![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
ফেক আইডি
আহমেদ খান হীরক
প্রোফাইল দেখেই বোঝা যায় আইডিটি ফেক। কী যে উল্টাপাল্টা লেখা আছে তার ভেতর। আর নামটা কী বাহারি--নীল অপরাজিতা। থ্রিডি কোনো এক অ্যানিমেশনের মুখ তাতে। মুখটা সুন্দর অবশ্য। সুন্দর। বেশ সুন্দর। তাই কথা হয় আমাদের। ছোট ছোট শব্দে। ম্যাসেঞ্জারে। নিজেদের কথা লিখি। লিখি কী কী ভাল্লাগে না আর! লিখি চলে যাবো গ্রামে। লিখি বেতন আটকে আছে অফিসে।
একদিন ফোন হয়—ম্যাসেঞ্জারে। ওপারে পুরুষ কণ্ঠ। ওপারে ফিসফিস ভীতি। আমি ফোন রেখে দিই—জানি, জানতাম, তবু কষ্ট হয়।
আমি অন্য আইডিতে ঘুরি। আসল আসল আইডিতে ঘুরি। সবকেই ফেক মনে হয়। প্রতিটা প্রোফাইলে মনে হয় মুখোশ সাঁটা। আমি কাউকেই আর কল দিই না।
আমি অনেক দিন নিঃসঙ্গ ঘুমাই। তারপর এক দিন কল দিই ম্যাসেঞ্জারে। বলি, চলো দেখা করি নীল!
442
বার পঠিত (সেপ্টেম্বর ২০১৮ থেকে)
কোন বিভাগের লেখাঃ
![]() ![]() ![]() |
শেয়ার করুন |
আপনার মতামত দেবার জন্য নিচের যেকোনো একটি লিংকে ক্লিক করুন