![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে1621--1650
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kumu
IP Address : 11.39.25.231 (*) Date:20 Oct 2014 -- 01:11 PM
আমার আরো বলার আচে তো
১।ব্যাংএর তুলনা ব্যাংই।আলাদা টই নহিলে তাহারে ধরিবে কেবা?হাস্যমুখী ব্যাংএর তো আসা নয় য্যানো আবির্ভাব।অফুরন্ত গল্পের স্টক,দুর্বৃত্তনিধনের গল্পো শুনে ঘর শুদ্ধু লোক ওর চিরপাখা হয়ে গেল।
আর ডেডিকেশন?চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওয়াশরুমের ব্যবস্থা করার জন্য আয়োজিত এক মিটিনে যেতে হবে বলে জমাট ভাট ছেড়ে উঠে গেল।ভাবা যায় না।
কল্লোলদার তুলনাও তিনি নিজেই।নিজের বাসস্থানটি বারোগুরুর নেত্য করারার জন্য ছেড়ে দেয়া,প্রত্যেককে আন্তরিক আপ্যায়ন করা,সকলে চলে গেলে রঙ্গমঞ্চ পরিষ্কার করা,সর্বোপরি ঘন্টায় ঘন্টায় ফোনে বৌদিকে আপডেট দেয়া একাহাতে এতসব সামলানোর জন্য কল্লোলদাকে একটি মেডেল দিলুম।
বেরোনোর আগে রঞ্জনদা শোনালেন একটি ছোট শ্রুতিনাটিকা।মন ভরে গেল শুনে।ব্যাঙ,ইটিও সেই হহপাপ্রেটিনিয়েই।
ফেরার পথে ডিডিদার বাড়ী গেলাম।মেয়েদের ও বউদির ব্যাবহার খুব আন্তরিক,পরিবারটি ভারী সুন্দর আর সুন্দর গৃহসজ্জা।
সব মিলিয়ে ভারী ভালো লাগলো,গভীর আনন্দ পাওয়া গেল অনেকদিন পর।সিকি,ফরিদা,নেতাই এদের খুব মিস করছিলাম।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 01:57 PM
ছবি:
https://drive.google.com/file/d/0Bx2fHdPCyrxXcmVzSmc3YlZPZjg/view?usp=
sharing
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 04:04 PM
সিকিটা শুধু শুধু কল্লোলদাকে ফাঁসাতে চাইছে। আমরা কি কলকাতা বইমেলায় ধুলোয় বসে কল্লোলদার গান শুনবো না নাকি। ক্ষি আশ্চর্য্য। শেষে কি খাবার নিয়ে জেলে ছুটতে হবে নাকি!
তবে তৃষা ও লিখবে নিশ্চয়।
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 04:11 PM
কুমু,
কখন ও কাব্লিদার বাড়ী ভাটে এসেচো? সেটাও অমনি। মোটামুটি গুরুর ক্লাবঘর বলা যায়। আর কাব্লিদার সাঙ্গোপাঙ্গো (ভুতো সহ) তাতে যে কি বেজায় অভ্যস্ত। আমি গিয়ে দেখলাম রান্নাঘর ওলোটপালট করে যে যার ব্যবস্থা করে নিচ্ছে। স্যান বালিকারা (স্যান, সাহানা,তখন ওরাও ঋভুর মতন ছোট ছিলো, ঋভু ও বড় হয়ে গেলো, ওরাও:P) মুড়ি মেখে ফেললো। আমরাও খপাত খপাত করে খেয়ে ফেললাম। দারুন অভিজ্ঞতা। মাঝে সাঝে কাব্লিদাকেই নিজের বাড়ীতে পর করে দেওয়া হয়।
Name: তাপস
IP Address : 233.29.204.178 (*) Date:20 Oct 2014 -- 04:36 PM
কলকাতায় সামনের রোববার ভাট চান্স । তবে এ এতবার ফসকে যায় যে কহতব্য নয় ।
ভুতো মারা গেছে কিছুদিন আগে ।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 06:03 PM
কে কয় ভুতো মারা গেছে? গতকালকে তালে কে বিরিয়ানী নিয়ে এলো, করে আমি মদ খাওয়ালুম
Name: ^
IP Address : 131.241.218.132 (*) Date:20 Oct 2014 -- 06:12 PM
মমোদিদির বাচনভঙ্গী নিয়ে একসময় সাংবাদিক সুমন প্রবন্ধ লিখেছিলেন। সে অবশ্য প্রাক-আন্তর্জালের যুগ এবং সুমনও "তুমি আর নেই সে তুমি"। খুঁজে পেলে পড়ে দেখতে পারেন, আলোকিত হবেন।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 06:17 PM
তাই বলেন কলকেতার ভুতো, শত্তুরের মুখে ছাই দিয়ে আমাগো লুরুর ভুতো আরো ১০০০ বচ্ছর বাচুক
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 06:18 PM
ঐশিক এটা আমাদের ছোট্ট ভুত নয়, কাব্লিদার কুকুর।
আহারে! RIP ভুতো। ঃ(
Name: kabya
IP Address : 59.249.54.34 (*) Date:20 Oct 2014 -- 09:01 PM
ইসস , খুব মিস করলাম, এতো রসালো ভাট ছেড়ে কিনা আমাকে অ্যাপার্টমেন্ট এর নীরস meeting এর কচকচানি শুনতে হোলো।।।
ভ্যা ভ্যা ভ্যা
Name: Ishani
IP Address : 69.92.199.194 (*) Date:20 Oct 2014 -- 11:13 PM
আমি গিয়েছিলাম | তখন বেলা গড়িয়েছে ঢের | আড্ডাও ফুরিয়ে এসেছে | চেনা মুখ একমাত্র কল্লোলদা | বাকিদের সঙ্গে পরিচয় এখানে | পাতায় | সমস্যা গুরুতর | এই যেমন dd | আসল নাম তখনও জানি না | ভুতো | কী গেরো ! এভাবে একজন অচেনা মানুষকে ডাক দেওয়া যায় ? একক | আমি এই প্রথম এমন নাম শুনলাম | ছিল/ছিলেন অনেকেই... রঞ্জনদা , কল্লোলদা , dd দা , কুমুদি , একক, ঐশিক , শিবি , তিতলি , ভুতো , স্বাতী ...আর জানি কে ছিল...অঙ্কের লোক কেউ একজন ! কী কাণ্ড ...সেও নির্ঘাত অন্যরকম নাম..তাই মনে নেই | সুচেতনা..ইস, আমি ওর এখানে চালু নামটা জানি..কিন্তু কেমন লজ্জা করছে..সে আগেই চলে গিয়েছিল | আর একটি খুব নিজের মনে থাকা ফুটফুটে বাচ্চা ছেলে |
আমি প্রথম দেখলাম | একজন বাদে প্রায় সবাইকেই | কিন্তু মনেই হল না..প্রথম |
ব্যাঙ্গালোরে কেটে গেল দু'দশকেরও বেশি | এসেছি ১২ই জানুয়ারী , ১৯৯৩ | খুব ধিক্কার দিতাম নিজেকে..ইস..আমি কী অসামাজিক, কী অমিশুক ..যে পুরো শহরের প্রায় সব বাঙালি বাসিন্দাই অপরিচিত |
গতকাল থেকে আর নিজেকে অতটা "ছি ছি" করতে হচ্ছে না ..কী ভাগ্যিস !
Name: সিকি
IP Address : 132.177.20.161 (*) Date:20 Oct 2014 -- 11:34 PM
ঈশানী কি ডিডিদার আসল নাম এখনও জানে??
Name: সিকি
IP Address : 132.177.20.161 (*) Date:20 Oct 2014 -- 11:34 PM
অঙ্কের মাস্টারের নাম পোটকে।
Name: Abhyu
IP Address : 138.192.7.51 (*) Date:20 Oct 2014 -- 11:56 PM
ডিডিদার নকল নাম গভীর দশ (ডীপ টেন)। আসল নাম গুপ্ত থাকে।
Name: Abhyu
IP Address : 138.192.7.51 (*) Date:20 Oct 2014 -- 11:58 PM
আরে না না, সিকি ঝাঁসা দিচ্ছে, অঙ্কের মাস্টারের নাম অভ্যু। অভ্যুর বউ জর্জিয়া টেকের ফিজিক্সের পি এইচ ডি।
Name: Shibir
IP Address : 113.16.71.21 (*) Date:21 Oct 2014 -- 12:08 AM
লুরুতে আমার প্রথম ভাট । কল্লোলদার দেওয়া direction নিয়ে ঠিকঠাক বাড়ির সামনেতো চলে এলাম তারপর কুমুদির মত অভিজ্ঞতা। ভেতর থেকে আওয়াজ আসছে কিন্তু বাড়ি দেখে মনে হচ্ছে কেউ নেই। তারপর কল্লোলদাকে ফোন করলাম । বারান্দা থেকে কল্লোলদা ফোনেই আমাকে বলল উপরে আসতে। উঠেই অদ্ভুত কান্ড। দুবছর আগে অন্য এক বন্ধুর সুত্রে আলাপ করে যার জন্য btm এ বাড়ি খুজতে বেড়িয়েছিলাম সে দেখি গুরুর বিখ্যাত তাত্ত্বিক একক। এরপর মোটামুটি সবাই জানে।দারুন অভিজ্ঞতা। এখন পরের ভাটের অপেক্ষা।
Name: kumu
IP Address : 11.39.26.62 (*) Date:21 Oct 2014 -- 07:37 AM
ডিডিদা অপূর্ব ছবি আঁকেন,জান্তেন?
রঞ্জনদা,একটি বই -
apartheid of sex বাকী গুগলে।
পোটকের ছেলেটি ভারী মিষ্টি,শান্ত ও তাড়াতাড়ি খেয়ে নেয়।
কল্লোলদার পোষ্য ক্যাবলার কথা বলা হয় নাই।ভারী বাধ্য কুকুর,বাড়ী চিনতে সাহায্য করে,খাবারের গন্ধে ওপরে চলে এলেও বলামাত্র নীচে চলে যায়।
পরের ভাটযাত্রীদের জন্য --এচডিএফসিএটিএম হতে বামে,তার্পর সেশ মাথায় একটি বাড়ীর সামনে ক্যাবলা শান্তভাবে বসে আছে।উটিই কল্লোলদার বাসা,আকাশের মত বড়ো।
Name: sosen
IP Address : 120.224.194.162 (*) Date:21 Oct 2014 -- 07:47 AM
ভাটের গল্প শুনে আনন্দ হলো কিন্তু ভুতো মারা গেছে শুনে বড়ো খারাপ লাগছে।
Name: hzbz
IP Address : 104.23.30.53 (*) Date:21 Oct 2014 -- 07:49 AM
আমাকে ডাকলেন না।
Name: দ
IP Address : 24.96.174.108 (*) Date:21 Oct 2014 -- 08:38 AM
এবাবা! ভুতোর কথা শুনে আমারও ভীষণ খারাপ লাগল তো! ডিডির সাথে চকচকে চোখে ভুতোর ছবিগুলো ....
Name: দ
IP Address : 24.96.174.108 (*) Date:21 Oct 2014 -- 08:41 AM
আর একি কুমু জানত না ডিডি আর ইন্ডোর দুর্দান্ত ছবি আঁকার খবর?
ওহো কুমু তো তেমন পুরানো নয় কিনা। ;-)
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:18 AM
কল্লোলদার বাড়ি? আরে এতো সোজা হিসেব। অটোওলাকে বলবেন কেমব্রিজ লেআউট সাঁইবাবা মন্দিরের কাছে। অটোওলা যেই মন্দিরের কাছে নিয়ে আসবে, অমনি টুক করে দেখে নেবেন এটা কত নম্বর ক্রস রোড। দুই কি তিন হবে। মানে সেকেন্ড ক্রস রোড বা থার্ড ক্রস রোড। এইবারে যেদিকে নম্বর বাড়বে সেইদিকে এগোতে থাকুন অটো নিয়ে। সাত নম্বর, মানে সেভেন্থ ক্রস রোডে দেখবেন হেইচডিএফসি এটিএম। ঐখানে গোঁত্তা খেয়ে বাঁদিকে ঢুকে যান। তারপরে একটা ফোন করে নিলেই কল্লোলদা বারান্দা থেকে হাত বাড়িয়ে তুলে নেবে।
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:20 AM
আর সান্দাও ঘ্যামা ছবি আঁকে। জাস্ট অসাম ইসে। সেই সেবারে এল, সিকিনীর গ্যালাক্সি নোটটা নিয়ে স্রেফ ঐ ঝাঁটার কাঠির মত স্টাইলাসটা দিয়ে কী অপূর্ব একটা ছবি এঁকে ফেলল নোটে, ঝপাঝপ। ছবিটা এখনও আমার কাছে রাখা আছে। নদীর ঘাটের কাছে, নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে - টাইপের একটা মিষ্টিমতম ছবি।
সাধে কি সান্দাকে আমি অত ক্যালাই?
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:21 Oct 2014 -- 09:21 AM
কল্লোলদাকি হাত ক্যা ইতনা লম্বা হ্যায়? :O
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:24 AM
হতেই পারে। এ কি ভগবানের হাত? :P
Name: ranjan roy
IP Address : 24.96.45.57 (*) Date:21 Oct 2014 -- 09:43 AM
সিকি,
কী অসইব্য কতা? ( সন্দর্ভঃ বাবু বৃত্তান্ত--সমর সেন)
কুমু,
ধন্যবাদ।
একটা কথা আড্ডার চোটে কেউ খেয়াল করেনি। খাওয়ার টেবিলের বিপরীতে দেয়াল আলমারির কপাটের গায়ে দুটো পোস্টার-বেশ বড়। একটা লুরুতে ইংরিজি নাটকের --KOPENHAGEN। ইংরেজ নাট্যকারের পারমাণবিক যুদ্ধ বিরোধী। তাতে Direction-- Prakash Beloyari , Music-Kallol Dasgupta।
প্রকাশকে আপনারা 'ম্যাড্রাস ক্যাফে' সিনেমায় টেররিস্টের ভূমিকায় দেখেছেন। কিন্তু প্রকাশের আসল পরিচয় ও লুরুর নাট্য আন্দোলনের প্রাণপুরুষ। এরা ইংরেজি, কন্নড় ভাষায় নাটক করে। ও ইংরেজিতে "গোরা" ও "চার অধ্যায়" , "বাকি ইতিহাস" করেছে। মিউজিকে অবশ্যই কল্লোল।
কন্নড়ে বাদল সরকারের নাটক করেছে। ওদের নাটকের দলের বয়স দশ বছর।
সেদিন ছিল ওদের প্রথম বাংলায় নাটক। বাদল সরকারের কমেডি " বগলা চরিত মানস"। দর্শকদের প্রকাশ জানালেন ১৯৩৫ থেকেই মূল বাংলা থেকে কন্নড়ে অনুবাদের কথা। এবং কন্নড় ও বাংলা সংস্কৃতির যোগাযোগের কিছু অজানা তথ্য।
সেদিন ছিল দুটো শো। জয়ললিতার বেইল হওয়া উপলক্ষে রাস্তায় ঐতিহাসিক ট্র্যাফিক জ্যাম। তবু দুটো শো মিলিয়ে সাড়ে চারশো টিকিট বিক্রি! কুমু এবং সপত্নীক ভূতো শো দেখে খুব খুশি।
Name: ranjan roy
IP Address : 24.96.45.57 (*) Date:21 Oct 2014 -- 09:46 AM
ভাল কথা। আড্ডায় জমে গিয়ে রঞ্জন চান করতে এবং অন্যেরা ফোটো তুলতে ভুলে গেছল। কুমুর মোবাইলে কিছু আছে, সম্ভবতঃ দিল্লি ফিরে ফুরসৎ পেয়ে তুলে দেবে।
Name: Arpan
IP Address : 52.107.175.154 (*) Date:21 Oct 2014 -- 09:50 AM
রঞ্জন্দা, কাল পর্শু একবার দেখা হবে? শ্বেতভূমির কোন প্রান্তে আছেন?
Name: kumu
IP Address : 11.39.26.62 (*) Date:21 Oct 2014 -- 09:58 AM
আমি দেখেচি তো কোপেনহেগেনের পোস্টার।
Name: dd
IP Address : 132.171.104.69 (*) Date:21 Oct 2014 -- 10:08 AM
বেড়ালদেরই কোপেনহাগেন বলা হয়।
উনার প্রথমে (মাটী) কোপান ,তারপরে হাগেন।
হা হা হা হা হা হা।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে1621--1650
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kumu
IP Address : 11.39.25.231 (*) Date:20 Oct 2014 -- 01:11 PM
আমার আরো বলার আচে তো
১।ব্যাংএর তুলনা ব্যাংই।আলাদা টই নহিলে তাহারে ধরিবে কেবা?হাস্যমুখী ব্যাংএর তো আসা নয় য্যানো আবির্ভাব।অফুরন্ত গল্পের স্টক,দুর্বৃত্তনিধনের গল্পো শুনে ঘর শুদ্ধু লোক ওর চিরপাখা হয়ে গেল।
আর ডেডিকেশন?চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওয়াশরুমের ব্যবস্থা করার জন্য আয়োজিত এক মিটিনে যেতে হবে বলে জমাট ভাট ছেড়ে উঠে গেল।ভাবা যায় না।
কল্লোলদার তুলনাও তিনি নিজেই।নিজের বাসস্থানটি বারোগুরুর নেত্য করারার জন্য ছেড়ে দেয়া,প্রত্যেককে আন্তরিক আপ্যায়ন করা,সকলে চলে গেলে রঙ্গমঞ্চ পরিষ্কার করা,সর্বোপরি ঘন্টায় ঘন্টায় ফোনে বৌদিকে আপডেট দেয়া একাহাতে এতসব সামলানোর জন্য কল্লোলদাকে একটি মেডেল দিলুম।
বেরোনোর আগে রঞ্জনদা শোনালেন একটি ছোট শ্রুতিনাটিকা।মন ভরে গেল শুনে।ব্যাঙ,ইটিও সেই হহপাপ্রেটিনিয়েই।
ফেরার পথে ডিডিদার বাড়ী গেলাম।মেয়েদের ও বউদির ব্যাবহার খুব আন্তরিক,পরিবারটি ভারী সুন্দর আর সুন্দর গৃহসজ্জা।
সব মিলিয়ে ভারী ভালো লাগলো,গভীর আনন্দ পাওয়া গেল অনেকদিন পর।সিকি,ফরিদা,নেতাই এদের খুব মিস করছিলাম।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 01:57 PM
ছবি:
https://drive.google.com/file/d/0Bx2fHdPCyrxXcmVzSmc3YlZPZjg/view?usp=
sharing
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 04:04 PM
সিকিটা শুধু শুধু কল্লোলদাকে ফাঁসাতে চাইছে। আমরা কি কলকাতা বইমেলায় ধুলোয় বসে কল্লোলদার গান শুনবো না নাকি। ক্ষি আশ্চর্য্য। শেষে কি খাবার নিয়ে জেলে ছুটতে হবে নাকি!
তবে তৃষা ও লিখবে নিশ্চয়।
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 04:11 PM
কুমু,
কখন ও কাব্লিদার বাড়ী ভাটে এসেচো? সেটাও অমনি। মোটামুটি গুরুর ক্লাবঘর বলা যায়। আর কাব্লিদার সাঙ্গোপাঙ্গো (ভুতো সহ) তাতে যে কি বেজায় অভ্যস্ত। আমি গিয়ে দেখলাম রান্নাঘর ওলোটপালট করে যে যার ব্যবস্থা করে নিচ্ছে। স্যান বালিকারা (স্যান, সাহানা,তখন ওরাও ঋভুর মতন ছোট ছিলো, ঋভু ও বড় হয়ে গেলো, ওরাও:P) মুড়ি মেখে ফেললো। আমরাও খপাত খপাত করে খেয়ে ফেললাম। দারুন অভিজ্ঞতা। মাঝে সাঝে কাব্লিদাকেই নিজের বাড়ীতে পর করে দেওয়া হয়।
Name: তাপস
IP Address : 233.29.204.178 (*) Date:20 Oct 2014 -- 04:36 PM
কলকাতায় সামনের রোববার ভাট চান্স । তবে এ এতবার ফসকে যায় যে কহতব্য নয় ।
ভুতো মারা গেছে কিছুদিন আগে ।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 06:03 PM
কে কয় ভুতো মারা গেছে? গতকালকে তালে কে বিরিয়ানী নিয়ে এলো, করে আমি মদ খাওয়ালুম
Name: ^
IP Address : 131.241.218.132 (*) Date:20 Oct 2014 -- 06:12 PM
মমোদিদির বাচনভঙ্গী নিয়ে একসময় সাংবাদিক সুমন প্রবন্ধ লিখেছিলেন। সে অবশ্য প্রাক-আন্তর্জালের যুগ এবং সুমনও "তুমি আর নেই সে তুমি"। খুঁজে পেলে পড়ে দেখতে পারেন, আলোকিত হবেন।
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:20 Oct 2014 -- 06:17 PM
তাই বলেন কলকেতার ভুতো, শত্তুরের মুখে ছাই দিয়ে আমাগো লুরুর ভুতো আরো ১০০০ বচ্ছর বাচুক
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:20 Oct 2014 -- 06:18 PM
ঐশিক এটা আমাদের ছোট্ট ভুত নয়, কাব্লিদার কুকুর।
আহারে! RIP ভুতো। ঃ(
Name: kabya
IP Address : 59.249.54.34 (*) Date:20 Oct 2014 -- 09:01 PM
ইসস , খুব মিস করলাম, এতো রসালো ভাট ছেড়ে কিনা আমাকে অ্যাপার্টমেন্ট এর নীরস meeting এর কচকচানি শুনতে হোলো।।।
ভ্যা ভ্যা ভ্যা
Name: Ishani
IP Address : 69.92.199.194 (*) Date:20 Oct 2014 -- 11:13 PM
আমি গিয়েছিলাম | তখন বেলা গড়িয়েছে ঢের | আড্ডাও ফুরিয়ে এসেছে | চেনা মুখ একমাত্র কল্লোলদা | বাকিদের সঙ্গে পরিচয় এখানে | পাতায় | সমস্যা গুরুতর | এই যেমন dd | আসল নাম তখনও জানি না | ভুতো | কী গেরো ! এভাবে একজন অচেনা মানুষকে ডাক দেওয়া যায় ? একক | আমি এই প্রথম এমন নাম শুনলাম | ছিল/ছিলেন অনেকেই... রঞ্জনদা , কল্লোলদা , dd দা , কুমুদি , একক, ঐশিক , শিবি , তিতলি , ভুতো , স্বাতী ...আর জানি কে ছিল...অঙ্কের লোক কেউ একজন ! কী কাণ্ড ...সেও নির্ঘাত অন্যরকম নাম..তাই মনে নেই | সুচেতনা..ইস, আমি ওর এখানে চালু নামটা জানি..কিন্তু কেমন লজ্জা করছে..সে আগেই চলে গিয়েছিল | আর একটি খুব নিজের মনে থাকা ফুটফুটে বাচ্চা ছেলে |
আমি প্রথম দেখলাম | একজন বাদে প্রায় সবাইকেই | কিন্তু মনেই হল না..প্রথম |
ব্যাঙ্গালোরে কেটে গেল দু'দশকেরও বেশি | এসেছি ১২ই জানুয়ারী , ১৯৯৩ | খুব ধিক্কার দিতাম নিজেকে..ইস..আমি কী অসামাজিক, কী অমিশুক ..যে পুরো শহরের প্রায় সব বাঙালি বাসিন্দাই অপরিচিত |
গতকাল থেকে আর নিজেকে অতটা "ছি ছি" করতে হচ্ছে না ..কী ভাগ্যিস !
Name: সিকি
IP Address : 132.177.20.161 (*) Date:20 Oct 2014 -- 11:34 PM
ঈশানী কি ডিডিদার আসল নাম এখনও জানে??
Name: সিকি
IP Address : 132.177.20.161 (*) Date:20 Oct 2014 -- 11:34 PM
অঙ্কের মাস্টারের নাম পোটকে।
Name: Abhyu
IP Address : 138.192.7.51 (*) Date:20 Oct 2014 -- 11:56 PM
ডিডিদার নকল নাম গভীর দশ (ডীপ টেন)। আসল নাম গুপ্ত থাকে।
Name: Abhyu
IP Address : 138.192.7.51 (*) Date:20 Oct 2014 -- 11:58 PM
আরে না না, সিকি ঝাঁসা দিচ্ছে, অঙ্কের মাস্টারের নাম অভ্যু। অভ্যুর বউ জর্জিয়া টেকের ফিজিক্সের পি এইচ ডি।
Name: Shibir
IP Address : 113.16.71.21 (*) Date:21 Oct 2014 -- 12:08 AM
লুরুতে আমার প্রথম ভাট । কল্লোলদার দেওয়া direction নিয়ে ঠিকঠাক বাড়ির সামনেতো চলে এলাম তারপর কুমুদির মত অভিজ্ঞতা। ভেতর থেকে আওয়াজ আসছে কিন্তু বাড়ি দেখে মনে হচ্ছে কেউ নেই। তারপর কল্লোলদাকে ফোন করলাম । বারান্দা থেকে কল্লোলদা ফোনেই আমাকে বলল উপরে আসতে। উঠেই অদ্ভুত কান্ড। দুবছর আগে অন্য এক বন্ধুর সুত্রে আলাপ করে যার জন্য btm এ বাড়ি খুজতে বেড়িয়েছিলাম সে দেখি গুরুর বিখ্যাত তাত্ত্বিক একক। এরপর মোটামুটি সবাই জানে।দারুন অভিজ্ঞতা। এখন পরের ভাটের অপেক্ষা।
Name: kumu
IP Address : 11.39.26.62 (*) Date:21 Oct 2014 -- 07:37 AM
ডিডিদা অপূর্ব ছবি আঁকেন,জান্তেন?
রঞ্জনদা,একটি বই -
apartheid of sex বাকী গুগলে।
পোটকের ছেলেটি ভারী মিষ্টি,শান্ত ও তাড়াতাড়ি খেয়ে নেয়।
কল্লোলদার পোষ্য ক্যাবলার কথা বলা হয় নাই।ভারী বাধ্য কুকুর,বাড়ী চিনতে সাহায্য করে,খাবারের গন্ধে ওপরে চলে এলেও বলামাত্র নীচে চলে যায়।
পরের ভাটযাত্রীদের জন্য --এচডিএফসিএটিএম হতে বামে,তার্পর সেশ মাথায় একটি বাড়ীর সামনে ক্যাবলা শান্তভাবে বসে আছে।উটিই কল্লোলদার বাসা,আকাশের মত বড়ো।
Name: sosen
IP Address : 120.224.194.162 (*) Date:21 Oct 2014 -- 07:47 AM
ভাটের গল্প শুনে আনন্দ হলো কিন্তু ভুতো মারা গেছে শুনে বড়ো খারাপ লাগছে।
Name: hzbz
IP Address : 104.23.30.53 (*) Date:21 Oct 2014 -- 07:49 AM
আমাকে ডাকলেন না।
Name: দ
IP Address : 24.96.174.108 (*) Date:21 Oct 2014 -- 08:38 AM
এবাবা! ভুতোর কথা শুনে আমারও ভীষণ খারাপ লাগল তো! ডিডির সাথে চকচকে চোখে ভুতোর ছবিগুলো ....
Name: দ
IP Address : 24.96.174.108 (*) Date:21 Oct 2014 -- 08:41 AM
আর একি কুমু জানত না ডিডি আর ইন্ডোর দুর্দান্ত ছবি আঁকার খবর?
ওহো কুমু তো তেমন পুরানো নয় কিনা। ;-)
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:18 AM
কল্লোলদার বাড়ি? আরে এতো সোজা হিসেব। অটোওলাকে বলবেন কেমব্রিজ লেআউট সাঁইবাবা মন্দিরের কাছে। অটোওলা যেই মন্দিরের কাছে নিয়ে আসবে, অমনি টুক করে দেখে নেবেন এটা কত নম্বর ক্রস রোড। দুই কি তিন হবে। মানে সেকেন্ড ক্রস রোড বা থার্ড ক্রস রোড। এইবারে যেদিকে নম্বর বাড়বে সেইদিকে এগোতে থাকুন অটো নিয়ে। সাত নম্বর, মানে সেভেন্থ ক্রস রোডে দেখবেন হেইচডিএফসি এটিএম। ঐখানে গোঁত্তা খেয়ে বাঁদিকে ঢুকে যান। তারপরে একটা ফোন করে নিলেই কল্লোলদা বারান্দা থেকে হাত বাড়িয়ে তুলে নেবে।
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:20 AM
আর সান্দাও ঘ্যামা ছবি আঁকে। জাস্ট অসাম ইসে। সেই সেবারে এল, সিকিনীর গ্যালাক্সি নোটটা নিয়ে স্রেফ ঐ ঝাঁটার কাঠির মত স্টাইলাসটা দিয়ে কী অপূর্ব একটা ছবি এঁকে ফেলল নোটে, ঝপাঝপ। ছবিটা এখনও আমার কাছে রাখা আছে। নদীর ঘাটের কাছে, নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে - টাইপের একটা মিষ্টিমতম ছবি।
সাধে কি সান্দাকে আমি অত ক্যালাই?
Name: kiki
IP Address : 125.124.41.34 (*) Date:21 Oct 2014 -- 09:21 AM
কল্লোলদাকি হাত ক্যা ইতনা লম্বা হ্যায়? :O
Name: সিকি
IP Address : 135.19.34.86 (*) Date:21 Oct 2014 -- 09:24 AM
হতেই পারে। এ কি ভগবানের হাত? :P
Name: ranjan roy
IP Address : 24.96.45.57 (*) Date:21 Oct 2014 -- 09:43 AM
সিকি,
কী অসইব্য কতা? ( সন্দর্ভঃ বাবু বৃত্তান্ত--সমর সেন)
কুমু,
ধন্যবাদ।
একটা কথা আড্ডার চোটে কেউ খেয়াল করেনি। খাওয়ার টেবিলের বিপরীতে দেয়াল আলমারির কপাটের গায়ে দুটো পোস্টার-বেশ বড়। একটা লুরুতে ইংরিজি নাটকের --KOPENHAGEN। ইংরেজ নাট্যকারের পারমাণবিক যুদ্ধ বিরোধী। তাতে Direction-- Prakash Beloyari , Music-Kallol Dasgupta।
প্রকাশকে আপনারা 'ম্যাড্রাস ক্যাফে' সিনেমায় টেররিস্টের ভূমিকায় দেখেছেন। কিন্তু প্রকাশের আসল পরিচয় ও লুরুর নাট্য আন্দোলনের প্রাণপুরুষ। এরা ইংরেজি, কন্নড় ভাষায় নাটক করে। ও ইংরেজিতে "গোরা" ও "চার অধ্যায়" , "বাকি ইতিহাস" করেছে। মিউজিকে অবশ্যই কল্লোল।
কন্নড়ে বাদল সরকারের নাটক করেছে। ওদের নাটকের দলের বয়স দশ বছর।
সেদিন ছিল ওদের প্রথম বাংলায় নাটক। বাদল সরকারের কমেডি " বগলা চরিত মানস"। দর্শকদের প্রকাশ জানালেন ১৯৩৫ থেকেই মূল বাংলা থেকে কন্নড়ে অনুবাদের কথা। এবং কন্নড় ও বাংলা সংস্কৃতির যোগাযোগের কিছু অজানা তথ্য।
সেদিন ছিল দুটো শো। জয়ললিতার বেইল হওয়া উপলক্ষে রাস্তায় ঐতিহাসিক ট্র্যাফিক জ্যাম। তবু দুটো শো মিলিয়ে সাড়ে চারশো টিকিট বিক্রি! কুমু এবং সপত্নীক ভূতো শো দেখে খুব খুশি।
Name: ranjan roy
IP Address : 24.96.45.57 (*) Date:21 Oct 2014 -- 09:46 AM
ভাল কথা। আড্ডায় জমে গিয়ে রঞ্জন চান করতে এবং অন্যেরা ফোটো তুলতে ভুলে গেছল। কুমুর মোবাইলে কিছু আছে, সম্ভবতঃ দিল্লি ফিরে ফুরসৎ পেয়ে তুলে দেবে।
Name: Arpan
IP Address : 52.107.175.154 (*) Date:21 Oct 2014 -- 09:50 AM
রঞ্জন্দা, কাল পর্শু একবার দেখা হবে? শ্বেতভূমির কোন প্রান্তে আছেন?
Name: kumu
IP Address : 11.39.26.62 (*) Date:21 Oct 2014 -- 09:58 AM
আমি দেখেচি তো কোপেনহেগেনের পোস্টার।
Name: dd
IP Address : 132.171.104.69 (*) Date:21 Oct 2014 -- 10:08 AM
বেড়ালদেরই কোপেনহাগেন বলা হয়।
উনার প্রথমে (মাটী) কোপান ,তারপরে হাগেন।
হা হা হা হা হা হা।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে1621--1650