এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 173.128.224.217 | ০২ এপ্রিল ২০১০ ১০:২৬444030
  • আরে এইডাও বোঝে না। ছিন্নমস্তা মন্দিরে থাকুক ঠিক আছে। উঠোনে এসে বসলে ভারী বিপদ। বুকা এক্কেরে।

    অলটারনেট ব্যাখ্যা: পাশের পাড়ায় গিয়ে উঠুক, প্রতিবেশীর ঘর জ্বলুক। তখন ওদের দুধেল গরু দড়ি ছিঁড়ে এসে আমাদের গোয়ালে দুধ দেবে।
  • Manish | 117.241.229.86 | ০৩ এপ্রিল ২০১০ ১৮:০১444032
  • একই কথা/বিষয় নিয়ে লিখতে লিখতে সবাই হাপিয়ে উঠেছে তাই এই টই ঈস্টবেঙ্গল ফোবিয়ায় ভূগছে। ঈ:বে: পয়েন্টের মতো এই টইয়ের কাউন্ট বাড়ছে না।
  • PT | 203.110.246.230 | ০৪ এপ্রিল ২০১০ ১২:১৩444033
  • প: বঙ্গ কেন্দ্রিকতা এইই টইটির একটি বিশেষ সমস্যা বা সীমাবদ্ধতা। তৃ-কং যেহেতু এখন কেন্দ্রীয় সরকারের অংশ, কেন্দ্রের আর্থিক বা রাজনৈতিক সমস্ত কাজের অংশীদার, সেহেতু UPA-2-র কার্যক্রমের ভাল মন্দের দায় তৃ-কং-এর ওপরেও বর্তায়। ধরে নেওয়া যেতেই পারে যে ২০১১-তে দিদি মূখ্যমন্ত্রী হলে লোক দেখানো হালুম-হুলুম ছাড়া মোটামুটি UPA-2-র ঘোষিত লাইনেই থাকবেন। সেক্ষেত্রে UPA-2-র আর্থ-সামাজিক নীতি কিভাবে প: বঙ্গের ""৩২ বছর ধরে নিপীড়িত ও শোষিত"" মানুষের জীবনে ""পরিবর্তন"" (অবশ্যই সিপিএমের ঔদ্ধত্য চূর্ণ হওয়া ছাড়াও) আনবে তা নিয়ে যদি তৃ-পন্থী পকাবুরা একটু আলোকপাত করেন তাহলে এই টইটি নবজন্ম লাভ করতে পরে।
  • kallol | 115.184.49.106 | ০৪ এপ্রিল ২০১০ ১৩:২৮444034
  • শিবুর Date:29 Mar 2010 -- 06:21 PM পোস্টে এর উত্তর আছে।

  • PT | 203.110.246.230 | ০৪ এপ্রিল ২০১০ ১৪:৫৪444035
  • অনেকে কি আলোচনাটা চালাতে ভয় পাচ্ছেন? কেননা কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকতে থাকতে তুরুপের তাসের ""পরিবর্তনের"" ইচ্ছের ফাঁকিটা বা আসল রূপটা ধরা পড়ে যাচ্ছে? কারণ এখন তো ""বিরোধী"" দের দিয়ে সরকারকে অপসারণের ব্যাপারটা আর থাকছে না -- ভোটে জিতলে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দলেরাই রাজ্য সরকারকে অপসারণ করবে। অর্থাৎ এখন রাষ্ট্রই রাষ্ট্রের জায়গা নেবে!! সেইজন্য আলোচনাটা প: বঙ্গ কেন্দ্রিক থাকলেই ভাল হত?
  • kallol | 115.242.255.35 | ০৪ এপ্রিল ২০১০ ১৭:৪৯444036

  • Manish | 117.241.228.251 | ০৫ এপ্রিল ২০১০ ১৬:১৬444037
  • ও ঔ

  • aka | 168.26.215.13 | ০৫ এপ্রিল ২০১০ ১৮:০৮444038
  • অ: আ:
  • Manish | 117.241.229.2 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:২০444041
  • এ কি আমি ও ঔ লেখার জন্য PT আমাকে পকাবু বানিয়ে দিলো।
    আমি কি সুন্দরভাবে অক্ষরমালা সাজিয়ে এই টইয়ের কাউন্ট বাড়াতে সাহায্য করছি।
  • bb | 115.113.115.132 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:৪৪444043
  • এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে কে কি বলেন জানতে উৎসুক হলাম । বিশেষ করে কবীর সুমনের মতো মাওবাদীদের প্রতি সহানুভুতিশীল ব্যক্তিরা
    http://ibnlive.in.com/news/naxals-ambush-crpf-team-73-killed/112766-3.html?from=tn
  • kallol | 124.124.93.202 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:০০444044
  • বিবি - আলাদা করে এটা নক্কারজনক ঘটনা কেন? উল্টোটা হলে কি হতো?
    আমি যেকোন হিংসার বিরুদ্ধে। মাওবাদীরা যে পথে সমাধান বাতলাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল পথ। হিংসা কোন সমস্যার সমাধান নয়। কিন্তু যেখানে রাষ্ট্র মাওবাদীদের সাথে যুদ্ধ করছে, সেখানে মাওবাদীদের হাতে কিছু সৈনিক মারা যাওয়া, আলাদা করে নক্কারজনক হবে কেন? যখন মাওবাদীরা মারা যায় তখন তো নক্কারজনক বলেন না। লিংক দেন না। দুটো-ই সমান নক্কারজনক।
  • kallol | 124.124.93.202 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:১৭444045
  • এসবি - এটা নিয়ে লিখবো না ভেবেছিলাম। করন লিখলেই সেই ক্লান্তিকর একঘেয়ে, অযৌক্তিক কিছু পোস্ট পড়বে। তবু, এপিডিআরের সাথে তার জন্মলগ্ন থেকে ছিলাম তাই দায় বর্তায়।
    ১৯৭২ সালে ৫ নং মদন বড়াল লেনে এপিডিআরের জন্ম। ঐ বাড়িতে ভাড়া থাকতেন কপিলবাবু(ভট্টাচার্য্য)। কপিলবাবুর পরিচয়, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নদী বিশেষজ্ঞ। উনি এবং মেঘনাদ সাহা DVCর বিরোধীতা করেছিলেন।
    কিছুকাল পরে ১৯৭৩ সালে এপিডিআর অফিস, রাজাবাজার সায়েন্স কলেজের পিছনে কালিদাস সিংহ লেনে চলে যায়। তারপর আরও দুএক জায়গা ঘুরে, ১৯৭৭এ পাকাপাকিভাবে আবার ৫ নং মদন বড়াল লেনে ফিরে আসে। কপিলবাবু এবং তিলোত্তমাদির (কপিলবাবুর সহধর্মীনী) প্রয়ানের পর, ঐ বড়িতে ওদের পরিববের আর কেউ থাকতেন না।
    ভাড়ার ব্যাপার বলতে পারবো না। তবে ভাড়া না দিয়ে যদি কেউ থেকে থাকে তো তার দায় এপিডিআরের ওপর কেন বর্তাবে? সুজাত এপিডিআরের সম্পাদক ছিলো, এখন নয়। ব্যক্তি সুজাতর ওপর কেন দায় বর্তায় তা বুঝলাম না। বাড়ির মালিক বাড়ি খালি করতে বলতে পারেন। তাতে এপিডিআরের আপত্তি থাকলে, তিনি মামলাও করতে পারেন।
    আর মজলিশের কথা যদি বলেন, তো যেকোন জীবন্ত সংগঠনের অফিসে বিকাল সন্ধ্যে থেকে রাত অবধি কি হয়, তা নিশ্চই তোমার অজনা নয়। তুমিও হয়তো এরকম ""মজলিশ"" প্রচুর করেছো। সেটা গণশক্তির প্রতিবেদকেরও অজানা নয়। তবু ""আমি কি জানি - লোকে বলছে"" বলে ""মজলিশের"" দায় চাপানোটা বেশ ছেলেমনুষি গোছের বদমায়েশি গোছের লাগলো।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:২২444046
  • গণশক্তির লাস্ট লিংকটা তো খুলছে না!
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:৪৭444047
  • কল্লোলদা, সুজাত ভদ্র নিজেকে নিরপেক্ষ বলে দাবী করেও তিণোমূলের সাথে যোগাযোগ রেখে সিপিএমের পিছনে কাঠি করছে বলে সিপিএমের মনে হয়েছে, তাই সিপিএমের মুখপত্র গণশক্তি সুজাতর পিছনে লেগেছে। সুজাতও যে ধোয়া তুলসীপাতা নন সেটাই প্রমাণ করা আরকি। বাড়িটার চাবি বোধয় সুজাত বাবুর কাছেই, রেডিয়ামের কাছ থেকে কোন এক পাওয়ার অফ অ্যাটর্নির দ্বারা, সেই জন্যে অভিযোগের অভিমুখ সুজাতর দিকে।

    বাকি বিদ্বজনেরা তো কেটে পরেছেন, অথবা রেলের টাকায় ফুর্তি করছেন বলে অলরেডি মুখে চুনকালি, সুজাত নিষ্কলঙ্ক ছিলেন, তাই এইসব। বোঝেনই তো!

    সুজাত ভদ্র গণশক্তির বিরুদ্ধে মানহানির মামলা না করে শুধু একটা চিঠি পাঠালেন দেখেই হেব্বি মজা লাগলো, তাই দিলাম আর কি লিঙ্কটা, মজা তো ভাগ করে নিতে হয় বলে শিখেছিলাম, সেই জন্যে :)
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:৪৯444048
  • অরিজিত, আজকের গণশক্তির চিঠিপত্র বিভাগ, চার নং পাতা।
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:০৬444049
  • ৭৪ জন সিআরপিএফের মৃত্যুর পরে একটা কথাই মনে হোল, এই গতকালই চিদুবাবু কিসব উপদেশ দিয়ে গেলেন বুদ্ধবাবুকে, দা বাক স্টপ্স হিয়ার ইত্যাদি, এখন কেউ যদি চিদুবাবুকে বলে, "মাইন্ড ইয়োর ওন বাক,' তখন???
  • PT | 203.110.246.230 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:১৮444051
  • জানি মশায়, এ এক রোগ - অযৌক্তিক প্রশ্ন করা। কিন্তু লিং-এর ১৮ মদন বড়াল লেন আর 05:17 PM-এর ৫ মদন বড়াল লেন কি একই বাড়ি? আরও জানতে চাই যে কন্যা ভাড়াটে হিসেবে উত্তরাধিকারিণী যদি আইনসঙ্গত ভাবে হয়েও থাকেন, এ পি ডি আর কিভাবে সেই বাড়িতে অফিস চালানোর দাবিদার হতে পারে? বাড়ির মালিক কি এ পি ডি আর-কে বাড়িটি ভাড়া দিয়েছিলেন? আর কন্যা মৃতা হলে কেস তো আরও গুবলেট!!

    পু: আমি গণশক্তি স্পর্শও করিনা। SB খামকা এই গোলমালটা পাকিয়ে দিলেন!!
  • aka | 168.26.215.13 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:২২444052
  • একটা কোশ্চেন আছে, ঐ 'বাক স্টপস হিয়ার' মানে কি? আমি শুনেছিলাম 'বাস স্টপস হিয়ার" মানে তুমিই শেষ, দণ্ডমুণ্ডের কর্তা। এটার মানে কি টাকা তোমার কাছে থমকে যায়। বুইতে পারি নি। সেদিনই জিগাবো ভাবলাম হয় নি।
  • PT | 203.110.246.230 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:২৪444053
  • চিদুবাবু দু:খপ্রকাশ করেছেন। বলেছেন "We were trapped""-যদিও সেটি ঐতিহাসিক নাকি এমনি ভুল সেরকম কিছু জানাননি।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:২৬444054
  • বাক্‌ স্টপ্‌স উইথ মি - কথাটার মানে দাঁড়ায় আমি নিজে এর দায়িত্ব নিচ্ছি, যা বলার আমাকে বলো। আর পাসিং দ্য বাক্‌ মানে দায় এড়ানো।

    দুটোর কোনোটাই "স্ল্যাং' বলে মনে হয় না। ফালতু হইচই।

    তবে মন্ত্রী-সান্ত্রী গোছের লোকজন এসব বলতে পারেন কি পারেন না সেই বিষয়ে সাংবিধানিক কিছু আছে কিনা জানি না। অনেক শব্দই নাকি "অসংসদীয়' বলে বাদ দেয়।
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:২৯444055
  • বাক স্টপস হিয়ার আছে :)

    http://www.phrases.org.uk/meanings/the-buck-stops-here.html

    তবে আমি যেটা বল্লাম, সেই মাইন্ড ইয়োর বাক বোধয় নেই ;-)
  • nyara | 121.134.254.179 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৩০444056
  • ওটি একটি মার্কিনি লব্জ। এই সেদিনও ওবামাসাহেব কথাটি ব্যবহার করেছেন। আর কে না জানে সাম্রাজ্যবাদী লব্জ খাঁটি কম্যুনিস্টের কাছে বিষবৎ। কাজেই বুদ্ধবাবু খারাপ কিছু বলেননি।
  • PM | 58.8.116.211 | ০৬ এপ্রিল ২০১০ ১৮:৪৩444057
  • কল্লোল বাবু বোধহয় civilisation আর Rule of law এর basic concept টাকে-ই Challange কোরছেন। মানে পাসের বারিতে ডাকাতি হোলে ব পাসের বারির মেয়েটাকে rapemurder করলে police কিছু বোলে্‌ত পার্বে না। বোললে দুজোনেই সোমান দোষী , কল্লোল্‌দার মতে :)।

    ঠিক-ই তো.... একের পর এক খুন হবে আর police খমা-সুন্দর চোখে তাকিয়ে দেখবে।
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৯:১৭444058
  • এই পোস্টটা দেখে মনে হোল ইন্টারপ্রিটেশন একটি শিল্প বিশেষ!!!!!

    শিল্প অর্থে আর্ট।
  • PM | 58.8.116.211 | ০৬ এপ্রিল ২০১০ ২২:৪৪444059
  • SB , পাশের বাড়ি বললাম বলে ওতোটা খারাপ লাগলো। পাশের বাড়ির যায়গায় " লালগড়" অর মেয়ের যায়গায় CPM পড়ুন, দেখবেন দিব্বি একমত হতে পারছেন :)

    বিপদটা নিজের বাড়ির চৌকাঠে এসে পড়লেই একটু সমস্যা :)

  • rabaahuta | 117.194.226.115 | ০৬ এপ্রিল ২০১০ ২২:৫৩444060
  • হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
    অসহায় নারীপ্রতিম সিপিয়েম
    ও মশাই, পেট ফেটে গেল যে
    উ:
    হাফ পাফ
    আর পারিনা আর পারিনা
  • bb | 117.195.167.63 | ০৬ এপ্রিল ২০১০ ২৩:০৭444063
  • কল্লোল একাধারে হত্যার নিন্দে করছেন পরক্ষণেই তাকে প্রকারন্তরে সমর্থন করছেন। এই যুক্তিগুলি ভীষণ জোলো।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন