এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রশ্ন

    Du
    অন্যান্য | ১২ মার্চ ২০১০ | ৭০০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ১২ মার্চ ২০১০ ২১:১০444117
  • বিজ্ঞানীদের সংস্পর্শে থাকার ফায়দা নিতে চাই। ছোটরা যখন প্রশ্ন করে তখন দেখি হয় কিছুই শিখিনি বা বুঝিনি নয় ভুলে গেছি। অন্তত: আমার এতটাই খারাপ অবস্থা। আগুন কি, আলো বা ভ্যাকুয়াম দিয়ে কি করে যায় এগুলো মাথায় আসে না খুঁজে বের করতে হয়। তাই ভাবলাম এখানে লিখে দেব - আর ভালো উত্তর পেয়ে যাবো ছোটদের বোঝানোর মতো করে। কেমন?
  • Du | 65.124.26.7 | ১২ মার্চ ২০১০ ২১:১৩444228
  • আপাতত: এই যে - মহাকাশযান যখন শুন্যে যায় তখন জ্বালানী কিছু থাকে কি? থাকলে সেটা জ্বলে কি করে?
  • Samik | 219.64.11.35 | ১২ মার্চ ২০১০ ২১:৩৫444273
  • :-) জুল ভের্ন থেকে আজকের যুগ পর্যন্ত মহাকাশযানের জ্বালানীর রকমফের ঘটেছে।
  • Du | 65.124.26.7 | ১২ মার্চ ২০১০ ২১:৪৩444284
  • হায়, ঐ লিং গুলোই তো আমি খুঁজে বার করি। সে জায়গায় আপুনাদের ভাষায়, একটু ছোটদের মতো করে আরো ভালো লাগতো না? সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার অনুরোধ করছি। মানে সামনের বইমেলায় ছোটদের জন্য চটি/প্ল্যাটফর্ম হীল একটা কিছু হয়ে যাবার মতো।
  • Binary | 148.141.31.16 | ১২ মার্চ ২০১০ ২১:৫২444295
  • আমার যেটুকু স্বল্প বুদ্ধিতে জানা আছে।

    রকেট ফুয়েল, আজকের যুগে, মুলত: তরল হাইড্রোজেন আর তরল অক্সিজেন। আক্সিলারি ট্যাঙ্কে দুটি আলাদা আলাদা প্রোকোষ্ঠে থাকে, আর দুটি প্রোকোষ্ঠের মাঝে থাকে কন্ট্যাক্ট এরিয়া। এইখানে, তরল হাইড্রিজেন আর তরল অক্সিজেন বার্ন করে, এর জন্য, আলাদা অক্সিজেন এনুঘটকের দরকার হয় না। এমনিতেই, একবার অর্বিটাল ভেলোসিটিতে চলেগেলে, স্পেশক্রাফটের নিজস্ব এনার্জি প্রয়োজন ছাড়া, কোনো থ্রাস্ট দরকার না হওয়ার-ই কথা।
  • Arpan | 122.252.231.12 | ১২ মার্চ ২০১০ ২২:০২444306
  • হ্যাঁ, তখন বাকি প্রয়োজনটুকু সোলার প্যানেল দিয়ে মিটে যয়।
  • M | 59.93.201.225 | ১৪ মার্চ ২০১০ ১১:৫৫444317
  • বাহ! এটা ভালো হলো, আমায় ও হাজারো প্রশ্নের সামনা করতে হয় রোজ।

    আপাতত: কয়েকটা,

    কে প্রথম লিখেছিলো?

    সুপার কম্পু কত তাড়াতাড়ি একটা ব ও ও ও ও ড় অ্যাডিশন করতে পারবে?

    হরমোন কেমন দেখতে?

    হোয়াট ব্লাড সেল কপ্রকার? ক্যামন করে জানলে?

    আরো প্রচুর আছে।
  • SB | 114.31.249.105 | ১৫ মার্চ ২০১০ ১৫:৩৮444328
  • প্রথম প্রশ্নটার সম্মুক্ষীন আম্মো হয়েছি, সহজ উত্তর,গুহামানবরা (কলকাতাতে থাকলে একবার সাইন্স সিটি ঘুরিয়ে নিয়ে আসা যেতে পারে, বাকি যায়গাতেও এরকম কিছু আছে নিশ্চই) প্রথমে এঁকেছিল, কিন্তু সব্বর আঁকা ভাল নয় বলে ঠিক করা হল সিম্বল দিয়ে আঁকাকে রিপ্রেসেন্ট করতে হবে, সেই সিম্বলই প্রথম লেখা।

    ২। এক সেকেন্ডে (এক সেকেন্ড কন্সেপ্টটা আমার মেয়ের এখনো তৈরী হয়নি মনে হয়, এক মিনিটের সাথে গুলিয়ে ফেলে;-) তাই এক সেকেন্ডের কম কোন কিছুতে এখনো এগইনি)

    ৩। হলুদ, লেমন ইয়েলো টু বি প্রিসাইজ

    ৪। মাইক্রোস্কোপে দেখা যায়, যখন ১১ ক্লাসে উঠবে তখন দেখতে পাবে (এতে করে আমার ধারনা পড়াশোনা করে পরের ক্লাশে যাওয়ার একটা প্রেরণা দেওয়া হোল :P)
  • SB | 114.31.249.105 | ১৫ মার্চ ২০১০ ১৫:৪১444118
  • কেউ একজন গল্প নামে একটা সুতো খুলে কিছু গল্প নামি য়ে দিক, আম্মো হেল্পাবো। রোজ রোজ নতুন নতুন গল্পের খোঁজে নাকাল!
  • Arijit | 121.242.15.238 | ১৫ মার্চ ২০১০ ১৫:৫০444129
  • আমার শুধু একটা প্রশ্নেরই উত্তর চাই - "ট্যানো' (কেন)।

    পায়ের ওপর লাফাতে শুরু করলে আমি হয়তো বল্লাম - মাম্মা, পায়ে লাফাস না।
    ট্যানো?
    আমার পায়ে ব্যথা তো।
    ট্যানো?
    আমি পড়ে গিয়েছিলাম তো।
    ট্যানো?
    আমাকে দুটো ভৌ ধাক্কা মেরেছিলো তো।
    ট্যানো?
    কি করে জানবো?
    ট্যানো?
    ...

    এরকম করে চলতেই থাকে...
  • Samik | 219.64.11.35 | ১৫ মার্চ ২০১০ ১৫:৫৬444140
  • এদিকে একটা বহুদিনের পেন্ডিং প্রশ্ন আজও সল্‌ভড হয় নি।

    করে ফেলি আবার প্রশ্নটা?

    অ্যাঁ?

    পক্ষীরাজই যদি হবে, তো ন্যাজ নেই কেন?
  • SB | 114.31.249.105 | ১৫ মার্চ ২০১০ ১৬:১২444151
  • পক্ষীরাজ তো ঘোড়া, ন্যাজ তো আছে, pegasusএর ছবি দেখালেই চলবে :)
  • SB | 114.31.249.105 | ১৫ মার্চ ২০১০ ১৬:২১444162
  • অরিজিতের জন্যে:

    ট্যানোর আনেন্ডিং লুপ চলতে দেওয়াই যায়, তবে আমি দেখেছি কিছুক্ষন পরে লুপটা ক্লোজ হয়ে যায়।

    eg, কি করে জানবোর বদলে:
    দুটো ভৌ ঝগড়া করছিল

    ট্যানো?

    ভৌরা খুব দুষ্টু তাই ঝগড়া করে, তুমি তো জানো দুষ্টুরা ঝগড়া করে?

    হ্যাঁ

    তুমি কি ঝগড়া করো?

    না

    তুমি খুব ভাল

    কি জেন কয়, মধুরেণ ..... :))

    এতে করে বেশ কয়েকটা অবজেক্টিভ ফুলফিল করে ফেলা যায়।

    ১। দুষ্টুরা ঝগড়া করে, তুমি ঝগড়া করলে তোমাকে দুষ্টু বলা হবে, মেয়ে আর ঝগড়া করবে না। কারন একটু আগেই সিদ্ধান্ত হয়েছে যে সে ভাল!

    ২। করোলারি : প্রমাণ করা হোল যে সে খুব ভাল, এতে তার মরাল বুস্টিং হোল :)

    ৩। কুকুর কেনার বায়না থাকলে তাতে জল ঢেলে দেওয়া হোল :)

    ভেবে দেখো!!
  • saikat | 202.54.74.119 | ১৫ মার্চ ২০১০ ১৬:২৯444173
  • শিশুর জ্ঞানপিপাসাকে রুদ্ধ করা হচ্ছে।
  • PT | 203.110.243.21 | ১৫ মার্চ ২০১০ ১৬:৩০444184
  • ভগবান তুমি যুগে যুগে দূত.......
  • a | 208.240.243.170 | ১৫ মার্চ ২০১০ ১৬:৩৬444195
  • বেসিকালি, প্রশ্নের উত্তরে প্রশ্ন করে তাকে disorient করে দিতে হবে। গভীর চক্রান্ত (সিপিয়েমের ও হতে পারে)

    আমার প্রশ্ন, নিউমোনিয়ার ঐ নাকের ডগায় Pটার কাজ কি? সত্যি কেন ওটার জন্ম?
  • Blank | 170.153.65.102 | ১৫ মার্চ ২০১০ ১৬:৪৬444206
  • ওটা নাকের পোঁ (P) টা
  • Lama | 203.99.212.53 | ১৫ মার্চ ২০১০ ১৭:২৯444240
  • একধরনের বাচ্চা থাকে, যার কথোপকথনটাকে এগোতেই দেয় না। যেমন:

    বাবা: প্রতাপাদিত্য নামে এক্‌জন রাজা ছিলেন।

    শিশু: কে ছিলেন?

    বাবা: রাজা।

    শিশু: রাজার নাম কি?

    বাবা: প্রতাপাদিত্য ।

    শিশু: তিনি কে ছিলেন?

    বাবা: রাজা ।

    শিশু: কজন রাজা?

    বাবা: একজন।

    শিশু: একজন কি?

    বাবা: রাজা।

    শিশু: নাম কি?

    বাবা: !@#$%^&*()@ গদাম! গদাম!! গুম!!! ঠাস! ঠাস!!!
  • Manish | 117.241.228.169 | ১৫ মার্চ ২০১০ ১৮:২০444251
  • ভ্যাআআআআআআআ
    সোনা কাঁদে না এই নাও টফি।
  • Lama | 203.99.212.53 | ১৫ মার্চ ২০১০ ১৮:৩১444255
  • এইমাত্র মনে পড়ল- এই শিশু আর প্রতাপাদিত্যের গল্পটা শিবরাম চক্রবর্তীর লেখায় পড়েছিলাম।
  • Arpan | 204.138.240.254 | ১৫ মার্চ ২০১০ ১৯:২০444256
  • (চোখের জল মুছিয়া)

    কী নেবো?
  • nyara | 122.167.249.187 | ১৫ মার্চ ২০১০ ২৩:২৯444257
  • আচ্ছা, শিব্রামের ঝাঝা স্টেশনে নবিয়ে দেবার গল্পটার নাম কী কারুর মনে আছে? আমি বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না।
  • Lama | 203.99.212.53 | ১৫ মার্চ ২০১০ ২৩:৩৮444258
  • ন্যাড়াদা, একটু হিন্ট দেবেন গল্পটার? কয়েকটা চেনা গল্পের মধ্যে গুলিয়ে যাচ্ছে আর কান মাথা ঝাঁ ঝাঁ করছে ।
  • nyara | 122.167.249.187 | ১৫ মার্চ ২০১০ ২৩:৪৬444259
  • এই রে! ঐ গল্পের যে হিন্ট কী করে দেব জানিনা।

    ওই সেই একজন ট্রেনে যেতে গিয়ে সহযাত্রীকে বলেছিল ঝাঝা স্টেশনে নাবিয়ে দিতে। ভদ্রলোকের ঘুম নাকি অসম্ভব গাড়। কেউ জাগাতে এলে ঘুমের ঘোরে গালমন্দ থেকে শুরু করে মারধোর অব্দি করেন। ঝাঝা আসবে ভোর চারটেয়। সহযাত্রী আশ্বস্ত করেছিলেন তিনি মারধোর খেলেও ঠিক সময়ে ওনাকে ঝাঝায় নাবিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন।

    পরের দিন ভোরবেলা দেখা গেল ভদ্রলোক অন্যজনকে তেড়ে গালমন্দ করছেন কেন তাকে ডেকে দেওয়া হয়নি বলে। অন্যজন মিটিমিটি হাসছেন। সবাই বলল, "এখনও হাসছেন?" তখন সেই অন্যজন বললেন, 'ইনি আর কী বলছেন। যে ভদ্রলোককে রাত চারটের শীতে ঝাঝা স্টেশনে নাবিয়ে দিলাম, তিনি কী বলছেন ভাবুন!"
  • Lama | 203.99.212.53 | ১৫ মার্চ ২০১০ ২৩:৪৯444260
  • গল্পের নামটা পেটে আসছে মুখে আসছে না মতো একটা ব্যাপার হচ্ছে। বাড়ি গিয়ে শিবরাম রচনাসমগ্র খুলে বসতে হবে আজ।
  • kallol | 124.124.93.202 | ১৬ মার্চ ২০১০ ১০:০৯444261
  • আমার এট্টা পোস্নো আচে - ডাগদার গুরুদের কাচে।
    পায়ের তলায় কড়া(যাকে কেউ কেউ গুঁফো-ও বলে - ইং callus) পড়ে কেন?
    না না উইকি খুড়ো দেকাবেন না। ওসব আম্মো-ও জানি। চাপ/ঘসা লেগেলেগে চামড়া মোটা হয়ে যাওয়া। আমার দুপায়েই টো-এর কাছে দুটো ইয়াব্বরা আছে, আমার ইস্কুলবেলা থেকে। চলতে গেলে বা দাঁড়িয়ে থাকলে চাপ পড়ে, ব্যথা হয়। তাই ওটার ওপর চাপ না দিয়ে হাঁটি, দাঁড়াই। তাতে নিশ্চই পায়ের অন্য যায়গায় বেআক্কেলে চাপ পড়ে। সেখানে তো কড়া পড়ে না। উল্টে এটা বাড়ে। মাঝে মাঝে কাটতে হয়। কর্ণ-ক্যাপে কিস্‌সু হয় নাই। হোমিওপ্যাথি করে বাঁ পায়েরটা ডান পায়ের চেয়ে নরম হয়েছিলো (হোমিও ডাগদার বলেছিলেন হোমিওতে অমন নাকি হয় - ডান বাঁয়ে আলাদা এফেক্ট)।
    এক হাতুড়ে (সে মুল্লুকে মুল্লুকে কড়া কেটে/সারিয়ে বেড়ায়)। আমাদের ক্যাওড়াতলায় বাস্তুহারা বাজারে অনেকের সারিয়েছে। আমার বন্ধু তাকে পাকড়ে আনে। তারটা নাকি এ সারিয়ে দিয়েছিলো। সে আমারটা এগজামিন করে নিদান দেয় - এটা স্টোনচিপ - সারবে না। লি টমটম। সারবে না মনে? সে বল্লো - অমনার মালটায় শেকড় নেই। ওরটায় ছেলো, সেটা হাপিস করে দিতে সেরে গেছে।
    এই মোটামুটি।
  • Arijit | 121.242.15.238 | ১৬ মার্চ ২০১০ ১০:২৭444263
  • খুব বেশি প্রেসার আর ঘষায় হয়। আরেকটা সিমিলার জিনিস আছে - নামটা এক্ষুনি মনে পড়ছে না - ভি দিয়ে কিছু। এগুলো অনেক সময় আবার ইনফেকশন থেকে হয় - নোংরা কোথাও খালি পায়ে হাঁটলে। আমার হয়েছিলো - ঋতি হওয়ার পর অনেক জিনিস গ্যারেজে ডাম্প করেছিলাম - তখন মনে হয় খালি পায়ে গেছিলাম বার কয়েক। তো কর্ন রিমুভার দিয়ে কিসুই হল না। একবার ছুরি দিয়ে কপ্‌ করে কেটে দিতে গলগলিয়ে রক্ত...তাপ্পর ডাক্তার দেখালুম - তো সে ওই অন্য নামটা বল্ল। ওরও ওই কর্ন রিমুভারের মতন ওষুধ হয় - বেসিক্যালি একটা লিকুইড (সম্ভবত: কোনো অ্যাসিড মিক্স) অল্প তুলো দিয়ে লাগাতে হয় - শুধু ওই অ্যাফেক্টেড জায়গাটাতে। আর রোজ রাতে সেই লেয়ারটা তুলে ফের আরেক লেয়ার চাপাতে হয়। এই করতে করতে চামড়াটা ক্ষইতে থাকে, আস্তে আস্তে উঠে আসে - আর আল্টিমেটলি ওই শেকড় শুদ্ধু উঠে আসে - তখন বেশ একটা গর্ত মতন হয় - সেটা পরে ভরে যায়।

    http://www.americanfootcare.com/af-foot_conditions.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন