এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • IB | 59.93.206.181 | ২১ মে ২০১০ ১৩:০৩447776
  • ছেলে কোথায় থাকে জানা নেই। মেয়ে আই আই টি খড়গপুরে পড়াতো। সেও কোথায় থাকে জানা নেই। দীপাঞ্জন রায়চৌধুরী চার নং ব্রিজ থেকে ন্যাশনাল মেডিকাল যাবার রাস্তা দরগা রোডে থাকেন।
  • ranjan roy | 122.168.244.66 | ২১ মে ২০১০ ২৩:৫৩447777
  • PTর ১৮মে পোস্ট(আমাকে) নিয়ে:
    বেশ, PT , বেশ। বাবরি-মসজিদ ধ্বংসের পর বামেদের কংগ্রেসের ব্যাপারে পুরোনো অবস্থান বদলানো উচিৎ? ভালো বলেছেন। আমারো তাই মনে হয়!
    কিন্তু একি কথা শুনি আজ মন্থরার মুখে?
    আগামী লোকসভা অধিবেশনে কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্যে একজোট হয়ে রণনীতি নির্ধারণ করতে সিপিএম এর বাসুদেব আচারিয়া আর (আমার ব্যক্তিগত কারণে শ্রদ্ধেয়) সিপি আইয়ের গুরুদাস দাশগুপ্ত সোজা বিজেপি নেত্রী সুষমার চেম্বারে হাজির!!!!
    বামনেতাদের লজ্জা লজ্জা ভাব দেখে আড়বাণী বল্লেন-- আমরা তো কোনদিন মানা করিনি।
    পিটি,
    হয় আপনি পার্টি লাইন থেকে পিছিয়ে পড়েছেন। নয়তো দুমদাম করে কাউকে রাজনৈতিক দ্বিচারিতার লেভেল লাগানোর আগে দু'বার ভাববেন।
    আর সিপিএমকে কোণঠাসা করতে সমস্ত রাজনৈতিক দল এককাট্টা হয়েছে এমনতর আত্মপ্রসাদ ক্ষতিকর। ভারতীয় রাজনীতিতে আজ সিপি এম নাতো কেন্দ্রীয় অবস্থানে আছে, না বিশেষ বার্গেনের ক্ষমতা রাখে।
    প্রকাশবাবুর তৃতীয় ফ্রন্টের আমন্ত্রণ এক-এক করে সবাই ফিরিয়ে দিয়েছ।
    ""দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি।""
  • notice | 115.117.219.86 | ২১ মে ২০১০ ২৩:৫৮447778
  • অনিবার্য কারণবশত: এইসব বিষয়ে আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে।
  • ranjan roy | 122.168.244.66 | ২২ মে ২০১০ ০০:১৫447779
  • লসাগু'র কথায় সাড়া দিয়ে।
    কংগ্রেসের পজিটিভ সাইড(?):
    আমার হিন্দি বলয়ের এক বন্ধুরমতে-- কংগ্রেসের কোন স্পেসিফিক ইডিওলজিক্যাল লাইন নেই( বিজেপি ও বামেদের তুলনায়)।
    ফলে কংগ্রেস সবচেয়ে নমনীয় দল। সহজেই নানান ধরণের বিচার ও তার ফলোয়ারদের অ্যাকোমোডেট করতে পারে। এইটি একই সংগে কংগ্রেসের সবচেয়ে শক্তি ও দুর্বলতার দিক।
    তাই এই দলের মধ্যে আমরা বাম ও দক্ষিণ দুই চিন্তাধারার সমাহার দেখি। এই বিশাল বহু ভাষাভাষী- ধর্মের দেশকে চালাতে এরাই সবচেয়ে নমনীয় কর্মসূচী নিয়েছে। এই সিস্টেমের মধ্যে এদের বিকল্প কঠিন। আর সিস্টেমের বাইরে? অবশ্যই বাইরেই খুঁজতে হবে।
    দুই,
    আমার ছোটবেলা কেটেছে ভাতের জন্যে হাহাকার , চালের রেশনের লাইন ও একের পর এক খাদ্য আন্দোলন দেখে। শুনতাম ও বিশ্বাস করতাম চাষীর হাতে জমি না যাওয়া পর্য্যন্ত এটাই আমাদের নিয়তি। আমাদের পি এল ৪৮০র গম ও মাইলো এবং CARE এর দুধ খেয়েই থাকতে হবে। দক্ষিণপন্থীরা বলতো-- আসলে জনসংখ্যা বাড়ছে বলে খাবারে কুলোচ্ছে না।
    সেই অর্থে ভূমিসংস্কার অসমাপ্ত। কিন্তু উন্নত টেকনোলজির জোরে আজ দেশ খাদ্যে স্বয়মভর। চাল রপ্তানি করে। আমদানি করে না। শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি শিশুমৃত্যুর হার অনেক কমেছে এবং গড় আয়ু বেড়েছে। বুড়োদের অনুপাত বাড়ছে।:)))))
    তিন, কমিউনিকেশনের উন্নতি অভূতপূর্ব।
    ফলে আজ কালাহান্ডির মত দুর্ভিক্ষ বা পুরনো দিনের মত খাদ্য আন্দোলন হয় না।
    চার,
    শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বাম বুদ্ধিজীবীদের কংগ্রেস যেভাবে অ্যাডজাস্ট করেছে---
    উদাহরণ: রোমিলা থাপার, হাবিব তনবীর, অশোক মিত্র,উৎপল দত্ত ও জে এন ইউ এর অধ্যাপককুল।
    এতটা নমনীয়তা বামেরা দেখান না।
    আপাতত: এই। বেশি বল্লে ক্যাল খাবো।
  • ranjan roy | 122.168.244.66 | ২২ মে ২০১০ ০০:২১447781
  • আরো দুটো বলে নেই।
    পপুলিস্ট প্রোগ্রাম বিনা দ্বিধায় অন্যের থেকে কেড়ে নিতে এরা কখনও পিছপা হয় না।
    নরেগা, আই আর ডিপি এর উদাহরণ।
    সূচনার অধিকার, আমি মনে করি, গণতন্ত্রের ক্ষেত্রে উল্লেখনীয় পদক্ষেপ। রাজস্থানে অরুণা রায়দের আন্দোলনের ফলে তার থেকে শিখে ভারতে প্রথম আইন পাস করলো তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তেমনি বামেদের থেকে শিখে প্রয়োগ করেছে ত্রি-স্তরীয় পঞ্চায়েত রাজ।
  • Ishan | 122.163.3.94 | ২২ মে ২০১০ ০০:২১447780
  • নোটিসবাবু, প্রাণ খুব আনচান করলে স্বনামেই লিখুন না কেন? :)
  • EC | 59.93.211.166 | ২৩ মে ২০১০ ১৬:৪৮447782
  • পকাবু-স্থিকাবুদেরও কি ফাইভ ডেজ্‌ উইক?

    "নির্বাচন কমিশনের নিয়ম পালন করতে গেলেও হপ্তা মত বাকি। এতো আগে প্রচার/অপপ্রচার বন্ধ করাও বিধিভঙ্গের পর্যায়েই পড়ে।" - আদেশানুসারে - নি..
  • pinaki | 208.120.149.181 | ২৮ মে ২০১০ ০৩:৫২447783
  • এ কি রে ভাই। ইলেকশন কমিশন এসে এট্টু হুমকি দিল আর পকাবু স্থিকাবুরা গত্তে ঢুকে গেল!!!!! আমি বলে কিনা তৃ-প-বু-ভূ-২০ দেখবো বলে গুচ খুল্লাম আজ। আর এসে দেখি এই কান্ড।
  • aka | 24.42.203.194 | ২৮ মে ২০১০ ০৪:০৪447784
  • ইলেকশন কমিশনের হাত থেকে বাঁচার জন্য ক্যামোফ্লেজ করা হয়েছে ওপিনিয়ন পোল দেখুন।
  • pi | 128.231.22.89 | ২৮ মে ২০১০ ০৪:১৮447786
  • পড়া শেষ হল পিটি বাবু ? :)

    আর আগে যেন কতগুলো কোশ্চেন এর উত্তর এখনো বাকি। সাত না আট ... গুলিয়ে যায় :(
  • pinaki | 208.120.149.181 | ২৮ মে ২০১০ ০৪:২৭447787
  • অ, ক্যামোফ্লেজটা খ্যাল করি নাই। :-)
  • a x | 143.111.22.23 | ২৮ মে ২০১০ ০৪:৫৩447788
  • আবার কবর থুরি হৃদয় খুঁড়ে ব্যাদনা জাগায় এরা!
  • lcm | 69.236.166.15 | ২৮ মে ২০১০ ১২:৩৬447789
  • আরে, খেয়ালই করি নি। এই তো, রঞ্জনদা বলেছেন, বলেছেন। এবার...
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৪:৪৯447790
  • DRC র জন্য পিটি বাবু এ টইটাকে অচ্ছুৎ করে দিলেন ? :(
  • pi | 71.105.79.204 | ২৯ মে ২০১০ ২৩:১৫447791
  • পিটিবাবুর জন্য তুলে দিলাম। :)
  • pi | 71.105.79.204 | ৩০ মে ২০১০ ১৬:১৭447792
  • :(
  • AG | 117.194.64.231 | ৩১ মে ২০১০ ২২:১৩447793
  • কাজ কভু ফেলে রাখে?এখুনি করুন/মুখ্যমন্ত্রি আসে তুর্কি তরুণ/তিরিশ বছর ধরে,হর্তাল বন্ধ করে/নাক তো কবেই গেছে,পেলাম নরুণ।
  • dukhe | 122.160.114.85 | ০২ জুন ২০১০ ১১:৪৬447795
  • কিন্তু যা ট্রেন্ড, ব্রাত্যর ফাঁসি দেবে কে ? :)
  • Raj | 202.79.203.43 | ০২ জুন ২০১০ ১১:৫৪447797
  • আরে শাস্তি তো দুরের কথা ! তোষামুদেরা এক্কেরে লালেঝোলে হচ্ছেন দেখতেই পাচ্ছি
  • dukhe | 122.160.114.85 | ০২ জুন ২০১০ ১২:০০447798
  • এক তোষামুদে (সমীর আইচ) আবার বলেছেন বাপি ধর মোটেই সমাজবিরোধী নয় । লালেঝোলে তো হবেনই ।
  • PT | 203.110.247.221 | ০৪ জুন ২০১০ ১৩:৪৫447799
  • @pi
    এইটা কি কোন গ্রহণযোগ্য তুলনা? তাহলে তো বলতে হয় যে বাম সরকার অনেকের থেকেই ভাল কাজ করেছে!!
    Of the 27 Asian cities with population of over 10 lakh (1 million), Chennai and Delhi have been ranked as the worst performing metropolitan cities in terms of water availability per day, while Mumbai is the second worst performer, and Kolkata the fourth worst.http://business.rediff.com/slide-show/2010/jun/04/slide-show-1-world-environment-day-2010-water-shortage-grim-future-for-indian-cities.htm

    আগেও বলেছি, আবার লিখি: আমরা একদল ফেল করা ছাত্রের মধ্যে কে কম খারাপ সেই নিয়ে তক্কাতক্কি করছি। বিশ্বায়নের পরে তো বিশ্বের মাপকাঠিতে নিজেদের মাপলে বোঝা যায় যে অবস্থাটা সত্যি খারাপ। এর মধ্যে একজন অবিশ্যি এখনও বলে যাচ্ছেন যে এই অবস্থাতেও কলকাতা লন্ডন হবে!!
    http://ibnlive.in.com/news/kolkata-will-become-like-london-mamata/119275-3.html?from=tn
  • dukhe | 122.160.114.85 | ০৪ জুন ২০১০ ১৪:৩৭447800
  • বোঝো ! জলের ব্যাপারে ন্যাচারাল অ্যাডভান্টেজ নিয়েও কলকাতা ফোর্থ ওয়র্স্ট ? না: - মমতা না এলে কিছুই হবে না দেখছি ।
  • PT | 203.110.247.221 | ০৪ জুন ২০১০ ১৪:৫৫447801
  • ঠাট্টার কিছু নেই:
    In India, there are numerous expert government committees to look at water supplies and management, yet there has been no progress. The situation is just getting worse. Experts say water should be priced higher just like electricity for people to use it more judiciously.

    আর একজন বলে যাচ্ছেন যে জলকর বসাবেন না!!!
  • kallol | 115.184.2.150 | ০৫ জুন ২০১০ ১৩:২৩447802
  • অসাধারণ আত্মোপলবদ্ধি। করুণ স্বীকারোক্তি। মায়াবী আশা।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6

  • PT | 203.110.246.230 | ০৫ জুন ২০১০ ১৩:৩৫447803
  • যাঁরা বিশ্বাস হারাতে হারাতে নিরালম্ব বায়ুভূত রাজনৈতিক দর্শনের কোলে আশ্রয় নিয়েছেন, অন্যদের বিশ্বাসের জোর তাঁদের শঙ্কিত করবে বইকি!
  • SC | 63.112.62.114 | ০৬ জুন ২০১০ ০২:৪০447805
  • জয়দেববাবুর লেখাটা পড়ে অনেকক্ষণ হো হো করে হাসলাম। লেখাটা উনি সজ্ঞানে লিখেছেন তো?
    পরে আবার সুযোগ বুঝে ডিনাই করে দেবেন না তো।

    লেখাটা নিয়ে অনেক বক্তব্য আছে। বিস্তারিতভাবে লিখছি পরে,হাতের কাজগুলো সেরে এসে।
  • kallol | 115.242.168.206 | ০৬ জুন ২০১০ ১২:০৪447806
  • জয়দেব বসুর লেখা পড়েছেন কি পিটি? পড়েছেন ধরেই নিচ্ছি, এবং তার প্রতিটি লাইনে লাইনে একমতও হয়েছেন, ধরেই নিচ্ছি। ধরেই বা নেবো কেন। পিটি যখন এটা লিখছেন, ""যাঁরা বিশ্বাস হারাতে হারতে নিরালম্ব বায়ুভুত রাজনৈতিক দর্শনের কোলে আশ্রয় নিয়েছেন, অন্যদের বিশ্বাসের জোর তাঁদের শঙ্কিত করবেই"" তখন নিশ্চিত ভাবে জয়দেব বসুর লেখাটি পড়েছেন, এবং পুরোপুরি একমতও হয়েছেন।

    জয়দেব লিখছেন - ৩য় অনুচ্ছেদ, ১ম লাইন।
    ""বেনোজল বেরিয়ে যাওয়া শুরু হয়েছে। নিরক্ষর প্রোমোটারকে জলা বুজিয়ে বাড়ি বানাতেই হবে। সে জন্য এবার তাকে যেতে হবে তৃণমূলের কাছে। রাস্তা আটকে অটো স্ট্যান্ড করার জন্য ধরতে হবে তৃনমূলকে। ফুটপাথ জুড়ে হকার বাজার বসানোর জন্যও তৃণমূল। এতো দিন এর ওর ক্ষেতের ধান কেটেছি, পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছি, এবার আমার ক্ষেতের ধান কাটার, পুকুরে বিষ দেওয়ার পালা এসেছে। কিন্তু সে তো আমি হতে দিতে পারি না। ফলে তৃণমূলে আমায় যোগ দিতেই হবে। যেন তেন প্রকারেণ।""

    অর্থাৎ - স্বীকার করে নিচ্ছেন, জলা বোজানো নিরক্ষর প্রোমোটার এই ৩৩ বছর সিপিএমএর ছায়াতেই পালিত হয়েছেন।
    অর্থাৎ - স্বীকার করে নিচ্ছেন, রাস্তা আটকে অটো স্ট্যান্ড করার জন্য এই ৩৩ বছর সিপিএমকেই মুরুব্বি ধরেছিলেন রাস্তা আটকে অটো স্ট্যান্ড করার পান্ডারা।
    অর্থাৎ - স্বীকার করে নিচ্ছেন, ফুটপাথ জুড়ে হকার বাজার বসানোর জন্যও সিপিএমএর কোলই আশ্রয় ছিলো ঐসব কাজের মাথাদের।
    অর্থাৎ - স্বীকার করে নিচ্ছেন, যারা এর ওর ক্ষেতের ধান কেটেছে, পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে, এই ৩৩ বছর তারা সিপিএমই ছিলেন।
    এবার তারা তৃণমূলে যোগ দেবেন এবং নতুন আরএকটি রাজনৈতিক উপবর্গ তৈরী করবেন - তৃণয়েম।

    জয়দেব লিখছেন - ২য় পর্ব, ৩য় অনুচ্ছেদ, ১ম লাইন।
    ""একটু পরে পরেই উঠে যাচ্ছেন শিল্পপতি, কর্পোরেট কর্তারা। উদ্দেশ্য মহৎ, শ্রদ্ধা জানানো। কিন্তু গরমের কারনে তাঁরা গিয়ে বসছেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। সেখানে পাখাও চলছে। আতিথ্যের ত্রুটি নেই।""

    অথচ

    ২য় পর্ব, ৪র্থ অনুচ্ছেদ, ২য় লাইন।
    ""এই শিল্পপতি ও কর্পোরেট কর্তারা এখানে কেন? যে জন্য আজ এঁদের শ্রদ্ধা চাগিয়ে উঠেছে, সেই অগণিত 'কারণ'গুলি এখন রাস্তায়, শম্বুকগতিতে এগানো সারিতে। তাঁদের মাথার ওপর গনগনে সূর্য। বাতাসে আদ্রতা সর্বাধিক।""

    সর্বহারার দর্শনে বিশ্বাসী পার্টির কি নিরালম্ব বায়ুভুত অবস্থা!!! নাহ, ভুল লিখলাম নিরালম্ব বায়ুভুত হতে যাবে কেন, বালাই ষাঠ। আরও এক বছর গোয়েঙ্কা, টোডিরা আছে না!! জলা বোজানো নিরক্ষর প্রোমোটারেরা আছে না!! রাস্তা আটকে অটো স্ট্যান্ড করার পান্ডারা আছে না!!! ফুটপাথ জুড়ে হকার বাজার বসানোর মাথারা আছে না!!!! এর ওর ক্ষেতের ধান কাটার, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কারিগরেরা আছে না!!!!
  • kallol | 115.184.90.104 | ০৬ জুন ২০১০ ১২:১৯447808
  • এবার জয়দেবের বিশ্বাস।
    এই সব খারাপ লোকেরা, বেনোজলেরা, পার্টি থেকে বেরিয়ে গেলেই ভালো লোকেরা এসে সেই শূন্যস্থান পূরণ করবেন। যেমন ক্ষমতায় আসার পর ভালো লোকেরা পার্টি থেকে দূরে চলে গেছিলেন আর খারাপ লোকেরা সেই শূন্যস্থান পূরণ করেছিলেন।

    কেন? কেন সেই ভালো লোকেরা আসবেন? আবার পার্টি যাতে প্রয়োজনীয় জনাদেশ নিয়ে ফিরে আসে আর আবার সেই ভালো লোকেদের হঠিয়ে শূন্যস্থান পূরণ করতে চলে আসবে খারাপ লোকেরা - সেই ভবিষ্যতের জন্য??

    জয়দেববাবুর এই সব ""মূল্যবান"" পর্যবেক্ষণগুলো এতো কাল কোথায় ছিলো? এই সব দেখেও চুপ করে বসেছিলেন। শুধু চুপ করে বসেছিলেন না - এসবে সায় দিয়েছেন। এসবকে সমর্থন করে লিখেছেন। তা না হলে যে, এতো নাম এতো খ্যাতি সব জলাঞ্জলি যেতো।

    পিটি - দেখুন, চিনে নিন - বিশ্বাসের জোর ওয়ালাদের। একটা পরাজয়ের ধাক্কায় কিভাবে দেউলিয়া হয়ে যায়, ""ইস্পাত কঠিন সংগঠনের"" উপরতলার লোকজন।
    খারাপ লাগে অনামিকাদের জন্য।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন