাজ হয়, মানে সত্যিই উচ্চতা বাড়ে, বা হর্লিক্স খেয়ে শক্তি বৃদ্ধি হয় - তাহলে আর প্রবলেম কি... কিন্তু যদি লিঙ্গবর্ধনের বদলে সংকোচন হয় তবে ঐ অ্যাড না ছাপানোই মঙ্গল।
  • ডিডি | 120.234.159.216 | ১৭ অক্টোবর ২০১২ ১২:৩৮575140
  • না,না, আমি বিধান দিয়ে দিচ্ছি খনে।

    সব চলবে। সব বিজ্ঞাপন চলবে। গণশক্তিতে হর্লিক্স, ফেয়ার অ্যান্ড লাউলি, জ্যোতিষী, লোকনাথ বাবা, লুংগী,মাংকি ছাপ কালো দাঁতের মাজন .... সব বিজ্ঞাপন চলবে।

    তবে ওয়ালমার্ট একটু সামলে চলতে হবে।
  • .... | 69.160.210.2 | ১৭ অক্টোবর ২০১২ ১২:৪০575141
  • আর তিনোমূল?
  • lcm | 34.4.162.218 | ১৭ অক্টোবর ২০১২ ১২:৪২575143
  • ডিডি ঠিক কইসেন, আইবিএম কলকাতা চলবে, কিন্তু ওয়ালমার্ট চলবে না।
    তিনোমূল চলবে , তবে আগে ব্রাকেটে "বিক্ষুব্ধ" কথাটা থাকতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন