![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
এই পাতায় আছে1--30
বিষয় : স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট ... ইত্যাদি ...
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : lcm
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 11:45 AM
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 11:46 AM
এই ব্যাপারে খানিক টা ফান্ড আছে। LCM দা যদি রুপরেখা টা দাও?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 11:48 AM
এই নিয়ে কি আগে কোনো টইপত্তর থ্রেড গুরু-তে ছিল - থাকলে মাপ কোরো। এনিওয়ে, এখানে দু পয়সা দাও জনগণ - ভারতের মার্কেট, ইউ এস, ইউরোপ .... ডেভলপ্ড, ইমার্জিং ইকনমি ....
শুরু করে দিই,
TCS তো শুনলাম ২০০% ডিভিডেন্ড দিয়েছে এবার।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:04 PM
রূপরেখা, সে আবার কি? কোনো মিউচুয়াল ফান্ড নাকি? ২০১০ অ্যানুয়াল রিটার্ন কেমন? :-)
আরে আমি তো শুনতে এলাম। তোমরা বলো। মার্কেট কেমন যাচ্ছে। ২০১১-এর বেট কি?
আচ্ছা, ভারতে এখন ফিক্স্ড ডিপোসিট এ কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়? এই ধরো, ৫ লাখ টাকা, ৫ বছরের জন্য। যদি ১০% দেয়, তাহলে ৫ বছরে পাঁচ লাখ হয়ে যাবে ৮ লাখ। এরকম রিটার্ন দিলে, স্টকে ইনভেস্টমেন্ট সেকেন্ডারি অপশন।
এখানে তো উপায় নেই। ১-২% রেটে বাড়লে ৪৫-৫০ বছর লাগবে দ্বিগুণ হতে। তাছাড়া, এখানে রিটায়ারমেন্ট ( 401, 403... ইত্যাদি) র টাকাও কমবেশী মার্কেটে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:09 PM
ফিক্সড ডিপোসিটে বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন রেট।
১। টাকা র পরিমানের ওপর নির্ভরশীল নয়
২। মোটামুটি ৪ টে স্ল্যাব ১ বছর, ১- ৩ বছর, ৩ - ৫ বছর, ৫
৩। সিনিয়ার সিটিজেন দের মোটামুটি . ৫ - ১ % বেশী
৪। ইন্টারেস্ট রেট ৬ . ৫ - ৯ অবধি । ট্রাক রখা শক্ত । মাঝে মাঝি বাড়তে/কমএ থাকে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:12 PM
এবারে জানি না আগের বারে শেয়ার প্রতি ২ টাকা দিয়েছিল। কঞ্জুস, মক্ষিচুষ :-((
Name: siki Mail: Country:
IP Address : 155.136.80.174 Date:19 Jan 2011 -- 12:13 PM
প্রভিডেন্ড ফান্ডে সুদের পরিমাণ সবচেয়ে বেশি। 9.5% । এর চেয়ে বেশি সুদ কোনও ফিক্সড ডিপোজিটে পাওয়া যায় না। ম্যাক্সিমাম 7.5% পর্যন্ত পাওয়া যায়। সিনিয়র সিটিজেন হলে 8.0 পর্যন্ত হতে পারে।
ইনভেস্টমেন্ট নিয়ে অন্য থ্রেড ছিল, ইনকাম ট্যাক্স ফর ডামিজ না কী যেন, সেখানে ইনভেস্টমেন্ট নিয়ে অল্পবিস্তর জ্ঞান ছিল।
কিন্তু স্টক মার্কেট, ডিম্যাট, শেয়ার কেনাবেচা নিয়ে কোনও সুতো নাই। আমি জানতে ইচ্ছুক।
টাটা স্টিলের কী সব যেন আসছে। আজকের কাগজে দেখলাম। কে দেবে জ্ঞান?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:19 PM
আমি জানতে ইচ্ছুক, ইউএস থেকে ইন্ডিয়ান স্টক কেনা বেচা করা যায় কিনা। মানে, ইউএস সিটিজেন উইথ পিআইও হোল্ডার-রা পারে কিনা? যদি যায়, তাহলে কিভাবে?
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:21 PM
সিকি, সিন্ডিকেট ব্যাঙ্কের সুদের হার ৮ . ৫। সিনিয়ার দের ক্ষেত্রে ৯।
১।এর মধ্যে মিউচুয়্যাল ফান্ডে লাভ করা টাকা র ওপার কর দিতে হয় না। অবশ্য সেটা ডিক্লেয়ার করতে হয়।
২। শেয়ার বাজারে লং টার্ম গেন র ক্ষেত্রে ( শেয়ার হোল্ডিং ১ বছরের বেশী) মোট প্রফিটের ওপারে ১৫% কর দিতে হয় ( আগের বার থেকে হয়েছে। তার আগে ছিল ১০ %)
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:23 PM
আরাম সে যাবে lcm দা, দেশে যখন আসবে DMAT acct টা খুলে নিও। তারপরে যত খুশী অন লাইন ট্রেডিং কর। বিদেশে থাকতে আমি করেছি।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:25 PM
সে কি! আমাকে যে একজন বলল দেশে স্টক ইনভেস্টমেন্ট ইনকামে কোনো ট্যাক্সো নেই। তাই শুনেই না আমি থ্রেড খুললাম!!
লং টার্ম বোলে তো? কিতনা লং?
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:25 PM
১ বছর স্টক টা হোল্ড করতে হবে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:27 PM
মনে বলতে চেয়েছি, ১ বছরের কমে বিক্রি করলে কর দিতে হবে নাহলে ফ্রি।
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 12:34 PM
ঠিক । এক বছরের বেশী রাখলে শেয়ারের লাভ ট্যাক্স ফ্রি । এখনো অবধি ।
শেয়ারবাজারে ঢুকতে হলে আনাড়িদের উচিত ইকুইটি-ওরিয়েন্টেড মিউচুয়াল ফাণ্ড দিয়ে শুরু করা । সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মারফ্ৎ । তবে অন্তত: ৫ বছরের জন্য ইনভেস্টেড থাকবেন ধরে নিয়ে ঢোকা উচিত ।
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 12:38 PM
লসাগু, দেশে যে কোন ফিনান্সিয়াল ট্র্যানস্যাকশনের জন্যে PAN কার্ড প্রায় আবশ্যক। নন-ইন্ডিয়ানদের জন্যে Form 60 না কি একটা দিয়ে যেন ঘুরপথ আছে। আমার মত হল -
১। OCI করে নাও, ভবিষ্যতে অনেক ঝামেলা বাঁচবে।
২। PAN কার্ড করে নাও। USA থেকে করা যায়, পয়সা একটু বেশি লাগে। আমি করেছিলাম USA -তে থাকতে।
ভারতের স্টক মার্কেটের সঙ্গে অ্যামেরিকার যেটা পার্থক্য দেখছি -
১। দেশে প্রচন্ড ট্রেডিং হয়।
২। ইন্ডিপেন্ডেন্ট স্টক রিসার্চের আকাল। এমনকি রিলায়াবল ডেটা পাওয়াই ঝাড়। সঙ্গে স্ক্যাম-ট্যামও আছে অডিটিং-এ। চীনে ছোট কোম্পানিরও সেই প্রবলেম।
ইয়ে মেরা দো নয়া পয়সা।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:43 PM
lcm দা, কোটাক এ acct খুলতে পারো ওদের রিসার্চ ট খুব স্ট্রং । মোটামুটি মিলিয়ে দেয়। এছাড়া এত দিন এখনে থেকে যেটা বুঝেছি সেটা হল কিছু কেনার/বেচার র আগে তোমাকে নিজেকে খনিক টা পড়শোনা/গবেষনা করতে হবে। শুধু ওদের কথার ওপার ভরসা করলে চাপ আছে।
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 12:48 PM
যাঁরা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাঁদের জন্য -
১। ইউলিপ এড়িয়ে চলুন ।
২। টার্ম ইনসিওরেন্স নিন ।
৩। যথেষ্ট মেডিক্লেম রাখুন । ফ্যামিলি ফ্লোটার পলিসি সুবিধেজনক হতে পারে ।
৪। সেফ ইনকামের জন্য আরো কিছু রাস্তা - পিপিএফ (৮ % ট্যাক্স-ফ্রি সুদ, তবে ১৫ বছরে ম্যাচিওরিটি), পোস্টাপিস এম আই এস (৮ % সুদ + মেয়াদ শেষে ৫ % বোনাস, তবে ট্যাক্সেবল) ।
৫। শেয়ারবাজারে ঢুকতে হলে লার্জ ক্যাপ ফাণ্ডে এস আই পি দিয়ে শুরু করুন ।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:56 PM
আরে ন্যাড়া, টিপ্স দিতে থাকো। আর একতা প্রোশ্ন ছিল - এই টাকা কি আবার সহজেই ডলার করা যায় - কিছু জানো এ বিষয়ে। স্টকে কিছু ঢাললে নাকি?
দুখে-র ৫ নং পয়েন্ট দিয়ে শুরু করার ইচ্ছে আছে। কিন্তু, sip টা কি?
এবার,
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 01:01 PM
sytematic investment plan । তুমি বলে দেবে । মাসে মাসে সেই টাকা তোমার acct থেকে চলে যাবে আর ঐ নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড টা কেনা হয়ে যাবে। as a Statistician বুঝতেই পারছো বাজারের উঠা/পড়া averaged out হয়ে যাবে এতে। :-))
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 01:07 PM
গুরুজনেরা বলে গেছেন মার্কেট টাইম করা যায় না । মানে - হয়তো যায়, তবে সে আমাদের কম্মো না । তাই sip -র বিধান ।
Name: kd Mail: Country:
IP Address : 59.93.169.225 Date:19 Jan 2011 -- 01:18 PM
না চাইলেও HDFC আর AXIS ব্যাঙ্কের জ্বালায় কিছু জানতে পেরেছি। (যত বলি, আমার দরকার নেই কদ্দিনই বা বাঁচবো, এখন প্রাণ ভরে খরচা করার জন্যে লিকুইড ক্যাশ চাই, কোথাও আটকাবো না, তা কে কার কথা শোনে)।
নীচে যা লিখছি, তা শুধু বিদেশীদের জন্যে ( OCI থাকলেও)।
১) ইনভেস্টমেন্ট করলে প্যান কার্ড নামক একটি বস্তু লাগবে - পাওয়া শক্ত নয়। সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে লাগে না।
২) NRE সেভিংস অ্যাকাউন্টের সুদে কোন ট্যাক্স নেই, তবে সুদ বেশ কম (৩% মতো)। NRO অ্যাকাউন্টে বেশী সুদ (দেশীদের মতো) কিন্তু ৩০% কেটে নেয় ট্যাক্সের জন্যে। এটা ফেরত পেতে ট্যাক্স ফাইল করতে হয়, তার জন্যে প্যান কার্ড লাগে (আমি করি না, অত ঝঞ্ঝাট পোষাবে না - আর এদেশের এত কিছু ভোগ করছি, সরকার কিছু নিক না)।
৩) ইকুইটি মার্কেটে ট্রেড করতে হ'লে ব্যাঙ্কের থ্রু যেতে হয়। প্রতিটা ট্রেড কাদের যেন জানাতে হয় - FERA না কী রেগুলেশন লিমিট চেক করে। স্পেশাল ডিম্যাট না কি বলে। বন্ড মার্কেটে বোধহয় এমন কোনো ঝামেলা নেই, ঠিক মনে নেই।
এ'গুলো কতটা ঠিক, কতটা ভুল, বলতে পারবো না (নিজের কোনো ইন্টারেস্ট নেই বলে খুব মন দিয়ে শুনি নি)। তবে এইটা বুঝেছি, দেশী আর বিদেশীদের জন্যে আলাদা নিয়ম আছে কোনো কোনো ক্ষেত্রে - সেটা খেয়াল রাখা উচিত।
প্রয়োজনে ওই দু'টো ব্যাঙ্কের ইনভেস্টমেন্ট সেক্টরের লোকের ইমেল ইত্যাদি দিয়ে দেবো (কার্ড নিশ্চই কোথাও আছে) - খুব ধরেছিলো কন্ট্যাক্ট দিতে।
তবে আমেরিকাতে তো এখানকার কিছু কোম্পানি লিস্টেড আবার কয়েকটার তো ADR আছে। এছাড়া India Fund জাতীয় ব্যাপার-স্যাপারও তো আছে। এগুলো কেমন?
হয়তো পুরো বাজে বকলুম। :(
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 01:45 PM
দেশের SIP -এর ঘাপলা হচ্ছে তুমি শুধু Mututal Fund -এ invest করতে পারবে।
টাকা থেকে ডলার করা থিওরেটিকালি সোজা। এখন বোধহ্য বছরে ২০০,০০০ ডলার কনভার্ট করা যায় বিরাট দলিল-দস্তাবেজ না ফাইল করেই। কিন্তু সে থিওরেটিকাল। আমার এক বন্ধু USA ফিরে যাচ্ছে, সে বলল তার নকি অল্প ঝাড় যাচ্ছে এই কনভার্ট করতে। পুরোটা শেষ হলে ভালো করে জানা যাবে।
আমার যেহেতু এখন দেশে স্যালারি অ্যাকাউন্ট আছে, ঐসব FERA -র চক্করে পড়তে হয়নি। কিন্তু বাইরে থেকে invest করতে গেলে কী হয়, জানিনা। কাব্লিদার ফান্ডা মনে হচ্ছে আপ-টু-ডেট।
স্টক মার্কেটে একটু পা ভিজিয়েছি, খুব অল্প। কিন্তু, ভাল আর রিলায়েবল সোর্সের অভাব। আমি capital4.com বলে একটা সাইট ব্যবহার করি। মন্দের ভাল।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:47 PM
কাবলিদা, থ্যাংকু। আমার প্রত্যেকবার, এই nro আর nre গুলিয়ে যায়। একটা থেকে ডলার তোলা যায়, আরেকটায় যায় না - এরকম একটা ব্যাপার ছিল বোধহয়।
৯৮-৯৯ এ যখন প্রথম শুরু হয় তখান কিছু ADR ইনভেস্ট করেছিলাম কিছু। ফিডেলিটি ইমার্জিং মার্কেট ফান্ডেও করেছিলাম বেশ কয়েক বছর, যদিও এর পোর্টফোলিওর বেশীর ভাগই চায়না, ব্রেজিল ছিল। কিন্তু এগুলো লিমিটেড অপশন।
যাউক গিয়া। নিয়ম কানুন পরে হইব।
আমার এক জুনিয়র বুন্ধু ছিল এখানে, সে বেটা সবসময় কানের কাছে একম রিলায়েন্স রিলায়েন্স করত - এখন কি অবস্থা?
সেক্টর ওয়াইস্ - কোন সেক্টর অ্যাট্রাক্টিভ।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:51 PM
থ্যাংকু ন্যাড়া। এই টাকাকে ডলার করা ব্যাপারটা জানতে আগ্রহী। আমি একবার চেষ্টা করেছিলাম, সফল হই নি। সে অবশ্য বছর দশেক আগে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 01:52 PM
IT, Power,Bank তবে অবশ্য ই বেছে বেছে
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:56 PM
আচ্ছা তোমরা কেউ এই যে সব অ্যানালিসিস --- পি ই রেশিও, ebitda , কোম্পানী প্রোফাইল, প্রেডিকশন, মার্কেট ক্যাপ/শেয়ার, গ্রোথ পোটেনশিয়াল ... এই সব বুঝতে পারো। মানে এসব দেখে পড়ে সিদ্ধান্ত নিতে পারো?
এক সময় আমি ভাবতাম খুব বুঝি। তারপর, ২০০১ এবং ২০০৮ এর পর .... সে কথা থাক ....
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 02:03 PM
বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করি আর ফেল মারি। ২০০১ আর ২০০৮-এ ইন্ডিভিজুয়াল কোম্পানির ফান্ডামেন্টাল দিয়ে কি হবে, যদি পুরো মার্কেট টাল্লি খায়। প্রশ্ন হচ্ছে তুমি মার্কেটকে (ধর S&P 500 -কে) বেটার করতে পেরেছ কিনা।
ADR ভাল জিনিস।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 02:03 PM
:-)) খানিক টা পারি।
আর আমি বেশী লং টার্মে খেলি। তাই লস হচ্ছে দেখলে কিছু দিন হোল্ড করি। তবে নানারকম আলাপ/আলোচনা /অ্যানালিসিস পড়ে যা কিনি খুব খারাপ নয়, লাভ ই হয়।
২০০১ এ মার্কেটে ছিলাম না। তবে ২০০৮ তে প্রচুর লাভ করেছি।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 02:07 PM
১। রেগুলার ইকনমিক টাইমস ( বা ঐ ধরনের কিছু ) পড়া
২। নিয়মিত NDTV Profit/CNBC দেখা
এগুলো খুব হেল্প করে।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 02:10 PM
আর লং টার্ম।
নিউজে বলছে ২০০১-এ ১০০০ ডলার করলে ২০১০-এ হয়েছে ১০২৪ ডলার। এখানে মানে ইউএস মার্কেটে।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 02:11 PM
বোতিন,
ndtv , cnbc , পেপার ..... হেল্প .... হে হে ...
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] এই পাতায় আছে1--30
বিষয় : স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট ... ইত্যাদি ...
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : lcm
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 11:45 AM
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 11:46 AM
এই ব্যাপারে খানিক টা ফান্ড আছে। LCM দা যদি রুপরেখা টা দাও?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 11:48 AM
এই নিয়ে কি আগে কোনো টইপত্তর থ্রেড গুরু-তে ছিল - থাকলে মাপ কোরো। এনিওয়ে, এখানে দু পয়সা দাও জনগণ - ভারতের মার্কেট, ইউ এস, ইউরোপ .... ডেভলপ্ড, ইমার্জিং ইকনমি ....
শুরু করে দিই,
TCS তো শুনলাম ২০০% ডিভিডেন্ড দিয়েছে এবার।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:04 PM
রূপরেখা, সে আবার কি? কোনো মিউচুয়াল ফান্ড নাকি? ২০১০ অ্যানুয়াল রিটার্ন কেমন? :-)
আরে আমি তো শুনতে এলাম। তোমরা বলো। মার্কেট কেমন যাচ্ছে। ২০১১-এর বেট কি?
আচ্ছা, ভারতে এখন ফিক্স্ড ডিপোসিট এ কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়? এই ধরো, ৫ লাখ টাকা, ৫ বছরের জন্য। যদি ১০% দেয়, তাহলে ৫ বছরে পাঁচ লাখ হয়ে যাবে ৮ লাখ। এরকম রিটার্ন দিলে, স্টকে ইনভেস্টমেন্ট সেকেন্ডারি অপশন।
এখানে তো উপায় নেই। ১-২% রেটে বাড়লে ৪৫-৫০ বছর লাগবে দ্বিগুণ হতে। তাছাড়া, এখানে রিটায়ারমেন্ট ( 401, 403... ইত্যাদি) র টাকাও কমবেশী মার্কেটে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:09 PM
ফিক্সড ডিপোসিটে বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন রেট।
১। টাকা র পরিমানের ওপর নির্ভরশীল নয়
২। মোটামুটি ৪ টে স্ল্যাব ১ বছর, ১- ৩ বছর, ৩ - ৫ বছর, ৫
৩। সিনিয়ার সিটিজেন দের মোটামুটি . ৫ - ১ % বেশী
৪। ইন্টারেস্ট রেট ৬ . ৫ - ৯ অবধি । ট্রাক রখা শক্ত । মাঝে মাঝি বাড়তে/কমএ থাকে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:12 PM
এবারে জানি না আগের বারে শেয়ার প্রতি ২ টাকা দিয়েছিল। কঞ্জুস, মক্ষিচুষ :-((
Name: siki Mail: Country:
IP Address : 155.136.80.174 Date:19 Jan 2011 -- 12:13 PM
প্রভিডেন্ড ফান্ডে সুদের পরিমাণ সবচেয়ে বেশি। 9.5% । এর চেয়ে বেশি সুদ কোনও ফিক্সড ডিপোজিটে পাওয়া যায় না। ম্যাক্সিমাম 7.5% পর্যন্ত পাওয়া যায়। সিনিয়র সিটিজেন হলে 8.0 পর্যন্ত হতে পারে।
ইনভেস্টমেন্ট নিয়ে অন্য থ্রেড ছিল, ইনকাম ট্যাক্স ফর ডামিজ না কী যেন, সেখানে ইনভেস্টমেন্ট নিয়ে অল্পবিস্তর জ্ঞান ছিল।
কিন্তু স্টক মার্কেট, ডিম্যাট, শেয়ার কেনাবেচা নিয়ে কোনও সুতো নাই। আমি জানতে ইচ্ছুক।
টাটা স্টিলের কী সব যেন আসছে। আজকের কাগজে দেখলাম। কে দেবে জ্ঞান?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:19 PM
আমি জানতে ইচ্ছুক, ইউএস থেকে ইন্ডিয়ান স্টক কেনা বেচা করা যায় কিনা। মানে, ইউএস সিটিজেন উইথ পিআইও হোল্ডার-রা পারে কিনা? যদি যায়, তাহলে কিভাবে?
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:21 PM
সিকি, সিন্ডিকেট ব্যাঙ্কের সুদের হার ৮ . ৫। সিনিয়ার দের ক্ষেত্রে ৯।
১।এর মধ্যে মিউচুয়্যাল ফান্ডে লাভ করা টাকা র ওপার কর দিতে হয় না। অবশ্য সেটা ডিক্লেয়ার করতে হয়।
২। শেয়ার বাজারে লং টার্ম গেন র ক্ষেত্রে ( শেয়ার হোল্ডিং ১ বছরের বেশী) মোট প্রফিটের ওপারে ১৫% কর দিতে হয় ( আগের বার থেকে হয়েছে। তার আগে ছিল ১০ %)
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:23 PM
আরাম সে যাবে lcm দা, দেশে যখন আসবে DMAT acct টা খুলে নিও। তারপরে যত খুশী অন লাইন ট্রেডিং কর। বিদেশে থাকতে আমি করেছি।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:25 PM
সে কি! আমাকে যে একজন বলল দেশে স্টক ইনভেস্টমেন্ট ইনকামে কোনো ট্যাক্সো নেই। তাই শুনেই না আমি থ্রেড খুললাম!!
লং টার্ম বোলে তো? কিতনা লং?
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:25 PM
১ বছর স্টক টা হোল্ড করতে হবে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:27 PM
মনে বলতে চেয়েছি, ১ বছরের কমে বিক্রি করলে কর দিতে হবে নাহলে ফ্রি।
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 12:34 PM
ঠিক । এক বছরের বেশী রাখলে শেয়ারের লাভ ট্যাক্স ফ্রি । এখনো অবধি ।
শেয়ারবাজারে ঢুকতে হলে আনাড়িদের উচিত ইকুইটি-ওরিয়েন্টেড মিউচুয়াল ফাণ্ড দিয়ে শুরু করা । সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মারফ্ৎ । তবে অন্তত: ৫ বছরের জন্য ইনভেস্টেড থাকবেন ধরে নিয়ে ঢোকা উচিত ।
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 12:38 PM
লসাগু, দেশে যে কোন ফিনান্সিয়াল ট্র্যানস্যাকশনের জন্যে PAN কার্ড প্রায় আবশ্যক। নন-ইন্ডিয়ানদের জন্যে Form 60 না কি একটা দিয়ে যেন ঘুরপথ আছে। আমার মত হল -
১। OCI করে নাও, ভবিষ্যতে অনেক ঝামেলা বাঁচবে।
২। PAN কার্ড করে নাও। USA থেকে করা যায়, পয়সা একটু বেশি লাগে। আমি করেছিলাম USA -তে থাকতে।
ভারতের স্টক মার্কেটের সঙ্গে অ্যামেরিকার যেটা পার্থক্য দেখছি -
১। দেশে প্রচন্ড ট্রেডিং হয়।
২। ইন্ডিপেন্ডেন্ট স্টক রিসার্চের আকাল। এমনকি রিলায়াবল ডেটা পাওয়াই ঝাড়। সঙ্গে স্ক্যাম-ট্যামও আছে অডিটিং-এ। চীনে ছোট কোম্পানিরও সেই প্রবলেম।
ইয়ে মেরা দো নয়া পয়সা।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 12:43 PM
lcm দা, কোটাক এ acct খুলতে পারো ওদের রিসার্চ ট খুব স্ট্রং । মোটামুটি মিলিয়ে দেয়। এছাড়া এত দিন এখনে থেকে যেটা বুঝেছি সেটা হল কিছু কেনার/বেচার র আগে তোমাকে নিজেকে খনিক টা পড়শোনা/গবেষনা করতে হবে। শুধু ওদের কথার ওপার ভরসা করলে চাপ আছে।
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 12:48 PM
যাঁরা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাঁদের জন্য -
১। ইউলিপ এড়িয়ে চলুন ।
২। টার্ম ইনসিওরেন্স নিন ।
৩। যথেষ্ট মেডিক্লেম রাখুন । ফ্যামিলি ফ্লোটার পলিসি সুবিধেজনক হতে পারে ।
৪। সেফ ইনকামের জন্য আরো কিছু রাস্তা - পিপিএফ (৮ % ট্যাক্স-ফ্রি সুদ, তবে ১৫ বছরে ম্যাচিওরিটি), পোস্টাপিস এম আই এস (৮ % সুদ + মেয়াদ শেষে ৫ % বোনাস, তবে ট্যাক্সেবল) ।
৫। শেয়ারবাজারে ঢুকতে হলে লার্জ ক্যাপ ফাণ্ডে এস আই পি দিয়ে শুরু করুন ।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 12:56 PM
আরে ন্যাড়া, টিপ্স দিতে থাকো। আর একতা প্রোশ্ন ছিল - এই টাকা কি আবার সহজেই ডলার করা যায় - কিছু জানো এ বিষয়ে। স্টকে কিছু ঢাললে নাকি?
দুখে-র ৫ নং পয়েন্ট দিয়ে শুরু করার ইচ্ছে আছে। কিন্তু, sip টা কি?
এবার,
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 01:01 PM
sytematic investment plan । তুমি বলে দেবে । মাসে মাসে সেই টাকা তোমার acct থেকে চলে যাবে আর ঐ নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড টা কেনা হয়ে যাবে। as a Statistician বুঝতেই পারছো বাজারের উঠা/পড়া averaged out হয়ে যাবে এতে। :-))
Name: dukhe Mail: Country:
IP Address : 122.160.114.85 Date:19 Jan 2011 -- 01:07 PM
গুরুজনেরা বলে গেছেন মার্কেট টাইম করা যায় না । মানে - হয়তো যায়, তবে সে আমাদের কম্মো না । তাই sip -র বিধান ।
Name: kd Mail: Country:
IP Address : 59.93.169.225 Date:19 Jan 2011 -- 01:18 PM
না চাইলেও HDFC আর AXIS ব্যাঙ্কের জ্বালায় কিছু জানতে পেরেছি। (যত বলি, আমার দরকার নেই কদ্দিনই বা বাঁচবো, এখন প্রাণ ভরে খরচা করার জন্যে লিকুইড ক্যাশ চাই, কোথাও আটকাবো না, তা কে কার কথা শোনে)।
নীচে যা লিখছি, তা শুধু বিদেশীদের জন্যে ( OCI থাকলেও)।
১) ইনভেস্টমেন্ট করলে প্যান কার্ড নামক একটি বস্তু লাগবে - পাওয়া শক্ত নয়। সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে লাগে না।
২) NRE সেভিংস অ্যাকাউন্টের সুদে কোন ট্যাক্স নেই, তবে সুদ বেশ কম (৩% মতো)। NRO অ্যাকাউন্টে বেশী সুদ (দেশীদের মতো) কিন্তু ৩০% কেটে নেয় ট্যাক্সের জন্যে। এটা ফেরত পেতে ট্যাক্স ফাইল করতে হয়, তার জন্যে প্যান কার্ড লাগে (আমি করি না, অত ঝঞ্ঝাট পোষাবে না - আর এদেশের এত কিছু ভোগ করছি, সরকার কিছু নিক না)।
৩) ইকুইটি মার্কেটে ট্রেড করতে হ'লে ব্যাঙ্কের থ্রু যেতে হয়। প্রতিটা ট্রেড কাদের যেন জানাতে হয় - FERA না কী রেগুলেশন লিমিট চেক করে। স্পেশাল ডিম্যাট না কি বলে। বন্ড মার্কেটে বোধহয় এমন কোনো ঝামেলা নেই, ঠিক মনে নেই।
এ'গুলো কতটা ঠিক, কতটা ভুল, বলতে পারবো না (নিজের কোনো ইন্টারেস্ট নেই বলে খুব মন দিয়ে শুনি নি)। তবে এইটা বুঝেছি, দেশী আর বিদেশীদের জন্যে আলাদা নিয়ম আছে কোনো কোনো ক্ষেত্রে - সেটা খেয়াল রাখা উচিত।
প্রয়োজনে ওই দু'টো ব্যাঙ্কের ইনভেস্টমেন্ট সেক্টরের লোকের ইমেল ইত্যাদি দিয়ে দেবো (কার্ড নিশ্চই কোথাও আছে) - খুব ধরেছিলো কন্ট্যাক্ট দিতে।
তবে আমেরিকাতে তো এখানকার কিছু কোম্পানি লিস্টেড আবার কয়েকটার তো ADR আছে। এছাড়া India Fund জাতীয় ব্যাপার-স্যাপারও তো আছে। এগুলো কেমন?
হয়তো পুরো বাজে বকলুম। :(
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 01:45 PM
দেশের SIP -এর ঘাপলা হচ্ছে তুমি শুধু Mututal Fund -এ invest করতে পারবে।
টাকা থেকে ডলার করা থিওরেটিকালি সোজা। এখন বোধহ্য বছরে ২০০,০০০ ডলার কনভার্ট করা যায় বিরাট দলিল-দস্তাবেজ না ফাইল করেই। কিন্তু সে থিওরেটিকাল। আমার এক বন্ধু USA ফিরে যাচ্ছে, সে বলল তার নকি অল্প ঝাড় যাচ্ছে এই কনভার্ট করতে। পুরোটা শেষ হলে ভালো করে জানা যাবে।
আমার যেহেতু এখন দেশে স্যালারি অ্যাকাউন্ট আছে, ঐসব FERA -র চক্করে পড়তে হয়নি। কিন্তু বাইরে থেকে invest করতে গেলে কী হয়, জানিনা। কাব্লিদার ফান্ডা মনে হচ্ছে আপ-টু-ডেট।
স্টক মার্কেটে একটু পা ভিজিয়েছি, খুব অল্প। কিন্তু, ভাল আর রিলায়েবল সোর্সের অভাব। আমি capital4.com বলে একটা সাইট ব্যবহার করি। মন্দের ভাল।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:47 PM
কাবলিদা, থ্যাংকু। আমার প্রত্যেকবার, এই nro আর nre গুলিয়ে যায়। একটা থেকে ডলার তোলা যায়, আরেকটায় যায় না - এরকম একটা ব্যাপার ছিল বোধহয়।
৯৮-৯৯ এ যখন প্রথম শুরু হয় তখান কিছু ADR ইনভেস্ট করেছিলাম কিছু। ফিডেলিটি ইমার্জিং মার্কেট ফান্ডেও করেছিলাম বেশ কয়েক বছর, যদিও এর পোর্টফোলিওর বেশীর ভাগই চায়না, ব্রেজিল ছিল। কিন্তু এগুলো লিমিটেড অপশন।
যাউক গিয়া। নিয়ম কানুন পরে হইব।
আমার এক জুনিয়র বুন্ধু ছিল এখানে, সে বেটা সবসময় কানের কাছে একম রিলায়েন্স রিলায়েন্স করত - এখন কি অবস্থা?
সেক্টর ওয়াইস্ - কোন সেক্টর অ্যাট্রাক্টিভ।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:51 PM
থ্যাংকু ন্যাড়া। এই টাকাকে ডলার করা ব্যাপারটা জানতে আগ্রহী। আমি একবার চেষ্টা করেছিলাম, সফল হই নি। সে অবশ্য বছর দশেক আগে।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 01:52 PM
IT, Power,Bank তবে অবশ্য ই বেছে বেছে
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 01:56 PM
আচ্ছা তোমরা কেউ এই যে সব অ্যানালিসিস --- পি ই রেশিও, ebitda , কোম্পানী প্রোফাইল, প্রেডিকশন, মার্কেট ক্যাপ/শেয়ার, গ্রোথ পোটেনশিয়াল ... এই সব বুঝতে পারো। মানে এসব দেখে পড়ে সিদ্ধান্ত নিতে পারো?
এক সময় আমি ভাবতাম খুব বুঝি। তারপর, ২০০১ এবং ২০০৮ এর পর .... সে কথা থাক ....
Name: nyara Mail: Country:
IP Address : 216.145.54.158 Date:19 Jan 2011 -- 02:03 PM
বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করি আর ফেল মারি। ২০০১ আর ২০০৮-এ ইন্ডিভিজুয়াল কোম্পানির ফান্ডামেন্টাল দিয়ে কি হবে, যদি পুরো মার্কেট টাল্লি খায়। প্রশ্ন হচ্ছে তুমি মার্কেটকে (ধর S&P 500 -কে) বেটার করতে পেরেছ কিনা।
ADR ভাল জিনিস।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 02:03 PM
:-)) খানিক টা পারি।
আর আমি বেশী লং টার্মে খেলি। তাই লস হচ্ছে দেখলে কিছু দিন হোল্ড করি। তবে নানারকম আলাপ/আলোচনা /অ্যানালিসিস পড়ে যা কিনি খুব খারাপ নয়, লাভ ই হয়।
২০০১ এ মার্কেটে ছিলাম না। তবে ২০০৮ তে প্রচুর লাভ করেছি।
Name: Bratin Mail: Country:
IP Address : 122.248.183.1 Date:19 Jan 2011 -- 02:07 PM
১। রেগুলার ইকনমিক টাইমস ( বা ঐ ধরনের কিছু ) পড়া
২। নিয়মিত NDTV Profit/CNBC দেখা
এগুলো খুব হেল্প করে।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 02:10 PM
আর লং টার্ম।
নিউজে বলছে ২০০১-এ ১০০০ ডলার করলে ২০১০-এ হয়েছে ১০২৪ ডলার। এখানে মানে ইউএস মার্কেটে।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.180.173 Date:19 Jan 2011 -- 02:11 PM
বোতিন,
ndtv , cnbc , পেপার ..... হেল্প .... হে হে ...
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] এই পাতায় আছে1--30