![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে1081--1110
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kumu
IP Address : 52.104.24.99 (*) Date:04 Jun 2014 -- 06:04 PM
ডোডোদা যে বল্লেন আপনাদের শুধু ইয়ের ব্যবস্থা হয়।সিকি তো ওসব খায় না তাই জলের কথা মনে পড়িয়ে দিচ্ছিলুম।
Name: সিকি
IP Address : 132.177.226.14 (*) Date:04 Jun 2014 -- 06:26 PM
না না। কল্লোলদার বাড়িতে বিশুদ্ধ জল পাওয়া যায়। আমি থেকিচি তো আগে।
Name: কল্লোল
IP Address : 125.241.122.12 (*) Date:04 Jun 2014 -- 07:13 PM
সে সিকির্জন্য জল ক্যানো, পেপসি, মিরিন্ডা, স্প্রাইট, পেপার বোটের কালোজামের রস সবই থাকবে। টুন্ডেও থাকবে। দ্যাখ কুমু চলে আসবি নাকি?
Name: কল্লোল
IP Address : 125.241.122.12 (*) Date:04 Jun 2014 -- 07:15 PM
হ্যাঁ। বাবা পিএম, ফোং................
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:00 PM
শুন শুন ভদ্রজন, শুন দিয়া মন,
কলিভাট অপূর্বকথা করিব বর্ণন।
কল্লোল নামেতে এক চন্ডালের গুরু,
কাজকম্মে নাহি মতি মন উরু উরু।
স্বভাবে গন্ধর্ব সে যে লুরুতে নিবাস,
উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস।
বহুদিন কলিকাতা নাহি আগমন,
পিএম এর প্রস্তাবেতে মন উচাটন।
যেই পিটি কহিলেন বারোই জুলাই,
কল্লোলের চিত্ত তার নিজ বশে নাই।
গিটার লইয়ে ভাসে আনন্দসাগরে,
ডাক দেয় সকলেরে--চলহ সত্ত্বরে।
কিন্তু এবে মন মধ্যে উপজে সংশয়,
পিএম তুলিয়া গাছে মই কাড়ি লয়!
ফোন করিয়াছে বন্ধ নাহি কহে কথা,
হাহা-হুহু গন্ধর্বের মনে বড় ব্যথা।
আমারে ডাকিয়া কহে-- হরিদাস পাল!
কাটিব টিকিট? নাকি ছিঁড়িতেছ বাল!
ত্বরা করি কহ মোরে ভাটুরের নাম,
দিনে দিনে টিকিটের বাড়িতেছে দাম।
বন্ধু-আজ্ঞা শিরে ধরি করি চূণকাম,
ঃ আসিবেন যাঁরা শীঘ্র কহ নাম-ধাম।।
Name: a x
IP Address : 138.249.1.206 (*) Date:04 Jun 2014 -- 10:06 PM
ক্ল্যাপক্ল্যাপ!
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:14 PM
সবাইকে বলছি-- পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট হবে-এ-এ-এ।
দুপুর থেকে খান-পান-গান। শুধু কল্লোল নয় যাঁরাই গান গাইতে, শুনতে , আড্ডা দিতে, বক বক করতে, মুচকি হাসি দিতে আসতে চান, চলে আসুন।
স্থানঃ যদি পিএম বলেন তো রাজারহাট, নইলে ভবানীপুরে কাবলিদার বাড়ি।
ও কাবলিদা, শুনছেন?
যাঁরা আসতে রাজি এইপাতায় সম্মতি জানান। এক দিনের মধ্যে। অন্ততঃ দশটি নাম দেখলে পরশু কল্লোল প্লেনের টিকিট কাটবে।ঃ)))
এখন অব্দি হ্যাঁ বলেছেন-- পিটি, কল্লোল, এমেম, রন্জন,কুমু, পাই।
আমি ধরে নিচ্ছি সামরান ও দেশে থাকলে সুমেরু কে।
ডাকছি শুভজিত, রোবু ও শ্রীসদাকে।
রোবু ও শ্রীসদা যদি রাজারহাটে করতে চায় তো কোন আপত্তি নেই। আমার মত অন্ধের কিবা দিন, কিবা রাত।
ডাকছি দারুণ আড্ডাবাজ রূপংকরদা ও ঘনাদাকে। ডাকছি শুদ্ধসত্ত্বকে।
ডাকছি নতুন বন্ধু রাণা আলম ও ড্যাশবাবুকে।পিএল কে। এস, এস এম ও সবাইকে।
কোয়ার্ক বা পোটকে অথবা অন্য কোন লুরুবাসীর কোন চান্স নেই? সিধু? আসলে হেব্বি জমে যেত।
প্লীজ , এই পাতায় জানিয়ে দিন।
আর যে বা যারা আসতে চান, একা অথবা কয়েকজন। সস্ত্রীক বা সবন্ধু, সবাই স্বাগত। কিন্তু প্লীজ জানিয়ে দিন।
Name: সিকি
IP Address : 132.177.154.204 (*) Date:04 Jun 2014 -- 10:20 PM
কল্লোলদার মন "উরু উরু" পড়ে অমার মনে কেমন হিনী হিনী পাচ্ছে। ;-)
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:04 Jun 2014 -- 10:43 PM
ইকি আমাকে ধর্বেন না।আমার বহূ হ্যাপা,কোন ঠিকঠিকানা নাই।
কবিতাটি দিব্য হইসে।দিব্য।
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:48 PM
সরি! ঊড়ু উড়ু!
একবার পুরো পোস্টটাই উড়ু উড়ু হয়ে গেল। আবার পুরোটা ভেবে ভেবে লিখতে হল।ঃ((((
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:04 Jun 2014 -- 10:52 PM
ঃ-))))))))))
Name: Arpan
IP Address : 125.118.153.191 (*) Date:04 Jun 2014 -- 11:24 PM
নাহ ইঃ সিটি বহু দূর। তাছাড়া শ্বশুরমহায় থকবেন ঐ সময়টা। সিকি এ যাত্রা দেখা হল না।
রঞ্জন্দার পদ্য ব্যাপক হইসে।
Name: Arpan
IP Address : 125.118.153.191 (*) Date:04 Jun 2014 -- 11:25 PM
থকবেন না, থাকবেন।
Name: /\
IP Address : 127.194.207.121 (*) Date:04 Jun 2014 -- 11:43 PM
ওমনাথ এযাত্রা থাকতে পারলো না, বোধয় থাইল্যান্ড যাবে ৬ মাসের জন্যে। পেন্সিল ও সর্বকর্মার স্ক্যানারে স্ক্যান করার খাওয়াটা এযাত্রা ও পেন্ডিং থাকল দেখা যাচ্ছে। মে মাসের শেষ থেকে প্ল্যান করছে না কি ১২ই জুলাই! কোনো মানে হয়?
Name: pi
IP Address : 116.218.233.179 (*) Date:05 Jun 2014 -- 12:42 AM
নাঃ, আমি ছুটি পাবো না। যাওয়া হবেনা ঃ(
Name: aranya
IP Address : 154.160.226.53 (*) Date:05 Jun 2014 -- 12:54 AM
'উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস' :-)
ভাগ্যিস পিএম ফোং করেন নাই, তাই এমন ফাটাফাটি পদ্য পাওয়া গেল। কলি ভাট-এর কথা শুনে এদিকে মন উড়ু উড়ু
Name: কল্লোল
IP Address : 125.241.40.28 (*) Date:05 Jun 2014 -- 06:33 AM
পদ্যটি খাসা হয়েছে।
হ্যাঁ, আমিও উরু উরু পড়ে একটু ভ্যাবচ্যাক খেয়েছিলাম। পরক্ষণেই মনে হলো ও কিছু না - উড়ু উড়ু।
হে হে, হৃদয়ে দেবীদের সাথে দ্যাবাও আছে। এই যেমং ধরো রঞ্জন, কাব্লি, আবেশ। তবে দেবীরা সংখ্যাগুরু।
তবে টিকিস কেটেই ফেলি।
অপ্পন। ২১শে হতে পারে সকাল থে আমার বাসায়। আগেরবার যেমন হলো।
সিকি, তুই ২১ দিনেরবেলায় ফাঁকা তো?
তুই জানালে মেল চালু করবো।
Name: PT
IP Address : 213.110.247.221 (*) Date:05 Jun 2014 -- 06:41 AM
"পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট...."
ইটি ঐতিহাসিক ভুল। পিটি প্রস্তাব দেয় নাই-কল্লোলদার প্রস্তাবিত গোলমেলে ক্যালেন্ডারকে ঠিক করে দিয়েছিল।
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:05 Jun 2014 -- 09:16 AM
রঞ্জনদার পদ্যটি বাঁধিয়ে রাখা হোক।মূল বানানসহ।
Name: সিকি
IP Address : 131.241.127.1 (*) Date:05 Jun 2014 -- 10:47 AM
কল্লোলদা, চাইলেই শনিবার সন্ধ্যের ফ্লাইট নিতে পারি। কিন্তু আগে যাত্রা অ্যাপ্রুভ হোক, টিকেটিং তারপরে। আমি জানিয়ে দেব।
Name: শুভার্থী
IP Address : 127.195.162.169 (*) Date:05 Jun 2014 -- 03:27 PM
থাইল্যান্ডে ক্যুএর জন্য সব বন্ধ, ওমনাথ কি কাজ করতে যাবে???
Name: :(
IP Address : 69.160.210.2 (*) Date:05 Jun 2014 -- 07:07 PM
শুভার্থী একটু ডিটেলে লিখবেন বা dasgupta.somnath এ একটা মেল করবেন? শুনলাম আপিস থেকে ওমনাথ কে জানানো হয়েছে থাইল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ। গিয়ে ছ মাস বাড়ি ভাড়া করে থেকে আসবাবপত্র কিনে বসবাস করে, আপিসে ছাতার চাগরি করে আসতে।
Name: সিকি
IP Address : 132.177.219.212 (*) Date:05 Jun 2014 -- 10:00 PM
থাইল্যান্ড এমনিতে তেমন কোনও চাপ নেই, শুধু মিলিটারি সেখানে ক্ষমতা দখল করেছে, অর সবাইকে বলেছে ভয় না পেতে। ট্যুরিস্টদেরও আসতে বাধা নেই, যদিও অনেকেই এই ক্যু-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, আর মিলিটারি তাদের ধরে পেটাচ্ছে।
Name: jhiki
IP Address : 149.194.248.18 (*) Date:05 Jun 2014 -- 10:12 PM
সাউথ ইস্ট এশিয়াতে ছমাসের জন্য আসবাব কিনে ঘর সাজানোর প্রয়োজন পড়ে না। ৫০০-১০০০ ডলারের মধ্যেই এক-দু বেডরুমের ফার্নিসড ফ্ল্যাট পাওয়া যাবে।
Name: -
IP Address : 109.133.152.163 (*) Date:06 Jun 2014 -- 05:04 AM
ড্যাশবাবু কি নতুন বন্ধু? না মনে হয় ঃ-) হাইফেন বা ড্যাশ যে নামেই ডাকুন্না, সে অনেক, অনেক পুরান লোক। রঞ্জনবাবুকে অনেক ধন্যবাদ। তবে কোনও রকম "হাইফেন"-বিহীন ভাবে ভাটদাতারা পাশাপাশি থাকবেন, এই শুভেচ্ছা রইল। ঃ-)
Name: কল্লোল
IP Address : 116.76.56.167 (*) Date:06 Jun 2014 -- 12:09 PM
সিকি। লুরুতে আসা ঠিক হলেই জানাবি।
পিএম। ফোন কইরেন কিন্তু। বেলা বয়ে যায়।
Name: cb
IP Address : 52.104.60.215 (*) Date:06 Jun 2014 -- 12:25 PM
এক্সেপ্ট সিঙ্গাপুর, ঐ বাড়ির ব্যাপারটায়
Name: jhiki
IP Address : 190.214.232.69 (*) Date:06 Jun 2014 -- 03:53 PM
আমি ফার্নিশড ফ্ল্যাট পুরো সাঃ ইঃ এশিয়াতে পাওয়া যাবে বলেছি। ভাড়া ব্যাঙ্ককের। তবে সিঙ্গাপুরেও হাজার ইউএস ডলার মানে ১২৫০ সিং ডলারে একবেডরুমের বাড়ী পাওয়া যাবে না বলছেন? বুকিট বাটোক, ট্যাম্পেনিসেও নয়? আমার বন্ধু সালিম রোডে বেশ বড় ২ বেডরুমে থাকে, ৩০০০ সিং ডলার ভাড়া।
Name: cb
IP Address : 52.104.60.216 (*) Date:06 Jun 2014 -- 04:37 PM
ব্যাটারা ১ বি এইচ কে সিঙ্গাপুরিয়ান ছাড়া নিতে দেবে ন। অন্যের সাথে ২ বি এইচকে শেয়ার করলে হয়ে যাবে
১২সালের শেষের কথা বলছি
Name: :(
IP Address : 69.160.210.2 (*) Date:06 Jun 2014 -- 04:51 PM
বোঝো। ওমনাথ কে আপিসে, আর থাইল্যান্ডের আপিস থেকে জানাল বাড়িভাড়া মেরে কেটে ৩০০ ডলার। তা বোঝা গেল সেটা ছিল আনফার্নিশড ফ্ল্যাট এর ভাড়া। ফার্নিশড যা দেখা যাচ্ছে, গড়ে ৭৫০ ডলার। মানে ৬ মাসে ৪৫০ করে মোট ২৭০০ ডলার এক্সট্রা। ফার্নিচার নতুন/সেকেন্ডহ্যান্ড কিনে, সেকেন্ড/থার্ড হ্যান্ড বিক্রি করে লস ২৭০০ ডলারের কমে হয়ে যাবে না?
অ্যাকচুয়ালি মাসে মোট দেবেই মোটে ১৪০০ ডলার। তাতে থাকা খাওয়া, ইউটিলিটি বিল। ট্রান্সপোর্ট বাড়তি ৩৫০ ডলার। এই মোট। না খেয়ে থাকতে হবে নাকি? মানে একবেলা কমপালসারি উপোষ?
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে1081--1110
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: kumu
IP Address : 52.104.24.99 (*) Date:04 Jun 2014 -- 06:04 PM
ডোডোদা যে বল্লেন আপনাদের শুধু ইয়ের ব্যবস্থা হয়।সিকি তো ওসব খায় না তাই জলের কথা মনে পড়িয়ে দিচ্ছিলুম।
Name: সিকি
IP Address : 132.177.226.14 (*) Date:04 Jun 2014 -- 06:26 PM
না না। কল্লোলদার বাড়িতে বিশুদ্ধ জল পাওয়া যায়। আমি থেকিচি তো আগে।
Name: কল্লোল
IP Address : 125.241.122.12 (*) Date:04 Jun 2014 -- 07:13 PM
সে সিকির্জন্য জল ক্যানো, পেপসি, মিরিন্ডা, স্প্রাইট, পেপার বোটের কালোজামের রস সবই থাকবে। টুন্ডেও থাকবে। দ্যাখ কুমু চলে আসবি নাকি?
Name: কল্লোল
IP Address : 125.241.122.12 (*) Date:04 Jun 2014 -- 07:15 PM
হ্যাঁ। বাবা পিএম, ফোং................
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:00 PM
শুন শুন ভদ্রজন, শুন দিয়া মন,
কলিভাট অপূর্বকথা করিব বর্ণন।
কল্লোল নামেতে এক চন্ডালের গুরু,
কাজকম্মে নাহি মতি মন উরু উরু।
স্বভাবে গন্ধর্ব সে যে লুরুতে নিবাস,
উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস।
বহুদিন কলিকাতা নাহি আগমন,
পিএম এর প্রস্তাবেতে মন উচাটন।
যেই পিটি কহিলেন বারোই জুলাই,
কল্লোলের চিত্ত তার নিজ বশে নাই।
গিটার লইয়ে ভাসে আনন্দসাগরে,
ডাক দেয় সকলেরে--চলহ সত্ত্বরে।
কিন্তু এবে মন মধ্যে উপজে সংশয়,
পিএম তুলিয়া গাছে মই কাড়ি লয়!
ফোন করিয়াছে বন্ধ নাহি কহে কথা,
হাহা-হুহু গন্ধর্বের মনে বড় ব্যথা।
আমারে ডাকিয়া কহে-- হরিদাস পাল!
কাটিব টিকিট? নাকি ছিঁড়িতেছ বাল!
ত্বরা করি কহ মোরে ভাটুরের নাম,
দিনে দিনে টিকিটের বাড়িতেছে দাম।
বন্ধু-আজ্ঞা শিরে ধরি করি চূণকাম,
ঃ আসিবেন যাঁরা শীঘ্র কহ নাম-ধাম।।
Name: a x
IP Address : 138.249.1.206 (*) Date:04 Jun 2014 -- 10:06 PM
ক্ল্যাপক্ল্যাপ!
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:14 PM
সবাইকে বলছি-- পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট হবে-এ-এ-এ।
দুপুর থেকে খান-পান-গান। শুধু কল্লোল নয় যাঁরাই গান গাইতে, শুনতে , আড্ডা দিতে, বক বক করতে, মুচকি হাসি দিতে আসতে চান, চলে আসুন।
স্থানঃ যদি পিএম বলেন তো রাজারহাট, নইলে ভবানীপুরে কাবলিদার বাড়ি।
ও কাবলিদা, শুনছেন?
যাঁরা আসতে রাজি এইপাতায় সম্মতি জানান। এক দিনের মধ্যে। অন্ততঃ দশটি নাম দেখলে পরশু কল্লোল প্লেনের টিকিট কাটবে।ঃ)))
এখন অব্দি হ্যাঁ বলেছেন-- পিটি, কল্লোল, এমেম, রন্জন,কুমু, পাই।
আমি ধরে নিচ্ছি সামরান ও দেশে থাকলে সুমেরু কে।
ডাকছি শুভজিত, রোবু ও শ্রীসদাকে।
রোবু ও শ্রীসদা যদি রাজারহাটে করতে চায় তো কোন আপত্তি নেই। আমার মত অন্ধের কিবা দিন, কিবা রাত।
ডাকছি দারুণ আড্ডাবাজ রূপংকরদা ও ঘনাদাকে। ডাকছি শুদ্ধসত্ত্বকে।
ডাকছি নতুন বন্ধু রাণা আলম ও ড্যাশবাবুকে।পিএল কে। এস, এস এম ও সবাইকে।
কোয়ার্ক বা পোটকে অথবা অন্য কোন লুরুবাসীর কোন চান্স নেই? সিধু? আসলে হেব্বি জমে যেত।
প্লীজ , এই পাতায় জানিয়ে দিন।
আর যে বা যারা আসতে চান, একা অথবা কয়েকজন। সস্ত্রীক বা সবন্ধু, সবাই স্বাগত। কিন্তু প্লীজ জানিয়ে দিন।
Name: সিকি
IP Address : 132.177.154.204 (*) Date:04 Jun 2014 -- 10:20 PM
কল্লোলদার মন "উরু উরু" পড়ে অমার মনে কেমন হিনী হিনী পাচ্ছে। ;-)
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:04 Jun 2014 -- 10:43 PM
ইকি আমাকে ধর্বেন না।আমার বহূ হ্যাপা,কোন ঠিকঠিকানা নাই।
কবিতাটি দিব্য হইসে।দিব্য।
Name: Ranjan Roy
IP Address : 24.96.103.110 (*) Date:04 Jun 2014 -- 10:48 PM
সরি! ঊড়ু উড়ু!
একবার পুরো পোস্টটাই উড়ু উড়ু হয়ে গেল। আবার পুরোটা ভেবে ভেবে লিখতে হল।ঃ((((
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:04 Jun 2014 -- 10:52 PM
ঃ-))))))))))
Name: Arpan
IP Address : 125.118.153.191 (*) Date:04 Jun 2014 -- 11:24 PM
নাহ ইঃ সিটি বহু দূর। তাছাড়া শ্বশুরমহায় থকবেন ঐ সময়টা। সিকি এ যাত্রা দেখা হল না।
রঞ্জন্দার পদ্য ব্যাপক হইসে।
Name: Arpan
IP Address : 125.118.153.191 (*) Date:04 Jun 2014 -- 11:25 PM
থকবেন না, থাকবেন।
Name: /\
IP Address : 127.194.207.121 (*) Date:04 Jun 2014 -- 11:43 PM
ওমনাথ এযাত্রা থাকতে পারলো না, বোধয় থাইল্যান্ড যাবে ৬ মাসের জন্যে। পেন্সিল ও সর্বকর্মার স্ক্যানারে স্ক্যান করার খাওয়াটা এযাত্রা ও পেন্ডিং থাকল দেখা যাচ্ছে। মে মাসের শেষ থেকে প্ল্যান করছে না কি ১২ই জুলাই! কোনো মানে হয়?
Name: pi
IP Address : 116.218.233.179 (*) Date:05 Jun 2014 -- 12:42 AM
নাঃ, আমি ছুটি পাবো না। যাওয়া হবেনা ঃ(
Name: aranya
IP Address : 154.160.226.53 (*) Date:05 Jun 2014 -- 12:54 AM
'উন্মুক্তে হৃদয়ে বহু দেবী করে বাস' :-)
ভাগ্যিস পিএম ফোং করেন নাই, তাই এমন ফাটাফাটি পদ্য পাওয়া গেল। কলি ভাট-এর কথা শুনে এদিকে মন উড়ু উড়ু
Name: কল্লোল
IP Address : 125.241.40.28 (*) Date:05 Jun 2014 -- 06:33 AM
পদ্যটি খাসা হয়েছে।
হ্যাঁ, আমিও উরু উরু পড়ে একটু ভ্যাবচ্যাক খেয়েছিলাম। পরক্ষণেই মনে হলো ও কিছু না - উড়ু উড়ু।
হে হে, হৃদয়ে দেবীদের সাথে দ্যাবাও আছে। এই যেমং ধরো রঞ্জন, কাব্লি, আবেশ। তবে দেবীরা সংখ্যাগুরু।
তবে টিকিস কেটেই ফেলি।
অপ্পন। ২১শে হতে পারে সকাল থে আমার বাসায়। আগেরবার যেমন হলো।
সিকি, তুই ২১ দিনেরবেলায় ফাঁকা তো?
তুই জানালে মেল চালু করবো।
Name: PT
IP Address : 213.110.247.221 (*) Date:05 Jun 2014 -- 06:41 AM
"পিটি প্রস্তাবিত আগামী ১২ জুলাইয়ে কলিভাট...."
ইটি ঐতিহাসিক ভুল। পিটি প্রস্তাব দেয় নাই-কল্লোলদার প্রস্তাবিত গোলমেলে ক্যালেন্ডারকে ঠিক করে দিয়েছিল।
Name: kumu
IP Address : 132.161.12.9 (*) Date:05 Jun 2014 -- 09:16 AM
রঞ্জনদার পদ্যটি বাঁধিয়ে রাখা হোক।মূল বানানসহ।
Name: সিকি
IP Address : 131.241.127.1 (*) Date:05 Jun 2014 -- 10:47 AM
কল্লোলদা, চাইলেই শনিবার সন্ধ্যের ফ্লাইট নিতে পারি। কিন্তু আগে যাত্রা অ্যাপ্রুভ হোক, টিকেটিং তারপরে। আমি জানিয়ে দেব।
Name: শুভার্থী
IP Address : 127.195.162.169 (*) Date:05 Jun 2014 -- 03:27 PM
থাইল্যান্ডে ক্যুএর জন্য সব বন্ধ, ওমনাথ কি কাজ করতে যাবে???
Name: :(
IP Address : 69.160.210.2 (*) Date:05 Jun 2014 -- 07:07 PM
শুভার্থী একটু ডিটেলে লিখবেন বা dasgupta.somnath এ একটা মেল করবেন? শুনলাম আপিস থেকে ওমনাথ কে জানানো হয়েছে থাইল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ। গিয়ে ছ মাস বাড়ি ভাড়া করে থেকে আসবাবপত্র কিনে বসবাস করে, আপিসে ছাতার চাগরি করে আসতে।
Name: সিকি
IP Address : 132.177.219.212 (*) Date:05 Jun 2014 -- 10:00 PM
থাইল্যান্ড এমনিতে তেমন কোনও চাপ নেই, শুধু মিলিটারি সেখানে ক্ষমতা দখল করেছে, অর সবাইকে বলেছে ভয় না পেতে। ট্যুরিস্টদেরও আসতে বাধা নেই, যদিও অনেকেই এই ক্যু-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, আর মিলিটারি তাদের ধরে পেটাচ্ছে।
Name: jhiki
IP Address : 149.194.248.18 (*) Date:05 Jun 2014 -- 10:12 PM
সাউথ ইস্ট এশিয়াতে ছমাসের জন্য আসবাব কিনে ঘর সাজানোর প্রয়োজন পড়ে না। ৫০০-১০০০ ডলারের মধ্যেই এক-দু বেডরুমের ফার্নিসড ফ্ল্যাট পাওয়া যাবে।
Name: -
IP Address : 109.133.152.163 (*) Date:06 Jun 2014 -- 05:04 AM
ড্যাশবাবু কি নতুন বন্ধু? না মনে হয় ঃ-) হাইফেন বা ড্যাশ যে নামেই ডাকুন্না, সে অনেক, অনেক পুরান লোক। রঞ্জনবাবুকে অনেক ধন্যবাদ। তবে কোনও রকম "হাইফেন"-বিহীন ভাবে ভাটদাতারা পাশাপাশি থাকবেন, এই শুভেচ্ছা রইল। ঃ-)
Name: কল্লোল
IP Address : 116.76.56.167 (*) Date:06 Jun 2014 -- 12:09 PM
সিকি। লুরুতে আসা ঠিক হলেই জানাবি।
পিএম। ফোন কইরেন কিন্তু। বেলা বয়ে যায়।
Name: cb
IP Address : 52.104.60.215 (*) Date:06 Jun 2014 -- 12:25 PM
এক্সেপ্ট সিঙ্গাপুর, ঐ বাড়ির ব্যাপারটায়
Name: jhiki
IP Address : 190.214.232.69 (*) Date:06 Jun 2014 -- 03:53 PM
আমি ফার্নিশড ফ্ল্যাট পুরো সাঃ ইঃ এশিয়াতে পাওয়া যাবে বলেছি। ভাড়া ব্যাঙ্ককের। তবে সিঙ্গাপুরেও হাজার ইউএস ডলার মানে ১২৫০ সিং ডলারে একবেডরুমের বাড়ী পাওয়া যাবে না বলছেন? বুকিট বাটোক, ট্যাম্পেনিসেও নয়? আমার বন্ধু সালিম রোডে বেশ বড় ২ বেডরুমে থাকে, ৩০০০ সিং ডলার ভাড়া।
Name: cb
IP Address : 52.104.60.216 (*) Date:06 Jun 2014 -- 04:37 PM
ব্যাটারা ১ বি এইচ কে সিঙ্গাপুরিয়ান ছাড়া নিতে দেবে ন। অন্যের সাথে ২ বি এইচকে শেয়ার করলে হয়ে যাবে
১২সালের শেষের কথা বলছি
Name: :(
IP Address : 69.160.210.2 (*) Date:06 Jun 2014 -- 04:51 PM
বোঝো। ওমনাথ কে আপিসে, আর থাইল্যান্ডের আপিস থেকে জানাল বাড়িভাড়া মেরে কেটে ৩০০ ডলার। তা বোঝা গেল সেটা ছিল আনফার্নিশড ফ্ল্যাট এর ভাড়া। ফার্নিশড যা দেখা যাচ্ছে, গড়ে ৭৫০ ডলার। মানে ৬ মাসে ৪৫০ করে মোট ২৭০০ ডলার এক্সট্রা। ফার্নিচার নতুন/সেকেন্ডহ্যান্ড কিনে, সেকেন্ড/থার্ড হ্যান্ড বিক্রি করে লস ২৭০০ ডলারের কমে হয়ে যাবে না?
অ্যাকচুয়ালি মাসে মোট দেবেই মোটে ১৪০০ ডলার। তাতে থাকা খাওয়া, ইউটিলিটি বিল। ট্রান্সপোর্ট বাড়তি ৩৫০ ডলার। এই মোট। না খেয়ে থাকতে হবে নাকি? মানে একবেলা কমপালসারি উপোষ?
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে1081--1110