এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৫৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১১:৩৭443731
  • তবে বোধহয় শুভাপ্রসন্নর সাথে ঝামেলা এখনো মেটেনি।
  • Rajdeep | 202.79.203.59 | ২২ মার্চ ২০১০ ১১:৩৯443732
  • আগে তুমি প্রমাণ করো কাকে কান নিয়ে গেছে :-)

  • Rajdeep | 202.79.203.59 | ২২ মার্চ ২০১০ ১১:৪৬443733
  • না না ঝামেলা-টামেলা সেরকম কিছু নয় ; আভ্যন্তরীণ ভাগ-বাটোয়ারার বখরা নিয়ে সাময়িক মান-অভিমান

    ২০১১র সেই মাহেন্দ্রক্ষণের পূর্বে মিটমাট হওয়ার প্রভূত সম্ভাবনা
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১১:৫৮443734
  • সুমন অন্যায়ের প্রতিবাদ করছেন, মহাশ্বেতাও তাইই করেছেন। কিন্তু ব্যাপারটা যেহেতু স্থিকাবুদের ছকে মেলেনি, তাই ভাগ-বাঁটোয়ারার তঙ্কÄ হাজির (আহা, সি.আই..র দালাল বলা যায় না আজকাল)।
    তখন তো বলেছিলেন - এই তো সব মাথা বিকিয়ে গেলো। তখনও বলেছিলাম এখনও বলছি, সময় এলে এরাই প্রতিবাদ করবেন, তাইই করছেন। মেরুদন্ড আছে তাই।
  • a | 208.240.243.170 | ২২ মার্চ ২০১০ ১২:০০443735
  • আচ্ছা কাক ব্যাপারটা কি শুভাবাবুর সূত্রে এসেছে এই টইতে?

    দিদি বলে দিয়েছেন ভালো পুলিশদের ৬মাসের সবেতন ছুটি মন্‌জুর করবেন। এটা কি আইটিতেও প্রযোজ্য? তাইলে আমি কাল ই কল্কেতা ফিরে যাব :)
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১২:০৪443736

  • http://www.telegraphindia.com/1100201/jsp/calcutta/story_12050767.jsp

    Suman made his falling out with Suvaprasanna, who is the chairman of the passenger amenities committee of the railways, public. So did some of Mamata’s interlocutors — like Chakraborty and Mitra — whom she had entrusted with the responsibility to tide over the crisis.

    “He is one of the reasons behind the sharp division among Mamata’s culture coterie… People who have risen through the ranks in the party also dislike him because of his attitude,” said a senior Trinamul leader.

  • Rajdeep | 202.79.203.59 | ২২ মার্চ ২০১০ ১২:১৪443737
  • a :))

    কল্লোলদা আজাকাল ১৪ পয়েন্টেই করেছে :-)http://www.aajkaal.net/db_images/pdf/2822-IND_AAJ_20100322.pdf

    আর ভাগ-বাটোয়ারার ব্যাপারটা কিছুটা জানি বলেই বল্লুম , আপ্নি শুনেই স্থিকাবু বল্লে গাল দিচ্ছেন :( থাক তাহলে !

    লেকিন জানে সে পহেলে ভাগ-বাটোয়ারার একটা ক্লুলেস দিয়ে যাব :) কাকবাবুর একজন পেয়ারের গায়ক-কাম -চ্যালা গত দশমাস যাবৎ সাপ্তাহিক রেলওয়ে শিলাস্থাপন অনুষ্ঠানে চাড্ডি গান গেয়ে সত্তরহাজার করে ট্যাক্সপেয়ার মানি নিয়ে যাচ্ছেন - সেখানে সাংসদের মাইনে সাকুল্যে ত্রিশ-চল্লিশ হাজার মত :)
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১২:১৭443738
  • সেটাই তো বলছি। শুভাপ্রসন্ন মমতার কাছের লোক হতে পারেন। অন্যায় করলে তাকেও প্রতিবাদের মুখোমুখি হতে হবে। কারন প্রতিবাদকারীদের মাথাটা স্বাধীন, ও মেরুদন্ডটা সোজা।
  • SB | 114.31.249.105 | ২২ মার্চ ২০১০ ১২:২৩443741
  • কল্লোলদা, মহাশ্বেতা দেবী বা কবীর সুমন বিক্রী হয়ে গেছে টাকার বিনিময়ে এরকম দাবী কেউ কোনদিনই করেনি। বারবারই দাবি করা হয়েছে ওনারা দুজনই ভূল করছেন মমতার সাথে গিয়ে, সেই ভুল পথটা আমরা কেউ কেউ আগাম বলেছিলাম বলে পার্টিসান বলে গালি খেয়েছি, সে যাগ্গে। কিন্তু দিনকে দিন এটা প্রমানিত হচ্ছে যে মমতার সাথে যাওয়াটা ভূল পথ, সিপিএমের ঔদ্ধত্য যদি সমস্যা হয়, মমতা সেটার অসুধ নয়।

    এবারে সুমন কেন ঘাঁটা সেটা দেখুন। আজ উনি বলছেন তৃণমূল কেন খুন করছে, অ্যাস ইফ যেন উনি এইসব খুনোখুনির বিরোধি। কিন্তু সত্যি বলতে কি আজও সুমনের গান শুনি ঠিকই, কিন্তু সুমনকে শুনিনা সুমনের রাজনীতিকে শুনিনা সেইদিন থেকে যেদিন উনি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে মঞ্চে উঠে দিনে পাঁচটা করে সিপিএম খুন করার আবেদন জানিয়েছিলেন।

    উনি নিজেই খুনোখুনির আবেদন জানিয়ে আজকে এরকম দ্বীচারিতা করছেন কেন তিণোমূলীদের সাথে?

    তাছারাও উনি রাষ্ট্রক্ষমতার শিখরে বসে আছেন, ক্ষমতাশীল কেন্দ্রীয় সরকারের এম পি! পকাবুদের নেতা। একবারের জন্যেও কোন ইস্যুতে সরব হতে দেখেছেন? দেশে কি অপারেশন গ্রীন হান্ট ছাড়া আর কোন ইস্যু নেই? অগ্নিমূল্যের বিরুদ্ধে উনি কি করেছেন? আদিবাসী উন্নয়নের জন্যে ওনার এম পি ল্যাডের কত টাকা ব্যয় করেছেন?

    দক্ষিন কলকাতার রাস্তায় রাস্তায় দেখবেন ওপরে মনমোহন আর সনিয়ার ছবি, নিচে সুমনের ছবি, ভোট দেওয়ার আবেদন। কংগ্রেস-তৃণমূলের প্রার্থি হিসেবে। এসব দেখে কল্লোলদা .... কিভাবে বলি .... মনে হয় সুমন আর সুমন নেই, বা বলতে হয় ওনার কাজ আর ওনার গানের কথা আজ বিপরিতমূখী! ওনার রাষ্ট্র নামের গানই আজ ওনার বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছে!
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১২:২৩443739
  • ঐ সত্তর হাজারী ""বেশ ভালো থাকা"" প্রাণীটি কিছুদিন আগেও সুভাষ চক্রবর্তী নামে কার যেন একটা চ্যালা ছিলো, আর যুব-টুবর নানান অনুষ্ঠানে গান-টান গাইতো। বিনে পয়সায় গাইতো বলে শুনিনি।
    আহা, স্থিকবু বলায় প্রাণে কষ্ট হলো বুঝি? সোনা-মোনা-কুতুকুতুকুতু। মন খারাপ করে না। তুমিও পকাবু বলে গাল পেড়ে দাও তো!!! একদম ছাড়বেনা।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১২:২৯443742
  • এ আবার কেমন পিতিবাদ?

    কসু বলছেন ""জয় মমতা"" আর তিনি মমতাকে মুখ্যমন্ত্রী অবশ্যি দেখতে চান।

    মহা বলেই দিয়েছেন যে গান্ধিবাবার পরে একমাত্র মমতাই প্রকৃত জননেতা এবং তিনিই মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে বাচাঁতে পারেন।

    তাহলে মমতা আর তৃণমুল কি এবার থেকে আলাদা করে দেখতে হবে?

    অবিশ্যি একটা জায়গাতে তিনজনেরই মিল রয়েছে। জঙ্গলমহলে খুন হওয়া শ'দেড়েক সিপিএমপন্থী আদিবাসীদের হত্যাকারীদের সম্পর্কে তিনজনেই নীরবতা পালন করছেন।
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১২:৪১443743
  • সুমন বিক্কিরী হয়ে যায় নি সেটা মানা যেত, যদি তৃণমূলের দয়াতে জেতা সাংসদ পদ ছেড়ে দিয়ে উনি প্রতিবাদ করতেন। বস্তুত:, সেটাই আমার প্রথম প্রশ্ন ছিল।

    মনে রাখবেন, ভারতীয় সংসদে কোন সংসদ দলের হুইপ অমান্য করে ভোট দিতে পারেন না (যদিনা একটা নির্ধারিত সংখ্যার বেশী সাংসদ হুইপ অমান্য করে)। এখন যেখানে ম্যাটার করে সেখানে উনি মমতার সঙ্গে আছেন, আর ক্যাসেট বিক্কিরী বাড়ানোর ব্যাপারে নেই - সেটাকে ঠিক প্রিন্সিপালড পজিশন বলা যায় না।

    "আমিও ভন্ড সকলের মত, গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত ..."
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১২:৫১443745
  • এসবিকে -
    সবাই সব বিষয়ে সরব হবেন সেটা নাও হতে পারে। সুমনের গুরুত্ব তালিকায় অপারেশন গ্রীন হান্ট আগে আছে।
    সুমনের এমপি ল্যাডের টাকা সুমনের এলাকায় খরচ করতে হবে। ঐ এলাকায় আদিবাসী? শুনিনি। এমপি ল্যাডের টাকা ওকে ওর মতো করে খরচ করতে দেওয়া হচ্ছে না বলে প্রতিবাদও করেছে। সুমন রাষ্ট্র ক্ষমতার অংশ হয়েও প্রতিবাদটা করছে। এটাই ওর কৃতিত্ব। সেটাকে ভাগবাঁটোয়ারার ঝগড়া বলে বেশ আমোদ পাওয়া যায়। তা, সে নাকি উটপাখীরাও যেন কিসে আমোদ পেয়ে থাকেন।
    এরা সব বিক্কিরি হয়ে গেছে বলে এই টইয়ের ৩,৪,৫এ অজস্র লেখা আছে। হয়তো ব্যক্তিগতভাবে তুমি বলো নি।
    মনে রাখা ভালো, একমাত্র শাঁওলি মিত্র আর পল্লব কীর্তনীয়া ছাড়া অন্য সবাই নন্দীগ্রামের আগে পর্যন্ত সিপিএমএর সাথেই ছিলেন। এক সুমন অবশ্য অনেকদিন থেকেই সিপিএম বিরোধী, প্রায় ৯৪/৯৫ থেকে। তার আগে সুমনও সিপিএমএর নির্বাচনী সভায় গেয়েছে। এরা সিপিএমএর অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তাই হঠাৎ এরা সব ""বিক্কিরি"" হয়ে গেছে বলে জিগির তোলা হলো। আজ যখন এরা অনেকেই তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করছেন তখন সেটা ""হজম"" হচ্ছে না।
    কিন্তু ""বিক্কিরি"" কারা হয়েছে সে তো দেখাই যাচ্ছে।
  • Arijit | 121.242.15.238 | ২২ মার্চ ২০১০ ১২:৫১443744
  • এই লাস্ট পোস্টের ব্যাপারটাতে - কসু-কে আইএসও কমপ্লায়েন্ট মডেল হিসেবে দেখানো যেতে পারে? সিএমএম কদ্দূর?

    ;-)
  • Manish | 117.241.229.47 | ২২ মার্চ ২০১০ ১২:৫৪443746
  • কসুর মেরুদন্ড সোজা এতদ্বারা প্রমানিত হইল?
    কোনো দলীয় প্রতীকে জেতার পর সেই দলের কথামতো চলতেই হবে, এটাইতো স্বাভাবিক। কেউ যদি তা না মানতে পারে তবে পদত্যাগ করুক। আমি গাছেরটাও খাবো আবার গোড়ারটাও কোরাবো policy কে দ্বীচারিতা ছাড়া আর কী বলা যায়?
  • kallol | 124.124.93.202 | ২২ মার্চ ২০১০ ১৩:০০443747
  • এক বিষয়ে সমর্থন করেও অন্য বিষয়ে বিরোধীতা ব্যাপরটা আজকের সিপিএম সমর্থকদের বোঝানো যাবে না। ওনারা তো বিরোধীতা মানে মমতা বোঝেন আর নইলে কমরেড আজকাল। এর মাঝে যে ত্রিশ কোটি অবস্থান হয়, সেটা বুঝতে গেলে -
    লাল নীল হলদে সবুজ / চশমায় চোখ ঢেকো না / পারো যদি দ্যাখো একবার / সাদা চোখে এই দুনিয়া / দুনিয়াটা এমনি রঙ্গীন / চোখে আর রঙ মেখো না।
    সুমন, মহাশ্বেতা সমস্ত খুনোখুনিরই নিন্দা করেছেন, চশমা পরেন নি।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৩:০৩443749
  • অপর্ণা সেন আর ব্রাত্য বসু কবে সিপিএমের সঙ্গে ছিলেন?
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১৩:০৩443748
  • একটা ট্যানজেনশিয়ালি রিলেটেড প্রশ্ন। ঐ মারিয়ার ব্যাপারটা কোন সময়ের ঘটনা? মানে কবে মারিয়া ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সুমনকে স্যু করেছিল?
  • nyara | 203.110.238.17 | ২২ মার্চ ২০১০ ১৩:০৭443753
  • শিবুদাও এই ভুল করল দেখে আশ্চর্য হচ্ছি। রেপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে একজন সাংসদ তার কনস্টিট্যুয়েন্সির প্রতিনিধিত্ব করেন, দলের নয়। আর ঠিক এই জন্যেই হুইপ আছে। সব ব্যপারেই যদি দলের মতে সায় দিয়ে চলতে হয় তাহলে হুইপের দরকার পড়ে না। এমনকি সাংসদের উপস্থিতিরও দরকার নেই।

    তবে সিপিয়েম কি বুঝবে? ওনারা তো ডিসেন্ট ব্যাপারটা পছন্দ করেন না।

    তবে এ প্রশ্ন তোলাই যায় যে সুমন যাদের প্রতিনিধিত্ব করছেন তাঁদের কতজন গ্রীনহান্ট নিয়ে বিচলিত?
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১৩:০৭443752
  • এই যা:, আমরা সবাই এক বিষয়ে বিরোধীতা করে অন্য বিষয়ে সাপোর্ট করার কথা বুঝি। এই যেমন গান লেখার সময় বিরোধীতা করে ভোট দেবার সময় সমর্থন।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৩:০৭443750
  • জঙ্গলমহলে যে বিপুল সংখ্যক সিপিএম সমর্থক খুন হয়েছে সুমন অর মহাশ্বেতা কবে সেই হত্যা আর হত্যাকারীদের নিন্দা করেছেন?

    সুমন নিজেই তো প্রকাশ্যে প্রতিদিন পাঁচটা করে সিপিএম কর্মী খুন করার আহ্বান জানিয়েছিলেন।
  • Blank | 170.153.65.102 | ২২ মার্চ ২০১০ ১৩:০৮443754
  • উহাদের CG র সমস্যা। তাই ডিগবাজি।
  • kc | 194.126.37.5 | ২২ মার্চ ২০১০ ১৩:১৩443755
  • যে বার নন্দনের অফিস থেকে করা আইএসডি টেলিফোন বিল (যেটা প্রায় ৬০ হাজার টাকা মতন) সরকার তথা বুদ্ধবাবু দিতে অস্বীকার করেন, তথা ওনাকেই দিতে বাধ্য করেন, তার আগে অবধি অপর্ণা সেন সিপিএমের সঙ্গেই ছিলেন। ;-)
  • Arijit | 121.242.15.238 | ২২ মার্চ ২০১০ ১৩:১৪443756
  • দলের মতে সায় দিতে হবে বলেই তো হুইপ আছে। কেউ হুইপ অমান্য করলে দলত্যাগ বিরোধী কি একটা আইনও আছে। এম্নি এম্নি নামটা হুইপ নাকি? ভার্চুয়াল চাবুক;-)
  • nyara | 203.110.238.17 | ২২ মার্চ ২০১০ ১৩:১৭443758
  • সেই তো বলছি। হুইপ ইস্যু অনুযায়ী জারি করা হয়। যদি হুইপ ডিফল্ট হত, তাহলে আলাদা করে হুইপের দরকার হত না।
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১৩:১৭443757
  • ন্যাড়ার জন্য।


    http://haryanaassembly.gov.in/UploadedFiles/ExtraLinksInformation/AntiDefectionLaw.htm

    Disqualification on ground of defection.- (1) Subject to the
    provisions of [paragraphs 4 & 5, a member of a House belonging to any political party shall be disqualified for being a member of the House-
    (a) if he has voluntarily given up his membership of such political party; or
    (b) if he votes or abstains from voting in such House contrary to any direction issued by the political party to which he belongs or by any person or authority authorized by it in this behalf, without obtaining, in either case, the prior permission of such political party, person or authority and such voting or abstention has not been condoned by such political party, person or authority within fifteen days from the date of such voting or abstention.


    এত্ত কষ্ট করে সার্চ এঞ্জিন বানানো হয়, কেউ ইউজ করে না।
  • Sibu | 71.102.122.58 | ২২ মার্চ ২০১০ ১৩:২৩443759
  • অর্থাৎ মমতা যে সব ব্যাপার তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করবে না সে সব ব্যাপারে কবীরবাবুর স্বাধীন মত চলবে। মনে হয় যে কোন ডিক্টেটরই এরকম একটা ব্যাবস্থা মাইন্ড করবে না।

    এই যেমন, গান বাঁধার সময় ছত্রধরকে সাপোর্ট করা ঠিক আছে। কিন্তু পার্লামেন্টে ছত্রধরকে আটকানোর জন্য কালা-কানুন বানালে (আর মমতা হুইপ দিলে) সেটার ফরে ভোট দেওয়াও ঠিক আছে।
  • Manish | 117.241.229.47 | ২২ মার্চ ২০১০ ১৩:৩১443760
  • গতকাল নচির ৭০০০০ আয় হয়েছে রেলের সৌজ্যনে।
  • PT | 203.110.246.230 | ২২ মার্চ ২০১০ ১৩:৩৪443761
  • পকাবুদের দশটি ছেলে চাইল দিদির দোয়া,
    আটটি কোথায় হারিয়ে গেল রইল কসু-মহা!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন