এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ২৫ মার্চ ২০১০ ১১:১৮443967
  • অফিসে আবাপ পড়ি না তেমন। ফাফ নাই তো! :-(
  • a x | 99.165.170.39 | ২৫ মার্চ ২০১০ ১১:১৮443966
  • আরে না, সায়েন্স তো কোনোকালে এসএফআই জেতেনা!
    WTI জিতেছে।
  • Arijit | 121.242.15.238 | ২৫ মার্চ ২০১০ ১১:১৮443965
  • দ্যাখো। কি বল্লাম আর কি বুঝলো।

    পরিবর্তনের হাওয়া ওঠেনি মানে status quo রয়েছে!
  • Arpan | 216.52.215.232 | ২৫ মার্চ ২০১০ ১১:১৮443964
  • ও, আচ্ছা। অক্ষদার পোস্ট খেয়াল করিনি। পরিবর্তনের হাওয়া বলে অরিজিত বিভ্রান্ত করে দিয়েছিল। :)
  • Arijit | 121.242.15.238 | ২৫ মার্চ ২০১০ ১১:২২443968
  • কোনো কালে জেতে না আবার কি? ৯৪ অনওয়ার্ডস বলো। ইঞ্জিনিয়ারিং-এ কোনোকালে জেতে না।
  • a x | 99.165.170.39 | ২৫ মার্চ ২০১০ ১১:২৩443969
  • ঐ তো একই হল। ৯৪ থেকে ২০১০, হলদি দিয়ে কত জল বইল!
  • Arijit | 121.242.15.238 | ২৫ মার্চ ২০১০ ১১:২৬443970
  • মাত্র ষোল বছর। অবিশ্যি লোকজনের threshold এখন ৩৪;-)
  • Boo | 180.211.219.73 | ২৫ মার্চ ২০১০ ১২:০১443971
  • রিভার্স এঞ্জিনিয়ারিং এ পেরে না উঠলে ভারী শিল্পে সাচ্চা কমুনিস্টরা সবসময়ই ক্যাপিটালিস্ট বিনিয়োগকে স্বাগত জানিয়েছে।

    ২০ এর দশকে ফোর্ড সাহেব সোভিয়েত দেশে গাড়ি/ট্‌র্‌যাক্টর এসব বানিয়েছেন। ফোর্ড সাহেব তার পোলা এডসেল সাহেবের নামে fordson নামে একখানা ট্‌র্‌যাক্টর কোম্পানি খুলেছিলেন। ফোর্ডসন ট্রাক্টর সোভিয়েত মুলুকে অঢেল বিক্কিরি হয়েছে। গুগল ইমেজে সার্চ দিলে সোভিয়েত ডাকটিকিটও দেখতে পাবেন। আরমান্ড হ্যামার নামে একসাহেব তো সেসময় সোভিয়েতে ব্যবসার ব্রোকারেজ করে মেলা টেকা করেছিলেন।
    বিলেতের ভিকার্স কোম্পানি, জার্মানের ক্রুপ কোম্পানি, সবই ৩০এর দশকে টেকনোলজি বেচেছে। সোভিয়েত টি ৩৪ ট্যাংক নাকি মার্কিন প্যাকার্ড কোম্পানির সাসপেনশন ব্যাভার করত। তাপ্পর অ্যাটলি সাহেব যখন গদিতে ৪৬ সালে তখন রোলসরয়েস, জেট এঞ্জিনের নকশা বেচেছে মিগের কাছে।
    ৬০-৭০ এ ইতালির ফিয়াট, গাড়ির টেকনোলজি ফেরি করেছে। সোভিয়েতরা তো তোলিয়াত্তি নামে একটা শহরই বানিয়েছিল যেখানে ফিয়াট/ ঝিগুলি-Zhiguli গাড়ি তৈরি হবে। প্রাভদা ৭০ দশকেই আইবিয়েমের ওয়ার্ডপ্রসেসর ইনস্টল করেছে। এসবই স্বর্ণযুগের সত্য গল্প।

    .....
    সব পুঁজি বিনিয়োগ সমান নয় কমরেড!

  • PT | 203.110.246.230 | ২৫ মার্চ ২০১০ ১৯:৩৫443972
  • @ MmU
    আপনি অনেকদিন চুপচাপ। আজকাল আর বর্তমানের বাইরে একটা খবর:

    The Left is not right, but the veritable alternative is no better. Noted British economist, and member of UK Parliament's House of Lords, Meghnad Desai......expressed doubt at the Trinamool Congress chief and Union railway minister, Mamata Banerjee's ability to bring tangible betterment in the state.
    http://www.business-standard.com/india/news/meghnad-desai-slams-tmc-chief%5Cs-politics/389602/

  • aka | 168.26.215.13 | ২৬ মার্চ ২০১০ ০০:৪৪443974
  • উন্মুক্ত অর্থনীতি ও জিডিপি বাড়ার কুফল?

    http://www.anandabazar.com/25bhum1.htm
  • Sibu | 66.102.14.1 | ২৬ মার্চ ২০১০ ০১:৩৩443975

  • http://userwww.service.emory.edu/%7Ehmialon/Ecstasy.pdf

    The Economics of Faking Ecstasy

    Hugo Mialon
    Assistant Professor, Economics, Emory University

    In this paper, we develop a rational, signaling model of lovemaking. In the act of
    lovemaking, a man and a woman send each other possibly deceptive signals about their
    true state of ecstasy. For example, if one of the partners is not in ecstasy, then he or
    she may decide to fake it. The model predicts that (1) a higher cost of faking lowers
    the probability of faking; (2) middle-aged and old men are more likely to fake than
    young men; (3) young and old women are more likely to fake than middle-aged women;
    and (4) love, formally defined as a mixture of altruism and demand for togetherness,
    increases the likelihood of faking. The predictions are tested with data from the 2000
    Orgasm Survey. Besides supporting each of the model’s predictions, the data also
    reveal an interesting positive relationship between education and the tendency to fake
    in both men and women. (JEL D82 J16)

  • Sibu | 66.102.14.1 | ২৬ মার্চ ২০১০ ০১:৩৮443976



  • The Theory of Interstellar Trade

    Paul Krugman
    Nobel Laureate, Economics

    How should interest rates on goods in transit be computed when the goods travel at close to the speed of light? This is a problem because the time taken in transit will appear less to an observer traveling with the goods than to a stationary observer.

  • lcm | 128.48.7.179 | ২৬ মার্চ ২০১০ ০৩:১৩443977
  • হে হে, এটা ভাল। গুড্‌স ট্রাভেলিং অ্যাট স্পিড অফ্‌ লাইট... কিরকম রিলেটিভিটি সক্রান্ত ব্যাপার...

    একটা জোক মনে পড়ল।
    প্র: একটি বাল্ব লাগানোর জন্য কজন সে¾ট্রাল ব্যাংক ইকনমিস্ট দরকার?
    উ: একজন। উনি উঠে শুধু বাল্বটা ধরে থাকবেন, আর, পৃথিবীটা ওর চারদিকে ঘুরতে থাকবে।
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৫:৫৩443981
  • কল্লোলদা, Sibu,

    সামনে তো বেশ কয়েকটা ইস্যু আছে:

    ১। পেট্রোল ডিজেলের শুল্ক কমিয়ে দাম কমানো
    ২। খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রসায়নিক সারের ক্ষেত্রে ৩০০০ কোটি টাকার সাবসিডি কমানো আর খাদ্যের সাবসিডি ৪০০ কোটি টাকার কমানোর বিরুদ্ধে।
    ৩। বাজেটে ৮০,০০০ হাজার কোটি টাকার ট্যাক্স কনসেশন দেওয়া হয়েছে কর্পোরেটদের, তার বিরুদ্ধে
    ৪। নিউক্লিয়ার লায়াবিলিটি বিলের বিরুদ্ধে
    ৫। ফুড সিকিউরিটির অ্যাক্ট জোরদার করার জন্যে, একই সাথে পিডিএসের শক্তিবৃদ্ধির জন্যে
    ৬। একই সাথে, সবার জন্যে কাজ, সবার জন্যে জমির অধিকারের দাবী, ল্যান্ড রিফর্মের দাবী, জমির পাট্টার দাবী

    মনে তো হয়না এইসব ইস্যুতে কোন বাম দল অন্য কথা বলবে, তাহলে একসাথে গণআন্দোলন গড়ে তুলতে অসুবিধা হবে কেন?

    এমনকি কামাওবাদীদের মধ্যে যেকজন বামপন্থি রয়ে গেছে, তারাও এর সাথে সামিল হতে পারে।

  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৭:৪৮443985
  • অরিজিৎ, জে ইউ ইঞ্জিনিয়ারিং এও একটা সময়ে এস এফ আই ছিল, বোধয় '৭৮ পর্যন্ত, নিলুদার সময়টায়।
  • kallol | 124.124.93.202 | ২৬ মার্চ ২০১০ ১৯:০৫443986
  • নীলু, মানে নীলে, মানে নীলোৎপল?
    না। জে ইউ ইঞ্জিনিয়ারিং নীলুর সময়ে কখনই এস এফ আই ছিলো না। নীলুর সময়ে সায়েন্স সবসময়েই এস এফ আই। আর্টস আর ইঞ্জিনিয়ারিং সবসময়েই ডি এস এফ।
    ডি: - আমি যাদব নই।

  • kallol | 124.124.93.202 | ২৬ মার্চ ২০১০ ১৯:১৩443987
  • এসবি - গণ আন্দোলন মানে কি? তুমি যাদের নিয়ে বৃহৎ বাম বলছো, তাদের দৌড় তো প:ব:, ত্রিপুরা আর কেরালা। সেখানে গণ আন্দোলন মানে কি?
    এই বাম জোট যদি ভোটে জেতে তো এই সমস্যাগুলোকে নিয়ে কিভাবে গণ আন্দোলন গড়ে তুলবে? একটু বিস্তারিত হও।
    আর, তোমার বৃহৎ বামে এমন কোন দল আছে যার অভাবে এই সমস্যাগুলো নিয়ে গণ আন্দোলন থেমে আছে?

    আমি একটা ম্যানিফেস্টো চাইছি। বৃহৎ বাম, ধরো কোন রাজ্যে ক্ষমতায় এলো। তবে তারা কি কি করবে। তার একটা মোটামুটি ধারনা দাও।
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৯:৫২443988
  • কল্লোলদা, একটু চাপে আছি, তাই বিস্তারিত বলতে পারছি না আপাতত, মানে ম্যানিফেস্টো ধরণের কিছু।

    তবে সরকার গড়ে বোধয় আর লাভ নেই। একটা রাজ্যে সরকার গড়ে কিছু করার এক্সপেরিমেন্টটা সফল, একটা সময় পর্যন্ত, কিন্তু সময়ের সাথে সাথে সিচুয়েশনটা এতটাই পাল্টে গেছে যে একটা রাজ্য সরকার চালিয়ে ভালো কিছু করে গণন্দোলনকে এগিয়ে নেওয়া যাবে, এটা আর বোধয় সম্ভব নয়। রাজ্য সরকারগুলোর পক্ষে অল্টারনেটিভ পলিসি ইম্পলিমেন্ট করাটা এখন বেশ চাপের, কারণ আগের তুলনায় অর্থনৈতিক ভাবে বেশই দুর্বল।

    (সেই অর্থে বাংলা থেকে সিপিএম গেলেও তেমন কিছু ক্ষতি নেই আমার মতে, তবে যেটা হবে তা হলো এর থেকেও অনেক খারাপ অবস্থা, এবং প্রচুর মানুষের জীবননাশ! আর কোনদিনই (অ্যাট এনি ডে) সিপিএমের থেকে বেটার অল্টার্নেটিভ তিণোমূল নয়, ওই নিয়েই তক্কটা।)

    কেন্দ্রে কী হতে পারে তা নিয়ে একটা ডকুমেন্ট আছে, http://pmindia.nic.in/cmp.pdf এটা ম্যানিফেস্টো না হলেও, এইটুকু তো করাই যায়।

    রাজ্য সরকারের ক্ষেত্রে দুটো অবশ্য কর্তব্য থাকবে
    - ল্যান্ড রিফর্মস / অপারেশন বর্গা
    - পঞ্চায়েত আর লোকাল মিউনিসিপালিটির মাধ্যমে ফান্ড আর ক্ষমতার বিকেন্দৃকরণ
    - কো-অপারেটিভ / সমবায়ের মাধ্যমে চাষ এবং বাকি প্রডাক্টিভ প্রসেস, যেমন ক্ষুদ্র শিল্প!

    আরো বিস্তারিত আলোচনা করা যায়, আপনিও বলুন, অন্যরাও বলুন। সময় পেলে লিখব।

    সত্যি বলতে কি, একটা অনেক বছরের স্বপ্ন আছে, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র শিল্প গড়ে তুলে, এরকম বিভিন্ন সমবায়ের একটা আম্ব্রেলা সমবায় (umbrella) গড়ে তুলে তার মাধ্যমে এই প্রডিউসগুলোর মার্কেটিং করা গেলে দারুন একটা কাজ হয়। যেমন গুজারাত মিল্ক মার্কেটিং ফেডারেশন। এতে আল্টিমেট প্রডিউসাররা ভাল দাম পাবে, মার্কেটের সাথে লিন্‌ক থাকলে তাদের প্রডাকশনটা সেভাবে ঠিক করে নিতে পারবে। এমনকি চাষের ক্ষেত্রেও এটা সম্ভব!

  • a x | 143.111.108.132 | ২৬ মার্চ ২০১০ ২২:৩১443989
  • কাফিলার আর্টিকলগুলোর চেয়ে কমেন্ট গুলো বেশি ইন্টেরেস্টিং। প্রায় সবকটিই। অবস্থানগুলোও বোঝা যায়।

    তবে কাফিলা এমন ক্ষেপে গিয়ে দুদিনে তিনটে রিয়াকশন-আর্টিকল নামিয়ে দিল কেন কে জানে! :-)
  • aka | 24.42.203.194 | ২৭ মার্চ ২০১০ ০৮:৪০443990
  • এসবি, কিছুই বুঝছি না। ঐ কমন মিনিমাম পোগ্গাম তো ইউপিএ সরকারই করবে বলেছে তারজন্য ঘাম ঝড়িয়ে একটা বাম আন্দোলন গড়ে তুলতে হবে কেন?
  • kallol | 115.184.58.119 | ২৭ মার্চ ২০১০ ০৯:১১443991
  • কমন মিনিমাম প্রোগ্রাম পড়লাম। নতুন কিছু মনে হলো না। এতো কিছু না লিখে এরকম লিখলেও হতো - দেশের সমস্ত মানুষকে ভালো রাখিবার চেষ্টা করিব। কি করে? তাদের অসুবিধাগুলো জানার জন্য কমিশন হবে। সেগুলো কি করে দুর করা যায় তার জন্য আর একটা কমিশন। ব্যস কেল্লা ফতে।

    সরকারে না গিয়ে আন্দোলন গড়ে তুলে সরকারকে দিয়ে কাজ করানো একটা পথ হতে পারে। কিন্তু পরের ভোটে লোকে তো আন্দোলনকারীদেরই ক্ষমতায় নিয়ে আসবে। তখন? সেটা করতে না চাইলে নির্বাচন না লড়া একটা রাস্তা। তার ভালো দিক যেমন আছে, তেমনই কিছু সমস্যাও আছে। সে নিয়ে পরে কথা বলা যাবে।

    ল্যান্ড রিফর্মের সূত্রটা কি?
    অপারেশন বর্গা তো হয়েই গেছে। তার সুফল পাওয়াও হয়ে গেছে। তার কুফল এখন রে রে করে তেড়ে আসছে। রাঘব বন্দ্যোপাধ্যায়ের বাংলার মুখ আর কেশপুর কথা পরপর পড়লে ধারনা করতে পারবে, গ্রাম বাংলা বামফন্টের কালে কিভাবে খারাপ থেকে ভালো হয়ে খারাপের দিকে গেছে।
    পঞ্চায়েৎ / স্থানীয় পৌরসভা নিয়েও একই অভিজ্ঞতা।
    সমবায় নিয়ে কাজ হয়নি। খুব গুরুত্বপূর্ণ কাজ হতে পারে।
    কিন্তু প্রশ্ন - এগুলো আজকের বামফ্রন্ট দিয়ে হবে না, তার সাথে এসইউসি আর কিছু নকসাল দল জুড়লেই করা যাবে - এই যুক্তিটা মাথায় ঢুকছে না।

  • SB | 59.93.170.20 | ২৭ মার্চ ২০১০ ১১:৪৭443992
  • আকাবাবু, নেহরু ঘোষনা করেছিলেন সব কালোবাজারীদের ল্যাম্প পোস্টের গায়ে ঝুলিয়ে দেবেন, কিস্যু হয়নি। সেরকমই সিএমপির তারিখটা একটু খেটে দেখলেই কিলিয়ার হয়ে যেত যে এটা অনেক বছরের পুরোন, আর ভিতরে কী লেখা আছে পড়লে এটাও বোঝা যেত যা যা করবে বলে সরকার লিখেছিল, সেসব হয়নি এত বছরেও। সংবিধানে যা যা লেখা আছে, সে সব আদায় করতেও তো আন্দোলন লাগে, এসব জানতেন না দেখে হতবাক!

    কল্লোলদা, আপনি বেশ সিনিকাল হয়ে পরেছেন দেখছি :)

    না মানে সিনিকাল হওয়াটা অস্বাভাবিক নয়, এই পরিস্থিতিতে।

    সিএমপিতে লেখা পয়েন্টগুলো তো এখনো ইমপ্লিমেন্টেড হয়নি, এগুলোই হোক না, তারপর বাকি দেখা যাবে। আর রাজ্যগুলোর ক্ষেত্রে আমি যা লিখলাম এগুলো হলেও তো অ্যাগ্রারিয়ান রিভোলিউশনের দিকে অনেক পা এগিয়ে যাওয়া যাবে, ভেবে দেখুন।

    আর শুধু প:ব: ইত্যাদিতে আটকে না থাকার জন্যেই তো বাম ঐক্যের কথা ভাবছিলাম।
  • kallol | 115.184.33.32 | ২৭ মার্চ ২০১০ ১২:০২443993
  • এসবি - আমি এখনও বুঝছি না বৃহৎ বামে প:ব:, ত্রিপুরা, কেরালার বাইরে কারা আছে যাদের নিয়ে জোট গড়লে সেটা বৃহৎ বলা যায়।
    আর অন্য রাজ্যে অপারেশন বর্গা বা ল্যান্ড রিফর্ম বা সমবায় আন্দোলন বা পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরন কি ভাবে সম্ভব যেখানে বামেরা (বৃহৎ বাম ধরেও) নেহাৎই প্রান্তিক। সরকারে যাওয়া তো দূরস্থান একটা ঠিকঠাক আন্দোলনও গড়ে তুলতে পারে না, যারা।

  • kallol | 115.184.33.32 | ২৭ মার্চ ২০১০ ১২:০৬443994
  • সিএমপি ইমপ্লিমেন্টেড হয়নি। হাওয়াতে গেলে কি করতে হবে? বাম বা বৃহৎ বামকে কেন্দ্রে ক্ষমতায় আসতে হবে। কি ভাবে? তিনটে রাজ্যের বাইরে যাদের কোন কিছুই নেই।

  • pinaki | 67.43.241.179 | ২৭ মার্চ ২০১০ ১৩:০৪443996
  • এই যে, এদের সাথে CMP:-D

    http://www.anandabazar.com/27hgly1.htm

    পাব্লিকের লাথ ছাড়া এদের কপালে আর কিছু লেখা নেই।
    এদের একদিকে আছে হারামির হাতবাক্স অনিল বসু, আর অন্য দিকে নির্জন নদীয়ায় একাকী প্রেম বিলানো SB। কে যে মুখ আর কে যে মুখোশ বলা মুশকিল। :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন