এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guru | 2409:4060:2d16:b7a9:d8e4:e4a0:a083:10ff | ০৭ এপ্রিল ২০২৪ ২২:৩৭522194
  • @সমরেশ বাবু   দুঃখিত আপনার নাম সুমিত করে ফেলেছি l
  • Guru | 2409:4060:2d16:b7a9:d8e4:e4a0:a083:10ff | ০৭ এপ্রিল ২০২৪ ২১:৩২522193
  • @সুমিতবাবু, যাদবপুরে আমার এক দূরসম্পর্কের বোন ইংলিশে মাস্টার্স করছে ওরা গত সপ্তাহে পুরো একদিন অনশন করেছে ওদের ডিপার্টমেন্টে আরো কয়েকজন ছেলেমেয়ের সাথে এই লাদাখ ইস্যু নিয়ে। ওরা বলছে ৩৭০ এর আসল টার্গেট কাশ্মীর উপতক্যা নয় ছিল এই লাদাখ। ওদের বুঝলাম এতো অল্প বয়সে এইসব করে কি হবে তা কে কার কথা শোনে ?? 
  • বকলম -এ অরিত্র | ০৭ এপ্রিল ২০২৪ ১৫:১৮522189
  • গুরুর এই কথাটা ইন্টারেস্টিং — "উনিজি ভোটে ৪০০ পার না করলে তারা কি করবেন ? কাজেই এখন ভরসা EVM"
     
    ইভিএমই কিনা জানি না, সম্ভবত ওটার ভূমিকা আছেই, তবে ভারতে ভোটে বড় কারচুপি হয়েছে (বলেই আমার দৃঢ় বিশ্বাস)। কিন্তু সবাই সঙ্গে সঙ্গে যে ধরে নেন, তাহলে সব ভোটেই হয়েছে হয়তো; তা মনে হয় নয়। আমার ধারণা চেষ্টা থাকে সাধারণ ভাবেই জেতার বা জেতানোর। কিন্তু একান্তই যদি সম্ভব না হয় তাহলে কারচুপি চলে, এবং সেটাও মেপে জুকে। আসলে ভারত এখন ট্রিলিয়ন ডলারের ব্যবসা, তাছাড়া আরও কত ভিশনারির কত ফ্যাসিস্তের কত স্বপ্ন আছে এই দেশ ঘিরে কে জানে। তা কোথাকার ১২০ কোটি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোক সেই সব স্বপ্নের ভাগ্য নির্ধারণ করবে এটা মেনে নেওয়া শক্ত।
  • পাপাঙ্গুল | ০৭ এপ্রিল ২০২৪ ১৪:২১522188
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০১:০৯
     
    বই যেমনই হোক , পড়লে কোনও সময় নষ্ট হয় না
  • পাপাঙ্গুল | ০৭ এপ্রিল ২০২৪ ১৪:২০522187
  • অরিনদা , ফ্রাইডে আইল্যান্ড অমিয়ভূষণ রচনাসমগ্রর চতুর্থ খন্ডে আছে
  • অরিন | 119.224.61.73 | ০৭ এপ্রিল ২০২৪ ১১:২২522185
  • @Guru, 
  • guru | 2409:4060:2d0a:6d99:d1d0:7212:6130:f972 | ০৭ এপ্রিল ২০২৪ ০৯:৩৯522184
  • অরিনবাবুর দেওয়া লেখাটি পড়লাম l বেশ ভালো l তা এখন উনিজির পিছনে এতো সব বড়ো বড়ো শিল্পপতি এতটাকা ঢেলেছেন এখন উনিজি ভোটে ৪০০ পার না করলে তারা কি করবেন ? কাজেই এখন ভরসা EVM
  • kc | 188.236.180.44 | ০৭ এপ্রিল ২০২৪ ০৭:১২522183
  • ইম্প্লিসিট বায়াস নিয়. যদুবাবুর সিনিয়র শ্রী ১০৮চিরন্তনকুন্ডুর খুব সুন্দর বক্কা আছে আইএসআইএর টইতে। 
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০৫:২৩522179
  • হ্যাঁ হ্যাঁ, অনেক সময় সজান্তেও। বেশ একটা মোগাম্বো মোগাম্বো ভাব আসে তো! ঃ-)
  • যদুবাবু | ০৭ এপ্রিল ২০২৪ ০৫:১৫522178
  • হ্যাঁ সে-ই-ই। কিন্তু, "নিজেদের অজান্তে"? কি জানি। আমার মনে হয় সজান্তেই। 

    তবে, ইমপ্লিসিট বায়াস বড়ো বিষম বস্তু। বহু গভীর শিকড়। 
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০৪:২৬522177
  • নিজের অজান্তেই মিসোজিনি কীরকম টসটস করে এঁদের লেখাতে। শব্দেই ঢুকে পড়ে, লেখক বুঝতেও পারেন না। বইও নাকি 'গণভোগ্যা, বহুভোগ্যা'। অদ্ভুত এক অন্ধকার মধ্যযুগ বসে আছে শব্দে শব্দে, পিতৃতন্ত্র টসটস করছে, বুঝতেও পারেন না এঁরা। এতটাই সমাজ-সচল হয়ে আছে জিনিসটা। পুরুষ ভোক্তা আর নারী ভুক্তা, ভোগ্যা। সমানাধিকার-আন্দোলন যতটা কঠিন ভাবা হয়, তার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের সাহিত্য শিল্প এমনকি গান টান পর্যন্ত সংক্রামিত হয়ে আছে মিসোজিনি দ্বারা। অনেক সময়ে অজান্তেই।
  • সুধাংশু শেখর | ০৭ এপ্রিল ২০২৪ ০৩:১৭522176
  • প্রিয় বিষয়ে আলোচনা হচ্ছে দেখি। প্রয়াত অজিত রায়ের একটি লেখা এখানে দিয়ে যাই। বইপোকা গ্রূপে লিখেছিলেন। লিস্ট হিসেবে ভালো ত বটেই, গদ্যকার হিসাবেও জুড়িহীন অজিত। (বড্ড তাড়াতাড়ি চলে গেলেন।)

    ===

    আচ্ছা, আপনিও কি বলতে পারেন, পারেন কি এমন একটিও বইয়ের নাম লিখতে, বাংলা সাহিত্যের মেদভার লাঘব করার মতো একটিরও? বাংলা ভাষার এখনকার বড়-বড় নামচিন লেখকদের হাল সম্পর্কে আপনি নির্ঘাত ওয়াকিবহাল, চারপাশ জুড়ে গ্রামপঞ্চায়েত আর বিডিও অফিসের গণভোগ্য গল্প ডানা বিস্তার করে আছে, সেও আপনার নখদর্পণে। কেবল আমি জানতে চাইছি এমন একটি, দুটি, বা কিছু বইয়ের নাম, যেটি, বা যেগুলো অতীব রহস্যময়ী, হানা দেয়, কাছে টানে, ধর্ষণও করতে পারে, সব একেবারে ভুলিয়ে বাওরাবাতুল করে দিতে পারে, 'রঙ' এমন গাঢ় সারাটা জীবন ধূসর প্রজাপতি চোখের সমুখে ঝুলিয়ে ধরে রেখে দিতে পারে তায়েব মেহতার বন্দী লূলাপের আইকন যেমন! চাদ্ধারের পিঞ্জরে অবয়বহীন অজস্র লোকজন, মাঝখানে বীরবক্র পোজে দাঁড়িয়ে সে ---- রহস্যময়ী, হিরণ্যপ্রভা, নিরাবরণা ---- পরতে পরতে নির্মোচন তার অসৃগ্ধরার, রহস্যময়ীর, বন্দী মহিষিণীর কটিতট ও নৈঃশব্দের যোনিদেশ। তেমন সৃষ্টি কোনও? আসুন, দেখি, আমার বাতায় গুঁজে রাখা দু-একটা খুঁজে বের করতে পারি কিনা (হ্যাঁ, অবশ্যই 'গদ্য' হতে হবে) ! 
     

    ১. 'কপালকুণ্ডলা'
    বাংলা উপন্যাসের পথ-চলার শুরুতেই মাত। প্রথম আঙ্গিক-সজাগতা, কী-লিখবো আর কীভাবে লিখবো-র বেহত্রিণ নমুনা। অননুকরণীয় শব্দকলাপ আর টেক্সট।
    ২. 'পিঞ্জরে বসিয়া শুক'
    অন্য ভাষায়, সম্পূর্ণ অন্য ঢঙে, অন্য গাঁথুনিতে, অলৌকিক আলোর রঙে। আর কোনো বাংলা উপন্যাস এর পাদস্পর্শ করতে পারেনি। প্রুস্তের আয়তন স্রেফ না, এক প্রুস্তীয় আয়োজনও, এযাবৎ অনুচ্ছিষ্ট।
    ৩. 'এখন জীবন অনেক বেশি সতেজ স্বাস্থ্যে ভরা'
    একমাত্র এই লেখকের পক্ষেই সম্ভব ছিল এমত লেখা, তিনিই একমাত্র, ছোট্ট একটি ঝিনুক দিয়ে খোকনবাবুর পুকুর সেঁচে ফেলায় যিনি ছিলেন অমিত এলেমদার।
    ৪. 'খোয়াবনামা'
    নিছক বাস্তবতার রোমান্টিকতা নয়, বাস্তবতার বাস্তবতা। প্রত্যেক মানুষই, মানুষ-বিশ্বাসে বাস্তবতা, বাস্তবতার সূক্ষ্ম লহরী।
    ৫. 'কারুবাসনা'
    জীবনানন্দের এই একটি উপন্যাস, যা খুঁড়লে আরও আরও জীবনানন্দ উদ্ঘাটিত হয়।
    ৬. 'আলালের ঘরের দুলাল'
    বঙ্কিমযুগেরও আগে, সেই কুঁড়ি-ফোটা ময়ূরী সমবয়ঃ যখন, একদম খালিস আঁকাড়া রিয়েলিটি আর ঠকচাচা, আর, ওই অসংলগ্নতা ও অসম্পূর্ণতা, সেই তো প্রকৃত সিদ্ধি!
    ৭. 'হুতোম প্যাঁচার নক্সা'
    ভাষা বা ডিসকোর্স সময়ের বাহক হয়েছে, উঠে এসেছে মানবিক ভূগোল, এমন আর কটা? এ ভাষা বাংলা সাহিত্য ধরে রাখতে পারলে আরও স্প্রেড করত তার বাচ্চাদানি।
    ৮. 'ঢোঁড়াই চরিত মানস'
    বাংলা সাহিত্যে প্রথম প্রান্তশায়ী সমাজের এমন উজ্জ্বল প্রতিবেদন, আর্থ-সামাজিক চালচিত্রের সমীকরণ, একালের এনকোর রামকথা।
    ৯. 'ফ্রাইডে আইল্যান্ড অথবা নরমাংসভক্ষণ ও তাহার পর'
    চালু দাঁড়ার প্রথাবহির্ভুত উপন্যাসের গৎ থেকেও এটমিক দূরত্বে, ঠাহর হয় বুঝি বিদেশি। 'গড় শ্রীখণ্ড' 'মধু সাধুখাঁ, এমনকি 'রাজনগর' আর 'মহিষকুড়ার উপকথা'কে মনে রেখেও, আমি এই বইটির কথাই বলবার মতো মনে করলাম।
    ১০. 'তিতাস একটি নদীর নাম'
    মাটির মানুষ, মাটিঘেঁষা, মাটির সুগন্ধী গায়ে মেখে, প্রকৃত নয় হয়ত, কিন্তু যথার্থ একখানি।
    ১১. 'চাঁদের অমাবস্যা'
    ফরাসি গন্ধেভরা, ওয়ালীউল্লাহর একেবারে সুররিয়ালিস্ট স্প্রে, বাংলা সাহিত্যে।
    ১২. 'অসাধু সিদ্ধার্থ'
    লেখকের অন্তর্ভেদী অন্তর্দৃষ্টির এক বেপোট পৃথিবী, বাংলা উপন্যাস সাহিত্যের অন্তঃপুর আর বৃদ্ধা বেশ্যার শয্যা-সাথী, পাপ-পুণ্যের গণিতের বাইরে এক লাজবাব উপন্যাস।
    ১৩. 'স্বপনের ম্যাজিক রিয়ালিটি'
    এক অবসকিওর লেখক, দীর্ঘ ও বিভ্রান্তিকর উন্মাদনার ঘোর কাটিয়ে ফিরে এলেন নতুন উদ্যমে, জীবনানন্দের লাইন তুলে এনে লিখলেন তৃতীয়-চতুর্থ-আরো সব আন্তর্জাতিক গ’ড়ে-ভেঙে-গড়ে দীপ্তিমান কৃষিজাত জাতক মানব, মহান সিংহও আসে যায় অনুভাবনায় স্নিগ্ধ হয়ে। অন্য এক তুঙ্গ, অন্য ভুবন, অন্য রবিন্দ্রীয়।
    ১৪. 'মফঃস্বলী বৃত্তান্ত'
    লেখক, তাঁর স্থানকাল-ধৃত মানুষ, সাধারণ এক আমি আদমি বাংলা গদ্যসাহিত্যে গালিচা জুড়ে পেচ্ছাব করে যাচ্ছে, শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য, সমগ্র ডিসকোর্স জুড়ে প্রস্রাব করে যাচ্ছে, ওঃ, ভাবা যায় না!
    ১৫. 'রহু চণ্ডালের হাড়'
    অভিজিৎ সেনের বিষয়বস্তুর অভিনত্ব ও গূঢ় গবেষণা। বাজিকর মাত্রেই জানে রহু চণ্ডালের হাড় কথাটাই ঐন্দ্রজালিক, বুজরুকি। তবুও যাযাবর বাজিকররা আজও খুঁজে ফেরে তাদের বীজপুরুষ রহু চণ্ডালের হাড়।
    ১৬. 'চতুস্কোণ'
    পদ্মানদী বা পুতুলনাচ-কেও ছড়িয়ে যাওয়া উপন্যাস, পাশে বসার যোগ্য শুধু 'অহিংসা'র।

    এতদ্ব্যতিরিক্ত, রবীন্দ্রনাথের গান আর কিছু প্রবন্ধ অবশ্যই এই সূচিতে ঢুকতে পারতো। বঙ্কিমের অন্তত রজনী, কৃষ্ণকান্তের উইল। পারতো 'পদ্মা নদীর মাঝি', এমনকি 'পুতুলনাচের ইতিকথা'ও, ধূর্জটিপ্রসাদের 'অন্তঃশীলা', বিভূতিবাবুর 'আরণ্যক', অমিয়ভূষণের 'রামী রজকিনী', তেমনি, অতি সম্প্রতিকালে শাহজাদ ফিরদাউসের 'ব্যাস', লোকনাথ ভট্টাচার্যর 'বাবুঘাটের সোনালী মাছ', নবারুণ ভট্টাচার্যর 'হারবার্ট', মলয় রায়চৌধুরীর 'নামগন্ধ', দেবজ্যোতি রায়ের 'নরকের থেকে এক টুকরো অনির্বচনীয় মেঘ', অরূপরতন বসুর বইটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, হয়ত সুবিমল মিশ্রর একটি, শুভংকর গুহর 'বিয়োর', রণবীর পুরকায়স্থর 'সুরমা গাঙর পানি', অর্জুন বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্কিমচন্দ্র' এবং আরও কেউ কেউ নিশ্চিত বাদ পড়ে গেলেন, এই বইগুলোও কালের দহেলিজে ইতিমধ্যেই টোকা দিয়েছে, নিঃসন্দেহে। আর, কী বলি, জিব কেটেই বলি, একেবারে শেষের দিকে হয়ত আমারও অন্তত একটি বই জুড়ে দেওয়া যেত, কিন্তু নিজের অপ্রতিহত ব্যর্থতা আমারই শরণে থাক।

    আমি যে কাল্ট-এর লেখক, বহুভোগ্যা বা গণভোগ্যা বই আমায় বিশেষ টানে না। কিন্তু তার অর্থ এই নয় যে বহুপঠিত বই মাত্রেই ঝুল। বরং এ বিষয়ে আমার একটা সুনির্জন ভাবনা আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছবিটিও বারম্বার দেখলে তাতে আমাদের দৃষ্টি-গ্রহণ লেগে যায়। একটি ভালো লাগা বইয়ের ক্ষেত্রেও অমনটি হতে পারে। হয়ই। একসময় বিবমিষা জাগে, এমনও দেখা গেছে, সেই বইটিই তখন রদ্দির ভাওয়ে বেচে দিয়ে খালাস পেতে চাই আমরা। বহুপাঠে বইয়ের অভিপ্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে, তার স্রষ্টাও বিপন্ন হয়ে উঠতে পারেন। প্রথা-বহির্ভুত ভালো বই সাধারণ্যে প্রশংসা কুড়োতে থাকলে তার নন্দনতা মার খায়-ই। যে লেখক তাঁর সৃষ্টি বা রচনা মারফৎ পাঠকের সংবেদনকে একদিন নানান মাত্রায় উদ্ভাসিত রেখেছিলেন, তিনি আজ নিজেই উদ্ভিন্ন আর নিস্তেজ। এরপর সেই সৃষ্টিশীল ব্যতিক্রমী লেখকের জীবনেও নেমে আসে পুনরাবৃত্তির কালো গাদ, সেই গাদ গড়িয়ে গড়িয়ে লেখককে ক্রমশ কবরের দিকে নিয়ে যায়। সুনীল আলোয় চতুর্দিক ঢাকা পড়ে, পাঠকের আবার গড্ডালিকা যাত্রা শুরু হয়।
  • অরিন | 119.224.61.73 | ০৭ এপ্রিল ২০২৪ ০১:৫৪522175
  • দেখলাম, অসংখ্য ধন্যবাদ যদুবাবু!
  • যদুবাবু | ০৭ এপ্রিল ২০২৪ ০১:৫১522174
  • অরিনদা, ইমেল করে দিলাম। 
  • Arindam Basu | ০৭ এপ্রিল ২০২৪ ০১:৩৮522172
  • পাপাঙ্গুল, যদুবাবু, ফ্রাইডে আইল্যাণ্ডের অনলাইন ভার্সন কোথাও আছে? 
    অমিয়ভূষণের রচনাবলী দেখলাম পাঁচ খণ্ডে পাওয়াযায়, তার কোনটার মধ্যে ফ্রাইডে আইল্যাণ্ড?
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০১:০৯522171
  • ঈশ, এতকাল কীসব ফাল্তু জিনিস পড়ে সময় ইয়ে করলাম। ঢোঁড়াইচরিতমানস শুরু করেই মনে হল। এতকাল কেন পড়িনি? পাই নি তা তো উত্তর না, খুঁজলেই তো পেতাম!
  • পাপাঙ্গুল | ০৭ এপ্রিল ২০২৪ ০১:০৩522170
  • যদুবাবু , ফ্রাইডে আইল্যান্ড রেকো করার জন্য ধন্যবাদ। পড়ে ফেললাম। অমিয়ভূষণের লেখায় ঔপনিবেশিকতা এমনিতেই একটা বড় থিম। এই বইতে আরো ভাল করে ধরা পড়েছে।
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:৪৯522169
  • ভারতবর্ষের প্রাণকেন্দ্রই হল ধর্ম। সে যে ধর্মই হোক। বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি ওই হেলমেট-প্যাড, জীবিকার দরকারে পরে নিয়ে কাজ করা, কাজ ফুরালে সব খুলে হাঁফ ছেড়ে মন্ত্র তন্ত্র পুজো আচ্চা উপাসনা জবার মালা গ্রহ-আংটি গুরু মহারাজ ইত্যাদি প্রভৃতি।
    এমনকি দশ-পনেরো বছর আগেও যাঁরা নাস্তিক্যবাদ চার্বাক দর্শন পদযাত্রা জনবিজ্ঞান জাঠা ইত্যাদি করতেন, এখন দেখি রীতিমতন মঠে দীক্ষা নিয়ে মহারাজদের বা মাতাজীদের কাছে নিয়মিত উপদেশ নিতে যান।
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:২৮522168
  • তাহলে তো পাবোই। থ্যাংকু। 
  • r2h | 165.1.200.98 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:২১522167
  • অমৃতা রায় বিজেপি প্রার্থী দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। গত দুয়েক সপ্তাহে সব বাংলা কাগজেই মোটামুটি ছিল।
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:১৩522166
  • হুতো, অনেক ধন্যবাদ। কিছুটা বুঝলাম। অমৃতা রায় টা কে? কৃষ্ণচন্দ্রের কোনো তস্য তস্য নাতনি? উনিজির সঙ্গে কী কথোপকথন হল? (আমি সোশাল মিডিয়ায় যতটুকু যা আভাস টাভাস পাই খবরের, বাকী খবর পাই না। একটু ক্ষমাসুন্দর চোখে দেখবেন। 'কিছু তার দেখি আঁকা কিছু পাই অনুভবে' র কেস। ঃ-) )
  • r2h | 165.1.200.98 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:১১522165
  • তাহলে কী হত?
  • &/ | 151.141.85.8 | ০৭ এপ্রিল ২০২৪ ০০:০৭522164
  • আহা আজ যদি নারায়ণ সান্যালমশাই থাকতেন!
  • r2h | 165.1.200.98 | ০৬ এপ্রিল ২০২৪ ২৩:৩১522163
    • &/ | ০৬ এপ্রিল ২০২৪ ২২:৪৫
    • রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে প্রচুর হৈ হুল্লোড় হচ্ছে সোশাল মিডিয়ায়। একদল নিন্দা করে ধুয়ে দিচ্ছে, অন্যদল প্রশংসা করে গাছে তুলছে। এরকম এতকাল বাদে হঠাৎ করে ভদ্রলোকের এরকম 'সৌভাগ্য' হল কেন?
     
    সিরাজউদ্দৌলা, কোম্পানীর শাসন ও তার সঙ্গে জড়িত লোকজন কোনদিনই পুরোপুরি অপ্রাসঙ্গিক হননি, তাই ব্যাপারটাকে হঠাৎ বলা মুশকিল।
    তবে সাম্প্রতিক আলোচনা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে নরেন্দ্র মোদির কথোপকথনের কারনে। এই নিয়ে গুগল করলে বিস্তারিত পাবেন। গুরুর পাতায়ও বোধহয় টুকটাক লেখা হয়েছে।
  • দীপ | 42.110.139.157 | ০৬ এপ্রিল ২০২৪ ২২:৫৭522162
  • মহান রাজনৈতিক নেতাদের তরজার কারণে।
    একদিকে রামের পাঁঠা, অন্যদিকে বামের পাঁঠা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত