বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে1591--1620


           বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
          বিভাগ : অন্যান্য
          বিষয়টি শুরু করেছেন : Samik
          IP Address : 123.242.248.130          Date:15 Dec 2011 -- 12:49 PM
Name:  সিকি          

IP Address : 135.19.34.86 (*)          Date:20 Oct 2014 -- 09:23 AM

খারাপ লাগছে শুধু এইটা ভেবে, আমি এতবার লুরু গেলাম, কল্লোলদার ঘরের খাটের পায়া ছাড়া আর কোনও পায়ার দর্শন পেলুম না। সে যাক, ভেবে আর ক্ষীই হবে।
Name:  ন্যাড়া          

IP Address : 172.233.205.42 (*)          Date:20 Oct 2014 -- 09:28 AM

আর আমি রইলাম সাড়ে তিন বছর ..


Name:  kumu          

IP Address : 11.39.26.21 (*)          Date:20 Oct 2014 -- 09:28 AM

আড্ডা নিয়ে আমাহেন মুখ্যু কিইবা লেখে?সে আড্ডায় আলোচিত হয় নাই এমন বিষয় নাই।হোক্কলরব,উত্তাল নকশালযুগ,কটিন কটিন রাজনীতিআলোচনা,প্রেম,কেবলমাত্র প্রেমের কারণে রঞ্জনদার কলেজ পালটে একবছর নষ্ট করে অন্য কলেজে ভর্ত্তি হওয়া ,সত্তরযুগের হাইড্রোজেনের উৎকৃষ্টতা,বিনায়ক সেন সবই ছিল তাতে।কল্লোলদা ও রঞ্জনদা চেনেন্না ধরাতলে এমন মানুষ আঙুলগোনা আমি তো এই বুঝলাম।সেই অসাধারণ প্রাণবন্ত আড্ডার কথা ওঁরাই লিখবেন(একোমবদ্বিতীয়ম এককের তুলনাহীন মতামত সহ)।কল্লোলদার হীরকরাণীর গল্পটি চিরকাল মনে থাকবে।
ইতিমধ্যে একে একে আগমন হোলো এনাদের-
১।বিরিয়ানী সহ ভুতো,ঈষৎ বিষণ্ণ ভুতোনীকে অন্য কোথাও রেখে এসে,তবে এসেই সকলকে পেন্নাম,ভাবা যায় না।
২।ব্যাং।সাঁইবাবার মন্দিরের বদলে ইসকনে চলে যাওয়াতে সামান্য দেরীতে-
৩।শিবির-কাউকে চিনতনা বেচারা ।ডিডিদা সকলের উল্টোপাল্টা পরিচয় দেবার চেষ্টা করেছিলেন।
ফোনে
শিবাংশুদা
শ্যামলদা,বিজয়ার(১৪২১)শুভেচ্ছাসহ
সিকি-ডিডিদা -রঞ্জনদা,ভুতো -একক,একক- ভুতো ও ব্যাঙ কুমুদি(?) সেজে কথা বলে সিকিকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু দিল্লীসুলভ তীক্ষ্ণমগজাস্ত্র প্রয়োগে সিকি সেইসব চক্রান্তজাল নিমেষে ছিন্নভিন্ন করে দ্যায়।


Name:  dd          

IP Address : 132.172.210.120 (*)          Date:20 Oct 2014 -- 09:28 AM

হ্যাঁ আর কুমু ঢুকলো এক ব্যাগ কী সব নিয়ে।

ও মা। দেখি এক থালা ফিস ফ্রাই। রিয়েল টাটকা মাছে ভত্তি ফিস ফ্রাই! খুব অন্যমনষ্কো ভাবে আমরা থাবা থাবা ফিস ফ্রাই খে একটি বড়ো দীর্ঘশ্বাস ফেলিচি - দেখি অম্নি আরেক থালা পুরুষ্টু ফিস ফ্রাই হাজির। কোনো ক্রমে ভুতুর জন্য এক পীস বাঁচিয়ে রাখা হোলো। আমি সবাইকে বেদ,সিপুএম,আইসিস ইঃ নিয়ে ব্যস্ত করে রেখে দমাদ্দম নাগাড়ে খে' গ্যালাম লুরুর শান্ত সুশীল মাছেদের ফ্রাই।

এ ভিন্ন সাদা সাদা গোল গোল,সোন পাপড়ী ইঃ ননান মিষ্টি ছিলো। এক ডেকচি ভরে উজ্জ্বলার ডালমুট ছিলো। কে এনেছে কারা এনেছে এ সব জেনে লাভ কি? ঠাকুর বলেছেন "পোদো রে, কার গাছ, কোন গাছে এ সব জেনে ক্ষী ক্ষরবি। তুই আম গুনো খে নে"। পোদোর তখোন মুখ ভত্তি আম। সে হাত নেড়ে সায় দিলো।

অব কোর্স। এ সব শুগনো খাবার পার করতে কালো রাম আর সাদা ভোদকা ছিলো।


Name:  সিকি          

IP Address : 135.19.34.86 (*)          Date:20 Oct 2014 -- 09:36 AM

কল্লোলদার হীরকরানীর গল্প শুনতে চাই।

আর পটাশম্যাম কি বড় হলে বিনয় কোঙার হবেন?


Name:  byaang          

IP Address : 233.227.44.65 (*)          Date:20 Oct 2014 -- 09:44 AM

হায় আমার কথা হেথা কেহ তো বলে না। আমি নিজেই বলি।
রঞ্জনদার অমন হ্যাংলাপানা প্রেম শুনে আমার ব্রহ্মতালু জ্বলে যাওয়ায় আমি রঞ্জনদাকে এক পেল্লায় বাঁজখাই ধমক দিয়েছি "ছি ছি এত প্রেমও পেত!!" ছিক্কারে ও ধিক্কারে রঞ্জনদাকে ভরিয়ে দিয়েছি নাক সিঁটকে মুখ ভেটকে "অ্যাত্তো প্রেম পায় কী করে?" বলেছি।

তখন রঞ্জনদা দাঁত কিড়মিড় করে আপামর সত্তরজাতকদের "ক্যাড়িয়াড়িস্ট" বলে গাল দিয়েছে।


Name:  সিকি          

IP Address : 135.19.34.86 (*)          Date:20 Oct 2014 -- 09:49 AM

রঞ্জনদার নামে কোনও বাজে কথা শুনছি না, শুনব না।

এবারে দিল্লির বাংলা বইমেলা এক লাফে পিছিয়ে এসেছে আড়াই মাস - ২৩ থেকে ২৮শে ডিসেম্বর। দিল্লির কাউকে পাওয়া যাচ্ছে না ঐ সময়ে স্টলে বসার জন্য, এমনকি কলকাতা হাইকম্যান্ডও এ ব্যাপারে কোনও আশা দিতে পারে নি, সুতরাং এইবারে আর দিল্লির বইমেলায় গুচর স্টল থাকবে কিনা তাই নিয়ে সন্দেহ দেখা দিচ্ছিল। রঞ্জনদা, একা রঞ্জনদা অভয় দিয়েছে, স্টল বুক করে ফ্যালো, সমস্ত দিন আমি একা বসব দরকার হলে। মানে এবারের দিল্লি বইমেলায় গুচর স্টল পুরোটাই রঞ্জনদা একা সামলাবে।


Name:  byaang          

IP Address : 233.227.44.65 (*)          Date:20 Oct 2014 -- 09:50 AM

আর তারপর জানা গেল , যে প্রেমের জন্য রঞ্জনদা অমনধারা ইয়ে করেছিলেন, সেটি ম্যাটিনী প্রেম, সফল প্রেম, ব্যর্থ প্রেম, ভাঙা প্রেম কিচ্ছুটি নয়। সেটি একটি অতি নড়বড়ে হহপাপ্রে।
ক্যায়সান রাগ ধরে বলুন তো?


Name:  kumu          

IP Address : 11.39.26.21 (*)          Date:20 Oct 2014 -- 10:01 AM

ইকি আমি কি থাকবনা বলিচি?রোজ পারব না এটাই বলছিলাম।


Name:  Arpan          

IP Address : 52.107.175.148 (*)          Date:20 Oct 2014 -- 10:11 AM

মেগাভাট ক্ষুব ক্ষুব মিস লল্ল।

রঞ্জনদা কদ্দিন লুরু আছেন কেউ কি জানে?


Name:  Arpan          

IP Address : 52.107.175.148 (*)          Date:20 Oct 2014 -- 10:16 AM

* কল্লাম


Name:  Ekak          

IP Address : 24.99.226.204 (*)          Date:20 Oct 2014 -- 10:36 AM

আমাকে তো শেষ মুহুর্তে পটকে নিয়ে গ্যালো । অবিস্সী নৈলে ডিডি দার রামের বোতলে কে আর ভাগ বসাতো।


Name:  Ekak          

IP Address : 24.99.226.204 (*)          Date:20 Oct 2014 -- 10:40 AM

আর সবাই সবার পরিচয় গোলমাল করে শিবাংশুদা র সঙ্গে ফোনালাপ টা জাস্ট ভয়ঙ্কর !!


Name:  সিকি          

IP Address : 131.241.127.1 (*)          Date:20 Oct 2014 -- 10:46 AM

ছবি চাই, ছবি। সবাইকে দ্যাখে নি, এমন লোককে ফোন করে গুলিয়ে দেওয়াটা ক্ষুব সোজা, সবাই পারে। যাক সে সব কথা, আপাতত ছবি চাই। পায়ার ছবি এবং খায়ার ছবি। কিসকা পায়া, কৌন খায়া ইঃ।


Name:  ranjan roy          

IP Address : 24.96.187.35 (*)          Date:20 Oct 2014 -- 10:55 AM

অপ্পন,
২৫ তারিখ রাত্তিরে সপত্নীক দিল্লীগামী দুরন্তো চড়ব।
আর ডিডি যাতা।
শিবাংশুর সঙ্গে এমন দুর্ব্যবহার! ও কত আনন্দের সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানাল, ডিডি মোবাইলে বল্ল- হ্যালো, শিবাংশু আমি রঞ্জন বলছি, তারপর দুমিনিট রসালাপ করে আমার দিকে বাড়িয়ে বলল-- একক কে দিচ্ছি। তখন আমাকে একক সেজে জবরদস্তি হেগেল, থার্ড স্পেস,টেকনোলজি এবং ভাটবকার অ্যালগোরিদম লেখা এইসব নিয়ে বাজে বাজে কথা বলতে হল আর একক আমার দিকে হতাশ এবং রাগী চোখে তাকিয়ে রইল।
কলেজে মেয়েদের হয়েও প্রক্সি দিয়েছি। কিন্তু গলার আওয়াজ পাল্টালেও ওইসব বিষয় নিয়ে এককের মাপে কথা বলা আমার শিবাংশুর রেসপন্সে সন্দেহের ডেসিবেল টের পেয়ে আমি মোবাইল একককে ধরাতেই ও ডিডির নির্দেশে ডিডি হয়ে শিবাংশুকে কত মিস করছে এই সব শোনাল। শেষে পোটকে কল্লোল হল, ঐশিক ভুতো হল। এইসব যাতা!
কিন্তু কাল একক মোক্ষম দুটো অরিজিনাল দিয়েছে। শুনে আমি মুগ্ধ-উড়ে- গেছ- ফিরে-এস-চাকা হয়ে গেলাম।
একক উবাচঃ
এক, বাংলা তথা ভারতে জন লেননের কাছাকাছি যদি কেউ থাকেন তিনি হলেন সাধক কবি রামপ্রসাদ সেন অফ হালিশহর।
( প্রসঙ্গঃ কল্লোলের গলায় শ্যামাসংগীত-" এবার কালী তোমায় খাব, তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে মুড়িঘন্ট রেঁধে খাব।)
দুই,
ফেমিনিজম একটি হেগেলীয় এজেন্ডা। তাই কম্যুনিস্টদের প্রোগ্রামে ফেমিনিজমের কোন স্থান নাই।
( প্রসঙ্গঃ কমুনিস্টদের পুরুষপ্রধান কর্তৃত্ববাদী সংগঠনের দার্শনিক ও সাংস্কৃতিক ভিত্তি এবং তাহাদের হেগেল পড়িতে অনীহা।)
এবার চন্ডালেরা বিচার করুন। আমি তো আপ্লুত।
আর ব্যাং আমাকে এত যা তা বলল, কিন্তু রাত সাড়ে আটটায় ফোন করে জানাল যে ওর পিতৃদেব নীতীশবাবু দুবাইয়ে বসে মেয়ের ফোনে দেওয়া বর্ণনা শুনে সেই প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে এবং কফিহাউসের আড্ডায় মৌলানা আজাদের কালোমত রোগাপ্যাংলা রঞ্জন ও বঙ্গবাসীর নীতীশের বন্ধুত্ব স্পষ্ট মনে করতে পেরেছেন শুধু মোরগঝুঁটি চুলের বদলে টাকমাথা শুনে একটু দুঃখিত হয়ে ভাবলেন যদি বঙ্গের মসনদে হীরকরাণী আসীন তবে মাথায় টাকে আশ্চর্য্যের কি আছে!
তখন ব্যাং টের পেল কার সঙ্গে লাগতে গিয়েছিল। হুঁ হুঁ বাবা! পিতৃবন্ধু বলে কতা!


Name:  Pi          

IP Address : 116.218.234.77 (*)          Date:20 Oct 2014 -- 10:56 AM

গুচ্ছ ফোনের ঠ্যালায় ফোন মিস হয়ে গেল। শিগ্গির আরো গল্প আর ছবি চাই


Name:  d          

IP Address : 24.97.106.68 (*)          Date:20 Oct 2014 -- 11:31 AM

এককের এই ২য় পয়েন্টটা ইন্টারেস্টিং তো।


Name:  ranjan roy          

IP Address : 24.96.187.35 (*)          Date:20 Oct 2014 -- 11:37 AM

দমু,
রিয়েলি ইন্টারেস্টিং। এই নিয়ে পড়াশোনা করতে চাওয়ায় একক ঝটপট দুটো বইয়ের নাম ও পাবলিশার বলে দিল। কিন্তু তখন তিন পেগ ভোদকা হয়ে গেছে। ফলে ভুলে মেরে দিয়েছি। একককে অনুরোধ করছি টেক্স্ট করতে। শিগ্গির পড়তে চাই।


Name:  dd          

IP Address : 132.172.26.185 (*)          Date:20 Oct 2014 -- 11:54 AM

একদম শেষ পাতে এসেছিলেন ইশানী। সকলের সাথেই আলাপ হোলো -কিন্তু অবিলম্বে প্রত্যেকের নাম আর ছবি প্রকাশিত না হলে শিবির ঈশাণী - এঁয়ারা পরের ভাটে বুঝবেন/মনে রাখবেন কি করে কে হচ্ছে কোনজন?


Name:  অমিত সেনগুপ্ত          

IP Address : 125.249.238.70 (*)          Date:20 Oct 2014 -- 11:57 AM

বড় কষ্টে আছি। এই ভাবে কেউ কি সুযোগ নষ্ট করে? আক্ষেপে মুহ্যমান। গত শনিবার লুরুতে বগলাচরণ বটব্যালের মোলাকাতে গিয়ে দুই ভেটেরান ভাটুরের (শ্রী কল্লোল ও শ্রী রঞ্জন) সঙ্গে আলাপ হল। এবং সেই মহানুভবেরা আমায় সামনে রবিলুরুভাটের এন্ট্রি টিকেট মেলে ধরলেন। এবং আমি আমার নাচারতা প্রকাশ করে ফেললাম কারণ রবিবার আমার প্রত্যাবর্তন। আর এখন সব পড়ে শুনে আমার হাত আপন লালাসিক্ত ও ক্ষতবিক্ষত।
যাই হোক নভেম্বর এর মাঝামাঝি পরিবার লুরুবাসী হতে চলেছে। আমি কাজের দিনে চেন্নাই ও সপ্তাহান্তে লুরুর মাঝে মাকু হেন চলাচল করতে থাকব। পরবর্তী সুযোগের আশায়।


Name:  d          

IP Address : 24.97.106.68 (*)          Date:20 Oct 2014 -- 12:02 PM

অ্যাই পোটকে,
পায়ার রেসিপিটা সর্ষেবাটায় প্লীজ।


Name:  dd          

IP Address : 132.172.26.185 (*)          Date:20 Oct 2014 -- 12:04 PM

আর এটা ও ল্যাখার ছিলো। প্রাগুক্ত অমিত সেনগুপ্ত আমার এক দশকের হারিয়ে যওয়া বন্ধু।

কল্লোলের নাটকীয়তার দরুন আবার অমিতের সাথে রিকনেক্ট কত্তে পাল্লেম। ভারী ইন্টেরেস্টিঙ্গিং কিন্তু।


Name:  Ekak          

IP Address : 24.99.182.71 (*)          Date:20 Oct 2014 -- 12:20 PM

রামপ্রসাদ সংক্রান্ত কথাটি কে এককের মৌলিক বলা যায়না । ওই লাইন ধরে আলোচনা এর আগেও হয়েছে ।


Name:  কল্লোল          

IP Address : 125.185.149.238 (*)          Date:20 Oct 2014 -- 12:36 PM

আমার লেখার জন্য কি আর বাকি কিছু আছে? গুণীজনে ফিসফ্রাই (হীরক রাণীর নয় - কুমুর আনা) থে নারীবাদ ও হেগেল থে সেকালের হাইড্রোজেনের চরিত্তির থে হোক্কলরব-সিপুএম ও পায়া সব নিয়েই লিখে দিয়েছে।
এবার গান হয় নি। শ্যামলরে কথা দিয়াও শ্যামা সঙ্গীত না শোনাতে পারার জন্য ক্ষমাপ্রার্থী। মানে, ইয়ে আড্ডা এতোই জমে ক্ষীরবৎ যে সগলেই ভুলে মেরে দিয়েছে। যদিও প্রসাদী শ্যামাসঙ্গীত নিয়ে এককের বাণী এক্কেরে একঘর।

তবে আড্ডা হলো মাইরী। তুমুল,হুল্লাট, ঝক্কাস যেকোন বিশেষনই কম লাগছে।

শেষ বেলায় ঈশাণী হাজির। আমি ও ভুতো মিলে তিতি৯ আর ঈশাণীকে তুলে আনলাম। তিতি৯ আসতোই। বন্ধুর কাছে যাওয়ার ছিলো বলে ভুতো ও বিরিয়ানির সাথে আসে নি। ওদিকে ঈশাণী অ্যাজমায় কাৎ। তাকে দীপ্তেন ফোনে পকেট থে ইনহেলার বার করে এমন "টগ" দিলে যে ঈশাণী চমৎকার কালো শাড়িতে সেজেগুজে হাজির। ঈশাণী একইসাথে ফিজিক্স ও জার্মিনালের একমাত্র বাংলা অনুবাদক শুনে দীপ্তেন প্রায় সোয়া তিন মিনিট হাঁ করে ছিলো (হায় ছবি নাই)।

তুমুল বৃষ্টি উপেক্ষা করে শিবির (প্রথমবার) ও ঐশিকের চলে আসা ভাবা যায় না।

শেষে হীরকরাণীর গপ্পো।
সেটা ৯০এর কোন একটা সময়। ল্যান্সডাউন রোডে রামকৃষ্ণ সেবাসদনে আয়ামাসি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তখন পার্টি ইউনিটি নামে এক নকশাল গোষ্ঠী সে আন্দোলনে জুটে গেছিলো। আমি তখন এপিডিআরের সুবাদে ওদের সাথে আছি। ওদিকে আয়ামাসী-কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের মিটিং। তাতে দুজন আয়ামাসী, কর্মচারীদের সাথে আমি, পার্টী ইউনিটির একজন ও এলাকার সাংসদ মমতা।
কিছুক্ষণ কথাবার্তার পর মহারাজেরা বেশ কায়দা করে নিজেদের দিকে আলোচনা ঘুরিয়ে দিলেন। একবারও অস্বীকার করছেন না যে আয়ামাসীরা ও কর্মচারীরা কম খুবই টাকা পান। কিন্তু ওরাই বা কি করেন!!
- দেখুন, যে টাকাটা আয় হয় তার বেশীরভাগটাই হাসপাতালের উন্নতিতে ব্যয় হয়। আমরা সন্ন্যাসী। আমাদের তো ডাল-ভাত হলেই চলে যায়। বিশ্বাস না হয় আমাদের রান্না ঘরে এসে দেখুন। আর থাকার মধ্যে এই গেরুয়া বসনটি। টাকা বাড়াই কোংকোয়ে?
ওদিকে, আয়ামাসী ও কর্মচারীটি মহারাজদের সাথেই মাথা নাড়ছেন। আমার নকশাল বন্ধুটি এহেন "নিও প্রলেতারিয়েৎ" দের সামনে খুব অসহায় হয়ে পড়ছে, যাদের "গেরুয়া বসন ছাড়া হারাবার কিছু নাই"।
এমতাবস্থায় মমতা প্রাথম কথাটি কইলেন মহারাজদের দিকে তাকিয়ে,
- এ বান#@%ৎ মহারাজেরা খুব হা&#মীতো!!!
মিটিং সেদিনকার মতো ভন্ডুল হয়ে গেলো।

পরে অবশ্য দাবীর প্রায় ৫০% মেনে নিয়েছিলো কর্তৃপক্ষ।Name:  সে          

IP Address : 203.108.233.65 (*)          Date:20 Oct 2014 -- 12:49 PM

হীরকরাণীর সংলাপটা সত্যি? :-))))))))))))


Name:  potke          

IP Address : 126.202.222.74 (*)          Date:20 Oct 2014 -- 12:54 PM

দ, আজ রাতে লিখে দেব।


Name:  ranjan roy          

IP Address : 24.96.187.35 (*)          Date:20 Oct 2014 -- 12:55 PM

অত্যন্ত হ্যান্ডসাম শুভ্রকেশ অমিত সেনগুপ্ত নাটকের শেষে হলে এসে কল্লোলের সঙ্গে আলাপ করলেন ও বললেন যে উনি গুরুর এবং বাংলালাইভের পুরনো নীপা।
( অবশ্য গিন্নির মতে বিরলকেশ-আমি বাদে সব শুভ্রকেশ পুরুষই হ্যান্ডসাম)।
সাক্ষ্যস্বরূপ কল্লোলের অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো নিয়ে মহাপ্রলয়ের ব্যাপারে সম্যক অবহিত সেটা জানালেন।
আমি ওনাকে আশ্বস্ত করলুম যে কল্লোল সত্যিই অ্যানার্কিস্ট। আমি যেদিন দুপুরে ওর বাড়িতে পৌঁছুলুম ও পটলের তরকারি গ্যাসে গরম করতে দিয়ে আমার সঙ্গে গল্প করতে করতে খাঁটি বাকুনিন স্টাইলে এমন পুড়িয়ে ফেলল যে অনেক জল ঢেলেও উদ্ধার করা গেল না।
( ভুল বুঝবেন না, যেমন অ্যানার্কিস্ট মানে ছেড়ে- দে-মা নয়, তেমনি কল্লোলের ঘর খুব গোছানো। আমি চা চড়াতে গেলে ধৈর্য ধরে কোথায় চিনি, কোথায় পাতা দেখিয়ে দেয়।)
ঈশানী জানালেন যে ওর বন্ধুর সঙ্গেই অমিত সেনগুপ্তের বিয়ে হয়েছে।
আগামী ভাটে অমিতের উপস্থিতি নিশ্চিত।


Name:  কল্লোল          

IP Address : 125.242.68.113 (*)          Date:20 Oct 2014 -- 01:04 PM

সে। আমি কোন কিরে কাটবো না মা শেতলা বা মা ক্কালীর দিব্যি দেবো না। যে লোক আজকে প্রকাশ্যে ও মিডিয়ার উপস্থিতিতে নিজের দেহরক্ষী পুলিশকে "চাবকে সিধে করে দেওয়া উচিৎ" বলতে পারেন, সে লোক ২০ বছর আগে রুদ্ধকক্ষে কি কি অমৃতবাণী ছাড়তে পারে আন্দাজ করো।


Name:  সে          

IP Address : 203.108.233.65 (*)          Date:20 Oct 2014 -- 01:07 PM

সংলাপে কাজ হয়েছিলো তাহলে। :-)))


Name:  সিকি          

IP Address : 131.241.127.1 (*)          Date:20 Oct 2014 -- 01:08 PM

মমতার গপ্পো শুনে আমি পুরো হুব্বা! এসব তো খনি গল্প! কল্লোলদা শিগগির আত্মজীবনী লেখো।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69]     এই পাতায় আছে1591--1620