লঙ্কায় তখন প্রচণ্ড যুদ্ধ। রামচন্দ্র হেবি বেকায়দায়। মোটাভাই বেআইনীভাবে ইন্দ্রজিৎকে মেরেছে বলে রাক্ষসরা হেগে আন্তর্জাতিক আদালতে যাবে বলছে। সমস্যা সেটা নয়, হেগে তো ওরা বড়া ভাজবে। গোটা প্যানেলটাই আর্যদের, ওখানে রাক্ষসরা কখনও জিতবেনা। সমস্যা হল, পাবলিক এই সব খুচরো জিনিস নিয়ে বহুত ঝামেলা পাকায়। সেবার বালি-সুগ্রীবের বাওয়ালে বালিকে পাইয়ে দিয়েছিলেন বলে, এক ফচকে ছোঁড়া ছড়া কেটেছিল, "তুমিও বানর, আমিও বানর, তফাত শুধু ল্যাজনাড়ায়", সেটাই ... ...
জাপানের সঙ্গে তখন আমেরিকার যুদ্ধ। জাপান আমেরিকাকে ঘোল খাইয়েই চলেছে। থামছেই না। কিছুতেই কিছু করতে না পেরে, আমেরিকায় এক বিলিতি সামরিক বিশেষজ্ঞর ডাক পড়ল। তিনি এসেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, যেটা আগে কেউ বুঝতেই পারেনি। পরিষ্কার বলে দিলেন, জাপানের সামরিক বাহিনীই এর জন্য দায়ী। চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। হাততালি থামার পর তিনি সেন্ট্রাল ইনটেলিজেন্সের পেয়াদা ডেকে বললেন, এখনই খুঁজে ... ...
ধ্রুব রাঠি একজন হিন্দিভাষী ইউটিবার। মোদির স্বরূপ নিয়ে বানানো তাঁর কয়েকটি হিন্দি ভিডিও খুব হিট হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে তিনি বাংলা, তামিল মারাঠি এবং আরও কয়েকটি ভাষায় ইউটিউব চ্যানেল খুলছেন। কোনো দায়িত্ব ছিলনা খোলার, তবু খুলছেন, কারণ তিনি মানুষের কাছে বক্তব্য নিয়ে পৌঁছতে চান। এবং তিনি জানেন ভারতের বেশিরভাগ মানুষই হিন্দি বোঝেননা। ধ্রুব রাঠির ওই ভিডিওগুলো বিপুলভাবে শেয়ার ... ...
বছরের শুরুতে দিল্লিতে জোর মিটিং। অবস্থা অতীব কঠিন, এবার বৈতরণী পার হওয়া যাইবে কী করিয়া? অমিত শাহেনশাহ কহিলেন, হোক রামমন্দির। যেমন কথা তেমন কাজ। ঢাক ঢোল ও টিভি চ্যানেল আনিয়া, ধাঁইধপাধপ ডিজে চালাইয়া উদ্বোধন হইয়া গেল। চারদিকে হই হই কান্ড। শাহেনশাহ ঢেকুর তুলিয়া মিডিয়া ম্যানেজারকে তলব করিলেন। কী সংবাদ হে? সে কাষ্ঠহাসি হাসিয়া কহিল, সংবাদ অতি উত্তম। কেবল বঙ্গাল মুলুকে দুষ্ট বালকেরা ছড়া কাটিতেছেঃজলে ভেজেনা পদ্মপাতা ... ...
ফুটবল লিগ শুরু হবার আগে দলবদলের মরশুম। এই সময়টায় উনিজি খুব চিন্তায় থাকেন। বন্ডের কল্যাণে উনিজিবাগানের স্পনসরের অভাব নেই। কিন্তু পোড়া দেশে খেলোয়াড় কই। খুব নামী স্ট্রাইকার ছিল দিলীপ, এমনই খেলল, তাকে তো দলের বাইরেই বার করে দিতে হল। এখন যে কটা আছে, তারা একেকটি রত্ন। 'দলে থেকে গোল করতে পারছিনা' বলে কান্নাকাটি করায় সই করানো হয়েছিল, কিন্তু কোথায় কী, এরা কোনো দলে থেকেই গোল ... ...
রাজারা হাতি পুষতেন, আর এই যুবরাজ জামনগরে একটা আস্ত হাতির হাসপাতাল বানিয়েছেন। হাসপাতালের নাম ভ্যান্তারা। হাতি ছাড়াও, সেখানে লেপার্ড, কুমীর, সব মিলিয়ে খান চল্লিশ প্রজাতির চিকিৎসা হয়। তাদের জন্য বিশেষ অক্সিজেন থেরাপির ব্যবস্থা আছে। অত্যাধুনিক এমআরআই-টেমআরআই হয়। হাসপাতালটা খুব বড়ো নয়, মাত্র তিন হাজার একর। কত বড় যদি বুঝতে না পারেন, তো বলে ... ...
বোম্বে সিনেমার রাগী যুবক অমিতাভ বচ্চন এবং জনসংস্কৃতিতে তাঁর প্রভাব নিয়ে বাঙালি পন্ডিতরা পেপারে পেপারে প্রচুর অশ্রুজল ঝরিয়েছেন। অমিতাভ নায়ক হিসেবে এতই লম্বা যে পর্দায় আঁটেননা, গলা এতই ব্যারিটোন যে সাউন্ড সিস্টেম তাকে ধরতে পারেনা। তিনি নিপীড়িতজনের অশ্রুজলকে ধারণ করে তাকে ক্রোধের অঙ্গারে পরিণত করেছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে হতাশ জনমানসের কম্পাস হয়েছেন। পর্দার অমিতাভ আসলে ভারতের আপামর জনতার আকাঙ্খার মূর্ত ... ...
ক্লাস এইট ফেল হলে কী হবে, বজরংদার ভক্তি অটুট। সকালে হোয়া পড়েন, বিকেলে চাচা চৌধুরি। এবার পুজোর দিন হাতকাটা পাঁচুকে নিয়ে অঞ্জলি দিতে গেছেন, প্রতিমা দেখে তো চক্ষু চড়কগাছ। এ কি দেবী, না বাঙালি মেয়ে? সবই তো দেখা যাচ্ছে। নিজেরা দেখাবি দেখা, প্রতিমাতে এইসব কী? ভক্তি তো মাথা থেকে নেমে অন্য কোন জায়গায় চড়ে যাচ্ছে। কিছুতেই আর অঞ্জলি দেওয়া যাচ্ছেনা। হাতকাটা পাঁচুর দিকে তাকিয়ে বজরং দা দেখলেন একই অবস্থা। সে ব্যাটা আবার জুলজুল করে তাকিয়ে। বজরং দা প্রচণ্ড রেগে ছাত্রছাত্রীদের পান্ডাদের ডেকে বললেন, এটা কী হয়েছে? শিবমন্দির গড়তে গিয়ে হনুমান মন্দির গড়া সরকার অ্যালাউ করে দিয়েছে, কিন্তু সরস্বতী গড়তে গিয়ে ... ...
শালকিবুড়ি ম্যাজিক জানে। কবিতার থেকে ভালো করে আর কেউ সেটা জানেনা। আজ অবধি কবিতার দিকে কেউ কখনও তাকায়নি। বিয়ের আগে যখন ফরসা সুজাতা, চাপাফরসা কাকলি, ঘষাফরসা সুমিতারা কোলেকাঁখে দুটো একটা বাচ্চা নিয়ে সেই বারো-তেরো-চোদ্দো থেকেই ঘুরছে, তখনো কবিতাকে কেউ চিঠি দেয়নি, কেউ ওর ওড়না ধরে টানেনি, কেউ ইস্কুলের পেছনের রাস্তায় নিয়ে যেতে চায়নি। তার ওষুধ জানত কেবল শালকি ... ...
বইয়ে ১০% ছাড় নিয়ে অনেক কথা চলছে। আমরা, গুরুচণ্ডা৯, গিল্ডের কোনো নির্দেশ পাইনি, ফলে সত্যাসত্য জানা নেই। কিন্তু একটা কথা বলা যায়ই, যে, পাঠকদের কাছে এই ছাড়ট ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ বইয়ের দাম। আজকাল অনায়াসে একটা দেড়শো পাতার বইয়ের দাম হয় ৫০০ টাকা। ১০০০ টাকা বা তার অতিরিক্ত দামের বইও একেবারেই দুর্লভ না। সেখানে ১০% অতিরিক্ত ছাড় মানে ১০০ টাকা। সেটা পাঠকের কাছে একেবারেই কম কিছু না। পাঠকের এই দুর্বলতা ... ...