বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[42438]  [42437]  [42436]  [42435]  [42434]  [42433]  [42432]  [42431]  [42430]  [42429]  [42428]  [42427]  [42426]  [42425]  [42424]  [42423]  [42422]  [42421]  [42420]  [42419]  [42418]  [42417]  [42416]  [42415]  [42414]  [42413]  [42412]  [42411]  [42410]  [42409]  [42408] 

name:  Ekak               mail:                 country:                

IP Address : 124512.101.89900.39 (*)          Date:06 Nov 2019 -- 10:02 AM

হ্যা, সেলেবজিহাদ দেখার চে পড়াতেই মজা ঃ)))

সার্রিএল জায়গায় চলে জায় ঝগ্রা কর্তে কর্তে 😁


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 237812.68.674512.247 (*)          Date:06 Nov 2019 -- 10:02 AM


@আতোজ, আমি আর আমার পিসতুতো দিদি এক সঙ্গে বড় হয়েছি। একই স্কুলে পড়তাম। 'ছেলেদের রামায়ণ'/ মহাভারত' ও কেন পড়বে এই নিয়ে আমার অভিযোগ ছিল খুব! ঃ-) ঃ-) ঃ-) ঃ-)

আমাকে বলা হয়েছিল 'ছেলেদের' মানে 'ছোটদের'।
name:  dc               mail:                 country:                

IP Address : 237812.69.563412.123 (*)          Date:06 Nov 2019 -- 09:58 AM

একক পানু সাইটের কমেন্ট পড়তে হলে সেলেবজিহাদ দেখো (জানো হয়তো)। এমনিতেই সাইটটা প্যারোডি টাইপের, আর একেকটা পেজের কমেন্ট সেকশানে ফাটাফাটি সারকাজম আর প্যারোডি চলে। এই সাইটটা এখনো আনব্লকড আছে।


name:  T               mail:                 country:                

IP Address : 236712.158.676712.22 (*)          Date:06 Nov 2019 -- 09:50 AM

:)))))))


name:  একক               mail:                 country:                

IP Address : 236712.158.455612.162 (*)          Date:06 Nov 2019 -- 09:42 AM

ভিপিএন তো অপেরার সঙ্গে আসছে এখন । দিব্য পানু চলে ।

তবে পানুর চে পানুর তলায় কমেন্ট পড়া এতো মজার যে , নেশা লেগে গ্যাছে । কতরকম আজব তর্ক । আসবাবপত্রে শরীরে অংশ আটকে যাওয়া , এখন বেশ ফেটিশ এর আন্ডারে এসেছে । তো সেখানে দেখি , একজন প্রবল চেঁচামেচি করছে , কীকরে একটা মেয়ের সমস্ত সিঙ্কে জল পরিষ্কার করতে গিয়ে হাত আটকে যায় ? তাকে আবার একজন ধৈর্য ধরে বোঝাচ্ছে : আজকালকার সিংক গুলো এরকমই হয় , এগুলো বানানো গল্প নয় !!!

আরেক পানু তে হোস্টেলের ঘর এ শুট করেছে এরকম একটা মেক বিলিভ । সে যায় হোক , গোটা সেক্স সীন জুড়ে একটা মিনি বেড়াল ঘরে ঢোকে , ম্যাও ম্যাও করে খেতে চায় , বেরিয়ে যায় আবার ম্যাও ম্যাও করে । নির্ঘাত সেটের কোনো ক্রূর বিলাই হবে । তো একজন বিরক্ত হয়ে লিখছে , এই বেড়ালের বছর গলা টিপে ধরলে শান্তি পেতুম !!!

তো তাকে বিড়ালপ্রেমীরা খুব একচোট ঝাড়লে !

সিরিয়াস তর্কাতর্কি দেখলুম একদিন একটা পানুতে , ফোর্সড সেক্স সীন , অবসসই এক্টিং ডান বাই প্রফেশনালস । তো সেখানে তিনদল লোক ভাগ হয়ে তর্ক করছে । একদল বলছে এটা রেপ । সাইট থেকে উঠিয়ে নাও । আরেকদল বলছে না এটা অভিনয় । বন্ডেড সেক্সের আন্ডারে পরে । আরেকদল বলছে , এক্টিং হোক যাই হোক এটা রেপ প্রোপাগেট করছে , সরিয়ে নাও ।

ও হ্যাঁ , ইন্ডিয়ান বিশেষ করে গোবলয়ের কমন কমেন্ট হচ্ছে : রান্ডি শালী । আর কোনো কথা নেই । হিউমার নেই । বোকাচোদাদের পুরো পানিটা দেখার পর প্রতিবার হুঁশ হয় , যে স্ক্রীনের মেয়েটি রেন্ডি শালী ।


name:  Tina               mail:                 country:                

IP Address : 236712.158.12900.16 (*)          Date:06 Nov 2019 -- 09:36 AM

ভাগ্যিস টিভিতে এসব দেখায়নি, তাহলে মেজরেটারিয়ানিজমের রবরবা আরো আগেই সব মসজিদ ভেঙে দিত। https://youtu.be/Ugyrzr5Ds8o


name:  S               mail:                 country:                

IP Address : 890112.162.674523.58 (*)          Date:06 Nov 2019 -- 08:55 AM

ভাবলাম মাংসটা কালই রান্না করবো। এদিকে লুচি মাংস শুনে লোভটা বেড়ে গেল।


name:  i               mail:                 country:                

IP Address : 890112.162.9004523.159 (*)          Date:06 Nov 2019 -- 08:53 AM

প্রিয় খ,
আমার কন্যা ১০০% ভীগান। আমি আগে তাই ছিলাম, হতেই হয়েছিল। বর্তমানে পুরো ভীগান নই। যেমন বাড়িতে বিশেষ করে মেয়ে যখন থাকে, তখন ভীগান, কিন্তু কেউ নিমন্ত্রণ করলেন , সেখানে গিয়ে আমি এই খাই না সেই খাই না এই সব করি না-সব খেয়ে নি। আরো কিছু কিছু পরিস্থিতিতে...
কাজেই অত চাপ নেই। কারোর সঙ্গে তর্ক বা 'অপমান' করার সময়ে ইন্দ্রাণীদি এখন বিয়েবাড়িতে লুচি মাংস খাচ্ছে এমত ভেবে নিলেই হবে আর কী...


name:  dc               mail:                 country:                

IP Address : 236712.158.566712.199 (*)          Date:06 Nov 2019 -- 08:53 AM

ওটা Promenade হোটেল হবে।


name:  dc               mail:                 country:                

IP Address : 236712.158.566712.199 (*)          Date:06 Nov 2019 -- 08:52 AM

এদিকে চাড্ডির দল কোর্টে কেস করে পানু সাইটগুলোকে ব্লক করিয়েছে এক বছর বা তারও বেশী। রোজ ভিপিএন খুলে পানু দেখতে হয়।
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷