বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[41312]  [41311]  [41310]  [41309]  [41308]  [41307]  [41306]  [41305]  [41304]  [41303]  [41302]  [41301]  [41300]  [41299]  [41298]  [41297]  [41296]  [41295]  [41294]  [41293]  [41292]  [41291]  [41290]  [41289]  [41288]  [41287]  [41286]  [41285]  [41284]  [41283]  [41282] 

name:  lcm               mail:                 country:                

IP Address : 237812.68.9008912.210 (*)          Date:09 Jul 2019 -- 08:35 PM

খাইসে, Grotesque-কি !


name:  lcm               mail:                 country:                

IP Address : 237812.68.9008912.210 (*)          Date:09 Jul 2019 -- 08:32 PM

আরে আকা,
আলবুকার্কি গেছলে নাকি? সাদা বালির ডিউন ঐ সব দ্যাখলে নাকি? আর কাছে ঐ নেটিভ ইন্ডিয়ানদের এক সেটেলমেন্ট আছে - জায়গাটার নাম মনে পড়ছে না, ওখানে গেছলে নাকি?


name:  saikat               mail:                 country:                

IP Address : 237812.68.454512.156 (*)          Date:09 Jul 2019 -- 08:31 PM

ন্যাড়াবাবু, গ্রামিনস্কি না গ্রটস্কি ? 😀

আকা 😀


name:  lcm               mail:                 country:                

IP Address : 237812.68.9008912.210 (*)          Date:09 Jul 2019 -- 08:30 PM

ওহ, সেন্ট পিটার্সবার্গ নিয়ে কথা কইছেন। তাইলে নিশ্চয়ই জানেন যে ঐ শহর ইন্ডোলজি ও সংস্কৃত শিক্ষার পীঠস্থান হয়ে উঠেছিল। সেই গেরাসিম লেবেদেভ সাহেব এসেছিলেন ১৭৮০-তে (ভারতচন্দ্র রায় গুনাকর এর কবিতা রাশিয়ান ভাষায় অনুবাদ করে ফেলেছিলেন)। তো তার লেখা বিবরণ পড়ে সম্রাট জার আলেক্জান্ডার-১ একেবারে মুগ্ধ। তিনি সেন্ট পিটার্সবার্গে একটি সংস্কৃত প্রিন্টিং প্রেস খুলতে বললেন। এদিকে লেবেদেভ সংস্কৃত ভালো জানেন না।
১৮১৮-তে সার্গেই উভারভ নামে একজন কিউরেটর চালু করলেন এশিয়াটিক সোসাইটি অফ সেন্ট পিটার্সবার্গ। জার্মানি থেকে সংস্কৃত এক্সপার্ট-দের এনে চালু হল সংস্কৃত ক্লাস। পাভেল পেত্রভ সংস্কৃত শেখেন সেন্ট পিটার্সবার্গে, পরে সংস্কৃত পড়ান কাজান ও মস্কোতে। ইনি রামায়ন-এর রাশিয়ান অনুবাদ করেন। শুধু তাই নয়, ইনি কলহন-এর রাজতরঙ্গিনী ও অনুবাদ করেন। এসব ঘটে ঐ মধ্য-১৮০০ নাগাদ।
এর পরে ১৮০০ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সেন্ট পিটার্সবার্গে এলেন দুই জার্মান সংস্কৃত পন্ডিত - রুডলহ ভন রথ, এবং, অটো ভন বোথলিং। এনারা সাত ভল্যুমের সংস্কৃত-জার্মান ডিকশনরি তৈরি করলেন। বোথলিং অবশ্য সেন্ট পিটার্সবার্গের লোক ছিলেন, ওখানেই জন্ম এবং সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে সংস্কৃত নিয়ে পাশ করেন। যদিও সংস্কৃতে মহাপন্ডিত হিসেবে ধরা ধরা হয় সংস্কৃত প্রফেসর ইভান মিনায়েভ-কে। শুধু সংস্কৃত নয়, অনেক ভারতীয় ভাষা ছিল এনার রপ্ত। ভারতে এবং শ্রীলংকায় থাকার সময় ইনি বেশ কিছু ম্যানাস্ক্রিপ্ট সংগ্রহ করেন যেগুলি এখন সেন্ট পিটার্সবার্গ স্টেট লাইব্রেরীতে আছে।
---
যাগ্গে, বৃষ্টি কি থামল, খেলা কি আর হবে ?


name:  aka               mail:                 country:                

IP Address : 236712.158.90078.184 (*)          Date:09 Jul 2019 -- 08:28 PM

বল্লে হবে, আমি গোগোল পড়েছি - নিকোলাই গোগোল, ওনার লেখা "নাক"। ভাগ্যিস কলার নেই টি-শার্টের।


name:  aka               mail:                 country:                

IP Address : 236712.158.8978.81 (*)          Date:09 Jul 2019 -- 08:26 PM

লসাগুদা, অ্যালবাকার্কিতে একটি পারসিয়ান দোকানে চেলো কাবাব খেলাম, আহা কি ভালো।


name:  Atoz               mail:                 country:                

IP Address : 237812.69.4545.137 (*)          Date:09 Jul 2019 -- 08:21 PM

আর, শোপোকোভস্কি ? ঃ-)


name:  ন্যাড়া               mail:                 country:                

IP Address : 237812.69.3434.214 (*)          Date:09 Jul 2019 -- 08:20 PM

আমি গেল বারো বছর ধরে অপেক্ষা করছি খনু গ্রামিনস্কির নাটক নিয়ে কিছু বলবে। কিন্তু সেখানেও হা হতোস্মি!


name:  aka               mail:                 country:                

IP Address : 237812.69.2367.15 (*)          Date:09 Jul 2019 -- 08:16 PM

এবাবা, সৈকত পুশকিন পড়েনি, সৈকতকে পুইইইইইই।

(অবশেষে কিছু একটা পাওয়া গেল যা সৈকত পড়েনি, বাপরে কি ছেলে, কোনদিন নিশ্চয়ই বেস্পতিতে বেড়াতে যাবে)
name:  saikat               mail:                 country:                

IP Address : 237812.69.453412.122 (*)          Date:09 Jul 2019 -- 08:01 PM

পুশকিন পড়িনি কিন্তু এখানে সেখানে পুশকিন সম্বন্ধে পড়ে ধারণা হয়েছিল যে পুশকিন, গোগল আর ডস্টভয়েস্কি , এই তিন জনকে নিয়ে একটা কার্ভ টানা যায়। টলস্টয় বা গ্রসমান এই কার্ভে ঠিক ফিট করেনা। কার্ভ বলি কারণ এই তিনজনেরই লেখা সরলরৈখিক নয় অথবা এইজন্যও যে এদের তিনজনেরই লেখায় পিটার্সবার্গ শহরটা আর কেরানী চরিত্ররা উপস্থিত। ব্রোন্জ হর্সম্যানের কেরানী চরিত্রটির সাথে গোগলের ওভারকোট বা নাক গল্পটির চরিত্রদের মিল থাকে যার আবার পরে গিয়ে ডস্টভয়েস্কির ডাবল-এ দেখা পাওয়া যাবে। ডস্টভয়েস্কির বক্তব্য ছিল গোগলের ওভারকোট থেকেই ওদের প্রজন্মের সবকিছুর শুরু আর পুশকিনের একশো বছরে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। রাশিয়ান সোল বস্তুটা বা পিটার্সবার্গের নিজস্ব চরিত্র এই তিন লেখকের লেখাতেই যেন প্রবলভাবে উপস্থিত, অথচ পুরো উনিশ শতকের রাশিয়ার সমাজচিত্র হয়েও তলস্তয় ঠিক সেরকম নয়।

এরকমই খাপছাড়া কিছু জটিংস। 😀
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷