বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে1771--1800


           বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
          বিভাগ : অন্যান্য
          বিষয়টি শুরু করেছেন : Samik
          IP Address : 123.242.248.130          Date:15 Dec 2011 -- 12:49 PM
Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:14 Jan 2015 -- 01:56 PM

আজ স্যান ফ্র্যানসিস্‌কো এলাকায় মিনি ভাট হল।

দু দিনের জন্য আপিসের কাজে এ পাড়ায় (প্যালো অ্যাল্টো) এসেছিল আকা। সন্ধেবেলা অনির্বান, আগুন্তুক, এলসিএম চলে এলো ফ্রিমন্ট-এ শালিমার-এ। আসতে আসতে গাড়ীতে জানা গেল দুটি তথ্য - ফেটসু যে কোনো স্টুডেন্ট পার্টির নাম নয়, ওটি যাদব্পুরের ছাত্র সংস্থার অফিসিয়াল নাম (যেটি, জুসু -jusu হতেই পারত) সেটি জানিয়ে কনফিউশন দূর করল অনির্বান। এসএফ`আই, আর, ডিওআইএফ`আই - এই দুই সংস্থার মধ্যে মূল তফাৎ কি এসবও বুঝিয়ে দিল অনির্বান। শুধু তাই নয়, আগুন্তুক-এর অনুসন্ধিৎসা মেটালো অনির্বান - সিপিএমের ছাত্র, যুব, কৃষক, সাংস্কৃতিক ফ্রন্ট যা কিনা রাশিয়ায় মডেলে তৈরী তাই নিয়ে ছোট্ট করে বক্তব্য রেখে। আরো জানা গেল, পাই হল কেমিস্ট্রি-র স্টুডেন্ট, কিন্তু পাই-এর অফুরন্ত এনার্জির এবং (বিবিধ কাজকম্মের) প্যারালাল প্রসেসিং পাওয়ার-এর উৎস এবং রসায়ন কেউ জানে না।

আকা আসল মিনিট পোনেরো পরে। আকা-কে ইচ্ছে করেই বে এরিয়া অফিস টাইমের ট্রাফিকের আন্দাজ দেওয়া হয় নি। তবে আঁচ পেয়ে গেছে আকা।

ততক্ষণে, অ্যাপেটাইজার অর্ডার হয়ে গেছে - শিক কাবাব, মূর্গ টিক্কা লহরি, চা। অনির্বানের ভারি উৎসাহ ছিল "কাশ্মিরী চা" - জিনিসটা চেখে দেখবে, কিন্তু দোকানি বললেন ওটি শেষ হয়ে গেছে।

আকা সবে ইন্ডিয়া ঘুরে এসেছে, দিল্লিতে করিম্‌স-এ খেয়ে কিঞ্চিৎ হতাশ হয়েছে বলল। আকার কাছে আইটিসি বুখারিতে খাবারের দাম শুনে জনগণ স্তম্ভিত।

ন্যাড়া আপিসের কাজ বাঁচিয়ে চেষ্টা করবে বলেছিল, কিন্তু শেষ মুহুর্তে আটকে যাওয়ায় ন্যাড়া আসতে পারল না, ফোনে আকা-র সঙ্গে হেলো-হাই সেরে নিল।

ইতিমধ্যে মেইন কোর্স এসে গেছে । ল্যাম্ব শ্যাংক, পায়া, নিহারি, মসালা গোট, নান, ভাত। পায়া জিনিসটি আগুন্তুক ব্যাখা করে দিল - ভেড়া/ছাগল/গরু-র পায়ের নীচের দিকের ক্ষুর শুদ্ধু অংশটি দীর্ঘক্ষণ ধরে কম আঁচে রান্না করে তাই দিয়ে স্যুপ টাইপের জিনিস।

অনির্বান এবং আকা অনেক খাবে বলে যে হালকা হুমকি দিয়েছিল সেটা আগুন্তুক খুব একটা বিশ্বাস করে নি। দেখা গেল খুব একটা ভুল করে নি। অবশ্য শালিমার-এর নান এর সাইজ এর কারণ হতে পারে। খেতে খেতে নানাবিধ আলোচনা, যার বেশীর ভাগই খাবার ঘিরে। দেশের খাবার, বিদেশি খাবার।

শালিমারে ডেসার্টে ছিল বেনারসী ক্ষীর, কিন্তু আদতে যে সেটি একউ উচ্চমানের দুধভাত - আগুন্তুক সেটি বলে দেবার পর সবাই তাতে উৎসাহ হারাল। এলসিএম কয়েকবার জানার চেষ্টা করল ফিরনি আজকাল দেয় কি না। যাইহোক ঠিক হল, ডেসার্ট খাওয়া হবে কাছেই বেঙ্গলি সুইট্‌স নামক দোকানে গিয়ে। ইয়েল্প্‌স থেকে বেরোলো কাছেই, দেড় মাইলের মধ্যে।

এর মধ্যে এলসিএম আর আগুন্তুক-এর মধ্যে আলোচনা হল যে নামে বেঙ্গলি সুইট্‌স হলেও এটি চালায় পাঞ্জাবী সর্দারজী। যাই হোক, এখানে গিয়ে দেখা গেল এক প্রকান্ড ল্যাংচা টাইপের মিষ্টি - এই দোকানে যার নাম হল, "গুলাপজাম কাটলেট"। এটি বাইরে থেকে পুরুষ্ট ল্যাংচার মতন দেখতে হলেও, এর মধ্যে গোলাপী রঙের পুর কিছু দেওয়া আছে, কাটলে ভেতরে সেটি দেখা যাচ্ছে। শুরু হয়ে গেল অ্যানালিসিস - এটি কি আনসোল্ড পিংক মিঠাই র‌্যাপ্‌ড ইন লং গুলাবজামুন , নাকি, এটি লং গুলাবজামুন স্টাফ্‌ড উইথ পিংক সন্দেশ। সঙ্গে নেওয়া হল আম সন্দেশ এবং অ্যালমন্ড সন্দেশ। সব শেষে মৌরি, এবং দেখা গেল তাতেও পিংক দানা। আগুন্তুক অবশ্য দোকানের দেওয়ালের রং-ও পিংক দেখিয়ে একটি প্যাটার্ন বের করে ফেলল।

সময় হয়ে এল। আকা-কে কাল সকাল নটার ফ্লাইট ধরতে হবে। আগুন্তুক এবার ভালো করে ট্রাফিক জ্যামের সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পরবার পরামর্শ দিল। আকা রওনা হল। আগুন্তুক আর অনির্বান বাড়ি ফেরত যাবে ট্রেনে করে, ওদেরকে ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে এলসিএম চলল বাড়ি।
Name:  কল্লোল          

IP Address : 125.242.130.186 (*)          Date:14 Jan 2015 -- 04:08 PM

আমরা কি ফেব্রুয়ারীর প্রথম হপ্তায় ৭(শনি)বা ৮(রবি)এ অমিত-সদা ভাট কত্তে পারি?
মেল চালু কচ্ছি।


Name:  potke          

IP Address : 126.202.19.216 (*)          Date:14 Jan 2015 -- 05:30 PM

করো,আছি।


Name:  শ্রী সদা          

IP Address : 113.19.212.21 (*)          Date:14 Jan 2015 -- 05:55 PM

হোক, আছি।


Name:  Arpan          

IP Address : 125.118.55.15 (*)          Date:14 Jan 2015 -- 06:53 PM

৭ হবে না। ৮ আছি।


Name:  dd          

IP Address : 132.171.81.91 (*)          Date:14 Jan 2015 -- 08:21 PM

কিন্তু জন্মোদিনের ফটুকগুলো কই?


Name:  PM          

IP Address : 233.223.154.204 (*)          Date:14 Jan 2015 -- 08:27 PM

কোলকতায় না লুরুতে?


Name:  Arpan          

IP Address : 125.118.55.15 (*)          Date:14 Jan 2015 -- 08:29 PM

কাল ছুটি আছে। আপলোড করে দেবো।

ডিঃ ইনসাল্লাহ


Name:  Amit Sengupta          

IP Address : 116.51.243.181 (*)          Date:14 Jan 2015 -- 10:49 PM

৭ ফিরছি লুরু । ৮ আছি ।


Name:  aka          

IP Address : 80.193.168.165 (*)          Date:15 Jan 2015 -- 03:58 AM

কাল দিব্য হল। আগন্তুকদা আর অনির্বাণের সাথে আলাপ হল। হাইট অফ দা সন্ধ্যে ছিল ল্যাদোষদার ইসের মতন দেখতে গুলাব জামুন/ল্যামচা খাওয়া। মনে হচ্ছে এমন কয়েকখানা সন্ধ্যে আগামী কমাসে অনিবার্য।


Name:  Abhyu          

IP Address : 138.192.7.51 (*)          Date:15 Jan 2015 -- 04:46 AM

ল্যাদোশদা ঐ রকমই - একদিন আমাকে ইন্ডিয়ান স্টোর থেকে ফোন করে বলল - দুটো মিষ্টি খেয়ে নি, এটা শুধু তুই জানলি আর আমি জানলাম - আর কেউ জানবে না!


Name:  -          

IP Address : 109.133.152.163 (*)          Date:15 Jan 2015 -- 07:15 AM

এমং কি মিষ্টির দোকানীও না! ঃ-)


Name:  কল্লোল          

IP Address : 111.63.203.105 (*)          Date:15 Jan 2015 -- 07:32 AM

মেল করেছি সবাইকে। সদা মেল আইডি পাঠা ৯৯০২৯৮৯৭৬৪এ।


Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:15 Jan 2015 -- 09:39 AM

গতকালের ভাটের সুপারস্টার -

http://oi58.tinypic.com/34e8ax5.jpg


Name:  Arpan          

IP Address : 125.118.170.52 (*)          Date:15 Jan 2015 -- 09:45 AM

ছবিটা ভাগ্যিস বলে দিল ল্যাংচার!!


Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:15 Jan 2015 -- 09:47 AM

গুলাবজাম কাটলেট (দোকানদার ল্যাংচা জানে না)


Name:  কল্লোল          

IP Address : 125.185.155.3 (*)          Date:15 Jan 2015 -- 09:58 AM

মাইরী। আমি তো বিষম খেয়ে ফেলছিলাম আর কি!!! বাব্বা কি চেয়ারা!!!


Name:  kumu          

IP Address : 132.161.10.148 (*)          Date:15 Jan 2015 -- 10:01 AM

এলসিএম ,এত্ত অল্প বয়েসে মিষ্টি খাওয়া মানা?না স্বেচ্ছায় নিয়ন্ত্রণ?


Name:  ন্যাড়া          

IP Address : 172.233.205.42 (*)          Date:15 Jan 2015 -- 10:03 AM

সানিভেল শালিমার? এ জিনিস কবে থেকে রাখছে?


Name:  Arpan          

IP Address : 125.118.21.14 (*)          Date:15 Jan 2015 -- 10:04 AM

হ্যাঁ, দুপাশে দুটো গুলাবজামেরই যা অভাব!!


Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:15 Jan 2015 -- 10:04 AM

সানিভেল না, ফ্রিমন্ট শালিমার।
মিষ্টিটা ফ্রিমন্টের বেঙ্গলি সুইট্‌স।


Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:15 Jan 2015 -- 10:06 AM

কুমু,
মানা নেই, ভাল মিষ্টি পাই না তেমন।


Name:  Abhyu          

IP Address : 85.137.13.161 (*)          Date:15 Jan 2015 -- 10:08 AM

প্পন আকার পোস্টটা ভালো করে পড়ে নি, নইলে আগেই হিনী দিত


Name:  lcm          

IP Address : 118.91.116.131 (*)          Date:15 Jan 2015 -- 10:11 AM

ও, ঐ ইসে। ইসে খুব বাজে কথা, আর্বান ডিকশনারিতে আছে - http://www.urbandictionary.com/define.php?term=ishey


Name:  Arpan          

IP Address : 125.118.21.14 (*)          Date:15 Jan 2015 -- 10:14 AM

ও হ্যাঁ, মিসিয়ে গেছিলাম। ল্যাদোষদার ইসের মত লিখেছে।


Name:  !!          

IP Address : 59.204.235.113 (*)          Date:15 Jan 2015 -- 11:13 AM

মিষ্টিটা খুবই অসভ্য মত দেখতে। প্রাপ্তবয়্স্কদের জন্য মিষ্টি এই প্রথম দেখলাম!!


Name:  b          

IP Address : 24.139.196.6 (*)          Date:15 Jan 2015 -- 12:18 PM

কি সব অশ্লীল মিষ্টি রে বাপ। ইন্ডিয়া হলে আর দিতে হত না, ঘেরাও হয়ে যেতো, কোর্টে কেস উঠতো, সেন্সর বোর্ড কাঁচি নিয়ে রে রে করে ছুটে আসতো। প্লে বয়ের দেশ তো, তাই বেঁচে গেলো।


Name:  cb          

IP Address : 213.0.215.3 (*)          Date:15 Jan 2015 -- 12:22 PM

আচ্ছা , সামনেটা কি সত্যি ই কাটা মত?


Name:  সে          

IP Address : 188.83.87.102 (*)          Date:15 Jan 2015 -- 06:49 PM

ডেঞ্জারাস!Name:  শ্রী সদা           

IP Address : 190.151.108.236 (*)          Date:15 Jan 2015 -- 11:55 PM

পটকেদার বাড়িতে জোর খাওয়াদাওয়া, আড্ডা, গানবাজনা ইত্যাদি হলো ঃ) গানবাজনার জন্যে দায়ী ভূতোদা এবং এককদা :D

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে1771--1800