এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৮৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৬:৩৬443797
  • আর হ্যাঁ, দ্বিচারিতা!
    মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠার আবাজে কলকাতা কম্পমান করে তসলিমাকে কলকাতা ছাড়তে বাধ্য করা।
    কেরালায় একই দোষে পার্টি একজন কে সাজা দেয়, অন্যরা পার পেয়ে যায়।

  • Rajdeep | 202.79.203.59 | ২২ মার্চ ২০১০ ১৬:৩৭443798
  • ঈশপের গপ্পো , শাঁখের করাত ইত্যাদি ইত্যাদি :-)
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৬:৪৭443799
  • একটু ভালো করে মন দিয়ে পড়ুন ভাই। ওটা সুকুমার রায় হবেন কেন?
    ""আমি আছি গিন্নি আছেন/আছেন আমার নয় ছেলে(মোটা ও বড় হরফ)"" - সত্যজিতেরা নয় ভাই!!! এমন তথ্য জানা নাই!!!!
    ঐ নয় ছেলের মতই পাঁচ সিপিএম। কিন্তু অবশ্যই অবশ্যই নিন্দার।
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১৬:৪৮443800
  • ইসে কল্লোলদা, বন্দুকে নিরোধ, গুলি তে নয় :) প্রমদবাবু বলেছিলেন বোধয়।

    সে যখন নক্সালরা আজকের মাওবাদীদের রোলটা নিয়েছিলেন, তখনকার কথা, পাড়ায় পাড়ায় সিপিএমের কর্মী সমর্থকরা নক্সাল আর কংশালদের হাতে যখন খুন হচ্ছিলেন, তখনকার কথা।
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৬:৫১443802
  • আর ইয়ে, দু:সময় একটা ননসেন্স সাহিত্য/নাটক সেটা জানা ছিলো না।
    কি সব যুক্তি দিচ্ছেন!! দু:সময়ে যা যা লিখেছেন বুদ্ধ, সেগুলো-ও কি আত্মসমালোচনা মোডে?
    আমার দুটো ন্যাজ আছে। এটা আমার আর একটা আত্মসমালোচনা।
  • Blank | 170.153.65.102 | ২২ মার্চ ২০১০ ১৬:৫১443801
  • ভাগ্যিস হুসেন কোলকেতায় থাকতো না ... তাইলে ফের মহাশ্বেতা থেকে অপর্না কান্নাকাটি শুরু করে দিতেন
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১৬:৫২443803
  • আর কল্লোলদা, নিন্দা করলেন কিনা তার থেকেও বড় কথা হল, এই কসু ওপেনলি মঞ্চে দাঁড়িয়ে এরকম ঘোষনা করলেন, তাঁর ফলোয়ার দিদির ভাইয়েরা ওনার কথা শুনে সেই কাজে হাত দিল, সিপিএম খুন হলো, হচ্ছে, তখন আবার অন্য কথা কেন?

    দ্বিচারিতা নয়?

    উনি তো একবারের জন্যেও ওই কথা বলার জন্যে এখনো ভূল স্বীকার করেননি!!
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৭:০০443804
  • ব্ল্যাঙ্ক - হুসেন কলকাতায় না থাকলেও হুসেনের সাথে বিজেপি-বজরং দল যা করেছে, তার জন্য তো সিপিওএমও কেঁদেছে। কি? ভুল করেছে?
    কিন্তু তসলিমা??? দ্বিচারিতা??

    এসবি - তার মনে প্রমোদবাবু চেয়েছিলেন নকশালদের হত্যা করা হোক। যেমন সুমন চেয়েছিলেন। সেদিনের সিপিএম পায়ে চটি পড়ে পুলিশ সেজে মানুষ মারছিলো, যেমন ৭০-৭২-এ কংগ্রেসীরা করেছিলো। তাই হয়তো সুমন চেয়েছিলেন। তবুও তবুও সেদিনের প্রমোদ বাবু আর নন্দীগ্রাম পরবর্তী সুমনের জন্য নিন্দা। সেদিনের নকশালদের, আর সেদিনের কংগ্রেসীদের জন্য নিন্দা।
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৭:১৪443805
  • প্রমোদবাবুও ভুল স্বীকার করেননি।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৭:৩৪443807
  • প্রমোদবাবুর ভুল স্বীকার না করাটাকে কি কল্লোলবাবু ঠিক মনে করেন?
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৭:৪১443808
  • প্রমোদবাবুর ভুল স্বীকার না করাকে আমি ঠিক মনে করি না। যেমন সুমনের সিপিএম মারার কথাও আমি ঠিক মনে করিনা। দুটোকেই নিন্দা করি।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৭:৫৩443809
  • সুমনের মেরুদন্ড আছে বলে তিনি ""অন্যায়ের"" প্রতিবাদ করেন (11:58 AM) কিন্তু সিপিএম দের খুন করার জন্য আহ্বান জানান।

    মাসুম সিপিএমের ক্যাডার হত্যার প্রতিবাদ জানায়না, তবু তার সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ নিজেকে নিরপেক্ষ মানবাধিকার কর্মী হিসেবে প্রচার করেন।

    এর চাইতে সেই তৈলাক্ত বাঁশে বাঁদর ওঠা নামার অঙ্কটা বেশী সহজ ছিল....
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১৭:৫৭443810
  • কাকাবাবুকে কালো অ্যাম্বাসেডারের জন্যে ভূল স্বীকার করতে হবে না? (ইসে মানে এই অভিযোগটা কোন কোন অতিবাম করে থাকেন)

    দেখুন কল্লোলদা, কি লাভ এতে? এই Quote-ঈশ্বর রাও যদি জীবন সায়াহ্নে ভূল স্বীকারও করেন, তাতে কী আসে যায়? ততদিনে অনেক মানুষ মারা গেছেন এনাদের হাতে। আবার হয়ত সেইসময়ে অন্য কোন Quote-ঈশ্বর রাও হত্যালীলায় মেতে উঠেছে।

    যেটা উচিত ছিল এই ভূল লাইনটার তীব্র বিরোধিতায় নামার, সেতো আর সুমন মহাশ্বেতা নামেননি। সেসব করলে তারপর ওনাদের কথা বার্তা শোনা যেত।

    এই ভূল লাইনটা বাম অন্দোলনের অনেক ক্ষতি করেছে, আজ ও করছে। তাই ওনাদের বাম অন্দোলনের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১৭:৫৯443811
  • শুধু তাইই নয়, উল্টে সিপিএম মারার উস্কানি দিয়েছেন কসু!
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৮:১৩443812
  • পিটি - মাসুম সিপিএম হত্যার প্রতিবাদ করেনি ভুল করেছে। সেটা বলার মতো সততা আছে। তাই বলেছি। নিজেকে আর প্রমাণ-টমাণ করার কিছু নেই। নিজের কাছে সৎ থাকার চেষ্টা করি।

    এসবি - সেতো সবসময়েই সত্যি। ভুল করে ভুল স্বীকার করলে তো ভুলের ফলে যে ক্ষতি হয়ে যায় তার তো পূরণ হয় না। তাহলে কি করবে মানুষ? ভুল করবে না?

    আসলে যেটা উচিত - সেটা হলো দুই লাইনের লড়াই চললে দুটো লাইনকেই প্রকটিসে যেতে দেওয়া। সেটা তো আর কমুনিষ্ট পার্টিগুলো কোনকালেই করবে না। সেখানে তো সংখ্যালঘুর কথা মানা হবে না। অন্য পার্টিগুলোর কথা ধরছি না, তাদের তো ভুল স্বীকার করার প্রক্রিয়াটাই নেই।

    কিন্তু প্রশ্ন হলো ভুল লাইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথাতো সিপিএমএর। তারা সেটা করতে ব্যর্থ কেন? কেন মমতার কথায় লোক নাচছে? কেন মাওবাদীরা আদিবাসীদের আশ্রয় পাচ্ছে? কি করে ছত্রধরএর পাশে এতো মানুষ জড়ো হলো? কেন এতোকালের বাম বন্ধুরা বিমুখ হলো?

    সুমন-মহাশ্বেতা মিলে একটা রাজনৈতিক-দার্শনিক লড়াই তুলে আনবে, আশা করাটা বাড়াবাড়ি নয়?
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৮:৪৩443813
  • সুমন-মহাশ্বেতা যদি কোন রাজনৈতিক-দার্শনিক লড়াই তুলে আনতে নাই পারলেন তাহলে তাঁরা পাবলিক ফোরামে এত কথা বলছেনই বা কেন? আমার কৈশোরে মহাশ্বেতা এত কথা না বলে শুধু কলমের জোরে ""উলগুলানের শেষ নাই"" বা দোপদি মেঝেনের উলঙ্গ শরীরের প্রতিবাদের ভাষা সকলের ভিতরে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তিনি কেন এই নোংরা রাজনীতির আবর্তে নিজেকে নিক্ষেপ করলেন? সুমন সম্পর্কে কিছু বলার নেই -- রাজনীতিতে তিনি যেটা করছেন সেটা ধান্দাবাজী এবং সিপিএমের ওপর তাঁর ব্যক্তিগত ক্রোধের বহি:প্রকাশ ছাড়া আর কিছুই নয়।
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১৮:৪৯443814
  • ভূল লাইনের বিরুদ্ধে তো ইডিওলজিকাল লড়াই হচ্ছে, কালকে পাঁচজন সিপিএম খুন করার কথা বলে বাহবা পাওয়া কসু আজ অন্য কথা বলছেন কেন ভেবে দেখেছেন?

    লালগড়েও কি লড়াই হচ্ছে না? সবাই Quote-ঈশ্বর আর ছত্রধরের সাথে আছেন নাকি মনে হয় আপনার? তথাকথিত গণ মিলিশিয়া আজ গণ বিচ্ছিন্ন হয়ে পরছে কেন?

    আমি শুধুই বলতে চাইছিলাম সুমন-মহাশ্বেতা কে ভগবান রূপে পূজা করতে কোথায় আটকাচ্ছে!

    যাগ্গে, এই যে আপনিও সুমন-মহাশ্বেতাকে বাড়াবাড়ি গুরুঙ্কÄ দিতে নারাজ এটাই কি কম পাওনা? :)
  • kallol | 115.184.3.42 | ২২ মার্চ ২০১০ ২০:৫৬443815
  • পিটি - তাহলে তো সবার আগে সিপিএমএর পার্টি হিসাবেই চুপ করে যাবার কথা। ৩২ বছর শাসন ক্ষমতায় থাকার পর এই দশা!! মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।
    তাহলে তো, সমাজতন্ত্রের বিশ্বজোড়া ব্যর্থতার পর, আর কোন কমিউনিষ্ট পার্টির কোন কথা বলার অধিকারই থাকে না। তাই কি?
    সুমন, মহাশ্বেতা, জয়, বিভাস এরা শিল্পী হিসাবে বড়। তাই বলে এরা রবীন্দ্রনাথ বা রঁল্যা নন যে নিজেরাই একটা দর্শনকে তুলে আনবেন। সেই লড়াইটা যাদের লড়ার কথা তারা ভোটের বাইরে কিছু দেখতে পান না। দর্শন-টর্শন তো আজকাল অন্য গ্রহের বিষয় হয়ে গেছে।
    এই যে কমিউনিষ্ট পার্টি আজ ভারতে স্রেফ আর একটা পার্টি হয়ে গেছে, তার দায় স্বীকার করেন? আপনি পারবেন না, কারন আপনার মাথায় শিকল আছে।

    সিপিএমএর বিকল্প আজ মমতা। এটা সিপিএমএর কতো বড় পরাজয়, সেটা বোঝার মতো মনন আছে?

    এসবি - না দু:খিত। লালগড়ে কোন লড়াই হচ্ছে না। যেটা হচ্ছে সেটা পাতি মারপিট। মারপিট আর লড়াইয়ের তফাৎ তুমি বুঝবে, তাই তোমায় বলা। মাওবাদীদের গোটাটাই মারপিট - কিন্তু মারপিটে বিশ্বাস করে মারপিট করে ওরা। সিপিএমএর আর আজকে সেই বিশ্বাসের জোরটাই নেই। সিপিএম আর বিশ্বাস করে না যে জনগণতান্ত্রিক বিপ্লব হবে, কিন্তু বলে যেতে হয়, যেতেই হয়। এই যে যা বিশ্বাস করি না, তাই বলতে হয়, এটা শেষ করে দেয়। তাই কোন রাজনৈতিক লড়াই করার জায়গাতে সিপিএম আজ নেই।
    তাই সুমন মহাশ্বেতাদের দিকে আঙ্গুল না তুলে - মেঘে ঢাকা তারার বিজনদার মতো I accuse you বলে নিজের বুকেই আঙ্গুল ঠেকানোর কাজটা করতে পারলে কিছু কাজ হয়। তোমার লেখাগুলো পড়ে মনে হয়েছে এই কথাগুলো তোমাকে বলা যায়। তাই............
  • PT | 203.110.243.21 | ২২ মার্চ ২০১০ ২১:২২443816
  • এইবারে রাগ করে কল্লোলবাবু শালীনতার লক্ষণরেখা পেড়িয়ে যাচ্ছেন। আমার মাথায় শিকল পড়ানো আছে তিনি কি করে জানলেন কে জানে!! তিনি সিপিএম বিরোধীতার মৌলবাদী চশমা চোখে লাগিয়ে কিছুতেই বুঝতে পারছেন না যে সুমন-মহাশ্বেতারা তৃণমুলের সঙ্গে ঘনিষ্ঠতা না করেও সিপিএমের গুষ্টির তুষ্টি করতে পারতেন। তাতে দুজনেরই সম্মান বাড়ত বই কমত না।

    অনেক দিন প: বঙ্গের বাইরে যারা থাকেন তাঁদের যে এখানকার ground reality সম্পর্কে ধারণা খুব কম সেটা বোঝা যাচ্ছে। যিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে একজন লেখিকা আর গায়ককে একাসনে বসিয়ে তুলনা করেন তাঁর রাজনৈতিক বোধশক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করার সময় এসেছে। হাজার দোষ থাকলেও কয়েক বছর বাদে বাদেই একটা রাজনৈতিক দলকে মানুষের কাছে যেতে হয় তাদের মতামত জানার জন্য। সকল পকাবু এবং অসংখ্য স্বঘোষিত মানবাধিকার কর্মীরা সারাজীবন ভাট বকে যেতে পারেন কারো কোন মতামতের তোয়াক্কা না করেই।
  • aka | 168.26.215.13 | ২২ মার্চ ২০১০ ২১:৪০443818
  • পিটি একটা প্রস্তাব দিই। আপনি প:ব:য়েই আছেন আবার পকাবুরাও প:ব:য়েই আছেন। তা পুরো ব্যপারটা প:ব:য়ে প:ব:য়ে মিটিয়ে নিলে হত না। ধরুন আপনি ওনাদের ইমেল আইডি যোগাড় করে তেড়ে গাল দিলেন। ইমেল আইডি পাওয়া না গেলে ওনাদের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রইলেন। সেও না হলে আবাপতে চিঠি লিখলেন। যাদের উদ্দেশ্যে লেখা তাঁরা কেউই গুরু পড়ে না। ঠিক জানি না, তবে পড়লে এতদিনে নিশ্চয়ই জানা যেত। তাই এখানে পকাবুদের গালিগুলো অপাত্রে দান হয়ে যাচ্ছে না, ভেবে দেখুন।
  • aka | 168.26.215.13 | ২২ মার্চ ২০১০ ২১:৫১443819
  • পকাবুদের বলে কি হবে? এই ধরুন আপনি কি আর সিপিএম সমর্থন ছেড়ে পকাবুদের গালি দিচ্ছেন? ওনারাও তো মানুষ আসলে, আপনারই মতন। আপনি সিপিএমকে সমর্থন করে পকাবুদের গালি দেন, আর ওনারা তৃণমূলকে সমর্থন করে সিপিএমকে গালি দেয়। পার্থক্য নাই, একটুও। হ্যাঁ ওনারা সিপিএম ছেড়ে দিয়েছেন সেই রাগ থাকতেই পারে। সেটা বোঝা যায় পোস্কার।
  • kallol | 115.184.51.179 | ২২ মার্চ ২০১০ ২২:০৯443820
  • পিটি, দু:খিত। আপনার মাথায় শিকল নেই। মগজে কার্ফু। বাংলা যে বোঝেন না সেটা আমারই বোঝা উচিৎ ছিলো। আমি ওদের (সুমন, মহাশ্বেতা) সাথে একটা দলের তুলনা তো করিই নি বরং বলেছি রাজনৈতিক-দার্শনিক লড়াই করাটা ওদের সাধ্যের বাইরে। ওরা আর যাই হোন রবীন্দ্রনাথ বা রঁল্যা নন।
    যাকগে, আপনার সাথে তর্ক করাটা, আমার পোষাবে না। মাইরী, তক্কেরও মানে বই লিখতে হবে। কি অবস্থা।

    এসবি - তোমার জবাবের আশায় আছি।
  • kd | 59.93.211.250 | ২২ মার্চ ২০১০ ২২:৫৩443821
  • এই রে আকা! তুমিও শালীনতার লক্ষণরেখা 'পেড়িয়ে' গেলে! তুমি PTকে দুম করে 'মানুষ' বলে দিলে! ছি ছি! উনি তো 'সিপিএম', আর আমরা সকলেই ওনার কাছে এতদিনে নিশ্চয়ই শিখেছি যে, 'সিপিএম' মানেই 'মহামানব'!
    :)
  • nyara | 203.83.248.37 | ২২ মার্চ ২০১০ ২২:৫৭443822
  • তার ওপর সাবধান-বিশ্রামবাবুকে বলেছে উনি নাকি পকাবুদের গালি দেন। কী স্পর্ধা। গালি দেয় অন্যে, সিপিয়েমকে। সাবিবাবুরা শুধু সত্যি কথা বলেন। মোলায়েম করে, চন্দনে চুবিয়ে।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ২২:৫৯443823
  • অসহিষ্ণুতা এবং ফ্যাসিজিম যে মানবাধীকার কর্মীর মুখোশ পরেও আসতে পারে সেটা বোঝা যাচ্ছে। হাজার তর্কের পরেও এঁরা যে যেকোন বাহানাতে মমতাকেই সমর্থন করবেন সেটাও পরিষ্কার!!
  • Samik | 122.162.75.221 | ২৩ মার্চ ২০১০ ০০:২৩443824
  • আরিত্তারা! বেশ জমেছে! ফ্যাসিজম, বুর্জোয়া, পেটি, মৌলবাদীর চশমা, ... এইসব শব্দবন্ধ ছাড়া সিপিয়েমের তরজা জমে? না জমেছে কোনওদিন?

    আমি ঘুমুতে যাই।
  • kallol | 115.184.0.158 | ২৩ মার্চ ২০১০ ০০:৩১443825
  • সাবধান!!!! বাব্বা!! বিশ্রামে যাই........
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ০৭:২১443826
  • এই ফোরামে একজন গুপী আছে। সেই গুপীকে চেপে ধরলেই একজন বাঘা এসে তার হয়ে সাফাই গাইতে থাকে। যারা রাজনৈতিক দলের দলতন্ত্রের বিরুদ্ধে এখানে বিষোদগার করে তারাই দেখছি এই তথাকথিত স্বাধীন মতদানের ফোরামে প্রচ্ছন্ন দলবাজী কায়েম রেখেছে!!
  • kallol | 115.184.4.3 | ২৩ মার্চ ২০১০ ০৭:৩৪443827
  • কেন ভাই ? কেউ কি আপনার গুরুত্বপূর্ণ পোষ্ট উড়িয়ে দিয়েছে? বা পোষ্ট করতে গেলে হাত চেপে ধরেছে ?
    বেশ তো পকাবু, ফ্যাসীজম (ওটা বোধহয় আধা ফ্যাসীজম হবে, তাই না?), স্বঘোষিত, ভাট, গুপী-বাঘা, দলতান্ত্রিক বলে গাল পাড়েন, কেউ কি মানা করে ?
    যাগ্গে। সাবধান হয়ে বিশ্রাম।
  • aka | 24.42.203.194 | ২৩ মার্চ ২০১০ ০৮:০৫443829
  • প্রশ্ন আছে, গুপী বাঘা নয় বোঝা গেল, হীরকের রাজাটি কে? আর বরফি? বরফি আমার অলটাইম ফেভ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন