এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৫৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৪:০৫448009
  • ঈশান এতক্ষন পর্যন্ত পাইকে নিয়ে সেই ভোজালি আর বন্দুক নিয়ে তারা করছিল আমার পিছনে, এখন আবার নতুন কিছু প্রশ্ন এসেছে বোধয় :)

    ১। আগে থাকতেই কিলিয়ার করে দিই কয়েকটা ব্যাপার। আমার ভিউজ, বা যাকে বলে পজিশন সেটা জানার জন্যে সবচেয়ে ভাল হোল আমার ওই কমেন্টগুলোর মধ্যে যেকোন একটাতে আমার নামের ওপরে ক্লিক করে আমার ব্লগটাতে পৌঁছে একবার পড়ে দেখা, পুরোন লেখা সবই। সেই পোজিশন পাল্টায়নি।

    ২। প্রগতির এই পার্টিকুলার লেখাটা অত্যন্ত জালি লেখা। কিছু পুরোন কথা যেগুলো আমরা, আমি, অনিকেত ও আরো অনেকেই বলেছি আগে; সেগুলো এখন এখানে কোলেট করেছে, নাথিং নিউ, নাথিং ওরিজিনাল। শুধু একটা সেন্টেন্স নিয়ে আপত্তি, " those wanting to benefit from the ethos of neoliberalism have entrenched themselves in the leadership of the LF at various levels" - এটা যদি সত্যি হয় তাহলে বিতর্কটা খুবই ডাইলুট হয়ে যায়, বুদ্ধ ভট্টাচার্য টাকা পয়সা খেয়ে এসব করেছে বলে দিলে আর বস্তুত কোন ডিবেট থাকে না। কিছু নব্য নকুর স্ট্যান্ড এরকম, বাজারী মিডিয়া গুলোও এরকম বলতে পারে। কিন্তু একবার এরকম পোজিশন নিলে আর ডিবেট থাকে না। বুদ্ধ বাবুকে পাল্টিয়ে নন-করাপ্ট নেতৃত্ব আনলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আদপেই সমস্যাটা এত সিম্পুল নয়। অসুখটা আরো গভীর। সেই জন্যেই সরাতে বলেছিলাম, এই ফর্মুলেশনটাই মুস্কিলের। আর একটা গোপোন মোটিভ ছিল। একটা সময়ে প্রগতিতে আত্মসমালচনামূলক লেখা পাবলিশ করতে বাধা দেওয়া হোত, যার জন্যে ব্যাপারটা থেকে সরে আসি। এই সুযোগে বর্তমান এডিটর বোর্ডকে দিয়েও বলিয়ে নেওয়া গেল এসব লেখা চলিবেক, কচি করে agent provocateur এর কাজটা করার জন্যেই কমেন্ট।
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১৪:৩১448010
  • "লিডারশিপ' বলতে কি বোঝ তার ওপর নির্ভর করে। নন্দীগ্রাম, জঙ্গলমহলে সিপিএম বলতে লোকে (সম্ভবত:) বোঝে সেখানে যারা সিপিএমকে রিপ্রেজেন্ট করে তাদের। শুধু এই জায়গাগুলো কেন - মোটামুটি সব জায়গাতেই তাই। নিওলিব মানে শুধু ইন্ডাস্ট্রী নয় - হাইরাইজ, শপিং মলও এই ক্যাটেগরিতে পড়ে - এবং সেগুলো থেকে ফায়দা লোটে এলাকায় কিছু পরিচিত মুখ (অবভিয়াসলি ইরেস্পেটিভ অব পলিটিক্যাল ক্রীড) - তারাই কিন্তু লোকের কাছে "সিপিএমের রিপ্রেজেন্টেশন'।

    এটা হল একটা পয়েন্ট।

    দুই নং পয়েন্ট হল লক্ষণ শেঠের লেভেলের লোকজন। নেতৃত্ব নয়?
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৪:৩৫448011
  • লক্ষণ শেঠরা লিডার্শিপে এ®¾ট্রন্‌চ্‌ড? সিপিএম এ তো ডিসিশন হবে মেজোরিটি দিয়ে, তাহলে বলতে হয় মেজরিটিই এরকম "বেনিফিটেড'? তাই তারা নিও-লিবের হাতে আত্মসমর্পন করে ফেললো?
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১৪:৪৫448012
  • এনট্রেঞ্চড মানে "টু ফিক্স ফার্মলি অর সিকিওরলি'। এরা যে নেতা হিসেবে প্রতিষ্ঠিত সেটা তো ভুল নয়। ওই যে বল্লাম - এলাকার লোকের কাছে এরাই সিপিএমকে রিপ্রেজেন্ট করে। লক্ষণ শেঠ রাজ্য কমিটি থেকে বাদ পড়লেও হলদিয়া এলাকায় যদ্দিন না একটা রিপ্লেসমেন্ট আসছে তদ্দিন ওই পোজিশনেই থেকে যাবে। ওপর লেভেলে পলিসিগত সিদ্ধান্ত যাই হোক না কেন, নীচের দিকে সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব এই "নেতৃত্বের' - সেখানে বেনিফিটের প্রশ্নটা ভ্যালিড বইকি।
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১৪:৪৭448013
  • কিন্তু এগুলো সবই "ট্রিভিয়াল' পয়েন্ট। এটা নিয়ে তর্কের আল্টিমেট গোল নেই কোনো। পলিসিগত ব্যাপারগুলো নিয়ে ডিবেট অনেক বেশি জরুরী। বা অনিকেতের কমেন্টগুলোর পয়েন্ট নিয়ে।
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৪:৫১448014
  • আম্মো তো সেটাই বল্লাম এইসব ট্রিভিয়াল ইস্যু তুল্লে মূল বিতর্কটাই ডাইলুট হয়ে যায়, পলিসি নিয়ে বিতর্ক কর, তার সমালোচনা করে আবার তুমি ওখানে পোস্ট করে এসেছ দেখলাম ... বুzhiনা ;-)
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১৪:৫৪448015
  • আর্টিকলটা সরানোর কথা উঠেছিলো আর ওই পয়েন্টেই সব ঘুরপাক খাচ্ছিলো বলে লিখেছি। কমেন্টের পিছনে মোটিভ জানবো কি করে?
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৪:৫৭448016
  • অনেক সময় সরানোর কথা বললেই থাকে, সেই যে বাচ্চাকে বলা হোল ফেলিস না ফেলিসনা, তাহলেই ফেলে দেয়, সেরকম আর কি :প
  • Manish | 117.241.228.6 | ১১ জুন ২০১০ ১৬:২৬448017
  • প্রগতি পড়লাম। কী কঠিন ভাষা। মা কালীর দিব্যি লেখাগুলো পড়ার পর থেকে আমার মাথা ঘুরছে। কিচ্ছু বোধগম্য হল না ।
    সত্যি আমি কত কম জানি।
  • dukhe | 122.160.114.85 | ১১ জুন ২০১০ ১৬:৩৫448019
  • এই জন্যই বলি দিদির লেখা পড়ুন । মোট্টে কঠিন না ।
  • Manish | 117.241.228.6 | ১১ জুন ২০১০ ১৭:২১448020
  • দিদি লেখেও। আগে জানতাম ছবি আঁকে আর কু ঝিঁকঝিঁক মার্কা ছড়া লেখে। উরিত্তারা: কি গুন ।
  • Raj | 202.79.203.43 | ১১ জুন ২০১০ ১৭:২৫448021
  • তো কি এমনি এমনি ডাক্তার হয়েছে নাকি !
  • dukhe | 122.160.114.85 | ১১ জুন ২০১০ ১৭:৩১448022
  • দাড়িদাদুও তো শোনা গেসল লেখেন, তাপ্পর কেমন ছবি আঁকা ধরলেন দেখুন । বহুমুখী প্রতিভা ওরকমই হয় । চাপা যায় না ।
  • Maniish | 117.241.228.6 | ১১ জুন ২০১০ ১৭:৪২448023
  • তো ড: দিদি নোবেলের জন্য তৈরী হচ্ছেন?
  • Mmu | 78.236.153.102 | ১১ জুন ২০১০ ১৭:৪৮448024
  • ranjan দা ভাল অছেন ?
    http://www.anandabazar.com/11bus1.htm
    http://www.anandabazar.com/11desh3.htm
    দিদি চার বছর থাকলে অনেক কিছুই দেখবেন। আর ঐ মহাশয় দের অবস্থা হবে--"দেখবি আর জ্বলবি লুচির মত...............

  • Mmu | 78.236.153.102 | ১১ জুন ২০১০ ১৭:৫৩448025
  • অবশ্যই......
    Manish দিদির নোবেল পাওয়া (শ্রেষ্ঠ মন্ত্রীত্যের নোবেল প্রাইজ) কে আটকাবে ?
  • Samik | 122.160.41.29 | ১১ জুন ২০১০ ১৮:০৭448026
  • Mmu! আপনি রোজদিন কেন আসেন না?
  • aka | 168.26.215.13 | ১১ জুন ২০১০ ১৮:১২448027
  • ইতি,
    শমিক-দা

    (শূন্যস্থান)
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১৮:১৪448028
  • ইনি ঠিক কে? কেমন যেন সন্দেহ হয়...
  • Samik | 121.242.177.19 | ১১ জুন ২০১০ ১৮:৩৬448030
  • অরিজিতের বড্ড সন্দেহ বাতিক। তিনোমূলের কাউকে ভালো মনে নিতে জানে না।
  • Manish | 117.241.228.116 | ১১ জুন ২০১০ ১৮:৫৫448031
  • আচ্ছা Mmu সবাইকে দাদা ডাকে শুধু আমায় Manish বলে। আমি ওর থেকে কওত বড় বয়সে। প্রায় দিদির কাছাকাছি (৬০ এর আশেপাশে)।
  • Mmu | 78.236.153.102 | ১১ জুন ২০১০ ১৮:৫৯448032
  • :)
  • Mmu | 78.236.153.102 | ১১ জুন ২০১০ ১৯:৩০448033
  • samik, আসলে সময় কম থাকে তাই সবসময় আসা হয় না। তবে সবসময় না এলেও মাঝে মধ্যে আসতে চাই অবশ্যই। কিন্তু অংশ নেওয়া হয়ে ওঠে না সবসময়। আর তা ছারা আপনাদের মত knowledge নেই আমার, আবার কেউ কেউ তো আমার লেখার উত্তরই দেয় না কারন আমি কম জানি বা কম বুঝি।
    যাই হোক দেশে ফিরলে তোমার বিরিয়ানি পাওনা আছে। দেশে ফিরলে অবশ্যই হবে।
  • Mmu | 78.236.153.102 | ১১ জুন ২০১০ ১৯:৩৮448034
  • Manish , আপনি অবশ্যই আমার থেকে বড় হবেন। কিন্তু "মনিশ আপনি" বলে লিখছি এখন , যদি বলেন দাদা বলেও ডাকতে পারি।
    samik কে এর আগে অনেক চেস্টা করেও দাদা বলে ডাকতে পারিনি কারন ওর নাকি দাদাগিরি একদম না-পসন্দ। তা আপনার পছন্দ হলে বলবেন।
  • SC | 128.2.55.50 | ১১ জুন ২০১০ ২৩:১৯448035
  • দাদা দিদি তো আমাদের রাজনৈতিক চেতনায় মজ্জাগত।
    এক পার্টির দৌলতে "পার্টির দাদা" কথাটা অভিধানে ঢুকে গেছে। আর অন্য পার্টির সর্বময় কœÑ£র ডাকনাম দিদি।

    আমাদের রাজনৈতিক কালচার পরিবর্ত্নের স্লোগান হওয়া উচিৎ "কিল দ্য ব্রাদার এন্ড দ্য সিস্টার" (পোমোদের থেকে ধার নিয়ে)।

  • Ishan | 122.162.16.224 | ১২ জুন ২০১০ ০০:২৯448036
  • কোনো পোশ্নো করি নাই। এসবি নিজেই কিছু লিখলেন। পড়ে যা বুঝলাম:

    এক। এসবি প্রগতি থেকে অরে আসেন, কারণ প্রগতিতে "আত্মসমালোচনামূলক' লেখা প্রকাশ করতে বাধা দেওয়া হত।

    দুই। ঐ একই এসবি প্রগতির তুমুল সমালোচনা করেন, কারণ, প্রগতিতে "আত্মসমালোচনামূলক' (যদিও "অত্যন্ত জালি') লেখা প্রকাশিত হচ্ছে। এমনকি উনি লেখা তুলে নেবারও দাবী জানান।

    এই দুটো ইস্ট্যান্ড কি পরস্পরবিরোধী? নি:সন্দেহে। এসবি বলছেন, দ্বিতীয় স্ট্যান্ডটি আসলে সইত্য সইত্য কথা নয়, ঐটা "এজেন্ট প্রোভোকেটর'এর রোলে অভিনয়ের ডায়ালগ।

    এখন, বাইরে থেকে কোনটা "আসল' আর কোনটা "অভিনয়' বলা খুব মুশকিল। আমরা পাতি পাবলিক এত কঠিন অঙ্ক বুঝিনা। :) তবে একটা কথা বলাই যায়। সব মিলিয়ে ভোজালির গপ্পের চেয়ে কিছু কম রোমহর্ষক লাগলনা স্ক্রিপ্টটা। :)
  • dd | 122.166.130.234 | ১২ জুন ২০১০ ০০:৩৪448037
  • ভোজালির গপ্পো ক্যানো "গপ্পো" হবে ? "গপ্পো" ক্যানো হবে? হোয়াই ?

    ওটা প্রতাক্ষদর্শীর প্রতিবেদন।
  • a x | 143.111.22.23 | ১২ জুন ২০১০ ০০:৫৭448038
  • আমার অসিপিএম রিডিংএ যা মনে হল - ভদ্রলোক (মৈনাক) বেনিফিট বলতে ডিরেক্টলি পলিটব্যুরো মেম্বাররা ঘুষ বা টাকা পয়সা খাচ্ছেন একথা বলতে চেয়েছেন। নিওলিবেরাল পলিসির সুবিধে গুলো তো অ্যাস আ শ্রেণী, আমরাই সবচেয়ে বেশি পাচ্ছি বোধহয়! সেটাও তো বেনিফিটই।

    লেখাটার আরেকটু আগে থেকে পড়লে আরোই মনে হয় সেটা -

    wherein a revolutionary party has gradually seen its role transmogrify into patronage and benefit disbursal in many parts of the state - this has steadily corroded its class orientation and pro-poor image. The symptoms were all the more visible in the manner, the process land acquisition was envisaged– since then scrapped – in Nandigram for example, which erupted in a decidedly reactionary and violent manner. They are visible in the manner local leaders of the CPI(M) have entrenched themselves – check this report in the Indian Express for example. Or in the manner, working class organisations and trade union fronts in quite a few areas have been steadily reduced to agencies led by unscrupulous contractors. Combined with a distinct lack of a pro-active Leftist political imagination on the question of development – the enabling processes of big ticket investment were seen as inevitable and sine qua non and emphasis on social welfare and other pressing necessities were lacking – those wanting to benefit from the ethos of neoliberalism have entrenched themselves in the leadership of the LF at various levels.
  • a x | 143.111.22.23 | ১২ জুন ২০১০ ০১:০০448039
  • দেখ কান্ড পুরো মানেই পাল্টে দিলাম -

    রিডিংএ যা মনে হল (এমন নয় যে)*- বেনেফিট বলতে ডিরেক্টলি পলিটব্যুরো ... একথা বলতে চেয়েছেন।
  • SB | 115.117.239.43 | ১২ জুন ২০১০ ০১:০৩448041
  • ঈশান নিজে পোস্নো করে নিজেই সিদ্ধান্ত করেছে, যদি পাছে কেউ নিজের পছন্দ মত সিদ্ধান্ত না করে ;-)

    যাউকগিয়া, ঈশানের জন্যে: http://diaryfromthesidelines.blogspot.com/2010/06/2011.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন