বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[38297]  [38296]  [38295]  [38294]  [38293]  [38292]  [38291]  [38290]  [38289]  [38288]  [38287]  [38286]  [38285]  [38284]  [38283]  [38282]  [38281]  [38280]  [38279]  [38278]  [38277]  [38276]  [38275]  [38274]  [38273]  [38272]  [38271]  [38270]  [38269]  [38268]  [38267] 

name:  dc               mail:                 country:                

IP Address : 132.174.89.28 (*)          Date:10 Nov 2017 -- 10:00 AM

আর রোবুবাবুর গপ্পোটা পড়ে একপেট হেসেও নিলাম।


name:  সিকি               mail:                 country:                

IP Address : 158.168.40.123 (*)          Date:10 Nov 2017 -- 09:59 AM

হ্যাঁ, ঔধের শেষ বংশধর একজন ভিখারির মত অবস্থায় মারা গেলেন দিল্লির এক অ্যাবান্ডনড কেল্লায়। পরশুদিন। অসীম বৈভবে কাটিয়েছিলেন জীবন যৌবন।

:)

আর পাইকে যেটা বলার ছিল - মঈনুদ্দিন চিস্তি, নিজামুদ্দিন, সেলিম চিস্তি - এঁরা খ্বাজা। খাজা নন। খ্বাজা মানে সন্ত। সুফী সাধক।

খাজা খারাপ অর্থে কীভাবে আসে - জানি না। জানতে ইচ্ছুক। পুরীর খাজা অবশ্য খেতে খুব ভালো হয় না। একটা দুটো খাওয়া যায়, তারপরে নয়।


name:  গোমড়াথেরিয়াম               mail:                 country:                

IP Address : 127.194.28.227 (*)          Date:10 Nov 2017 -- 09:56 AM

এই কয়েকবছরে তো সিকি মানুষ হল।


name:  Du               mail:                 country:                

IP Address : 57.184.42.117 (*)          Date:10 Nov 2017 -- 09:54 AM

দিল্লীতেই পোড়ো কেল্লায় ৩০ বছর থেকে মারা যায় ঔধের শেষ(?) বংশধর। কি অদ্ভুত সত্যি গল্প!!


name:  dc               mail:                 country:                

IP Address : 132.174.89.28 (*)          Date:10 Nov 2017 -- 09:50 AM

ইয়ে, পাই ম্যাডামের মতো বলতে হয় আমারও কোন জায়গাই খারাপ লাগে না, সব জায়গারই কিছু না কিছু ভালো লাগে। বিশেষ করে খাবার, যেকোন জায়গাতেই গেলে সেখানকার খাবার চেখে দেখতে ভাল্লাগে, তার মধ্যে একটা দুটো আইটেম আবার খেতে ইচ্ছে করে। রসম থেকে অক্টোপাস, এমনকি রসমে অক্টোপাস চুবিয়েও এক্সপেরিমেন্ট করতে রাজি আছি। এমনকি খাবার লোভে কলকাতা অবধি মাঝে মাঝে যেতে ইচ্ছে করে।


name:  দ               mail:                 country:                

IP Address : 52.107.87.61 (*)          Date:10 Nov 2017 -- 09:41 AM

সিকি অ্যাদ্দিনে লেয়ার চিনেছে চল অজ্জিত পাট্টি করি। আজ্জোকেও ডাকতে হবে।
এই মাত্তর এগারো বারো বচ্ছর আগে সিকি একেবারে উলটো কথা বলত আর অজ্জিত আমি রঙ্গন আজ্জো উলটো কথা।
name:  সিকি               mail:                 country:                

IP Address : 158.168.40.123 (*)          Date:10 Nov 2017 -- 09:39 AM

এই কানখড়কে একটা সন্নার মত বড় কাঠি নিয়ে কান পরিষ্কার করার লোক এখানে অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এরা আবার বেশ চওড়া করে সূর্মা পরে চোখে। কিন্তু তারা কেন টি-কে ঘিরে ধরেছিল, জানি না। আরে হতভাগা, ব্যাগগুলো জমা রাখার একটা ক্লোক রুম আছে সম্ভবত সেখানে, জমা রেখে ঐ সময়ে খানিক শাহি টুকরা আর ঐসব খেয়ে আসবি তো। সামনেই তো করিম্‌স, জাস্ট পঞ্চাশ মিটার দূরত্বে, এক নম্বর গেট থেকে।


name:  সিকি               mail:                 country:                

IP Address : 158.168.40.123 (*)          Date:10 Nov 2017 -- 09:36 AM

ছোটাইদি বৃদ্ধ ব্যক্তি? আচ্ছা, তা হবে - দেখি নি তো কখনও :))


name:  সিকি               mail:                 country:                

IP Address : 158.168.40.123 (*)          Date:10 Nov 2017 -- 09:36 AM

ধুর্ধুর, এসব আলোচনা আমাকে বাদ্দিয়ে হয় কেন?

হ্যাঁ, দিল্লির অনেকগুলো লেয়ার আছে। অনেক। সবচেয়ে প্রমিনেন্ট লেয়ারটা তো অবশ্যই ইতিহাস। এদিক ওদিক মোড় ঘুরলেই ইতিহাসেরা ধরা দেয়। সেখানে এখনও ময়ূর ঘুরে বেড়ায়, কাঠবেড়ালিরা লুকোচুরি খেলে।

লেয়ার আছে দিল্লিওয়ালাতেও। প্রচুর ভালো ভালো লোক যেমন দেখেছি, তেমনি খচ্চরের জাসুও দেখেছি। নোংরামোটা যত বেশি উচ্চশিক্ষিত, তত বেশিমাত্রায় উপস্থিত। অটোওয়ালা আমাকে ফ্লিস করেছিল, তবে সেও অ্যানেকডোটই। সব মানুষ তো এক রকমের হয় না।

আর, আর, দিল্লি কিন্তু কালচারেরও থ্রাইভিং জায়গা। নাচ গান চিত্রকলা রাজনীতি বই ধর্ম - কত যে উজ্জ্বল মন, কত যে মায়াবী ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছি এই ক বছরে। জেএনইউ, জামিয়া মিলিয়া তো এই দিল্লিতেই, কত কত সমমনস্ক ছেলেমেয়ে থাকে, অধ্যাপকেরা থাকেন। আলাপ হয়, সমৃদ্ধ হই।


name:  i               mail:                 country:                

IP Address : 147.157.8.253 (*)          Date:10 Nov 2017 -- 09:31 AM

উৎসব স্পেশালের
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷