বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1]     এই পাতায় আছে1--14


           বিষয় : এবং মৃত্যু... অতঃপর?
          বিভাগ : অন্যান্য
          শুরু করেছেন : অবন্তিকা
          IP Address : 126.203.184.194 (*)          Date:18 Jun 2015 -- 01:13 PM
Name:   অবন্তিকা           

IP Address : 126.203.184.194 (*)          Date:18 Jun 2015 -- 01:16 PM

ভারতে মৃত্যু পরবর্তী পর্যায়ে দেহদান/ চক্ষুদান/ অঙ্গদান বিষয়ে জানতে চাই ।

১) ব্যক্তি যদি জীবদ্দশায় অঙ্গ দান করে গিয়ে থাকে তবে মৃত্যুর কতক্ষণের মধ্যে অঙ্গ সংগ্রহ করতে হয়? নাকি এক্ষেত্রে সংগ্রহ করে আদৌ কোনো লাভ হয় না?
২) অঙ্গদান কি কেবলমাত্র ব্রেন ডেথ-এর ক্ষেত্রেই ফলপ্রসূ করা যায়?
৩) দেহদান করার মানে কি শরীরের প্রতিটি অংশই দান করা?
৪) কোনো ব্যক্তি ইচ্ছা প্রকাশ করল যে সে চিকিৎসার জন্য দেহদান করতে চায় । ধরা যাক তার হার্টের ভাল্ব প্রতিস্থাপনযোগ্য, অতএব সেটা মৃত্যুর পর যথাসময়ে খুলে নেওয়া হল । একইসাথে ইচ্ছুক ব্যক্তি যদি জীবদ্দশায় চেয়ে থাকে, এগুলো খুলে নেওয়ার পর তার দেহ বা দেহের পড়ে থাকা অংশ, তার পরিবারকে হস্তান্তরিত করতে হবে সৎকারের জন্য – তার অনুমতি কি পাওয়া যেতে পারে?
গণদর্পণ বলছে- না । দেহদান মানে সেই মৃতদেহের ওপর পরিবারের আর কোনো অধিকার থাকলো না (এক যদি না মৃতের পরিবার গায়ের জোরে, দেহ দেওয়া হবে না বলে জানায়; এখানে সে প্রসঙ্গে যাচ্ছি না) । ওদের বিপ্লবের ভিত্তি নাকি সৎকারের অপসংস্কৃতি বা অন্ধবিশ্বাসের বিরুদ্ধেই । বেশ কথা, উদ্যোগকে সাধুবাদ জানাই । কিন্তু এটুকুও বোঝা দরকার, অ-বিশ্বাসে টিকে থাকাও একপ্রকার অন্ধত্ব । জীবিতাবস্থায় কেউ যদি, মৃত্যুর পর দেহের কাজের লাগার মত অংশগুলো অন্য জীবিতকে দিতে চায়, সেটা যেমন তার অধিকার, তেমনি প্রয়োজনীয় অংশ তুলে নেওয়ার পর সৎকারের আড়ম্বরটুকু আকাঙ্ক্ষা করে যাওয়া বা তার নশ্বর দেহকে পঞ্চমহাভূতে রিসাইকেলড করতে চাওয়াও তার অধিকারের মধ্যেই পড়ে ।
৫) প্রসঙ্গত বলি, অঙ্গদানের মানে হওয়া উচিৎ কাজের উপযুক্ত সমস্ত অঙ্গ ও তার অংশই দান করা । অথচ হার্ট ডোনেট করা থাকলে আলাদা করে যে হার্টের ভাল্ব খুলে নেওয়া হবে তা কিন্তু নয় । এমনটা চাইতে গেলে তাকে কোষাদি সহ সমগ্র দেহই দান করতে হবে ।Name:  কল্লোল          

IP Address : 135.16.17.194 (*)          Date:18 Jun 2015 -- 01:54 PM

শ্রমজীবী হাসপাতালের সাথে যোগাযোগ করুন। এখানে সলিল বিশ্বাসের মাধ্যমে করতে পারেন।
http://ganadarpanindia.in/contact.php
এখানেও যোগাযোগ করতে পারেন।
GANADARPAN
Registered Office:
32D, D.N Ghosh Road, Kolkata- 700 025
Contact Office:
4, D.L. Khan Road, Kolkata- 700025
Ph: +91 33 27021504
Tele fax: +91 33 24540891
Cell phones: 9433882011 & 9433031504Name:  abantika          

IP Address : 122.79.35.134 (*)          Date:18 Jun 2015 -- 04:05 PM

জানতুম কেউ না কেউ গণদর্পণের ঠিকানাই দেবে!
এটা গণদর্পণ ঘুরে এসে লেখা l ধন্যবাদ l


Name:  abantika          

IP Address : 122.79.35.134 (*)          Date:18 Jun 2015 -- 04:25 PM

ব্রজ বাবুর সঙ্গে আধ ঘন্টা বাতচিতের পর যা জানা গেছে, তার ভিত্তিতে এইসব প্রশ্ন l ব্রজ রায় সম্মানীয় ব্যক্তি, কিন্তু উনি একা সমস্ত ধোয়াশা দূর করতে পারছেন বলে প্রতীতি হয়নি l তাই টই l সকলের জ্ঞান, দর্শন ও মতামতের মিশেলে যদি দৃষ্টিভঙ্গীর আরও আধুনিকীকরণ করা যায় l


Name:  -          

IP Address : 109.133.152.163 (*)          Date:18 Jun 2015 -- 08:09 PM

যদ্দুর জানি (জানাটার উপর খুব কনফিডেন্স আছে এমন না), তবু লিখে দিই।
সম্যকরূপে মাননীয় = সম্মাননীয় (এক্স্ট্রা ন আছে) অথবা শুধু মাননীয়।


Name:  Arindam          

IP Address : 213.99.211.132 (*)          Date:19 Jun 2015 -- 11:26 AM

খুবই প্রাসঙ্গিক । ধন্যবাদ!


Name:  ranjan roy          

IP Address : 132.180.170.196 (*)          Date:22 Jun 2015 -- 08:14 PM

আমি গোটা দেহটাই দান করতে চাই। দুয়েক ঘন্টার মধ্যে গণদর্পন বা কেউ এসে নিয়ে যাক। আমার শরীরের কোন অংশ যদি কাজে না লাগে তো হাসপাতালের ডোম যা করার করুক। আমি তখন সব কিছুর ওপারে।
খালি একটু ভয় যে ব্রেন খুলে কী জানা যাবে যে আমি কিরকম ভন্ড আর হারামি টাইপের লোক ছিলাম!!


Name:  একক          

IP Address : 24.96.22.136 (*)          Date:22 Jun 2015 -- 08:49 PM

আচ্ছা এইযে এত লোক সিঙ্গল বা ফিউ অর্গ্যান ফেইলীয়রে মারা যাচ্ছেন ,মানে সোজা কথায় এত পালে পালেলোক মরছে আলটপকা এদের শরীরের দাম নেই ক্যানো ? ধরা যাক এ ও বি কিডনি ইন্সীয়র করিয়েছে । দুজনেই মোটা প্রিমিয়াম দেয় যাতে ট্রান্সপ্লান্ট কভার করে । এবার যার কিডনি ভালো থেকে যাচ্ছে সে সেটা জেবন্তে বা মরে গেলে বেচে দিতে পারে । এ র কিডনি কোম্পানি কিনে নিল আর প্রিমিয়াম এর একটা বড় অংশ সুদসহ ফিরিয়ে দিলো ।

ব্যাপারটা এমন হোতে পারে যে একজন টাটকা মরে গিয়ে যা ভ্যালু দাঁড়ালো সেটা দিয়েই তার বেঁচে থাকা অবস্থায় খাওয়া জুটে গ্যালো । সে শুধু নীয়োম করে প্যাকেট ফুড খাবে আর কিডনির কন্ডিশন আপডেট দেবে । এইভাবে গোটা বডি টাই মরে যাওয়ার পর বেচে দিয়ে সেই পয়সায় বেঁচে থাকা যেতে পারেকি ?

অঙ্গ সংস্থাপন এর প্রচলন ব্যাপক হারে শুরু হলে এরকম একটা সম্ভাবনা আছে :) দারুন ব্যাপার ।


Name:   সে           

IP Address : 87.59.50.7 (*)          Date:22 Jun 2015 -- 09:03 PM

কিন্তু কৃত্রিম অঙ্গ তৈরী করাটা আরো ভালো অপশন নয় কি? কিডনি হয়ত এখনো তৈরী করা যায় নি, কিন্তু কিছু কিছু অঙ্গ সম্ভবতঃ তৈরী করা যায়।
বেশি বয়স হয়ে গেলে সম্ভবতঃ দান করা অঙ্গ খুব বেশি কাজে লাগে না।


Name:  একক          

IP Address : 24.96.22.136 (*)          Date:22 Jun 2015 -- 09:17 PM

ঠিকঠাক বেঁচে থাকার প্যাকেজ পেলে কম বয়েসে মরে যেতে অসুবিধে কী ।


Name:   সে           

IP Address : 87.59.50.7 (*)          Date:22 Jun 2015 -- 09:25 PM

সকলের তেমন মনে নাও হতে পারে। বেঁচে থাকাটাই অনেকের কাছে অনেক বেশি আকর্ষনীয়। খুব খুব কম ক্ষেত্রেই মানুষ ইচ্ছামৃত্যু কামনা করে।


Name:   সে           

IP Address : 87.59.50.7 (*)          Date:22 Jun 2015 -- 09:32 PM

ঠিকঠাক বেঁচে থাকার প্যাকেজ মানে কি টাকা?
আত্মীয়স্বজন বন্ধু পরিজন এদের সঙ্গে থাকা, পৃথিবীটাকে অনুভব করা, এসমস্তর দরকার নেই?


Name:  Ekak          

IP Address : 24.96.22.136 (*)          Date:22 Jun 2015 -- 09:50 PM

যারযেভাবে দরকার পৃথিবীকে ভোগ করুক ।কে আটকেছে । কেও বেটার প্যাকেজ নিয়ে আগে মরে যেতে চাইলেও আপত্তি ক্যান । ওই আত্মীয়বন্ধুমসলাপাতি প্যাকেজ বুঝেই হবে ।


Name:  সে          

IP Address : 87.59.50.34 (*)          Date:22 Jun 2015 -- 11:39 PM

আপত্তি বলিনি তো।

এই সুতোর পাতাগুলি [1]     এই পাতায় আছে1--14