বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56]     এই পাতায় আছে931--960


           বিষয় : পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব
          বিভাগ : অন্যান্য
          বিষয়টি শুরু করেছেন : pi
          IP Address : 128.231.22.133          Date:17 Dec 2011 -- 07:10 AM
Name:   ফরিদা           

IP Address : 192.68.74.63 (*)          Date:15 Jun 2014 -- 09:52 PM


আজকে বাড়িতে খুব ঝড় হল
এখন নদীরা খুব অসহায়
তোমরা থাকলে খুব মজা হতো
ঝড়জল একা বিষময়

তেমাথা মোড়ের পাশে ফুলবাড়ি
ওরা খুব জল ভালোবাসে
ওদের পাড়াতে যায় সতুদাদা
মাঝে সাজে ভিজেটিজে আসে।

ঝড়জলে অসুখ বাধালে
পড়াশোনা লাটে উঠে যাবে
দূর থেকে দেখাশোনা হলে
গায়ে বুঝি ছিটেও লাগবে?

লেগে থাক তেএঁটে বৃষ্টি
একা ঘর বারান্দাময়
এখানে জলের নাম জলছবি
নদীরা এখানে বড় অসহায়।Name:  sosen          

IP Address : 24.139.199.11 (*)          Date:16 Jun 2014 -- 12:09 PM

ভালবাসার চুলে জট
একমুখ খোঁচা খোঁচা দাড়ি
গেঞ্জিতে সহস্র ফুটো, রংচটা
ভাঁজ করে তুলে রাখা ধুতি।

আমাদের কোনো ছবি নেই, বাবা,
আমাদের শুধু সংকোচ আছে
কাছে আসতে আসতে দূর হয়ে যাওয়া
অকস্মাৎ
কটুকথা, দৈন্য, তবু দুহাতের অঞ্জলিতে
ফুটে থাকা পদ্ম আছে, রক্তের টানের মত ঘোর লাল
নাড়ির মত কুটিল পাকে জড়িয়ে
আমরা দুজনে একসাথে একলা।

আমাদের ফেসবুক নেই
এক চুল্লি আগুনের উপর তোমার ঝুঁকে পড়া মুখ আছে
সজোর থাপ্পড়ের শব্দে ছিটকে পড়া ভাতের থালা
কলেজে কলেজে ঘুরে
ফর্ম হাতে ফিরে আসা আছে, আর লাল কাঞ্চনের গাছ
যে সব কথা বলতে গিয়ে বেঁকে যায় বলে
আমরা চুপ করে থাকি পাশাপাশি
ছোঁয়া হয়না
খালি তোমার ঘাড়ের ঠান্ডা স্পর্শ
আমার মাথার মধ্যে দপদপ করে। দিনভোর।
Name:   Soumyadeep Bandyopadhyay           

IP Address : 127.194.24.8 (*)          Date:17 Jun 2014 -- 08:36 PM

অপার্থিব আলোক সম্পাতবিকেলের শেষ স্মৃতি সন্ধের ঠোঁটে লেগে আছে

ঝুরি বেয়ে অন্ধকার নেমে আসে মরকুটে গাছে ়

সেদিনের শেষ দেখা মুখ তুলে খুঁটে নেয় চিল

ছায়ারা শরীরে মেশে ,আশ্লেষ আবিল ়

আদরের ফোঁটা কাটা কবেকার বন্ধ সিন্দুক

হাট হয়ে খুলে যায় ,অতীতের খানা খন্দ সুখ

ঘরময় ওড়াউড়ি করে ় নিষ্ফল শূন্যে হাতড়ানো

খুশিয়াল মুখোশের তাক ় কতখানি কষ্ট তার জানো ?

অনুপুন্খ নিক্তি মাপা সংসারী যত প্লুতস্বর

পূরবী রেওয়াজের মত , এঘর সেঘর

ছুঁয়ে ছুঁয়ে দেখে , অপেক্ষায় থাকে ! কবে অনাঘ্রাতা রাত

বহুগামী হবে ় জন্ম নেবে অপার্থিব আলোক সম্পাত়


Name:  sosen          

IP Address : 24.139.199.11 (*)          Date:19 Jun 2014 -- 12:23 PM

যে জানে, সে অতটা জানে না
জড়িয়ে ধরে চুপ করে থাকলে
ভিতরে অস্বস্তির মত পাপড়ি খুলতে থাকে
বাইরে গাঢ় মাংসের লাল, ভিতরে
চিরতে চিরতে চোখের সাদার উপর
গোলাপি রেশ
তারপরও ভল্যুম আরেকটু কমে গেলে
দপ করে পাতা খুলে যায়
শিউরে ওঠে বিদেহী,অনিবার্য নীল
মণির উপর।

যে জানে অল্পকথা, সে বলেছিল
খুকু, তোর বুক ছুঁয়ে থাকলে
ধুনোর গন্ধ পাই।
ভিতর জুড়ে পুড়ে যাচ্ছে সরলের বন
মাইলের পর মাইল।

কাঠ ফাটার চড়চড় শব্দ যে শুনেছিল
ডোম, কিছুই বলেনি
ওং বলতে গিয়ে পাছে পুড়ে যায় জিভ
পোড়া মাংস ভালোবেসে মৃত্যুকে জড়িয়ে রেখেছিল
জেনেও বলেনি
Name:   Soumyadeep Bandyopadhyay           

IP Address : 127.194.26.224 (*)          Date:20 Jun 2014 -- 12:12 AM

জিজ্ঞাসা


মুরগির গলা আর উদ্যত বঁটির চকচক

এর মধ্যে কতটুকু আর শ্বাস আছে বলো ?

কতক্ষণ ই বা আমাদের অনর্গল প্রগলভ স্রোত

ঘিরে রাখে নৈশব্দের কমা ,দাঁড়ি ,সেমিকোলন ?কিছুতেই ফেটে পড়া হয় না ,আপোসের অম্লশূল গেলা

ঠিক কতগুলো কায়েমী কিস্তির খাতে ?

কত কম খাওয়া গেলে শুধু সংখ্যা হওয়া যায়

আর কত রুপো পেলে ভরে ওঠে জুডাসের ঝোলা ?কত ভারী শব্দের বুকচাপা পাথরকে ছেনে ,পিষে

কবিতারা ক্রমে ক্রমে হাঁটি হাঁটি, চড়াই উতরাই ?

এই সব প্রসঙ্গাতীত প্রশ্নের শব বাহী পথে

আমি আজো ফেলে যাওয়া জিজ্ঞাসা কুড়িয়ে যাই ।


Name:  pharida          

IP Address : 192.68.91.121 (*)          Date:20 Jun 2014 -- 01:31 AM

এখন প্রেমের মতো জামা হল তাও পালতোলা
নৌকা তামাদি, নীলে বহুদিন ছিল যে প্লবতা
দিনের বেশিরভাগ জমা জল বেদনার হিম
তোমার কথায় যদি নিজে হই ভ্যানিশিং ক্রিম
ভুলে যেও শরীরী বিলাস ভুলে যেও অহেতুক কথা
অযুত সুরের কাছে মাথা নিচু মৃদু বাচালতা
ঘুম শুধু দুদিনের, কিছু গান থাকে চিরকাল
তোমার চোখেই জাগে আজীবন প্রতিটি


Name:  correction          

IP Address : 192.68.91.121 (*)          Date:20 Jun 2014 -- 01:33 AM

এখন প্রেমের মতো জামা হল তাও পালতোলা
নৌকা তামাদি, নীলে বহুদিন ছিল যে প্লবতা
দিনের বেশিরভাগ জমা জল বেদনার হিম
তোমার কথায় যদি নিজে হই ভ্যানিশিং ক্রিম
ভুলে যেও শরীরী বিলাস ভুলে যেও অহেতুক কথা
অযুত সুরের কাছে মাথা নিচু মৃদু বাচালতা
ঘুম শুধু দুদিনের, কিছু গান থাকে চিরকাল
তোমার চোখেই জাগে আজীবন প্রতিটি সকাল.


Name:  nina          

IP Address : 78.37.233.36 (*)          Date:20 Jun 2014 -- 05:31 AM

থরে থরে সাজানো ---সুন্দর


Name:  ranjan roy          

IP Address : 24.99.222.232 (*)          Date:20 Jun 2014 -- 07:08 PM

ভালবাসার জামা
-----------------
গড়িয়াহাটের মোড়ের থেকে রাসবেহারী,
এ দোকান সে দোকান ,
আমি প্রাণপণে খুঁজে বেড়াই একটা জামা,
ভালোবাসার জামা।
দোহাই তোমাদের!
আমায় অন্ততঃ একটা পিস জামা দাও,
পুরনো স্টকের হলেও চলবে;
মিনি মাগনা চাইছি নে,
এটিএম আছে।

ওরা হাসে
-- বুড়ো,কোন ফায়দা নেই।
তোর গায়ে ওসব বড্ড ঢলঢলে!

ওদের বোঝাতে পারছি নে,
আমার এমন জামা চাই যা গায়ে উঠলে
আমার ভালবাসতে ইচ্ছে করবে সব্বাইকে,
এমনকি তোমাকেও।।


নুনের পুতুল সাগরে
-------------------
ঠাকুরের মুখে বহুবার শোনা সেই গল্পটা
সবাই জানে।
সেই যে নুনের পুতুল সাগরে গিয়েছিল
জল মাপতে।
তারপর কী হয়েছিল?
সবাই জানে।
রাজাকে যে ন্যাংটো বলেছিল
তার কী হয়ে ছিল?
লোকে জানে কিন্তু বলে না।

নাঃ, আমাকে মাপ করবেন।
আমার আর কিছু জানা নেই।

লাস্ট বেঞ্চে বসা ছেলেগুলো
----------------------------
লাস্ট বেঞ্চে বসা ছেলেগুলো
মাথা নীচু করে
অংকের খাতায় কাটাকুটি খেলে।
কেউ গোল্লা কেউ ক্রশ দিয়ে যাচ্ছে
একাগ্র, উৎসুক।
ব্ল্যাকবোর্ডে আঁকা যত সাইন-কস-থিটা-গামা নিয়ে
উহাদের হেলদোল নাই।

অনায়াসে ভাগ করে লেবেঞ্চুস, হজমিগুলি
আর যত নিষিদ্ধ বৈভব।
স্যারের সন্ধানী আলো?
এ ওকে সতর্ক করে চলে।

বাকি ক্লাস টানটান
সামনে চোখ, চাঁদমারি মাঠ।
স্যারের হস্তমুদ্রা তাদের রেখেছে জাদু করে।
ধ্যানমগ্ন ছেলেগুলো
মনে মনে বিড় বিড় করে
এবারের শেষ দৌড়ে সবাইকে ছাড়িয়ে যেতে হবে।

আমি তো নতুন ছাত্র,
একনজরে গোটা ক্লাস দেখি,
তারপর পায়ে পায়ে লাস্ট বেঞ্চে জায়গা খুঁজে নেই।।


Name:  sosen          

IP Address : 125.242.222.2 (*)          Date:21 Jun 2014 -- 10:52 PM

সমারোহে একলাটি, বৃষ্টির কাজলরেখা ধুয়ে
গড়াচ্ছে গাড়ির কাঁচে, যত্নহীন। এমনই বর্ষাদিন ছিল
ফুলের বেসাতি জুড়ে মোটাসোটা কৃষকরমণী
টিউলিপ হাতে নিয়ে ঠোঁট টিপে হেসে বলেছিল
প্রেমের সুদিন নেই, প্রেমের ফুল-ও নেই কোনো
টিপিটিপি পায়ে শুধু একেলা ঘুমের ঘরে ঢুকে
চায়ের পেয়ালা রেখে চলে যায়, মুহূর্তে উধাও।

শহরও হারাবে ঠিক একদিন। কিংবা মিশে যাবে
যেমন কাগজঅলা রেনকোট সিল্যুয়েটে ছবির ওপারে চলে যায়
সাইকেলে ক্রিং ক্রিং শব্দ তুলে।
জলে ভিজে, গলে গলে পরতে পরতে,
হ্যান্ডমেড কাগজের ছাল ওঠে। লাল চামড়া, জ্বালা, বড় লীন ।
রাতভোর ঘেঁষাঘেঁষি আদরের গায়ে
মেহনের তাপ জেগে থাকে শুধু, অল্প হাঁফ নিয়ে।
ফোলানো দু'ঠোঁট তুলে, উচ্চাবচতায়
রাত্রির মিঠে গন্ধ হাঁটু মুড়ে বসে আছে ছোপানো চাদরে।
চা এলেই ধরে ফেলবো। পালাতে দেব না।
বুঝে ফেলবো সবটুকু, গুণে নেব সবকটা খাঁজ
খাতায় লেখা থাকবে দিন মাস উচ্চতা ওজন

ভেবে ভেবে ভোরের হাওয়াতে চোখ জুড়ে যায় ফের
চায়ের পেয়ালা আসছে, চুপিসাড়ে, সবার অজ্ঞাতে


Name:   মোহর           

IP Address : 113.21.126.76 (*)          Date:22 Jun 2014 -- 10:22 AM

লীলাবালি ৭

ভৈরবী

আজকাল এমন অদ্ভূত দু:স্বপ্ন দেখি
মাথা কাজ করে না
আগে কিন্তু এমন হতো না
দিব্যি সুইচ-অফ করে দিতে পারতাম,
যে স্বপ্ন ভালো লাগতো না, কিম্বা যাতে ভয়
আজকাল আর পারছি না
দেখে যাচ্ছি। খারাপ লাগলেও ভয় লাগলেও
এই তো যেমন কাল দেখলাম
খাটে শুয়ে আছি আর খাটটা ভয়ানক দুলছে
শুধু খাটটা
রীতিমতো ঝাঁকাচ্ছে যেন তলা থেকে
ধাক্কা দিচ্ছে কেউ, ঠেলে ঠেলে তুলছে
খটখট শব্দ হচ্ছে ভীষণ জোরে
আমি প্রচন্ড ভয় পেয়ে ক্রমাগত ডেকে যাচ্ছি
বাবা ও বাবা মা ও মা বাবা মা মাগো ও বাবা
দেখতে পাচ্ছি ওরা পাশের ঘরেই
শুয়ে আছেন, ঘুমোচ্ছেন
এতো ডাকছি এতো ভীষণ শব্দ হচ্ছে এ ঘরে
খোলা দরজা দিয়ে সেই শব্দাবলী কিছুই পৌঁছচ্ছে না ও ঘর অব্দি
ওরা কিছুতেই উঠছেন না
অথচ ওদের খাট দুলছে না, মাথার ওপর ফ্যান ঘুরছে
ওরা বেঁচে আছেন,
ঘুমোচ্ছেন
আমি তো কতবার নিজেকে বললাম, স্বপ্ন দেখছিস
জেগে যা, চোখ খোল, দেখা বন্ধ কর
কিন্তু কিছুতেই চোখ খুলছে না আমার
কিন্তু এমন তো হবার কথা ছিল না
ওই গাছটাই তো আমাকে বলেছিল কুছ পরোয়া নেই
সেই যখন
আমি বাসা থেকে পড়ে গেছি আর ডানা নেই তখনো
উড়তে পারছি না
পড়ে পড়ে কাঁদছি আর আমার পক্ষীমাতা
গায়ে মানুষ মানুষ গন্ধ পেয়ে আমাকে তুলে নিচ্ছেন না বাসায়
খালি উড়ে যাচ্ছেন গোল হয়ে গোল হয়ে উড়ে যাচ্ছেন
তখন ওই গাছটাই তো আমাকে বলেছিল ভয় নেই
আমি তো আছি, আছি তো
আছি আছি আছি
বলতে বলতে চোখের সামনে
আমার ভগবতীদেহ পুড়ে যাচ্ছে চিতায়
লোনা মাংস পোড়ার মিষ্টি সুস্বাদ গন্ধ নাকে আসছে আমার
আর জিভে জল এসে যাচ্ছে সামলাতে পারছি না খিদে পেয়ে যাচ্ছে
আর চোখে ধোঁয়া লাগছে প্রচন্ড শব্দ হচ্ছে আর আমি
চোখ খুলতে পারছি না
আর মুখভর্তি লালা গিলে নিতে নিতে বলে যাচ্ছি ক্ষমা ক্ষমা ক্ষমা


Name:   Soumyadeep Bandyopadhyay           

IP Address : 127.194.28.198 (*)          Date:22 Jun 2014 -- 03:21 PM

নিভু জ্বলা
যুনে ২২, ২০১৪ অত ২ঃ৫৫প্ম

নিথর বৃষ্টি পাতে শুয়ে আছে মুখচেনা শব

সুদীর্ঘ পিছুটান -বেহালার মোচড়ের মত

চড়া থেকে খাদ ছুঁয়ে কলধবনি ভেসে গেলে হতো

আবহতে চন্ডাল ,চিতাশায়ী ছায়া অবয়ব

শুভেচ্ছা বিনিময় করে আরক্ত চোখে

তাল কেটে গেলে অবাধ্য হাড় আর বাঁশ

ঠোকাঠুকি করে, লেলিহান ফুলকির অবিরল শ্বাস

ঠিকরিয়ে ওঠে, মেঘ মাংস অবশেষ চাঁদ আজ তুলে নেয় নখেশুনশান ব্যালকনি , উত্কন্ঠা সিঁড়ি নামা ওঠা

অতন্দ্র আলোচোখ কোনো এক ঘরের ভেতর

মেপে নেয় ব্যস্ততা , টুং টাং ছুরি কাঁচি মুখোশের সারি

শুয়ে থাকা নারী দেহ ঘিরে ,কপালে স্বেদ চন্দন ফোঁটা

আকস্মিক আঁধারের নৈঃশব্দ চিরে ফেলে নবজাত মানবক স্বর,

ভোরের আজান, ঘন্টা ধবনি ,পাখিদের আলো কাড়াকাড়ি ।


Name:  শ্ব          

IP Address : 24.96.38.175 (*)          Date:30 Jun 2014 -- 03:40 AM

বাঁশি

~~~~~~~~~~~~~~

অসহ্য আগ্রহে হাতে তুলে নেয় বাঁশি ,
বাজাতে জানেনা
বাঁশি একা একা বাজে ।

পরিক্রম ছিল খুবই
শুধু বৃষ্টিপাতে , ধুয়েমুছে যায়
নদী মাতৃ অবসাদে

এই হয় -

অন্তরাল দৃশ্যমানতাকে
সমানে অগ্রাহ্য করে' , বেড়ে
ওঠে প্রান্তরের খাদ

সকলি নবীন তবু বালকের নয় ।

অসহ্য আগ্রহে হাতে
তুলে নেয় বাঁশি , বাজাতে জানেনা

বাঁশি একা একা বাজে ।।


Name:   ফরিদা           

IP Address : 192.68.176.149 (*)          Date:03 Jul 2014 -- 09:50 PM

কলমে ডানার দাগ মৃদু নীল, মিলিয়ে যায়নি প্রায়
পাশেই ছেৎরে আছে বাদামী কুঁকড়ে যাওয়া খাতা -
লিখেছিল শিশুদের আধো আধো কথা গোলাপীতে
গোধুলি আলোতে যাকে মোহময় লাগে। একা নয়,
পৃথিবীর ইতিহাসে খুঁজে পেয়েছিল তোমার সবুজ দ্যুতি
ভিজে শিরীষের ডাল থেকে খসে পড়া মুক্তোদানায়
বড় উদাসীন, তবু কাছাকাছি হলে, সময়সারণী ধরে
তবু হেঁটে গেলে রাত্রির দিকে – আরও গাঢ় হতে হতে।

এখনো রঙের কাল শেষ নয়, জেনো, এখনো বৃষ্টিরূপ
শব্দ ছড়িয়ে গেছে শিরায় শিরায়, রঙে রঙে কাছের
দুপুর আরো ঘন হয়ে এল বুঝি, তোমার সোনালী ঘ্রাণ
বুকে বুড়ো খাতা কী যে সব ছাইপাঁশ আঁকে আর মাপে।
রূপোলী দিনের শেষ উড়ানের রাতে কত ভিড় হয়েছিল
তোমারও কি মনে ছিল? ওই নীল মাঝে মাঝে কাঁপে।Name:  nina          

IP Address : 80.215.76.75 (*)          Date:04 Jul 2014 -- 07:05 PM

লাজবাব ফরিদাবাদি


Name:   ফরিদা           

IP Address : 192.68.89.93 (*)          Date:07 Jul 2014 -- 10:41 PM

কীট তার প্রদাহ অহংকারটুকু ফেলে রেখে গেছে
তোমার বিরতি তাকে অসহায় করে পাতা ঝরে,
না থাকার পাতাগুলি না হয় ঝরুক –
উড়ো হাওয়া ঘরে ছুটে আসে ধুলোপায়ে –
আঙুলে যথার্থ বোঝা যায় কোনখানে কত ভুলচুক।

তোমাকে বলার ছিল
শুধু তুমি বলেছিলে বলে –
রেখো না ঘরের তাকে বইগুলি আর
রেখো না আওকিয়ে আঠালো টিপ ওই আয়নায়
কিছু কথা কিছুতে যায় না হায়-
দেখা গেছে ধুলো ঢেকে ফুঁপিয়ে উঠেছে।

কত কথা, কিছু তার সুরের গয়নাগাঁটি
রোদ্দুরে ঝলসে উঠল।
এখন তাদের কিছু মনে পড়ে গেল –
এতে বুঝি চেনা বাস ফিরে ফিরে আসে ফের স্বাদের গভীরে।

রীতি নয় এই ফিরে আসা
যেমন কাঠের জ্বালে ধোঁয়া হয় বেশি
স্থিতি, রূপ, কথা, ভালোবাসা,
কীটের প্রদাহে আজ পরিচিত হাসি কিছু মনে পড়ে।Name:  Swati          

IP Address : 194.64.190.57 (*)          Date:09 Jul 2014 -- 11:12 PM

অনভ্যস্ত মড়মড়ে নতুনটা একদিন যেই
আঁটোসাটো অকুলান হয়ে যায় শরীরের ভাঁজে
- সাপের মত খোলস পাল্টে নেয় জীবন।
এক বিন্দু আলো শুধু থমকে থাকে অপরিবর্তনে
ঝিলমিল তার নাকছাবিতে, খসে যাওয়া খোলসের
ব্যথা বুকে করে। এত বিষ না হলে কি বওয়া যেত, বল?Name:  nina          

IP Address : 78.37.233.36 (*)          Date:10 Jul 2014 -- 06:33 AM

বাহ!


Name:   ফরিদা           

IP Address : 192.68.122.134 (*)          Date:14 Jul 2014 -- 08:15 PM

রবাহূত

এই উৎসব আমার বাড়ির নয়
রাস্তাটুকুই আলো ঝলমলে ছিল
রোশনাইটুকু সারারাত জাগিয়েছে
ফিরে যেতে গিয়ে আমাকেও দলে নিল।

তাও কিছুদূরে গিয়ে থেমে গেছি আমি
এখান থেকে ফেরার রাস্তা অসীম
খুঁজে পাওয়া সব সমানচিহ্নগুলো
হারিয়ে এখন ফসিলের মতো হিম।

অর্থাৎ ফের মাঝরাস্তায় একা
অর্থাৎ ফের দোটানায় খানখান
মাঝবয়সে নাচলে মাথার পোকা
মাঝরাস্তায় থেমে যায় অভিযান।Name:  অরিন্দম          

IP Address : 69.93.243.11 (*)          Date:14 Jul 2014 -- 08:29 PM

ফরিদা - তুমি কবিতার অভিমান...


Name:  রবাহূত          

IP Address : 172.136.192.1 (*)          Date:14 Jul 2014 -- 08:57 PM

ফের যদি আমার নামে পোইটরি লিখবি ...


Name:   ফরিদা           

IP Address : 192.68.122.134 (*)          Date:14 Jul 2014 -- 09:13 PM

:))
হি হি...


Name:  chenaa keu          

IP Address : 122.79.39.93 (*)          Date:14 Jul 2014 -- 10:44 PM

আমি একা, একা তুমি
আর ছিল একাকিত্বের শব।
দুয়ে মিলে গহীন প্রেম,দুয়ে মিলে অজানা বৈভব।

আমি চাই, তুমি থাকো পাশে,
তুমি চাও অথই সময়।
বেহুলার কলার মান্দাসে
অজান্তে লুকোনো ছিল ভয়।

এই পথ পাড়ি দিও একা।
রেখো না অস্থির পিছুটান।
ফিরে আসে পুরোনো স্মৃতিরা।
ফিরিও না চেনা চোরাটান।


Name:  nina          

IP Address : 78.37.233.36 (*)          Date:15 Jul 2014 -- 07:43 AM

:-))))))))


Name:  dd          

IP Address : 125.242.198.1 (*)          Date:15 Jul 2014 -- 04:41 PM

অ্যাতো হাসি কিসের?
এটা কি নাট্যশালা ?


Name:  de          

IP Address : 69.185.236.51 (*)          Date:15 Jul 2014 -- 05:56 PM

আহা, ফরিদা!

হুতো ঃ)))


Name:  শ্ব           

IP Address : 24.99.63.13 (*)          Date:16 Jul 2014 -- 02:30 AM

ত্ত্
___________________

পরিস্থিতি খু প ই খ্রা র্রা প
যেনো
প্রেমিকার ব্যাদড়া বিলাই

দু'পায়ের শুন্যতায়
বাংলার চার
­­আর
ইংরিজি আট
খানা খেলেই চলেছে ,

মাভৈ লাথানো যায় ! ঝেড়ে কিক
বঙ্গোপ পার
তবু প্রে মো ত্তীর্ণ তা য় ;

সয়ে যেতে হয় উঁহু বাবা পরিস্থিতি হুঁ হুঁ ।।Name:  dd          

IP Address : 125.242.244.21 (*)          Date:16 Jul 2014 -- 09:25 AM

শ্ব এর পদ্দ্য পড়ে যে অসুবিধে হয় সেটা হচ্চে যে অদ্ভুতুড়ে বানান গুলো থাকে সেগুলি কি স্বভাবজ টাইপো না কি পদ্যের জন্যই নির্ধারিত ? সেটা বোঝা।।

যেমতি "বঙ্গোপ পার "বা "খু প ই খ্রা র্রা প।।"


ব্রে স ভিম্ব্রান্তি কর।Name:  nina          

IP Address : 78.37.233.36 (*)          Date:17 Jul 2014 -- 05:49 AM

:-)))))) নাট্যশালা নয়----কিন্তু হাসি পাচ্ছে তো কি করবName:  Swati          

IP Address : 194.64.190.57 (*)          Date:19 Jul 2014 -- 12:12 AM

নাহ, কবিতা লেখা ছেড়ে দিয়েছি অনেকদিন।
এখন শুধু পাঁচটা আঙুল হাতে, কালিও নেই,
কলমও নেই, নাইতে নামে না শব্দেরা আর
ছন্দের ঢলোঢলো সরোবরে। ভালো আছি,
খুব ভালো আছি কবিতার নিকোটিন ছেড়ে।
শুধু মাঝে মাঝে দাউ দাউ দাবানল জ্বলে
চেতনার ফুসফুসে, বুকের সোঁদা গলিপথ
খা খা করে দমভর কবিতার সুখটান বিহনে,
আঙুলেরা নিশপিশ করে ফস ক'রে জ্বলে ওঠা
কোন কম্পমান ভীরু পাপের মায়াবী স্মরণে.....

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56]     এই পাতায় আছে931--960