এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪১০১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 123.242.248.130 | ২৭ এপ্রিল ২০১১ ১৬:৩৬465348
  • রূপঙ্করবাবুর জন্যে,

    আমাদের ছফুট বাই ছফুট ঘরের একটা নমুনা খুঁজে পেলাম নেটে।



    খাটটা যতটা লম্বা, ঘরটাও ততটাই লম্বা, আর ঠিক ততটাই চওড়া। তার মধ্যেই চেয়ার টেবিল এবং একটি দাঁড়াবার জায়গা।
  • Netai | 121.241.98.225 | ২৭ এপ্রিল ২০১১ ১৮:১৮465349
  • ফারুক ওয়াসিফের লেখা আগেও পড়েছিলাম প্রথম আলোতে। শর্মিলা বসুর বইয়ের প্রসঙ্গেই।

    ফারুক যে আদতে পাকিস্তানপন্থি জানতামই না। এমনিতে তেমন জানিনা। তবে এদিক ওদিক পড়ে (আমি বিশেষ ভাবে প্রভাবিত জাফর ইকবালের লেখাগুলো থেকে) ধারনা হয় বাংলাদেশের বেশ বড় অংশের জনতা রাজাকার বা ঐ ধরনের লোকেদের জন্যে তীব্র ঘৃণা পুষে রেখেছে। শালীনতার তোয়াক্কা না করেই। কুলদাবাবুর শ্লেষাত্মক পোস্টটা তারই প্রমান বোধহয়।
  • rupankar sarkar | 116.202.136.114 | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৭465350
  • আহা শমীক, ওটা ঠাট্টা। আমি ওর থেকেও ছোট ঘর ভাড়া নিয়েছিলাম (অবশ্য দুদিনের বেশী থাকতে পারিনি)আর তার মধ্যে একটা খাটও ছিল। ঐ দুদিন ধরে কেবল ভেবেছি খাটটা ঘরের মধ্যে ঢোকাল কী করে? দরজা দিয়ে ঢোকবার চান্স ছিলনা।
  • Sujan Krishna | 202.22.207.240 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৬465351
  • “মৃত্যুদন্ড” বিতর্কের পক্ষে বলছি

    শ্রদ্ধেয় দাদা (কল্লোল'দা),

    আপনার দেয়া সাইটটি বাংলায় প্রদর্শিত না হওয়ায় পড়তে পারিনি। ভীষণ পড়ার শখ ছিল। তবুও বিতর্কের খাতিরে বিতর্ক করছি। আমাদের যমপুরীর ভয় আছে বলেই পরগামী হতে চাইনা, মৃত্যুর পর কড়াত দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলবে (হিন্দি পোস্টারে দেখেছি)। কি বিব্‌হ্‌ৎস অনুভুতি। যারা এটা বিশ্বাস করেনা কিংবা ভয়ও পায়না তাদের কাছে পরগামীতা ছেলেখেলা মাত্র অধিকন্তু তারা অন্যকেও এ বিষয়ে উৎসাহিত করে থাকে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে ভয় দেখিয়ে মানুষকে সতর্কীকরণ বা সংশোধনের এমন একটা প্রচেষ্টা রয়েছে। একইভাবে কারাগারের পরিবর্তে সংশোধনাগারের বিষয়টিও প্রযোজ্য। বাংলাদেশের সিরিয়াল ধর্ষক ও খুনি জনৈক এরশাদ সংকল্প করেছিলো ধর্ষনোত্তর খুনে সেঞ্চুরী করতে। ১১ তম বার সে ধরা পরে যায় কিন্তু তার শাস্তি কি হয়েছে তা আর জানা যায়নি। এমনিভাবে প্রতিদিন আমরা পত্রিকায় খুন, ছিনতাই, ডাকাতি, মারামারি ইত্যাদি খবর পড়ছি। এসব বিষয় এখন আর আমাদের ভোতা বিবেককে মর্মাহত করেনা। বরংচ যৌতুকের বলি ফুলির খবর পত্রিকায় পরে ঘরে গিয়ে কিছুটা হলেও বউকে উত্যাক্ত করি। এ কারণেই সামাজিক অবক্ষয় দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যদি প্রতিদিন পত্রিকা জুড়ে বিভিন্ন অপরাধীর জেল-জরিমানা, ক্রসফায়ার কিংবা মৃত্যুদন্ডের কথা পড়তাম কিংবা শুনতাম তাহলে ভেবে দেখুন অনুভূতিটা হতো ভিন্ন। একটা বিষয় স্পষ্ট যে আমরা পুলিশকে ঠোলা বলি আর RAB কে বলি বাবা কারণ মাইরের নাম বাবাজী। ছাত্রাবস্থায় আমরা ঐ শিক্ষকের পড়াটা আগেই মুখস্ত করে নিতাম যে শিক্ষক বেশি কড়া ছিলেন। তার মানে এখানেও সেই ভয়। তবে ভালোবাসা, প্রেম, মমতা দিয়ে কিছুটা পরিবর্তন/পরিমার্জনের চেষ্টা করা যেতে পারে। ঘর থেকে নিয়মিত যেমন ধূলো-ময়লা পরিষ্কার করা অপরিহার্য, তেমনি সমাজ থেকে আগাছা (চিহ্নিত অপরাধীদের) ঝেটিয়ে বিদায় করা বাঞ্চনীয়। এজন্য প্রতিবছর উৎসব করে একবার “গণমৃত্যুদন্ড” কার্যকরের ব্যবস্থা গ্রহণের কথা ভাবা যেতে পারে।

    দাদা, নিতান্তই বিপক্ষ নিয়ে বিরোধিতা করছি আর প্রশ্নসমূহের স্বপক্ষে বলছি-

    ১) মৃত্যুদন্ড এখনো কার্যকরী আছে এমন দেশে অপরাধ কমেছে কি?

    উত্তর: বর্তমান সরকার (বাংলাদেশের) ক্ষমতায় এসে বাংলাভাই গংসহ বেশ কিছু গুরুতর অপরাধীদের ফাসী কার্যকর করায় সিরিজ বোমা ফাটানো জঙ্গী গোষ্ঠীর সেই নৃশংসতা বহুলাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে নেই বললেই চলে। এই মৃত্যুদন্ড ত্‌ৎকালীন আইন-শৃংখলা পুনরোদ্ধারে এক মাইলফলক। তত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির কারণে কারাভোগের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলো হাজার হাজার রাঘব বোয়াল। বিনা ঘুষে সরকারী চাকুরী হওয়ার রেকর্ড রয়েছে সে আমলে। এরপর শুরু হলেআ নীরব দুর্নীতি অর্থাৎ দেশের সর্বস্তরের সবাই যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব অসহযোগীতা, অন্যায়ের মধ্য দিয়ে পুনরাবৃত্তি শুরু করলো দুর্নীতির যার সর্বোচ্চ শাস্তি রয়েছে তিরস্কার।

    ২) আরও নৃশংস সাজার (হাত কেটে ফেলা, প্রকাশ্যে চাবুক মারা, পাথর ছুঁড়ে মারা ইত্যাদি) প্রচলন আছে যে সব দেশে সেখানে অপরাধ কমেছে কি?

    উত্তর: যে সব দেশে বিশেষ করে হাত কেটে ফেলা, প্রকাশ্যে চাবুক মারা, পাথর ছুঁড়ে মারার মত আইনের বিধান রয়েছে সেসব দেশে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করা হয় বিধায় আমাদের দেশের জনগনের মত তাদের জনগণের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বাঁধেনি বলে দুর্নীতিতে তাদের দেশগুলো হ্যাট্রিক করার সুযোগ পায়নি ।

    ৩)খুনি বা মৃত্যুদন্ডের যোগ্য অপরাধীদের সংশোধনের জন্য সুপারিশ করা মানে অন্যকে খুন করতে উৎসাহ দেওয়া - এটা আমি মনে করি না।

    উত্তর: প্রথম কিংবা দ্বিতীয়বার গুরুতর অপরাধ করেছে এমন অপরাধীকে সংশোধনের সুযোগ দেয়া যেতে পারে তবে যাদের বিরুদ্ধে ৩/৪ টি হত্যাকান্ড, ৭/৮টি চুরি কিংবা বহু অপরাধের রেকর্ড রয়েছে তাদেরকে সমাজ থেকে ফাসির কাষ্টে উৎসর্গ করাই শ্রেয়। এতে নবজাতক অপরাধীদের ঘাড় ভয়েই মটকে যাবে।

    শত ব্যস্ততার ফাকেঁ সময় দেয়ার জন্য অশেষ ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ সকল পাঠককূলকে।

  • kallol | 220.226.209.2 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:১৫465352
  • জঙ্গী গোষ্ঠীগুলোর রমরমা নেই তার কারন বাংলাদেশের বর্তমান সরকার তাদের পেছনে দাঁড়াচ্ছে না। বিএনপি-জামাত আমলে সরকার এদের মদদ দিতো, সেটা তো দিনের আলোর মতো সত্য।
    সারা পৃথিবী জুড়ে বহু জঙ্গীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে, তাতে কি আর জঙ্গী সন্ত্রাস কমেছে?
    একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, জঙ্গীরা বেশীরভাগই সন্ত্রাসী কাজে নেমে পড়ছে একটা আদর্শের জায়গা থেকে। আদর্শটা ভুল, পথটাও ভুল, কিন্তু সেতো আমার আপনার কাছে। যে জঙ্গীটি বোমা বিস্ফোরন ঘটিয়ে সাধারন মানুষ মারছে, সে তো সেই কাজকে ভুল মনে করছে না। কেউ স্বাধীনতার স্বপ্নে, কেউ বেহস্তের খোয়াবে, কেউ গীতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, কেউ সমাজ বদলের লড়াই ভেবে করছে। মৃত্যুদন্ড কোনদিনই এদের থামাতে পারে নি।
    অন্য দিকে দেখুন আসামে আলফা সন্ত্রাস কমে এসেছে, কাউকে মৃত্যুদন্ড না দিয়েই। সরকারী তরফের(ভারত ও বাংলাদেশ) সদিচ্ছা, আলোচনা দিয়েই এটা করা গেছে।
    আপনি যে সব দুর্নীতির কথা বলছেন, সেই অপরাধগুলোর একটারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নয়।
    সিরিয়াল কিলার জাতীয় মানুষেরা মানসিক ভাবে অসুস্থ। এদের চিকিৎসা দরকার। দেশে দেশে বহু সিরিয়াল কিলারের মৃত্যুদন্ড হয়েছে। তাতে কি আরও একটা সিরিয়াল কিলার আটকানো গেছে?
    পারলে এই বইটা পড়ুন। বিশেষ করে এর শেষ গল্পটি।
    http://www.gutenberg.org/cache/epub/1696/pg1696.txt
    আর এটাও পড়ে দেখতে পারেন
    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2010/04/19/1271685920212.html আর এটা
    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2010/04/25/1272203027156.html

  • kallol | 220.226.209.2 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:২৫465353
  • আর একটা কথা। যে সব দেশে ধর্মীয় আইন মেনে চলা হয়, যেমন পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলি, কিছুকাল আগেকার নেপাল সেখানে অপরাধ কম, দুর্নীতি কম এমন খবর জানা নাই। বরং উল্টোটাই সত্যি। ভারতের মত সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সেখানকার দুর্নীতির খবর বের হয় না - তাই বোঝা যায় না।
    জিন স্যাসন এর প্রিন্সেস পড়ুন। এখান থেকে বইটার আতাপাতা পেয়ে যাবেন http://en.wikipedia.org/wiki/Jean_Sasson
  • GHANADA | 223.223.138.250 | ০১ মে ২০১১ ১২:১৪465354
  • দেবপ্রসাদবাবুর লেখাটা পড়লাম। খুব জলজ্যান্ত লেখা! আমার বেশ লেগেছে। তবে, এই সব রাজনীতির লোকেরা কি পাত্তা দেবেন? মনে হয় না! তাঁরা তো ধান্ধামূলক বস্তুবাদে বিশ্বাসী।
  • rupankar sarkar | 117.194.224.170 | ০৩ মে ২০১১ ১৬:৫৮465355
  • পবিত্র ভট্টাচার্য - কী করি: বেশ ভাল লেখা। আরও লিখুন।
  • Guruchandali | 72.83.97.171 | ০৩ মে ২০১১ ২০:৩৬465356
  • -------------------------------------------
    প্রকাশিত হল এ সপ্তাহের বুলবুলভাজার লেখা :

    'অপার বাংলা'য় দুটি লেখা :
    বিপন্ন জনপদ - বিপ্লব রহমান
    এবং, আলোচনা: একাত্তরের অ্যান্টিথিসিস- লাশগণনার ভুতুড়ে ইতিহাস (শেষ কিস্তি) - ফারুক ওয়াসিফ

    ধারাবাহিক :
    মহাভারত ( দ্বিতীয় পর্ব) - শুদ্ধসঙ্কÄ ঘোষ

    কূটকচা৯ :
    যদিদং হৃদয়ং - ইন্দিরা মুখার্জী

    ---------------------------------------------
  • yashodhara | 125.23.128.26 | ০৪ মে ২০১১ ১১:৩২465358
  • ইন্দিরার লেখাটি পড়ে :
    হা হা হা হা
    হো হো হো হো
    হি হি হি হ

    সাধুভাষার প্রয়োগ অনবদ্য। প্রেডিক্টেবল বিষয় কিন্তু উপভোগে ষোলো আনা উশুল।
  • I | 14.99.76.252 | ০৪ মে ২০১১ ১৩:০৬465359
  • যদিদং ভালো লেখা। আরেট্টু উইট দিলে ....
  • Nina | 12.149.39.84 | ০৪ মে ২০১১ ২১:২৭465360
  • যদিদং খুউউব উপভোগ করিলাম :-))) ইন্দিরা কে অভিনন্দন।
  • Nina | 12.149.39.84 | ০৪ মে ২০১১ ২২:০১465361
  • মহাভারত মন দিয়ে পড়ছি। ভাল লাগছে।
  • rupankar sarkar | 180.215.188.220 | ০৪ মে ২০১১ ২৩:২৯465362
  • মহাভারত: লেখার কথায় আসছি, তার আগে,- কোনো রকমে'পরে'থাকে/ফাঁদে'পরা'বাঘ/মনে'পরে'সত্যবতীর/টানাটানি'পরে'যায়/পোশাক আসাক/আনাবরিত/প্রভুত/পারাণী/স্বার্থকতা -ইত্যাদি। যদি শুদ্ধসত্ববাবু বানানে একটু যত্নবান হন তো আমরাও হাঁফ ছেড়ে বাঁচি। লেখা তো বেশ উপভোগ্য হচ্ছে বটেই তবে কিছু কিছু 'অ্যাভয়ডেবল ডিটেলস' সরাসরি মহাভারত থেকে তুলে না আনলেও লেখার উপভোগ্যতা অন্তত: আমার কাছে কমতোনা। (অবশ্য এটা নিতান্তই আমার নিজস্ব মতামত)।
  • ranjan roy | 122.168.238.128 | ০৫ মে ২০১১ ০৮:৩০465363
  • রূপঙ্করবাবুর সঙ্গে একমত।
  • Kulada Roy | 74.72.54.134 | ০৫ মে ২০১১ ১৯:২৬465364
  • ভাই ইন্দিরা
    আমি আপনার লেখা পড়িয়া খুবই আমোদ পাইয়াছি। বিশেষ করিয়া লেরি নামের মার্জারটিও আপনার দৃষ্টি এড়ায় নাই।অআপনার লেখায় শান্তি আসে। আপনাকে ধন্যবাদ। এইরূপ কবে আমি লিখিতে পারিব?
  • Biplob Rahman | 202.164.214.66 | ০৭ মে ২০১১ ১৭:০৫465365
  • @ কল্লোল (দাসগুপ্ত ?), এ ক ম ত। ফারুকের লেখার সমালোচনাই কাম্য; মেহেরজান ছবির প্রসঙ্গে ফারুকের কট্টর পাকি অবস্থান নিয়েও কথা হতে পারে; কিন্তু তার স্ত্রীর প্রসঙ্গে অহেতুক মন্তব্য কেন?...মতামত বিভাগে আগেও ব্যক্তি চর্চা দেখেছি; এমন কি এখানে রেফারেন্স হিসেবে ব্যক্তিগত ইমেইল বার্তা ফাঁস করার নজিরও আছে। এই অসুশ্য প্রবণতার অবসান চাই। (N)
  • Smritilekha Chakraborty | 202.142.113.137 | ০৮ মে ২০১১ ১৫:১২465366
  • "Boyostokhon14ki15.Canninglocal-echorecholechhiGhutiariShorif-e, 'client'-ersathe.Okhnenakihotelpawakhubsoja, konochapny..Hotel-walara 'jora' dekhlehatbariyedake..100tk-ychuktikoreghornewaholo.Myarmyarepichkiri-markaghor, po6ndohowarmoto9..Kintutokhonamar 'kaj' sarartara, r 'tenar' kajshurur..Jhopajhopdorjabondoholo, shorir-erjanlakhulbebole;monerkanagoli-tetokhonthikchup-dupur..
    Tarpor?? 'Tapur-tupurbristipore, nod-eelebaan..' Bristijhortejhorte1somoyseshhoy, kin2furanorageidorjayjhon-jhonat! Rchil-chitkar- 'policeaschegobabu, policepolicepolice..' Olympic-eobodhhoymanushatojoldigayekaportanteparena..Dorjahaatkorekhule 'se' 1dourepogar-par..Amr 'janla' kin2tokhonokhola..Jani, amikeunoitar, tobukonomay-kevabe 'khule' rekhejkonopurushevabepaliyejetepare, seiprothomdekhlam...Tobeosobvabarrtokhonsomoyny..Police-echhule22ghaa, kajei...
    Vetornaatkeichhut, chhut, chhut..Station-ertktketeplat4m-egiyedaralam..Trnasbe30minpor.Dariyeachhitodariyeiachi;chokhvoreasche, porarageitopkorelufeniyemuchhenichhi..Hothatdurtheke 'koooooooo...' koreawaj..Heltedultetrndhukchhe, roidurthekekarlungiakasheurteurteamardikeichhuteaschhe..DuniyacholchheTV'rslow-motion-e...Hothat-ibuk-eruporrram-dhakka, amichhitke3haatdure..Abarbe-abruhowarjwalayamichilliyeuthlam..Ghoshhhghoshhhkoretrn-taamrsamneesethamlo..
    Amrchokh-erjolnei, amigorom-erMatla'rmotoheje-mojegechhi..Trn-euthtei4-5jonmohilaamardiketakiyekisobboltelaglen..Amistobdhohoeshunlamorabolchhe- '1domdhar-edaryechhilomay-ta..Jodioilok-tathyalameresoriyenadito, ekkhuni1takandohotoajstation-e! Ajkalkarmay-gulohoechhe-osob...'
    Amarmoneragun-golataobiswas-erakosmikotayostogalo..Achha, oilok-takiMusholmanchhilo?"

    (DurbarMohilaSomonwoySomiti'rsongrohotheke)
  • Sriqanta Haldar | 203.76.102.154 | ০৮ মে ২০১১ ১৬:৪৯465367
  • ekjonmirzaforerlekhaporekimotamodibovebepaina.shodueitokoboltepari, eksomoyeideshemirzafor-ragrinitosilo, ajsomoybodlegese.ekhontaderoidin, taraishoshilnamerkolongko.
  • Muzib Mehdy | 113.21.228.147 | ০৮ মে ২০১১ ২৩:৩৮465369
  • বিপ্লব রহমানের লেখাটা পড়লাম। তিনি লিখেছেন,

    "আটের দশকে পার্বত্য চট্টগ্রামকে জেনারেল জিয়া সামরিকায়ন করা এবং পাহাড়ে সেটেলার বাঙালি বসিয়ে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার যে সূচনা ঘটিয়েছিলেন, সেই একই প্রক্রিয়া জেনারেল এরশাদ, খালেদা জিয়ার সরকার হয়ে শান্তিচুক্তির পর শেখ হাসিনা, খালেদ...আ জিয়া হয়ে আবারো শেখ হাসিনার সরকার এখনো বহাল রেখেছে। এটি হচ্ছে সেনা কর্তাদের খুশী রেখে ক্ষমতা টিকিয়ে রাখার বা ক্ষমতায় যাওয়ার ভোটবাজীর এক বিচিত্র রাজনীতি। গণতন্ত্রের খোলসে পাহাড়ে তালেবানী বন্দুকের শাসন টিকিয়ে রাখার চেষ্টা।"

    তাঁর এ বক্তব্যের সাথে আমি একমত। আর এ কারণে বিশেষভাবে হতাশও। ভেবে পাই না, এ অবস্থা থকে আমরা কীভাবে মুক্তি পাব? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে শান্তির ব্যাপারটা কি দিন দিন সোনার হরিণ হয়ে যাচ্ছে না?
  • bok | 98.201.111.24 | ০৯ মে ২০১১ ০০:০০465370
  • 'মহাভারত' লেখাটা বেশ আমেজ তৈরী করেছে | এরকম একটা প্রাচীন মহাকাব্য, যার আজ অব্দি অসংখ্য এডিশন , তাকে এরম জমাটি প্রকাশভঙ্গিতে তুলে ধরাই এক দুরূহ কাজ|
    লেখককে অসংখ্য ধন্যবাদ |
  • Guruchandali | 72.83.97.171 | ০৯ মে ২০১১ ১০:৪৬465371
  • -----------------------------------------------------
    গুরুর দেড়শো বছর উপলক্ষে শুরু হল গুরুর মোচ্ছব। যা কিনা এখন চলতেই থাকবে :)

    আপাতত উঠলো এই দু'খানি লেখা :

    বুলবুলভাজা :
    রবি-কবি ভালো আছেন ?
    লিখেছেন রত্নদীপা ব্যানার্জী

    এই শুভদিনে শুরু হল একটি নতুন বিভাগ, নেট-ঠেক কড়চা :)
    ফেসবুকে গুরুদেব রবীন্দ্রনাথ এবং বিভ্রান্ত এক গুরুভক্ত
    লিখেছেন মুরাদুল ইসলাম
    -------------------------------------------------------
  • kallol | 220.226.209.2 | ০৯ মে ২০১১ ১২:৪১465372
  • রত্নদীপার লেখা পড়ে শিহরিত হচ্ছি। ভালো থাকুন রত্নদীপা। রবিঠাকুরের বেঁচে থাকা না থাকা নিয়ে বিশেষ কথা আছে বলে আমি মনে করি না। শুধু বাঙ্গালীর কাছে নয়, অন্য ভাষাভাষী মানুষের কাছেও বেঁচে আছেন তাঁর সমস্ত সৃষ্টি নিয়ে। এই কিছুদিন আগে গোরা মঞ্চস্থ হলো কানাড়ায়। আমি যেতে পারিনি। গেলেও খুব যে বুঝতাম তা নয়। পরিচালকের সাথে দেখা হয়েছিলো গত কাল। গোরা নিয়ে ওঁর ভাবনা চিন্তা শুনে ভীষণ ভালো লাগলো। এর আগে গোরা সিনেমা, নাটক বা টিভিতে যতোবার দেখেছি ততোবার মনে হয়েছে এ জিনিস বোধহয় দৃশ্য-কথ্য মাধ্যমের নয়। সেটা ওনাকে বলতে উনি বললেন, সকলেই এটাকে গল্প বলে দাঁড় করাতে চেয়েছে। আমার মনে হয়েছে গোটাটাই গোরা নিজের সাথে কথা বলে গেছে। অন্যেরা নিমিত্ত মাত্র। আমি তাই গল্প বলিনি। ইংরাজিতে করার কথা চলছে।
    এর আগে এঁরাই চার অধ্যায় ইংরাজিতে করেছেন। এতো হবেই।
    কিন্তু রত্নদীপার লেখা পড়ে চমকে উঠেছি। তাই যেন হয়। তাই যেন হয়।
  • Anirban Roy Choudhury | 144.191.148.3 | ০৯ মে ২০১১ ১২:৪৪465373
  • ঋতেন মিত্র ও সোমনাথ রায়'এর "বংপুজোর সালতামামি" পড়লাম ...
    প্রথমে পড়তে পড়তে ভাবছিলাম মন্তব্যে - সন্তান দলের যে দেওয়াললিখনগুলো হাওড়া ইস্টিশানের বাইরে দেখতাম - সেটা লিখব ...
    তারপর ভাবলাম লিখব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাদাবিহীন হারা ম্যাচের ইডেনের অভিজ্ঞতাটার কথা ...
    লে হালুয়া - জল তো এক্কেবারে অন্যদিকে গড়ালো শেষে ...
    তাই আমিও বলি - "বাঙালির প্রতি বিসোয়াস হারাবেন না" ;) ;) ;) ...
    লেখা ভীষণ ভালো লেগেছে :) :) :) ...
  • rupankar sarkar | 117.194.239.144 | ০৯ মে ২০১১ ১৪:২১465374
  • বংপুজো - সূর্যিল, বুধিল,বিরোষপোতিল, লেখাটা জম্পেশ, কিন্তু ঐ যে, আগে কেউ রোপ ট্রিক দেখিয়ে গেলে পরের জন দড়ি বেয়ে যতই উঠুক, হাততালি দিতে বড় কষ্ট। তাছাড়া 'কোয়ান্টামের সবুজ পান্না'-র কপিরাইট আনন্দবাজার আগেই কিনে রেখেছে ক'দিন আগে।
  • achintyarup | 59.93.192.52 | ০৯ মে ২০১১ ১৯:৫১465375
  • (ডানদিকে বাংলা নেই, কেন কে জানে) ফেসবুকে রবীন্দ্রনাথ লেখায় লেখক একজনকে মিস করে গেছেন। তার নাম সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর। সে আমার সহকর্মী। বিহার থেকে আসা। ইংরিজিতে বানান লেখে Rabindranath Thakur। কিভাবে তাকে মিস করলেন দেখতে গিয়ে সার্চ মেরে দেখলুম ফেসবুকে তার নামের বানান লেখা Ravi Thakur। নাম নিয়ে তাকে বার বার নানারকম উদ্ভট পরিস্থিতিতে পড়তে হয়েছে।
  • mrinmoy mizan | 117.18.231.18 | ০৯ মে ২০১১ ২১:৩২465376
  • আসাধারন...
  • Anirban Roy Choudhury | 144.191.148.3 | ১০ মে ২০১১ ১২:৪৫465377
  • রত্নদীপার "রবি-কবি ভালো আছেন?" খুব ভালো লাগলো ...
    আসলে কোনো ঐতিহ্য অথবা যেকোনো সংস্কৃতিকে বহমান কালের সাথে ধরে রাখতে চাইলে যেটা আমাদের করা দরকার - সেটা হল আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ক্রিয়াকলাপের সাথে সেটাকে মিশিয়ে দেওয়া |
    তাই কবিগুরুর অনুসারীদের (আমিও ব্যতিক্রম নই) এই সফলতা নি:সন্দেহে একাধারে ঈর্ষনীয় এবং শিক্ষনীয় |
    তাই পঁচিশে কিম্বা বাইশে তো হাভাতে বাঙালি কোনদিন ভুলবে বলে মনে হয় না (যদি না জাপানের তেজস্ক্রিয়তা বাংলায় এসে একটা মাস-alzheimer ক্রিয়েট করে) ...
    এরকম সময় আমাদের দুখুমিঁয়ার দু:ক্ষ'টা বড় বেশি বাজে - বুকের মাঝে ...
    চৌঠা - কতজন যে মনে রেখেছেন সে বিষয়ে আমার বিশেষ সন্দেহ রয়েছে ...
  • I | 14.99.91.95 | ১০ মে ২০১১ ১৩:০৬465378
  • মহাভারতের সঙ্গে ছবিটা ভালো লাগছে না।
  • Guruchandali | 72.83.97.171 | ১০ মে ২০১১ ১৯:১৮465380
  • ----------------------------------------------------
    সংযোজিত হল আরেকটি বুলবুলভাজা :
    শ্রীলংকার জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কি আনন্দ সামারাকুন নন?
    লিখেছেন, মুজিব মেহেদী
    ----------------------------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন