বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[37877]  [37876]  [37875]  [37874]  [37873]  [37872]  [37871]  [37870]  [37869]  [37868]  [37867]  [37866]  [37865]  [37864]  [37863]  [37862]  [37861]  [37860]  [37859]  [37858]  [37857]  [37856]  [37855]  [37854]  [37853]  [37852]  [37851]  [37850]  [37849]  [37848]  [37847] 

name:  pi               mail:                 country:                

IP Address : 57.29.247.192 (*)          Date:16 May 2017 -- 09:07 AM

সব স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হল পবতে।

তবে আমার মনে হয়, বাংলা মাধ্যম করার উপরেও বা তাতে পড়ানোর ব্যাপারেও জোর দেওয়া উচিত। এটা সরকার কী করে করতে পারে, জানিনা। হয়তো সরকারি স্কুলগুলোকে ঠিক্ঠাক করে। নইলে ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে পড়ে বাচ্চাদের যা বাংলার দশা, তা তো দেখছিই।


name:  pi               mail:                 country:                

IP Address : 57.29.247.192 (*)          Date:16 May 2017 -- 08:55 AM

কথোপকথনের মাধ্যমে লেখা,দুটি ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়া, এই প্যাটার্নটা শেষদিকে এত এসেছে ! আর ছেলেটি আপাতভাবে আনস্মার্ট, মেয়েটি চলন বলনে তুখোড়, তারপর ধীরে ধীরে বেরোবে, ছেলেটি আসলে ছাইচাপা আগুন , এই প্যাটার্ন বড্ড প্রেডিক্টেবল আর বোরিং হয়ে গেছে। চোখা সংলাপ থাকলেও।


name:  sm               mail:                 country:                

IP Address : 52.110.188.166 (*)          Date:16 May 2017 -- 08:51 AM

এই যে লেখকের লেখায় জাতি বর্ণ নিয়ে এতো বিবমিষা-তা সেই লেখা না পড়লেই হয়। সমাজ তো জাতি বর্ণের উর্ধে উঠতে পারেনি।
এই মায়া পাতায় যারা উচ্চ বর্ণের -তাদের কজন একেবারে দলিত বা নিন্মবর্ণের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন?
এগুলো অনেকটা ফাইভ ষ্টার হোটেলে খেয়ে,দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরে ,সুভ কারে চড়ে কম্যুনিজম চর্চার মতন কল্প বিলাসিতা মনে হয়।name:  kumu               mail:                 country:                

IP Address : 181.78.242.202 (*)          Date:16 May 2017 -- 08:42 AM

"মানুষে মানুষে সম্পর্কে বড় মায়া হে এ টু জেড"-

হ্যাঁ,ঐ মায়াটুকুই ধ্রুবতারা, জেগে থাকে শেষ পর্যন্ত।বিভূতিভূষণের লেখায় আছে সর্বব্যাপী হয়ে। কিন্তু শীর্ষেন্দুর লেখায় আর পাই না।কথোপকথনের মাধ্যমে লেখা,দুটি ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়া,অতিরিক্ত প্রেডিক্টেবল।
আর ঐ অ্যাজেন্ডা!!!


name:  sm               mail:                 country:                

IP Address : 52.110.188.166 (*)          Date:16 May 2017 -- 08:41 AM

ভর্তুকির ওপরে কি ৮০ সি ধারায় ট্যাক্স ছাড় ও পাওয়া যাবে?


name:  sm               mail:                 country:                

IP Address : 52.110.188.166 (*)          Date:16 May 2017 -- 08:40 AM

সরকারের নতুন স্কীমে গৃহ ঋণে নাকি ৩ থেকে ৪ শতাংশ ভর্তুকি পাওয়া যাচ্ছে। কারা কারা এলিজিবল? যাদের নাম অলরেডি ফ্ল্যাট আছে বা যারা ঋন আগে কখনো নিয়েছেন তারাও কি এই স্কীম এভেইল করতে পারবে?


name:  dc               mail:                 country:                

IP Address : 132.164.224.231 (*)          Date:16 May 2017 -- 08:26 AM

কাল শুনলাম এঁচোড় খেলে নাকি ডায়বেটিসে খুব উপকার পাওয়া যায়? এরকম কেউ জানেন?

(গতকাল এক পড়শী এক থালা কাঁটালের কোয়া দিয়ে গেছিলেন। সেটা দেখে মন খারাপ করে বসে আছি দেখে স্ত্রী কোথায় কোথায় যেন খোঁজ করে জেনেছে পাকা কাঁটাল খাওয়া যাবেনা, তবে এঁচোড় খেলে নাকি শুগার কম থাকে)


name:  pi               mail:                 country:                

IP Address : 57.29.247.192 (*)          Date:16 May 2017 -- 08:01 AM

একক, ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট আক্ট নিয়ে লেখা বেরিয়েছে, দেখেছিস ?

আর, উত্তর কোলকাতার দিকে ডায়াবেটিসের ভাল ডাক্তারের সন্ধান জানেন কেউ ?


name:  pi               mail:                 country:                

IP Address : 57.29.247.192 (*)          Date:16 May 2017 -- 07:46 AM

ষষ্ঠীচোরদের গল্পে কোথায় এজেন্ডা ?
কাগজের বউ তে ছিল ? মনে নেই ঠিক।


name:  aranya               mail:                 country:                

IP Address : 83.197.98.233 (*)          Date:16 May 2017 -- 07:43 AM

চুড়ান্ত মানসিক অবসাদ, আত্মহত্যার ইচ্ছে - এমন একটা সময়ে অনুকুল ঠাকুরের সংস্পর্শে এসে নাকি বাঁচার ইচ্ছে ফিরে পান, নিজেই লিখেছেন শীর্ষেন্দু। তারপর থেকেই অ্যাজেন্ডা ইঃ

প্রথম উপন্যাস 'ঘুণপোকা'-য় অ্যাজেন্ডা নেই। কিশোর উপন্যাসগুলোতেও নেই, এইটা ভাল ব্যাপার যে ছোটদের জন্য লেখায় কোন মতবাদ ঢোকান নি
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷