এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিভ্রম - আমি যেমন ভাবি

    সুকি
    অন্যান্য | ২৬ আগস্ট ২০১২ | ১৩৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ০৯:০৬574521
  • সুকির কবতে পড়তে চাই ঃ-)
  • সুকি | 168.161.176.6 | ২৭ আগস্ট ২০১২ ১২:০৯574522
  • সেমি-বিভ্রান্ত কিছূ কবিতা নিচে দিলাম, এককালে লিখেছিলাম। কিছুই বোঝা যাচ্ছে না এমন কবিতাও পেনবিদ্ধ করেছি এককালে, কিন্তু সেগুলি এখানে দিলে পাব্লিক পালাবে -
    ----------------------------------------------------------------------------------------------
    আমি চার্চের গান শুনে...

    আমি চার্চের গান শুনে আবেশী নাকি মায়াময় স্নিগ্ধ -
    অথচ তুমি তো নাস্তিক !
    - ভাবতাম, মেহগিনি পালিশে নতজানু কারো যৌনতার পাপ
    রবিবার সকালে স্বীকারোক্তি
    কখনও ক্লান্তি ডেকে আনে - আমি মূর্চ্ছনায় বিশ্বাস করি
    তাহলে জন্মদিনগুলি ?
    - তখন কেন যে মোমবাতি কেউ নেভায় না !
    খুব গভীরে আমার আবছায়াজনিত ঘৃণা
    ডি-শার্পে মিশে যায়
    তুমি কি কাউকে অনুভব কর সীমারেখায়, গ্রন্থীতে ?
    - আমি তো হেলিক্স দেখি তাদের ঠোঁটে, তন্ত্রীমুগ্ধ
    জটিলতায় একে অপরের গাণিতিক খুনসুটি ...
    সে তোমাকে বুঝতে পারে ?
    - অবশ্যই, আমি তো সী-বীচে আইসক্রীম খাই
    ও, তার মানে তুমি সমুদ্র ভালোবাস ?
    - আসলে নীল রং, ওরই তরঙ্গ দৈর্ঘ্যে আমার নাস্তিকতা
    কম্পন প্রায়শঃই স্বীকারোক্তি যেখান থেকে
    অসংখ্য ঈশ্বর জন্মায় আর কিছু চার্চ গায়ক
    তাই আমরা সবাই মূর্চ্ছনা ভালোবাসি
    কেউ কম-বেশী নীল রং...
    -------------------------------------------------------------------------------------------------

    আমার কোন মায়াবী রাত নেই

    আমার কোন মায়াবী রাত নেই -
    সে জানতে চায় - তোমার প্রতিবর্তী ক্রিয়া কেমন ?
    - আমি নুড়ি কুড়িয়েছি অনেকবার,
    আর - আর, প্রাথমিক কমলালেবু
    গভীর রাতে মিল্কি-ওয়ে দেখেছ কি ?
    - জানিনা, শুধু গভীরে, খুবই গভীরের আর্দ্রতা
    ভাসায় - কারো কাছে সরে আসা, কতেকের দূরে
    পাহাড় জন্মাতে দেখে কিছু আহরণী মন
    সে জানতে চায় - তুমি কি প্রহরের নাম জানো ?
    - আমি তো রাতকে ছুঁই নি কতকাল
    যাদের শরীর নেই তারাই কেমন মায়া ছড়ায়
    মুগ্ধতা - কাজল কালো দেখেছ কি ?
    - জানিনা, সেখান থেকে ফেরে না আলোও
    যারা সময়ের শুরু দেখে তারা জানে মায়াবী রাতের কথা
    আমি তো শিশিরের আবেশে প্রতিফলনের ছবি আঁকি
    ----------------------------------------------------------------------------------------------------------------

    মনোবিদ, তুমি কেবলই...

    খুব চেনা কেউ আছে কি ?
    - হয়তবা, প্রবাহের অপর নামই তো আসীমতা
    শিরোনামহীন বিশ্লেষণ কিছু চেনা সূত্রের জন্ম দেয়, কোন প্যাটার্ণ...
    তাদের মাঝেই তাহলে ?
    - জানিনা, স্বপ্ন থেকে কোন শব্দ উঠে আসে না
    স্পর্শ - সুগন্ধী - অনুভব ?
    - বিলাসিতা মনে হয় আমার কাঠের টেবিলে
    উতসের কথাও ভেবেছ ?
    মোমবাতির দিকে তাকিয়েছি, জানি তো কাঁচেরও প্রতিসরঙ্ক
    আসলে তুমি মনোবিদ কেবল পায়রার খোপ দেখাও
    আমি শিখি তার আগেরও দানাপানি,
    ভাঙা কার্ণিশের শব্দবিভঙ্গ -
    অর্থাত তারা স্বপ্ন নয় ?
    - তুমি বুঝে নাও, তোমার মতন করেই
    আমার ভাবনা সবই শর্তাধীন ...
    মেঘলা আকাশ আড়াল করে গ্রহাণুপুঞ্জের আলো
    অফিসবাস দেরীতে এলে আরও একটা ধ্রুবক যোগ হয়
    নততলের জ্যামিতিও জানি
    তাই ওরা কতদূর - সে কতদূরে মনোবিদ ?
    আমার যে ঘুমের মাঝে অনুভব বিলাসিতা মনে হয়...
    - খুব চেনা, খুব চেনা, খুখুববববব...
    একটু তথ্য দাও না - ওদের ছোঁয়া যাবে কি ?
    শূন্যতায় যে ডাক অর্থহীন...
    ----------------------------------------------------------------------------------------------------

    নতজানু শব্দটা ক্রমশঃ...

    নতজানু শব্দটা ক্রমশঃ প্রাচীন হয়ে যাচ্ছে...
    তুমি বুঝি অ্যানথ্রাপলজি অনুসৃত ?
    - বইয়ের সেলুলজ গঠন ভেঙে দেয় রোদ
    পাতার মৃত ক্লোরফিলগাথা
    তাহলে সবুজের মাঝেই স্মৃতিভার তোমার ?
    - স্পর্শের কোষগুলি বর্ণের অন্ধতা জানাত আমার কাছে
    তখনই ভাবতাম সময়ের প্রকৃতই কোন একক নেই
    প্রাচীনত্ব তোমাদেরই আরোপিত বিজয়মাধুর্য্য
    আরো বিশৃঙ্খল মনে হয় পাশের বিকালে তাদের নিহিত -
    তুমি কি ছায়ার কথা বলছ, নাকি স্কুলফেরত ...?
    - আমি ওদের ছুঁতে পারি না, সুগন্ধের পরিচলন
    আর কিছু বিবর্তিত অস্থির গঠনে
    নতজানু শব্দটা ক্রমশঃ...
    তুমি কি ইতিহাস ভালোবাস ?
    - প্রতিটা মুহুর্তে আমারই সময়ের অপরিহার্য একক
    মেরী-গো-রাউণ্ড...তার স্পর্শকোষ... একান্তেই মনে হয়
    বাস্তব অন্ধরা নির্ভেজাল ইতিহাস রচনা করে..
  • Rit | 213.110.243.21 | ২৭ আগস্ট ২০১২ ১২:৪৮574523
  • আপনাকে তো কালটিভেট করতে হচ্চে মশাই!
  • ব্জ্য়্ন্ত্চ্ক্র্ব্র্ত | 94.235.74.4 | ২৭ আগস্ট ২০১২ ১৩:০৪574524
  • গদ্যটাই ভালো। বিভ্রান্তিবিহীন।
  • san | 24.96.107.255 | ২৭ আগস্ট ২০১২ ১৩:১৬574525
  • উরেত্তারা
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩১574526
  • আমি তো যথেষ্ট পরিমানেই বিভ্রান্ত হলাম। ক্লোরোফিল, সেলুলোজ মায় বিবর্তনও আছে দেখলাম। এরপরেও বলছেন কবি হিসেবে লোকে নিলনা আপনাকে? ঃ-)
  • Tim | 12.133.1.253 | ২৭ আগস্ট ২০১২ ১৯:২০574527
  • গদ্যটা অসা হইছে, আর পদ্যটাও উপাদেয়রকম বিভ্রান্তিকর। ;-)
  • সুকি | 71.6.243.27 | ২৭ আগস্ট ২০১২ ১৯:৪০574528
  • VB- "অন্তর্জলির সময় জ্যেঠিমার বয়স একশো না সাতানব্বুই তাতে কী বা এলো গেল?" এইটা আপনি মনে হয় ঠিক বললেন না। বিশাল কিছু এসে যায় - ধরূন এটা জানা গেল যে পুরুষদের পিতা হবার ক্ষমতার গড় বয়স ৬৫। তাহলে যদি কেউ ৬৪ তে মারা যায়, আর কেউ যদি ৬৬তে, দুটোই কি এক হবে? একজনার ক্ষেত্রে আমরা বলতে পারব, আহা এখনও বাবা হতে পারত গো লোকটা। কিন্তু সেটা কি পারব অন্য জনার বেলায়! আর তা ছাড়া এল।আই।সি পলিসিগুলোর কথা তো আমি ছেড়েই দিলাম!
  • VB | 161.141.84.239 | ২৭ আগস্ট ২০১২ ২২:৫০574529
  • আরে একেবারে ঠিক সুকি! আরে বঙ্কিম না কার বাবা তো মারাই গেছিলেন প্রায়, শ্মশানে নিয়েই গেছিলো, তখন নাকি জটাজূটহারী এক সাধু বলে দিলেন, ওরে এ তো মারা যায় নি, শিগগীর একে ফিরিয়ে নিয়ে যা, এক মহামানব আবির্ভূত হবেন এনার থেকে। কী অবস্থা বলুন তো! পুত্রসমেত পিতা বিদায় নিচ্ছিলেন!!!!
    রা না রা টইটা পড়ুন, সেখানে বিস্তর এরকম ব্যাপার পাবেন। ঃ-)
    তবে আশাপূর্ণার গল্পে ঐ পিসির বড়জ্যেঠিমার বয়স ছিলো সাতানব্বুই, তাকে কবিরাজ একশো বছরের নাড়ী, আটেকাঠে বসে আছে, প্রাণপাখির তাই ছেড়ে যেতে দেরি হচ্ছে, বলায় পিসি খুব ক্ষেপে গিয়েছিলেন আর অন্তর্জলির ব্যবস্থা করেছিলেন সেই জ্যেঠিমার ছেলেদের তেমন উৎসাহ না থাকলেও, কারণ তখন ভারী সুন্দর নদীতীর আর চাঁদনি রাত। ঃ-)
  • VB | 161.141.84.239 | ২৭ আগস্ট ২০১২ ২২:৫৪574531
  • সুকি, কাল থেকে দমকে দমকে আপনার লেখাটা পড়ছি, আর হাহাপগে। ঃ-)
    সতেরো না আঠেরোজন এসে দেশ দখল করলো বলে খুব একটা তাচ্ছিল্য করে লিখেছে ইতিহাসে(এদিকে পিছনে হয়তো বিরাট বাহিনী এনেছিলো), কিন্তু দেখুন আগে তো এইসব মোগল বলুন পাঠান বলুন মামুদ বলুন এরা তো দিল্লি আর আশেপাশের অঞ্চল লুটেছে, ওখানের এত এত বীর জাঠ গুর্জর ইত্যাদিরা তখন কী করতো????
  • VB | 161.141.84.239 | ২৭ আগস্ট ২০১২ ২২:৫৬574532
  • পলাশীতে বখতিয়ার কোথা? বখতিয়ার তো বারোশো সালের কেস, সিরাজের প্রায় পাঁচশো বছর আগের!!!
  • Rit | 213.110.243.21 | ২৭ আগস্ট ২০১২ ২৩:১৭574533
  • যদিও টই বিপথে যাচ্ছে কিন্তু না লিখেও কি পারি?
    বাঙালী যুদ্ধে হেরেছে ঐ দুবারই তো, নবদ্বীপ আর পলাশী।
    তাছাড়া বাকি তো

    আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে
    দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
    আমাদের ছেলে বিজয়সিংহ হেলায় লঙ্কা করিয়া জয়,
    সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্য্যের পরিচয়
    এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে
    চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে।

    ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি

    আর গ্রেগ চ্যাপেলের আপেল মুখে ছক্কা মারা চাই ভুললে চলবে?
  • VB | 161.141.84.215 | ২৮ আগস্ট ২০১২ ০০:২৬574534
  • পলাশীতে হারতো না, ঐ ব্যাটা মীরজাফরের চাকরি নট করে মোহনলাল আর মীরমদনের সঙ্গে ওদের বন্ধুবান্ধবদেরো যদি চাকরিতে রাখতো। সিরাজের অ্যাডভাইজার কে ছিলো?????
  • VB | 161.141.84.215 | ২৮ আগস্ট ২০১২ ০০:৩১574535
  • নবদ্বীপে ও হারতো না, এতো বুড়ো রাজা না থাকলে। রাজাটার যুবক ছেলেপিলে কি জামাইরা বা নিদেনপক্ষে যুবক সেনাপতিরা ছিলো না? তাদের মধ্যে থেকে কারুকে সিংহাসন দিয়ে বুড়ো কাশী গেলেই তো হতো, এমনকি বুড়ী রাণীটাও সঙ্গে যেতে পারতো! ঃ-)
  • সুকি | 168.161.176.6 | ২৮ আগস্ট ২০১২ ০৫:০৩574536
  • ওই জন্যি বলে তাড়াহুড়ো করে মন্তব্য না করতে - অফিস থেকে লিখে দিয়েছিলাম বখতিয়ার সম্পর্কে। কেন জানি না মাথার ভিতর মূর্শিদাবাদ আর মূর্শেদকুলি খাঁ ঘুরছিল। তাই আমি তিলোত্তমা আর অন্য উপন্যাসের রেফারেন্স দিয়েছিলাম। ছড়ানোর জন্য আন্তরিক দুঃখিত।
  • VB | 161.141.84.239 | ২৮ আগস্ট ২০১২ ০৫:১৩574537
  • না না সুকি, ইতিহাস ব্যাপারটাই হলো টোটাল ইসে জিনিস, টোটাল বিভ্রান্তি, কী থেকে যে কী হয়ে গেলো কার মাথা নেমে গেল কার মাথা উড়ে গেলো, কোনো হদিশ পাওয়া যায় না। এইসব পোলাপানের কবিতার সাধ্য নাই ঐ মহাবিভ্রান্তি র ধারে কাছে যায়।
    সময় থাকতে এদের থার্মোডিনা কি কোয়ান্টিনা কি কামু কাফকা টিংটিং ছেড়ে ইতিহাস ধরতে বলুন, টোটাল জমে যাবে। ঃ-)
  • kd | 69.93.244.169 | ২৯ আগস্ট ২০১২ ০৪:৪৩574538
  • সুকির কবিতায় ডিসলোকেশন থিয়োরি এলো না? এতো বড় বিভ্রান্তিকর ব্যাপার পুরো সিলেবাসে ছিলো না। এমনকি কোহেন সাহেব আমাকে বোঝাতে গিয়ে শেষে lets go, I think we both need a drink বলতে বাধ্য হয়েছিলেন।
  • aranya | 154.160.226.53 | ২৯ আগস্ট ২০১২ ০৫:২১574539
  • কাব্লি-দা কি এক ঘুম দিয়ে উঠলেন না কি এখনো ঘুমোতে যান নি ?
  • সুকি | 168.161.176.6 | ২৯ আগস্ট ২০১২ ১০:৪২574540
  • কে।ডি (দা), আরে ডিসলোকেশন ছাড়াও এখন মেটার্লাজীতে নানা বিভ্রান্তিকর ব্যাপার চলে এসেছে! তাছড়া এটলিষ্ট ডিসলোকেশন তো দেখে যায়! না দেখা নানা জিনিস নিয়েই তাই আজকাল হইচই। আমি সিওর যে মেটার্লাজীতে ছাড়া অন্য কোন সাবজেক্টে আমি পাশ দিতে পারতুম না। ধাতুবিদ্যা অনেকটা হিউম্যানেটিস সাবজেক্ট গুলোর মত - লিখে দিলেই হল। কে আর যাচাই করে দেখছে! যেমন হিট-ট্রিটমেন্ট - পাতার পর পাতা লিখে গেছি শেরশাহের শাসন ব্যবস্থা বর্ণনা করার মত!
  • de | 213.197.30.2 | ২৯ আগস্ট ২০১২ ১৩:৩১574542
  • চরম বিভ্রান্ত হলাম! ঃ))
  • VB | 161.141.84.239 | ২৯ আগস্ট ২০১২ ২০:২৯574543
  • আরে শের শাহের শাসন ও তো একরকম হীট ট্রীটমেন্টই, আকবরের শাসন শাহজাহাঁ র শাসন আওরঙ্গজেবের শাসন বাকীদের শাসন---কারটাই বা তা নয়? ঃ-)
  • Lama | 127.194.239.169 | ৩০ আগস্ট ২০১২ ০০:৫৫574544
  • মাইনিং তদোধিক বিভ্রান্তিকর
  • kd | 69.93.245.30 | ৩০ আগস্ট ২০১২ ০৬:১৩574545
  • এই ফাঁকে আমি যে ঠুকে দিলুম আমি মরিস কোহেনের সঙ্গে কথা বলেছি, কেউ ধরতে পারলো না!!

    পেত্থমবার ওনার সঙ্গে দেখা হতে একটা পেন্নাম ঝেড়ে দিলুম। উনি ঘাবড়ে টাবড়ে একশেষ, মানে যাকে বলে পুরো ডিসলোকেটেড - বল্লুম আমরা যাদের হেব্বি রেস্পেক্ট করি তাদের এমনটি করে থাকি। কি বুঝলেম জানি না, তবে বল্লেন, আমার এখন একটা লেকচার আছে, শুনবে চলো। আমি তো যাকে বাংলায় বলে টিক্‌ল্‌ড পিন্ক!
    শুরুতে বেশ নিজের ওপর ভক্তি আসছিলো, যা বলছেন সঅঅব বুঝতে পারছি - কিন্তু আসতে আসতে কেস পুরো ঝাপসা। বাইরে বেরিয়েই আমার কোশ্ন - কেমন শুনলে?
    না ভেবেচিন্তে কথা বলা আমার ছোটবেলার অব্যেস - ঝামেলাতেও পড়েছি কয়েকবার, শিক্ষা হয় নি। ওনাকে সত্যিটাই বলে দিলুম।
    ওনার উত্তর আমার চিরকাল মনে থাকবে। উনি বল্লেন, ফিউচারে তুমিও লেকচার-ফেক্চার দেবে (আমি যে কি মাল, তিনি তো তখনও জানেন না), এই রুলটি মনে রেখো। প্রথম পনেরো মিনিট যা বলবে, সক্কলে বুঝতে পারবে, পরের পনেরো মিনিট, যারা লাইনের লোক তারা, তার পরের পনেরো মিনিট শুধু তুমি ছাড়া আর কেউ কুল পাবে না, আর শেষ পনেরো মিনিট, ভগবানের বাপেরও সাধ্যি নেই বোঝার।
    এই উপদেশ ভবিষ্যতে খুব কাজে লেগেছে।

    যাঁরা মরিস কোহেনের নাম শোনেন নি তাঁদের বলি, উনি ডিসলোকেশন থিয়োরির জন্মদাতা - আমার অনেক ভগবানের একজন।

    সরি, এই টইতে এটা পোস্ট করা ঠিক হচ্ছে না। তো কি আর করা যাবে, ঠিক কাজ করা তো আমার সিস্টেমেই নেই।
  • VB | 161.141.84.226 | ৩০ আগস্ট ২০১২ ০৭:০৫574546
  • এই গ্র্যাজুয়ালি দুর্বোধ্য হয়ে যাওয়ার কায়্দা নাকি শঙ্কর আর ব্যস আগেই চালিয়েছিলেন। তাঁদের ক্ষেত্রে আবার এককাঠি উপরে, মিউচুয়ালি চালিয়ে গেছেন। প্রথমে তো শাস্ত্রালোচনা চলছে শিষ্য টিষ্যরা চারপাশে, খুব খুশী, সব বুঝছে। তারপরে ব্যস শুরু করলেন ব্যসকূট, শঙ্কর উপর দিয়ে গিয়ে কূটতর জবাব, এই করে করে দেখা গেলো সবই এমন দুর্বোধ্য হয়ে গেছে, শিষ্যরা কেউ ই আর কিছু বুঝছে না এদিকে ওরা দুইজন তাল ঠুকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে চলেছেন। ঃ-)

    কেডি, সত্যি ই সাহেবের পা ছুঁয়ে পেন্নাম করেছিলেন??? কেজানে উনি কতখানি ঘাবড়েছেন! আপনি যখন ঝুঁকে পড়ছেন পেন্নামের তরে, উনি হয়তো ঘেমে উঠেছিলেন! ঃ-)
  • kd | 69.93.214.127 | ৩০ আগস্ট ২০১২ ১৪:১৪574547
  • ভিবি, সত্যিই করেছিলুম। ব্যাপারটা হঠাৎ হয়ে গিয়েছিলো, মানে এমন একজনকে নিজের চোখে দেখতে পাবো ভাবতেই পারিনি, তাই আপনাআপনি মাথা নীচু হয়ে গিয়েছিলো।
    উনি তখন একটু থতমত হয়ে গেলেও বেশ স্পোর্টিংলি নিয়েছিলেন।

    পরে ডঃ এডগারটনকে মীট করে একই রকম মনের অবস্থা হ'লেও নিজেকে সামলে নিয়েছিলুম।
  • VB | 161.141.84.239 | ৩১ আগস্ট ২০১২ ০২:২৫574548
  • ভাবুন একবার কেডি, ডেঞ্জার জোনের মধ্য দিয়ে যখন আপনি হড়াশ করে নেমে যাচ্ছেন, প্লেনের পর প্লেন, তখন সাহেবের হৃদপিন্ড থেমে থেমে যেতে চাইছে। ঃ-)
    খুব বাঁচা বেঁচে গেছেন এডগার্টন, উফ। ঃ-)
  • VB | 161.141.84.239 | ৩১ আগস্ট ২০১২ ০২:৩২574549
  • তবে যে যাই বলুন, এখন আমি ইউনিভার্সালি হ্যান্ড শেককে বেশ একটা ভালো ব্যাপার মনে করি, প্রণাম কোলাকুলি হাগ কপালে কিসি কড়ে আঙুলে কামড়---ভিন্ন ভিন্ন দেশে জাতিতে কালচারে এইসব ভিন্ন ভিন্ন স্নেহ, বন্ধুত্ব ও সম্মান প্রদর্শনের মধ্যে একমাত্র হ্যান্ড শেক আর হাতজোড় করে নমস্কার জানানো বা অল্প বাও করা --এই কয়েকটি মেথড বেশ ভালো মনে হয়, সেফ আর সিকিওর। যদিও আবেগের কিঞ্চিত অভাব থাকতে পারে বটে। ঃ-)
  • সুকি | 168.161.176.6 | ৩১ আগস্ট ২০১২ ০৫:১৭574550
  • বাঃ, দারুণ অভিজ্ঞতা কেডি (দা) - তোমাকে কি আমি চিনি? মনে হয় না - আলাপ হলে ভালো লাগবে। তবে ঘটনা হল কোহেন সাহেবের সাথে আলাপ না হলেও গত ১০ বছরে মেটালার্জীর নানা দিকপালের (জীবিত) সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। নানা পাব্লিক নানা রকম - সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কোহেন সাহেবের মত লোক যাঁদের দেখে মাথা আপনি ঝুঁকে আসবে তেমন লোক আমাদের সাবজেক্টে কমে গেছে। ধান্দাবাজ লোকে ভরে গেছে - এখান ওখান থেকে টুকে দিয়ে চালিয়ে দিচ্ছে এমন লোকও প্রচুর। ভালো নাম করা প্রফেসরদের আজকাল শুধু পড়ালে বা জানলে চলে না - পাবলিক রিলেশনের দিকটায় ও নজরে রাখতে হয়। অনেক অনেক প্রফেসর আবার না পড়িয়ে বা না জেনেও শুধু রিলেশন দিয়েই করে খাচ্ছে!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন