বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4]     এই পাতায় আছে87--117


           বিষয় : গুরুতে লগ-ইন বা ব্লগ সংক্রান্ত সমস্যা
          বিভাগ : অন্যান্য
          শুরু করেছেন : ঈশান
          IP Address : 183.17.193.253 (*)          Date:07 Aug 2015 -- 10:16 PM
Name:  অনিকেত পথিক          

IP Address : 147.59.158.254 (*)          Date:01 Sep 2016 -- 09:49 PM

ফেসবুক আইডি দিয়ে লগিন করতে পারছি না। একটু দেখতে হয় যে !


Name:   অমানুষের শেষ সীমানা           

IP Address : 18.37.237.53 (*)          Date:14 Sep 2016 -- 01:24 PM

বাল । আমি অনেক চেষ্টা কইরাও কিছু লেখতে পারতাছি না. আমি একজন প্রতিভাবান ছেলে এইডা জানস না .


Name:  Abhyu          

IP Address : 190.215.35.92 (*)          Date:14 Sep 2016 -- 01:36 PM

এখানে নাম দেখাচ্ছে "অমানুষের শেষ সীমানা" আর লিস্টিতে গেলে দেখাচ্ছে আসল নাম "অর্ধেন্দু কুমার দাস" - এ কি করে হয়?


Name:   Nilanjan Mukherjee           

IP Address : 53.224.164.52 (*)          Date:26 Nov 2016 -- 08:49 PM

গল্প

গোলেমালে পিরিতি

নীলাঞ্জন মুখার্জ্জী

(এক)

ফি সন্ধের মত আজও আমরা একটু জড়ো হয়েছিলাম ক্লাবে। পাড়াটা ঠিকঠাক রাখার কত্তব্বে। হ্যাঁ, কত্তবোই তো। কারন মিচকে পাবলিকের ইচ্ছে মজ্জিতে এখন পাড়াসেবাও নাকি ত্যাঁদড়ামি। তবু দুলাল জ্যাঠার মতো লোকেদের ভরসাতেই আছি। জ্যাঠা বলল- ছ্যা ছ্যা ছ্যা দেবু ছ্যাঃ, তুমি থাকতে কিনা পাড়ার এই অবস্হা হল।

বলে বেরনোর সময় ক্লাবের সামনে নাকটা ঝেড়ে আঙুলগুলো দেয়ালে ঘসে জ্যাঠা চলে গেল। দেবুদা গিয়ে পচ করে পানমশলার দশ মিনিটের জমা থুতুটা ফেলে বলল - মালটাকে দুদিনের মধ্যে তুলে লিয়ে আয়।

কিছু পাবলিক, পাড়ার সেবা তায় আবার মেয়েদের - আমাদের এই নিঃসাত্থ বাসনায় খচে যেতেই পারে। আমরা তাতে দোষ দেখিনা। যেমন আমাদের পাড়ার মেয়েদের দুহাত দিয়ে আগলে রাখার সাধ তেমন খচে যাওয়ার ইচ্ছেটাও যার যার, তার তার।

দেবুদাটা এমন নিরিমিষ হরিমটর ছিল না মাইরি। একবার এট্টা কলেজের মেয়েকে কটা দিন একতরফা ঝারি মেরে সবে এট্টু হাত ধরে ট্যাকসিতে ওঠাতে যাবে । এট্টু আদর টাদর করবে বলে। মেয়েটা দিল চিল চিৎকার। সেখানেও ওই পাবলিক, কি কেলান কেলাল। কয়েকজন তো টিপ করে নিচের দিকে গদাম গদাম করে যা লাথি মারল। প্রাণে গদাঘাত। বড় গভীর বেদনায় দেবুদা উল্টে গিয়ে পাল্টি খেল।

এ পাড়ার পাবলিক আর মহিলাদের ইজ্জত এখন দেবুদা আমাদেরি দিয়ে রেখেচে । আমরাই মোলায়েম হাতে সব ম্যানেজ করি।

(দুই)

দুলালজ্যাঠার বাড়ীর একটু দূরেই কিছু ফুচকা ওয়ালা তাদের জরুবালবাচ্চা নিয়ে থাকে। বিকেল বেলা তাদের মেয়েরা খোলা বাথরুমে গা ধোয়ার সময় জেটু এট্টু তার ছাদে উঠে রোজ আনমনে পায়চারী করে, এদিক সেদিক সিনসিনারী দ্যাকে। কাল এইসব হাঁটাহাটি করে নামার সময় জেটু কুট করে দেখল তার ছাদের নিচের গলিতে বেপাড়ার বিলু চুমু খাচ্ছে এপাড়ার মিমিকে।

কদিন আগে হাওয়া ছিল যে ডি - ১১।৪ এর বাপির সাথে সি - ৭।৮ এর টুকটুকির কিছু কেস চলছে। বাপি কে বাপমায়ের সামনে এমন প্যাঁদালাম যে বাপির রস শুকোনো তো কোন ছাড়, ওর বাপ ও নিজের বিয়ের ব্যাপারে আর একবার ভেবে দেখবে।

কজন মিলে এক দুকুর বেলা খবরটা টুক করে টুকটুকির মাকে দিতে গেলাম। বৌদি মাই ডিয়ার টাইপের মহিলা। বরটা শালা হিটলার ।গরম কফি আর কাজু চাখলাম। আসার সম​য় টুকটুকির গালটা চুংকুমুনু করে টিপে দিলাম। আপাতত । কি নরম।

আমাদের পাড়ায় মেয়েদের চামকু বানাতে হলে শুধু আমরা বানাব, সেখানে বিলু বেপাড়ার ছেলে হয়ে এমন আলতোর উপর হাত মারে কি করে?

কদিন পর বিলুকে কোচিং থেকে বেরোনর সময় কৎ করে পাকড়ে হালকার উপর কেলানি দিতে দিতে ক্লাবে দেবুদার কাছে আনলাম সবাই মিলে।

মিমির বাবা ব্যাঙ্কে চাকরী করে। এই খুচরো নোটের আক্রা বাজারে কখন কি দরকার হয় ভেবে এখন আর ওদের ঘাঁটালাম না। পরে দেখা যাবে।

(তিন )

অগ্নিপথের অমিতাবচ্চনের মতো বসে দেবুদা বিলুকে বলল- ওয়ারা তুই মিমিকে চুমু দিরেছিস? আমার এরিয়ার মেয়েকে চুমু?

বিলু বলল - হ্যাঁ দিয়েছি দেবুদা, কিন্তু আমার কোন দোষ নেই।

দেবুদা - মাজাকি হচ্ছে?

বিলু - কাল আমাকে মিমি একটা বই দেবে বলে ডাকল।

দেবুদা - তো কি হল? বই দিতে গিয়ে ভুল করে চুমু দিয়ে দিল?

আমরা খ্যাঁক খ্যাঁক করে হাসলাম।

বিলু - আমি কিন্তু বলেছিলাম, না যাব না ওটা দেবুদার পাড়া।

দেবুদা - তারপর?

বিলু - মিমি বলল, কিছু হবে না চলে আয়।

দেবুদা একটু ভ্রু তুলে বলল - হুম, তারপর?

বিলু- আমি এলাম, মিমি কথা বলতে বলতে আমার হাত ধরে কম আলোর গলিটার দিকে নিয়ে এল।

দেবুদা (একটু আস্তে) – তা-র-প-র?

বিলু - আমি বললাম এখানে দাঁড়াব না, দেবুদা জানতে পারলে কেলাবে।

দেবুদা (একটু গলা ঝেড়ে) – হুঁ ?

বিলু - মিমি বলল, কিছু হবে না। আমি বইটা নিতে গেলাম কিন্তু মিমি ছাড়ল না।আমার হাতটা ধরে নিজের কোমরে রাখল। আমি বললাম এটা দেবুদার পাড়া এসব কিছু করব না।

দেবুদা (একটু উত্তেজিত) - তারপর কি করলি?

বিলু - মিমি আমার দিকে এগিয়ে এল। ওর গরম নিঃশ্বাস আমার গলায় লাগল। আমি মনেমনে বললাম এটা ঠিক হচ্ছে না, দেবুদার পাড়া।।।।

দেবুদা (বেশ উত্তেজিত) – তারপর, তারপর কি করলি বে ?

বিলু শান্তভাবে বলল - মিমি চোখদুটো বন্ধ করে ওর ঠোঁটদুটো আমার ঠোঁটের কাছে নিয়ে এল। ওর নরম বুকটা আমার বুকের সাথে লেগে গেল, আমি চোখ বন্ধ করে ভাবলাম এটা যে দেবুদার এলাকা, এসব কি ঠিক হচ্ছে?

এখন হাঁ করে শুনছি আমরাও।

দেবুদা বেশ জোরে জোরে বলল – তারপর, তারপর কি করলি বল না হারামজাদা?

বিলুর চোখ বন্ধ, ও যেন আবার মনেমনে ফিরে গেছে সেই সন্ধেতে

- মিমির কোমরটা লেগে গেল​ আমার কোমরের সাথে। আমার একটা পা ওর দু পায়ের মাঝে, আমার একটা হাত ওর কোমরের পিছনে আর একটা পিঠে, বুকটা খুব জোরে ঢিব ঢিব করছে।।।আমরা দুজনেই একটু কাঁপছি।।।আমি ভাবলাম দেবুদার।।।।

প্রচন্ড উত্তেজিত, চিৎকার করে দেবুদা বলল - তোর দেবুদার চোদ্দ গুষ্টির ট্যাঙ্কে গুলী বোকাহাঁদা, তুই কি করলি সেটা বল না বাপ?

বিলু বলল - ব্যস্ আমি ও ঠিক ওই কথাটাই মনে মনে বললাম আর মিমির ঠোঁটদুটো ডুবিয়ে নিলাম আমার ঠোঁটে।


Name:   Luke Alfie           

IP Address : 18.37.234.34 (*)          Date:11 Dec 2016 -- 12:50 AM

গূগল থেকেও সমস্যা হচ্ছে


Name:   Shakti KarBhowmik DattaRay           

IP Address : 176.62.53.94 (*)          Date:12 Dec 2016 -- 07:17 AM

[email protected] এর খেরোর খাতার জন্যে অনুরোধ জানিয়েছি গুচ'র ইমেলে, এখানেও একবার জানিয়ে রাখলাম।


Name:   Saonli MK           

IP Address : 18.37.233.240 (*)          Date:02 Jan 2017 -- 01:10 AM

Nijer page khuje pa66i na..kothay theke lekha post korte hoy bujhte par6i na..fb theke log in kore6i ..ek2 help korben plz


Name:   Anindya Sengupta           

IP Address : 113.215.225.88 (*)          Date:11 Mar 2017 -- 02:10 AM

কোথায় পোস্ট করবো বুঝতে পারছিনা।
অনিন্দ্য


Name:   শঙ্খ           

IP Address : 113.242.197.146 (*)          Date:14 Apr 2017 -- 12:08 AM

আমাকে একটা খেরোর খাতা বানিয়ে দিলে বাধিত হই। আমার অভিজ্ঞান [email protected]। আমি ব্লগে লেখার জায়গা পাচ্ছি না। নিজেকে টেকি ভাবতাম। ভুল ভেঙ্গে গেছে।


Name:   tathagata chattaraj           

IP Address : 233.29.194.6 (*)          Date:26 May 2017 -- 04:33 PM

ki kore likhbo?


Name:   Ajay Kumar           

IP Address : 220.56.101.124 (*)          Date:04 Jul 2017 -- 10:47 AM

এভাস্ট ফ্রি প্রিমিয়ার এন্টিভাইরাস - https://www.shoutricks.com/avast-premier-license-key/


Name:   Punyabrata Gun           

IP Address : 57.15.11.87 (*)          Date:13 Oct 2017 -- 10:57 PM

অনেক দিন পরে ব্লগে ঢুকতে গিয়ে ঢুকতে পারছি না। সাহায্য চাই।


Name:   I           

IP Address : 53.239.82.6 (*)          Date:19 Oct 2017 -- 07:16 PM

পাই, গুগল থেকে লগইন করলাম। কিন্তু আমার দেশভাগ-এর লেখাটা দেখাচ্ছে না। এদিকে ফেসবুক থেকে লগইন করলেই সঙ্গীতা-র নাম দেখাচ্ছে। আমাকে ঢুকতে দিচ্ছে না। লিখবো কিভাবে????


Name:  pi          

IP Address : 24.139.221.129 (*)          Date:20 Oct 2017 -- 01:24 AM

সমস্যা আর নেই তো ? ঃ)

তোমার কম্পে মনে হয় রাত্তিরদির ফেবু লগিন করা ছিল তখন, তাই।

তোমার গুগল এর লগিন না, ফেবু লগিনে ব্লক আকসেস আছে, পুণ্যদার কেসেও তাই। যেটায় লগিন আকসেস, সেটা ছেড়ে অন্যটা দিয়ে লগিন করায় লেখার জায়গা পাওয়া যাচ্ছেনা।


Name:   বিপ্লব রহমান           

IP Address : 133.108.246.241 (*)          Date:08 Nov 2017 -- 07:59 AM

গত রাতে সাইট ডাউন ছিল। প্রথমে ভেবেছি বাংলাদেশ থেকে গেটওয়ের সমস্যা। এখানে সরকারি মহলে অনেক প্রতিভাবান কাজ করেন কি না!

গুরুর ফেসবুক গ্রুপে পোস্ট দিতে জানা গেল সর্বত্রই সাইট ডাউন টেকনিকাল সমস্যা। আজ সকালেই সাইট ফিরে পাওয়ায় খুশী হয়েছি।

গুরুর টেকিদের সাধুবাদ। নিশ্চয়ই সারারাত অনেক ধকল গেছে!

কিন্তু সমস্যা রয়েই গেছে। ডেক্সটপ ভার্সনে লগিন অপশন দেখাচ্ছেই না। মোবাইল ভার্সনে লগিন অপশন দেখালেও সেটা কাজ করছে না!

টেকিরা দেখবেন? হেল্প! হেল্প!! :/


Name:   বিপ্লব রহমান           

IP Address : 133.108.246.241 (*)          Date:08 Nov 2017 -- 08:09 AM

পুনশ্চ//

মোবাইল ভার্সনে লগিন হল, ডেস্কটপ ভার্সন তথৈবচ।

ভাই ঈশান, দেখবেন?


Name:   ঈশান           

IP Address : 60.254.7.93 (*)          Date:08 Nov 2017 -- 08:17 AM

কী করে দেখব? এই তো আমি লগিন করলাম। :-(


Name:   বিপ্লব রহমান           

IP Address : 129.30.32.137 (*)          Date:08 Nov 2017 -- 03:56 PM

আরে তাই তো! ব্রেভো! :)


Name:   Aryya Bhattacharyya           

IP Address : 79.73.9.37 (*)          Date:30 Nov 2017 -- 09:56 AM

"প্রেফারেন্সের" লিন্ক দিন যেখান থেকে ইমেল বন্ধ করা যায়। ঠিক যেমন এই থ্রেডের লিন্ক ক্লিক করতেই এসে গেল।


Name:   π           

IP Address : 24.139.221.129 (*)          Date:30 Nov 2017 -- 10:01 AM

পাতার উপরে বাঁদিকেই প্রেফারেন্স আছে। যেখানে লগাউট আছে, সেখানেই।


Name:   Sumana Sanyal           

IP Address : 57.11.3.226 (*)          Date:03 Dec 2017 -- 10:00 PM

গুরুচাণ্ডালীর সাইট এ লেখার জন্যে ফেসবুক আই.ডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তারপর সুমনা সান্যালের খেরোর খাতা এলো। কিন্তু লেখার কোনো জায়গা/ বক্স পাচ্ছিনা। সাইট এ তাহলে কীভাবে লিখবো? এখন যেটা লিখছি সেটা তো আমার এই অসুবিধের বিষয়ে মন্তব্য। নিজের লেখার জায়গা কোথায়? Ipsita pal একটু দেখো। আমার লগ ইন নাম্বার 10212524158010760


Name:   কোরাস           

IP Address : 213.99.211.134 (*)          Date:06 Dec 2017 -- 05:13 PM

নিজস্ব পাতার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় আছি - একটু দেখবেন?
আই-ডি - kallol.basu06


Name:   Arjun Abhishek Roy           

IP Address : 149.5.228.224 (*)          Date:18 Jan 2018 -- 07:01 PM

গুরুচন্ডা৯'র নতুন ক্যালেণ্ডারের জন্যে তথ্য সমূহ।

সংবাদ পত্র

১। রামমোহন রায়ের পরিকল্পনায় ও পরিচালনায় 'সংবাদ কৌমদী' প্রথম প্রকাশ পায় ৪ ডিসেম্বর ১৮২১। সতীদাহ রদের পিছনে এর বিশাল ভূমিকা।

২। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কিছু পত্রিকাও আছে যার প্রভাব পড়েছিল জনমানসে। ব্রাহ্মধর্মের প্রচারের উদ্দেশ্যে 'তত্ত্ববোধিনী' পত্রিকা শুরু হয়, ১৮৪৩ সালের ১৬ আগস্ট (১ ভাদ্র, ১৭৬৫ শক)। 'ভারতী' প্রথম প্রকাশ শ্রাবণ ১২৮৪ বঙ্গাব্দ (জুলাই- অগাস্ট ১৮৭৭ খ্রিষ্টাব্দ)। সাধনা' প্রকাশ পায় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১)।

৩। মহিলাদের প্রথম পত্রিকা 'বামাবোধিনী'- সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। ১৮৬৩ সালের আগস্ট মাসে (বাংলা ১২৭০ সনের ভাদ্র মাসে) বামাবোধিনী পত্রিকাটির যাত্রা শুরু হয়।

৪। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কিছু পত্রিকাও আছে যার প্রভাব পড়েছিল জনমানসে। ব্রাহ্মধর্মের প্রচারের উদ্দেশ্যে 'তত্ত্ববোধিনী' পত্রিকা শুরু হয়, ১৮৪৩ সালের ১৬ আগস্ট (১ ভাদ্র, ১৭৬৫ শক)। 'ভারতী' প্রথম প্রকাশ শ্রাবণ ১২৮৪ বঙ্গাব্দ (জুলাই- অগাস্ট ১৮৭৭ খ্রিষ্টাব্দ)। সাধনা' প্রকাশ পায় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১)।

৫। 'প্রবাসী' পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩০৮ এর বৈশাখে। বৈশাখ সংখ্যা- ইংরেজির এপ্রিল ১৯০১। সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়- অথের ওফ ঈন্দিঅন জৌর্নলিস্ম।

৬। বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকা বাংলা আধুনিক কাব্য-গদ্যের একটি ল্যান্ডমার্ক পত্রিকা। প্রথম প্রকাশ ১লা অক্টোবর ১৯৩৫।

৭। সুকুমার রায়ের 'আবোল তাবোল' বাংলা সাহিত্যের একটা ল্যান্ডমার্ক বই। প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ১৯২৩, কবির মৃত্যুর ৯ দিন পরে।
Name:   Arjun Abhishek Roy           

IP Address : 149.5.228.224 (*)          Date:18 Jan 2018 -- 07:14 PM


গুরুচন্ডা৯'র নতুন ক্যালেণ্ডারের জন্যে তথ্য সমূহ।

বাংলার আন্তর্জাতিক বিজ্ঞান

১। জগদীশ চন্দ্র বসু'র প্রথম গবেষণা পত্র '"ন পোলরিসতিওন ওফ এলে্ত্রি রয়্স ব্য দৌব্লে-রেফ্র্তিঙ্গ ্র্য়্স্তল্স" তিনি পাঠ করেন এশিয়াটিক সোসাইটিতে, মে ১৮৯৫ সালে।

২। ১। এঙ্গল হেমিল প্রতিষ্ঠা হয় ১৯০১ সালের ১২ এপ্রিল। ২। অত্যেন ওসে- আল্বের্ত ইন্স্তেইন পপের স পুব্লিশেদ ওন অ রুস্সিঅন ীক্ল্য ওন যুল্য ১০, ১৯২৪ (এটা একটা গোটা প্দ্ফ ফিলে পড়ে জোগাড় করলাম) এঘ্নদ অহ ঊ ণ রহ্মচরি র আবিষ্কারের বছরের উল্লেখ আছে, মাস, তারিখের নেই। কালাজরের টিকা ১৯২২ আর মেঘনাদ সাহার গবেষণা ১৯২০।

৩। ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম টেস্ট টিউব বেবি 'দুর্গা' জন্মায় ৩রা অক্টোবর ১৯৭৮ এ। টেস্ট টিউব বেবির গবেষণা পত্র প্রথম প্রকাশের উল্লেখ নেই।


Name:   Arjun Abhishek Roy           

IP Address : 149.5.228.224 (*)          Date:18 Jan 2018 -- 07:36 PM


অলেন্দর বিষয়ক তথ্য।

১। মার্গারেট এলিজাবেথ নোবেল ২৮ শে জানুয়ারী ১৮৯৮ এ কলকাতায় পদার্পণ করলেন। ভগিনী নিবেদিতা হয়ে যিনি নারী শিক্ষায়, শিশু শিক্ষায়, জাতীয় আন্দোলনে, ভারতীয় শিল্পান্দোলন ও বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে যান।

২। দেশবন্ধু পত্নী বাসন্তী দেবী ও ভগিনী ঊর্মিলা দেবী আইন অমান্য আন্দোলনে কয়েক ঘণ্টা বা একদিনের জন্যে গ্রেপ্তার হন। জাতীয় আন্দোলনে প্রথম দুই নারীর প্রথম গ্রেপ্তার বরণ। তারিখ ১০ মার্চ ১৯২২।


৩। ৬ ফেব্রুয়ারী ১৯৩২ বাংলার গভর্নর তন্লেয় য্ক্সোন কে হত্যা করতে গিয়ে ধরা পরে যাবজ্জীবন দীপান্তর হয় বীণা দাসের।

৪। মাতঙ্গিনী হাজরা পতাকা নিয়ে '৪২ এর আন্দোলনে পদযাত্রায় পুলিশের গুলীতে প্রাণ দেন ২৯ সেপ্টেম্বর ১৯৪২।Name:  ফরিদা          

IP Address : 238912.64.232323.18 (*)          Date:10 Oct 2018 -- 08:19 PM

ফোন থেকে ফেসবুকে লগ ইন হচ্ছে না।

হেল্পান প্লিজ।


Name:  Ishan          

IP Address : 2390012.189.892312.13 (*)          Date:10 Oct 2018 -- 09:05 PM

ফেবু বলে দিয়েছে এইচটিটিপিএস না করলে নতুন কাউকে লগিন করতে দেবেনা (ওদের ডেটা ফাঁস হবে, আর ঝামেলা বাড়বে আমাদের)। পুরোনোদের দেবে। একটা ওয়ার্নিং মেসেজ সহ। ফরিদার তো পুরোনো লগিন, হবার কথা।

যাইহোক এইচটিটিপিএস এর কাজ শুরু করছি। কদিন বাদেই মিটে যাবে। তবে আজই হবে, এমন না। দিন সাতেক লাগবে হয়তো।


Name:  ফরিদা          

IP Address : 238912.64.232323.18 (*)          Date:10 Oct 2018 -- 10:35 PM

ওকে।
আমার লগ ইন করাই থাকে। আজই খেয়াল করলাম বাইরে রয়েছি।

অপেক্ষ্যয় থাকব।


Name:   Aniket Pathik           

IP Address : 232312.15.3467.241 (*)          Date:08 Mar 2019 -- 03:20 PM

ইয়ে, মানে খেরোর খাতায় লিখতে পারছি না। কিছু করা যায় ?


Name:   বিপ্লব রহমান           

IP Address : 237812.68.674512.109 (*)          Date:20 Oct 2019 -- 09:45 PM

গুরু হ্যাকিং চেষ্টার পর বিপদ আরো বেড়েছে। কখনো ফেবুতে লগিন করা যায, কখনো যায় না। তখন জিমেল দিয়ে লগিন করতে হয়।

ফলে লেখা ও মন্তব্যের ঘটনা পরম্পরা খুঁজে পাওয়া যায় না।অর্থাৎ চণ্ডালের তাবৎ লেখা আর এক সুতোয় মিলবে না।

আর সুযোগ বুঝে ফেকি ও স্প্যাম মন্তব্য বেড়েছে।

কলিকাল :/
Name:  :-I          

IP Address : 236712.158.676712.216 (*)          Date:20 Oct 2019 -- 11:49 PM

যে যত ইনফিরিউরিটি কম্পলেক্সে ভোগে তার তত অচেনা নামে সমস্যা বেশী। নামের পেছনে আস্ফালন না করে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা ভাল।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4]     এই পাতায় আছে87--117