গুরুতে ছবি দেয় কী করে?

ছবি, ভিডিও, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া ফাইল। গুরু কিনা কোনও বিজ্ঞাপন ছাড়াই ফ্রি-তে চলে, তাই আমাদের সার্ভারে অপরিসীম জায়গার ব্যবস্থা করা যায় নি। কেবল টেক্সট রাখা হয়, যাতে কম জায়গায় অনেকদিন চলে। ইমেজ বা ছবি দেবার জন্য বেশ কিছু ইমেজ হোস্টিং সাইট আছে, আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন, যেমন পোস্টইমেজেস। https://postimages.org/

যে ইমেজটি আপনি গুরুর পাতায় দিতে চান, সেটিকে আপলোড করুন। আপলোড হলে দেখবেন সাত আট রকমের লিঙ্ক আসে কপি করার জন্য।

এর মধ্যে দ্বিতীয় যে লিঙ্কটি ডিরেক্ট লিঙ্ক, সেইটিকে কপি করুন। গুরুতে লেখার বাক্সে এই লিঙ্কটিকে পেস্ট করুন।

সবসময়ে খেয়াল রাখবেন, যে লিঙ্কটি আপনি পেস্ট করছেন, সেটি যেন ডিরেক্ট লিঙ্ক হয়, অর্থাৎ, লিঙ্কটি শেষ হবে ইমেজ ফাইলটির এক্সটেনশন নাম দিয়ে - .jpg, .jpeg, .png, .gif ইত্যাদি দিয়ে যেন শেষ হয়। শুধু পোস্টইমেজেসই নয়, অন্য যে কোনও ইন্টারনেট সাইট থেকে ইমেজ নিজের পোস্টে দিতে গেলে, সবসময়ে খেয়াল রাখবেন, লিঙ্কটি যেন ডিরেক্ট লিঙ্ক হয়।

ফেসবুকের ইমেজে ডিরেক্ট লিঙ্ক পাওয়া যায় না, তাই ফেসবুকের কোনও ছবি সরাসরি লিঙ্ক কপি করে গুরুর পোস্টে পেস্ট করে দিলে, তা থেকে ছবি আসবে না।

পোস্ট করার আগে, আরও একটা জিনিস খেয়াল রাখবেন লিঙ্কটি যেন লেখার ডানদিকের বাক্সে ইংরেজিতে দেখা যায়। তবেই ছবি আসবে।

 

গুরুতে বাংলা লিখব কী করে?

ভাটিয়া৯, টইপত্তর ইত্যাদি যেখানে লেখার জায়গা আছে, সেখানে দেখবেন তিন রকমের অপশন দেওয়া থাকে।

১) গুগল, ট্র্যান্সলিট্রেশন পদ্ধতিতে ইংরেজি থেকে বাংলা করে। গুগল লেআউট-এ ক্লিক করলেই যে বড় বাক্সটা খুলবে, তাতে কীবোর্ড ইউজ করে লিখতে থাকুন amar nam gobuchondro sing। দেখবেন নিজে নিজেই সেটা প্রতিটা স্পেসবারের সাথে সাথে বাংলায় লিখে ফেলছে আমার নাম গবুচন্দ্র সিং। সিংপছন্দ নয়, বাজার-চলতি বাংলা কাগজের স্টাইলে সিংহ লিখতে চান? লিখে ফেলুন singh। উত্তাল সহজে বাংলা লিখতে থাকুন। কোনও শব্দের বানান ভুল হচ্ছে মনে হলে, একটা ব্যাকস্পেস মারুন। দেখবেন অন্যান্য সম্ভাব্য বানান একটা লিস্টের আকারে দেখা যাচ্ছে। এইবারে যেটা মনে হবে সঠিক বানান, সেটাকে আপ বা ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে এন্টার মেরে দিন। সঠিক শব্দটা বসে যাবে বাক্সে।

বাংলার সাথে মিশিয়ে ইংরেজি লিখতে চান? সেটাও খুব সোজা। যখনই ইংরেজি লিখতে চাইবেন, Ctrl + G টিপুন। কীবোর্ডের এন্ট্রি বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে। এবারে ততক্ষণ ইংরেজিতে লিখতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনি আবার Ctrl + G টিপছেন। ওটা টিপলেই কীবোর্ডের ফর্ম্যাট আবার বাংলায় ফিরে আসবে।

২) গুরুচণ্ডা৯ লেআউট আরেকটি পদ্ধতি, এই লিংকে ক্লিক করলে দেখবেন পাশাপাশি দুটো উইন্ডো খুলে যাচ্ছে। বাঁদিকে আপনি ইংরেজি অক্ষরে যা লিখবেন, সেটা ফোনেটিক্যালি ট্র্যান্সলিটারেট হয়ে ডানদিকে বাংলায় দেখা যাবে। এখন, ইংরেজিতে আপনি কী লিখবেন?

ধরুন, আপনি লিখতে চান ওই ওপরের কথাটাই। আমার নাম গবুচন্দ্র সিং। বা সিংহ। লিখতে শুরু করার আগে নিচের টিউটোরিয়ালটা একবার দেখে নিন।

এই টিউটোরিয়াল শুধুমাত্র গুরুচণ্ডা৯ লেআউটের জন্যই বানানো। এই পদ্ধতি অনুযায়ে বা আ-কার দিতে হলে আপনাকে পরপর দুবার a টিপতে হবে। aa। সেই হিসেবে আমার লিখতে গেলে আপনাকে লিখতে হবে, বাঁদিকের বাক্সে, aamaarনাম লেখার জন্য লিখতে হবে �naam�। এইবার, অ-কারান্ত কোনও অক্ষর অক্ষর লিখতে হলে এই লেআউটে আমাদের কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণটির পাশে a লিখতে হয়। যদিও আমরা বাংলায় সব অ-কে অ হিসেবে উচ্চারণ করি না, কিন্তু লেখার সময়ে সেটা মাথায় রাখলে চলবে না। ধরুন গবুচন্দ্র কথাটাআমরা আসলে উচ্চারণ করি গো-বু-চ-ন্‌-দ্রো। কিন্তু গুরুচণ্ডা৯ স্টাইলে লিখতে গেলে আপনাকে লিখতে হবে ঠিক বাংলার মত করে, gabuchandra। এবার বাকি রইল সিং লেখা। সি লিখলাম si দিয়ে। অনুস্বর লেখার জন্য আমাকে ইউজ করতে হবে ব্যাককোট। কীবোর্ডের একদম বাঁদিকে এসকেপ কী-এর নিচে যে ` চিহ্নটা আছে, সেইটা, আর তার সাথে ছোট হাতের m। ব্যস, অনুস্বর পড়ে গেল। আমি লিখলামঃ aamaar naam gabuchandr si`m। বা si`mha

 

�����

লেখার সাথে সাথে ডানদিকে আপনার লেখাকে বাংলায় রূপান্তরিত হতে দেখবেন, ফলে বানান ভুল হবার সম্ভাবনা কমে যাবে অনেক। এখানেও বাংলার মাঝে ইংরেজি লেখার উপায় আছে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা কৌণিক বন্ধনীর সাহায্যে। যদি পরের লাইনে আপনি লিখতে চান আমি একবার California বেড়াতে গিয়েছিলাম, তা হলে আপনাকে এই স্টাইলে লিখতে হবেঃ aami ekabaar <California> berhaate giyechhilaam

৩) আপনি ইউনিকোডেও মতামত দিতে পারেন। নিজস্ব সফটওয়্যার ভার্সনে ক্লিক করলে দেখবেন একটাই বড় বাক্স এসে গেছে, দুটোর বদলে। ইউনিকোডে লেখার জন্য অনেক রকম টুল পাওয়া যায় বাজারে, অভ্র কীবোর্ড তার মধ্যে অন্যতম। অভ্র কীবোর্ড ইনস্টল করে আপনি ইউনিকোডেও লিখতে পারেন। অভ্র ইন্সটল করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করুন avro keyboard, অথবা সরাসরি http://goo.gl/lzzw3 এই লিংকে ক্লিক করতে পারেন।

মনে রাখবেন, অভ্র কীবোর্ড কোনওভাবেই গুরুচণ্ডা৯র সাথে যুক্ত নয়, এটি একটি থার্ড পার্টি ফ্রি-ওয়্যার। আর অভ্রর বাংলা লেখার স্টাইল গুরুচণ্ডা৯র থেকে একটু আলাদা। অভ্রতে o লিখলে অ হয়, a লিখলে আ হয়। ইত্যাদি। বাকিটা অভ্রর টিউটোরিয়ালে দেখতে পেয়ে যাবেন। ওভ্র কীবোর্ডের মাধ্যমে শুধু গুরুচণ্ডা৯ নয়, কম্পিউটারের যে কোনও জায়গায় আপনি বাংলায় লিখতে পারবেন; নোটপ্যাড, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ইমেল, কিংবা ফাইলের নাম যে কোনও জায়গায় আপনি বাংলা অক্ষর ব্যবহার করতে পারবেন।

অভ্রতে বাংলা বা ইংরেজির মধ্যে সুইচিং-এর জন্য ব্যবহৃত হয় F12 কী-টি। ওটি একবার টিপলে কীবোর্ড দিয়ে বাংলা লেখা যায়, আবার টিপলে ইংরেজি লেখা যায়।

অভ্র কীবোর্ডের মাধ্যমে আপনি গুগল বা গুরুচণ্ডা৯, যে কোণও লেআউটেই ইংরেজি অক্ষরের সাহায্য না নিয়ে সরাসরি বাংলা লিখতে পারেন।