এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৫৯৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ০৬ জুন ২০১০ ১৯:৩৯447842
  • @aka
    আপনি কার পক্ষ নিয়ে লেখেন? আমার নামটা উল্লেখ করেছেন বলে প্রশ্নটা করলাম।
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ১৯:৪৩447843
  • এ: এইটাও জানেন না! আমি আর আকাবাবু চরম বাজারপন্থী।
  • aka | 24.42.203.194 | ০৬ জুন ২০১০ ১৯:৪৪447844
  • :)
  • PT | 203.110.247.221 | ০৬ জুন ২০১০ ১৯:৪৮447845
  • .... মানে দরকার মত নরেন্দ্র মোদীর পক্ষেও সওয়াল করতে রাজী আছেন?
  • bb | 90.196.87.0 | ০৬ জুন ২০১০ ১৯:৪৯447846
  • আর্য আমি ঘোষিত সিপিএম সমর্থক, আমার আপত্তি কথার ধরণ্য "সত্যি সিপিএমের কথার মানে .....'। এরকম ভাবে লিখলে মনে হয় যে আমরা শিক্ষিত হয়েও অন্যকে ঠেস দিয়ে কথা বলে যেন বেশী আনন্দ পাই। এতে হয়তো সাময়িক প্রশান্তি হয়, কিন্ত আলোচনার মান বাড়েনা।
    আর সম্পাদকমন্ডলী নয় যুগল লিখেছি, এবং তাও আমি মনে করি ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে নয়। তবে আমি মনে করি সম্পাদক হিসাবে দ্বায়িত্ব একটু বেশী থাকা উচিত আলোচনার মান নিয়ে।
  • Pintu | 82.130.98.116 | ০৬ জুন ২০১০ ১৯:৫৩447848
  • কল্লোল দা, 3rd Front এর কাজ কতোটা এগোল?
  • aka | 24.42.203.194 | ০৬ জুন ২০১০ ১৯:৫৩447847
  • খুব কিলিয়ার করে বললে আমার একটি রাজনৈতিক অবস্থান আছে, যা আমি এখন যেখানে থাকি সেখানকার স্বাপেক্ষে বামঘেঁষা, আর আগে যেখানে থাকতাম সেখানকার স্বাপেক্ষে ডানঘেঁষা। মানে না ঘরকা, না ঘাটকা, তাবলে ধোবি কা কুত্তা ভাইবেন না। আমার অবস্থান আছে কিন্তু কোন দল নাই। অনেকটা বিন্দুর মতন (পেয়ারি বিন্দু নয় কিন্তু, জিওমেট্রির) ফাণ্ডা। আমার মনে হয় কমরেড অপ্পনেরও তাই, এখানে অনেকেরই তাই।
  • Mmu | 78.236.153.102 | ০৬ জুন ২০১০ ১৯:৫৯447849
  • PT ভাল আছি, আপনি ভালো তো ?
    অন্য কথায় যাওয়া যাক--
    মমতা কে কাজ করার সুযোগ দিলে ও কিন্তু খুব ভালো কাজ করবে। সমালোচকরা যদিও এব্যপারে একমত হবে না তবুও আমার মনে হয়। কাজের ব্যপারেঁ ও কিন্তু খুবই সিরিয়াস। কিন্তু বাস্তবে এখানে বিরোধীরা মমতা বিরোধীতা করতে নেমে তার কাজেরও বিরোধীতা করে।
    PT দার এব্যাপারে কি মত আমি জানতে আগ্রহী।
  • Mmu | 78.236.153.102 | ০৬ জুন ২০১০ ২০:০১447850
  • না লিখে পারলাম না।
    কারন গন্ডগোল থামছে না যে।
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২০:০২447853
  • যা:। আমরা কি মহামানব নাকি! নরেন মোদী জিতলে ফুলও পাঠাইনা আর বাজপেয়ী জিতলে ব্রিগেডে হাত ধরে সভাও করি না।
  • .... | 59.164.99.118 | ০৬ জুন ২০১০ ২০:১৬447854
  • Mmu, আপনার সঙ্গে সম্পূর্ণ একমত।

    একটা লেখা পড়বেন?
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২০:২৩447855
  • মুম্মুদাদা লিখলেন "বাস্তবে এখানে বিরোধীরা মমতা বিরোধীতা করতে নেমে তার কাজেরও বিরোধীতা করে'। এইটা পড়েই কেমন সুরটা কেমন চেনা চেনা লাগছিল। তারপরে মনে পড়ল আরে এইটাও তো একটু অন্যভাবে শুনে আসছি এতদিন। রাজ্যের বিরোধীরা সিপিয়েম বিরোধিতার নামে রাজ্যের শিল্পসম্ভাবনাকে অংকুরেই বিনষ্ট করে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি।

    :-)
  • PT | 203.110.246.230 | ০৬ জুন ২০১০ ২০:৪৯447856
  • @Mmu
    মমতার কর্মদক্ষতা: UPA-২ এর ৩৯ জন মন্ত্রীর মধ্যে উনি ৩০% নম্বর পেয়ে ৩৪ নম্বরে। http://indiatoday.intoday.in/site/Story/98285/Good+intent+bad+delivery.html?page=3

    বি:দ্র: পত্রিকাটি আলিমুদ্দিন থেকে প্রকাশিত হয়না বা কারাত-ইয়েচুরির দ্বারাও প্রভাবিত নয়।

  • Mmu | 78.236.153.102 | ০৬ জুন ২০১০ ২০:৫০447857
  • Arpan , শিল্প সম্ভাবনাটা কি????
    গায়ের জোরে ক্‌ষি জমি দখল করে শিল্প ??
    ক্‌ষির কি হবে ? ক্‌ষকেরই বা কি হবে ? আপনি আমি খাব কি? সেটা ভেবে দেখেছেন কি? (তথাকথিত ৩ ফসলি জমি)।
    অনুর্ব্বর জমি কি একদমই নেই ? যেখানে শিল্প করা যেত ।
    আসলে প্রচেস্টার অভাব।
  • PT | 203.110.246.230 | ০৬ জুন ২০১০ ২০:৫৩447858
  • শিল্প বন্ধ করে দেওয়ার পরে সিঙ্গুরের ২০/২২ হাজার মানুষ কি (বা কি করে)খাচ্ছে যদি কেউ একটু বুঝিয়ে বলেন!!
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২১:০৯447859
  • আরে বললাম তো শুনে আসছি। বলেছি নাকি ওটা আমার বক্তব্য বা ধারণা? :-)
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:০৪447860
  • বিবি। কোথায় কাকে কি বলেছি জানতে চেয়েছিলাম। জানতে পারিনি। এখনও জানার অপেক্ষায়।ঝগড়া হয়ে গেলে মাপ করবেন।

    এখন দিনকাল আলাদা। লোকে "এই করেছ' বলে অ্যালিগেশন করে গেলে ঝগড়া হয়না, শুধু কোথায় করলাম, জানতে চাইলে ঝগড়া হয়। :)
  • kallol | 115.242.151.48 | ০৬ জুন ২০১০ ২২:০৫447861
  • পিটি - বেশ। আমি তো ""এই ৩৩ বছর"" কথাটাই উড়িয়ে দিলাম। আগের পোস্টেই। ওটা বাদ দিয়ে পড়ুন। তারপর শুরু করুন।

    পিন্টু - সে, যারা ফ্রন্ট করবে বা করবে না, তারাই বুঝবে। এটা আমার ইচ্ছে - এমনটা হোক।
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:০৭447862
  • মমতার কর্মদক্ষতা নিয়ে খুব উচ্চধারণা পোষণ করি তা নয়। তবে পিটির লিস্টিটা দেখে ফুট কাটার লোভ সামলাতে পারলাম না। লিস্টির এক নম্বরে কে আছে বলুন তো? পি চিদাম্বরম। মন্তব্য নিÖপ্রয়োজন। :)
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:১৫447864
  • এবার জয়দেব বসুর লেখা সম্পর্কে। কমপ্লিট বালখিল্য একটি লেখা।

    যুক্তির ফ্যালাসিটা দেখুন। ক্ষমতা থেকে চলে গেলেই যদি বেনো জল সব বেরিয়ে যায়, এটাই যদি পর্টি বাঁচানোর সহজতম উপায় হয়, তাহলে বুদ্ধবাবু এখনই পদত্যাগ করেছেন না কেন? ভোটে হার অনিবার্য, আর হারলেই সব বেনো জল বেরিয়ে তৃণমূলে চলে যাবে। সিম্পল। কিন্তু সেই সহজ সলিউশনটা না নিয়ে এখনও এক বছরে ঘুরে দাঁড়ানোর শপথ কেন নেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না।
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২২:২৪447865
  • এর উত্তর আজ অশোক দাশগুপ্তের লেখায় আছে। :)
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:২৬447866
  • আর দুই নম্বর পয়েন্ট হল, ক্ষমতা চলে গেলে খামোখা প্রোমোটাররা পার্টির নেতাদের সংস্রব ত্যাগ করবে কেন সেটা তো বুঝলামই না। প্রোমোটারই হোক বা পুলিশ, যদি পাঁচ বছর পরে ক্ষমতায় ফিরে আসার একটা চান্স থাকে, তাহলে সবাই নেতাদের সঙ্গে সুসম্পর্কই বজায় রাখবে। পাঁচ বছর পরে কাকে আবার স্যার বলতে হবে তো কেউ জানেনা। হ্যাঁ, প্রোমোটাররা দশ টাকার জায়গায় পাঁচ টাকা চাঁদা দেবে। পুলিশ টিএমসি নেতাদের একটু বেশি স্যার স্যার করবে। অঙ্গুলীহেলনে কর্মচারীদের বদলি করা যাবেনা, এইসব ডেফিনিটলি হবে। কিন্তু অ্যাজ সাচ সিপিএমের উপর বিপর্যয় নেমে আসবে এমন কিছু হবেনা।

    একমাত্র ব্যতিক্রম হল পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম হুগলী। মমতার গেমপ্ল্যান, আমার যদ্দূর আন্দাজ, ওখানে যৌথবাহিনীকে সিপিএমের পিছনে লাগানো। সেটা করলে, ঐ এলাকায়, সিপিএমের দু:খ আছে। পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় "রাজনৈতিক সংগ্রাম'টা আর করা যাবেনা। বরং প্রবল ঝাড় খাবার চান্স।

    কিন্তু সেটা ঐ একটা এলাকাতেই । বাকি জায়গাতে পুলিশ এবং ব্যবসায়ীরা, সিপিএমকে কেউ পুরোপুরি ছেড়ে যাবেনা।
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:৩৩447867
  • অশোক দাশগুপ্তর লেখা পড়েছি। তাতে "ওরা' ক্ষমতায় থাকলে রাজ্যের কি হাল হবে, তা মানুষ কিছুটা "বুঝবেন' বলে আশা প্রকাশ করা হয়েছে। কিন্তু মানুষ "বুঝলে' কি লাভ? তখন সিপিএম ক্ষমতায় থেকেই যাবে। আর বেনোজল বেরোবেনা। পার্টির সব্বোনাশ হবে।

    তার চেয়ে আসুন না কমরেডরা, জয়দেব বসুর কথা মানি। পদত্যাগ করি। ভোটে হারি। এবং পার্টিটাকে বাঁচাই। :)
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২২:৩৫447868
  • না না, ঐ জায়গাটা না। ৬ আর ৭ নং প্যারা। :)
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ২২:৩৬447869
  • ও: হো, তুমিও তো তাই লিখলে। মিশ্‌টেক। মিশ্‌টেক। :-(
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২২:৩৭447870
  • কিংবা অল্টারনেটিভলি, মেনে নিই, যে, ঐসব বেনোজল তাড়ানো-টাড়ানো আসলে ঢপের কথা। ওটা (যদি আদৌ লক্ষ্য হয়) সেকেন্ডারি। গুড টু হ্যাভ। আসল কথা হল ক্ষমতায় টিকে থাকা। ভোটে হার আসন্ন দেখলে এরকম দু-একটা ভালো ভালো কথা বলি। ক্ষমতা সামনে এলেই আবার সুর বদলে যাবে।
  • kc | 89.203.49.18 | ০৬ জুন ২০১০ ২৩:০৪447871
  • ঈশানের ১০:২৬ PM এর পোষ্টের পরিপ্রেক্ষিতে একটা কথা। মমতাদেবীর গেমপ্ল্যানের হিসেবে জায়গাটা শুধু পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম হুগলীই নয়, সিপিএমের পেছনে হুড়ো হবে বাঁকুড়া আর পুরুলিয়াতেও, আর এই এরিয়াগুলোতে এখনই বেশ কিছু লোক ঘরছাড়া, রাজনৈতিক কারণেই। যদি এই মানুষগুলো দ্যাখেন যে তাঁদের এই অবস্থাটা চলতেই থাকবে, তাহলে এঁদের একটা বড় অংশ তৃণমূল স্তরে মানে যাকে বলে গ্রাসরুট লেভেলে, বনপার্টির সঙ্গে হাতমিলেয়ে নিতে পারেন, বেঁচে থাকার তাগিদেই। সেটা হলে বেশ কিছুদিনের জন্য পশ্চিমবাংলা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।
  • Ishan | 122.163.3.153 | ০৬ জুন ২০১০ ২৩:১১447872
  • হ্যাঁ, বাঁকুড়া-পুরুলিয়ার একটা অংশটাও আমার যোগ করা উচিত ছিল।

    মমতাদেবীর গেমপ্ল্যানটা সহজ হবেনা, কারণ ওদিকে আবার চিদাম্বরম-সিপিএম এই ব্যাপারটায় একমত। স্টিল, করে ফেলতে পারলে সিপিএম কোনো রেজিস্ট্যান্সই দিতে পারবেনা। মাওবাদীরা নিজের মতো অ্যাজ ইট ইজ থাকবে। এই অবধি ঠিকই আছে। কিন্তু গৃহযুদ্ধের গপ্পোটা নিয়ে একটু আপত্তি আছে। ওটা তো সর্বভারতীয়। ঠিক বঙ্গীয় গৃহযুদ্ধ না। সেখানে বড়ো বড়ো পিলিয়াররা খেলেন। নানা ফ্যাক্টর আছে। যথা, স্বামী অগ্নিবেশ আবার এই সেদিন বলেছেন দেখলাম, সরকার-মাওবাদী আলোচনা দিন পনেরোর মধ্যে শুরু হতে পারে।
  • Mmu | 78.236.153.102 | ০৭ জুন ২০১০ ০১:৩০447873
  • PT আপনার লেখাটা পড়লাম ** মমতার কর্মদক্ষতা: UPA-২ এর ৩৯ জন মন্ত্রীর মধ্যে উনি ৩০% নম্বর পেয়ে ৩৪ .........
    পড়ে খুবই মজা লাগল কারন সর্ব ভারতীয় কোনো ব্যাপারে আপনাদের দিকে আঙ্গুল তোলা হলেই আপনারা প:ব: এর সাথে বিহার, ইউ পি ,এম পি, অসম, ত্রিপুরা এই সব রাজ্যের কথা নিয়ে আসেন, যেমন ধরুন আপনাকে কেউ প:ব: এর শিক্ষা নিয়ে প্রশ্ন করলে আপনি বলবেন "কেন, প:ব: তো শিক্ষায় বিহারের থেকে এগিয়ে, আবার কেউ কৃষি নিয়ে প্রশ্ন করলে বলবেন ' কেন প:ব: তো এমপির থেকে এগিয়ে এইরকম। দিল্লী বা মুম্বাই বা অন্য প্রভিন্সের কথা তোলেনই না।
    মমতার পরে আরো পাচ জন আছে (আপনাদের থেকে শেখা)।
    আর তা ছারা ঐ নাম্বারে কি কিছু যায় আসে ?
    আসলে মমতা হল ভারতের দি বেস্ট রেল মন্ত্রী, অস্বীকার করার উপায় আছে কি? না না এখানে বলতে হবে না । শুধু মনে মনে চিন্তা করুন আর একবার হলেও বলুন ব্যক্তি মমতা নয়- ' রেল মন্ত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ '

  • sda | 117.194.192.77 | ০৭ জুন ২০১০ ০১:৪০447875
  • জিন্নাবাদ জিন্নাবাদ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন