এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৫৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rokeyaa | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ০২:০১447876
  • জিঁদাব্বাদ! জিঁদাব্বাদ!
    এটাই শুন্তে ভালো।
  • Mmu | 78.236.153.102 | ০৭ জুন ২০১০ ০২:৪৩447877
  • sda ,rokeyaa গল্প নয় সত্যি----জিন্দাবাদ।
    বিরোধীতা না করে শুধু দেখে যান ।
  • sda | 117.194.193.175 | ০৭ জুন ২০১০ ০৩:৩২447878
  • "নম্বরে কি কিছু আসে যায়?"
    এমন ছাত্রবন্ধু মন্তব্যের বিরোধিতা করার কথা ভাবাও পাপ।
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ০৮:৫৮447879
  • @MmU

    আপনি শেষ কবে প্যাসেন্‌জার ট্রেনে চড়েছেন? এই ট্রেনগুলো কি রেলমন্ত্রকের অধীনে? শশী থারুরের মন্তব্য মনে আছে? -- ক্যাটেল ক্লাশ? সেটা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বলা। প্যাসেন্‌জার ট্রেন সম্বন্ধে আলোচনা না করাই ভাল। উত্তরে বলবেন যে এর আগে কি এরকমই ছিল না? ঠিক, ঠিক। কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে এই জন্য যে মমতা এ পর্যন্ত যা যা দায়িত্ব নিয়েছেন তার কোনটাই -- একমাত্র ন্যানো তাড়ানো ছাড়া -- ঠিক মত করতে পারেনানি। বেঙ্গল প্যাকেজ মনে আছে? -- ক' পয়সা এসেছিল? আসলে উনি অন্যদের ""মগজে মরুভুমি"" আর নিজের ""ব্রেনে বুদ্ধি""-র কথা এত বেশী করে বিজ্ঞাপিত করেন বলেই এত কথা।

    কিন্তু আপনার যুক্তিটা বুঝলাম না-- কেন্দ্রের রেলমন্ত্রীর কর্মদক্ষতার তুলনা তো UPA-2 সরকারের সার্বিক কাজের নিরিখেই করা হয়েছে। কেন্দ্রের রেলমন্ত্রীকে অন্য কোন মন্ত্রীর সঙ্গে তুলনা করলে আপনি খুশী হতেন?
  • Shashi Tharur | 122.162.75.86 | ০৭ জুন ২০১০ ০৯:১৯447880
  • বোঝাই যাইতেছে পিটি দেবশর্ম্মণ আমার মন্তব্য যথোপযুক্ত মনোযোগ সহকারে পড়েন নাই। আমি উহা কহিয়াছিলাম প্লেনের ইকোনমি ক্লাস সম্বন্ধে। আমি, শশী তারুর, চড়িব ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনে? হা:, আপনি ভাবিতে পারিলেন কী করিয়া?
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ০৯:৩৮447883
  • তাহা হইলে ভাবিয়া দেখুন রেলের স্লিপার ক্লাস বা প্যাসেন্‌জার ট্রেনের কি অবস্থা হইতে পারে....... অবশ্য যাঁহারা প্যারিসে বসিয়া ভারতীয় রেলের কর্ম-কুশলতার প্রসংশা করেন তাঁহাদের কথা আলাদা।
  • .... | 61.12.12.83 | ০৭ জুন ২০১০ ০৯:৩৮447882
  • ক্যাটেগরির নাম মা। প্রতিনিধি রিজওয়ানুরের মা।
  • Shashi Tharur | 122.162.75.86 | ০৭ জুন ২০১০ ০৯:৪৬447884
  • পিটি দেবশর্ম্মণ অন্তিম কবে ভারতীয় রেলের এক্সপ্রেস তথা প্যাসেঞ্জার তথা লোকাল ট্রেনে চড়িয়াছেন?

    জানিবার ইচ্ছা রহিল।

    সর্বশেষে, শুনিয়াছি, এবং ছবিও দেখিয়াছি, ব্যাংককে, এবং জাপানের কিয়দংশে প্যাসেঞ্জার ট্রেনে আমজনতার ভিড় আদি নাকি ভারতীয় রেলের ক্যাটল ক্লাস হইতেও ভয়াবহ। লাতিন আমেরিকার দেশগুলির ট্রেনগুলিকে না হয় বাদই দিলাম। এ সম্বন্ধে কিঞ্চিৎ আলোকপাত করা যায় কি?
  • jonoiko | 61.12.12.83 | ০৭ জুন ২০১০ ০৯:৫০447886
  • পিটি দেবশর্ম্মণ প্রায়শই ট্রেনে চড়িয়া থাকেন। আমি সাট্টিফাই করিলাম।
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ০৯:৫১447887
  • টানা দশ বছর পুণে-কলকাতা বছরে কম করে চার বার করে যাতায়াত করেছি। বর্তমানে মাসে গড়ে চারবার প্যাসেন্‌জার ট্রেনে (২-৩ ঘন্টার দূরত্ব) যাতায়াত করি।
  • sharad paaoyaar | 59.93.217.121 | ০৭ জুন ২০১০ ১১:৪৭447888
  • এটা ঠিক নয়। এভাবে একজনকে খোরাক করা অত্যন্ত খারাপ। এর থেকে গু চ-র স্পন্‌সর্‌শিপ-এ সেই শ্যা... বনাম 'এনা'(জাস্টিন নয় জাস্টিস)-র একটা মল্লযুদ্ধ WWF চ্যানেলে করলে প্রচুর বিজ্ঞাপন পাওয়া যাবে। কিস্তিগুলোর খরচ উশুল হয়ে প্রচুর লাভ হোতো।

    ললিত আর আমি এই লড়াইয়ে বেটিং করবই।
  • kallol | 124.124.93.202 | ০৭ জুন ২০১০ ১২:১১447889
  • পিটি আমার জয়দেব বসুর লেখা নিয়ে পোস্টটা ""এই ৩৩ বছর"" বাদ দিয়ে পড়ে, তর্ক করা যায় কি?
    না হলে বলুন, আবার পোস্টটা করি ৩৩ বছর বাদ দিয়ে। তবে, জয়দেব মোটা ভাবেও কোন সময়সীমার কথা বলেন নি।
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১২:৩৩447891
  • কালকের কিছু কমেন্ট পড়ে বেশ ... বেশ কীরকম যে লাগলো বলা কঠিন।
    ঘোষিত সিপিএম সমর্থকদের সিপিএম সমর্থন সম্পর্কিত পোস্ট নিয়ে সিপিএম বলে উল্লেখ চলবে না। রবীন্দ্রনাথের গান কি কোনো সর্ষে বাটা কি পায়ের তলার সর্ষের টই তে লোকজনকে সিপিএম বলে রেফার করলে নাহয় ব্র্যান্ডিং এর অভিযোগ টা বুঝতাম !
    যাগ্গে। তবে কেসিদাকে একটা বলার। অনামিকার ঐ বিতর্কের দায় নিয়ে বলা কথাগুলো বোধহয় ভীষণভাবে প্রযোজ্য, কাল কল্লোলদার পোস্টের উত্তর যেভাবে এলো , সেই প্রসঙ্গে :)
    কোথাও একটা পৌঁছাতে চাওয়ার দায় ই যদি না থাকে, তখন ঐ ৩৩ বছর না, ০ বছর তাই নিয়ে তর্ক চলে, কিন্তু আসল বক্তব্য, হ্যাঁ সিপিএম প্রোমোটারের দল হয়ে গেছে, এর ওর তার খেতের ধান কেটে বেরিয়েছে বটে , না: , সেই কথাগুলো এড়িয়ে ই যাওয়া হয় বটে। আরো অনেক অনেক প্রশ্নের মতন :)
    স্বীকার দূরস্থান, উল্টে এ নিয়ে যে বলবে, তার বিরুদ্ধে ই অভিযোগ উঠবে সিপিএম বিরোধিতার চশমা পড়ে থাকার। আচ্ছা, এগুলো ব্র্যান্ডিং না ? এবং এরকম যে আরো কতজনকে কতভাবে ... যাইহোক, আমাকে সিপিএম সংক্রান্ত আলোচনায় সিপিএম বিরোধী বলে ব্র্যান্ডিং করলে আমার কোন আপত্তি নাই, তবে চশমা পড়ে বিরোধিতা করছি বল্লে খেলবো না।
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১২:৩৪447892
  • এই কম্পে আজকাল খোলে না। কাল পড়তে পারবো।
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ১২:৪২447893
  • @Kallol

    করা যায়। কিন্তু তাতে তক্কের কাঠামোটাই বদলে যায়। কেননা গত ৫ বছরে চুরি-চামারি বেড়ে যাওয়া আর ২০ বছরে লোক ঠকিয়ে চারটে নির্বাচনে জেতার মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।

    এবং তক্কের আগে আরও একটা ground rule ঠিক করে নিতে হবে। এখন তৃণমুলের কাছে বামেদের পরাজয়কে সকলে যেভাবে ""গণতন্ত্রের জয়"" হিসেবে মেনে নিচ্ছি ঠিক সেই ভাবে ১৯৭৭-এর পরের নির্বাচন গুলোকেও মোটামুটি ভাবে (২৩৫ না হলেও ২০০ অবশ্যই) মানুষের ইচ্ছের প্রকাশ বলে মানতে হবে।
  • Arpan | 204.138.240.254 | ০৭ জুন ২০১০ ১২:৪৩447894
  • চশমা 'পড়ে' বিরোধিতা করার কথা বলেছে তো! ;-)
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১২:৪৭447895
  • http://www.anandabazar.com/archive/1100604/4raj3.htm

    এরা যে 'শ্রেণিমিত্র', সেটা বোধহয় মনে পড়ে কেবল ভোটে হারলেই , না ? জিতলে তো খালি ২৩৫, ৩৫ এই সংখ্যাগুলো বাদে আর কিছু মনে রাখার দরকার ই পড়ে না।

    যাই হোক, এই 'স্বাভাবিক শ্রেণিমিত্র' দের ভোট উল্টো দিকে যাওয়া নিয়ে কি বক্তব্য ? এনারা নিশ্চয় ঐ টিভিতে বিদ্বজনদের 'পরিবর্তন' ফ্যাশন ভাইরাসে আক্রান্ত হয়ে এই মুখ ফেরালেন না ? এই মানুষজনেরা সঙ্গে আছেন বলে ভোটের ফলের আগে আগেই অনেক পোস্ট রয়েছে, এই টইতেই। হ্যাঁ, সিপিএম সমর্থকদের। :P
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১২:৪৮447897
  • :(
    না:, ঘুমুতে যাওয়া উচিত এবার :(
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ১২:৪৯447898
  • @ শরদ পাওয়ার

    দূ:খ পাবেন না। এখানে তক্কের ধরণটাই এইরকম। বেশীরভাগ সরকার বিরোধী তক্কবানেরাই হয় প: বঙ্গে থাকেন না কিংবা এমন আর্থিক সঙ্গতির মানুষ যাঁরা যে কোন রঙের সরকারের রাজত্বেই সুখে জীবন কাটাতে পারেন। কাজেই ব্যক্তি কুৎসা করা ছাড়া আর বলার কি-ই বা থাকতে পারে?
  • Arpan | 204.138.240.254 | ০৭ জুন ২০১০ ১২:৫১447899
  • ইসে, এর দুই ক্যাটেগরির বাইরের কোন প্রতিনিধি গুরুতে আসেন কি? জানতে ইচ্ছে রইল।
  • Arpan | 204.138.240.254 | ০৭ জুন ২০১০ ১২:৫৩447900
  • * এই দুই
  • dukhe | 122.160.114.85 | ০৭ জুন ২০১০ ১৩:১৪447901
  • বোঝো - সিপিয়েমকে সিপিয়েম বলা ব্যক্তি কুৎসা নাকি ?
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ১৩:২২447902
  • @pi

    একটা সময়োপযোগী খবর তুলে এনেছেন। ইন্দিরার ""গরীবী হটাও"" স্লোগান, বাংলাদেশের সৃষ্টিকœÑ£ ইতাদি তকমা সারা ভারতের মানুষকে এমনভাবে আকৃষ্ট করেছিল যে কোন যুক্তি-তক্কের বিচারের মধ্যে না গিয়েই মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল। সেই গরীবী হটেনি। তার পরেও মানুষ রাজীবকে land-slide ভোটে জিতিয়ে এনেছে। তার পরের অবস্থাও আমরা দেখেছি।

    এমন হতে পারে যে গরীব মানুষের প্রত্যাশা পুরণ বর্তমান আর্থিক কাঠামোতে ভারত রাষ্ট্রের পক্ষে আর কোন ভাবেই সম্ভব নয়। প্রধানমন্ত্রী এত কিছু বলার পরেও দ্রব্যমুল্যের ভয়াবহতাকে কমাতে পারেন নি -- তার ওপরে আরেকদফা পেট্রোপণ্যের দাম বাড়তে চলল বোধহয়। এই অবস্থাতে ৩৩ বছর ধরে ক্ষমতায় থাকা একটা সরকারের দিক থেকে গরীব মানুষ মুখ সরাবে তাতে আর আশ্চর্য কি? তারা তো এটাই ভাববে যে তাদের হাতের কাছের সরকারের ব্যর্থতার জন্যই তাদের অবস্থার উন্নতি হচ্ছে না -- বৃহত্তর অর্থনৈতিক যুক্তি বোঝার ইচ্ছে (বা ক্ষমতাও) তাদের একদমই নেই। এমনিতেই প্রায় ৫০% মানুষ চিরকালই বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে -- এখন মেজরিটি নির্ণায়ক কিছু মানুষ উন্নত জীবনের স্বপ্নে তৃণমূলকে ভোট দিয়েছে। ইন্দিরা যে স্বপ্ন বাস্তবায়িত করে মানুষকে ধরে রাখতে পারেননি, সেটা ""কলকাতা লন্ডন হবে"" জাতীয় উৎকট স্বপ্ন দেখিয়ে কতদিন মমতা ধরে রাখতে পারেন সেটাই দেখার। লক্ষ্য করে দেখবেন যে আগে আগে মমতা প: বঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে পথে নামতেন -- ইদানিং সেই কারণে পথে নামা বন্ধ হয়ে গিয়েছে।
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১৩:২৯447903
  • এই শ্রমিক, বস্তিবাসীরা কলকাতা লণ্ডন হবার স্বপ্ন দেখে মমতাকে ভোট দিয়েছেন ? :(
  • PT | 203.110.246.230 | ০৭ জুন ২০১০ ১৩:৩৪447905
  • বোধহয় না। কিন্তু মা-মাটি-মানুষ জাতীয় কিছু স্লোগান অথবা নন্দীগ্রাম-সিঙ্গুর পরবর্তী মমতা (প্রায় গরীবী হটাও-এর নায়িকা ইন্দিরার মত) নিশ্চিত তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে।
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১৩:৩৬447906
  • http://www.anandabazar.com/7raj2.htm

    এখনো বুদ্ধ-নিরুপম বলে যাচ্ছেন, এই শিল্পায়ন প্রক্রিয়ায় কোনো ভুল ছিলো না ! জনবিচ্ছিন্ন হয়ে মানুষকে বোঝাতে না পারার ভুল !
  • dukhe | 122.160.114.85 | ০৭ জুন ২০১০ ১৩:৪৭447908
  • একটাই টেনশন । এ রাজ্যে কংগ্রেস ৩০ বছর থাকার পর অ্যান্টি-ইনকাম্বেন্সিতে ফুটে গিয়েছিল । সিপিয়েমের অ্যান্টি-ইনকাম্বেন্সি হতে লাগল ৩৫ বছর । এ যদি APতে বাড়তে থাকে, মমতার বেলায় ৪০ বছর - ওরে বাবারে ! আর কংগ্রেসের বেলায় যদি প্রথম যুক্তফ্রন্ট ধরি, তাহলে ২০ বছর , তার মানে এদিকে ৫০ !! মমতার বয়স এখন কত ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন