আপনার মতামত |
নির্মল হালদার |
|
গোটা গোটা আম ফলেছে গোটা গোটা বৈশাখকে চেনো কাঁঠাল আসবে গোটা গোটা জষ্ঠিকে চেনো মাঘকে চেনো কাঁচাপাকা কুলে নদীকে চেনো নদীর কূলে ভাদরকে চেনো তালের রসে একটি দু'টি তারাও খসে অর্ধেক চেনোনা কিছু অর্ধেক জেনোনা কিছু ধর্ম তোকে পাহাড়ের কাছে রেখে আসি চল্ পাহাড় তোকে সোজা করবে, সরলও পাহাড়ে গাছপালা আছে ঝোরাও আছে তোকে অন্ধকারেও রেখে আসবো চাঁদতারা চিনবি, পথও চিনবি ফুল ফোটার গন্ধে মনও চিনবি তোকে আকাশের নীচে রেখে আসি চল্ যাত্রা বাজনা বাজে বাজনা বাজে বাজনা বাজে বাজনা যায় কাকে আনতে পাহাড় আনতে যাই গো সব পাহাড়ের মাথায় নদী আনতে যাই গো সব পাহাড়ের ভিতর আগুণ আনতে যাই গো সব আজ আমাদের উলুধ্বনি আজ আমাদের চরণধ্বনি আজ আমরা ঘরের বাইরে বর আনতে যাই গো সব বাবা খুদকুড়ো কে দিয়েছে, বাবা হে বাবা। লাউকুমড়া কে দিয়েছে, বাবা হে বাবা। ক্ষিদেতেষ্টা কে দিয়েছে, বাবা হে বাবা। প্রেম-পিরিত কে দিয়েছে, বাবা হে বাবা। আমার বাবা ছাগলছানার তিড়িং বিড়িং- আমার বাবা প্রজাপতির ওড়াউড়ি- আমার বাবা, স্তব্ধতা |