![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে241--270
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:28 PM
আর হ্যাঁ
শুরুতেই একটা চা এর ব্রেক হল।
যাই। আমিও নিয়ে নি। চায়ের ব্রেক।
ফিরে এসে বাকিটা লিখবো
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 04:30 PM
ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ
শুনিয়ে শুনিয়ে বলচে-
আসতে পারবোনা হে এবার-হে বাদ।
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:05 Dec 2012 -- 04:38 PM
অর্ডারে একটু গলতা আছে, আমরা সাঁঝ আর স্বর্ণালীর পরেই।:)
শুধু রুবির কথা লিখেছে, নিতাই নিজে কেমন সেজেগুজে বসেছিল সে সবাই ছবিতে দেখেছে।
Name: dd
IP Address : 120.234.159.216 (*) Date:05 Dec 2012 -- 04:38 PM
আশ্চজ্জি। খুব আশ্চজ্জি।
শহর ভেদে কতো কি বদলে যায়।
এক নগরে চন্ডালেরা ভালো মন্দ খায়, ফেমিলি নিয়ে ফেমিলি সুলভ গল্প গাছা করে। চা খায় বা শরবৎ।
অন্য শহরে আমন্ত্রন আসে "চল্লে আয়। শ্রুম আসে। গ্যাঁজা আসে। নইলে মাল তো রয়েছেই রে দাদুভাই'। আর আদিগন্ত শহর আবেগে উলৎপ্লুতো হয়ে পরে।
হ্যাঁ গো খোদা, ক্যানো এরমটা হয় ?
Name: কৃশানু
IP Address : 226.113.128.239 (*) Date:05 Dec 2012 -- 04:41 PM
বি দা চেঞ্জ ইউ ওয়ান্ট।
Name: pi
IP Address : 127.194.8.209 (*) Date:05 Dec 2012 -- 04:47 PM
১০ তারিখ, এই রবিবার বিকেলে আকাদেমির চত্বরে কল্লোলদা থাকছে। লোকজন চলে এলে আড্ডা হয়ে যাবে।
Name: dd
IP Address : 120.234.159.216 (*) Date:05 Dec 2012 -- 04:48 PM
চাইলেই খুচরো হওয়া যায় না কি ? আব্দার।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 04:50 PM
বয়েসের পার্থক্য এট্টা বড় ফেকটর-লুরুর জনতা তরুণতর,অবিবাহিত।সিনিয়রদের মধ্যে ডিডিদা আর কল্লোলদা-তা তাদের কথা যত কম বলা যায়, ততই-
Name: দ
IP Address : 69.161.191.9 (*) Date:05 Dec 2012 -- 05:00 PM
অ্যাই মরেচে! এই শ্রাবনী, সুমন, সিকি ইত্যাদিরা আসলে এমন বুড়ো হাবড়া, তা তো কই জানতাম না। :-O
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:04 PM
তারপর শুনুন,
তুমুল ভাট চললো। আমি, স্বপনদা, সতীশদা আর সুমনদা আর পট্ট একঘরে হয়ে গেলাম। আর হলঘরে জমিয়ে ভাট। কমলাবৌদি, রেশমীদি, শ্রাবণীদি স্বর্নালীদি আর রুবি। সাঁঝ মন দিয়ে সিনেমা দেখছিলো। ফাইন্ডিং নিমো। আর বাকিরা জমিয়ে খুব সুন্দর একতরফা ডিসকাসান চলছিলো। সংসারে ছেলেদের কী কী করা উচিৎ যা তারা করেনা আর কীভাবে চাপ দিতে হবে এইসব নিয়ে। এইসব আলোচনা রুবির জন্য এতো শিক্ষামূলক ছিলো যে আমি ঘরে এককোনে বসে মাথা চাপড়াচ্ছিলাম। সতীশদা, স্বপনদাদের মুখে হালকা হাসি ছিলো। সেই হাসিতে লেখা ছিলো, 'নেতাই, তোমার দিন শেষ'। আমি স্পষ্ট পড়তে পারছিলাম।
ওদিকে নিশিকান্তর ডেচকি গুলোও ঢুকে গেছে। খাবার রেডি।
সাদা ভাত, ডাল, আলুভাজা (রুবির বানানো), পোলাও, মাটন, পোনামাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি।
শেষপাতের জন্য গাজরের হালুয়া (আবার রুবি) আর তালশাঁষ সন্দেশ।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 05:07 PM
ফিরিজে কিছু আছে?
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:11 PM
খাওয়া দাওয়া চললো, ভাট চললো। খাওয়া শেষ হলে সবাই একসাথে বসে আরো গল্পক্থা চললো। সেসব কথার বিবরণ আর দিলাম না। শুধু জিৎ কে শ্রাবণীদির কেন পছন্দ নয় আমি বুঝতে পারিনি এইটে জানিয়ে রাখলাম। রেশমিদি কিছু মজাদার গল্প করলো। এখানে সেই গল্প লিখলে গুবলুঅবাবু রাগ করতে পারে। থাক।
ধিরে ধিরে বেলা গড়ালো। দুপুর চলে গিয়ে বিকেল নামলো। সবাই একে একে ছুটি নিলো।
সব সুন্দর দিন ই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:12 PM
কিচ্ছু নাই আর কুমুদি।
তোমার না আসার শোকে সব খেয়ে শেষ করে ফেলেছি।
Name: ব্যাং
IP Address : 132.178.199.250 (*) Date:05 Dec 2012 -- 05:15 PM
গুবলুবাবু কে?
ফরিদার আদরের ডাকনাম?
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:05 Dec 2012 -- 05:18 PM
মাথা চাপড়ে চাপড়ে নেতাইয়ের মাথার চুলের কী দশা হল তাও ছবিতে দেখে নিন সবাই।
তবে আমাদের সবই খুব কনস্ট্রাকটিভ আলোচনা সে সবের মর্ম তোরা কী বুঝবি। ওদিনের আলোচনা তে সবাই একমত হলাম ১) বিয়ে মানে প্রেম শেষ, প্রেমের গলা ঘুঁটে দেওয়া (হুবহু যেমন একজন বলেছে, আমি নই) ২) হাজব্যান্ড জিনিসটা মোটামুটি আকার ইত্যাদির রকমফেরে একই বস্তু!
কুমুদির জন্যে ডাইনিং টেবিলে পাঁচফোড়ণের প্যাকেট সাজিয়ে রেখেছিল রুবি, আর কিছু না থাকলেও ওটা আছে, তুমি আসতে পারো।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:20 PM
উপসংহার (বা সংহার পর্ব)
ঐ শিক্ষামূলক আলোচনাটা নিয়ে আমার একটু চিন্তা রয়ে গেছিলো। সন্ধেবেলায় থালাবাসন ধোয়ার সময় আমি আগ বাড়িয়েই রুবিকে বললাম,
-ডার্লিং, থালাগুলো আমি মেজে ধুয়ে ফেলি?
রুবি ব্যস্ত হয়ে পড়লো
-না না। থাক। ওগুলো আমিই করে নেবো।
বলেই মাজাধোয়া করতে চলে গেলো।
আমার মাথা থেকে চিন্তাটা ধপ করে নেমে গেলো।
খানিক পরেই রুবি আমাকে ডেকে বললো, তুমি বরং ঐ বড় বড় ডেচকি গুলো মেজে ধুয়ে ফেলো, যাও। আমি, সোনামুখ করে ডেচকি মাজতে বসে পড়লাম। আর মুখে বললাম-' ডার্লিং, তুমি কী ভালো'।
ডিঃ এই পর্বটা সিরিয়াসলি মজা করে লেখা।
Name: কৃশানু
IP Address : 226.113.128.239 (*) Date:05 Dec 2012 -- 05:27 PM
ডি: টা না দিলে আজকে দিল্লিতে সব ফোন নেটওয়ার্ক জ্যাম হয়ে যেত বোধ হয়।
Name: kd
IP Address : 69.93.244.18 (*) Date:06 Dec 2012 -- 03:13 PM
পাইদিদি, ১০ তারিখ? কোন মাসের? ফেব্রুয়ারি?
Name: pi
IP Address : 127.194.10.126 (*) Date:06 Dec 2012 -- 03:26 PM
ওহো, ১০ তারিখ তো সোমবার !
Name: কল্লোল
IP Address : 125.241.63.198 (*) Date:07 Dec 2012 -- 10:41 PM
আগামী ১০ ডিসেঃ কলকাতায় আছি। সন্ধ্যা ৫টা নাগাদ অ্যাকাডেমির সামনের চত্বরে মাসুমের মানবাধিকার মেলা। ওখানে চলে এলে আড্ডা হবে।
Name: sumeru
IP Address : 127.194.85.232 (*) Date:09 Dec 2012 -- 01:05 AM
ধুস।
Name: কেলো
IP Address : 111.210.185.23 (*) Date:10 Dec 2012 -- 11:51 PM
সন্ধের মুখে অ্যাকাডেমীর মাঠে পৌঁছে দেখি -

http://s15.postimage.org/9vu24t9dn/IMG_20121210_180024_1.jpg
মাসুমের মানবাধিকার মেলা তো জমজমাট.............
বিস্তর লোক বসে বসে গানের সঙ্গে তাল ঠুকছে।
আর স্টেজ কাঁপাচ্ছেন কল্লোলদা.......

http://s18.postimage.org/ahn5v2uuh/IMG_20121210_180008.jpg
আর দেখি, ব্যাকবেঞ্চে বসে পাইদিদি একটা নীল-সাদা রঙ্গের ক্যামেরা দিয়ে পটাপট ছবি তুলছেন। সে ক্যামেরার আবার লেন্স ক্যাপটা পুরো বন্ধ হয় না, গুরুচন্ডা৯র প্যাঁচাটার মত আধখোলা চোখে তাকিয়ে থাকে। শুধু কি ক্যামেরা!! পাইদিদির অন্য হাতে মোবাইল... ওফ্ সে কী মোবাইল। সাদা ধপধপে একখন্ড তাজমহলের টুকরো যেন। নাম হচ্ছে এ-স ডুয়োস। টেকনিকাল যত প্রশ্ন সোসেনদিকে শুধুতে বল্লেন। সময় করে শুধোব নাহয় ...
এই রইল আমার ভাঙাচোরা আদ্যিকালের স্পাইস Mi-300 তে তোলা কল্লোলদার স্টেজ পার্ফরম্যান্সের একখানি ছবি -

http://s12.postimage.org/6r7rsszjx/IMG_20121210_180210_1.jpg
আর হ্যাঁ,
ঝুঁটি নাড়িয়ে, মুঠি পাকিয়ে, দাড়ি চুমরিয়ে মানবদের অধিকারের ব্যাপারেও অনেক গুরু গোম্ভীর আলোচনা হয়েছিল, কিন্তু সেসব আমি বিশেষ বুঝতে পারি নি। এটুকুই বুঝেছি দিদির 'মানুষ' আর সুশীলদাদাদের 'মানব' এক্কেবারে আলাদা জিনিস।
Name: lcm
IP Address : 138.48.127.32 (*) Date:11 Dec 2012 -- 12:00 AM
ওহ, কেলো-র ছবিগুলো ভালো এসেছে তো - খেয়াল করলে স্টেজের কাঁপুনিটাও যেন বোঝা যাচ্ছে।
কিন্তু, ভিডিও চাই তো, গানগুলি শুনব ক্যামনে?
Name: pi
IP Address : 127.194.8.131 (*) Date:11 Dec 2012 -- 03:12 AM
দারুণ জমাটি একটা মিনিভাট হয়ে গেল, কল্লোলদা,জয়াদি, কেলোদা, ঋতেনের সাথে। কেলোদার ছবি তুলতে না চাওয়ার খান কতক ছবি আছে ঃ)
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 08:09 AM
মিস করলাম এই মিনিভাট - কল্লোল-দার সাথে কত দিন থেকে আড্ডা মারার ইচ্ছে, জানি না কবে হবে।
অনেক যোগ-বিয়োগ-গুণ-ভাগের পর দেখছি আমি ডিসেম্বরে মাত্তর ২৯ রাত, আর ৩০ সকাল/দুপুর এই দুটো সময় ফ্রি আছি, কলকাতায়। এর পর আবার জানু ৪ রাত্তির, ৫ সারাদিন সময় আছে কিন্তু তদ্দিনে বোধহয় প্পন আর পিনাকী চলে যাবে। আকাও ৪ তারিখ চলে যাচ্ছে
ডিসে ২৯ রাত বা ৩০ আর্লি দুপুর - এর মধ্যে কোন সময় কি একটা ভাট হতে পারে? কলকাতার কিছু চিনি নে, কোন সহৃদয় ব্যক্তি যদি অ্যারেঞ্জ করেন, আমি সানন্দে খাবার ও ইসে স্পনসর করতে পারি।
গান্ধী, ২৯শে অ্যারপোর্ট থেকে মাঠে যাওয়ার প্ল্যান বাতিল, গৃহে অশান্তি ইঃ। অবশ্য ডার্বি ম্যাচ পণ্ড হওয়ার পর সবারই বোধহয় মাঠে যাওয়ার উৎসাহে কিছুটা ভাঁটার টান।
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 09:46 AM
আমার মেল ঠিকানা - nabsbhat অ্যাট ইয়াহু ডট কম, যদি কেউ যোগাযোগ করতে চান।
প্পন, গ্লেন নিয়ে আসব, তবে দেখা না হলে পাচ্ছ না :-) । ২৯ -রাত বা ৩০ দুপুরে আড্ডার ব্যবস্থা করা যায় কিনা দেখ।
Name: গান্ধী
IP Address : 213.110.243.22 (*) Date:11 Dec 2012 -- 09:58 AM
অরণ্যদাঃ) হুম্ম মাঠে যাওয়া বাতিল। আম্মো যাচ্ছিনা এখন মাঠে। তবে মিনিভাট হলে আসতেই পারি
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 10:16 AM
মিনিভাট কেন, মহাভাট হোক, কলকাতা-বাসী + প্রবাসী/অভিবাসী যারা তখন কলকাতায় থাকছেন, সব গুরুভাই-বোনকেই আহ্বান জানাচ্ছি সামিল হতে, দেখা যাক সেশ অব্দি ক্জনকে পাওয়া যায়।
Name: ব
IP Address : 233.228.141.165 (*) Date:11 Dec 2012 -- 10:21 AM
অরন্য দা, এই বার একটুর জন্যে ফস্কে গেল। কিন্তু ব্যাটে বলে হবেই। শুধু সময়ের অপেক্ষা।
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 10:22 AM
কেসি, তুমি তো জানু ৫-১১ থাকছ। আমি ৫ আর ১০ ফ্রি আছি, তখন কোন ভাটের ব্যবস্থা করা গেলে দেখা হবে।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে241--270
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:28 PM
আর হ্যাঁ
শুরুতেই একটা চা এর ব্রেক হল।
যাই। আমিও নিয়ে নি। চায়ের ব্রেক।
ফিরে এসে বাকিটা লিখবো
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 04:30 PM
ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ
শুনিয়ে শুনিয়ে বলচে-
আসতে পারবোনা হে এবার-হে বাদ।
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:05 Dec 2012 -- 04:38 PM
অর্ডারে একটু গলতা আছে, আমরা সাঁঝ আর স্বর্ণালীর পরেই।:)
শুধু রুবির কথা লিখেছে, নিতাই নিজে কেমন সেজেগুজে বসেছিল সে সবাই ছবিতে দেখেছে।
Name: dd
IP Address : 120.234.159.216 (*) Date:05 Dec 2012 -- 04:38 PM
আশ্চজ্জি। খুব আশ্চজ্জি।
শহর ভেদে কতো কি বদলে যায়।
এক নগরে চন্ডালেরা ভালো মন্দ খায়, ফেমিলি নিয়ে ফেমিলি সুলভ গল্প গাছা করে। চা খায় বা শরবৎ।
অন্য শহরে আমন্ত্রন আসে "চল্লে আয়। শ্রুম আসে। গ্যাঁজা আসে। নইলে মাল তো রয়েছেই রে দাদুভাই'। আর আদিগন্ত শহর আবেগে উলৎপ্লুতো হয়ে পরে।
হ্যাঁ গো খোদা, ক্যানো এরমটা হয় ?
Name: কৃশানু
IP Address : 226.113.128.239 (*) Date:05 Dec 2012 -- 04:41 PM
বি দা চেঞ্জ ইউ ওয়ান্ট।
Name: pi
IP Address : 127.194.8.209 (*) Date:05 Dec 2012 -- 04:47 PM
১০ তারিখ, এই রবিবার বিকেলে আকাদেমির চত্বরে কল্লোলদা থাকছে। লোকজন চলে এলে আড্ডা হয়ে যাবে।
Name: dd
IP Address : 120.234.159.216 (*) Date:05 Dec 2012 -- 04:48 PM
চাইলেই খুচরো হওয়া যায় না কি ? আব্দার।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 04:50 PM
বয়েসের পার্থক্য এট্টা বড় ফেকটর-লুরুর জনতা তরুণতর,অবিবাহিত।সিনিয়রদের মধ্যে ডিডিদা আর কল্লোলদা-তা তাদের কথা যত কম বলা যায়, ততই-
Name: দ
IP Address : 69.161.191.9 (*) Date:05 Dec 2012 -- 05:00 PM
অ্যাই মরেচে! এই শ্রাবনী, সুমন, সিকি ইত্যাদিরা আসলে এমন বুড়ো হাবড়া, তা তো কই জানতাম না। :-O
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:04 PM
তারপর শুনুন,
তুমুল ভাট চললো। আমি, স্বপনদা, সতীশদা আর সুমনদা আর পট্ট একঘরে হয়ে গেলাম। আর হলঘরে জমিয়ে ভাট। কমলাবৌদি, রেশমীদি, শ্রাবণীদি স্বর্নালীদি আর রুবি। সাঁঝ মন দিয়ে সিনেমা দেখছিলো। ফাইন্ডিং নিমো। আর বাকিরা জমিয়ে খুব সুন্দর একতরফা ডিসকাসান চলছিলো। সংসারে ছেলেদের কী কী করা উচিৎ যা তারা করেনা আর কীভাবে চাপ দিতে হবে এইসব নিয়ে। এইসব আলোচনা রুবির জন্য এতো শিক্ষামূলক ছিলো যে আমি ঘরে এককোনে বসে মাথা চাপড়াচ্ছিলাম। সতীশদা, স্বপনদাদের মুখে হালকা হাসি ছিলো। সেই হাসিতে লেখা ছিলো, 'নেতাই, তোমার দিন শেষ'। আমি স্পষ্ট পড়তে পারছিলাম।
ওদিকে নিশিকান্তর ডেচকি গুলোও ঢুকে গেছে। খাবার রেডি।
সাদা ভাত, ডাল, আলুভাজা (রুবির বানানো), পোলাও, মাটন, পোনামাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি।
শেষপাতের জন্য গাজরের হালুয়া (আবার রুবি) আর তালশাঁষ সন্দেশ।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:05 Dec 2012 -- 05:07 PM
ফিরিজে কিছু আছে?
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:11 PM
খাওয়া দাওয়া চললো, ভাট চললো। খাওয়া শেষ হলে সবাই একসাথে বসে আরো গল্পক্থা চললো। সেসব কথার বিবরণ আর দিলাম না। শুধু জিৎ কে শ্রাবণীদির কেন পছন্দ নয় আমি বুঝতে পারিনি এইটে জানিয়ে রাখলাম। রেশমিদি কিছু মজাদার গল্প করলো। এখানে সেই গল্প লিখলে গুবলুঅবাবু রাগ করতে পারে। থাক।
ধিরে ধিরে বেলা গড়ালো। দুপুর চলে গিয়ে বিকেল নামলো। সবাই একে একে ছুটি নিলো।
সব সুন্দর দিন ই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:12 PM
কিচ্ছু নাই আর কুমুদি।
তোমার না আসার শোকে সব খেয়ে শেষ করে ফেলেছি।
Name: ব্যাং
IP Address : 132.178.199.250 (*) Date:05 Dec 2012 -- 05:15 PM
গুবলুবাবু কে?
ফরিদার আদরের ডাকনাম?
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:05 Dec 2012 -- 05:18 PM
মাথা চাপড়ে চাপড়ে নেতাইয়ের মাথার চুলের কী দশা হল তাও ছবিতে দেখে নিন সবাই।
তবে আমাদের সবই খুব কনস্ট্রাকটিভ আলোচনা সে সবের মর্ম তোরা কী বুঝবি। ওদিনের আলোচনা তে সবাই একমত হলাম ১) বিয়ে মানে প্রেম শেষ, প্রেমের গলা ঘুঁটে দেওয়া (হুবহু যেমন একজন বলেছে, আমি নই) ২) হাজব্যান্ড জিনিসটা মোটামুটি আকার ইত্যাদির রকমফেরে একই বস্তু!
কুমুদির জন্যে ডাইনিং টেবিলে পাঁচফোড়ণের প্যাকেট সাজিয়ে রেখেছিল রুবি, আর কিছু না থাকলেও ওটা আছে, তুমি আসতে পারো।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 05:20 PM
উপসংহার (বা সংহার পর্ব)
ঐ শিক্ষামূলক আলোচনাটা নিয়ে আমার একটু চিন্তা রয়ে গেছিলো। সন্ধেবেলায় থালাবাসন ধোয়ার সময় আমি আগ বাড়িয়েই রুবিকে বললাম,
-ডার্লিং, থালাগুলো আমি মেজে ধুয়ে ফেলি?
রুবি ব্যস্ত হয়ে পড়লো
-না না। থাক। ওগুলো আমিই করে নেবো।
বলেই মাজাধোয়া করতে চলে গেলো।
আমার মাথা থেকে চিন্তাটা ধপ করে নেমে গেলো।
খানিক পরেই রুবি আমাকে ডেকে বললো, তুমি বরং ঐ বড় বড় ডেচকি গুলো মেজে ধুয়ে ফেলো, যাও। আমি, সোনামুখ করে ডেচকি মাজতে বসে পড়লাম। আর মুখে বললাম-' ডার্লিং, তুমি কী ভালো'।
ডিঃ এই পর্বটা সিরিয়াসলি মজা করে লেখা।
Name: কৃশানু
IP Address : 226.113.128.239 (*) Date:05 Dec 2012 -- 05:27 PM
ডি: টা না দিলে আজকে দিল্লিতে সব ফোন নেটওয়ার্ক জ্যাম হয়ে যেত বোধ হয়।
Name: kd
IP Address : 69.93.244.18 (*) Date:06 Dec 2012 -- 03:13 PM
পাইদিদি, ১০ তারিখ? কোন মাসের? ফেব্রুয়ারি?
Name: pi
IP Address : 127.194.10.126 (*) Date:06 Dec 2012 -- 03:26 PM
ওহো, ১০ তারিখ তো সোমবার !
Name: কল্লোল
IP Address : 125.241.63.198 (*) Date:07 Dec 2012 -- 10:41 PM
আগামী ১০ ডিসেঃ কলকাতায় আছি। সন্ধ্যা ৫টা নাগাদ অ্যাকাডেমির সামনের চত্বরে মাসুমের মানবাধিকার মেলা। ওখানে চলে এলে আড্ডা হবে।
Name: sumeru
IP Address : 127.194.85.232 (*) Date:09 Dec 2012 -- 01:05 AM
ধুস।
Name: কেলো
IP Address : 111.210.185.23 (*) Date:10 Dec 2012 -- 11:51 PM
সন্ধের মুখে অ্যাকাডেমীর মাঠে পৌঁছে দেখি -

http://s15.postimage.org/9vu24t9dn/IMG_20121210_180024_1.jpg
মাসুমের মানবাধিকার মেলা তো জমজমাট.............
বিস্তর লোক বসে বসে গানের সঙ্গে তাল ঠুকছে।
আর স্টেজ কাঁপাচ্ছেন কল্লোলদা.......

http://s18.postimage.org/ahn5v2uuh/IMG_20121210_180008.jpg
আর দেখি, ব্যাকবেঞ্চে বসে পাইদিদি একটা নীল-সাদা রঙ্গের ক্যামেরা দিয়ে পটাপট ছবি তুলছেন। সে ক্যামেরার আবার লেন্স ক্যাপটা পুরো বন্ধ হয় না, গুরুচন্ডা৯র প্যাঁচাটার মত আধখোলা চোখে তাকিয়ে থাকে। শুধু কি ক্যামেরা!! পাইদিদির অন্য হাতে মোবাইল... ওফ্ সে কী মোবাইল। সাদা ধপধপে একখন্ড তাজমহলের টুকরো যেন। নাম হচ্ছে এ-স ডুয়োস। টেকনিকাল যত প্রশ্ন সোসেনদিকে শুধুতে বল্লেন। সময় করে শুধোব নাহয় ...
এই রইল আমার ভাঙাচোরা আদ্যিকালের স্পাইস Mi-300 তে তোলা কল্লোলদার স্টেজ পার্ফরম্যান্সের একখানি ছবি -

http://s12.postimage.org/6r7rsszjx/IMG_20121210_180210_1.jpg
আর হ্যাঁ,
ঝুঁটি নাড়িয়ে, মুঠি পাকিয়ে, দাড়ি চুমরিয়ে মানবদের অধিকারের ব্যাপারেও অনেক গুরু গোম্ভীর আলোচনা হয়েছিল, কিন্তু সেসব আমি বিশেষ বুঝতে পারি নি। এটুকুই বুঝেছি দিদির 'মানুষ' আর সুশীলদাদাদের 'মানব' এক্কেবারে আলাদা জিনিস।
Name: lcm
IP Address : 138.48.127.32 (*) Date:11 Dec 2012 -- 12:00 AM
ওহ, কেলো-র ছবিগুলো ভালো এসেছে তো - খেয়াল করলে স্টেজের কাঁপুনিটাও যেন বোঝা যাচ্ছে।
কিন্তু, ভিডিও চাই তো, গানগুলি শুনব ক্যামনে?
Name: pi
IP Address : 127.194.8.131 (*) Date:11 Dec 2012 -- 03:12 AM
দারুণ জমাটি একটা মিনিভাট হয়ে গেল, কল্লোলদা,জয়াদি, কেলোদা, ঋতেনের সাথে। কেলোদার ছবি তুলতে না চাওয়ার খান কতক ছবি আছে ঃ)
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 08:09 AM
মিস করলাম এই মিনিভাট - কল্লোল-দার সাথে কত দিন থেকে আড্ডা মারার ইচ্ছে, জানি না কবে হবে।
অনেক যোগ-বিয়োগ-গুণ-ভাগের পর দেখছি আমি ডিসেম্বরে মাত্তর ২৯ রাত, আর ৩০ সকাল/দুপুর এই দুটো সময় ফ্রি আছি, কলকাতায়। এর পর আবার জানু ৪ রাত্তির, ৫ সারাদিন সময় আছে কিন্তু তদ্দিনে বোধহয় প্পন আর পিনাকী চলে যাবে। আকাও ৪ তারিখ চলে যাচ্ছে
ডিসে ২৯ রাত বা ৩০ আর্লি দুপুর - এর মধ্যে কোন সময় কি একটা ভাট হতে পারে? কলকাতার কিছু চিনি নে, কোন সহৃদয় ব্যক্তি যদি অ্যারেঞ্জ করেন, আমি সানন্দে খাবার ও ইসে স্পনসর করতে পারি।
গান্ধী, ২৯শে অ্যারপোর্ট থেকে মাঠে যাওয়ার প্ল্যান বাতিল, গৃহে অশান্তি ইঃ। অবশ্য ডার্বি ম্যাচ পণ্ড হওয়ার পর সবারই বোধহয় মাঠে যাওয়ার উৎসাহে কিছুটা ভাঁটার টান।
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 09:46 AM
আমার মেল ঠিকানা - nabsbhat অ্যাট ইয়াহু ডট কম, যদি কেউ যোগাযোগ করতে চান।
প্পন, গ্লেন নিয়ে আসব, তবে দেখা না হলে পাচ্ছ না :-) । ২৯ -রাত বা ৩০ দুপুরে আড্ডার ব্যবস্থা করা যায় কিনা দেখ।
Name: গান্ধী
IP Address : 213.110.243.22 (*) Date:11 Dec 2012 -- 09:58 AM
অরণ্যদাঃ) হুম্ম মাঠে যাওয়া বাতিল। আম্মো যাচ্ছিনা এখন মাঠে। তবে মিনিভাট হলে আসতেই পারি
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 10:16 AM
মিনিভাট কেন, মহাভাট হোক, কলকাতা-বাসী + প্রবাসী/অভিবাসী যারা তখন কলকাতায় থাকছেন, সব গুরুভাই-বোনকেই আহ্বান জানাচ্ছি সামিল হতে, দেখা যাক সেশ অব্দি ক্জনকে পাওয়া যায়।
Name: ব
IP Address : 233.228.141.165 (*) Date:11 Dec 2012 -- 10:21 AM
অরন্য দা, এই বার একটুর জন্যে ফস্কে গেল। কিন্তু ব্যাটে বলে হবেই। শুধু সময়ের অপেক্ষা।
Name: aranya
IP Address : 154.160.5.25 (*) Date:11 Dec 2012 -- 10:22 AM
কেসি, তুমি তো জানু ৫-১১ থাকছ। আমি ৫ আর ১০ ফ্রি আছি, তখন কোন ভাটের ব্যবস্থা করা গেলে দেখা হবে।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে241--270