এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৫৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৭:৪৭443864
  • তার কারণ তিনি মমতার হয়ে সরাসরি প্রচারে নেমেছেন। আর মমতাকে যেহেতু তৃণমূল ছাড়া ভাবা যায় না সেহেতু মহাশ্বেতা তৃণমূলের হয়ে প্রচার করছেন বললেও অত্যুক্তি হবে না।
  • rabaahuta | 203.99.212.54 | ২৩ মার্চ ২০১০ ১৭:৪৮443865
  • অস্তিগোদাবরীতীরে বিশাল শাল্মলীতরু
    পিকগুলি কালোপানা গোপিনীর কটি সরু
    শির ঘুরে আঁখি ঝুরে ও সজনী কা করুঁ
    তৃপকাবু ফ্যাসীবাদী স্থিকাবু পরমগুরু
    পরধনে গরজনে হৃদিমাঝে দুরুদুরু
    রচনায় মসীলিখা শিঙালো জীবেরা গরু
    কসু মহা বাঘা গুপী কে পান্ডু কারা কুরু
    প্রাচীন শিশিতে ভরা অতিপুরাতন দারু
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১৭:৪৯443866
  • কানু সান্যাল নেই। উনি আত্মহত্যা করেছেন। হয়তো এই টইয়ের খবর নয়। তাও।
  • kallol | 124.124.93.202 | ২৩ মার্চ ২০১০ ১৮:০২443869
  • অর্পন - Date:15 Mar 2010 -- 10:00 AM বলছে :
    ঠিক এই কাজগুলো করার মতো ""মাথা উঁচু"" করাদের মধ্যে, ""না বিকিয়ে যাওয়া""দের মধ্যে কেউ নেই। বামেদের ভুল দেখলে ধরিয়ে দেওয়ার কেউ নেই। কারন ওরা তো ""মাথা উঁচু করেই বিকিয়ে গেছেন।
    তা বলে মমতা যে ভয়ানক রকমের গণতান্ত্রিক এমন নয়। ২০১১ পর্যন্ত অনেক কিছুই দাঁত কিড়মিড় করে হজম করবেন।

    এর মানে হলো মমতা তথা তৃণমূল ভীষণ গনতান্ত্রিক।

    পরে Date:15 Mar 2010 -- 11:00 AM বলছে :
    এটাই বলার। ঔদ্ধত্যের প্রতিবাদ কারার কেউ তো আছে এখানে। ওখানে নাই।

    এর মানে হলো সিপিএমএ গণতন্ত্র নাই, তৃণমূলে গণতন্ত্র পতপত করে ঝান্ডা ওড়াচ্ছে।
  • saikat | 202.54.74.119 | ২৩ মার্চ ২০১০ ১৮:১৩443870
  • হুতোর কাব্যটা পড়ে গায়ে কাঁটা দিল ! কে পান্ডু কারা কুরু, পুরোনো শিশিতে পুরাতন দারু, ওহ্‌হ যুগে যুগে এই হয়ে চলেছে। কবির এই যে ত্রিকালদর্শীতা, তাহা নমস্য।
  • Arpan | 216.52.215.232 | ২৩ মার্চ ২০১০ ১৮:২০443871
  • পিটি:

    ফিরে পড়লাম। "এখানে' বলতে যাঁদের কথা বলা হয়েছে আপনার উল্লিখিত পোস্টে (15 Mar 2010 -- 11:00 AM) তাঁরা প্রচলিত ভাবে পকাবু। যাঁদের কথা আপনিই প্রথম উল্লেখ করেন আপনার ঐদিনের 9:00 AM -এ করা পোস্টে। আমি এইটাই বুঝলাম।

    জানি, আপনি বলবেন পকাবুদের ভাবনাচিন্তা মানেই তৃণমূলের পলিসি কাজেই এর পরে আর কিছু নিবেদন, অথবা অর্থ বোঝানোর প্রচেষ্টা, আমার তরফ থেকে, ছায়ার সাথে কুস্তি হয়ে যাবে। আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই।
  • Arpan | 216.52.215.232 | ২৩ মার্চ ২০১০ ১৮:২১443872
  • * প্রচলিত অর্থে
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ১৮:৪৭443874
  • আপনার "এখান" বুঝলাম।
    গত কয়েক মাসে ""ঔদ্ধত্য"" শব্দটি ঐ পোস্টিং-এর লেখক শুধু মাত্র সিপিএম সম্পর্কেই ব্যবহার করেছেন। সেই প্রেক্ষাপটে তাহলে "ওখান""-টা কি?

    তক্ক করবই না। শুধু জানতে চাইলাম।
  • SB | 114.31.249.105 | ২৩ মার্চ ২০১০ ১৯:০৯443875
  • কল্লোলদা, লালগড়ে সত্যই বেশ কিছু রাজনৈতিক / পলিটিকাল কাজ হয়েছে শেষ কয়েক মাসে সে আপনি বিশ্বাস করেন কি না করেন :)

    কিছু মনে করবেন না, ডিটেল্‌স দিতে পারবো না এরকম ওপেন ফোরামে। মানুষজনকে সাথে নিয়েই বেশ কিছু কাজ হয়েছে। এমন কাজ যেগুলো অ্যাপারেন্টলি রাজনৈতিক বলে মনে হবে না, চ্যানেল বা পেপারে খবর হবে না। কিন্তু কামাওবাদীদের একইসাথে আইসোলেট করা হবে।

    এবং বেশীরভাগ সময়ই কাজগুলোর সাথে ওখানকার আদিবাসীদের যোগাযোগ অনেকদিনের, যেমন ধরুন মেলা, খেলা, উৎসব, ইস্কুল চালানো .... আরো অনেক কিছুই, সেসব বলাটা চাপের এই মুহূর্তে।

    হেলিকপ্টার দিয়েই যদি এদের কে আইসোলেট করে ফেলা যায়, কি আর বলব, এরা তাহলে ওই কামাওবাদীর বাইরে কিস্যু ছিল না কোনদিন!

    যাইহোক আপনার লম্বা পোস্টের পরিপ্রেক্ষিতে, কিছুটা একমত, কিছুটা একমত নই,মানে আপনি যেভাবে দুলাইনে সেরে দিয়ে উপসংহার টেনেছেন, তাতে কিঞ্চিত আপত্তি আছে :) বোধয় কেসটা আরেকটু জটিল। যেমন ধরুন কো-ওপরেটিভ / সমবায় অন্দোলন। এখনো কিন্তু সমবায় দপ্তরের মন্ত্রী সিপিএমের না। এই ২০০৬ এও সেই সুযোগ ছিল বন দপ্তর কাটিয়ে দিয়ে সমবায় নেওয়ার। নেয়নি। মানে সমবায় কে কোনরকম গুরুঙ্কÄ না দেওয়াটা কোন ধরনের বামপন্থা আমি বুঝিনা, কাউকে জিগালেও সদুত্তর পাইনা। পঞ্চায়েত নিয়ে এত ভাবনা চিন্তা, আর সমবায়? পার্টি প্রোগ্রাম অনুযায়ী তাঙ্কিÄক ভাবে দেখলে তো দুটই সমার গুরুঙ্কÄপূর্ণ, কিন্তু কোথায় কি!

    তবে এসব সঙ্কেÄও সিপিএম ভূল করছে বলে, সিপিএমের থেকে বাম এরকম কোন কারোর সাথে যাব, মমতা তো তা নয়, কোনদিন ছিল না, হবেনও না! সেই অর্থে মহশ্বেতা বা কসুর সমালোচনা করব! দাবায়ে রাখতে পারবেন না :)
  • kallol | 115.184.33.98 | ২৩ মার্চ ২০১০ ২০:০৬443876
  • এসবি - দাবায়ে রাখার প্রশ্নই নাই। প্রত্যেকের নিজের মত বলার/লেখার অধিকার আছে। শুধু অন্যের বক্তব্য বিকৃত না করলেই হলো। সে তুমি করার লোক নও।
    তোমার কথা মেনেই নিলাম। কোন কারনে লালগড়ে রাজনৈতিক কাজের কথা বলা যাবে না। ঠিক আছে।
    হেলিকপ্টার প্রসঙ্গে বলি। ইরাক যুদ্ধের সময়ের কথা। ভারভারা রাও আর গদর কলকাতায় এসেছিলেন। কি কারনে তখনও আমায় বিপ্লবী বলে ভাবা হতো জানি না, তাই আমায়ও আলোচনার জন্য ডাকা হয়েছিলো। বিষয়বস্তু : আমরা কিভাবে অন্ধ্রর পিপলস ওয়ারের আন্দোলনের পাশে দাঁড়াতে পারি।
    আমি ওদের সামরিক লাইন নিয়ে প্রশ্ন করেছিলাম। এখনও গেরিলা অঞ্চল গড়ে তুলে গ্রাম দিয়ে শহর ঘেরার লাইন কতোটা প্রাসঙ্গিক। ওরা হাতে গরম তথ্য দিলেন। এইতো, আমরা অমুক অমুক গ্রামে, জঙ্গলে, গেরিলা অঞ্চল গড়ে তুলেছি। ওখানে পুলিশ ঢুকতে পারে না। ওগুলো আমাদের মুক্তাঞ্চল।
    আমি বলছিলাম তখনকার শেষতম যুদ্ধ প্রযুক্তি নিয়ে। ইরাকের যুদ্ধের দৌলতে অনেক নতুন কিছু জানা যাচ্ছে। নাইট ভিশন থেকে শুরু করে অনলাইন স্যাটেলাইট সার্চার। কিভাবে হাজার মাইল দূর থেকে মেপে একটা বাড়িকে লক্ষ্য বানিয়ে ফেলা যাচ্ছে। সেই প্রযুক্তির যুগে জঙ্গলে বা প্রত্যন্ত গ্রামে মুক্তাঞ্চল গড়ে তুলে - এই তো কেমন দিলাম - বলা খুব কাজের কথা নয়। আমার বিশ্বাস আজ ভিয়েৎনাম হলে, আর হোচিমিনিয় কায়দায় লড়লে কপালে দু:খ ছিলো। বলবে কই ওসামাকে তো ধরা যাচ্ছে না। একটা মানুষ আর একটা বাহিনী ট্রেস করার মধ্যে অনেক ফারাক।
    তাই উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করলে এই ধরনের লড়াই টেঁকে না।

    এবর সিপিএম-মমতা প্রসঙ্গে। সিপিএম খারাপ হলে অন্য বামে যাবো। তর্কের খাতিরে ধরে নাও তুমি আর সিপিএম চাইছো না। বলো, প:ব:তে কি করবে। কার সাথে যাবে। যে রাস্তাগুলো খোলা থাকে: সিপিএমকেই রেখে যাওয়া। নয়তো মমতা। এসইউসি বা নকশালেরা কোন বিকল্প হয়ে ওঠে নি।
    আর একটা হয়। ফ:ব:, আরএসপির মতো দলগুলো+এসইউসি। তাতেও সিপিএম হঠানো যাবে কি না, আমি নিশ্চিত নই। তাহলে ফ:ব:, আরএসপির মতো দলগুলো+এসইউসি+কং। ভেবে দ্যাখো তুমি কি করবে।
    সমবায় নিয়ে তোমার সাথে একমত। সত্যি কথা বলতে কি, অপারেশন বর্গার পরই কৃষিতে সমবায়ের কথা ভাবা উচিৎ ছিলো। তাহলে পঞ্চায়েতের দুর্নীতি, বর্গার পাট্টা ব্যবহার করে মানুষকে তাঁবে নিয়ে আসা, এগুলোর একটা কাটান থাকতো।

  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ২০:২১443877
  • যদি সিপিএম ""খারাপ"" হয়ে থাকে তাহলে হয় মমতার সঙ্গে যাবেন নয় কংগ্রেসের সঙ্গে। অর্থাৎ একই সময়-কালে সিপিএমের থেকে কং বা তৃ-র জোট আরো খারাপ কিনা সেই বিচারের প্রয়োজন নেই -- আছে? আর মমতা বা কং-এর প্রস্তাবিত জোটগুলো সিপিএমের থেকে ""অন্য বাম""?

    কি জানি বাংলাটাও ভাল বুঝিনা। সত্যি এ এক নতুন সূর্যোদয়ের সময় এসেছে।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১০ ২০:৩৭443878
  • না না ঐ ডানপন্থী-বামপন্থী, ফ্যাসিজম, হেজেমনি, ইম্পিরিয়ালিজম এইসব বাক্কারে সাধারণ মানুষের কোন উৎসাহ নাই। কাজ করলে ভোট পাবা, না করলে যা: ফোট। এতদিন ম্যানুফ্যাকচারড ভোট কাজ করেছে এবারে বোধহয় তাও করছে/করবে না। তাই লোকে কইছে যা: ফোট। এর ওপর বামপন্থীদের হোলিয়ার দ্যান দাউ অ্যাটিটিউড আগুনে ঘি দেওয়ার মতন কাজ করছে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে জ্যানগনের এই রায় মেনে নিন। নইলে বলুন 'মানুষকে বোঝাতে পারি নি'। আমিও বাজে পরীক্ষা দিয়ে বলে থাকি 'ঠিক বোঝাতে পারি নি'। এগারো ক্লাসে কেমিস্ট্রী টীচারকে বলেছিলুম 'বুঝতে না পারলে আর টীচার হলেন কেন?' কি আশ্চর্য্য তেড়ে মারতে এয়েছিল। অবাক কাণ্ড। আর অন্য পন্থা হল গণতন্ত্রকে শুয়োরের খোঁয়াড় বলে শ্রেণীশত্রুদের নিকেশ করুন।
  • SB | 114.31.249.105 | ২৩ মার্চ ২০১০ ২০:৪৯443879
  • আরে না না দাবায়ে রাখেননি আপনি :)

    আপনি এখনকার সিচুয়েশনটা ভেবে দেখেছেন? এই কয়েক বছর আগে সুজনদা কে (প্রাক্তন এস এফ আই নেতা, প্রাক্তন এম পি, আমাদের অঞ্চলের) গুগল আর্থ দেখাচ্ছিলাম। সুজনদা সেসব দেখে প্রথম প্রশ্নই করল তাহলে বিপ্লব তো এভাবে হবে না!

    আসলে এটা ঘটনা, এই স্যাটেলাইটের যুগে বিপ্লব এলাকা দখল করে বিপ্লব হবে না।

    তবে জিওগ্রফিকাল ছাড়াও তো এলাকা অছে। অ্যাডের ভাষায় মেন্টাল স্পেস। মেন্টাল জিওগ্রাফি।

    দখল করুননা। করাই যায়। দেশের বেশিরভাগ মানুষ মিলিটারি পুলিশের বেশীরভাগ অংশের মেন্টাল স্পেসটা যদি দখল করা যায়, তাহলেই তো বিপ্লব। তখন বাইরে থেকে সৈন্য আনতে হবে, সেটা হবে স্বাধিনতার যুদ্ধ, ওতে অত চাপ নেই বোধয়। জাস্ট লাউড থিংকিং আরকি, আওয়াজ দেবেন না, ভেবে দেখবেন :)

    আর মমতা ছাড়া গতি নাই কেন? বৃহত্তর বাম ঐক্য তাহলে কি করতে? সিপিএম কে বাদ দিয়ে নয়, নিয়েই হোক না।

    তাতে নিজেরা নুন্যতম অ্যাডজাস্টমেন্ট করলেই ঠিকঠাক একপিস প্রোগ্রাম নেমে যায় কিন্তু।

    কিছু প্রোগ্রাম নেওয়াই যাক না একসাথে? মমতা তো আজকে রাষ্ট্রক্ষমতার শিখরে বসে পিকনিক করছেন, তাকে নিতেই হবে কেন? ভেবে দেখুন! কাল কথা হবে, বাড়ি চল্লাম!
  • Du | 65.124.26.7 | ২৩ মার্চ ২০১০ ২০:৫৩443880
  • ইলেকশনে হেরে গেলে চলে যাওয়া নিয়ে কোন তর্ক চলছে কি? গলাকাটা, রক্তমাখা ফটোগুলো এতোই ইনসিগনিফিক্যান্ট যে মনেই থাকে না! ত্রিপুরাতে মাঝখানে এই এপিসোডটা হয়ে গেছে - ছোট রাজ্য বলে চোখে পড়ে নি।

    আজ্জো হোলিয়ার দ্যান দাও নিয়ে যদি সমস্যা থাকে তাহলে দেখো - হোলিয়েস্টরা আছে তোমার পাশেই।
    যাকগে , সেদিনই কি আশ্চর্য্য ভগবতী মশাই রেডিওতে বললেন - ভারতবর্ষ খোলা বাজারে ঝাঁপিয়ে পড়েনি বুদ্ধিমানের কাজ করেছে - তা উদারীকরণের পথে কাঁটা দিয়ে যারা ঝামেলা করেছে গত কুড়ি বছর - সেই ভিলেনদের জন্য একটু ছোট্ট করে একটা হাততালি হয়েই যাক একবার?
  • Arpan | 112.133.206.20 | ২৩ মার্চ ২০১০ ২১:১২443882
  • কলকাতাটা লুরুর মত হলে করতাম বৈকি। স্টেট লেভেলে নন-ফাংশনাল অ্যাডমিনিস্ট্রেশন উপহার দেওয়ায় আপাতত তাতে একঘটি পানি।
  • a x | 143.111.108.124 | ২৩ মার্চ ২০১০ ২১:২১443883
  • মরেও শান্তি নেই :-) যে যার মত ব্যাখ্যা দিতে শুরু করে দিয়েছে।
  • kallol | 115.184.47.173 | ২৩ মার্চ ২০১০ ২১:৪৫443885
  • আজ হো হো করে হাসার দিন। আজিজুলদা কানুদাকে শ্রদ্ধা জানাচ্ছে।
    আমার নিজের কানে শোনা-চোখে দেখা - আজিজুলদাদের তখনকার শীর্ষ নেতা মহাদেব মুখার্জি কোর্টের মধ্যে রাষ্ট্র ক্ষমতার পাচাটা কুত্তা বলে গাল পাড়ছে। কি না, ৭৭-এ নির্বাচন ঘোষনা হওয়ার পর কানুদারা নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন।

    এটাও দেখার ছিলো।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১০ ২১:৪৭443886
  • দুদি, ঐযে পিটি বললেন মমতাকে সমর্থন ইত্যাদি, ঠিক আগের পোস্টে। সেটা কিজন্য?

    উদারীকরণের জন্য যারা কাজ করেছে তারাই ঠিক করেছে কতটা দরজা খুলবে কতটা নয়। প্রশংসা যদি করতেই হয় তাহলে তাদেরই করা ভাল। যারা উন্মুক্ত অর্থনীতির বিরোধীতা করেন তারা বলেন দেশের দরজা সম্পূর্ণ বন্ধ রাখতে। দরজা খোলা প্রয়োজনীয় সেটা স্বীকার করলে তবেই না অর্ধেক খোলা না পুরো খোলা তাই নিয়ে কথা।
  • kallol | 115.184.47.173 | ২৩ মার্চ ২০১০ ২১:৫২443887
  • উদারীকরনের পথে কাঁটা দিয়ে বিলেত-আম্রিগায় গিয়ে ঝুলি নিয়ে ফিরেছেন - বাবা দুটো পুঁজি দে। রিটেল ব্যবসায় বড় পুঁজি ঢুকতে দেবো না বলে রিলায়েন্স ডাকছেন, ইন্দোনেশিয়ায় কমিউনিষ্ট গণহত্যার স্পনসরকে নিয়ে আদিখ্যেতা করছেন। ও: কি কাঁটা মাইরী। কাঁটা লাগাআআআআ।
  • nyara | 122.172.37.129 | ২৩ মার্চ ২০১০ ২১:৫৭443888
  • হা হা হা হা, এটা জব্বর - " সুজনদা সেসব দেখে প্রথম প্রশ্নই করল তাহলে বিপ্লব তো এভাবে হবে না!"
  • Arpan | 112.133.206.20 | ২৩ মার্চ ২০১০ ২১:৫৯443889
  • :-)
  • Du | 65.124.26.7 | ২৩ মার্চ ২০১০ ২২:০৪443890
  • তালির অপেক্ষা হোলিয়েস্টদের কাছে নয় , হোলিয়েস্টরা দেবে কেন? তাঁদের কাছে তো অপরাধ নিয়ে সন্দেহ নেই/
  • bb | 117.195.168.27 | ২৩ মার্চ ২০১০ ২২:১০443891
  • কল্লোল এটা আপনি সঠিক বললেন না আজিজুল সম্পর্কে। এককালে আপনি ছিলেন নকশাল ব্যক্তিহত্যায় বিশ্বাসী, কিন্তু আজ আপনি সকল হত্যার নিন্দা করেন। আমরা কিন্তু সেটা বিশ্বাস করি, কারণ মানুষই পরিবর্তশীল।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১০ ২২:২০443892
  • দুদি, ঠিক মতন বুঝতে পারি নি। যাইহোক বামপন্থীরা মনে হয় এই পুঁজি নিয়ে তাত্বিক ভাবে কনফিউজড। বামপন্থার মূল বিরোধ পুঁজির বিরুদ্ধে আবার অন্যদিকে সারা পৃথিবী জুড়ে পুঁজির রমরমা। এই তাত্বিক কনফিউশনের জন্যই কেন্দ্রে উন্মুক্ত অর্থনীতির বিরোধীতা করার সাথে সাথেই রাজ্যে টাটাকে শিল্প গড়ার জন্য ট্যাক্সোতে ছাড় দিতে হয়। কারণ তাছাড়া কর্মসংস্থানের অন্য উপায় কারুরই খুব একটা জানা নেই। তাত্বিকভাবে সারা পৃথিবীর পুঁজি শক্তির সাথে কিভাবে লড়াই করে ক্রমাগত মার্জিনালাইজড বামপন্থা সাম্যবাদ আনবে তা বামপন্থী তাত্বিকরাই বলতে পারবেন। পুঁজির বিরুদ্ধে এবং লগ্নী টানার সপক্ষের এই ধরি মাছ না ছুঁই পানি কোন তালিই পাবার যোগ্য নয়। মূলত কনফিউজড।
  • kallol | 115.184.6.99 | ২৩ মার্চ ২০১০ ২২:৪৩443893
  • এসবি - ঐ যে মনের এলাকা দখল। কিভাবে হবে? বামফ্রন্ট সরকার গড়ে যে হবে না, সেটা কি বোঝা গেছে? নাকি আরও উন্নত বামফ্রন্ট?
    আমার অ্যাজেন্ডা ছিলো সিপিএম হঠাও। তা, সিপিএমকে নিয়ে কি করে সিপিএম হঠাবো!!!
    তবু তোমার জন্য সিপিএম হাঠাও ছেড়ে বৃহত্তর বাম। মানে আজকের বামফ্রন্ট+এসইউসি+নকশালদের বিভিন্ন গ্রুপ (এরা যে কি কাজে দেবেন তা জানি না। তবে ব্যাগড়া দিতে জুড়ি নেই)।
    এবার বলো নুন্যতম ঐক্যের খসড়া কি।

  • kallol | 115.184.6.99 | ২৩ মার্চ ২০১০ ২২:৪৬443894
  • বিবি - আমি এটা নিয়ে তর্ক করবো না। আজিজুলদা কতটা কি পাল্টেছে, সে আমার ভালো ভাবে জানা। তবে এটা নিয়ে কোন কথা বলবো না।
    বাদ্দাও। দু:খিত।
  • kallol | 115.184.6.99 | ২৩ মার্চ ২০১০ ২২:৫৩443896
  • এসবি - আর হ্যাঁ, মমতা যেমন আজকে রাষ্ট্র ক্ষমতার শিখরে বসে পিকনিক করছে। ঠিক তেমনই গতকাল সিপিএম রাষ্ট্র ক্ষমতার শিখরে বসে হাওয়া খাচ্ছিলো। আজ যদি কোন কারনে মমতা কাঁচি হয়, তবে আবারও রাষ্ট্র ক্ষমতার শিখরে বসে সিপিএমএর হাওয়া খাওয়ার সম্ভাবনা খুবই আছে। সেটা মাথায় রেখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন