![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে121--150
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kd Mail: Country:
IP Address : 59.93.241.74 Date:28 Dec 2011 -- 06:00 PM
কুমুদিদি, আমি ইডিয়েট তা জানি, কিন্তু বুকা তো নই। তোমাদের ঢুকতে দিই আর তোমরা রঞ্জনকে ভাঙচি দিয়ে নিয়ে যাও! ইল্লি আর কী!!
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:28 Dec 2011 -- 09:31 PM
পুন: মূষিকো ভব
:-(
স্বপ্নের দিন শেষ---আবার ফিরে এলেম থোড়-বড়ি খাড়ার জীবনে--
ফিরেই বিরাট shock বাড়িটে বড় রকমের চুরি হয়েছে--সব টি ভি , ল্যাপটপ(৩) , ও অন্যান্য প্রচুর জিনিশ--হাপিশ---মন মেজাজ খুব খারপ।
বলে যাই---২৪শের সন্ধ্যে ছিল বড় মনোরম---হাসি খুশি গানে গল্পে মেতে উঠেছিলাম আমরা ----প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ---সেদিনের সন্ধ্যেটিকে মাতিয়ে রাখার জন্য----ঘনাদা টু তুষ্টু--পানে ও পানে(পাতা) হয়েছিল রঙিন---
ঋভুর (কিকির দাদা) সুরেলা শুরুয়াত--পরে বাসুভাই--সুদীপ্তদা, কৌস্তুভ, এবং তারপর কোরাস---গিটারের ঝঙ্কার বিটস--থ্যাঙ্কস্স সব্বাই :-))
এমেম---চেনেনা হেন লোক নেই---:-) শুভশ্রীবৌঠান টু অনন্যা--রজতশুভ্র টু সুদীপ্তদা--এমেম সব্বার দোস্ত! তুসি গ্রেট হো এমেম!
রঞ্জনভাউ আপনাকে শুভশ্রীবৌঠান বিশেষ করে মনে রেখেছেন--মেয়েরা তাদের বাবাকে কেউ চেনে বল্লে গলে জল হব্বেই!! আর আপ তো ওয়েসেভী হ্যায় সুপারলাইকেবল : D রত্ন-ভাবিজান এলে আরও জমত ভাউ--নেক্স্টটাইম ওনাকেও চাইইইই
সুমেরু, কাব্লিদা,
খুব সরি--পান-পাতার মতন পানপাত্রের তরল অঢেল ছিলনা বলে--আসছে বছর এই ত্রুটি থাকবেনা --প্রমিস।
আরও অনেক লিখতে ইচ্ছে করছে কিন্তু বিধি বাম ! বাড়ীতে আপাতত নো ল্যাপিস--অফিসে পোচ্চুর কাজ---
দিল্লি ও কলকাতার সব গুনিজনেদের অমিত ও নিনার অনেক ভালবাসা ও শুভেছা---
যাদের এবারে পেলাম না অ্যাকচুয়ালি---তাদের ও যেন পরের বার পাই এই আশায় শুরু করব আমাদের নতুন বছর ;-)
২০১২ সব্বার হোক সর্বাঙ্গসুন্দর--পরিপূর্ণ রূপে মনের মতন করে ---
একটাই দুক্কু--ক্ষেউ ক্ষি ছবি তুল্লনা সেদিন :-((((
Name: maximin Mail: Country:
IP Address : 59.93.164.141 Date:28 Dec 2011 -- 10:05 PM
ইশ বাড়ি ফিরে এরকম দেখলে? মনের অবস্থা বুঝতে পারছি। : ( : (
Name: maximin Mail: Country:
IP Address : 59.93.164.141 Date:28 Dec 2011 -- 10:21 PM
খুব এনজয় করেছিলাম সেদিনকে। ২০১২ তোমাদেরও সর্বাঙ্গসুন্দর হোক নীনা।
Name: kumu Mail: Country:
IP Address : 122.161.64.224 Date:28 Dec 2011 -- 11:20 PM
নীনা,খুব খারাপ লাগল তোমাদের ক্ষতির কথা শুনে।শহরে শহরে সকলকে এত আনন্দ দিয়ে গেলে,আর শেষকালে এই!
তাড়াতাড়ি সামলে নাও,অমিতবাবু ও তুমি মিলে।
যাহা যায় আর যাহা কিছু থাকে ই:
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:28 Dec 2011 -- 11:59 PM
এ তো সান্ঘাতিক ব্যাপার।
Name: kd Mail: Country:
IP Address : 59.93.241.74 Date:29 Dec 2011 -- 12:37 AM
আরে ইন্দ্রাণী, তুমিও তো কলকাতায়, চলে এসো কাল সন্ধেবেলার ভাটে।
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:29 Dec 2011 -- 12:45 AM
কাল ফেলুদা, কাব্লিদা।
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:29 Dec 2011 -- 01:06 AM
ছোটাই
এখনও যেন মনে হচ্ছে স্বপ্ন--তোমার সঙ্গে সত্যি দেখা হল?
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:29 Dec 2011 -- 01:10 AM
হৃতিকের মুখোশ পরা শাহরুখের মত কেস হইলেও হইতে পারে।
চুরির ঘটনাটা মারাত্মক।
Name: aranya Mail: Country: us
IP Address : 68.38.243.161 Date:29 Dec 2011 -- 03:09 AM
নীনা, চুরির ঘটনাটা শুনে খুব খারাপ লাগল। সামলে ওঠ তাড়াতাড়ি।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 122.163.11.99 Date:29 Dec 2011 -- 08:11 AM
আমার যা-তা লাগছে। মাসখানেকের জন্যে বাড়ি ছেড়ে গেলে এইধরণের চুরি ভারতের বাইরেও হতে পারে-- এমন ধারণাই ছিল্না। আর প্রফেশনালদের ল্যাপি(অতগুলো) যাওয়া মানে--।
কাব্লিদা ও সুমেরুকে ধন্যবাদ। আমার কোলকাতা আর নববর্ষের আগমনকে সেলিব্রেট করা! আমি ভীষণ বাড় খাচ্ছি। এবারও যদি অন্যবারের মত ক্যানসেল বা স্থগিত করি তাহলে জগুবাবুর বাজার বা গাঁজাপার্কের সামনে রামক্যালানি খাবো বুঝতে পারছি।
তবে ভরসার কথা এবারে কোলকাতা আসার ডিসিশন আমার বৌ ও মেয়েদের।
আমি যত বলি( ইচ্ছে করে) যে আমাদের মত লোকেদের জন্যে ৩৬গড় ঠিক জায়গা, তত ওরা বলে শেষজীবনে গঙ্গার পাড়ে থাকাই ভালো, নইলে মুক্তি নেই।
Name: prateek Mail: Country:
IP Address : 180.151.34.130 Date:29 Dec 2011 -- 08:24 AM
নীনাদি,কি আর বলব! আশা করি ইনসিওরেন্স আছে।
Name: Bratin Mail: Country:
IP Address : 117.194.96.230 Date:29 Dec 2011 -- 08:32 AM
নীনা দি, খুব খারাপ লাগছে শুনে আর কি বলবো :-((
সেদিন সুচেতনা দির বাড়িতে দেখা হলো তোমার সাথে। কিন্তু মার অপেরাশনের জন্যে যেতে পারলাম না তোমার বাড়ি। খুব মিস করলাম।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 09:16 AM
কী লিখব জানি না। খুব খারাপ লাগল জেনে।
Name: ppn Mail: Country:
IP Address : 112.133.206.18 Date:29 Dec 2011 -- 09:36 AM
বাজে ব্যপার। :(
ওদেশেও এমনটা হয়?
Name: potke Mail: Country:
IP Address : 180.151.34.130 Date:29 Dec 2011 -- 11:26 AM
হয়।
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.133.56 Date:29 Dec 2011 -- 01:51 PM
নীনার কোলকেতার বাড়ীতে অত হইচই করার পর, খবরটা শুনে মনটা কেৎরে গ্যালো।
এ কী রে বাবা! আমাদের দেশে তো এটা হরবকত- ই হয়! ওখানেও হয়!!!!!!!!!!!
আজ কাব্লের বাড়ীতেও যাওয়া হবে নি।
আমার এক বন্ধু মারা গেছে। গতকাল রাতেই খবরটা পেয়ে সকালে ঐখানে গেছিলুম।
মনটা আবার ৎ হয়ে গেল!
ফিরে এসে, একটু কম্পুতে বসলুম। জানি না, আমার কি হবে!
সব-ই জ্জয় গ্গুরুর খ্যালা!
দে মা, একটু হালুয়া খাই!
আর যে পারি নে।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:10 PM
এই জন্যেই কবি বলেছেন,
জয় গুরু। এনজয় গুরু।
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:23 PM
সিকি মুখোটি
কবতের ব্যাপারে আম্মো কিস্সু জানি নে। অবশ্য কোনো ব্যাপারেই কিস্সু জানি নে।
তাই আমার ষ্টেপনির কাছে, হরবখত গালি খেতে হয়।
আচ্ছা! ঐ লাইনটা কোন কবি কইসেন?
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:26 PM
কবি শিলাজিৎ বোধ হয় :-)
তবে গুরুতে আমরা কবির নাম নি' না। কেবলই কবির বাণী নি'।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:26 PM
স্টেপনি নামটা খুব পছন্দ হল :)
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:32 PM
সিকি
আম্মোর খুব মোন খারাপ! তাই একটা স্বরচিত শ্যামাসংগীত
শোনবা?
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:43 PM
সিকি
আম্মোর মোন খারাপ হল্লে জোরে জোরে শ্যামাসংগীত
গাই!
জীবনে কি আচে? বলতো!!!!!!!
সূয়া কেজি চাল, এক লিটার সরষের তেল, একটু লবণ, তরী- তরকারী, এক সিলিণ্ডার গ্যাস!
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:45 PM
না:! খুব দার্শনিক হয়ে যাচ্চি! একটা পান্সো পচপ্পন ধরাই! ( ফিরিতে পাওয়া)
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 03:03 PM
না। পান্সো পচপন ছেড়ে শ্যামাসঙ্গীত ধরান। ইয়ে, ধরুন। গানে আছি, পানে নেই।
Name: ppn Mail: Country:
IP Address : 216.52.215.232 Date:29 Dec 2011 -- 03:27 PM
ইসে, ওটা পান না। ধোঁয়া।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 03:28 PM
ধোঁয়াটা পানই তো করে, নাকি?
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.138.213 Date:29 Dec 2011 -- 03:29 PM
ইয়ে মানে, সিকি!
তুমি তো আবার পানে নেই!
তাও এই গানটা নিকে দিলুম।
শ্যামাসংগীত
(সুর- রামপ্রসাদী)
দে মা আমায় বোতোল খুলে
যতই ভাবি আর খাব না,
সন্ধে হলেই যাই মা ভুলে
দে মা আমায় বোতোল খুলে ........
টাকাকড়ি নেই মা আমার
টাকা কামাই নানা ছলে
টাকাকড়ি নেই মা আমার ( উঁচু স্বরে)
টাকা কামাই নানা ছলে
(তাই) প্রাণ সঁপেছি, বাংলা মালে
দে মা আমায় বোতোল খুলে ........ ( খাদে)
রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
লোকে আমায় মাতাল বলে ........ ( খাদে)
রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
লোকে আমায় মাতাল বলে ( উঁচু স্বরে)
(তাই) বাংলা ধরেছি তোর চরণতলে
দে মা আমায় বোতোল খুলে ........ ( খাদে)
Name: ppn Mail: Country:
IP Address : 216.52.215.232 Date:29 Dec 2011 -- 03:39 PM
না, ধোঁয়া দ্যায়, বুদ্ধির গোড়ায়।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে121--150
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kd Mail: Country:
IP Address : 59.93.241.74 Date:28 Dec 2011 -- 06:00 PM
কুমুদিদি, আমি ইডিয়েট তা জানি, কিন্তু বুকা তো নই। তোমাদের ঢুকতে দিই আর তোমরা রঞ্জনকে ভাঙচি দিয়ে নিয়ে যাও! ইল্লি আর কী!!
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:28 Dec 2011 -- 09:31 PM
পুন: মূষিকো ভব
:-(
স্বপ্নের দিন শেষ---আবার ফিরে এলেম থোড়-বড়ি খাড়ার জীবনে--
ফিরেই বিরাট shock বাড়িটে বড় রকমের চুরি হয়েছে--সব টি ভি , ল্যাপটপ(৩) , ও অন্যান্য প্রচুর জিনিশ--হাপিশ---মন মেজাজ খুব খারপ।
বলে যাই---২৪শের সন্ধ্যে ছিল বড় মনোরম---হাসি খুশি গানে গল্পে মেতে উঠেছিলাম আমরা ----প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ---সেদিনের সন্ধ্যেটিকে মাতিয়ে রাখার জন্য----ঘনাদা টু তুষ্টু--পানে ও পানে(পাতা) হয়েছিল রঙিন---
ঋভুর (কিকির দাদা) সুরেলা শুরুয়াত--পরে বাসুভাই--সুদীপ্তদা, কৌস্তুভ, এবং তারপর কোরাস---গিটারের ঝঙ্কার বিটস--থ্যাঙ্কস্স সব্বাই :-))
এমেম---চেনেনা হেন লোক নেই---:-) শুভশ্রীবৌঠান টু অনন্যা--রজতশুভ্র টু সুদীপ্তদা--এমেম সব্বার দোস্ত! তুসি গ্রেট হো এমেম!
রঞ্জনভাউ আপনাকে শুভশ্রীবৌঠান বিশেষ করে মনে রেখেছেন--মেয়েরা তাদের বাবাকে কেউ চেনে বল্লে গলে জল হব্বেই!! আর আপ তো ওয়েসেভী হ্যায় সুপারলাইকেবল : D রত্ন-ভাবিজান এলে আরও জমত ভাউ--নেক্স্টটাইম ওনাকেও চাইইইই
সুমেরু, কাব্লিদা,
খুব সরি--পান-পাতার মতন পানপাত্রের তরল অঢেল ছিলনা বলে--আসছে বছর এই ত্রুটি থাকবেনা --প্রমিস।
আরও অনেক লিখতে ইচ্ছে করছে কিন্তু বিধি বাম ! বাড়ীতে আপাতত নো ল্যাপিস--অফিসে পোচ্চুর কাজ---
দিল্লি ও কলকাতার সব গুনিজনেদের অমিত ও নিনার অনেক ভালবাসা ও শুভেছা---
যাদের এবারে পেলাম না অ্যাকচুয়ালি---তাদের ও যেন পরের বার পাই এই আশায় শুরু করব আমাদের নতুন বছর ;-)
২০১২ সব্বার হোক সর্বাঙ্গসুন্দর--পরিপূর্ণ রূপে মনের মতন করে ---
একটাই দুক্কু--ক্ষেউ ক্ষি ছবি তুল্লনা সেদিন :-((((
Name: maximin Mail: Country:
IP Address : 59.93.164.141 Date:28 Dec 2011 -- 10:05 PM
ইশ বাড়ি ফিরে এরকম দেখলে? মনের অবস্থা বুঝতে পারছি। : ( : (
Name: maximin Mail: Country:
IP Address : 59.93.164.141 Date:28 Dec 2011 -- 10:21 PM
খুব এনজয় করেছিলাম সেদিনকে। ২০১২ তোমাদেরও সর্বাঙ্গসুন্দর হোক নীনা।
Name: kumu Mail: Country:
IP Address : 122.161.64.224 Date:28 Dec 2011 -- 11:20 PM
নীনা,খুব খারাপ লাগল তোমাদের ক্ষতির কথা শুনে।শহরে শহরে সকলকে এত আনন্দ দিয়ে গেলে,আর শেষকালে এই!
তাড়াতাড়ি সামলে নাও,অমিতবাবু ও তুমি মিলে।
যাহা যায় আর যাহা কিছু থাকে ই:
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:28 Dec 2011 -- 11:59 PM
এ তো সান্ঘাতিক ব্যাপার।
Name: kd Mail: Country:
IP Address : 59.93.241.74 Date:29 Dec 2011 -- 12:37 AM
আরে ইন্দ্রাণী, তুমিও তো কলকাতায়, চলে এসো কাল সন্ধেবেলার ভাটে।
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:29 Dec 2011 -- 12:45 AM
কাল ফেলুদা, কাব্লিদা।
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:29 Dec 2011 -- 01:06 AM
ছোটাই
এখনও যেন মনে হচ্ছে স্বপ্ন--তোমার সঙ্গে সত্যি দেখা হল?
Name: i Mail: Country:
IP Address : 59.93.199.45 Date:29 Dec 2011 -- 01:10 AM
হৃতিকের মুখোশ পরা শাহরুখের মত কেস হইলেও হইতে পারে।
চুরির ঘটনাটা মারাত্মক।
Name: aranya Mail: Country: us
IP Address : 68.38.243.161 Date:29 Dec 2011 -- 03:09 AM
নীনা, চুরির ঘটনাটা শুনে খুব খারাপ লাগল। সামলে ওঠ তাড়াতাড়ি।
Name: ranjan roy Mail: Country:
IP Address : 122.163.11.99 Date:29 Dec 2011 -- 08:11 AM
আমার যা-তা লাগছে। মাসখানেকের জন্যে বাড়ি ছেড়ে গেলে এইধরণের চুরি ভারতের বাইরেও হতে পারে-- এমন ধারণাই ছিল্না। আর প্রফেশনালদের ল্যাপি(অতগুলো) যাওয়া মানে--।
কাব্লিদা ও সুমেরুকে ধন্যবাদ। আমার কোলকাতা আর নববর্ষের আগমনকে সেলিব্রেট করা! আমি ভীষণ বাড় খাচ্ছি। এবারও যদি অন্যবারের মত ক্যানসেল বা স্থগিত করি তাহলে জগুবাবুর বাজার বা গাঁজাপার্কের সামনে রামক্যালানি খাবো বুঝতে পারছি।
তবে ভরসার কথা এবারে কোলকাতা আসার ডিসিশন আমার বৌ ও মেয়েদের।
আমি যত বলি( ইচ্ছে করে) যে আমাদের মত লোকেদের জন্যে ৩৬গড় ঠিক জায়গা, তত ওরা বলে শেষজীবনে গঙ্গার পাড়ে থাকাই ভালো, নইলে মুক্তি নেই।
Name: prateek Mail: Country:
IP Address : 180.151.34.130 Date:29 Dec 2011 -- 08:24 AM
নীনাদি,কি আর বলব! আশা করি ইনসিওরেন্স আছে।
Name: Bratin Mail: Country:
IP Address : 117.194.96.230 Date:29 Dec 2011 -- 08:32 AM
নীনা দি, খুব খারাপ লাগছে শুনে আর কি বলবো :-((
সেদিন সুচেতনা দির বাড়িতে দেখা হলো তোমার সাথে। কিন্তু মার অপেরাশনের জন্যে যেতে পারলাম না তোমার বাড়ি। খুব মিস করলাম।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 09:16 AM
কী লিখব জানি না। খুব খারাপ লাগল জেনে।
Name: ppn Mail: Country:
IP Address : 112.133.206.18 Date:29 Dec 2011 -- 09:36 AM
বাজে ব্যপার। :(
ওদেশেও এমনটা হয়?
Name: potke Mail: Country:
IP Address : 180.151.34.130 Date:29 Dec 2011 -- 11:26 AM
হয়।
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.133.56 Date:29 Dec 2011 -- 01:51 PM
নীনার কোলকেতার বাড়ীতে অত হইচই করার পর, খবরটা শুনে মনটা কেৎরে গ্যালো।
এ কী রে বাবা! আমাদের দেশে তো এটা হরবকত- ই হয়! ওখানেও হয়!!!!!!!!!!!
আজ কাব্লের বাড়ীতেও যাওয়া হবে নি।
আমার এক বন্ধু মারা গেছে। গতকাল রাতেই খবরটা পেয়ে সকালে ঐখানে গেছিলুম।
মনটা আবার ৎ হয়ে গেল!
ফিরে এসে, একটু কম্পুতে বসলুম। জানি না, আমার কি হবে!
সব-ই জ্জয় গ্গুরুর খ্যালা!
দে মা, একটু হালুয়া খাই!
আর যে পারি নে।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:10 PM
এই জন্যেই কবি বলেছেন,
জয় গুরু। এনজয় গুরু।
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:23 PM
সিকি মুখোটি
কবতের ব্যাপারে আম্মো কিস্সু জানি নে। অবশ্য কোনো ব্যাপারেই কিস্সু জানি নে।
তাই আমার ষ্টেপনির কাছে, হরবখত গালি খেতে হয়।
আচ্ছা! ঐ লাইনটা কোন কবি কইসেন?
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:26 PM
কবি শিলাজিৎ বোধ হয় :-)
তবে গুরুতে আমরা কবির নাম নি' না। কেবলই কবির বাণী নি'।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 02:26 PM
স্টেপনি নামটা খুব পছন্দ হল :)
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:32 PM
সিকি
আম্মোর খুব মোন খারাপ! তাই একটা স্বরচিত শ্যামাসংগীত
শোনবা?
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:43 PM
সিকি
আম্মোর মোন খারাপ হল্লে জোরে জোরে শ্যামাসংগীত
গাই!
জীবনে কি আচে? বলতো!!!!!!!
সূয়া কেজি চাল, এক লিটার সরষের তেল, একটু লবণ, তরী- তরকারী, এক সিলিণ্ডার গ্যাস!
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.140.205 Date:29 Dec 2011 -- 02:45 PM
না:! খুব দার্শনিক হয়ে যাচ্চি! একটা পান্সো পচপ্পন ধরাই! ( ফিরিতে পাওয়া)
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 03:03 PM
না। পান্সো পচপন ছেড়ে শ্যামাসঙ্গীত ধরান। ইয়ে, ধরুন। গানে আছি, পানে নেই।
Name: ppn Mail: Country:
IP Address : 216.52.215.232 Date:29 Dec 2011 -- 03:27 PM
ইসে, ওটা পান না। ধোঁয়া।
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 03:28 PM
ধোঁয়াটা পানই তো করে, নাকি?
Name: Ghanada Mail: Country:
IP Address : 223.223.138.213 Date:29 Dec 2011 -- 03:29 PM
ইয়ে মানে, সিকি!
তুমি তো আবার পানে নেই!
তাও এই গানটা নিকে দিলুম।
শ্যামাসংগীত
(সুর- রামপ্রসাদী)
দে মা আমায় বোতোল খুলে
যতই ভাবি আর খাব না,
সন্ধে হলেই যাই মা ভুলে
দে মা আমায় বোতোল খুলে ........
টাকাকড়ি নেই মা আমার
টাকা কামাই নানা ছলে
টাকাকড়ি নেই মা আমার ( উঁচু স্বরে)
টাকা কামাই নানা ছলে
(তাই) প্রাণ সঁপেছি, বাংলা মালে
দে মা আমায় বোতোল খুলে ........ ( খাদে)
রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
লোকে আমায় মাতাল বলে ........ ( খাদে)
রাস্তা দিয়ে, যাই হেঁটে মা
লোকে আমায় মাতাল বলে ( উঁচু স্বরে)
(তাই) বাংলা ধরেছি তোর চরণতলে
দে মা আমায় বোতোল খুলে ........ ( খাদে)
Name: ppn Mail: Country:
IP Address : 216.52.215.232 Date:29 Dec 2011 -- 03:39 PM
না, ধোঁয়া দ্যায়, বুদ্ধির গোড়ায়।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে121--150