বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে181--210


           বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
          বিভাগ : অন্যান্য
          বিষয়টি শুরু করেছেন : Samik
          IP Address : 123.242.248.130          Date:15 Dec 2011 -- 12:49 PM
Name:  kumu           Mail:             Country:  

IP Address : 122.176.32.39          Date:07 Feb 2012 -- 01:53 PM

না,না ভুলব ক্যানো,ই কী কথা।ঠিকই,আমি ভাল করে দেখি নি।
রুবি সেজেচে কই,পরের বার দেখা হলে বে-এ-এ শ করে সাজিয়ে ছাড়ব।তবে ওর হাসিটিই সবচেয়ে সুন্দর সাজ,আর কিছু দরকার পড়ে না।Name:  Netai           Mail:             Country:  

IP Address : 121.241.98.225          Date:07 Feb 2012 -- 02:05 PM

কাল যে হেবি খেয়েছিনু তা স্বীকার না করলে ভগমান পাপ দেবেন।

তবে পাইদির দেওয়া ককটেল চকলেট, ঘরে এসে খুব আগ্রহ সহকারে ভেঙে শুধু ঐ গন্ধই পেলাম। ভিতরে কই টলটলে ওয়াইন ছিলনাতো?Name:  kumu           Mail:             Country:  

IP Address : 122.176.32.39          Date:07 Feb 2012 -- 04:46 PM

তবে হানিমুনে বদ্দি গিয়ে নেতাই ভাল করে নি।ওটা তো এট্টা industrial town ,দুনিয়ার pharma কোং-রা বাসা করেচে,কিনা, ট্যাকসো ছাড় পাবে।
না আচে ছিনারি,না আচে সমুদ্দুর,না আচে ভল শপিংএর জায়গা।
রুবিকে এগুলো বোঝাব, তার টাইম পাই না।Name:  shrabani           Mail:             Country:  

IP Address : 124.124.86.28          Date:07 Feb 2012 -- 05:15 PM

আমার এখনো ছবি দেখার সৌভাগ্য হয়নি, খুব চিন্তায় আছি কুমু কেন আমায় চিনতে পারলনা ... :) .... সাত বছরের পুরনো আমার ঘর আর গাছপাথর নেই এত বছরের আমির মধ্যেই বা পাই কী সাজ দেখল!:(

আসলে ঘর বোধহয় এমনিই সাজসাজ হয়েছিল মান্যিগণ্যি অতিথিদের পা পড়ায়। সবাই ছটার পরে পরেই এসে পড়বে এমনটা কথা ছিল (শুভজিত ছাড়া, তার দেরী হবে জানতাম), তাই হুড়দুম করে অফিস শেষে ছুটেছি দুজন .... বন্ধ ঘরে আলোটালো জ্বালিয়ে, চা খেয়ে তৈরী হতে হতেই সুমনের ফোন .... প্রায় এসে পড়েছে কথামত, সময়মত ...... সুমন চিরদিনই সঙ্গে আনে আড্ডার আবহ,খুশমেজাজ আর এদিন বিশেষ করে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সিডি। তবে আমি রেশমী আর সাম্পানকে মিস করলাম এবং শীগগির একটা ছুটির দিনে আমাদের সবার দেখা হওয়াটা সেই মুহূর্তে জরুরী মনে হচ্ছিল। কুমু, স্বর্ণালী, রাজদীপকে নিয়ে মেগা ভাটের আয়োজন করেই ফেলা হোক, দিল্লীতে এমন সুন্দর ওয়েদার যতদিন আছে তার মধ্যে একদিন।

আমাদের তিনজনের (আমার কর্তা ও সুমন, কাজের ফাঁকে ফাঁকে আমি) মাইক্রো ভাট চলতেই থাকল, তাকে মিনিতে পরিণত হতে অপেক্ষার সময় নিল প্রায় দেড় ঘন্টা। শমীক দিল্লী ও এন সি আরের বেস্ট গাইড ও "লাজবাব দিল্লী" গাইড বুক, সুমেরুর এই দাবীকে সত্য প্রমাণিত করে নীচে গেট অবধি পৌঁছল নির্ভুল ভাবে, জিজ্ঞেস না করেই এবং অচিরেই আমার দরজায়, সঙ্গে পাই কথা বলতে বলতে। তারপরে একসঙ্গে এতকথা আর এতকিছু একসাথে হতে লাগল যে আমার আর খেই নেই!
নেতাই সকালে ফোনে কথা হতে মনে করিয়ে দিয়েছিল নিজেই যে সে ও রুবি আমার বাড়ি থেকে সবচেয়ে কম দুরত্বের বাসিন্দা .... খুব ভয়ে ছিলাম অফিস থেকে ফিরে দেখব ওরা বেচারারা বোধহয় গেটে অপেক্ষা করছে .... তা এল তাও ঐ পাই যা বলেছে বাকীরা কতক্ষণ ধরে "রুবি কবে আসবে" মন্ত্র জপার পরে!
আমরা ছবিটবি তুলিনি যদিও সব ক্যামেরাই রেডি ছিল, অল্প ভিডিও তোলা হয়েছে, শমীকের গান আর বাকীদের কথা, তা রইল আমার জন্য, এ সন্ধ্যাকে মনে রাখতে। পাই ভাঙা গলায় যা গাইল তাতে রুবিও লাজুক হাসি ত্যাগ করে সিরিয়াস গলায় বলে উঠল "ভালো গলার গান তাহলে না জানি কেমন হবে"!

Name:  shrabani           Mail:             Country:  

IP Address : 124.124.86.86          Date:07 Feb 2012 -- 05:29 PM

আর কালকের ভাটের আনন্দে আজ আমি জ্বরোজ্বরো ..... সব্বাইকে যদি কাল না বলে থাকি তাহলে আজ বলি, আবার হোক দিল্লী ভাট শীগগিরই আর ভাট অর নো ভাট যে কেউ আমার বাড়ি আবার এলে খুব খুশী হব আমরা!Name:  siki           Mail:             Country:  

IP Address : 122.177.201.225          Date:07 Feb 2012 -- 08:45 PM

আমি তো যাচ্ছিই, এই শনিবার। শ্রাবণীর বাড়িতে আমি মোবাইলের চার্জার ফেলে এসেছি। :-)Name:  siki           Mail:             Country:  

IP Address : 122.177.201.225          Date:07 Feb 2012 -- 09:11 PM

হ্যাঁ, সইত্যের খাতিরে মেনুটা না কইলে কিছুই বলা হয় না।

প্রথমে মাটন কাবাব। সঙ্গে গরমাগরম টমেটো সুপ। পাই খুলল চকোলেটের বাক্সো। এর পরে মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি। আমি কেবল মাটনেরটা খেয়েছি। সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি। তারপরে রাবড়ি এবং নলেন গুড়ের তালশাঁস।Name:  rimi           Mail:             Country:  

IP Address : 168.26.205.19          Date:08 Feb 2012 -- 12:06 AM

সিকির ছবিতে শুভজিৎ-বৌদির দেখা নাই কেন? তবে যে পাই লিখেছে শুভজিৎদা বৌদি সহ এসেছিল?

Name:  siki           Mail:             Country:  

IP Address : 122.177.201.225          Date:08 Feb 2012 -- 08:37 AM

না, শুভজিৎদা একা এসেছিলেন।

কাল শেষরাতে পাই উড়ে গেল। দিল্লিতে আবার শীত পড়ল জাঁকিয়ে। রূপকার্থে নয়, সত্যিই।Name:  siki           Mail:             Country:  

IP Address : 122.177.201.225          Date:08 Feb 2012 -- 12:36 PM

কালকে যে পাই কতবার হারিয়ে গেল দিল্লিতে!

তিনি বেরিয়েছিলেন দিল্লিদর্শনে, আমি আপিসে, মাঝে মাঝে ফোন করে খবর নিচ্ছি ঠিকঠাক চলছে কিনা। বসন্ত কুঞ্জে কাজ সেরে তো তিনি অটো নিয়ে চলে গেলেন প্রথমে কুতুব মিনার। সেখানে গিয়ে তিনি অ্যাত্তো মুগ্‌ধ অ্যাত্তো মুগ্‌ধ, ক্যামেরার অর্ধেক ব্যাটারি নাকি সেখানেই শেষ করে ফেলেছেন। (ছবিগুলো দেখার অপেক্ষায় রইলাম)। তারপরে ফোন, "আমি একটা অটোয় বসেছি, সাকেত মেট্রো স্টেশনে যাবার জন্য, সে বলেছে আমাকে রাজস্থান মার্কেট ঘুরিয়ে নিয়ে যাবে, সেটা নাকি চাঁদনি চক মার্কেটের থেকেও ভালো?'

আমি তো হাঁ, কুতুব মিনারের কাছে রাজস্থান মার্কেটের নামও শুনি নি, সেটা নাকি চাঁদনি চকের থেকেও ভালো? বললাম, নিশ্চয়ই ব্যাটার কমিশন আছে কোনও দোকানে, খবদ্দার কিছু কিনবে না, সোজা স্টেশন যাও।

এর পর দীর্ঘক্ষণ নীরবতা। বাইরে দেখছি আকাশ কালো হয়ে আসছে, বৃষ্টি পড়ছে। পাইকে ফোন করছি, ফোন বেজেই যাচ্ছে, পাই তুলছে না। পাইয়ের পরের ফোন এল চাঁদনি চকের পরাঠেওয়ালি গলি থেকে। "সুমন বলল, হুমায়ুন'স টুম্ব নাকি দেখার মত। যাবো?' আমি কইলাম, তুমি কি পাগল হয়েছো? কোথায় চাঁদনি চক, কোথায় হুমায়ুনের কবর! ওখানেই ঘোরাঘুরি করো, লালকেল্লার লাইট অ্যান্ড সাউন্ডটা দেখে নাও সন্ধ্যের মুখে, তারপরে ফিরে এসো।

তো বিষ্টির জন্য সেসবের কিছুই নাকি হয় নি, পাইয়ের ক্যামেরার ব্যাটারি শেষ, মোবাইলের চার্জ শেষ, শেষ সাড়ে পাঁচটার সময় ফোন পেয়েছিলাম, বিষ্টি হচ্ছে, তাই ছাতা কেনার প্ল্যান করছে পাই। ব্যাস, তার পর থেকেই ফোন সুইচ অফ। পাই নন ট্রেসেবল। সবাই চিন্তা করছি। প্রায় সাড়ে সাতটার পর পাইয়ের ফোন এল, কোনওরকমে ফোন অন করতে পেরেছি, একটাই কল করতে পারছি, তুমি বাকিদের খবর দিয়ে দাও যে আমি শুভজিৎদার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, চিন্তার কিছু নেই।

সবাইকে খবর টবর দিয়ে নিশ্চিন্ত হলাম। এর পরে বোধ হয় পটাশম্যামের সাথে পাইয়ের গল্প হয়েছে খানিক।

বাকি গল্প পাই বলবে, ম্যারিকা পৌঁছে।Name:  kumu           Mail:             Country:  

IP Address : 122.176.32.39          Date:08 Feb 2012 -- 01:29 PM

না,আমি তো পাই-ফোন পাই নি।তবে সন্ধের দিকে লম্বা লম্বা কলে ফোনটা আটকে থাকে।
পাই কখন পৌঁছবে?Name:  rimi           Mail:             Country:  

IP Address : 168.26.205.19          Date:08 Feb 2012 -- 08:54 PM

তবে যে পাই লিখেছে শুভজিৎ-বৌদি খুব জমাটি মানুষ, তিনি পাইএর থেকেও বেশি কথা বলেন? পাই তাকে কোথায় দেখল? একি ভৌতিক ব্যপার রে বাবা!!!!

ডি: শুভজিৎ বৌদি হলেন আমার ছোটোবেলার বন্ধু, তাই একটু কূতুহলী হয়ে পড়েছি :-))Name:  Netai           Mail:             Country:  

IP Address : 122.177.31.234          Date:08 Feb 2012 -- 09:04 PM

পাইদি শুভজিৎদার বাড়িতে বৌদিকে দেখেছে।Name:  ppn           Mail:             Country:  

IP Address : 122.252.231.10          Date:08 Feb 2012 -- 09:11 PM

ইসে, লালকেল্লার লাইট অ্যান্ড সাউন্ড শো'র থেকে এনি ডে হুমায়ুন'স টুম্ব বেটার। তবে বিষ্টি পড়লে দুটোই সমান খারাপ। :)Name:  siki           Mail:             Country:  

IP Address : 122.177.201.225          Date:08 Feb 2012 -- 09:57 PM

পাবলিক কুতুব মিনার থেকে চাঁদনি চক গেছে, সেখান থেকে লালকেল্লা দেখা সহজ না হুমায়ুন্স কবর দেখা সহজ?

পাই আগের রাতে শুভজিৎদার বাড়িতে ছিল।Name:  ppn           Mail:             Country:  

IP Address : 122.252.231.10          Date:08 Feb 2012 -- 10:54 PM

আহা, পাবলিকের জন্য বলিনি। ইন জেনেরাল বললাম।Name:  siki          

IP Address : 24.140.82.133 (*)          Date:02 Dec 2012 -- 04:07 PM

এই মুহূর্তে নেতাইয়ের বাড়িতে জোরদার খ্যাঁটন চলছে বলে খবরে প্রকাশ। উপস্থিত আছে সিকিনী ও সাঁঝ, ফরিদা-রেশমী-পট্ট, শ্রাবণী-সতীশজি, পটাশম্যামও আছেন বোধ হয়, আর কে-কে জানি না।

বাকি আপডেট আশা করি সকলে সন্ধ্যের মুখে দেবে। আমি শুধু মাটন, চিংড়ি, আর নলেনগুড়েরসন্দেশ, এই তিনটে শব্দ শুনতে পেলাম। তারপর ফোন কেটে গেল।


Name:  kumu          

IP Address : 24.96.211.87 (*)          Date:02 Dec 2012 -- 04:34 PM

হায়,হায়,হায়,পটাশম্যাম রেডি হয়ে বসে ছিলেন অনেকক্ষণ।
কিন্তু গাড়ী খারাপ হয়ে যাওয়াতে আর বহুবহু চেষ্টাতেও অন্য গাড়ী পান্নি তাই যাওয়া হয় নি।
ভেউ,ভেউ,ঠিক শিবুটা শাপ দিয়েচিল,ভেউ-


Name:  প্পন          

IP Address : 190.215.35.23 (*)          Date:02 Dec 2012 -- 04:39 PM

এঃ এত গাড়ি খারাপ হয় কেন? আর দিল্লিতে ট্যাক্সি/আতো নেই নাকি?


Name:  প্পন          

IP Address : 190.215.35.23 (*)          Date:02 Dec 2012 -- 04:39 PM

* অটো


Name:  siki          

IP Address : 24.140.82.133 (*)          Date:02 Dec 2012 -- 05:00 PM

এম্মা! গাড়ি খারাপ হয়ে যাওয়াটা কোনও সমিস্যে?

আপনি মেট্রোয় চড়েন না? নেতাইয়ের বাড়ি তো মেট্রো স্টেশনের কাছেই!


Name:  dd          

IP Address : 132.167.36.110 (*)          Date:02 Dec 2012 -- 05:57 PM

এই মাত্তর সর্বজন শ্রদ্ধেয় ভিকিদা আমার পর্ণো কুটিরে ছ্যাৎপ্যাৎ লাঞ্চ সমাপন করে নিজের হোটেল অভিমুখে রওয়ানা দিলেন।

ইতি ভিকিদা ডিডি ভাট কথা সমাপ্ত।


Name:  kumu          

IP Address : 24.96.211.87 (*)          Date:02 Dec 2012 -- 06:19 PM

বল্লাম না,বিয়ের সিজিন,তাই টেসকি পেলাম না,বহু চেষ্টাতেও।
অটো এখান থে নয়ডা যাবে না।
নেতাইয়ের বাড়ি তো মেট্রো স্টেশনের কাছেই-জানতাম না,তাছাড়া যখন টেসকি পাওয়ার শেষ আশাটিও নিবে গেল,তখনি দেড়্টা বাজে।

অর্পণ,এর আগেও কী কখনো গাড়ী খারাপের কথা বলেছি?মনে পড়চে না।
ভেউ,ভেউName:  kumu          

IP Address : 24.96.211.87 (*)          Date:02 Dec 2012 -- 06:27 PM

আমি রেডি হয়ে বসে রইলাম এতক্ষণ,তার্পর রেগেমেগে লাঞ্চ খেলাম না,সেসব না দেখে এরা কেবল উল্টোপাল্টা বলচে।

ফরিদাভাটের আগের রাত থেকে ফরিদার বাড়ী গিয়ে থাকব।


Name:  sosen          

IP Address : 125.242.175.63 (*)          Date:02 Dec 2012 -- 06:49 PM

পর্নো কুটির? সেকি কথা?


Name:  Sibu          

IP Address : 34.252.61.205 (*)          Date:02 Dec 2012 -- 07:00 PM

শাপ দিতে আমার বয়ে গেছে। আমি কি খেতে পাই নে? এই যেমন এখন এক প্রাক্তন ছাত্রের বাড়ীতে ভাট করছি। আমার পেথম ব্যাচের স্টুডেন্ট। বলতে নেই, ছোগড়া তালেবর হয়েছে। কাল সন্ধেবেলা সেবাশ্চিয়ান ব্রাদার্সের স্টেকহাউসে প্রাইম রিব খাওয়াল। সেই যেখানে ওয়ারেন বাফেট খেতে যায় বলে গুজোরব। ছোকরার বউটি ভারী লক্ষ্মীমন্ত। এইটে নিন, ঐটি নিন করে করে খাওয়ালে। প্রায় ছেলেবউয়ের মত মনে হচ্ছিল। দক্ষিণ-ভারতীয় কাপল। কে কইবে মোট্টে এক পুরুষে মাংস খেতে শিখেছে!!

এ সব ফেলে আমার বয়ে গেছে পটাশকে হিংসে করতে।


Name:  শ্রাবণী          

IP Address : 69.94.104.53 (*)          Date:02 Dec 2012 -- 07:37 PM

কুমুদি, শমীক দুজনকেই সবাই খুব মিস করেছে আর তাদের কথা ভেবে চোখের জল ফেলতে ফেলতে একটু বেশী খেয়ে ফেলেছে তাই আমি নিশ্চিত এখন কেউ ডিটেল লেখার অবস্থায় নেই। আমি শুধু কটা ছবি দিয়ে গেলাম!
http://www.facebook.com/media/set/?set=a.592947317385600.137526.100000
110102041&type=3#!/media/set/?set=a.592947317385600.137526.10000011010
2041&type=1


দিল্লীর আউটবাউন্ড ভাটঃ
স্থান : সারিস্কা, টাইগার ডেন
ডেট : 15th & 16th Dec
ইচ্ছুক জনতা ফরিদার সঙ্গে যোগাযোগ করুন বিশদ জানতে।


Name:  কুমু          

IP Address : 132.160.159.184 (*)          Date:03 Dec 2012 -- 11:46 AM

না,সারিস্কা হবে না,আগেই ফরিদাকে বলেছি।
শ্রাবণী ও স্বপনবৌদির শাড়ী খুব সুন্দর।


Name:  kumu          

IP Address : 132.160.159.184 (*)          Date:03 Dec 2012 -- 11:48 AM

আর সতীশের ছবি কই,অ্যাঁ?


Name:  ekak          

IP Address : 69.99.230.125 (*)          Date:03 Dec 2012 -- 12:13 PM

লুরু র জনগণ কই গেল ?

একটা লুরু ভাট নাবালে হয়না ? পদ্য-মদ্য-গীত সহযোগে ? ল্যাদ কাটিয়ে জমায়েত হন সবাই ! হাঁক দিয়ে গেলুম ! :)

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে181--210