বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[42433]  [42432]  [42431]  [42430]  [42429]  [42428]  [42427]  [42426]  [42425]  [42424]  [42423]  [42422]  [42421]  [42420]  [42419]  [42418]  [42417]  [42416]  [42415]  [42414]  [42413]  [42412]  [42411]  [42410]  [42409]  [42408]  [42407]  [42406]  [42405]  [42404]  [42403] 

name:  Atoz               mail:                 country:                

IP Address : 237812.69.4545.147 (*)          Date:06 Nov 2019 -- 01:53 AM

আরে ঐ তো! গণিত সৌন্দর্য অমরত্ব! টইটা ভেসেছে আবার। থ্যাংকু থ্যাংকু। ঃ-)
N, ডিসি, আবার শুরু করুন ওখানে। আপনার এশার আর পেনরোজও কিন্তু পেন্ডিং। ঃ-)


name:  এলেবেলে               mail:                 country:                

IP Address : 236712.158.565612.49 (*)          Date:06 Nov 2019 -- 01:45 AM

@অর্জুন,

১. ''বেঙ্গল প্যাক্ট' কার্যকরী হলে '৪৭ সালের ইতিহাসটা হয়ত অন্যরকম হত।

২. সুভাষচন্দ্র বসু ওয়াজ ওলওয়েজ ট্রিটেড অ্যাজ অ্যান আউটসাইডার অব দ্য পার্টি।

প্রথম মন্তব্যটির সত্যনাশ করার কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি। সুগত বোসের লেখাটা ৭৫০ শব্দের মধ্যে। এর বিরোধিতার ব্যাপারটা সামান্য বড় করে ভাবছি। আপাতত আপনাকে এটুকু জানানোর।

দ্বিতীয় মন্তব্যটির সত্যনাশ অলরেডি করা হয়েছে। যথাসময়ে যথাস্থানে দেখতে পাবেন।


name:  Atoz               mail:                 country:                

IP Address : 237812.69.4545.147 (*)          Date:06 Nov 2019 -- 01:44 AM

লসিম দা গেলেন কই? ( কী চমৎকার নামখানা হয়েছে! অমিতবাবু, ধন্যবাদ। ঃ-) )


name:  Atoz               mail:                 country:                

IP Address : 237812.69.4545.147 (*)          Date:06 Nov 2019 -- 01:42 AM

আমিও এইমাত্র এলাম। কুমড়োর ছক্কা দিয়ে চাট্টি গরম ভাত খেয়ে। ঃ-)


name:  একক               mail:                 country:                

IP Address : 236712.158.455612.216 (*)          Date:06 Nov 2019 -- 01:39 AM

বেশ । বসে চাট্টি জল -বিড়ি খাওয়া হোক :)


name:  Lama               mail:                 country:                

IP Address : 236712.158.565612.49 (*)          Date:06 Nov 2019 -- 01:38 AM

আজ্ঞে আমি এইমাত্র আসছি


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 237812.68.454512.114 (*)          Date:06 Nov 2019 -- 01:27 AM


*সুভাষচন্দ্র বসু ওয়াজ ওলওয়েজ ট্রিটেড অ্যাজ অ্যান আউটসাইডার অব দ্য পার্টি।


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 237812.68.454512.126 (*)          Date:06 Nov 2019 -- 01:23 AM


চিত্তরঞ্জন দাশ কংগ্রেস পার্টির শেষ প্রভাবশালী বাঙালী নেতা। সুভাষচন্দ্র বসু ওয়াজ ওলওয়েজ ট্রিটেড অ্যান আউটসাইডার অব দ্য পার্টি।

ডাঃ বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, গনিখান চৌধুরী এবং প্রণব মুখোপাধ্যায়ও সেই হাইটে উঠতে পারেননি।

নাতি সিদ্ধার্থ শংকর রায় ছিলেন নিতান্তই ইন্দিরা গান্ধীর চামচা ।


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 236712.158.676712.216 (*)          Date:06 Nov 2019 -- 01:16 AM@এলেবেলে,

একজন ইতিহাসবিদ এবং একটি বিখ্যাত প্রতিষ্ঠানের অধ্যাপক হয়ে সুগত বসু চিত্তরঞ্জন দাশ সম্পর্কে এই রকম একটা স্কুল এস টাইপের লেখা কি করে লিখলেন? তার ওপর তার দাদু আর তার ভাইয়ের পলিটিক্যাল মেন্টর।

চিত্তরঞ্জন দাশের লাইফ যথেষ্ট ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই কারণে ওঁর মধ্যে বেশ কিছু কনফ্লিকটিং আসপেক্ট ছিল।

বাঙালীর ইতিহাস চর্চা বড্ড গদবাঁধা। নেতাজী নিয়ে ৭৫ বছর কাটিয়ে দিয়েছে। 'চিত্তরঞ্জন' নামটা শুনলেই হাসপাতালের কথা মনে আসে।

দেশের একজন প্রথমসারীর ব্যারিস্টার, অরবিন্দ ঘোষকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, যৌবনে রবি ঠাকুরের সঙ্গে কাব্যচর্চা করেছেন, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, মতিলাল নেহেরুর সঙ্গে 'স্বরাজ্য' পার্টি তৈরি করেছিলেন, অভিজাত ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন পরে ব্রাহ্মদের সপাটে চড়টা উনি মেরেছিলেন ঐ সমাজ থেকে সরে এসে। ব্রাহ্মদের প্যুরিটান অ্যাটিচুড ও হিপক্রিসিতে তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন এবং বৈষ্ণব ধর্মে ঝোঁকেন। তার সম্পাদিত 'নারায়ণ' পত্রিকা 'সবুজপত্র' র মত নাকউঁচু রাবীন্দ্রিক পত্রিকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাত, যদিও
যথেষ্ট হিন্দুয়ানীর গন্ধ ছিল তাতে। আবার উনিই তৈরি করলেন 'বেঙ্গল প্যাক্ট'। ''বেঙ্গল প্যাক্ট' কার্যকরী হলে '৪৭ সালের ইতিহাসটা হয়ত অন্যরকম হত।

আইনী ব্যবসায় শীর্ষস্থানে পৌঁছে বহু অর্থ রোজগার করে, দেশের জন্যে দান করে কদর্পক শূন্য হন। অসহযোগ আন্দোলনে স্ত্রী বাসন্তী দেবী ও বোন ঊর্মিলা দেবী তার নির্দেশে রাস্তায় মিছিল করতে নামলে গ্রেপ্তার হন। জাতীয়তাবাদী আন্দোলনে ঐ দুই নারী প্রথম গ্রেপ্তার বরণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

নিজের ছেলে, মেয়ে, ভাগ্না, ভাগ্নীদের সব অসবর্ণে বিবাহ দিয়ে বাঙালী সমাজে অসবর্ণ বিবাহ প্রথা প্রচলন করতে চেয়েছিলেন তিনি। বলেছিলেন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ একসঙ্গে মিশে না গেলে বাঙালির বর্ণ দৈন্য গুচবেনা কোনোদিন।

name:  আসল কথা               mail:                 country:                

IP Address : 237812.68.234512.16 (*)          Date:06 Nov 2019 -- 12:52 AM

আসল কথা হল আরএসএস যখন গোটা দেশ জুড়ে শাখাগুলো ছড়াচ্ছিল, সেগুলোকে রাজনৈতিকভাবে কেউই (কোনো দলই) বাধা দেয়নি। দিতে পারেনি নয়, দেবার কোনো চেষ্টাই করেনি।
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷